Category: Uncategorized

  • রাজশাহী-১ আসনে শরিফ উদ্দিনকে নিয়ে ঐক্যবদ্ধ বিএনপি

    রাজশাহী-১ আসনে শরিফ উদ্দিনকে নিয়ে ঐক্যবদ্ধ বিএনপি

    আলিফ হোসেন, তানোরঃ
    রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) ভিআইপি এই সংসদীয় আসন অনেকের টার্গেট। ইতোমধ্যে আগামি জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির দলীয় মনোনয়ন পেতে এরই মধ্যে কেউ কেউ দৌড়ঝাঁপ শুরু করেছেন। তবে এখানে মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিনকে সহযোগিতা করার জন্য
    বিএনপির নীতিনির্ধারণী মহল থেকে নেতাকর্মীদের বার্তা দেয়া হয়েছে নেতাকর্মীদের মুখে মুখে এমন আলোচনা রয়েছে। এদিকে এমন আলোচনার খবর ছড়িয়ে পড়লে বিএনপির রাজনীতিতে নয়া সমীকরণের সুত্রপাত হয়েছে। ফলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার(সাবেক)সামরিক সচিব ও রাজনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিনকে নিয়ে বিএনপি ঐক্যবদ্ধ হয়ে মাঠ গোছানো শুরু করেছে। এতে তৃণমুলে পচ্ছন্দের শীর্ষে উঠে এসেছে মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন।
    স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে,
    ইতিমধ্যে মনোনয়ন প্রত্যাশী কেউ কেউ খেলাধুলা, তাফসির মাহফিল এবং সামাজিক কর্মসুচির মাধ্যমে তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের মনোযোগ আর্কষণের চেষ্টা করেও ব্যর্থ হয়ে দলের নীতিনির্ধারণী মহলের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির জন্য নানা কৌশল খুঁজে বের করার চেষ্টায় মরিয়া হয়ে উঠেছে। আবার কেউ টাকা ছড়িয়ে নেতা ও কর্মী-সমর্থকদের কাছে টানতে প্রাণপন চেষ্টা করছে। কিন্ত্ত বিএনপির আদর্শিক এবং মুল ধারার নেতা ও কর্মী-সমর্থকদের কাছে থেকে তেমন কোনো সাড়া না পেয়ে তারা রণে ভঙ্গ দিয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছে বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।
    জানা গেছে, রাজশাহী অঞ্চলে বিএনপির আদর্শিক রাজনীতি ও নেতৃত্বে বিএনপির ভাইস-চেয়ারম্যান সাবেক ডাকমন্ত্রী প্রয়াত ব্যরিষ্টার আমিনুল হক পরিবারের কোনো বিকল্প নাই। আগামি জাতীয় সংসদ নির্বাচনে এখানে বিএনপির দলীয় মনোনয়ন পাচ্ছেন মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন এটা প্রায় নিশ্চিত।
    স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষক মহলের অভিমত, মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিনের মতো নেতৃত্বরা মনোনয়ন নেয় না, তাদের সুপারিশে দু’ চারজনের মনোনয়ন হয়। ফলে রাজনীতিতে নেতৃত্বের প্রতিযোগীতায় শরিফ উদ্দিনের মতো নেতৃত্বকে হারানো যায় না, তারা যেকোনো রাজনৈতিক দলের কাছেই বড় সম্পদ। ফলে শরিফ উদ্দিনের মতো নেতৃত্বের সঙ্গে প্রতিযোগীতার নামে বিরোধ নয় তাদের সঙ্গে সমঝোতা করে চলতে এবং শিখতে হয়।ঠান্ডা-শিতল ঘরের রাজনৈতিক কলাকৌশল। আর যাদের এসব বোঝার ক্ষমতা নাই তারাই রাজনীতি থেকে ছিটকে পড়ে অতল গহবরে হারিয়ে যায়।
    তৃণমুলের ভাষ্য, বাংলাদেশে এখন মাঠে-ঘাটে বগী আওয়াজ দিয়ে বা ভাড়া করা লোক দিয়ে সমাবেশ করে রাজনীতি হয় না।এখন ঠান্ড ঘরে বসে গরম কফির কাপে চুমুক দিয়ে টেলিভিশনের পর্দায় ফর্মুলা ওয়ান দেখতে দেখতে রাজনীতি হয়। এবিষয়ে তানোর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাষ্টার বলেন, দেশের সর্ব বৃহত গণতান্ত্রিক রাজনৈতিক দল বিএনপি। তিনি বলেন,দলের মনোনয়ন যে কেউ চাইতেই পারে এটা স্বাভাবিক ঘটনা। তবে এখানে মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিনের মনোনয়ন নিশ্চিত। তিনি আরো বলেন, আমরা তার নেতৃত্বে ঐক্যবদ্ধ বিএনপি মাঠ গোছানোর কাজ শুরু করেছি।

