Category: দেশজুড়ে

  • তারাগঞ্জে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার সময় গ্রেপ্তার ১

    তারাগঞ্জে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার সময় গ্রেপ্তার ১

    খলিলুর রহমান খলিল,নিজস্ব প্রতিনিধি
    রংপুরের তারাগঞ্জে ভুয়া গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়দানকারী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ সোমবার উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়ন থেকে মোস্তাফিজুর রহমান সোহাগ নামের ওই ব্যক্তিকে আটক করে তারাগঞ্জ থানার পুলিশ। এঘটনায় থানায় মামলা হয়েছে।

    এলাকাবাসী ও মামলার সূত্রে জানা যায়, হাড়িয়ারকুঠি ইউনিয়নের মেনানগর বড়বাড়ি এলাকার আনোয়ার হোসেন একটি মামলায় জেল হাজতে আছেন। আনোয়ার হোসেনের সঙ্গে মামলায় আটক হয়ে রংপুর হাজীরহাট মেট্রোপলিটন থানাধীন মধ্য অভিরামপুর শুকানচৌকি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মোস্তাফিজুর রহমান সোহাগও কারাবাসে থাকেন। একই সঙ্গে থাকার সুবাধে আনোয়ারের কাছে সোহাগ তাঁর পরিবার ও মামলা বিস্তারিত জেনে নেন। এরপর জেল থেকে বের হয়ে আনোয়ারের বাড়িতে আসে সোহাগ। এরপর মামলার বিস্তারিত বলে আনোয়ারের স্ত্রী শামীমাকে নানা রকম হুমকিধামকি দেন। মোটা অঙ্কের টাকাও দাবি করেন।

    বিষয়টি শামীমা বেগম প্রতিবেশিদের জানান। এতে এলাকাবাসীর সন্দেহ হলে সোহাগকে আটক করে তারাগঞ্জ থানা পুলিশকে খবর দেন। এরপর বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ সোহাগকে আটক করে তারাগঞ্জ থানায় নিয়ে আসেন। তাকে জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় ভুয়া পরিচয়ে প্রতারণার অভিযোগে শামীমা বেগম বাদি হয়ে থানায় মামলা দায়ের করা হয়।

    জানতে চাইলে তারাগঞ্জ থানার ওসি সুশান্ত কুমার সরকার বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামীকে গ্রেপ্তার করে থানা হাজতে রাখা হয়েছে।

  • আশুলিয়ায় তৈয়বপুরে অবৈধ ঘাটে নৌকাডুবে ৫ মাসের অন্তঃসত্ত্বা নারী পোশাক শ্রমিকের মৃত্যু

    আশুলিয়ায় তৈয়বপুরে অবৈধ ঘাটে নৌকাডুবে ৫ মাসের অন্তঃসত্ত্বা নারী পোশাক শ্রমিকের মৃত্যু

