আলিফ হোসেন, তানোরঃ
রাজশাহীর তানোরে ‘শেখ হাসিনার দর্শন সকল মানুষের উন্নয়ন’ স্লোগানকে সামনে রেখে উপজেলার মাসিক
সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, ১৫ জুলাই উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নার সভাপতিত্বে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত মাসিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান তানভির রেজা ও সোনীয়া সরদার,
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি), আব্দুর রহিম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) বার্নাবাস হাসদাক, কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ, উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন, মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফজলুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা, ওয়াজেদ আলী, বিএমডিএ’র সহকারী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) জামিলুর রহমান, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, কামারগাঁ ইউপির প্যানেল চেয়ারম্যান আলাউদ্দিন আলী প্রামানিক, কলমা ইউপি চেয়ারম্যান খাদেমুন নবী বাবু চৌধুরী, তালন্দ ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু ও সরনজাই ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক খাঁন প্রমুখ। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সভায় উপজেলা সেচ কমিটিকে না জানিয়ে গোপণে ৩৮টি সেচ মটরসহ নির্বিচারে বানিজ্যিক মিটারে বৈদ্যুতিক সংযোগ দেয়ায় তিব্র সমালোচনা করা হয়। তবে তোপের মুখে পড়ার ভয়ে পল্লী বিদ্যুতের (ডিজিএম) জহুরুল ইসলাম ও এজিএম কামাল হোসেন সভায় উপস্থিত হয়নি।#
Category: রাজশাহী
-
তানোরে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
-
আপনাদের সামনে দুটি পথ, এমপি ফারুক চৌধুরী
আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহী-১ আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ ওমর ফারুক চৌধুরী বলেছেন আপনাদের সামনে দুটি পথ। একটি গণতন্ত্র-উন্নয়ন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অসাম্প্রদায়িক এবং
অপরটি সিঙ্গাপুর-মালেশিয়ামুখী বাংলাদেশ। অন্যদিকে একটি অগ্নি সন্ত্রাস-জঙ্গিবাদ, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী সাম্প্রদায়িক এবং পাকিস্তান-আফগানিস্থানমুখী বাংলাদেশ। প্রথমটির ধারক-বাহক আওয়ামী লীগ। দ্বিতীয়টির ধারক-বাহক জামায়াত-বিএনপি। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে গণতন্ত্র-উন্নয়ন ও মানুষের অর্থনৈতিক স্বচ্ছলতার পাশাপাশি দেশ সিঙ্গাপুর-মালেশিয়ামুখী হয়। অন্যদিক জামায়াত-বিএনপি ক্ষমতায় থাকলে অগ্নিসন্ত্রাস-জঙ্গিবাদ সৃষ্টির পাশাপাশি দেশ পাকিস্তান-আফগানিস্থানমুখী হয়। তিনি বলেন, এখন আপনাদেরই সিদ্ধান্ত নিতে হবে আপনারা আওয়ামী লীগের সঙ্গে থেকে দেশকে উন্নয়নের ধারায় রেখে সিঙ্গাপুর-মালেশিয়ার মতো এগিয়ে নিয়ে যাবেন, না জামায়াত-বিএনপির সঙ্গে থেকে অগ্নি সন্ত্রাস-জঙ্গিবাদ সৃষ্টি করে দেশকে পাকিস্তান-আফগানিস্থানের মতো পিছিয়ে নিবেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিজয় মানে আপনাদের বিজয়। তিনি বলেন, এদেশের মানুষকে বিভিন্ন রকমের ভাতা ও সহায়তা প্রদান করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তিনি এসব টাকা দিয়ে আপনাদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করেছেন। আপনাদের সুখে রেখেছেন। বাংলাদেশের সুখ পাখি হিসেবে শেখ হাসিনা দেখা দিয়েছি। শেখ হাসিনা ছাড়া কেউ এদেশের মানুষকে সুখি রাখতে পারেনি আগামিতেও পারবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচন জানুয়ারী মাসে। এই ভোটে নৌকাকে বিজয়ী করার দায়িত্ব প্রতিটি মা-বোন ভায়ের। শেখ হাসিনা জিতলে আপনি জিতবেন। আপনি জিতলে বাংলাদেশ জিতবে , তাতেই আপনি সুখি হবেন। যে যাই বলুক শেখ হাসিনা ছাড়া কেউ আপনাদের সুখে রাখতে পারবে না।
