Category: দেশজুড়ে

  • সুজানগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

    সুজানগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

    এম এ আলিম রিপন ঃ সুজানগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গত দুই দিন ধরে অনশন শুরু করছেন প্রেমিকা। আর প্রেমিকার অনশনের খবর পেয়েই বাড়ি থেকে পালিয়ে গেছেন প্রেমিক । ঘটনাটি ঘটেছে সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের ক্ষেতুপাড়া গ্রামে । গত বুধবার থেকে মেয়েটি অনশন শুরু করেন এবং বৃহস্পতিবার পর্যন্ত তা অব্যাহত রয়েছে। স্থানীয়রা জানান, এ গ্রামের মো.ইসলাম হোসেনের ছেলে সোহেল হোসেন এবং উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের তারাবাড়ীয়া গ্রামের মো.নাসির হোসেনের মেয়ে ও স্থানীয় সাতবাড়ীয়া ডিগ্রি কলেজ থেকে এবারে মানবিক শাখা থেকে এইচএসসি পাশকৃত মোছা.সিমা খাতুনের মধ্যে বেশ কিছুদিন আগে থেকেই প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমিকা সিমা আক্তার জানান, গত প্রায় ১ বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। সম্প্রতি তাদের দুইজনের সম্পর্কের বিষয়টি জানাজানি হলে সোহেলকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন তিনি। কিন্তু তাতে রাজি হননি প্রেমিক। এ পরিস্থিতিতে বাধ্য হয়েই বুধবার থেকে তিনি প্রেমিকের বাড়িতে গিয়ে অনশন শুরু করেছেন । প্রেমিক বিয়ে না করলে আত্মঘাতি হবেন বলেও জানান তিনি। পলাতক থাকায় এ নিয়ে প্রেমিক সোহেলের মন্তব্য পাওয়া যায়নি। তবে তার পরিবারের কোন সদস্য এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি। সুজানগর থানার ওসি(তদন্ত) রাজেশ চক্রবর্তী বৃহস্পতিবার জানান, বিষয়টি তিনি মৌখিকভাবে অবগত হয়েছেন। লিখিত পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে ।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • নড়াইলে রিকশাচালক রাজু হত্যা মামলায় আপন তিন ভাইসহ ৭জনের যাবজ্জীবন

    নড়াইলে রিকশাচালক রাজু হত্যা মামলায় আপন তিন ভাইসহ ৭জনের যাবজ্জীবন

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।

    নড়াইলে রিকশাচালক হত্যা, আপন তিন ভাইসহ সাতজনের যাবজ্জীবন। নড়াইলে পূর্বশত্রুতার জেরে রাজু শেখ নামে এক রিকশা চালকে হত্যার দায়ে আপন তিন ভাই সহ মোট সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেয় আদালত। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. কেরামত আলী এ দণ্ডাদেশ দেন।
    মামলার বিবরণে জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে ২০০৪ সালের ৩০ এপ্রিল নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া গ্রামের মোসলেম শেখ ও তার তিন ছেলে দাউদ শেখ, বুলু শেখ, দুল মিয়া, একই গ্রামের দাউদ শেখের ছেলে শামিম এবং তাদের দলীয় কুটি মিয়া, নাসিম শেখ ও সেকোন শেখ প্রতিবেশী রিকশাচালক রাজু শেখকে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে।
    পরে এ ঘটনায় নিহতের ভাই রফিক শেখ বাদী হয়ে ওই আটজনের বিরুদ্ধে নড়াগাতী থানায় মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ওই বছরের ১০ অক্টোবর সব আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। মামলার বিচারকার্য চলাকালে আসামি মোসলেম শেখ মারা গেলে আদালত তাকে মামলা থেকে অব্যাহতি দেন। এর মাঝে আসামি দুল মিয়া ও শামিম শেখ জামিনে থাকা অবস্থায় পালিয়ে যায়।
    মোট সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে সন্দেহাতিতভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় ঘোষণা করেন।