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইঊনিয়নের তৈয়বপুরে তুরাগ নদীতে অবৈধ ঘাট পার হওয়ার সময় নৌকাডুবে ৫ মাসের অন্তঃসত্ত্বা এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।
    সোমবার (২৫ জুলাই ২০২২ইং) সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে সাউদার্ন সার্ভিসেস লিমিটেড এর অপারেটর রোজিনা বেগম (২৫) সহ ৩৫ জন পোশাক শ্রমিক যাত্রী নিয়ে নৌকায় ঘাট পার হওয়ার সময় মাঝ নদীতে নৌকা ডুবে যায়। ৩৪ জন যাত্রী নদীর তীরে উঠতে পারলেও নিখোঁজ হোন রোজিনা বেগম। এ খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও ডবুরি দল অভিযান চালিয়ে নিখোঁজ নারীর লাশ উদ্ধার করেন।
    ডিইপিজেড ফায়ার সার্ভিস কর্মকর্তা জানায়, আশুলিয়ার তৈয়বপুরে তুরাগ নদী হয়ে নৌকাযোগে জিরাবো সাউদার্ন সার্ভিসেস লিমিটেড পোশাক কারখানায় ৩৫ জন পোশাক শ্রমিক কাজে যাচ্ছিলেন। এ সময় নৌকাটি নদীর মাঝখানে পৌঁছালে হঠাৎ করে নৌকার নিচ থেকে পানি উঠে ডুবে যায়। সবাই সাঁতরে নদীর তীরে উঠতে পারলেও অন্তঃসত্ত্বা রোজিনা বেগম নিখোঁজ হোন। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে প্রায় ৪-৫ ঘন্টার চেষ্টায় নিহতের মরদেহ উদ্ধার করেন।
    টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোঃ ইদ্রিস হোসেন গণমাধ্যমকে বলেন, তুরাগ নদীতে নৌকাডুবির খবর পেয়ে ডুবুরি দলসহ আমরা অভিযান চালিয়ে প্রায় ৪ ঘন্টার চেষ্টায় নিখোঁজ ওই পোশাক শ্রমিক অন্তঃসত্ত্বা নারীর লাশ উদ্ধার করেছি। তিনি আরও বলেন, আর কেঊ নিখোঁজের তথ্য না থাকায় আমরা এ অভিযান সমাপ্ত ঘোষণা করেছি। উক্ত নৌকাডুবির কারণ জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, নৌকায় অতিরিক্ত যাত্রী উঠানোর কারণে এ ঘটনা ঘটেছে। তিনি বলেন, নদীর কোনো ঢেউ বা ¯্রােত ছিলো না।
    স্থানীয় জনপ্রতিনিধি ইয়ারপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার ফারুক মিয়া বলেন, নৌকাডুবির ঘটনায় আশুলিয়া ও টঙ্গী ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়, তারা এসে ভিকটিম অন্তঃসত্ত্বা নারীর লাশ উদ্ধার করেছেন। আশুলিয়া থানা পুলিশ এসেছে তারা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিবেন বলেও তিনি জানান। নিহত রোজিনা বেগম রংপুর জেলার বদরগঞ্জ থানার নয়াপাড়া গ্রাম থেকে এসে আশুলিয়ার তৈয়বপুর গ্রামের প্রবাসী কবির হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে ঘর ভাড়া নিয়ে স্বামী মোঃ আশিক (২৭) এর সাথে বসবাস করতেন। নিহতের আরও একটি ৪ বছরের শিশু সন্তান রয়েছে। এ দিকে অনেকেই জানান, উক্ত ঘাটটির কোনো ইজারা নেই, তাই এই অবৈধ ঘাটে যারা অবৈধভাবে নৌকা দিয়ে যাত্রী পাড় করে এ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানান সচেতন মহল।
    উক্ত ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ গণমাধ্যমকে বলেন, নদীতে ডুবে অন্তঃসত্ত্বা নারীর লাশ উদ্ধারের খবর পেয়ে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তৈয়বপুর এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করে ওই নারীর লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। কোনো অভিযোগকারী না থাকলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি দাফন করার অনুমতি দেয়া হবে, আর যদি নিহতের পরিবারের কারো অভিযোগ পাওয়া যায় তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হবে এবং লাশ ময়নাতদন্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

  • পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধে মারপিটসহ জীবন নাশের হুমকি দেয়ায় থানায় ডায়েরী

    পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধে মারপিটসহ জীবন নাশের হুমকি দেয়ায় থানায় ডায়েরী

    পাইকগাছা (খুলনা)প্রতিনিধি।।
    পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে মারপিটসহ জীবন নাশের হুমকি দেয়ায় পাইকগাছা থানায় সাধারণ ডায়েরী করেছে ভুক্তিভোগী পরিবার ।
    সাধারণ ডায়েরী সুত্র জানাযায়, উপজেলার হরিঢালী ইউনিয়নের মামুদকাটী গ্রামের শৈলেন দাশের ছেলে রামপদ দাশ(৬১) এর সাথে প্রতিবেশি নারায়ন দাশ(ঠাকুর) ছেলে সুদেব দাশ, জয়দেব দাশ এর সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। গত শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে রামপদ দাশ তাদের বাড়ির সামনের রাস্তার উপর আসলে প্রতিপক্ষরা রামপদ দাশকে উদেশ্য করে গালিগালাজ করতে থাকে। এ সময় এলাকাবাসী এগিয়ে আসলে তাকে খুন জখমের হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় সোমবার পাইকগাছা থানায় হাজির হয়ে সুদেব(৩৮), ও জয়দেব(৩৫) নামে সাধারণ ডায়েরী । পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান, পরিবারের জান মালের ক্ষতি সহ শান্তি শৃঙ্খলা বিনষ্ট ও শান্তি ভঙ্গের সম্ভবনা থাকায় সাধারণ ডায়েরী হিসেবে নেয়া হয়েছে।