জানা গেছে, ১৪ নভেম্বর মঙ্গলবার বাঁধাইড় ইউনিয়ন (ইউপি) আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শামসুল ইসলামের সঞ্চালনায়, বাঁধাইড় ইউপি আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আতাউর রহমানের সভাপতিত্বে সরকারের সামাজিক সুরক্ষা সুবিধাভোগীদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এসব কথা বলেন। তিনি নৌকায় সকলকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, যেমন শেখ হাসিনা আন্তরিকতার সঙ্গে দুই হাত ভরে নানা সুবিধা আপনাদের দিয়েছে, ঠিক সেই ভাবে আপনারাও জানুয়ারী মাসে জাতীয় ভোটে প্রত্যেকে নৌকায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হাত ভর্তি করে দিবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার ও সোনীয়া সরদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার, তানোর পৌর আওয়ামী লীগের সভাপতি আসলাম উদ্দিন, সম্পাদক আবুল বাসার সুজন, মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন আমিন, সম্পাদক মোহাম্মদ হোসেন মন্টু,বাধাইড় ইউপি আওয়ামী লীগের সম্পাদক রবিউল ইসলাম, সাদিকুল ইসলাম, কলমা ইউপি (পুর্ব) আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আব্দুর রাহিম, উপজেলা যুবলীগের সম্পাদক জুবায়ের ইসলাম ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক রামিল হাসান সুইট প্রমুখ। -
গোদাগাড়ীতে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত ।
রাজশাহী থেকে মোঃ হায়দার আলীঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদ অডিটারিয়ামে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টার সময় উপজেলা পরিষদ অডিটারিয়ামে শিক্ষা প্রধান, সহকারী লাইব্রেরিয়ান নিয়ে অনুষ্ঠিত এ কর্মশালা সহকারি কমিশনার (ভূমি) মোঃ সবুজ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গবেষনা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম।
এ অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ দুলাল আলম, একাডেমিক সুপারভাইজার মোঃ আব্দুর রহমান, টীম ম্যানেজার এজাজুল ইসলাম প্রতিষ্ঠান প্রমূখ।
বক্তাগণ বলেন, এসইডিপি ও স্টেংদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস শীর্ষক স্কিম কার্যক্রম পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি সম্পর্কে অবহিতকরণ, শিক্ষপ্রতিষ্ঠানে নিয়মিত বইপড়া কার্যক্রম পরিচালনার গুরুত্ব ও পর্যায়ে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন কৌশল অবহিতকরণ, কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের দায়িত্ব সম্পর্কে এবং কর্মসূচি বাস্তবায়নে পরিকল্পনা অবহিতকরণ।
মানুষের হাজার বছরের চিন্তা, জ্ঞান ও অভিজ্ঞতার বিবরণী কালো অক্ষরের শৃঙ্খলে বাঁধা পড়ে থাকে বইয়ের পাতায়। বই প্রজন্ম থেকে প্রজন্মে, কাল থেকে কালান্তেরর সেতুবন্ধ রচনা করে। বই পৌঁছে দেয় এক সভ্যতার আর্জিত জ্ঞান পরবর্তী সভ্যতার হাতে। শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ, জ্ঞান, আলো ও হৃদয়ের প্রশান্তির জন্য বই হোক শ্রেষ্ঠ বন্ধু ও নিত্যদিনের সঙ্গী, ভাল বই পড়া মানে সেরা মানুষের সাথে কথা বলা। শিক্ষকের লক্ষ্য যেমন ছাত্র তৈরী করা তেমনি লাইব্রেরিয়ানের লক্ষ পাঠক তৈরী করা। বই মানুষের সবচেয়ে বড় বন্ধু। মোঃ হানিফের সঞ্চালনায় উপস্থিত ছিলেন,
