Category: দেশজুড়ে

  • বীরগঞ্জে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

    বীরগঞ্জে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

    দিনাজপুর প্রতিনিধি – দিনাজপুরের বীরগঞ্জে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ও আহত হয়েছে ১ জন।
    সুজালপুর ইউনিয়নের জগদল বাজারে ২৪ জুলাই রবিবার বিকেল সাড়ে চারটার দিকে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একই এলাকার সঞ্জয় এর পুত্র রওশন (১৭) নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়।
    অপর মোটরসাইকেল আরোহী গোবিন্দ রায়ের পুত্র এভারেস্ট (২৮) আহত হয় ।
    সুজালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম মাষ্টার ঘটনার সত্যতা স্বীকার করে জানায়, এভারেস্টের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থাও আশঙ্কাজনক। (ছবি নাই)

    মোঃ নাজমুল ইসলাম (মিলন)
    দিনাপুর প্রতিনিধি।

  • বিএনপি’র মতই দেশীয় প্রজাতির মাছ এখন হারিয়ে যাচ্ছে – মনোরঞ্জন শীল গোপাল এমপি

    বিএনপি’র মতই দেশীয় প্রজাতির মাছ এখন হারিয়ে যাচ্ছে – মনোরঞ্জন শীল গোপাল এমপি

    দিনাজপুর প্রতিনিধি – দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, একসময় দেশি বিভিন্ন প্রজাতির মাছে গ্রাম-গঞ্জের হাটবাজারগুলো সয়লাব হয়ে যেত। এখন আর সেসব মাছ খুব বেশি দেখা যায় না। হাইব্রিড অনেকাংশে বৃদ্ধি পেলেও পরিকল্পিত সিদ্ধান্তের অভাবে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি পায়নি। বিএনপি’র মতই দেশীয় প্রজাতির মাছ এখন হারিয়ে যাচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্বের কারণে চাষীদের মৎস্য চাষে উদ্বুদ্ধ করণের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি হলেও হারিয়ে যাওয়া বিএনপিকে আর খুজে পাওয়া যাবে না।
    “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রোববার (২৪ জুলাই ২০২২) দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন।
    তিনি আরও বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার কারণে এবং আওয়ামী লীগের সঠিক নীতির কারণে বাংলাদেশ আজকে পৃথিবীর মধ্যে মৎস্য উৎপাদনে একটি অন্যতম দেশ। তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনাতে দিনাজপুরের নদ নদীগুলি পুনঃ খননের কারণে সেখানে জল সংরক্ষিত হচ্ছে। আমরা আশা করছি অল্প সময়ের মধ্যে দিনাজপুর মৎস্য উৎপাদনে উদ্বৃত্ত জেলায় রুপ ধারণ করবে। ইতিমধ্যে খাল বিলে মাছ উৎপাদন করে আমাদের চাহিদার কাছাকাছি দিনাজপুর জেলা পৌঁছে গেছে। যার কৃতিত্ব এই সরকারের জননেত্রী শেখ হাসিনার।
    উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. কামাল হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম, সাবেক এমপি আব্দুল হক সবুজ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম ফিরোজ আলম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার হিমেল চন্দ্র রায়।
    এর আগে এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার পুকুরে মাছ অবমুক্ত করেন।

