Category: দেশজুড়ে

  • তারাকান্দায় যানজট নিরসন ও বিদ্যুৎ সাশ্রয়ে ইউএনও’র অভিযান

    তারাকান্দায় যানজট নিরসন ও বিদ্যুৎ সাশ্রয়ে ইউএনও’র অভিযান

    মোঃ আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহের তারাকান্দায় শহীদ মিনার প্রাঙ্গন ও শহীদ মিনার সংলগ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল, ভাষা সৈনিক শামছুল হক ম্যুরাল সহ চত্বরের চারপাশে ও রাস্তার পাশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২০জুলাই) শহরের শহীদ মিনার প্রাঙ্গন ও শহীদ মিনার সংলগ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল, ভাষা সৈনিক শামছুল হক ম্যুরাল সহ চত্বরের চারপাশে ও রাস্তার পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনায় অভিযান চালানো হয়। এসময় ওই এলাকার রাস্তার পাশে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত নেতৃত্বাধীন মোবাইল কোর্ট। এছাড়াও এসময় বিদ্যুৎ সাশ্রয় এর অংশ হিসেবে স্থাপনা সমূহের অবৈধ বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

    এসময় সহকারী কমিশনার (ভূমি) জিন্নাত শহীদ পিংকি, স্যানেটারী ইন্সপেক্টর, পুলিশ বিভাগের সদস্যবৃন্দ, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন

    উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত জানান, ময়মনসিংহ থেকে শেরপুর সড়কের পাশে এসব অবৈধ স্থাপনার ফলে যানজট লেগেই থাকে,দুর্ঘটনার ঝুঁকি থাকে,ফলে সড়কের উচ্ছেদের আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছিল। কিন্তু অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা সরিয়ে না নেওয়ায় বুধবার সকালে উচ্ছেদ অভিযান পরিচালনা করে এ সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। তিনি বলেন- যানজট নিরসনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এধরণের অভিযান অব্যাহত থাকবে। অভিযান সফল করতে উপজেলার সর্বস্তরের জনতার সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন ইউএনও মিজাবে রহমত।

    এদিকে যানজট মুক্ত উপজেলা গঠনে অবৈধ দখলদার উচ্ছেদ করে নিরাপদ শহর উপহার দেওয়ায় অভিযান কে স্বাগত জানিয়ে উপজেলা নির্বাহী অফিসারকে ধন্যবাদ জানিয়েছেন তারাকান্দা উপজেলার সচেতন মহল।

  • ঝিনাইগাতীতে ভূমিহীন ও গৃহহীন পরিবারদের মাঝে ঘর হস্তান্তর উপলক্ষে প্রেস ব্রিফিং

    ঝিনাইগাতীতে ভূমিহীন ও গৃহহীন পরিবারদের মাঝে ঘর হস্তান্তর উপলক্ষে প্রেস ব্রিফিং

    মোঃ তারিফুল আলম (তমাল)
    শেরপুর, জেলা, প্রতিনিধিঃ

    মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আগামী ২১জুলাই বৃহস্পতিবার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যারের ২য় ধাপে বরাদ্দকৃত জমিসহ ঘর উপকারভোগী পরিবারের নিকট হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে ২০ জুলাই বুধবার সকাল সাড়ে ১০ঘটিকার সময় এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। উক্ত প্রেস ব্রিফিং এ বিস্তারিত তথ্য উল্লেখ করে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ।প্রেস ব্রিফিং সুত্রে জানা গেছে, শেরপুরের ঝিনাইগাতী উপজেলা ১ম ধাপে ৬৫টি, ২য় ধাপে ২৫টি,৩য় ধাপের ১ম স্তরে ১৪টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার জমিসহ ঘর প্রদান করা হয়। ৩য় ধাপের ২য় স্তরে আগামীকাল বৃহস্পতিবার ১৫টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার জমিসহ ঘর প্রদান হবে।উপজেলা প্রশাসন সুত্রে আরো জানা গেছে, উপজেলার ৭ ইউনিয়ন থেকে বহু সংখ্যক আবেদনের মধ্যে থেকে ১ শত ২১ জনের নাম তালিকাভুক্ত করা হয়। পরে গোপনে ও প্রকাশ্যে তদন্ত সাপেক্ষে ৯৬টি পরিবারকে গৃহহীন ও ভূমিহীন হিসেবে চুড়ান্ত করা হয়।
    এদের মধ্যে আগামী বৃহস্পতিবার সারা দেশের ন্যয় পশ্চিশ বাকাকুড়ায় ১১ টি এবং নলকুড়ায় ৪ টি সহ ১৫ টি পরিবারকে ঘরের চাবি হস্তান্তর করা হবে। এছাড়াও মালিঝিকান্দা ইউনিয়নের দান্যারপাড় ও গৌরীপুর ইউনিয়নের গজারীকুড়া এলাকায় সেনাবাহিনী কর্তৃক নির্মিত আশ্রয়ন প্রকল্পের ঘরে ৫৫ টি পবিরারকে পূর্ণবাসিত করা হচ্ছে। বাকি ২৬ টি পরিবারকেও পরবর্তী পর্যায়ে জমিসহ ঘর হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি উক্ত প্রেস ব্রিফিং উপজেলা প্রকৌশলী শুভ বসাক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হক, ওসি(তদন্ত) আবুল কাশেম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।

