Category: দেশজুড়ে

  • রংপুরে মানবতার কল্যাণ ফাউন্ডেশন এর ব্লাড ডোনার গ্রুঅনুষ্ঠিতপের উদ্বোধন ও আলোচনা সভা

    রংপুরে মানবতার কল্যাণ ফাউন্ডেশন এর ব্লাড ডোনার গ্রুঅনুষ্ঠিতপের উদ্বোধন ও আলোচনা সভা

    রংপুর থেকে বিভাগীয় প্রতিনিধি আবু নাসের সিদ্দিক তুহিন। —

    রংপুরে মানবতার কল্যাণ ফাউন্ডেশন এর ব্লাড ডোনার গ্রুঅনুষ্ঠিতপের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত।
    গত ২৪ জুলাই রোববার মানবতার কল্যাণ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট নাট্য নির্মাতা ও অভিনেতা জি এম সৈকত ও মহাসচিব অভিনেত্রী অপ্সরা সুহিসহ অন্যান্য নেতৃবৃন্দের রংপুরে আগমন উপলক্ষ্যে স্থানীয় হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার,রংপুর মিলনায়তনে ব্লাড ডোনার্স গ্রুপের উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মানবতার কল্যাণ ফাউন্ডেশন, রংপুর বিভাগীয় কমিটির সভাপতি জয়িতা নাসরিন নাজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মানবতার কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান জি এম সৈকত, বিশেষ অতিথি হিসেবে মহাসচিব অভিনেত্রী অপ্সরা সুহি, বিশিষ্ট চলচ্চিত্র ও নাট্য নির্মাতা নজরুল কোরেশি বক্তব্য রাখেন।
    মানবতার কল্যাণ ফাউন্ডেশন রংপুর জেলা কমিটির সভাপতি প্রকৌশলী দেলোয়ার হোসেনে রংপুরীর সঞ্চালনায় পরিবেশিত এ অনুষ্ঠানে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সিইও মোঃ আনোয়ার হোসেন প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মানবতার কল্যাণ ফাউন্ডেশনের রংপুর বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ও লেখক আবু নাসের সিদ্দিক তুহিন।
    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে টাংগাইল জেলা কমিটির সভাপতি অভিনেতা সুজন রাজা, ঝালকাঠি জেলা কমিটির সভাপতি অভিনেত্রী নীলিমা নুপুর, অভিনেত্রী শারমিন বৃষ্টি, বিশিষ্ট শিক্ষানুরাগী বেলাল আহমেদ, গোবিন্দগঞ্জ উপজেলা কমিটির সভাপতি আহসানুল হাবিব মন্ডল, নীলফামারী জেলা কমিটির সহ-সভাপতি রত্না সিনহা, রংপুর জেলা কমিটির সহ-সভাপতি এটিএম মোর্শেদ, গাইবান্ধা জেলা কমিটির সভাপতি কাজী ইমরান, গঙ্গাচড়া উপজেলা কমিটির সভাপতি গোলাম রব্বানী রতন, মিঠাপুকুর উপজেলা কমিটির সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ ও সাধারণ সম্পাদক নূর সাঈদা নাজনীন মুন প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সংগঠনের বিশিষ্ট উপদেষ্টা অসুস্থ অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জুকে দেখতে নেতৃবৃন্দ ডক্টরস ক্লিনিকে যান এবং তাঁর শারিরীক অবস্থা ও চিকিৎসার খোঁজ খবর নেন।

  • পটিয়ায় তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন

    পটিয়ায় তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন

    পটিয়া প্রতিনিধিঃ নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, চট্টগ্রাম ও চাদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আয়োজিত তিন দিনব্যাপী কৃষি মেলা ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠান আজ সকালে পটিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আতিকুল মামুন এর সভাপতিত্বে ডাক বাংলা চর্তরে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু,
    কৃষি কর্মকর্তা কৃষিবিদ কল্পনা রহমান,মুক্তিযোদ্ধা মোহাম্মদ মহিউদ্দীন। এসময় বক্তারা বলেন,
    মেধা ও চেষ্টায় কৃষির উন্নয়নে কৃষি কর্মকর্তারা কঠোর পরিশ্রম করে কৃষির উৎপাদনে ব্যাপক ভূমিকা রেখে চলেছে। মাননীয় প্রধানমন্ত্রী
    শেখ হাসিনা কৃষি ও কৃষকের উন্নয়নে ব্যাপক সহায়তা দিয়ে যাচ্ছে।

  • বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ও জাতীয় শিক্ষা সপ্তাহ – ২০২২ প্রতিযোগিতা বিজয়ীদের পুরস্কার বিতরণ

    বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ও জাতীয় শিক্ষা সপ্তাহ – ২০২২ প্রতিযোগিতা বিজয়ীদের পুরস্কার বিতরণ

    পটিয়া প্রতিনিধিঃ বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ও জাতীয় শিক্ষা সপ্তাহ – ২০২২ প্রতিযোগিতা বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপজেলা শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে পটিয়া উপজেলা নির্বাহী অফিসার আতিকুল মামুনের সভাপতিত্বে খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, সংবর্ধিত অতিথি ছিলেন পটিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক,মেয়র আয়ুব বাবুল,মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু।বক্তারা বলেন, মান সম্মত শিক্ষার বিকল্প নেই। ইতোমধ্যে বর্তমান সরকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষাবৃত্তি চালু, মেধা অন্বেষণ প্রতিযোগিতাসহ শিক্ষা বিষয়ে নানা পরিকল্পনা গ্রহণ করেছেন।

  • পঞ্চগড়ে অবৈধ  নছিমন থেকে পড়ে যুবকের মৃত্যু

    পঞ্চগড়ে অবৈধ নছিমন থেকে পড়ে যুবকের মৃত্যু

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
    পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় শ্যালোচালিত নছিমন থেকে পড়ে হাবিবুর রহমান (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

    রোববার (২৪ জুলাই) বিকেলে অটোয়ারী উপজেলার বারো আউলিয়া গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত হাবিবুর আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের তাহেরুলের ছেলে।

    আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, নিহত হাবিবুর শ্যালোচালিত নছিমনে চড়ে ধামের থেকে আটোয়ারী উপজেলায় যাচ্ছিলেন। এ সময় বার আউলিয়া গেইটের সামনে নছিমন থেকে তিনি রাস্তায় পড়ে যান।
    পরে চালক বিষয়টি বুঝতে পেরে পেছনে তাকালে তাকে রাস্তায় পড়ে থাকতে দেখেন।
    এর পর দ্রুত সেখান থেকে উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় জিডি মূলে থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।