    ইমদাদুল হক,
    পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি।

  • পাইকগাছায় “ন্যাশনাল পোর্টাল ” বিষয়ক  প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

    পাইকগাছায় “ন্যাশনাল পোর্টাল ” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    খুলনার পাইকগাছায় সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের “ন্যাশনাল পোর্টাল “বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।
    প্রধান অতিথি হিসাবে জুমে সংযুক্ত ছিলেন,এসপায়ার টু ইনোভেট প্রোগ্রাম প্রকল্প পরিচালক (যুগ্ম-সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন। বিশেষ অতিথি ছিলেন এটুআই এর অমিত সুন্দর রায়। কোর্স সমন্বয়ক ছিলেন, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ। কর্মশালায় অংশ নেন উপজেলা নির্বাহী অফিসের সিএ মোঃ হাবিবুর রহমান, লোনাপানি কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা শাহনাজ পারভীন, বিদ্যুৎ সমিতির ডিজিএম মোঃ রেজায়েত আলী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ্বাস, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসানসহ ৩১ জন।

  • ঝিনাইদহে ভুয়া চিকিৎসকের ২ বছরের কারাদন্ড, হাসপাতাল সীলগালা

    ঝিনাইদহে ভুয়া চিকিৎসকের ২ বছরের কারাদন্ড, হাসপাতাল সীলগালা

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহে এক ভূয়া চিকিৎসককে ২ বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শারমিন আক্তার সুমী এ দন্ডাদেশ দেন। সেই সাথে অনুমোদন না থাকায় হাসপাতালটি সীলগালা করা হয়। আদালত সুত্রে জানা যায়, সদর উপজেলা সাধুহাটি বাজারে দীর্ঘদিন ধরে রাহেলা জেনারেল হাসপাতালটি অনুমোদন না নিয়ে মানুষের চিকিৎসা দিয়ে আসছিল হাসপাতালের মালিক সৌরভ হোসেন। নিজেকে এমবিবিএস চিকিৎসক দাবি করে সেবা দিচ্ছিলো সৌরভ। বিষয়টি জানতে পেরে সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মিথিলা ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার সুমী সেখানে অভিযান চালায়। অভিযানে সৌরভ ভুয়া চিকিৎসক প্রমাণিত হওয়ায় তাকে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদাণ করে আদালতের বিচারক। সেই সাথে হাসপাতালটি সীলগালা করা হয়।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।।

  • আহম্মদপুর ইউনিয়ন আ.লীগের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী

    আহম্মদপুর ইউনিয়ন আ.লীগের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী

    নিজস্ব প্রতিনিধিঃ পাবনার সুজানগর উপজেলা ও আমিনপুর থানার অর্ন্তগত আমিনপুর থানা আওয়ামীলীগের উদ্যোগে ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার আহম্মদুপর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামসুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও আহম্মদপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়ার স ালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ সুজানগর উপজেলা শাখার সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ আব্দুল ওহাব। বিশেষ অতিথির বক্তব্য দেন বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আমিনপুর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বাবু এবং সুজানগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, তাঁতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, আমিনপুর থানা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাগরকান্দি ইউপি চেয়ারম্যান শাহীন চৌধুরী, রাণীনগর ইউপি চেয়ারম্যান জিএম তৌফিকুল আলম পিযুষ, মানিকহাট ইউপি চেয়ারম্যান শফিউল ইসলাম, ভাঁয়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন,সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নেছারা খাতুন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডাঃ শামসুর রহমান, স্থানীয় আওয়ামীলীগ নেতা আব্দুর রশিদ, সাইফুল ইসলাম ও ইউপি সদস্য বাবু প্রমুখ। অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামীলীগের সকল পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • নওগাঁ থানায় সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় পুলিশের বিরুদ্ধে বেশ কিছু সিদ্ধান্ত গৃহিত