  • যশোরের শার্শার বাগআঁচড়ায়  স্ত্রীর হাতে স্বামী খুন

    যশোরের শার্শার বাগআঁচড়ায় স্ত্রীর হাতে স্বামী খুন

    আজিজুল ইসলামঃ যশোরের শার্শার বাগআঁচড়া সোনাতন কাটি গ্রামে স্ত্রীর হাতে স্বামী খুন হয়েছে।
    বুধবার বিকেলে সোনাতন কাটি গ্রামে স্বামী স্ত্রী মারামারির সময় স্ত্রী খাদিজা খাতুন (২০) র হাতে স্বামী শাহিন হোসেন (২৫) নিহত হয়। নিহত যুবক ঐ গ্রামের জিয়াদ আলীর ছেলে। ঘাতক স্ত্রীকে পুলিশ আটক করেছে।

    প্রতক্ষ্যদর্শী ও পারিবারিক সুত্রে জানা যায়,৷ মাদকাসক্ত শাহিন মাদক সেবন করে প্রায়ই তার স্ত্রীকে মারধর করতো। ঘটনার দিনও শাহিন মদ্যপ অবস্থায় তার স্ত্রী খাদিজার ওপর চড়াও হয়৷ এবং তাকে মারতে থাকে। নিজেকে বাঁচাতে খাদিজা তার স্বামী শাহিনকে ধাক্কা দিলে সে ঘরের ভেতর আলমারির উপরে যেয়ে পড়ে। এসময় আলমারির গ্লাস ভেঙে শাহিনের বুকে ঢুকে যায়। মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে শাহিনের মৃত্যু ঘটে।

    এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, খবর পেয়ে নাভারন সার্কেলের এএসপি মহোদয়সহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের স্ত্রী খাদিজাকে গ্রেফতার করা হয়েছে এবং থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

  • বানারীপাড়ায় উপজেলা টাক্সফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

    বানারীপাড়ায় উপজেলা টাক্সফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    বরিশালের বানারীপাড়ায় বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ভূমিহীন-গৃহহীন পরিবারের (ক-শ্রেণি) হালনাগাদকৃত তালিকা যাচাই – বাছাই এবং উপজেলাকে ভূমিহীন-গৃহহীন ঘোষনার লক্ষে টাক্সফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়।
    সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহা। প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলার ডিডিএলজি ও উপসচিব মোঃ শহিদুল ইসলাম। আলোচনায় অংশ নেন পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা ভাইস-চেয়ারম্যান চেয়ারম্যান নুরুল হুদা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, পৌর সভাপতি সুব্রত লাল কুন্ড, উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবীর,,ইউপি চেয়ারম্যান সৈয়দ মুজিবুল ইসলাম টুকু প্রমূখ।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।।