  • পিরোজপুরের নেছারাবাদে সুন্দরবন রক্ষায় যুব ফোরাম গঠনে রুপান্তরের সভা অনুষ্ঠিত

    পিরোজপুরের নেছারাবাদে সুন্দরবন রক্ষায় যুব ফোরাম গঠনে রুপান্তরের সভা অনুষ্ঠিত

    নেছারাবাদ উপজেলা প্রতিনিধি//

    প্লাস্টিক ও প‌লি‌থিন দূষণসহ সুন্দরবন সুরক্ষায় পিরোজপুরের নেছারাবাদে যুব ফোরাম গঠন করা হয়েছে। ১৪ ন‌ভেম্বর, রবিবার দুপু‌রে উপজেলার হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের উদ্যোগে অনুষ্ঠিত এক অবহিতকরণ সভায় যুব এ ফোরাম গঠন করা হয়।

    সভায় সভাপতিত্ব করেন রুপান্তরের প্রকল্প সমন্বয়কারী সভাপতিত্ব করেন অনুপ রায়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলার নির্বাহী অফিসার মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা তথ্য সেবা কর্মকর্তা কামরুন নিপু।

    প্রকল্পের প্রজেক্ট অফিসার সাহিদা বানু সোনিয়া আক্তারের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, স্বরূপকাঠি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন।

    সভায় ‘প্লাস্টিক ও পলিথিন দূষণ বন্ধ করি, সুন্দরবন রক্ষা করি’ এ স্লোগানকে সামনে রেখে শাকিল মাহমুদ ও সূর্বনা আক্তারকে যৌথভাবে আহ্বায়ক করে ৩১ সদস্যের যুব ফোরাম গঠন করা হয়।

  • ময়মনসিংহে দৈনিক সংবাদ সারাবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    ময়মনসিংহে দৈনিক সংবাদ সারাবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    মোঃ সেলিম মিয়া ময়মনসিংহ (ফুলবাড়ীয়া) প্রতিনিধি :
    ময়মনসিংহে ঝমকালো আয়োজনে দৈনিক সংবাদ সারাবেলার সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে । ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে বৃহস্পতিবার দুপুর একটায় ময়মনসিংহ ব্যুরো অফিসের আয়োজনে শহরের অলকা নদী বাংলা কমপ্লেক্সের ৪র্থ তলায় বিভাগের সকল জেলা প্রতিনিধিদের নিয়ে শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা হয়। এ সময় সমকালের প্রতিনিধি কবীর উদ্দিন সরকার হারুন, একাত্তর টিভির নুরুজ্জামান, কালের কন্ঠের আব্দুল হালিম, আমাদের সময়ের আব্দুল সাত্তার, মানব জমিনের জেলা প্রতিনিধি এনায়েতুল রহমান, আজকের পত্রিকার সেলিম হোসাইন, সংবাদ সারাবেলার বিভাগীয় ব্যুরো প্রতিনিধি মো: আবুল কালাম, জামালপুর জেলা প্রতিনিধি মাসুদুর রহমান, ফুলবাড়ীয়া উপজেলা প্রতিনিধি মো: সেলিম মিয়া, হালুয়াঘাট প্রতিনিধি তরিকুল আশরাফী, সোনালী কন্ঠের মো: হুমায়ুন কবীর লুটাস সহ বিভিন্ন গণ্যমান্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বিভাগীয় প্রতিনিধি আবুল কালাম তার বক্তব্যে বলেন, কোনো করপোরেশনের স্বার্থ রক্ষা করার জন্য এই পত্রিকার জন্ম হয়নি। এটি একটি আদর্শিক পত্রিকা। আমরা ন্যায় প্রতিষ্ঠার জন্য দাঁড়িয়েছি । অন্যায়ের সঙ্গে কখনো আপস করতে শিখিনি, আপস করব না ইনশাল্লাহ।

