মোংলা প্রতিনিধিঃ
পূর্ব শত্রুতার জের ধরে মোংলায় আ’ লীগ সমর্থিত দুই গ্রুপের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ জুলাই) সন্ধ্যার পরে উপজেলার সুন্দরবন ইউনিয়নের কাটাখালী চায়না বাজারে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর। তাদেরকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর শুনে ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পাঁচ জন আহত হয়েছেন। দায়ীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সুন্দরবন ইউনিয়নের দিগরাজ বাজারের বাসিন্দা মো. মঈনউদ্দীন শেখ। তিনি বলেন, তার ছেলে নাইম শেখ (১৭) বৃহস্পতিবার বিকালে ফুটবল খেলে বাড়ি ফিরছিল। ফেরার পথে ইউপি চেয়ারম্যান ইকরাম ইজারদারের অনুসারী স্থানীয় হারুনের ছেলে আলম হাওলাদার ও রকিবুল হাওলাদার এবং মোতালেবের ছেলে ফারুক ও আজবাহার শেখ দেশীয় অস্ত্র নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে জখম করে। খবর পেয়ে সেখানে লোকজন জড়ো হলে সংঘর্ষে জড়িয়ে পড়ে অন্য গ্রুপ। এতে লুৎফর শেখ (৫৫), নাইম শেখ (১৭), আজিজুল হাওলাদার (৪৭), আলম হাওলাদার (৩৫) ও রকিবুল হাওলাদার (২৭) আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এ বিষয়ে জানতে চাইলে সুন্দরবন ইউনিয়নের চেয়ারম্যান ইকরাম ইজারদার বলেন, ‘দিগরাজ বাজারের মঈনউদ্দীন শেখ উদ্দেশ্যমূলকভাবে এ ঘটনা ঘটিয়ে আমাদের ওপর দায় চাপাচ্ছেন।’
Category: দেশজুড়ে
-
মোংলায় আ. লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫
-
বাংলাবান্ধা-ফুলবাড়ী রুটে মিলছে না ভিসা দুর্ভোগে পর্যটক রোগীরা
মোঃ বাবুল হোসেন পঞ্চগড়;
চরম বিপাকে স্থানীয় সহ পর্যটক ও চিকিৎসার দুর্ভাগ্য মানুষের।। ভারত থেকে আসা গেলেও,থাকছে না বাংলাদেশ থেকে যাওয়ার সুযোগ।।দেশের বিভিন্ন স্থলবন্দরের তুলনায় বাংলাবান্ধা থেকে ভারতের শিলিগুড়ি, দার্জিলিং, সিকিম, গ্যাংটক, নেপাল ও ভুটান কাছাকাছি হওয়ায় ভ্রমণ পিপাসুদের কাছে বেশ জনপ্রিয় ও সুবিধাজনক রুট হচ্ছে, এবং চিকিৎসার জন্য বাকডোকরা এয়ার পোর্ট,এন,জে,পি রেল ষ্টেশন দিয়ে সর্ব ভারতীয় জায়গায় সহজ যাতাযাত, বাংলাবান্ধা- ফুলবাড়ি ইমিগ্রেশন।।
স্থানীয় অনেকের ছেলেমেয়েরাও পড়াশুনা করছে, দার্জিলিং সহ ভারতের বিভিন্ন প্রান্তে।।
বুড়িমারী, হিলি, বেনাপোল সীমান্ত দিয়ে ঘুরে যেতে আর্থিক ক্ষতি সহ নানান ঝামেলা পোহাতে হচ্ছে।।
দ্রুত ব্যবস্তা নেবে, সংশ্লিষ্ট কতৃপক্ষ।।
এই প্রত্যাশা পঞ্চগড় বাসির।গত কয়েকদিনে ফেসবুক জুরে চলছে প্রতিবাদের ঝড়।
-
পাঁচবিবির কুসুম্বা ইউপির ১৩ শত পরিবার পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার
রিদয় হোসেন(সদর জয়পুুরহাট)প্রতিনিধিঃ-
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৭ নং কুসুম্বা ইউনিয়নের ১৩ শত পরিবারকে ভিজিএফ এর চাল উপহার দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (০৭ জুলাই) দুপুরে জয়পুরহাট-১ আসনের সাংসদ আলহাজ্ব এ্যাড.সামছুল আলম দুদু-এমপি প্রধানমন্ত্রীর পাঠানো ঈদ উপহার চাল বিতরণের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন,কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ”লীগের সাধারণ সম্পাদক জিহাদ মন্ডল,ইউপির সকল ইউপি সদস্য,স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপকারভোগীরা।
-
চতুর্থ দেশীয় স্থল বন্দর আমদানি-রপ্তানি বন্ধ থাকবে আট দিন
মোঃ বাবুল হোসেন পঞ্চগড়: পবিত্র ঈদ উল আযহা ও সাপ্তাহিক ছুটিসহ দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভূটান) পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে আট দিন সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে দেশের পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।
বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানি গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আগামী রোববার (১০ জুলাই) পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরের কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশন ও স্থলবন্দর আমদানি-রপ্তানি গ্রুপ সহ উভয় দেশের ব্যাবসায়ীদের সম্মতিতে আগামী শুক্রবার (৮ জুলাই) থেকে পরবর্তী শুক্রবার (১৫ জুলাই) পর্যন্ত সাপ্তাহিক ছুটি সহ মোট আট দিন ব্যবসায়ীক সকল কার্যক্রম বন্ধ থাকবে।
এবং শনিবার (১৬ জুলাই) থেকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় সকাল থেকে শুরু হবে। বিষয়টি বুধবার (৬ জুলাই) আমদানি-রপ্তানি গ্রুপের পক্ষ থেকে ঘোষণা করা হবে।
এদিকে বাংলাবান্ধ স্থলবন্দরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, ইমিগ্রেসন) নজরুল ইসলাম বলেন, এই সময়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে। -
দেশবাসীকে ঈদুল আযহার ঈদের শুভেচ্ছা জানিয়েছেন-ইউপি সদস্য হাজী হালিম মৃধা
হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার ও আশুলিয়া থানা আওয়ামী লীগের অন্যতম সদস্য হাজী মোঃ হালিম মৃধা দেশবাসী সকল শ্রেণী পেশার মানুষকে ঈদুল আযহার ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, “ঈদ মোবারক”।
হাজী মোঃ হালিম মৃধা বলেন, সময় ও পরিস্থিতি মানুষকে পরিবর্তন করে, পবিত্র ঈদ সবার জীবনে বয়ে আনবে অনাবিল আনন্দের বার্তা। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ-সবাইকে ঈদের শুভেচ্ছা- ঈদ মোবারক। তিনি বলেন, আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডবাসীসহ আশুলিয়ার সকল ব্যবসায়ী ও শ্রমিক ভাই বোনসহ সকল শ্রেণি পেশার মানুষের প্রতি আমার প্রাণঢালা ভালোবাসা এবং ঈদের শুভেচ্ছা-“ঈদ মোবারক”। সেই সাথে আমাদের ওয়ার্ডবাসী ও এলাকাবাসী সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি, পাশাপাশি এই ঈদুল আযহার ঈদের আনন্দ সবাই ভালো ভাবে উপভোগ করতে সকলের সহযোগিতা ও দোয়া কামনা রইলো। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা-“ঈদ মোবারক” ঈদ মোবারক”। -
আশুলিয়া রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন
নিজস্ব প্রতিনিধিঃ ঢাকার “আশুলিয়া রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ লুুৎফর রহমান ব্যবসায়ী ও সাংবাদিকসহ দেশবাসী সবাইকে পবিত্র ঈদুল আযহার ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক মোঃ লুৎফর রহমান বলেন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আমরা সবাই সবার সাথে মিলেমিশে ঈদের আনন্দ উপভোগ করবো। তিনি আরও বলেন, বাংলাদেশের সাংবাদিকরা ঐক্যবদ্ধ নয়, এর কারণে বিভিন্ন সময় শক্র পক্ষের হামলা, মামলার শিকার হয়ে থাকেন সাংবাদিকরা, এর জন্য সাংবাদিকরাই দায়ী-কারণ, সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে কোনো শক্তিই সাংবাদিকদের উপর হামলা মামলা করতে পারতো না। আমি আবারও পবিত্র ঈদুল আযহার ঈদের শুভেচ্ছা জানাচ্ছি-“ঈদ মোবারক” ঈদ মোবারক”। -
বিশিষ্ট ব্যবসায়ী রুবেল আহমেদ এর পক্ষ থেকে সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা
হেলাল শেখঃ ঢাকা জেলার আশুলিয়ার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব রুবেল আহমেদ এর পক্ষ থেকে ব্যবসায়ী-শ্রমিক ভাই বোনসহ সকল শ্রেণি পেশার মানুষকে পবিত্র ঈদুল আযহার ঈদের শুভেচ্ছা-“ঈদ মোবারক”।
ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জামগড়া এলাকার সুনামধন্য প্রতিষ্ঠান (দিব্য ফ্যাশন লিঃ) এর পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মোঃ রুবেল আহমেদ বলেন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, পবিত্র ঈদ বয়ে আনবে সবার জীবনে সুখ শান্তির বার্তা এই কামনা করি। তিনি আরও বলেন, সাভার আশুলিয়ার সকল ব্যবসায়ী-শ্রমিক ভাই বোন যেন ভালো ভাবে ঈদের আনন্দ উপভোগ করতে পারেন এই দোয়া করি। তিনি আরও বলেন, দেশবাসী সবাইকে আমার পক্ষ থেকে ঈদুল আযহার ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, “ঈদ মোবারক” “ঈদ মোবারক”। তিনি সবার কাছে তাঁর পরিবারের জন্য দোয়া ও শান্তি কামনা করেন, আমিন। আবারও ঈদুল আযহার শুভেচ্ছা-“ঈদ মোবারক” ঈদ মোবারক”। -