মহিশালবাড়ী আল ইসলা ইসলামী একাডেমির প্রধান শিক্ষক মোঃ কোরবান আলী, রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত মোঃ মতিয়ার রহমান, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী, গুনিগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শরিফুল ইসলাম, গোগ্রাম আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, দিগরাম উচ্চ বিদ্যালয়ের প্রাধান শিক্ষক মোঃ আতাউর রহমান, কাশিমপুর একে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।মোঃ হায়দার আলী
রাজশাহী। -
গোদাগাড়ী ইউএনওর বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা
নিজস্ব প্রতিবেদক,রাজশাহীঃ : রাজশাহীর গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানে আলমের বিরুদ্ধে পরিবেশ দূষণ ও ক্ষতির অভিযোগে আদালতে মামলা দায়ের কারা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী সিনিয়র চীফ জুডিশিয়িাল ম্যাজিস্টেট আবু তালেবের আদালতে সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ (ঙ) ধারায় মামলাটি করেন, আইনজীবি ও মানবাধিকার কর্মী সালাহউদ্দদীন বিশ্বাস।
মামলায় ১ নং আসামী হিসাবে ইউএনও জানে আলমের নাম উল্লেখ্যসহ অজ্ঞাতনামা ৫/৬ জন রয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে উপজেলা গোদাগাড়ী ইউনিয়নের পরমান্দপুর মৌজায় ০.৫৮ যার নং জেল, ১৮৮, দাগ নং ২৮৫,পরিমান ০.৮৫ একর পুকুর মাটি দিয়ে ভরাট করে পরিবেশের দূষণ ও ক্ষতি সাধন করেছে।
মামলাটি আমলে নিয়ে আগামী মে মাসের ২২ তারিখে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক অথবা পরিদর্শকের উপস্থিতিতে শুনানীর নির্দেশ প্রদান করেন আদালত।
মামলার বিষয়ে জানতে চাইলে ইউএনও জানে আলম জানান, এ বিষয়ে তিনি এখনো কিছু জানেন না।
তবে তিনি দাবি করেন, যেখানে মাটি ফেলা হচ্ছে সেখানে কোনো পুকুর নেই। স্থানীয় কিছু ভূমিদস্যু অনেক আগেই পুকুর ভরাট করে নিজেরা ভোগদখল করতেন। তারা সেটি উদ্ধার করেছেন। তারা যদি মামলা করে থাকেন তাহলে হয়রানি করার জন্যই করেছেন।
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী। -
মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ক্রিকেট দল সিরাজগজ্ঞ জেলা দলকে ২৮ রানে হারিয়েছে
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।। রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালযের ক্রিকেট টীম সিরাজগঞ্জ জেলার কাজিপুর সরকারী বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের ২৮ রানে হারিয়ে খেলায় টিকে থাকলো।
মঙ্গলবার দুপুর ২ টার সময় রাজশাহী কলেজ মাঠে অনু্ষ্ঠিত (বালিকা) ক্রিকেট খেলায় মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের সাথে সিরাজগজ্ঞ সরকারী বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের খেলা অনুষ্ঠিত হয়।
মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ক্রিকেট দলের অধিনায়ক মোসাঃ হালিমা খাতুন টচে হেরে ব্যাট করার সুযোগ পায়।
মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথমে ব্যট করে ৩ ইউকেট হারিয়ে নির্ধারিত ৮ ওভারে ১০৯ রান করে। ১১০ রানের টারগেটে বাট করতে নেমে দলীয় অধিনায়ক হালিমার প্রথম ওভারে ২ উইকেট হারিয়ে চাপে পড়েন ।