  • রাত পোহালেই মোংলায় জমিসহ নতুন ঘর পাচ্ছেন ৫৫ টি অসহায় পরিবার

    রাত পোহালেই মোংলায় জমিসহ নতুন ঘর পাচ্ছেন ৫৫ টি অসহায় পরিবার

    মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
    ভিক্ষুক, প্রতিবন্ধী, ভ্যানচালক, দিনমজুর ও অন্যের বাড়ীতে কাজ করা আয়া-বুয়ার মত অসহায় পরিবারের মানুষগুলোর কাছে জমি কিনে পাকা ঘর করে থাকাটা রীতিমত দু:স্বপ্নই। আর এ সকল মানুষের কাছে সেই দু:স্বপ্ন এখন কোন স্বপ্ন নয় বাস্ত্মবেই ধরা দিয়েছে। প্রধানমন্ত্রীর দেয়া ঘরে স্বপ্নপূরণ হয়েছে অসহায় এসব মানুষগুলোর। যারা এক সময়ে সরকারী জায়গায়, ভাড়াবাড়ী, দয়ায় অন্যের রান্নাঘর ও বারান্দায় থাকতেন তারা এখন প্রত্যেকেই এক টুকরো জমি ও একটি আধাপাকা ঘরের মালিক। তারা এখন সেখানে ভবিষ্যৎতের নতুন স্বপ্ন বুনতে শুরম্ন করেছেন। আগের চেয়ে অনেক ভালো আছেন এখন, তাই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কর্তৃজ্ঞতা জানাতে ভুলে যাননি তারা। মোংলা থেকে আবু হোসাইন সুমনের রিপোর্ট
    মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে মোংলায় ৫৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেয়েছেন শেখ হাসিনার উপহারের ঘর। প্রত্যেক পরিবারকে দেয়া হয়েছে দুই শতক জমিসহ আধাপাকা নতুন ঘর। ঘরে বিদু্যৎ সংযোগও রয়েছে। প্রকল্প এলাকায় রয়েছে মিষ্টি পানির পুকুর, প্রত্যেক ঘরের সাথে তিন হাজার লিটারের পানির ট্যাংকি ও টিউবওয়েলও। উপজেলার চাঁদপাই ইউনিয়নের মাছমারা-নারকেলতলা এলাকায় নির্মাণ করা হয়েছে এ ঘরগুলো। ঘরগুলো গড়ে তোলা হয়েছে বঙ্গবন্ধু মোংলা-ঘাষিয়াখালী আর্ন্ত্মজাতিক নৌ ক্যানেলের পাড়ে। উপজেলার চাঁদপাই, সোনাইলতলা ও বুড়িরডাঙ্গা ইউনিয়নের মাঝখানে পড়েছে এ আশ্রয়ণ প্রকল্পটি। এর আগে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ৩’শটি ঘর হস্ত্মান্ত্মর করা হয়েছে এখানকার দরিদ্র পরিবারগুলোর মাঝে। আর তৃতীয় পর্যায়ে নতুন করে দেয়া হয়েছে আরো ৫৫টি ঘর। ইতিমধ্যে এ সকল ঘরে উঠে পড়েছেন সুবিধাভোগীরা। সমাজের খুবই নিচু স্ত্মরের অসহায় মানুষগুলোর চোখে মুখে এখন শান্ত্মির ছাপ। ঘর পেয়ে আনন্দে আত্মহারা সকলেই। সারাজীবন সাধনা করেও জমি ও ঘরের ব্যবস্থা করার সামর্থ্য যে নেই তাদের। তাই এতো খুশির মধ্যেও প্রধানমন্ত্রীকে কর্তৃজ্ঞতা জানাতে ভুলে যাননি তারা। তৃতীয় পর্যায়ের দ্বিতীয় দফায় জমিসহ ঘর পাওয়া হাসিনা বেগম (৪৮) বলেন, আমি পরের বাড়ীতে কাজ (বুয়া, আয়া) করে খাই। কোনদিন চিন্ত্মাও করিনি জমিসহ একটি নতুন পাকা ঘর পাবো। খুব খুশি ও আনন্দ লাগছে ঘর পেয়ে। ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রীকে এবং তার জন্য প্রাণ খুলে দোয়া করি।
    করিমন বেগম (৫০) বলেন, আমি ভিক্ষা করে খাই। সেই টাকা দিয়ে ভাড়া থাকতাম এর ওর রান্নাঘর ও বারান্দায়। তাদেরকে ভাড়ার টাকা ঠিক মতো দিতে না পারলে নামিয়ে দিতো। কাদতে কাদতে নেমে যেতে হতো। আমি ঘর পেয়ে খুব খুশি, যা বলার মতো না। এমন ঘর করার সামর্থ্য তো কোনদিন হতো না। সরকারের প্রতি শুকরিয়া, সরকার ভাল থাকুক দোয়া করি। শারিরীক প্রতিবন্ধী নজরম্নল ইসলাম (৪১) বলেন, আগে ভাড়া থাকতাম, অনেক কষ্ট হতো। এখন ঘর পেয়ে খুব খুশি, ধন্যবাদ ইউএনও স্যার ও প্রধানমন্ত্রীকে।
    এদিকে এর আগে যারা আশ্রয়ণের জমিসহ ঘরে উঠেছেন তারাও এখন ঘুরে দাড়িয়েছেন। কারণ মুল আয় থেকে এখন আর ঘরভাড়া দিতে হয়না তাদের। বেচে যাওয়া সেই টাকা দিয়েই তারা তাদের ঘরের পাশের জমিতে সবজির চাষাবাদ ও পশুপালনও করছেন। এছাড়া বিভিন্ন সময়ে সরকারের দেয়া অনুদানের টাকা দিয়ে নতুন নতুন কাজের মধ্যদিয়ে আয় বাড়িয়ে এখন সুখে শান্ত্মিতেই আছেন তারা।
    আশ্রয়ণের পুরানো বাসিন্দা ইউসুফ শেখ ও মো: মনির বলেন, আমাদের ঘরের চারপাশে সবজি চাষ, হাস-মুরগী ও ছাগল পালন করছি। আগের মত আর কষ্ট নেই। ঘরের মহিলারাও শেলাই মেশিন দিয়ে ও হাতের কাজ করে আয় করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমাদের জমি ও ঘর দিয়েছেন, তাই খেয়ে পরে ভাল আছি। আমরা আশ্রয়ণবাসী তার জন্য দোয়া করি। উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, ঘরগুলো অত্যন্ত্ম সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে। ভাল মানের মালামাল ব্যবহার করা হয়েছে ঘরগুলোতে। জমির দলিল ও ঘরের নির্মাণ কাজ সম্পন্ন করে তা তুলে দেয়া হচ্ছে সুবিধাভোগীদের হাতে। মুলত যাচাই বাছাই করেই ভিক্ষুক, প্রতিবন্ধী, ভ্যানচালক, দিনমজুর, অন্যের বাড়ীতে কাজ করে এমন লোকজনকেই দেয়া হয়েছে প্রধানমন্ত্রীর উপহারের এ ঘরগুলো। ঘরগুলোতে রয়েছে বিদু্যৎ সংযোগ, ঘরের সাথে মিষ্টি পানি সংরÿণের তিন হাজার লিটারের পানির ট্যাংকিও দেয়া হয়েছে। আর আগে যারা আশ্রয়ণে গিয়েছেন তারাও ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠছেন। তিনি আরো বলেন, পর্যায়ক্রমে নতুন নতুন ঘর নিমার্ণ করা হচ্ছে, যা দেয়া হবে সমাজের অবহেলিত-অসহায় ভূমি ও গৃহহীনদের মাঝে। প্রধানমন্ত্রীর অঙ্গিকার দেশের একটি মানুষও ভূমি ও গৃহহীন থাকা পর্যন্ত আশ্রয়ণ প্রকল্পের এই কার্যক্রম চলমান থাকবে।