  • ঝিনাইদহের মহেশপুরে ছেলের লাঠির আঘাতে বৃদ্ধ পিতা নিহত।

    ঝিনাইদহের মহেশপুরে ছেলের লাঠির আঘাতে বৃদ্ধ পিতা নিহত।

    শহিদুল ইসলাম ঝিনাইদহ মহেশপুর থেকেঃ-

    জমিজমা নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে ছেলের হাতে খুন হয়েছেন বৃদ্ধ পিতা। ঘটনাটি ঘটেছে ১৪ই জুলাই বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের আমিন নগর হলদিপাড়া গ্রামে। আব্দুল মান্নানকে বাটাম দিয়ে মাথায় আঘাত করে খুন করে তার ছেলে মফিজুল ইসলাম। পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে জমি ভাগ করা নিয়ে সন্তানের সঙ্গে তর্কবিতর্ক হয় আব্দুল মান্নানের। এক পর্যায়ে ছেলে মফিফুল উঠানে পড়ে থাকা বাটাম দিয়ে পিতার মাথায় আঘাত করে। এতে মাথা ফেটে গুরুতর আহত হন বৃদ্ধ পিতা আব্দুল মান্নান। দ্রুত মহেশপুর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি। আব্দুল মান্নান হলদিপাড়া গ্রামের মৃত আবদেল মন্ডলের ছেলে। মহেশপুর থানার ওসি সেলিম মিয়া জানান, পিতার কাছে চাষাবাদের জন্য জমি দাবী করেন ছেলে মফিজ। এই নিয়ে বাদানুবাদের এক পর্যায়ে ছেলে বৃদ্ধ পিতার মাথায় আঘাত করেন। এতে তিনি নিহত হন। ঘাতক সন্তান এ ঘটনার পরপরই পালিয়ে গেছে। তিনি বলেন, হত্যাকারী সন্তানকে গ্রেফতার করার চেষ্টা করছে পুলিশ। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মহেশপর থানায় এখনো কোন মামলা হয়নি।