সুজানগরে মস্তকবিহীন অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
সুজানগর(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সুজানগরের পদ্মা নদী হতে মস্তকবিহীন অর্ধগলিত অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭জুলাই) দুপুর ১২টার দিকে পদ্মা নদীর সাতবাড়িয়া ইউনিয়নের নারুহাটি পক্কীর মোড় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, জেলেরা এদিন পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে লাশটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মস্তকবিহীন লাশটি উদ্ধার করে। সুজানগর থানার(ওসি) আব্দুল হাননান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে লাশটির কোনো পরিচয় পাওয়া যায়নি। তবে ৩২ বছরের কোনো যুবকের হবে। ধারণা করা হচ্ছে গত প্রায় ২০-২৫ দিন পূর্বে পরিকল্পিতভাবে হত্যা করে লাশটি পানিতে ফেলে দেওয়া হয় ।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।। -
সুজানগর পৌরসভার উদ্যোগে ভিজিএফের চাল বিতরণ
সুজানগর(পাবনা)প্রতিনিধিঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে সুজানগর পৌরসভার হতদরিদ্র ও অতিদরিদ্র মানুষদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। সুজানগর পৌরসভার উদ্যোগে বৃহস্পতিবার সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। সুজানগর পৌর মেয়র রেজাউল করিম রেজার সভাপতিত্বে ও পৌরসভার নির্বাহী কর্মকর্তা গোলাম নবীর স ালনায় উদ্বোধনী অনুষ্ঠানে পৌর কাউন্সিলর জাকির হোসেন, আব্দুল্লাহ আল মামুন, আব্দুর রহিম, হেলাল উদ্দিন, মুশফিকুর রহমান সাচ্চু,পাশু সহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ ও সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।সংশ্লিষ্ট সূত্রে জানা যায় , সুজানগর পৌরসভার ৪৬২১ জন হতদরিদ্র ও অতিদরিদ্রদের মাঝে ভিজিএফের এ চাল বিতরণ করা হয়।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।। -
নতুন ঘোষিত পেস্কেল অনুযায়ী বাড়ি ভাড়া ও মেডিকেল ভাতা দাবীতে আন্দোলন
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ চক্ষু হাসপাতাল ও অন্ধ পুনর্বাসন কেন্দ্রের ৪৫ জন কর্মকর্তা কর্মচারী ২০১৮ সালে ঘোষিত পেস্কেল অনুযায়ী বাড়ি ভাড়া ও মেডিকেল ভাতা পাচ্ছেন না। এ ঘটনায় ক্ষুদ্ধ ও হতাশ তারা। বৃহস্পতিবার বকেয়া পাওয়ানার দাবীতে চক্ষু হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা হৈচৈ শুরু করেন। খবর পেয়ে সাধারণ সম্পাদক এড আজিজুর রহমান এসে তাদের জেলা প্রশাসকের সঙ্গে পরামর্শ করার কথা জানান। তথ্য নিয়ে জানা গেছে, ঝিনাইদহ চক্ষু হাসপাতাল ও অন্ধ পুনর্বাসন কেন্দ্রের ৪৫ জন কর্মকর্তা কর্মচারীরা ২০০৮ সালের পুরানো পেস্কেল অনুযায়ী মেডিকেল ও বাড়ি ভাড়া পাচ্ছেন। আর বেতন পাচ্ছেন ২০১৮ সালে ঘোষিত পেস্কেল অনুযায়ী। এই বৈষম্য দুরীকরণে বৃহস্পতিবার হাসপাতালের প্যারা মেডিক আবু দাউদের নেতৃত্বে ঝিনাইদহ চক্ষু হাসপাতাল ও অন্ধ পুনর্বাসন কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীরা আন্দোলন শুরু করেন। কিন্তু তাদের কথা হাসপাতাল কর্তৃপক্ষ শোনেন না বলে অভিযোগ। এ ব্যাপারে তারা বহুবার লিখিত দিয়েছেন, কিন্তু কোন কাজ হয়নি। হাসপাতালে চাকরীরত তরিকুল ইসলাম জানান, ১৫ বছর ধরে তাদের ইনক্রিমেন্ট বন্ধ রয়েছে। এই র্দুমুল্যের বাজারে অধিকাংশ কর্মকর্তা কর্মচারী দায়দেনায় জড়িয়ে পড়েছেন। বিষয়টি নিয়ে বিকালে জেলা প্রশাসকের সাথে তাদের বসার কথা রয়েছে বলে তিনি জানান। এ বিষয়ে হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মিলন হোসেন জানান, হাসপাতালের জনবল কাঠামো একটি আইনে চলে। আগে ফান্ডের অবস্থা খারাপ ছিল, এখন ভালো। হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের দাবী সঠিক আছে। তিনি বলেন, জেলা প্রশাসকের সঙ্গে আমাদের বিকালে বৈঠক রয়েছে। তিনি দাবী মেনে নিলে কর্মকর্তা কর্মচারীরা নতুন পেস্কেলে বাড়িভাড়া ও মেডিকেল ভাতা পাবেন।ঝিনাইদহ
আতিকুর রহমান