  • নড়াইলে সাম্প্রদায়িক হামলাকারীদের গ্রেফতারের দাবীতে কেশবপুরে মানববন্ধন

    নড়াইলে সাম্প্রদায়িক হামলাকারীদের গ্রেফতারের দাবীতে কেশবপুরে মানববন্ধন

    কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুর নাগরিক সমাজের আয়োজনে নড়াইলের দিঘলিয়ায় সাম্প্রদায়িক হামলাকারীদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
    ২০জুলাই শহরের দৌলত বিশ্বাস চত্ত্বরে নাগরিক সমাজের সভাপতি এ্যাড. আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে ও সাংবাদিক দীলিপ মোদকের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন নাগরিক সমাজের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক আজিজুর রহমান। মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফুল-উজ-খান, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত, নিউজ ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান, উপজেলা কমিউনিস্টপার্টির সাধারণ সম্পাদক মফিজুর রহমান নান্নু, উপজেলা খেলাঘরের সদস্য সচিব সৈয়দ আকমল আলী, উদীচি শিল্পিগোষ্ঠীর সভাপতি অনুপম মোদক, উপজেলা দলিত পরিষদের সভাপতি সুজন দাস, কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন, ওয়ার্কাস পাটির নেতা বাবুর আলী গোলনার, শিক্ষক স্বপন মন্ডল প্রমুখ।