    নওগাঁ থানায় সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় পুলিশের বিরুদ্ধে বেশ কিছু সিদ্ধান্ত গৃহিত

    রওশন আরা পারভীন শিলা,নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁ সদর ভডেল থানায় জিডি করতে ডিউটি অফিসারের হাত পা ধরে অনুরোধ না করায় এক সাংবাদিককে লাঞ্ছিত করা হয়েছে। হাত পা ধরতে হবে কেন এই প্রতিবাদ করায় তার ঘাড় ধরে থানা হাজতে নেয়ার জোর চেষ্টা করে। এ ছাড়াও তার মোবাইল ফোনটিও কেড়ে নেয়ার চেষ্টা করে। অপরদিকে সকল সাংবাদিককে থানার দালাল বলে উল্লেখ করা হয়েছে। পুলিশের এই ঔদ্ধর্তপূর্ণ আচরনের প্রতিবাদে প্রেসক্লাবে আয়োজিত এক জরুরীসভায় জেলা পুলিশের বিরুদ্ধে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

    জানা গেছে নওগাঁ জেলা প্রেসক্লাবের সদস‍্য দৈনিক জবাবদিহী ও আমার বার্তা জেলা প্রতিনিধি রাসেল রানা তার এক আত্মীয়কে সাথে নিয়ে রবিবার বেলা সাড়ে ১২. টায় পাসপোর্ট হারানো বিষয়ক একটি সাধারন ডাইরী করতে যান। এ সময় ডিউটি অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন এ এস আই আল আমীন। সেখানে কনষ্টেবল তহুরা এবং কনস্টেবল মুমিন ছিলেন। প্রাথমিক ভাবে জিডি নিতে অস্বীকৃতি জানায়। পরে কনষ্টেবল তহুরা বলে যে, স‍্যারের হাত পা ধরে অনুরোধ করলে মন ভালো হলে জিডি নিতেও পারেন। এ কথা শুনে হতবাক রাসের রানা বলে জিডি করা সাধারন মানুষের অধিকার। কেন জিডি নিবেন না। এটি পুলিশের সাথে তর্কের সামিল উল্লেখ করে উক্ত ডিউটি অফিসার আল আমীন ও কনষ্টেবল মুমিন রাসেল রানার ঘাড়ে হাত দিয়ে থানা হাজতের দিকে নিয়ে যেতে থাকে। এ সময় ওসি তদন্ত সেখানে এসে জানতে চান।ডিউটি অফিসার মিথ‍্যা বলে রাসেল থানার ভিতরে উত্তেজিত হয়ে কথা বলেছে। তখন রাসেলের পরিচয় জানতে চান ওসি তদন্ত। সাংবাদিক পরিচয় বিশ্বাস না হওয়ায় প্রেসক্লাবের সভাপতির নিকট মোবাইলে তার পরিচয় নিশ্চিত হয়ে জিডি গ্রহণের নির্দেশ দেন।

    জিডি নেয়ার পর মুমিন নামের ঐ কনষ্টেবল আস্ফালন করে বলে সকল সাংবাদিক থানার দালাল। তাদের কাজ না করে দেয়ায় ভালো। রাসেল সে কথার প্রতিবাদ করে চলে আসেন।

    এদিকে সন্ধ‍্যায় উদ্ভুত পরিস্থিতি নিয়ে নওগাঁ জেলা প্রেসক্লাবে এক জরুরীসভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশের এই ন‍্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এ ছাড়াও অতি সত্বর এই ঘটনার বিরদ্ধে কোন ব‍্যবস্থা গৃহিত না হলে পুলিশের সাথে সাংবাদিকরা কোন সম্পর্ক রাখবে কিনা তা ভেবে দেখবে। পুলিশের সকল অনুষ্ঠান বর্জন ও যে কোন সংবাদ প্রকাশ বন্ধ রাখা হবে বলেও সিদ্ধান্ত গৃহিত হয়। #