  • শহীদ আবু সাঈদের দুই ভাই চাকরী ছেড়ে দিলেন

    শহীদ আবু সাঈদের দুই ভাই চাকরী ছেড়ে দিলেন

    স্টাফ রিপোর্টার:- নিরেন দাস

    বসুন্ধরা গ্রুপের দেওয়া চাকরি ছেড়ে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের দুই ভাই এর আগে গতকাল মঙ্গলবার ব্যক্তিগত কারণ দেখিয়ে ই-মেইলে এবং ডাকযোগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চাকরি থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি অবগত করে তারা দুজন পত্র প্রেরণ করেন।
    গত মাসের ৯ অক্টোবর আবু সাঈদের ভাই রমজান আলীকে বাংলাদেশ প্রতিদিনের রংপুর ব্যুরো অফিসের জ্যেষ্ঠ নির্বাহী এবং আরেক ভাই আবু হোসেনকে টিভি চ্যানেল নিউজ-২৪ এর রংপুর ব্যুরো অফিসের জ্যেষ্ঠ নির্বাহীর পদে নিয়োগ দেয় বসুন্ধরা গ্রুপ।
    আবু হোসেন জানান, তারা দুই ভাই ব্যক্তিগত কারণ দেখিয়ে চাকরি ছেড়ে দিয়েছেন। বিষয়টি অবগত করতে বসুন্ধরা গ্রুপের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ই-মেইল এবং ডাকযোগে অব্যাহতিপত্র পাঠিয়েছেন।
    তিনি বলেন, গত মাসে নিয়োগপত্র হাতে পাওয়ার পর থেকে অফিসে সময় দিতে পারিনি। সংসার নিয়ে ব্যস্ত থাকতে হয়। এখন অফিসে সময় না দিয়ে মাস শেষে বেতন নেওয়ার আমাদের কোনো ইচ্ছে নাই। এ কারণে আমরা চাকরি থেকে অব্যাহতি নিয়েছি।
    এর আগে চাকরি থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। রাত পৌনে ১০টার দিকে আবু হোসেন তার ফেসবুক আইডিতে অব্যাহতিপত্র এবং ডাকযোগে পাঠানো খামের ছবি পোস্ট করেন।
    সেখানে আবু হোসেন লিখেছেন, সন্মানিত ফেসবুক বন্ধুসহ সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম। আপনারা সবাই আল্লাহর রহমতে নিশ্চয় ভালো আছেন। আপনারা নিশ্চয় অবগত আছেন আমি ও আমার বড় ভাই রমজান আলীকে গত ১ মাস পূর্বে বসুন্ধরা গ্রুপের ইস্ট ওয়েস্ট মিডিয়ার বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ সিনিয়র এক্সিকিউটিভ অ্যাডমিন পদে নিয়োগ প্রদান করে। পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার থাকার কারণে আমরা দুই ভাই আমি মো. আবু হোসেন ও রমজান আলী বসুন্ধরা গ্রুপের নিয়োগকৃত কাজে যোগদান না করেই আমরা দুই ভাই উক্ত চাকুরি হতে অব্যহতি নিয়েছি। আমি মো. আবু হোসেন ও রমজান আলী আজকের পর থেকে বসুন্ধরা গ্রুপের সাথে কোনো সম্পর্ক বা চুক্তি নাই। আমি ও আমার পরিবারের জন্য সকলে দোয়া করবেন। ধন্যবাদ।