  • জয়পুরহাটে পর্নোগ্রাফি ভিডিও ও সরবরাহের অভিযোগে ৭ জন আটক

    জয়পুরহাটে পর্নোগ্রাফি ভিডিও ও সরবরাহের অভিযোগে ৭ জন আটক

    রিদয় হোসেন(সদর জয়পুরহাট) প্রতিনিধিঃ-

    পর্নোগ্রাফি ভিডিও সরবরাহের অপরাধে জয়পুরহাটের কালাই উপজেলার পুনট বাজার থেকে ৭ জনকে আটক করেছে র‌্যাব-৫ এর সদস্যরা। এসময় ৭টি সিপিও, ২৭টি হার্ডডিস্ক, ৭টি মনিটর জব্দ করা হয়। বুধবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

    আটককৃতরা হলেন, উপজেলার পুনট বাজার গ্রামের আব্দুল বকুলের ছেলে শহিদুল ইসলাম (৩২), পুনট পাঁচ পাইকর গ্রামের ইউসুফ আলী ফকিরের ছেলে মেহেদী হাসান (২২), নান্দাইল দিঘি গ্রামের শরিফ উদ্দিনের ছেলে সাগর হোসেন (২৩), মুনছুর আলীর ছেলে মোমেন মন্ডল (২৭), পুনট পূর্ব নয়াপাড়ার মৃত আব্দুল বাকী প্রামানিকের ছেলে রবিউল ইসলাম রেজভী (৩০), পুনট বাজার সাহপাড়ার আবেদ আলী শাহ এর ছেলে ছানোয়ার হোসেন (৩২) এবং ফরপা গ্রামের মাহাতাব উদ্দিনের ছেলে মমতাজ উদ্দিন (৩৫)।

    জয়পুরহাট র‌্যাব ৫ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার আমিনুল ইসলাম জানান, গ্রেফরকৃতরা উপজেলার পুনট বাজারে তাদের দোকানে পর্নোগ্রাফি ভিডিও যুবসমাজের মাঝে সরবরাহ করে আসছিল এমন গোপন সংবাদ আসে র‌্যাবের কাছে। এমন সংবাদে ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে বিভিন্ন পর্নোগ্রাফি ভিডিও সরবরাহ করার যন্ত্রাংশসহ সাতজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে কালাই থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন ২০১২ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি ।

  • টঙ্গীবাড়ীতে স্বর্ণগ্রাম রাধানাথ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের নির্বাচন সন্পন্ন

    টঙ্গীবাড়ীতে স্বর্ণগ্রাম রাধানাথ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের নির্বাচন সন্পন্ন

    মোঃ‌লিটন মাহমুদ টঙ্গীবাড়ী মুন্সীগঞ্জঃ

    উৎসব মূখর প‌রি‌বে‌শে আজ
    মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কামাড়খাড়া ইউ‌নিয়‌নের স্বর্ণগ্রাম রাধানাথ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের নির্বাচন আজ ২০ই জুলাই ( বুধবার )অনুষ্ঠিত হয়েছে।

    উক্ত বিদ্যালয়রে মোট ৮৭৯ জন অভিবাবক প্রতিনিধির মধ্যে ৬৮৭ জন উক্ত নির্বাচনে ভোট প্রদান করে। নির্বাচনে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করে এর মধ্যে

    মোঃহা‌কিম দেওয়ান (ব‌্যালট নং ১ ) ৪৯৯ভোট পেয়ে প্রথম , মোঃ মামুন মোল্লা ব‌্যালট নং ( ৩ ) ৩৬৭ ভোট পেয়ে দ্বিতীয় , মোঃমোতা‌লেব হো‌সেন শেখ (ব‌্যালট নং ৫ ) ৩৫২ ভোট পেয়ে তৃতীয় ও মোঃ ম‌ুক্তার শেখ ( ব‌্যালট নং ৪ ) ৩১১ ভোট পেয়ে চতূর্থ স্থান লাভ করে।

