Category: দেশজুড়ে

  • মোরেলগঞ্জে উপজেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন

    মোরেলগঞ্জে উপজেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন

    মোঃ শহিদুল ইসলাম
    সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

    প্রায় ৩ বছর পর বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে সাবেক কমিটির সভাপতি ও সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন এবং সাধারণ সম্পাদক পদে সাবেক কমিটির এম এমদাদুল হককে রেখে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা ও মুজিব বাহিনী প্রধান মোসলেম উদ্দিনকে প্রধান উপদেষ্টা রেখে ১৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়েছে।রবিবার (৩ জুলাই) রাতে বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভূঁইয়া হেমায়েত উদ্দিন এ পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন।জানা যায়, প্রায় ৩ বছর আগে মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে দলটির সভাপতি এ্যাড. আমিরুল আলম মিলনকে সভাপতি এবং এম এমদাদুল হককে সাধারণ সম্পাদক রেখে এ কমিটি ঘোষণা করা হয়।এছাড়া সহ-সভাপতি পদে আছেন- সাবেক সহ-সভাপতি সরোয়ার হোসেন হাওলাদার , বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান, শফিকুর রহমান লাল, অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদার, এইচ এম মাহমুদ হোসেন, রবিন দত্ত, মাস্টার সাইদুর রহমান, ইখতিয়ার হোসেন দিলদার, আব্দুল গাফফার হাওলাদার।
    যুগ্ম-সাধারণ সম্পাদক পদে আছেন- হারুন অর রশিদ, মোজাম্মেল হক মোজাম, এ্যাড. তাজিনুর রহমান পলাশ ।এছাড়া আইন বিষয়ক সম্পাদক এ্যাড. সিদ্দিকুর রহমান , কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক আবুল কালাম ফকির, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আফজাল হোসেন মাসুম, দফতর সম্পাদক ইলিয়াস হোসেন দুলাল, ধর্ম বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন পাহলান, প্রচার ও প্রকাশনা সম্পাদক অমল সাহা নান্টু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান লাল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম কে আজিজ, মহিলা বিষয়ক সম্পাদক রীপা হালদার, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুল জলিল খান , যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ জাহিদ তালুকদার, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আব্দুল ওহাব, শ্রম সম্পাদক বুলু তালুকদার, সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ হালদার লিটু, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সঞ্জিব রায়, সাংগঠনিক সম্পাদক শহীদুজ্জামান সাবু, অশোক সাহা, ওয়াহিদুজ্জামান মনা, কোষাধ্যক্ষ পঙ্কজ ঘোষ সহ ৭১ সদস্য বিশিষ্ট ২০১৯-২০২২ মেয়াদের পূর্ণাঙ্গ এই কমিটি ঘোষণা করা হয় ।এছাড়াও কমিটিতে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্তি পেয়েছেন জাতীয় পার্টির সাবেক উপজেলা আহবায়ক সোমনাথ দে।