ধারাবাহিকভাবে ইউকেট পড়ায় প্রতিপক্ষ আর চাপ সামাল দিতে পরেনি। শেষ পর্যন্ত নির্ধারিত ৮ ওভারে ৬ ইউকেট হারিয়ে ৮১ রান তুলতে সমর্থ হয়। মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা ২৮ রানের ব্যবধানে জয় লাভ করে।মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজশাহী জেলা চ্যাম্পিয়ন ও সিরাজগঞ্জ জেলা টীমকে হারানোর গৌরব অর্জন করায় অভিনন্দন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জানে আলম, গোদাগাড়ী পৌরসভার মেয়র আলহাজ্ব অয়েজ উদ্দিন বিশ্বাস, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোসাঃ আমেনা খাতুন, প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী।
মোঃ হায়দার আলী
রাজশাহী। -
আওয়ামী লীগ ১৭৩ দিন হরতাল করেছিল রাজশাহীতে মীর্জা ফখরুল
রাজশাহী থেকে মোঃ হায়দার আলী।। তত্বাবধায়ক সরকার ছাড়া এ দেশের আর কোন নির্বাচন হবে না বলে আবারো মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন আওয়ামী লীগ ১৭৩ দিন হরতাল করেছে। সেই তত্ববধায়ক সরকারের অধিনে পাঁচটি নির্বাচনে অংশ গ্রহন করেছে। এখন সেই তত্ববাধায়ক সরকারকে তারা ভয় পায়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১০ তারিখের সমাবেশ নিয়ে সরকারের ঘুম হারাম হয়ে গেছে। সেদিন নাকি তারা উড়ে যাবে। জনগণের প্রতি তাদের আস্থা নেই। চোরের মন পুলিশ পুলিশ। নয়াপল্টনে এর আগে অনেক সমাবেশ করেছি, তখন তো সমস্যা হয়নি। এখন কেন এত সমস্যা? শনিবার (৩ ডিসেম্বর) বিকেলে রাজশাহীর হাজী মুহম্মদ মহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে (মাদরাসা মাঠ) বিএনপির বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, যে দেশে গণতন্ত্রকে প্রতিদিন হত্যা করা হচ্ছে, সেই দেশের সরকার প্রতিদিন সংবিধান অনুযায়ী নির্বাচনের কথা বলছে। সরকারের বিরুদ্ধে কথা বললেই ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। আমরা কোন দেশে বাস করছি, যে দেশে প্রধানমন্ত্রী খারাপ কাজ করলেও সমালোচনা করা যায় না। আওয়ামী লীগ সরকারের মন্ত্র একটাই- যেমন করেই হোক ক্ষমতায় বসে থাকা। তিনি বলেন, এই দেশে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে।
বিএনপি মহাসচিব বলেন, রাজশাহী থেকেই ১৯৬৯ সালে যখন আইয়ুব খানের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়, তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শামসুজ্জোহা নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন। রাজশাহীর মাটি বিএনপির ঘাঁটি। রাজশাহীর মাটি উর্বর। জিয়াউর রহমানের বাড়িও রাজশাহীর বগুড়াতে। পদ্মা, মহানন্দা নদী বেষ্টিত জনতা আজ রুখে দাঁড়িয়েছে। পাবনার ঈশ্বরদীর জাকারিয়া পিন্টুসহ ৯ জনকে অন্যায়ভাবে মৃত্যুদণ্ড দিয়েছে। ২৫ জনের যাবজ্জীবন দিয়েছে। তাতে কি আপনারা ভয় পাবেন? তাতে কী পাবনার লোক ভয় পাবেন?
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ এখন আর রাজনৈতিক দল নেই। লুটেরাদের দলে পরিণত হয়েছে। তাই এই সরকারকে ভয় পাওয়ার কিছু নেই। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হচ্ছে। ব্যাংক খালি করা হচ্ছে। রিজার্ভ খালি করা হচ্ছে। সেখানে ৩৭ জন কৃষককে ২৫ হাজার টাকার জন্য জেলে দিয়েছে। তিনি আরও বলেন, এই সরকার আমাদের রাজনৈতিক কাঠামো নষ্ট করেছে। আওয়ামী লীগের ডাকা হরতালে ১১ জনকে গান পাউডার দিয়ে হত্যা করা হয়েছে।
তিনি বলেন, রাজশাহী এখন উর্বর হয়েছে। ধানের শীষকে প্রতিষ্ঠিত করতে হবে। আমাদের আন্দোলন বিএনপিকে প্রতিষ্ঠিত করার জন্য নয়, তারেক রহমানকে দেশে আনার জন্য নয়, আমাদের আন্দোলন মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য। আর কতকাল মানুষ কষ্ট করবে। মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে। অর্ধনৈতিক অবস্থায় ধস নেমেছে। নিরপেক্ষ সরকারের মাধ্যমেই পার্লামেন্ট গঠন করা হবে। জাতীয় সরকার গঠন করা হবে। ১৪ থেকে ১৫ বছর ধরে আমরা অনেক নির্যাতিত হচ্ছি। আমাদের অনেক নেতাকর্মী গুম হয়েছে। ইলিয়াস আলীর মেয়ে এখনো পথ চেয়ে থাকে কখন বাবা আসবে। এই পরিবেশ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।