    এই নিবার্চন সন্প‌র্কে বিদ‌্যালয়‌ের আহবায়ক ক‌মি‌টির সভাপ‌তি হাজী মোঃম‌জিবর সিকদার ব‌লেন ,আমরা চে‌য়ে‌ছি স্কু‌লের প‌রিচালনা প‌রিষদ নিবার্চন সুষ্ট ভা‌বে স‌স্পন্ন কর‌তে পে‌রে‌ছি তার জন‌্য আল্লাহ পা‌কের দরবা‌রে শ‌োক‌রিয়া আদায় কর‌ছি ।

  • ঝিনাইগাতীতে নড়বড়ে বাঁশের খুটিতে দিয়ে চলছে বিদ্যুৎ সরবরাহ, আকাশে মেঘ জমলেই বিদ্যুৎ থাকে না

    ঝিনাইগাতীতে নড়বড়ে বাঁশের খুটিতে দিয়ে চলছে বিদ্যুৎ সরবরাহ, আকাশে মেঘ জমলেই বিদ্যুৎ থাকে না

    তারিফুল আলম তমাল,
    শেরপুর জেলা প্রতিনিধিঃ

    শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় নড়বড়ে জোড়াতালির বাঁশের খুটিতে চলছে বিদ্যুৎ সরবরাহ। ফলে আকাশে মেঘ জমলেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পরে । বিদ্যুৎ গ্রহকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
    জানা গেছে, আওয়ামী লীগ সরকার দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর ঝিনাইগাতী উপজেলাকে শতভাগ বিদ্যুতের আওতায় আনার ঘোষণা দিয়ে কাজ শুরু করেন।

    এসময় বিভিন্ন গ্রামাঞ্চলে জোড়াতালির বাঁশের খুটি দিয়েও শতশত বিদ্যুৎ সংযোগ দেয়া হয়। বিদ্যুৎ বিভাগ সুত্রে জানা গেছে, এ উপজেলায় পিডিপির প্রায় ১৩ হাজার বিদ্যুৎ গ্রহক রয়েছে। এ ছাড়া কৃষি কাজে ব্যবহৃত সেচ পাম্পের সংযোগ রয়েছে প্রায় ৬শ। এসব সংযোগের সিংহভাগ দেয়া হয়েছে জোড়াতালির বাঁশের খুটি কিংবা গাছের উপর দিয়ে।

    এতে সামান্য ঝড় বৃষ্টি হলেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পরে। এসময় ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকে না। আবার মাঝে মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হয়ে দুর্ঘটনার শিকার হতে হচ্ছে গ্রামবাসীদের। কোন কোন সময় বিদ্যুতের ছেড়া তাড়ে জড়িয়ে মারাও পরছেন মানুষ। এমন অভিযোগ ও রয়েছে অহরহ।

    এদিকে এসব দুর্ঘটনা এরাতে ২০২১ সালে নড়বড়ে বাঁশের খুটি ও পুরনো সিমেন্টের খুটিগুলো সম্প্রসারন করে নতুন সিমেন্টের খুঁটি স্থাপনের কাজ হাতে নেয় সরকার । এ উদ্দেশ্যে ঠিকাদার ও নিয়োগ দেয়া হয়। প্রজেক্টের মাধমে নিয়োগ প্রাপ্ত ঠিকাদার ২০২১ সালে কাজও শুরু করেন।

    কিন্ত কাজ চলছে ধীরগতিতে । অভিযোগ রয়েছে কাজের কোন অগ্রগতি নেই। খুড়িয় খুড়িয়ে চলছে খুটি সম্প্রসারনের কাজ। এতে জনদুর্ভোগ চরমে ওঠে এসেছে। প্রজেক্টের ময়মনসিংহ বিভাগীয় নির্বাহী প্রকৌশলী এসব খুটি সম্প্রসারনের কাজের দেখভাল ও দিক নির্দেশনায় ঠিকাদারের লোকজন কাজ করে থাকেন বলে জানা গেছে ।

    স্থানীয় বিদ্যুৎ বিভাগ সুত্রে জানা গেছে, প্রজেক্টের কাজ হওয়ায় ঠিকাদারের লোকজন তাদের ইচ্ছা মাফিক কাজ করেন । এতে অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের। ঝিনাইগাতী উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন বলেন উপজেলার গ্রামাঞ্চলগুলোতে দুর্বল ব্যবস্থার মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয়।