  • তানোরে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

    তানোরে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরে দীর্ঘ প্রায় ১০ বছর পর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। অন্যদিকে ১৪ জুলাই বৃহস্পতিবার স্থানীয় সাংসদ আলহাজ্ব আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী গোল্লাপাড়া ফুটবল মাঠে মঞ্চ ও প্যান্ডেল তৈরীর কাজ পরিদর্শন এবং নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি শরিফ খান, উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, তানোর পৌর আওয়ামী লীগের সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার ও আবুল বাসার সুজন প্রমুখ। এদিকে ইতমধ্যে সম্মেলন ঘিরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক প্রাণচাঞ্চল্যর সৃষ্টি হয়েছে, বিরাজ করছে উৎসবের আমেজ।জানা গেছে, ১৫ জুলাই শুক্রবার গোল্লাপাড়া ফুটবল মাঠে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
    এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানী ও সম্পাদক আব্দুল্লাহ্ আল-মামুন নিজেদের আঁখের গোছাতে গিয়ে পৃথক বলয় সৃষ্টির নামে দলীয়কোন্দল সৃষ্টির মাধ্যমে দলের সাংগঠনিক কর্মকান্ড একেবারে নাজুক ও ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে খন্ড খন্ড করেছে। রাজনীতির ইতিহাসে তানোর উপজেলা আওয়ামী লীগের এমন দুর্দশা আগে কেউ কখানো দেখেনি। তারা দলের এতোটাই ক্ষতি করেছেন, যে দেশস্বাধীনের পর কামারগাঁ ইউপির কচুয়া ভোটকেন্দ্রে কখানো কোনো নির্বাচনে নৌকার পরাজয় ঘটেনি। অথচ এবার উপজেলা নির্বাচনে দুর্বল হাতুড়ি প্রতিকের কাছে নৌকার পরাজয় ঘটেছে। এসব কারণে
    রাব্বানী-মামুনের নেতৃত্বে আর ঐক্যবদ্ধ আওয়ামী লীগ পাওয়া যাবে না। তারা দলের সঙ্গে বেইমানি করে অপুরনীয় ক্ষতি করেছেন। এই ক্ষতি পুরুণ করতে পারেন কেবলমাত্র এমপি ফারুক চৌধুরীর মতো হেভিওয়েট নেতৃত্ব। স্থানীয় নেতাকর্মীরা এই দুরাবস্থা থেকে দলকে উদ্ধার, পুনঃরায় ঐক্যবদ্ধ ও সবধারার নেতাকর্মীদের এক কাতারে নিয়ে এসে পুর্বের মতো শক্তিশালী সংগঠন ফিরে পেতে এমপির হস্তক্ষেপ কামনা করে তাকে দলের সভাপতির পদ নেয়ার জন্য অনুরোধ করেছেন। তৃণমুলের অভিমত, তানোর উপজেলা আওয়ামী লীগকে বাঁচাতে ও রাজনীতিতে প্রাণ ফেরাতে এমপি ফারুক চৌধুরীর কোনো বিকল্প নাই, তাই তারা সভাপতি পদে ফারুক চৌধুরী চাই। ইতমধ্যে তারা দলের নীতিনির্ধারক মহলকে বিষয়টি জানিয়েছেন। রাজশাহী জেলা আওয়ামী লীগের একটি সুত্র জানায়, ইতমধ্যে যারা সরকার দলীয় এমপিদের বিরুদ্ধে বিষাদাগার, তৃণমূলে দলীয়কোন্দল সৃষ্টি, এমপিদের চাপে রেখে অনৈতিক সুবিধা আদায় করতে আওয়ামী লীগ বিরোধীদের সঙ্গে গোপণ আঁতাত করে দলের তৃণমূলে কোন্দলের বিষবাষ্প ছড়িয়েছে। আবার অবৈধ সুবিধা আদায়ের জন্য আওয়ামী লীগের রাজনৈতিক দর্শন, আদর্শ, নীতি-নৈতিকতা, দল, নেতা ও নেতৃত্বের প্রতি আনুগত্য ভূলে গিয়ে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে দলীয় স্বার্থকে জঞ্জালি দিয়ে আদর্শিক পরিচয়ে আদর্শহীন কর্মকান্ড করেছে এমন নেতাদের তালিক তৈরী ও তাদের চিহ্নিত করে ছুড়ে ফেলার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
    কেন্দ্রীয় আওয়ামী লীগের একটি সুত্র জানায়,দেশব্যাপী এবারের সম্মেলনে নৌকাবিরোধীদের নেতৃত্বে আশার কোনো সুযোগ নাই। হোক সে যতো বড় বা প্রভাবশালী নেতা তাদের ছুড়ে ফেলা হবে। এসব বিবেচনায় এবার রাব্বানী-মামুনের নেতৃত্বে আশার কোনো সুযোগ নাই তারা পদবঞ্চিত হচ্ছেন এটা প্রায় নিশ্চিত। এবিষয়ে জানতে চাইলে সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী বলেন, তৃণমুল নেতাকর্মীরা এটা চাচ্ছেন চাইতেই পারেন এটা দোষের কিছু নয়, তবে এখানো তিনি এবিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি। তিনি বলেন, বিষয়টি ভেবে দেখবেন।

  • নড়াইলে ডিবি পুলিশের অভিযান বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার ১

    নড়াইলে ডিবি পুলিশের অভিযান বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার ১

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে:
    নড়াইলে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা ডিবি পুলিশ। বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে নড়াইল সদর থানার মালিবাগ সুলতান ব্রিজ এলাকা থেকে মো. হাসান শেখ (৩৩) নামে ওই যুবক কে ইয়াবাসহ আটক করে পুলিশ। গ্রেফতার কৃত হাসান জেলার লোহাগড়া উপজেলার কুচিয়াবাড়ি গ্রামের রুস্তম শেখের ছেলে।
    গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদ পেয়ে বৃহস্পতিবার সকালে গোয়েন্দা পুলিশের উপ-পরির্দশক (এসআই) মো. আলী হোসেন এর নেতৃত্বে একদল পুলিশ নড়াইল সদর থানার মালিবাগ সুলতান ব্রিজের মধ্যবর্তী স্থানে অভিযান চালায়। এসময় মহাসড়কের উপর থেকে মো. হাসান শেখকে (১২৩৬) পিস ইয়াবা সহ আটক করেন।
    নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরির্দশক (এসআই) মো. আলী হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদ পেয়ে ইয়াবাসহ একজন কে আটক করেছি। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

  • ঈদগাঁও থানা পুলিশের অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার-০৪