  • ঐক্যবদ্ধ আওয়ামী লীগের বিকল্প নাই, প্রদিপ সরকার

    ঐক্যবদ্ধ আওয়ামী লীগের বিকল্প নাই, প্রদিপ সরকার

    আলিফ হোসেন,তানোরঃ

    রাজশাহীর তানোর উপজেলা উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক, আদর্শিক ও তরুণ নেতৃত্ব প্রভাষক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার বলেছেন, আগামিতে আওয়ামী লীগ হবে পরিচ্ছন্ন ও আদর্শিক নেতৃত্ব নির্ভর। তাই মিরজাফর, বিশ্বাসঘাতক ও বেঈমানমুক্ত সংগঠন হিসেবে আওয়ামী লীগকে গড়ে তুলতে আমাদের নিরলসভাবে কাজ করতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগ হওয়া যায় না, আওয়ামী লীগের চেতনা রক্তে থাকতে হয়, মুখে নৌকা হৃদয়ে অন্যকিছু এমন নৌকাবিরোধীদের আস্তাকুঁড়ে ছুড়ে ফেলে আওয়ামী লীগকে কলঙ্ক মুক্ত করতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগে কোনো বিভাজন থাকবে না, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার রাজনীতি করবো, তার মনোনিত নেতৃত্বের সঙ্গে থেকে কাঁধে-কাঁধ মিলিয়ে চলবো। তিনি বলেন, তানোর আওয়ামী লীগকে কলঙ্ক মুক্ত করা হয়েছে, আওয়ামী লীগ করে আমি কি পেলাম, কি পেলাম না বা কি দিলো এসব বিবেচনা না করে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি আওয়ামী লীগকে আমি কতটুকু দিলাম, আমার কাছে থেকে দল টুকু পেলো, আমি কেনো কিছু দিতে পারলাম না, আমার ব্যর্থতা কোথায় এসব বিবেচনা করে প্রতিটি নেতা ও কর্মী-সমর্থকদের কাজ করতে হবে তাহলে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের পথে আমরা আরো এগিয়ে যাবো ইনশাল্লাহ, তিনি বলেন, তৃণমুলের নেতাকর্মীরাই আওয়ামী লীগের প্রাণ, তারা কখানোই কোনো লোভ-লালসায় পড়ে নৌকার বিপরীতে যায় না। তিনি বলেন,দেশ পরিচালনায় আওয়ামী লীগ ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যেমন কোনো বিকল্প নাই, তেমনি রাজনৈতিক লক্ষ্যে পৌচ্ছাতে এবং বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে ঐক্যবদ্ধ আওয়ামী লীগের কোনো বিকল্প নেই। তিনি বলেন, বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে নিজেদের অস্থিত্ব রক্ষায় যেমন ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রয়োজন: তেমনি বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক গণতন্ত্রের ধারক-বাহক আওয়ামী লীগকেও ঐক্যবদ্ধ হতে হবে, অন্যথায় আওয়ামী লীগের পক্ষে তার রাজনৈতিক লক্ষ্যে পৌচ্ছা ও বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করা কঠিন হবে। তিনি বলেন, আমাদের প্রতিজ্ঞা হোক একটাই বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তার আস্থাভাজন নেতৃত্ব আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর নেতৃত্বে এই অঞ্চলে ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে নিয়ে আগামিতে এগিয়ে যাওয়া।প্রদিপ বলেন, আগামিতে আওয়ামী লীগকে আদর্শিক ও জ্ঞানভিত্তিক সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে এজন্য ঐক্যবদ্ধ আওয়ামী লীগের কোনো বিকল্প নাই।তিনি বলেন, তৃণমুল নেতাকর্মীদের মাঝে পৌচ্ছে দিতে হাবে আওয়ামী লীগের রাজনৈতিক দর্শন। তার মতে মূখে কেবল বঙ্গবন্ধুর স্বপ্নের কথা বললেই দায়িত্ব শেষ হয়ে যায় না। আওয়ামী লীগের রাজনৈতিক দর্শন কি, অর্থনৈতিক কর্মসূচী তথা উৎপাদন, উন্নয়ন, বিনিয়োগ-কর্মসংস্থান এবং আধিপত্যবাদ-সম্প্রসারণবাদ কি ও তার ক্ষতির দিকগুলো সম্পর্কে স্পষ্ট বক্তব্য থাকতে হবে। তিনি আরো বলেন, আমরা যে স্বাধীনতা-সার্বভৌমত্বের নেই প্রশ্নে আপোষহীণ সে বিষয়টি সকল নেতাকর্মীদের হৃদয়ে প্রতিষ্ঠা করতে হবে। তা ছড়িয়ে দিতে হবে তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে। বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছ থেকে আমরা কি পেয়েছি।