  • শার্শার গোগায় বিএনপি নেতার নিজস্ব অর্থায়নে ২১৫ টি পরিবারের মাঝে চাল বিতরণ

    শার্শার গোগায় বিএনপি নেতার নিজস্ব অর্থায়নে ২১৫ টি পরিবারের মাঝে চাল বিতরণ

    আজিজুল ইসলামঃ যশোরের শার্শার গোগায় বিএনপি নেতা সুলতান আলী নিজস্ব অর্থায়নে ২১৫ জন সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করেছেন।

    বৃহস্পতিবার(১৪ নভেম্বর) বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চাউল বিতরণের উদ্বোধন করেন ৫ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা সুলতান আলি।

    এ সময় ২১৫ জন সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়।

    সুলতাল আলী বলেন,দীর্ঘ ১৭ বছর গোগা ইউনিয়নে বিএনপির নেতাকর্মিরা সুবিধা বঞ্চিত ছিলো। এখন সুসময় এসেছে। অনেকদিন থেকে ইচ্ছা ছিলো সুবিধা বঞ্চিতদের মাঝে কিছু করতে।নিজস্ব অর্থায়নে তাদের মাঝে চাউল দিতে পেরে খুব খুশি হয়েছি। সবার কাছে তার জন্য দোয়া কামনা করে বলেন এ চাউল বিতরন অব্যাহত থাকবে।

    এ সময় উপস্থিত ছিলেন,গোগা ৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,সাবেক সভাপতি সোলাইমান হোসেন,প্রচার সম্পাদক শফিকুল ইসলাম,বিএনপি নেতা অজিয়ার রহমান,ইক্রামুল হোসেন,আব্দুল ওহাব সহ এলাকার গণ্যমন্য ব্যক্তিবর্গ।

  • ঝিকরগাছায় সামান্য ভুলে পানিতে ডুবে শিশুর মৃ-ত্যু 

    ঝিকরগাছায় সামান্য ভুলে পানিতে ডুবে শিশুর মৃ-ত্যু 

    আজিজুল ইসলামঃ  যশোরের ঝিকরগাছায় সামান্য ভুলের কারণে পানিতে ডুবে আয়ান হোসেন নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে পৌর সদরের ৫নং ওয়ার্ড কীর্তিপুর গ্রামে। 

    নিহত আয়ান ওই গ্রামের পিন্টু রহমানের ছেলে। পরিবার সুত্রে জানাগেছে, সকালে ঘুম থেকে উঠে আয়ান উঠানে রাজহাঁসের সাথে খেলা করছিলো । এসময় ওর মা পপি খাতুন ছেলেকে উঠানে খেলতে দেখে রান্না ঘরে রুটি বানাচ্ছিল। এরই ভেতর কোন এক সময়ে আয়ান রাজহাঁস তাড়াতে তাড়াতে বাড়ির পিছনের ডুবার ধারে যায়। এবং ডোবায় পড়ে গিয়ে মারা যায় আয়ান। পরে খোঁজাখুজির এক পর্যায়ে ডোবায় তার লাশ ভেসে উঠতে দেখে স্থানীয়রা আয়ানের মা বাবাকে জানায়। পরে ডোবা থেকে আয়ানের লাশ উদ্ধার করা হয়।

    আয়ানের বাড়িতে এখন শোকের মাতম চলছে।

  • নলছিটিতে ইঁদুর মারা ওষুধ খেয়ে দুই চাচাতো ভাই বোনের মৃ-ত্যু

    নলছিটিতে ইঁদুর মারা ওষুধ খেয়ে দুই চাচাতো ভাই বোনের মৃ-ত্যু

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে ইঁদুর মারার ওষুধ খেয়ে লামিয়া আক্তার(৪) ও রমজান হাওলাদার(৩) নামে দুই চাচাতো ভাই বোনের মৃত্যু হয়েছে।

    বৃহস্পতিবার (১৪ নভেম্বর )রাতে অসুস্থ অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়।বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম।

    নিহতরা হলেন,উপজেলার কুলকাঠি ইউনিয়নের আখড়পাড়া এলাকার কামাল হাওলাদারের মেয়ে ও রানা হাওলাদারের ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই বোন।