    ঈদগাঁও থানা পুলিশের অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার-০৪

    মোঃ কাউছার ঊদ্দীন শরীফ,ঈদগাঁওঃ

    ঈদগাঁও উপজেলার ইসলামপুর এবং ঈদগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে আলী হোছন,নুরুল আজিম,দেলোয়ার হোছন ও মোহাম্মদ জালাল মিয়া প্রকাশ টুক্কুইল্যাকে গ্রেফতার করা হয়েছে।

    তাদের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুল হালিম।

    বৃহস্পতিবার (১৪ জুলাই)রাত সাড়ে ৪ টার দিকে থানার আওতাধীন বিভিন্ন এলাকায় থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

    জানা যায়,ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিমের নির্দেশে এসআই মোঃ জুয়েল সরকার,এসআই মোঃনোমান সিদ্দিকী,এএসআই মোঃইব্রাহিম মিয়া, এএসআই মোঃ আব্দুর রশিদের সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতাকৃত আসামীরা হলেন, কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নাপিত খালী এলাকার বদি আলমের ছেলে আলী হোসেন,ঈদগাঁও ইউনিয়নের কালির ছড়া উত্তর পাড়া এলাকার মোহাম্মদ হোছন প্রকাশ বাটুর ছেলে নুরুল আজিম,মেহেরঘোনা, ফরিদ আহাম্মদ কলেজ গেইট এলাকার মোহাম্মাদ হোছনের ছেলে দেলোয়ার হোছন, মেহেরঘোনা এলাকার ছব্বির আহাম্মদের ছেলে মোহাম্মদ জালাল মিয়া প্রকাশ টুক্কুইল্যা।

    গ্রেফতারী পরোয়ানাভুক্তদের গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুল হালিম।

  • যশোরে বদিউজ্জামান ধনি হত্যার প্রধান আসামীসহ গ্রেফতার-২, হত্যাকাজে ব্যবহৃত দা, চাইনিজ কুড়াল, চাকু উদ্ধার

    যশোরে বদিউজ্জামান ধনি হত্যার প্রধান আসামীসহ গ্রেফতার-২, হত্যাকাজে ব্যবহৃত দা, চাইনিজ কুড়াল, চাকু উদ্ধার

    জেলা সংবাদদাতা(যশোর):

    যশোরের যুবদল নেতা বদিউজ্জামান ধনী হত্যা মামলায় আরো দুই আসামিকে আটক করেছে পুলিশ। এর আগে র‍্য াব আসামি আলামিনকে আটক করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয় কোন্দল ও জামাই ইয়াসিন খুনের প্রতিশোধ নিতেই বিএনপি নেতা মানুয়ার নির্দেশে খুন করা হয় যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধোনিকে। এ ঘটনায় পুলিশ প্রধান অভিযুক্ত রায়হান সহ দুইজনকে আটক করেছে। একই সাথে হত্যায় ব্যবহৃত দুটি গাছি দা , একটি চাইনিজ কুড়াল ও একটি বার্মিজ চাকু উদ্ধার করেছে পুলিশ।

    বৃহস্পতিবার(১৪ জুলাই) বেলা সাড়ে বারোটায় যশোর জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান যশোরের এসপি পলয় কুমার জোয়ারদার।

  • ফুলবাড়িয়া বিয়ে বাড়িতে জুতা লুকানো কেন্দ্র করে  মারামারি, বরের পিতার মৃত্যু

    ফুলবাড়িয়া বিয়ে বাড়িতে জুতা লুকানো কেন্দ্র করে মারামারি, বরের পিতার মৃত্যু

    ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কুশমাইল কড়ইতলা গ্রামে বিয়ে বাড়িতে বরের জুতা লুকানো নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় দু’পক্ষের মারামারি বেঁধে গেলে বরের পিতা মো. রুহুল আমিন ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।
    মঙ্গলবার (১২ জুলাই) বিকালে ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কুশমাইল কড়ইতলা গ্রামে।
    পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার ফুলবাড়ীয়া সদর ইউনিয়নের উত্তর আন্ধারিয়াপাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে মারুফ হোসেনের বিয়ে ঠিক হয় একই উপজেলার কুশমাইল ইউনিয়নের কড়ইতলা গ্রামের শহিদের মেয়ের সাথে। বাড়িতে বরযাত্রীরা এসে খাওয়া দাওয়া শেষে বিয়ের পর কারা যেন বরের জুতা লুকিয়ে ফেলে। এ ঘটনাকে কেন্দ্র করে বরের পিতা রুহুল আমিনের সাথে মেয়ে পক্ষের লোকজনের মারামারি হয়। এক পর্যায়ে বরের পিতা অজ্ঞান হয়ে পড়েন। পরে ফুলবাড়িয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
    ফুলবাড়ীয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • এরশাদ আজীবন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করেছেন- ত্রিশালে কামাল চেয়ারম্যান।।