    একারনে মাঝে মধ্যেই ঘটে দুর্ঘটনা ।বিদ্যুতের ছেড়াতারে জরিয়ে মানুষও মারা যাচ্ছে। তিনি বলেন বিদ্যুৎ খুটি সম্প্রসারনের কাজেও লক্ষ করা গেছে ধীরগতি। জনস্বার্থে খুটি সম্প্রসারনের কাজ দ্রুত করার দাবি জানান তিনি । ঝিনাইগাতী সদর বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ মোখলেছুর রহমান খান বলেন দুর্বল ব্যবস্থার কারনে আকাশে মেঘ জমলেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখতে হয় দুর্ঘটনা এরাতে।

    ফলে দুর্ভোগের সীমা থাকে না ব্যবসায়ীসহ উপজেলাবাসীদের। তিনি বিদ্যুৎ সরবরাহ উন্নত প্রজুক্তিতে করার পাশাপাশি জরুরি ভিত্তিতে পুরাতন খুটি সম্প্রসারনের কাজ করার দাবি জানান।

    এ বিষয়ে বিস্তারিত জানতে ঠিকাদার জাহাঙ্গীর হোসেন জুয়েলের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। ঠিকাদারের সাইট ম্যানেজার জাকির হোসেন বলেন, ২০২১ সালে কাজ শুরু হয়। ২০২৪ সাল পর্যন্ত কাজ শেষের মেয়াদ । ইতিমধ্যে ৫০ভাগ কাজ হয়েছে।তিনি বলেন সরঞ্জামাদি সরবরাহ না পাওয়ায় দ্রুত কাজ করা সম্ভব হচ্ছে না।

    ঝিনাইগাতী উপজেলা আবাসিক প্রকৌশলী রুকুনুজ্জামান বলেন এসব প্রজেক্টের কাজ দেখভালের দায়িত্ব ময়মনসিংহ বিভাগীয় নির্বাহী প্রকৌশলীর। তার দিক নির্দেশনায় কাজ করা হচ্ছে। আমাদের উপর দ্বায়িত্ব থাকলে এলাকার গুরুত্ব অনুযায়ী কাজ করা সম্ভব হতো। এবিষয়ে জানতে ময়মনসিংহ প্রজেক্ট এরিয়ার নির্বাহী প্রকৌশলী রায়হান নবী খানের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

  • প্রধানমন্ত্রীর উপহার’তৃতীয় ধাপে জয়পুুরহাটে ১৫২ টি গৃহহীন পরিবার ঘর পাচ্ছেন

    প্রধানমন্ত্রীর উপহার’তৃতীয় ধাপে জয়পুুরহাটে ১৫২ টি গৃহহীন পরিবার ঘর পাচ্ছেন

    স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস

    জয়পুরহাটে ঘর পাচ্ছে আরও ১৫২ গৃহহীন পরিবার
    মুজিবশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আশ্রয়ণ প্রকল্পের আওতায় তৃতীয় ধাপে জয়পুরহাটে আরও ১৫২ ভূমিহীন ও গৃহহীন পরিবার উপহার পাচ্ছে নান্দনিক ঘর।

    মঙ্গলবার (১৯ জুলাই) দুপরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম।

    জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম জানান, ভূমিহীন ও গৃহহীনদের সরকারি ব্যবস্থাপনায় দুই শতক জমিতে দু’কক্ষ বিশিষ্ট সেমি পাকা একটি করে ঘরের নির্মান কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। নজরকারা এসব ঘরে রয়েছে পানি ও বিদ্যুৎসহ প্রতিটি গৃহে ইটের দেয়াল, কংক্রিটের মেঝে, সবুজ টিনের ছাউনি, একটি রান্না ঘর, টয়লেট ও সামনে খোলা বারান্দা। রয়েছে আধুনিক ও উন্নত জীবন যাত্রার সকল সুযোগ-সুবিধা। আসছে আগামী বৃহস্পতিবার ঘরগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।

    এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দীন জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট উম্মুল বানীন দ্যুতি, জয়পুুরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেনসহ সকল ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দরা।