  • পঞ্চগড়ে স্ত্রী কর্তৃক  স্বামী নির্যাতনের শিকার

    পঞ্চগড়ে স্ত্রী কর্তৃক স্বামী নির্যাতনের শিকার

    মোঃ বাবুল হোসেন,পঞ্চগড়

    পঞ্চগড়ে স্ত্রীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছেন এক স্বামী। এমন ঘটনায়পঞ্চগড় সদর থানায় অভিযোগ করেছেন স্বামী পৌর এলাকার রাজনগর গ্রামের সাঈদ হোসেন দিদার । অভিযোগ সূত্রে জানাগেছে স্ত্রী তাসমিনা আক্তার তামান্না স্বামী দিদারকে দীর্ঘদিন ধরে বিভিন্ন ভাবে নির্যাতন করছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দিদারের স্ত্রী, শশুর, শাশুড়ি এবং শ্যালক মিলে তাঁকে ঘরের ভেতরে আটকে চেয়ারের সাথে বেঁধে মারধর করেন । পরে ট্রাংকে রাখা চার লক্ষ ৮৫ হাজার টাকা নিয়ে চলে যান তারা। দিদার একটি বেসরকারি কোম্পানীতে চাকুরী করেন । ওই কোম্পানীর কিস্তির টাকা ট্রাংকে রেখেছিলেন বলে অভিযোগে উল্লেখ করেছেন তিনি। অভিযোগে আরও জানাযায় স্ত্রীর চাপে পরে নিজের বাড়িতে না থেকে সদর উপজেলার জগদল এলাকায় একটি ভাড়া বাসায় ৪ বছরের এক সন্তান সহ বসবাস করছেন তিনি।ঘটনার দিন তার ছেলে মোবাইলে ভিডিও দেখছিলো। ভিডিও দেখতে বারন করতে গিয়ে তিনি ছেলেকে ধমক দেন। এ নিয়ে প্রথমে স্ত্রী তাঁকে মারধোর শুরু করেন । এসময় মেহমান খেতে আসা শাশুড়িও মারধোর শুরু করেন। পরে স্ত্রী তার বাবা এবং ভাইকে ফোন করেন । একটু পরেই শশুর তেঁতুলিয়া থানার ভজনপুর ইউনিয়নের ভেলুপাড়া এলাকার তবিবর রহমান এবং শ্যালক তরিকুল ইসলাম তারেক বাড়িতে আসেন । তারা দুজনে ঘরের ভেতর ঢুকে দরজা বন্ধ করে দেন । তারা সবাই মিলে দিদার কে ধরে চেয়ারের সাথে বেঁধে ফেলেন এবং লাঠি দিয়ে মারতে শুরু করেন। দিদারের চিৎকার চেচামেচিতে স্থানীয়রা ছুটে আসেন। এবং তারা উদ্ধার করে তাঁকে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করেন । জরুরী বিভাগে প্রার্থমিক চিকিৎসা নিয়েছেন তিনি। এ ব্যাপারে বাড়ির মালিক নকিবুল প্রধান এ্যাপোলো জানান, চিৎকার চেচামেচি শুনে আমি ছুটে যাই। দিদারের শশুর আমাকে থাকতে দেয়নি। তিনি আমাকে পারিবারিক ঘটনা বলে জানান। স্ত্রী তাসমিনা জানান, দিদার আমাকে এবং আমার মাকে মারধোর করে । তখন আমি বাবা এবং ভাইকে খবর দেই। তারা আমাকে উদ্ধার করে নিয়ে এসেছে। টাকা পযসা কোন কিছুই আনিনি। শশুর তবিবর রহমান জানান মারধোরের ঘটনা সত্যি নয়। ওই ছেলে আমার মেয়েকে সবসময় নির্যাতন করতো। তাই মেয়েকে নিয়ে এসেছি।
    পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ মিঞা জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে । দোষীদের আইনের আওতায় আনা হবে।

  • বানারীপাড়ায় গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে সাইকেল বিতরণ

    বানারীপাড়ায় গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে সাইকেল বিতরণ

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি

    বরিশালের বানারীপাড়ায় গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে (গ্রাম পুলিশ) বানারীপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ৬৫জন গ্রাম পুলিশকে সাইকেল হস্তান্তর করা হয়। ২৫ জুলাই সোমবার দুপুর ১টায় বানারীপাড়া উপজেলা চত্বরে সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব রিপন কুমার সাহা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা, এছাড়াও বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে গ্রাম প্রতিরক্ষা বাহিনী (গ্রাম পুলিশ) সাইকেল পেয়ে আনন্দের সাথে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।।

  • জয়পুুরহাট র‍্যাব-৫ এর মাদক বিরোধী পৃথক অভিযানে দুইজন আটক

    জয়পুুরহাট র‍্যাব-৫ এর মাদক বিরোধী পৃথক অভিযানে দুইজন আটক

    স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস

    চলো যাই যুদ্ধে”মাদকের বিরুদ্ধে এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে,রোববার রাত থেকে দুপর পর্যন্ত সদর উপজেলায় মাদক বিরোধী পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ৬৫ লিটার চোলাই মদসহ জয়পুুরহাট পৌর সদরের বাসিন্দা মৃত লোকমান হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী বুলবুল হোসেন ওরফে নুর হোসেন (৩৫) কে হাতেনাতে আটক করে।

    অপরদিকে আর একটি আভিযানিক দল জেলার সদর উপজেলার বুজরুক নেংড়া পীর বাজার এলাকা অভিযান চালিয়ে ৬ শত ১৮ পিস ট্যাপেন্টাডল ও ১ শত ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার জোত গোবর্ধন (বাদাল) এলাকার বাসিন্দা মোঃ মান্নান মণ্ডলের ছেলে মাদক ব্যবসায়ী মোঃ অমিত হাসান (২৪) কে হাতেনাতে আটক করেছে র‍্যাব-৫ এর সদস্যরা।