    এরশাদ আজীবন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করেছেন- ত্রিশালে কামাল চেয়ারম্যান।।

    ময়মনসিংহ প্রতিনিধিঃ
    জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তার শাসনামলে ‘উন্নয়নের অসামান্য কীর্তি গড়ে গেছেন’ বলে দাবি করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাবেক চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা দেলোয়ার হোসেন কামাল।এরশাদ বাংলাদেশের জনগণের ‘মনের রাজা’ ছিলেন বলেও মন্তব্য করেছেন তিনি।

    বৃহস্পতিবার (১৪জুলাই) জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের ৩য় মৃত্যুবার্ষীকিতে ত্রিশাল উপজেলা জাতীয় পার্টি আয়োজিত মিলাদ,দোয়া ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

    তিনি বলেন, “পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ আজীবন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করেছেন। দেশ ও মানুষের অধিকারের প্রশ্নে কখনও আপস করেননি পল্লীবন্ধু এরশাদ। রাজনীতির চার ভাগের একভাগ সময়ে দেশ পরিচালনা করে উন্নয়নের অসামান্য র্কীতি গড়েছেন তিনি।

    “সকল বিরোধিতা উপেক্ষা করে হুসেইন মুহম্মদ এরশাদ উপজেলা ব্যবস্থা প্রবর্তন করেন। সকল বিরোধিতা অগ্রাহ্য করে জাতিসংঘ শান্তি মিশনে সৈন্য পাঠিয়েছিলেন তিনি। এখন দেশবাসী হুসেইন মুহম্মদ এরশাদের সকল কাজের সুফল ভোগ করছেন।”

    কামাল চেয়ারম্যান বলেন, “বিরোধী দলীয় নেতা বা বিরোধী দলের সারিতে থেকেও গণমানুষের কল্যাণে কাজ করেছেন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

    এরশাদ ‘এদেশের মানুষের মনের রাজা’ ছিলেন দাবি করে তিনি বলেন, “হুসেইন মুহম্মদ এরশাদ সব সময় দেশের মানুষের মনের ভাষা বুঝতেন। দেশের মানুষের মতামতের ওপর শ্রদ্ধা রেখেই দেশ পরিচালনা করছেন তিনি। তিনি দেশবাসীর অন্তর জয় করে অকৃত্রিম ভালোবাসা নিয়েই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন।”

    এরশাদের ৩য় মৃত্যুবার্ষীকি উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন স্পটে আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিলে উপস্থিত থেকে তিনি বক্তব্য রাখেন এবং উপস্থিত জনতার মাঝে খাবার বিতরণ করেন।

  • বাবার বন্ধুর বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

    বাবার বন্ধুর বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ;
    পঞ্চগড় আটোয়ারী উপজেলায় বাবার বন্ধুর বাড়িতে মারা গেছে ৮ বছর বয়সী বেড়াতে এসে শিশু সোহানা।
    বৃহস্পতিবার ১৪ জুলাই সকালে উপজেলার বলরামপুর ইউনিয়নের উত্তর বলরামপুর এলাকার একটি পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
    সোহানা দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গোপালগঞ্জ এলাকার ইসলামের মেয়ে সে তার বাবার সঙ্গে বাবার বন্ধু রাজুর বাড়িতে বেড়াতে এসেছিল।
    পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় সোহানা বাক প্রতিবন্ধী গত বুধবার দুপুরে সলতে বের হয় তারপর থেকে সে নিখোঁজ পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পর খুঁজে পাননি পরদিন বৃহস্পতিবার সকালে স্থানীয়রা বাড়ির পাশের একটি পুকুরে সোহানার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে।

    আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।