    রওশন আরা পারভীন শিলা
    নওগাঁ জেলা প্রতিনিধি।।

  • নওগাঁর বদলগাছীতে চুরি-ছিনতাই মামলা থেকে ছেলেকে বাঁচাতে মায়ের ধর্ষণ চেষ্টা মামলা

    নওগাঁর বদলগাছীতে চুরি-ছিনতাই মামলা থেকে ছেলেকে বাঁচাতে মায়ের ধর্ষণ চেষ্টা মামলা

    একেএম কামাল উদ্দিন টগর.নওগাঁ জেলা বিশেষ প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে ছেলের চুরি ও ছিনতাই মামলা ধাঁমাচাপা দিতে লাকি আক্তার (৩৭) নামের এক নারীর বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ চেষ্টা মামলা সাজানোর অভিযোগ উঠেছে। লাকি আক্তার উপজেলার মহেশপুর গ্রামের মামনুর রশিদের স্ত্রী। চুরি ও ছিনতাই মামলার আসামী ছেলে শুভ হোসেন (২৫) ও ভাতিজা আশিক হোসেন(২৪)।

    জানা যায়, উপজেলার মহেশপুর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে সেনা সদস্য মাসুদ রানার ডিস লাইন গত জুন মাসে মাসিক ১৩ হাজার টাকা চুক্তিতে দুই বছর মেয়াদে ভাড়া নেয় কোলা গ্রামের আব্দুল জলিলের ছেলে মিঠু হোসেন (২৭)। পরে ঔই লাইনের মেরামত বাবদ ৭০ হাজার টাকা করে মিঠু। কিন্তু এক মাস পর মাসুদ রানা ভাগিনা শুভ এসে ঔই লাইন জোড় পূর্বক কেড়ে নেয়। মিঠু খরচের টাকা চাইলে তাকে প্রান নাশের হুমকি দেওয়া হয়। এরপর গত ১১ জুলাই মিঠু বাড়ি হতে পারসোমবাড়ি বাজারে আসার পথে শুভ হোসেন, তার ফুফাতো ভাই মিথ্যা ধর্ষণ চেষ্টা মামলার সাক্ষি আব্দুল খালেকের ছেলে আশিক হোসেন ও সেনা সদস্য মাসুদ রানার পিতা মোজাম্মেল হোসেন মিঠুর উপর অর্তকিত হামলা চালিয়ে মারধর করে বাম হাত ও কনুই আঙ্গুল ভেঙ্গে ফেলে এবং তার কাছে থাকা ১ লক্ষ ৪৫ হাজার টাকা ছিনতাই করে নেয়। এ ঘটনায় মিঠু বাদী হয়ে বদলগাছী থানাতে গত ১৫ জুলাই একটি মামলা দায়ের করে। অপরদিকে শুভ হোসেন বাড়ি আসার পর হতে আশেপাশের এলাকা হতে নিয়মিত ডিস ও ইন্টারনেটের তার- মেশিন চুরি হতে থাকে। আশিক ও কাজল নামে দুইজনকে নিয়ে শুভ চুরি ঘটনা ঘটাত। নিজেদের মধ্যে ভাগাভাগি নিয়ে ঝামেলা হলে কাজল চুরির ঘটনা ওই এলাকার ডিস ও ইন্টারনেট ব্যাবসায়ী আশরাফুল ইসলাম, রাসেল হোসেন ও রিপন হোসেনকে বলে দেয়। পরে এ বিষয়ে আশরাফুল ৫ জুলাই বদলগাছী থানায় একটি লিখিত অভিযোগ করে।