    পরিবার সূত্র জানা গেছে, বুধবার(১৩ নভেম্বর) দুপুরে দুইজন ঘড়ের ভিতর খেলা করছিল। এ সময় খাটের নিচে রাখা ইদুরের ওষুধ তারা খেয়ে ফেলে। পরে বিষয়টি তাদের পরিবারের লোকজন টের পেয়ে তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তাদের মৃত্যু হয়।

    নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস ছালাম জানিয়েছেন,দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

  • রেলওয়ে কর্তৃপক্ষের এজাহার গ্রহণ করে না থানা পুলিশ-ভারপ্রাপ্ত কানুনগো মঞ্জুরুল হক

    রেলওয়ে কর্তৃপক্ষের এজাহার গ্রহণ করে না থানা পুলিশ-ভারপ্রাপ্ত কানুনগো মঞ্জুরুল হক

    এম এনামুল হক।
    রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি:

    বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের এজাহার গ্রহণ করেনা থানা পুলিশ।তিস্তা টু কুড়িগ্রাম রেলপথের বিশ হাজার ঘনফুট মাটি সরানো ও পনেরশো ফিট রেলপথ দখল করে সুপারি গাছ লাগিয়ে অবৈধভাবে দখল করে ট্রেন চলাচলের সুষ্ঠু পথকে বাধাগ্রস্ত করায় দখলদার আলতাব হোসেনকে আসামি করে থানায় উপস্থিত হয়ে আমি গতবছরের ১৬ নভেম্বর এজাহার দাখিল করলেও ব্যবস্থা গ্রহণ করেনি রাজারহাট থানা পুলিশ।

    থানায় এজাহার দাখিল সময়ে পুলিশ জানায় আপনারা থানায় এজাহার পত্র রেখে যান,আমরা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করব-এমন মন্তব্য করেন কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার রেলওয়ের ভারপ্রাপ্ত কানুনগো মঞ্জুরুল হক।

    তিনি বলেন, এজাহার দাখিলের কিছু পড়ে রাজারহাট থানার একজন তদন্ত কর্মকর্তা ফোন করে জমি লিজ আছে কি না? জানতে চেয়েছিলেন।পরবর্তীতে থানা পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করেছে জানা নেই।শুধু রাজারহাট নয় সমগ্র বাংলাদেশে একই অবস্থা চলছে,তবে প্রেক্ষাপট পরিবর্তনের পড়ে আর খোঁজ খবর রাখা হয়নি।এছাড়াও রেলওয়ে আরও অনেক জায়গায় ভূমি বেদখল রয়েছে।

    ১৩ নভেম্বর বুধবার মুঠোফোনে লালমনিরহাট,কুড়িগ্রাম জেলার ভারপ্রাপ্ত কানুনগো মঞ্জুরুল হক প্রতিবেদক’কে এসব কথা বলেন।

    রেলওয়ে ভূমি ক্ষতি সাধনকারী আলতাব হোসেন রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবোত্তর গ্রামের(চায়না বাজার)বাসিন্দা মৃত অজর উদ্দিন ব্যাপারীর ছেলে।

    এজাহার সুত্রে জানা গেছে,গত ২০২৩ সনের ১৬ নভেম্বর সকাল দশ ঘটিকায় সিংগারডাবড়ীহাট রেলওয়ে স্টেশন এলাকার তফসিলভু্ক্ত রেলওয়ে ভূমি হতে অবৈধভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর ঘোষণা এবং তথ্য পরিবেশন করিয়া এক্স ভ্যাটর মেশিন দ্বারা ২০ হাজার ৮শত ঘনফুট মাটি কর্তন করিয়া গর্ত সৃষ্টি করিয়া রেল ভূমির শ্রেণি পরিবর্তন করিয়া রেললাইনের ক্ষতি সাধন করিতেছেন।তিনি মিথ্যা প্রচার করিয়াছেন যে,তিনি রেল কর্তৃপক্ষের নিকট হতে উক্ত রেলভূমির লাইসেন্স গ্রহণ করেছেন।অথচ উক্ত অবৈধ দখল সংক্রান্ত বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষ হতে কোন প্রকার অনুমোদন পান নাই।তিনি স্থানীয় জনসাধারণকে মিথ্যা প্রচারণা করিয়া ১৫শ ফুট দৈর্ঘ্য রেললাইন উভয় পার্শে সুপারির লাগিয়ে রেলভূমি দখল করে চলছেন যা রেল চলাচলের সুষ্ঠু পথকে বাধাগ্রস্ত করে।এমন কাজ রেল আইনের পরিপন্থী এবং ১৮ সেপ্টেম্বর ২০২৩ ভূমি অপরাধ ও প্রতিকার আইনের ১১,১২ ও ১৩ উপধারা অনুযায়ী শাস্তি যোগ্য অপরাধ।