  • আশুলিয়ার জামগড়ায় তাওহীদ এন্টারপ্রাইজ এর একটি শোরুম শুভ উদ্বোধন

    আশুলিয়ার জামগড়ায় তাওহীদ এন্টারপ্রাইজ এর একটি শোরুম শুভ উদ্বোধন

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার জামগড়ায় হাওহীদ এন্টারপ্রাইজ নামের একটি শোরুমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত। শনিবার (২ জুলাই ২০২২ইং) বিকেল ৫টায় জামগড়া রজবী প্লাজা’র নিচতলায় এই শোরুমটি শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
    উক্ত তাওহীদ এন্টারপ্রাইজ এর শোরুম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা যুবলীগের প্রতিষ্ঠাতা সাবেক সাংগঠনিক সম্পাদক ও আশুলিয়া থানা আওয়ামী লীগের অন্যতম সদস্য সুমন আহমেদ ভুঁইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগের আশুলিয়া আ লিক কমিটির যুগ্ম-আহ্বায়ক সানাউল্লাহ ভুঁইয়া সানি। আরও উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের আশুলিয়া আ লিক কমিটির সেলিম মন্ডল, ইদ্রিস আলী, সালাউদ্দিন, সাকিল আহমেদ সুজন, নাজমুল হক ইমু, সাগর, খলিল আহমেদ, জিয়া, সেলিম,জাফর মুন্সী ও ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছাফর শেখ, ভয়েস ক্লাবের সভাপতি ইদ্রিস আলীসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দ।
    এ সময় আরও উপস্থিত ছিলেন, আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সভাপতি ও আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা’র ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ), সাংবাদিক রাকিবুল ইসলাম সোহাগ, শাহাদত হোসেন, সাকিল আহমেদ, দাউদুল ইসলাম নয়ন, মুনসুর আলী, সবুজ খান, ইমন হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীগণ।
    উক্ত নতুন প্রতিষ্ঠানটি’র অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন সুমন আহমেদ ভুঁইয়া, এসময় অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেন উক্ত শোরুমের স্বত্ত্বাধিকারীরা। উক্ত অনুষ্ঠানে দোয়া শেষে সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এরপর বিকেল ৫টা ৩০ মিনিটের দিকে সুমন আহমেদ ভুঁইয়া ইয়ারপুর ইউনিয়ন পরিষদের সচিব আফজাল হোসেনকে মুঠো ফোনে কল করে বেরণসহ এলাকার বিভিন্ন রাস্তার সংস্কার কাজের খোঁজখবর নিয়েছেন। সুমন আহমেদ ভুঁইয়া ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সৈয়দ আহমেদ ভুঁইয়া’র ছেলে।
    উল্লেখ্য জামগড়া ফ্যান্টাসী কিংডমের পিছন থেকে তেঁতুলতলা পর্যন্ত রাস্তাটি বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমে জনগণের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে, তাই বেরণ তেঁতুল তলা এলাকাবাসীর যাতায়াতের সুবিধার জন্য এই রাস্তার সংস্কার কাজ করবেন ঈদের পর দ্রুত করা হবে। আওয়ামীলীগ নেতা সুমন আহমেদ ভুঁইয়া বলেন, তেঁতুলতলার এই রাস্তার সংস্কার কাজটি ঈদের পর দ্রুত করা হবে এবং এলাকার আরও যেসকল রাস্তার সংস্কার কাজ বাকি রয়েছে সেগুলোও পর্যায়ক্রমে করা হবে।