মির্জা ফখরুল বলেন, গত ১৪ বছরে ১৯ লাখ কোটি টাকা পাচার হয়েছে। মেগা উন্নয়নের কথা বলে, বিনা পয়সার সার দিবে, চাল দিবে, ঘরে ঘরে চাকরি দিবে। এখন আমাদের ছেলেরা চাকরি পায় না।
মির্জা ফখরুল বলেন, সরকার জঙ্গি আক্রমণের ধুয়া তুলেছে। যখন সরকারের দরকার হয়- এবার বিএনপিকে ধরতে হবে, তখন তারা জঙ্গি তৈরি করে। নিজেরা বাস পুড়িয়ে, ককটেল মেরে বলে বিএনপি অগ্নিসন্ত্রাস করছে।
সরকার ভয়ে আছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘চোরের মন পুলিশ পুলিশ এদের অবস্থা এ রকম। কিছু হলেই দুঃস্বপ্ন দেখে। বিএনপি আইলো, বিএনপি আইলো, তারেক রহমান আইলো, তারেক রহমান আইলো।’
তিনি বলেন, বিএনপির যে আন্দোলন, তা খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করার জন্য নয়, তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার জন্য নয়, বা তাদের দলের নেতাদের মন্ত্রী হওয়ার জন্য নয়, এ আন্দোলন ভোটাধিকার ফিরে পাওয়ার আন্দোলন।
নেতা-কর্মীদের উদ্দেশে বিএনপির মহাসচিব বলেন, এই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। দেয়ালে পিঠ ঠেকে গেছে। তাদের রুখে দিতে না পারলে সব অর্জন শেষ হয়ে যাবে। দুর্বার গণ-আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে।
মীর্জা ফখরুল বলেন, আর কতকাল মানুষ কষ্ট করবে। মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে। অর্ধনৈতিক অবস্থায় ধস নেমেছে। ১৪ থেকে ১৫ বছর ধরে আমরা অনেক নির্যাতিত হচ্ছি। আমাদের অনেক নেতাকর্মী গুম হয়েছে। ইলিয়াস আলীর মেয়ে এখনো পথ চেয়ে থাকে কখন বাবা আসবে। এই পরিবেশ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।
রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ইশার সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ইকবাল মাহমুদ চৌধুরী টুকু, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহসাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, রাজশাহীর সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, সাবেক এমপি নাদিম মোস্তফা প্রমুখ।মোঃ হায়দার আলী
রাজশাহী। -
রাজশাহীর গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পরিবারের মাঝে ৮ শ ভেড়া বিতরণ
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।। রাজশাহীর গোদাগাড়ীতে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ সামাজিক ও জীবন মান্নোন্নয়নের লক্ষেসমন্বিত প্রাণি সম্পদ উন্নয়ন প্রকল্প কতৃক আয়োজিত সুফলভোগী ৪শ টি পরিবারের মাঝে ভেড়া ও ভেড়ার ঘর নির্মান উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১ টার সময গোদাগাড়ী উপজেলা পরিষদ অডিটারিয়ামে এ ভেড়া বিতরণ আলোচনায় সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী ১ আসনের এমপি, সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী পৌরসভার মেয়র আলহাজ্ব অয়েজ উদ্দিন বিশ্বাস।গোদাগাড়ী প্রেস ক্লাবের সভাপতি এবিএম কামারুজ্জামান বকুলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন,
উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক,