    এরপর ২০ জুলাই শুভ হোসেন আদালত হতে জমিন নেয় এবং একই দিনে তার মা লাকি আক্তার ছেলের মামলাকে ধাঁমাচাপা দেওয়ার উদ্দেশ্যে নওগাঁ জেলা জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে রাসেল, মিঠু, রিপন ও আশরাফুলকে জরিয়ে একটি মিথ্যা ধর্ষণ চেষ্টা মামলা দায়েরের আবেদন করেন। বিজ্ঞ আদালত মামলাটির তদন্তের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানের নিকট নির্দেশ দেয়। বাদী লাকি আক্তার মামলার আরজিতে উল্লেখ করেন যে, গত ৯ জুলাই দুপুর ১ টা ৩০ মিনিটে পারসোমবাড়ি বাজারের মধ্যে ৪ জন মিলে তাকে বিবস্ত্র করে ধর্ষনের চেষ্টা করেন। প্রকাশ্য দিবালোকে বাজারের মধ্যে এতবড় একটি ঘটনা অথচ বাজারের কেউই তা জানেন না। এমন কি ওই মামলার সাক্ষী নিজেই অবগত নয় ঘটনার বিষয়ে। এ মামলার ২নং সাক্ষি তার আপন ভাই ও ১নং সাক্ষি মাসুদ রানার মামা। মিথ্যা মামলা দিয়ে নিরেহ মানুষকে ফাঁসানোর চেষ্টার এ ঘটনার তীব্র নিন্দা সহ এর সঙ্গে জরিতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন সচেতন মহল।

    ধর্ষণ চেষ্টা মামলার ৩নং সাক্ষী বাদীর আপন দেবর দুধকুড়ি গ্রামের জেকের আলী (জাকির গোয়াল) বলেন, এ বিষয়ে আমি কোন কিছুই জানি না । মামলা করার পর লাকি আমার বাড়ি এসে বলেছে একটি মামলায় নাকি আমাকে সাক্ষী করা হয়েছে। তবে সেটা কি মামলা সেটাও আমি জানিনা।

    ঘটনাস্থলের স্থানীয় চা দোকানী জুয়েল হোসেন, কাপর ব্যাবসায়ী রুহেলসহ একাধিক ব্যবসায়ী বলেন, ধর্ষণ চেষ্টা তো দূরের কথা ঔই দিন লাকি আক্তারকে আমরা কেউ এখানে আসতে দেখিনি। তবে তার ছেলে শুভ এসেছিল। শুভর সঙ্গে রাসেল, মিঠু ও রিপনের ডিস লাইন নিয়ে সামান্য কথা কাটাকাটি দেখেছি। পরে ঐদিন সন্ধ্যায় তা মিমাংসাও হয়েছে শুনেছি।

    পারসোমবাড়ি বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক মশিউর রহমান ও সহ সভাপতি সাবলু হোসেন বলেন, বাজারের মধ্যে দিনে দুপুরে প্রকাশ্য দিবালোকে এতবড় একটি ঘটনা অখচ এতদিন হয়ে গেল আমরা কেউই জানিনা সেটা কেমনে হয়। এমন ঘটনা বাজারে মোটেও ঘটেনি। মনে হয় ছেলের বিরুদ্ধে মামলার কাউন্টার হিসেবে এই মামলা করা হয়েছে।

    ধর্ষণ চেষ্টা মামলার আবেদনে করা আসামী রাসেল হোসেন ও রিপন হোসেন বলেন, ঘটনাটি মিথ্যা ও ভিত্তিহীন একটি মামলা। প্রকাশ্যে দিবালকে দুপুর বেলা এরকম ঘটনা ঘটলো আর বাজারের কেউ জানলোনা। সেতা কেমন করে হয়। তারা পুরোটায় সাজানো মামলার আবেদন করেছে। মামলার আবেদনে আমিসহ যে চারজনের নাম উল্লেখ করা হয়েছে তারা সবাই আমরা লাকীর ছেলের বিরুদ্ধে ডিস লাইন ও ইন্টারনেট লাইন এর তার চুরির মামলা করেছিলাম যার কারনেই উল্টো আমাদের এমন মিথ্যা মামলায় ফাঁসাতে আদালতে আবেদন করেছে।

    মামলার বাদী মোছা: লাকী বলেন, দুপুর বেলাতেই আমার সাথে ঘটনাটি ঘটছে। যা সত্যি। বাজারের মধ্যে এমন ঘটনা ঘটলো আর বাজারের দোকানী,পথচারী বা বাজার কমিটির কেউ জানলো না এমন প্রশ্নের জবাব এড়িয়ে গিয়ে তিনি বলেন, তদন্ত হোক তাহলেই জানা যাবে সঠিক বলছি কিনা।