  • ঢাকা জেলা শ্রেষ্ঠ করদাতা রোমান ভুঁইয়া’র পক্ষ থেকে সবাইকে ঈদুল আজহা’র শুভেচ্ছা

    ঢাকা জেলা শ্রেষ্ঠ করদাতা রোমান ভুঁইয়া’র পক্ষ থেকে সবাইকে ঈদুল আজহা’র শুভেচ্ছা

    বিশেষ প্রতিনিধিঃ ঢাকা জেলার পরপর ৫বার শ্রেষ্ঠ করদাতা নির্বাচিত-বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব তানভীর আহমেদ রোমান ভুঁইয়া’র পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল আজহা’র শুভেচ্ছা-ঈদ মোবারক।
    বিশিষ্ট ব্যবসায়ী হাজী তানভীর আহমেদ রোমান ভুঁইয়া বলেন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশী-পবিত্র ঈদুল আজহা বয়ে আনুক সবার জীবনে সুখ-শান্তি ও সমৃদ্ধির বার্তা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সর্বোপরি আমার প্রিয় ভাই বন্ধু আত্মীয়স্বজন ও দেশ-বিদেশে অবস্থানরত সকল শ্রেণি পেশার মানুষকে জানাই ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। তিনি সকল মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান, সেই সাথে সবার প্রতি প্রাণঢালা অভিনন্দন ও ঈদের শুভেচ্ছা-“ঈদ মোবারক”। তিনি আরও বলেন যে, আমি সবার কাছে দোয়া কামনা করি, আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখেন।
    উক্ত মানবতার ফেরিওয়ালা বিশিষ্ট ব্যবসায়ী তানভীর আহমেদ রোমান ভুঁইয়া’র কাছে বর্তমান ব্যবসা বাণিজ্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, করোনাকালীন সময়ও ব্যবসা বাণিজ্য ভালো ছিলো, বর্তমানে বন্যা কবলিত এলাকা সিলেট সুনামগঞ্জসহ বিভিন্ন এলাকার মানুষ অনেক কষ্টে আছেন, আমরা যে, যেমন পারছি তাদেরকে সাহায্য সহযোগিতা করে আসছি। চলমান ব্যবসা তেমন ভালো যাচ্ছে না। বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি সততার সাথে ব্যবসা করি, ব্যবসা শুরু থেকে পর্যায়ক্রমে ব্যবসা যখন বড় হচ্ছে-কখনো কর ফাঁকি দেওয়ার চিন্তা মাথায় ঢোকেনি আমার, ব্যবসা শুরু করার পরের বছর থেকেই আমি আয়করদাতা হিসেবে রেজিস্ট্রেশন করি। তিনি আরও বলেন, আমার ব্যবসা যত এগিয়েছে, কর দেয়া ততটাই বাড়িয়েছি। ২০১৬ইং সালে ঢাকা জেলায় প্রথম সেরা করদাতা হিসেবে সম্মাননা পাই, এরপর ২০১৭ ইং, ২০১৮ইং ও ২০১৯ইং এবং আবারও ২০২০ইং সালের সেরা করদাতা নির্বাচিত হয়ে সম্মান অর্জন করি। আমি মনে করি রাষ্ট্রের সঙ্গে কখনই বেঈমানি করা উচিৎ না। ব্যবসায়ীদের কখনো সম্পদের হিসাব বা তথ্য গোপন রাখা উচিৎ নয়। আগামীতেও তানভীর আহমেদ রোমান ভুঁইয়া সেরা করদাতা হিসেবে সম্মাননা পাবেন বলে আশাবাদী। তানভীর আহমেদ রোমান ভুঁইয়া দেশবাসী সকল শ্রেণী পেশার মানুষকে ভালোবাসেন, তাই সময় ও পরিস্থিতি যাইহোক না কেন, সবাই সবার জন্য দোয়া কামনা করেন তিনি, আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা-“ঈদ মোবারক”।
    বিশেষ করে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা’র ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক ও “আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ) বলেন, বিশিষ্ট ব্যবসায়ী তানভীর আহমেদ রোমান ভুঁইয়া একজন ভালো মানুষ। তিনি ঢাকা জেলার মধ্যে পরপর ৫বার শ্রেষ্ঠ করদাতা হিসেবে নির্বাচিত হয়েছেন, এটা আশুলিয়া ও ঢাকা জেলাবাসীর জন্য গর্বের বিষয়, তিনি সবসময় মানুষকে সাহায্য সহযোগিতা করে থাকেন। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশী। এই ঈদে সবার জীবনে আনন্দ ও উৎসব মুখর মুহূর্ত এবং সুখ-শান্তি কামনা করি। তানভীর আহমেদ রোমান ভুঁইয়া’র প্রতি দোয়া ও শুভকামনা রইল, সেই সাথে তাঁর পক্ষ থেকে আশুলিয়াবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সবাইকে পবিত্র ঈদুল আজহা’র কুরবানির ঈদের শুভেচ্ছা-“ঈদ মোবারক”।

  • সাভার উপজেলা’র চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা

    সাভার উপজেলা’র চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা

    হেলাল শেখঃ ঢাকা জেলার সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের প্রধান উপদেষ্টা জনাব মঞ্জুরুল আলম রাজিব এর পক্ষ থেকে সাভারের জনগণসহ দেশবাসী সবাইকে পবিত্র ঈদ-উল আযহা’র শুভেচ্ছা ও অভিনন্দন।
    সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ত্যাগী নেতা জনাব মঞ্জুরুল আলম রাজিব বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও দলীয় শীর্ষ নেতাকর্মীসহ আমার সাভারের জনগণ এবং দেশবাসী সবাইকে পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানাচ্ছি, “ঈদ মোবারক”। তিনি বলেন, “৭৫’ এর হাতিয়ার গর্জে উঠুক আবার, বঙ্গবন্ধু ও তার পরিবারের হত্যার সাথে যারা সরাসরি জড়িত তাদেরকে বাংলার মাটিতেই বিচার করা হবে। তিনি মন্তব্য করেন যে, আমরা আওয়ামী লীগের সৈনিকরা বেঁচে থাকতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গায়ে একটা আচড়ও লাগতে দেবো না। তিনি আরও বলেন, আমরা দেশের নিজস্ব অর্থ দিয়ে পদ্মা সেতু নির্মাণ করে প্রমাণ করেছি আমরাও পারি, কোনো ষড়যন্ত্র আমাদের কিছুই করতে পারবে না, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দেশ ও জাতির কল্যাণে কাজ করছি। তিনি আরও বলেন, “ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, এই পবিত্র ঈদ-উল আযহা সবার জীবনে বয়ে আনবে অনাবিল সুখ-শান্তি’র বার্তা। সবাইকে আবারও পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা-“ঈদ মোবারক” ঈদ মোবারক”।
    আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা’র ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক ও আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাব এর সভাপতি সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ) বলেন, আমাদের আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাব এর প্রধান উপদেষ্টা হিসেবে পেয়েছি একজন দেশপ্রেমিক ত্যাগী নেতা সৎ ও নীতিবান ভালো মানুষ। তিনি হলেন, সাভারের মাটি ও মানুষের প্রিয় নেতা সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মঞ্জুরুল আলম রাজিব। এই মহৎ মানুষটির পক্ষ থেকে সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা-“ঈদ মোবারক” ঈদ মোবারক”।