গোদাগাড়ী মডেল থানার ওসি মোঃ কামরুল ইসলাম, উপজেলা প্রনি সম্পদ কর্মকর্তা সুব্রত কুমার সরকার, দেওপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দিন সোহেল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদ সদস্য মোঃ আব্দুর রশিদ, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী, উপজেলা যুব লীগের সাধারন সম্পাদক মাসুদ পারভেজ বিপ্লব প্রমূখ। প্রধান অতিথি ওমর ফারুক চৌধুরী তার বক্তব্যে বলেন,আগামী ৩ ডিসেম্বর রাজশাহীতে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হবে। তারা লাফালাফি করেন, কোন লাভ হবে না। আমরা যদি আওয়ামীলীগের নেতা কর্মীদের নিয়ে বের হয় তবে বিএনপির নেতা কর্মীরা পদ্মা নদী ঝাঁপ দিয়ে পালাবে। তারা কিসের সেমি ফাইন্যাল খেলবে। আভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আগামী ৩ ডিসেম্বর সবাই নিজ নিজ বাড়ীতে থাকার কথা বলবেন। কোন বিপদে পড়লে যে বিপদে পড়লে তার বাবা মা কষ্ঠ পাবে। আমরা যদি আগামীতে বিজয়ী হতে না পারি তবে ১৩ কোটি মানুষের মানুষের ভাগ্যের উন্নয়ন থেমে যাবে। কোভিড ১৯ ও রাশিয়া যুদ্ধের পর সব দেশের সরকারী দল ও বিরোধী দল দেশের মানুষের উন্নয়ন করার চেষ্টা করছেন। শুধু বাংলাদেশে শুধু ব্যতিক্রম তারা সরকার হঠানোর আন্দোলন করছেন। তারা কোন কিছুই করতে পারবে না।৪০০ টি পরিবারের ২ টি করে ভেড়া ও ভেড়ার ঘর নির্মানের উপকরণ বিতরণ করা হয়।
মোঃ হায়দার আলী
রাজশাহী। -
তানোরে হতদরিদ্রদের চাল বিতরন বন্ধ করে দিলো পিআইও
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়ন পরিষদে (ইউপির) জিআর প্রকল্পের ১০ কেজি করে হতদরিদ্রদের চাল বিতরন বন্ধ করে দিয়েছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম বলে অভিযোগ উঠেছে।
অন্য সব ইউনিয়নে এক দেড় মাস আগে বিতরন হলেও কলমা ইউপি চেয়ারম্যান কে বিতরন করতে দেন নি। ফলে গরীবের চাল নিয়ে পিআইওর চালবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছেন ইউপিবাসী। এতে করে উপকার ভোগীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।
ইউপি চেয়ারম্যান খাদেমুন নবী বাবু চৌধুরী জানান, প্রথম থেকেই চাল বিতরন নিয়ে নানা খেলা শুরু করেন কর্তৃপক্ষ। এর পর আমি তালিকা জমা দিলে চাল উত্তোলনের ডিও আমাকে না দিয়ে কামারগাঁ খাদ্যগুদামে পাঠিয়ে দেওয়া হয়। সে মোতাবেক গুদাম থেকে চাল উত্তোলন করে গত বৃহস্পতিবারে বিতরন করব। ঠিক তার আগ মুহুর্তে পিআই তারিকুল ইসলাম চাল বিতরন করতে নিষেধ করেন। তার কাছে কারন জানতে চাইলে তিনি বলেন তালিকা সঠিক হয় নি। তালিকা সঠিক না হলে তিনি ডিও কিভাবে দিলেন, আর তিনি কিভাবে বুঝলেন তালিকা সঠিক না। তিনি কি তালিকা ধরে বাড়িবাড়ি তদন্ত করেছেন। আসলে কিছুই না আমি স্বতন্ত্র চেয়ারম্যান এজন্য এত প্রতিহিংসা।
তিনি আরো জানান, প্রতিটি ইউপিতে এক দেড় মাস আগে বিতরন হয়ে গেছে। যাদের তালিকায় নাম আছে তারা প্রায় দিন ইউনিয়ন পরিষদে আসছেন কবে কখন চাল দেওয়া হবে? সরকার গরীর অসহায় ব্যক্তিদের কথা চিন্তা করে এসব করছেন আর মাঠ পর্যায়ের কর্মকর্তারা সেই মহৎ কাজ প্রশ্ন বিদ্ধ করতে মরিয়া।
পিআইও তারিকুল ইসলামের সাথে মোবাইলে যোগাযোগ করে জানতে চাইলে তিনি জানান, তালিকার সমস্যা এজন্য বিতরন বন্ধ করা হয়েছে। কতদিন আগের বরাদ্দ আর তালিকা সঠিক না হলে ডিও কিভাবে পেল প্রশ্ন করা হলে তিনি দাযসারা গোছের উত্তর দিয়ে পরে কথা বলা হচ্ছে বলে এড়িয়ে যান এই কর্মকর্তা।
জানা গেছে, তানোর উপজেলাটি কৃষির উপর নির্ভর। বছরে এসময়টা তেমন কাজ থাকে না। সেই সাথে লাগামহীন বাজার চড়া, অর্থনৈতিক মন্দা এসব বিবেচনায় প্রান্তিক জনসাধাররনের কথা ভেবে সরকার বিনা মুল্যে জিআর প্রকল্প থেকে মাথাপিছু ১০ কেজি করে চাল দেওয়ার প্রকল্প হাতে নেয়। কিন্তু সরকারের এসমস্ত মহৎ কাজ প্রশ্নবিদ্ধ করছেন মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কিছু রাজনৈতিক নেতারা। যার কারনে এতকিছু করার পরেও এসব ব্যক্তিদের জন্য সরকারের ভাবমুর্তি চরম ভাবে নষ্ট হয়ে পড়েছে।