    বদলগাছী থানার অফিসার ইনর্চাজ আতিয়ার রহমান বলেন, লাকি আক্তার নামে কোন নারী এমন অভিযোগ নিয়ে থানায় আসেনি। এরকম গুরুত্বর অভিযোগ নিয়ে কেউ থানায় এলে মামলা নেওয়া হোক বা না হোক অভিযোগ নিয়ে অবশ্যই তা তদন্ত করে দেখা হয়।#
    একেএম কামাল উদ্দিন টগর
    নওগাঁ জেলা বিশেষ প্রতিনিধি

  • আত্রাইয়ে মৎস্য চাষী ও মৎস্যজীবিদের সাথে মতবিনিময় সভা ও প্রামাণ্য চিত্র প্রদশণ

    আত্রাইয়ে মৎস্য চাষী ও মৎস্যজীবিদের সাথে মতবিনিময় সভা ও প্রামাণ্য চিত্র প্রদশণ

    রওশন আরা শিলা,নওগাঁ জেলা প্রতিনিধিঃ- নিরাপদ মাছের উৎপাদন বাড়াতে দেশের জনগনকে আরো সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে গত(২৩ জুলাই ) শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২। সপ্তাহ ব্যাপী চলবে বিভিন্ন কর্মসূচি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় মৎস্য সপ্তাহের তৃতীয় দিন (২৫ জুলাই) সোমবার উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর,আত্রাই, নওগাঁর আয়োজনে দুপুরে আত্রাই উপজেলা মৎস্য অধিদপ্তরের ট্রেনিং রুমে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার পলাশ চন্দ্র দেব নাথ সভাপতিত্বে– প্রান্তিক পর্যায়ের মৎস্য চাষী ও মৎস্যজীবিদের সাথে এক মতবিনিময় সভা ও প্রামাণ্য চিত্র প্রদশণ সভায় উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীন সাংবাদিক একেএম কামাল উদ্দিন টগর, পাঁচুপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সফল মৎস্য চাষী মোঃ আবুল কালাম আজাদ ফৌজদার, আত্রাই উপজেলা মাধ্যমিক অধিদপ্তর একাডেমিক সুপারভাইজার শ্রী প্রদিপ কুমার, জনস্বাস্থ্য অধিদপ্তর,আত্রাই,নওগাঁ সহহকারী প্রকৌশলী শ্রী সুমন কুমার রায়, আত্রাই উপজেলা ঝিনুকের মধ্যে মুক্তা চাষ কবির মুক্তা চাষ প্রকল্পের পরিচালক মোঃ কবিরুল ইসলাম, মৎস্য জীবি শ্রী ভূষন কুমার হালদার প্রমূখ। আলোচনা সভা শেষে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্তমান সরকারের মৎস্য সেক্টরে অগ্রগতি ও সাফল্য বিষয়ের উপর নির্মিত প্রামান্য চিত্র প্রদশণ করা হয়।#

    রওশন আরা পারভীন শিলা
    নওগাঁ জেলা প্রতিনিধি।।

  • ঝিনাইদহে বাসের ধাক্কায় মাছ ব্যবসায়ী নিহত

    ঝিনাইদহে বাসের ধাক্কায় মাছ ব্যবসায়ী নিহত

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহে বাসের ধাক্কায় জহির বিশ্বাস (৬০) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ সোমবার সকালে শহরের চাকলাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জহির বিশ্বাস হরিণাকুন্ডু উপজেলা শাখারীদহ গ্রামের মৃত দানেশ বিশ্বাসের ছেলে।স্থানীয়রা জানান, সকালে খুচরা মাছ ব্যবসায়ী জহির বিশ্বাস বাইসাইকেল যোগে ঝিনাইদহ শহরে আসছিলেন। পথিমধ্যে চাকলাপাড়া তসলিম ক্লিনিকে সামনে আসা মাত্রই শহর থেকে পুরাতন হাটখোলাগামী একটি বাসের চাকায় পিষ্ট হয়। এতে রাস্তায় সে ঘটনাস্থলেই মারা যায়।ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসটি আটক হলেও চালক পলাতক রয়েছে। তবে চালককে আটকের জন্য পুলিশ চেষ্টা অব্যাহত রয়েছে।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।।