  • কেশবপুরে পৌরসভার মেয়রের সাথে উপজেলা ক্রীড়া সংস্থার নবগঠিত কমিটির মতবিনিময় সভা

    কেশবপুরে পৌরসভার মেয়রের সাথে উপজেলা ক্রীড়া সংস্থার নবগঠিত কমিটির মতবিনিময় সভা

    কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলামের সঙ্গে উপজেলা ক্রীড়া সংস্থার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩জুলাই পৌর মেয়রের কার্যালয়ে উপজেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র রফিকুল ইসলাম।

    আরও বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয় সাহা, অতিরিক্ত সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আছাদুজ্জামান, কোষাধ্যক্ষ জনাব আলী, নির্বাহী সদস্য বি এম শহিদুজ্জামান শহিদ, হাবিবুর রহমান, আব্দুল লতিফ, উত্তম বসু, অর্পণা আইচ, মনিরা খানম প্রমুখ।

    উপজেলা ক্রীড়া সংস্থার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সভার শুরুতেই পৌর মেয়র রফিকুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান।

  • কেশবপুরে এক শিক্ষক হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

    কেশবপুরে এক শিক্ষক হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

    কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুরে শিক্ষক হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩জুলাই উপজেলার পাঁজিয়া মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে পাঁজিয়া বাজারে পাঁজিয়া মহাবিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন কবি পার্থ সারথী সরকার, পাঁজিয়া মহাবিই মানববন্ধনদ্যালয়ের শিক্ষার্থী অর্ণব বিশ্বাস প্রান্ত, জ্যোতি, সৌরভ রায়, চন্দন বিশ্বাস, বাঁধন, জয় প্রমুখ।

    বিক্ষোভ সমাবেশে বক্তারা অবিলম্বে ঢাকার আশুলিয়ার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারের হত্যাকারীর সুষ্ঠু বিচার দাবি করেন।

  • নওগাঁয় দূর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের দাপ্তরিক কার্যক্রম শুরু

    নওগাঁয় দূর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের দাপ্তরিক কার্যক্রম শুরু

    রওশন আরা শিলা,নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় আনুষ্ঠানিক ভাবে দূর্নীতি দমন সমন্বিত জেলা কার্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে। রবিবার সকাল ১০ টায় শহরের চকপাথুরিয়া এলাকায় কমিশনের অফিস চত্বরে জাতীয় পতাকা, দূর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন এবং ফিতা কেটে দাপ্তরিক কার্যক্রম উদ্বোধন করেন দূর্নীতি দমন কমিশনের মহা-পরিচালক ( প্রশাসন) জিয়াউদ্দীন আহমেদ।

    এ সময় জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান এবং মহা- পরিচালক দূর্নীতি দমন কমিশনের পতাকা উত্তলোন করেন।

    পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ উপলক্ষ‍্যে এক আলোচনাসভায় সভাপতিত্ব করেন প্রশাসক খালিদ মেহেদী হাসান।

    আলোচনাসভায় প্রধান অতিথি দূর্নীতি দমন কমিশনের মহা- পরিচালক জিয়াউদ্দিন আহমেদসহ বিশেষ অতিথি দূর্নীতি দমন কমিশন রাজশাহীর পরিচালক মো: কামরুল আহসান, নওগাঁর ভারপ্রাপ্ত পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতি, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জয়পুরহাট মো: মহি উদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার জয়পুরহাট ফারজানা হোসেন বক্তব‍্য রাখেন।

    নওগাঁয় স্থাপিত দূর্নীতি দমন কমিশনের সমন্বিত এই কার্যালয় নওগাঁ ও জয়পুরহাট জেলায় কার্যক্রম পরিচালনা করবে।#