  • মোরেলগঞ্জে  ইকো-ভিলেজ ও পারমাকালচার বিষয়ক ২ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

    মোরেলগঞ্জে ইকো-ভিলেজ ও পারমাকালচার বিষয়ক ২ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

    শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:

    বাগেরহাটের মোরেলগঞ্জে ২ দিন ব্যাপী ইকো- ভিলেজ ডিজাইন ও পারমাকালচার শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা -২০২৪ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে এনজিও সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মোরেলগঞ্জ এপি শাখার আয়োজনে উপজেলার সদর ইউনিয়নের কাঠালতলা এলাকার খালেক শেখের বাড়িতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এপি ম্যানেজার তপন কুমার মন্ডলের সভাপতিত্বে এ প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়। দূষণমুক্ত পদ্ধতিতে চাষাবাদসহ একটি সুন্দর প্রকৃতি ও পরিবেশবান্ধব ছবির মতো গ্রাম প্রতিষ্ঠার লক্ষ্যে উপজেলার ৬ টি গ্রামের ২৫ জন ইকো- ভিলেজ সদস্যদের নিয়ে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে সংস্থাটি। ২ দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় আলোচ্য অর্গানিক কালচার ব্যবহার, স্যানিটারী পায়খানা ব্যবহার, প্রত্যেক পরিবারের বাড়ির আঙিনায় সবজি চাষ, গবাদি পশু-পাখি পালন, প্রত্যেকের জন্ম নিবন্ধন নিশ্চিতকরণসহ প্রতিটি পরিবারে ভার্মি কম্পোষ্ট তরল ও  অন্যান্য জৈবসার ব্যবহার এবং বিষমুক্ত ও রাসায়নিকমুক্ত ফলজ শাকসবজি চাষে উদ্বুদ্ধ করণের মধ্য দিয়ে স্মার্ট ইকো ভিলেজের অগ্রগতি উৎযাপন বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়।প্রশিক্ষণে ফিল্ড টেকনিকেল স্পেশালিষ্ট ইন্টিগ্রেটেড লাভলিহুড ফ্যাসালিটেটর হিসেবে এসব আলোচনা করেন মোঃহুমায়ুন কবীর।এছাড়াও প্রশিক্ষণ সহায়তাকারী হিসেবে উপস্থিত ছিলেন,মোরেলগঞ্জ এপি শাখার প্রোগ্রাম অফিসার মিলিতা সরকার,( বি,ডি,সি)জান্নাতুন নেসা পপি,সাংবাদিক নাজমুল তালুকদার সহ অন্যান্য প্রমূখ। প্রশিক্ষণে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে, প্রকৃতির কোন ক্ষতি না করে, প্রকৃতি চর্চা করে শস্য উৎপাদন বা পারমাকালচার ডিজাইন বিষয়ে প্রশিক্ষণে নিবিড় আলোচনা করা হয়। আর এ পদ্ধতি অনুসরণ করে ইকো ভিলেজ বা পরিবেশবান্ধব গ্রাম প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ভূমিকা রাখা যাবে বলে এপি সূত্র জানায়।প্রশিক্ষণে গ্রামের পরস্পরকে শ্রদ্ধা, সম্মান জানানো, বর্জ্য ব্যবস্থাপনা শক্তিশালী করা, জৈব পদ্ধতিতে চাষাবাদ করা, বাড়ির আঙ্গিনার শতভাগ ব্যবহার করা, মাটি, পানি, বায়ু, শব্দ এবং আগুন ব্যবহারে যত্নবান হওয়া, এলাকায় কর্মসংস্থানের সৃষ্টি করা, সামাজিক দ্বন্দ্ব নিরসন করা, জীববৈচিত্র সংরক্ষণ করা, বৃক্ষ নিধন প্রতিরোধ করা ও ব্যাপক বৃক্ষ রোপণ করা, পাখি শিকার না করা, জলজজীব রক্ষাসহ পরিবেশের ভারসাম্য রক্ষায় গ্রামের আপামর মানুষদের সম্পৃক্ত করে কার্যক্রম পরিচালনায় নানা রকমের কৌশল নিয়েও আলোচনা করেন প্রশিক্ষণ সহায়করা।