চেয়ারম্যান আরো জানান, ১১০০ ব্যক্তির বিপরীতে ১১ হাজার কেজি চাল বরাদ্দ পাওয়া গেছে।হায়দার আলী।
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী। -
রাজশাহীতে সাংবাদিকের উপর হামলাকারীদের গ্রেপ্তারে আল্টিমেটাম
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কর্মকর্তা-কর্মচারী কর্তৃক
এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরাপার্সন রুবেলের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) নেতৃবৃন্দ। আগামী ৪৮ ঘন্টার মধ্যে আসামীদের গ্রেপ্তার না করা হলে বিএমডিএর কার্যালয় ঘেরাওসহ কঠোর কর্মসূচি দেয়ার হুশিয়ারি দিয়েছে রাজশাহীতে কর্মরত সাংবাদিকরা।রবিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে নগরীর দড়িখরবোনা মোড়ে দুই সাংবাদিকের ওপর বিএমডিএ’র কর্মকর্তা-কর্মচারী কর্তৃক হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ এই হুশিয়ারি উচ্চারণ করেন।
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন আরইউজের সভাপতি রফিকুল ইসলাম। আরইউজে’র সাধারণ সম্পাদক তানজিমুল হকের সঞ্চালনায় অন্যান্যদের মাছে বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম মহাসচিব রাশেদ রিপন, বিএফইউজের নির্বাহী সদস্য বদরুল হাসান লিটন, আরইউজের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান রকি, বিএফইউজে’র সাবেক সহ-সভাপতি জাবেদ অপু, , মোহাম্মদ আনিসুজ্জামান, আরইউজে’র কোষাধ্যক্ষ সরকার দুলাল মাহবুবু, আরইউজে’র সদস্য ও সিনিয়র সাংবাদিক আনোয়ার আলী হিমু, কাজী গিয়াস প্রমুখ।
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তানজিমুল হক বলেন, এটিএন নিউজের দুই সাংবাদিকের ওপর যে ন্যক্কারজনক হামলা হয়েছে, তা তদন্তের কিছু নেই। ঘটনাটি টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হচ্ছিল। এর ফুটেজ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিএমডিএ কর্তৃপক্ষের কাছেও আছে। এমন প্রমাণ থাকার পরও যদি এই দুর্নীতিবাজ নির্বাহী পরিচালক আব্দুর রশিদের বিরুদ্ধে আইনগত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা না হয়, তাহলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। দ্রুত এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানাচ্ছি।
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।বিক্ষোভ সমাবেশে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম বলেন, ‘রাজশাহীর মানুষ শান্তিপ্রিয়। এই শান্তিপ্রিয় জনগণকে সুযোগ হিসেবে নিয়ে রাজশাহীর ঐহিত্য রেশম শিল্পকে ধ্বংস করে দেয়া হয়েছে। উত্তরাঞ্চলের কৃষি ও কৃষকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। এই ব্যাংকেও কিছু দুর্নীতিবাজ কর্মকর্তারা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। বরেন্দ্র অঞ্চলের কৃষকদের উন্নয়নের জন্য বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ নামে একটি প্রতিষ্ঠান করা হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় বরেন্দ্র অঞ্চলের মানুষের ঐতিহ্যবাহী বিএমডিএ দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে।
আমরা রাজশাহীর সাংবাদিকরা নিজেদের চোখের সামনে বিএমডিএ’র কর্মকর্তাদের এমন পুকুরচুরি করতে দিতে পারি না। আমরা বিএমডিএর দুর্নীতিবাজদের নিয়ে সংবাদ প্রকাশ করার জেরেই গত ৫ সেপ্টেম্বর সোমবার এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব লাইভ সম্প্রচারে থাকা অবস্থায় বিএমডিএ অফিসের সামনে সেখানকার কর্মকর্তা-কর্মচারী নামধারী বিএনপি-জামায়াতের এক সময়ের ক্যাডাররা হামলা চালিয়েছে।