    রওশন আরা পারভীন শিলা
    নওগাঁ জেলা প্রতিনিধি।।

  • হরিণাকুন্ডুর ভাই ভাই ক্লিনিকে আবারো নবজাতকের মৃত্যু

    হরিণাকুন্ডুর ভাই ভাই ক্লিনিকে আবারো নবজাতকের মৃত্যু

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। গত ১ জুলাই শহরের হাসপাতাল মোড় এলাকার ভাই ভাই ক্লিনিকে এ ঘটনা ঘটে। জানা যায়, ৩০জুন রুপালী খাতুন (২৫) নামে উপজেলার গোবিন্দপুর গ্রামের এক নারী ওই ক্লিনিকে ভর্তি হন। রাত নয়টার দিকে কালিগঞ্জ হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা আলমগীর হোসেন তাঁর সিজারিয়ান অপারেশন করেন। এ সময় ওই নারীর একটি পুত্র সন্তান জন্ম নেয়। অপারেশনের পর নবজাতক শিশু ও মা দু‘জনেই সুস্থ ছিল। স্বজনদের অভিযোগ, রাতে নবজাতককে অক্সিজেন দেয় ক্লিনিক কর্তৃপক্ষ। পরে সেটি খুলে ফেলে মায়ের বুকের দুধ খাওয়াতে বলে। দুধ খাওয়ানোর পর নবজাতক ঘুমিয়ে পড়ে। পরদিন ভোরে ঘুমন্ত অবস্থায় তাঁর মৃত্যু হয়। নবজাতকের বাবা নিয়াজি জানান, অপারেশনের পর সুস্থ সন্তান জন্ম নেয়। তখন সন্তান ও তাঁর মা দুজনেই সুস্থ ছিল। তাহলে কীভাবে ঘুমের মধ্যে আমার শিশু বাচ্চা মারা গেল। নিশ্চয় কারও না কারও অবহেলা ছিল। ওই ক্লিনিকের মালিক আসমত আলীর কাছে জানতে চাইলে প্রথমে শিশুটি মায়ের গর্ভে মারা গেছে বলে দাবি করেন। সুস্থ সন্তানের জন্ম হয়েছে এমন কথা ডাক্তার জানিয়েছেন জানালে আসমত আলী বিষয়টি এড়িয়ে যান। স্থানীয়দের অভিযোগ, বিষয়টি নিয়ে কোনো অভিযোগ না দিতে নানাভাবে ওই নবজাতকের বাবাকে হুমকি দিচ্ছেন ক্লিনিক মালিক আসমত। রুবেল নামে স্থানীয় এক যুবক জানান, ঘটনাটি কাউকে না বলতে ক্লিনিক মালিক নবজাতকের বাবাকে হুমকি দিচ্ছেন। এর আগেও এই ক্লিনিক কর্তৃপক্ষের ভুলে কয়েকজন প্রসূতি ও নবজাতক মারা গেছে। অনেকবার ক্লিনিকটি বন্ধ হয়ে গিয়েছিল। এই যুবকের দাবি, মানহীন এই ক্লিনিকটিতে প্রায়ই দূর্ঘটনা ঘটে। সাময়িক এটি বন্ধ থাকে। কর্তৃপক্ষকে ম্যানেজ করে ফের চালু করা হয়। চিকিৎসক আলমগীর হোসেন বলেন, আমি অপারেশন করার পর নবজাতক ও মা দু‘জনেই সুস্থ ছিল। শুনেছি ঘুমের মধ্যে মারা গেছে। কী সমস্যা হয়েছিল এটা আমি জানি না। ঝিনাইদহ সিভিল সার্জন শুভ্রা রাণী দেবনাথ বলেন, কোনোভাবেই নবজাতকের মৃত্যু কাম্য নয়। এ ঘটনায় তদন্ত করে যারই অবহেলা পাওয়া যাবে তার বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।

  • নড়াইলে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে জুতার মালা, তদন্ত প্রতিবেদন দাখিল

    নড়াইলে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে জুতার মালা, তদন্ত প্রতিবেদন দাখিল