    আটককের বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়

    আটককের পর র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ধৃত আসামীরা স্বীকার করেছে তারা দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য চোলাই মদ,ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল।

    পরবর্তীতে আটককৃত আসামীদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

    নিরেন দাস,জয়পুুরহাট

  • বরগুনা জেলার ছাত্রলীগের কমিটির  গঠন

    বরগুনা জেলার ছাত্রলীগের কমিটির গঠন

    মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
    রেজাউল কবির রেজাকে সভাপতি ও তৌশিকুর রহমান ইমরানকে সাধারণ সম্পাদক করে বরগুনা জেলা ছাত্রলীগের আংশিক নতুন কমিটির নাম ঘোষণা করা হয়েছে।

    আগামী এক বছরের জন্য ৩৩ সদস্য বিশিষ্ট বরগুনা জেলা ছাত্রলীগের আংশিক এ কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ।

    রবিবার (২৪ জুলাই) রাতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য সাক্ষরিত দলীয় প্যাডে এ নতুন কমিটি অনুমোদন দিয়ে প্রকাশ করা হয়।

    এতে বরগুনা জেলা ছাত্রলীগের নতুন সভাপতি হয়েছেন মো. রেজাউল কবির রেজা। আর সাধারণ সম্পাদক করা হয়েছে তৌশিকুর রহমান ইমরান।

    এছাড়া সহসভাপতি পদে ২০ জনের নাম রয়েছে এবং যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন পাঁচজন। আর সাংগঠনিক সম্পাদক পদে ছয়জনের নাম রয়েছে।

    নতুন কমিটির সহ-সভাপতি হয়েছেন, সবুজ মোল্লা, মো. আবু হাসান ইখলাস বাবু, মো. সাইফুল ইসলাম তুহিন, ওলিউর রহমান সাকিব, মো. বায়জিদ ইসলাম, মো. মাহমুদ হাসান তুরন, প্রত্যয় দেব প্রান্ত, আওলাদ হোসেন রাজিব, রাইয়ানুল ইসলাম, মো. আরিফুল ইসলাম, আওলাদ হোসেন রাজু, আবির হাসান মেহেদী, রাজিব হসেন মৃধা, মাইনুল হাসান মোল্লা, আরিফ শাহরিয়ার, এইচ এম ফজলে হাসান রাব্বি, জাহিদুল ইসলাম রিমন, রায়হানুল ইসলাম শাওন, ইসতিয়াক লিয়ন ও মো. রফিকুল ইসলাম।

    যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন, সুমন রায়, জাহিদুল ইসলাম জাদুমনি, রাজ আরিয়ান বিশাল, হাসান মো. শাহরিয়ার শুভ, ও মো. ইসমা্ইল হোসেন।

    এছাড়াও সংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন নাজিউর নাসিম, নাফিউর ইসলাম সিনা, মো. রাকিব চৌধুরী, আব্দুল্লাহ আল মারজান, নাইমুল আহসান রাব্বি ও জুম্মান আহমেদ লিসান।

    এদিকে, বরগুনা থেকে কেন্দ্রীয় কমিটিতে যুক্ত করা হয়েছে তিন জনকে। এরা হলেন, রিসাদ হাসান প্রিন্স, ফাহাদ হাসান তানিম, সাইফুল ইসলাম সাগর। জেলার নতুন কমিটির সঙ্গে তাদের নামও ঘোষণা করা হয়।

  • গোদাগাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

    গোদাগাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ জাতীয় মৎস্য সপ্তাহ -২০২২ উদযাপন উপলক্ষে উদ্ধোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হযেছে। সোমবার সকাল সাড়ে ১১ টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জানে আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজশাহী ১ আসনের এমপি, সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম।

    গোদাগাড়ী প্রেস ক্লাবের সভাপতি এবিএম কামারুজ্জামান বকুলের সঞ্চলনায় বক্তব্য প্রদান করেন, গোদাগাড়ী পৌরসভার মেয়র আলহাজ্ব অয়েজ উদ্দীন বিশ্বাস।, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দর রশিদ, কাঁকনহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল মাজিদ মাষ্টার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বরুন কুমার মন্ডল।

    অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দেওপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দিন সোহেল, গোগ্রাম ইউপি চেয়ারম্যান মজিবর রহমান, মোহনপুর ইউপি চেয়ারম্যান মোঃ খাইরুল ইসলামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা,মৎস্য চাষী, শিক্ষক, সাংবাদিক, সুধিজন উপস্থিত ছিলেন।

    নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’’ এই স্লোগানে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ শুরু হয়েছে। মৎস্য সপ্তাহ উপলক্ষে গত শনিবার (২৩ জুলাই বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করা হয়েছিল।
    জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রথমদিন (২৩ জুলাই) মাইকিং এর মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা। দ্বিতীয়দিন (২৪ জুলাই) প্রান্তিক পর্যায়ের মৎস্যচাষী ও মৎস্যচাষীদের সাথে মতবিনিময়। তৃতীয়দিন (২৫ জুলাই) সফল মৎস্যচাষীদের পুরস্কার প্রদান। চতুর্থদিন (২৬ জুলাই) অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা। পঞ্চমদিন (২৭) উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় মৎস্যচাষীদের মাছ চাষ বিষয়ক পরামর্শ সেবা প্রদান ও পুকুরের মাটি পরীক্ষা। ৬ষ্ঠদিন (২৮ জুলাই) মৎস্যচাষীদের মাঝে মৎস্য খাদ্য বিতরণ এবং সপ্তমদিন (২৯ জুলাই) জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনি অনুষ্ঠান।
    মতবিনিময় সভায় জানানো হয়, উপজেলায় মাছের মোট উৎপাদন ৮ হাজার ৭ শত ১৪.০২ মে.টন । মাছের বার্ষিক চাহিদা ৬ হাজার ৫ শত ২২ মে.টন। উদ্বৃত হচ্ছে ২ হাজার ১ শত ৯২.০২ মে.টন।
    এছাড়াও মৎস্য উৎপাদন উপলক্ষে মাছ সঠিক ভাবে রক্ষণাবেক্ষণ সহ মাছ উৎপাদনের জন্য নানা দিক নিয়ে আলোচনা করা হয়।
    এর আগে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়, গ্রামপুলিশের মাঝে সাইকেল বিতরণ করা হয়। পরে তিনি মাসিক সমন্বয় সভার যোগদেন এমপি ওমর ফারুক চৌধুরী।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • কালীগঞ্জে ১৬৬টি প্রাথমিক বিদ্যালয়ে সিলিং ফ্যান বিতরণ

    কালীগঞ্জে ১৬৬টি প্রাথমিক বিদ্যালয়ে সিলিং ফ্যান বিতরণ

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।

    লালমনিরহাটের কালীগঞ্জে ১৬৬টি প্রাথমিক বিদ্যালয়ে গরম থেকে শিক্ষার্থীদের স্বস্তি দিতে সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে।

    গত ২৫ শে জুলাই (রোববার)কালীগঞ্জ উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলা পরিষদ হলরুমে এসব সিলিং ফ্যান বিতরণ করেন রংপুর বিভাগের শ্রেষ্ট ও ২ বারের সফল কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ।ফ্যান বিতরণ অনুষ্ঠানে সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মান্নান। আরোও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার জাকির হোসেন সরকার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা বৃন্দ।

    ফ্যান বিতরণ অনুষ্ঠানে রংপুর বিভাগের শ্রেষ্ট ও ২ বারের সফল কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ বলেন, প্রখর এ গরমে রোদের তীব্রতা এতটাই বেশি যে, মানুষজন অতিষ্ঠ হয়ে পড়ছেন। আর এ গরমেই কোমলমতি শিশুরা প্রতিনিয়ত স্কুলে যাতায়াত করছে। যাতে এ কোমলমতি শিশুরা স্কুলে গিয়ে গরমের তীব্রতা হতে কিছুটা স্বস্তি পায় এ জন্য তাদের কথা বিবেচনা করে উপজেলা পরিষদের অর্থায়নে মোট ১৬৬ টি স্কুলে সিলিং ফ্যান বিতরণ করা হচ্ছে।

    হাসমত উল্লাহ।।