  • নুরানী শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের উন্নত ও গঠনমূলক  হাতের লেখার প্রশিক্ষণ দেয়া হচ্ছে

    নুরানী শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের উন্নত ও গঠনমূলক  হাতের লেখার প্রশিক্ষণ দেয়া হচ্ছে

    পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি :
    বরগুনার পাথরঘাটায় হযরত সুমাইয়া (রাঃ) নূরানী মাদ্রাসার সকল শ্রেণীর শিক্ষার্থীদের হস্তলিপি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ তিন বছরের শিক্ষা যাত্রায় মাদ্রাসাটির বাৎসরিক হস্তলিপি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মান উন্নয়ন যাচাই করার জন্য এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

    বৃহস্পতিবার (১৪ই নভেম্বর)  সকাল ৯টায় পাথরঘাটা ৭নং ওয়ার্ড শহীদ জিয়ামাঠ সংলগ্নে অবস্থিত হযরত সুমাইয়া (রাঃ) নূরানী মাদ্রাসার প্লে, নার্সারি, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের, প্রতিবছরের মত হাতের লেখার মানউন্নয়ন যাচাই প্রক্রিয়ায় একটি বাৎসরিক হস্তলিপি পরীক্ষা অনুষ্ঠিত করা হয়। প্রতিদিনের মতো সকাল থেকেই শিক্ষার্থীরা সুশৃংখলভাবে মাদ্রাসাটিতে অবস্থান করে পরীক্ষায় অংশগ্রহণ করেন।

    এ সময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির সকল শিক্ষক বৃন্দ সহ শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দরা। উপস্থিত অভিভাবক বৃন্দরা জানান, উন্নত শিক্ষার জন্য নূরানী শিক্ষার বিকল্প নেই। তাই সন্তানদের কুরআনের আলোকে শিক্ষা দেওয়ার জন্য আমরা নূরানী মাদ্রাসায় ভর্তি করেছি। আমাদের এলাকার প্রায় সন্তানরা এই মাদ্রাসায় পড়াশোনা করে, মাদ্রাসাটির শিক্ষার মান অনেক উন্নত। এখনে আরবী থেকে শুরু করে বাংলা, ইংরেজি, অংক ও ইসলামিক সাহিত্য খুব গুরুত্ব সহকারে পড়ানো হয়। আজকের আমাদের সন্তানদের হাতের লেখা পরীক্ষা চলছে। আমরা খুবই আনন্দিত কারন আমাদের সন্তানদের হাতের লেখা শিক্ষকরা প্রথম থেকেই খুব সুন্দর ভাবে গঠন করে তুলেছেন।

    প্রতিষ্ঠানটির মোহতামিম মাওলানা আবুল কালাম আজাদ জানান, দীর্ঘ তিন বছর যাবত মাদ্রাসাটি সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। নূরানী মাদ্রাসা ইসলামের আদর্শে পরিচালিত একটি মাদ্রাসা। নূরানী মাদ্রাসায় প্রতিটি শিক্ষার্থীকে আরবি, বাংলা, ইংরেজি, অংক ও ইসলামিক সাহিত্য উন্নত শিক্ষার নুরানী শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের উন্নত ও গঠনমূলক  হাতের লেখার প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

    অমল তালুকদার 
    পাথরঘাটা, বরগুনা ।।