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।
    নড়াইলে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে জুতার মালা, তদন্ত প্রতিবেদন দাখিল। নড়াইলে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে জুতার মালা দেওয়ার ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে কমিটি। শনিবার (২ জুলাই) রাতে তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের কাছে প্রতিবেদনটি হস্তান্তর করেন।
    এর আগে ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে গলায় জুতার মালা পরানোসহ শিক্ষকদের তিনটি মোটরসাইকেল পোড়ানোর ঘটনায় দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেন নড়াইল জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরীকে প্রধান করে জেলা শিক্ষা কর্মকর্তা এস এম সায়েদুর রহমান ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবিরের সমন্বয়ে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন জেলা প্রশাসক।
    তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী বলেন, ১৮ জুন নড়াইল সদরের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের অনাকাঙ্ক্ষিত ঘটনায় গঠিত তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে জমা দেওয়া হয়েছে। আদালতে বিচারকার্য চলমান থাকায় প্রতিবেদনে কারা জড়িত বা কাদের নাম এসেছে সেটা বলা সম্ভব নয়।
    সদর উপজেলার মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের শিক্ষার্থী রাহুল দেব রায় গত ১৭ জুন রাতে তার নিজস্ব ফেসবুক আইডিতে ভারতের বিতর্কিত বিজেপি নেত্রী নুপুর শর্মাকে নিয়ে ইতিবাচক পোস্ট করেন। পরে ১৮ জুন কলেজের অন্য শিক্ষার্থীরা বিষয়টি জানতে পেরে তাকে পোস্টটি মুছে ফেলার অনুরোধ করেন। রাহুল তার পোস্টটি না মুছে অন্য শিক্ষার্থীদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
    শিক্ষার্থীরা বিষয়টি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে জানান। একপর্যায়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কলেজের সব শিক্ষকদের পরামর্শে রাহুলকে পুলিশের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেন। এরই মধ্যে শিক্ষার্থীসহ স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে কলেজ চত্বরে থাকা শিক্ষকদের তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জসহ কয়েক রাউন্ড টিয়ার শেল ছোড়ে। ঘটনার সময় অন্তত ১০ জন ছাত্র-জনতা আহত হন।
    এদিকে অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ এনে বিক্ষুব্ধ জনতা ঘটনার দিন ১৮ জুন বিকেলে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস এবং শিক্ষার্থী রাহুল দেব রায়কে গলায় জুতার মালা পরিয়ে প্রতিবাদ জানান। জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থলে উপস্থিত হয়ে দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
    এদিকে স্বপন কুমার বিশ্বাসকে গলায় জুতার মালা পরানোসহ শিক্ষকদের তিনটি মোটরসাইকেল পোড়ানো এবং পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় ১৮০ জনকে আসামি করে মির্জাপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মুরসালিন বাদী হয়ে গত ২৭ জুন মামলা করেন।
    এর মধ্যে ভিডিও ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িত চার আসামি-রহমতুল্লাহ বিশ্বাস রনি (২২) মোবাইল ফোনের মেকার শাওন (২৮), অটোচালক রিমন (২২) এবং মাদরাসা শিক্ষক মনিরুল ইসলাম (২৭) দের পুলিশ আটক করেছে। নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় (পিপিএম বার) বলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলামকে প্রধান করে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন অতি দ্রুত হাতে পাব।

  • র‌্যাব-১২’র বিশেষ অভিযানে ২ কেজি ৬৩০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি আটক

    র‌্যাব-১২’র বিশেষ অভিযানে ২ কেজি ৬৩০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি আটক

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    এরই ধারাবাহিকতায় গত ০২/০৭/২০২২ ইং তারিখ বিকেল আনুমানিক ০৫.০০ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ ব্যাটালিয়নের সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন সয়দাবাদ গ্রামস্থ এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

    উক্ত অভিযানে ০২(দুই)কেজি ৬৩০(ছয়শত ত্রিশ) গ্রাম হেরোইনসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এছাড়াও ঐ সময় তাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১ টি প্রাইভেট কার (যাহার নাম্বার- ঢাকা মেট্রো-গ-১৯-২৫৭৪), ০৪ টি মোবাইল ফোন এবং নগদ- ১২,২০০/-(বার হাজার দুইশত) টাকা জব্দ করা হয়।

    গ্রেফতারকৃত আসামীঃ ১। মোঃ রাশিদুল হক @ মনি (২২), পিতা- মোঃ শামসুল হুদা লুকমান, সাং- সুলতানগঞ্জ, ২। মোঃ কামরুজ্জামান @ রনি (২৩), পিতা- মোঃ কামাল উদ্দিন, সাং- ব্্রাম্মন গ্রাম, উভয় থানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহী, ৩। মোঃ শাকিল আহম্মেদ (২০), পিতা- মোঃ শফিকুল ইসলাম, সাং-হরমা, থানা- চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা- চাঁপাইনবাবগঞ্জ।

    উল্লেখ্য এই যে মাদক সরবরাহকারী চক্রটি দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

    গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

    উক্ত প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন
    মেজর কাজী আলমগীর হোসেন, এসি
    উপ-অধিনায়ক র‌্যাব-১২

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

    স্বাক্ষরিত—–

    মোঃ মোস্তাফিজুর রহমান

    সহকারী পুলিশ সুপার

    মিডিয়া অফিসার

    র‌্যাব-১২, সিরাজগঞ্জ।

    মোবা-০১৭৭৭-৭১১২০৩