এই ঘটনায় এটিএন নিউজের ক্যামেরাপার্সন রুবেল এখনো রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে নগরীর রাজপাড়া থানায় একটি মামলাও হয়েছে। কিন্তু এখন পর্যন্ত আসামিদের কাউকে গ্রেপ্তার করা হয়নি। আগামী ৪৮ ঘন্টার মধ্যে হামলার সাথে জড়িত আসামিদের গ্রেপ্তারের জোর দাবি জানাচ্ছি। অন্যথায় রাজশাহীর জনগণকে সঙ্গে নিয়ে বিএমডিএ ঘেরাওসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।’
উল্লেখ্য, গত সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বিএমডিএ কার্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের হামলায় আহত হন এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি ও ক্যামেরাপারসন। হামলার ঘটনায় সোমবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বিএমডিএ নির্বাহী পরিচালক আব্দুর রশিদসহ ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে নগরীর রাজপাড়া থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী সাংবাদিক বুলবুল হাবিব। হামলার ঘটনার ৬ দিন অতিবাহিত হলেও অদ্যাবধি কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি।
-
তানোরে এমপির আগমনে জনতার ঢল
আলিফ হোসেন, তানোরঃ
রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মহান স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী উদযাপন করা হয়েছে। জানা গেছে, ২৪ আগস্ট বুধবার মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের উদ্যোগে পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে ও সম্পাদক আমির হোসেন আমিনের সঞ্চালনায় মুন্ডুমালা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ সভাপতি ও চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি শরিফ খাঁন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার, পাঁচন্দর ইউপি ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন,বাঁধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, কামারগাঁ ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বী ফরহাদ, চাঁন্দুড়িয়া ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, তালন্দ ইউপি চেয়ারম্যান, নাজিমুদ্দিন বাবু, সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, উপজেলা যুবলীগের সম্পাদক জুবায়ের ইসলাম, হাজী সাইদুর রহমান সরকার আবু সাঈদ,আরিফ রায়হান তপন, কাউন্সিলর নাহিদ হাসান, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা সভাপতি জিমি কাটার রনি, সম্পাদক ইঞ্জিনিয়ার মাহাবুর রহমান মাহাম, সাংগঠনিক সম্পাদক মইফুল ইসলাম, মোর্শেদুল মোমেনিন রিয়াদ,তানভির রেজা ও পঙ্কজ হালদার প্রমুখ। এছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এদিন আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এদিকে কর্মসুচিতে এমপির অংশগ্রহণের খবরে জনতার ঢল নামে। আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতা ও কর্মী-সমর্থকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আলোচনা সভা জনসভায় রুপ নেয়। আর এমন জনস্রোত প্রমাণ করেছে এমপি ফারুক চৌধূরী এখানো অপ্রতিদন্দী নেতৃত্ব তার কোনো বিকল্প নাই।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষক মহলের ভাষ্য, ক্ষুদ্র পরিসরে আয়োজিত কর্মসুচিতে সাধারণ মানুষের এমন জনস্রোত দেখেও যারা শতবর্ষী-তিনপ্রজন্ম, সেভেনস্টার, পাপিয়া হয়ে ডালিয়ার ডানায় ভর করেছে তারা অর্বাচীন বা রাজনৈতিক বেকুব। এরা বোকার স্বর্গে বাস করছে। কারণ ফারুক চৌধুরীর জীবদ্দশায় তার বিকল্প নেতৃত্ব আওয়ামী লীগবিরোধীরাও কখানো কল্পনা করে না।