তিনি বলেন, আমরা কেনো আওয়ামী লীগ করি, অন্যদলের সঙ্গে আওয়ামী লীগের পার্থক্য কি, মানুষ কেনো আওয়ামী লীগকে ভালোবাসে ও সমর্থন করে-এসব বিষয়ে তৃণমুল পর্যায় থেকে শুরু করে সকল নেতাকর্মীদের মাঝে সুস্পষ্ট ধারণা তথা দিকনির্দেশনা থাকতে হবে। তাহলে তারা দলের প্রতি আরও নিবেদিত হয়ে কাজ করতে পারবেন। আগামীতে ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে নিয়ে এলাকায় আওয়ামী লীগকে সাংগঠনিক ভাবে আরো শক্তিশালী, বেগবান ও সু-প্রতিষ্ঠিত করা হবে। পাশাপাশি এই অঞ্চলে আওয়ামী লীগের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। আওয়ামী লীগ হলো অসাম্প্রদায়িক, গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক। মানুষ উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই আওয়ামী লীগকে আগামীতেও রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই। সাধারণ মানুষের ভাত ও ভোটের অধিকার রক্ষায় আওয়ামী লীগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে, আগামীতেও যাবে। আওয়ামী লীগ আগামীতে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী ও বেগবান করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ৭১ সালে বঙ্গবন্ধু ঘোষিত অসহযোগ আন্দোলন ছিল গান্ধীর অহিংস আন্দোলনের সর্বশ্রেষ্ঠ উদাহরণ। তিনি সম্পূর্ণ অহিংস পদ্ধতিতে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন। তিনি বলেন, বঙ্গবন্ধু বহুমাত্রিক প্রতিভাসম্পন্ন ত্রিকালদর্শী পুরুষ ছিলেন, তিনি অতীত জানতেন, বর্তমান বুঝতেন ও ভবিষ্যত পড়তে পারতেন। তার ইতিহাস বোধ বাঙালী জাতিকে দিকনির্দেশনা দিয়েছিল। তিনি বলেন, বঙ্গবন্ধু আমাদের সোনার বাংলা গড়ার পথ দেখিয়েছেন। বাঙালীর কি চাওয়া, তাদের দাবি, আশা ও আকাঙ্ক্ষা বিশ্ববাসীর কাছে তুলে ধরার চেষ্টা করেছেন। মানুষের সঙ্গে তার সম্পৃক্ততা খুব গভীর ছিল। তার ডাকে সকল মানুষ এক হয়ে যেত।তিনি বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, যারা বঙ্গবন্ধুকে অস্বীকার করে তারা মুলত বাংলাদেশকেই অস্বীকার করেন। তাই বঙ্গবন্ধুর হাতে গড়া আওয়ামী লীগকে বার বার রাষ্ট্রিয় ক্ষমতায় নিয়ে আসতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে আমাদের অভিভাবক প্রাণপ্রিয় নেতা এমপি ফারুক চৌধুরীর নেতৃত্বে ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। তিনি আগামিতে সকলকে আওয়ামী লীগের ছায়াতলে আশার আহবান জানান।

  • নড়াইলে দুদকের মামলায় কাশিপুর ইউনিয়ন চেয়ারম্যান মতিয়ার সহ দুইজন কারাগারে

    নড়াইলে দুদকের মামলায় কাশিপুর ইউনিয়ন চেয়ারম্যান মতিয়ার সহ দুইজন কারাগারে

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে:
    চাল আত্মসাতের ঘটনায়নড়াইলে দুদকের মামলায় কাশিপুর ইউনিয়ন চেয়ারম্যান মতিয়ার সহ দুইজন কারাগারে। দুদকের মামলায় নড়াইলের লোহাগড়ায় কাশিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিয়ার রহমান ও চাল ব্যবসায়ী শাহাবুর রহমানকে জেলহাজতে প্রেরণ করেছেন আদালত।
    রবিবার (২৪ জুলাই) দুপুরে নড়াইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মোহাম্মদ আমিনুল ইসলামের আদালতে উপস্থিত হয়ে আসামিরা জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৯ মে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় যশোরের সহকারী পরিচালক মোশাররফ হোসেন যশোর সিনিয়র স্পেশাল জজ আদালতে ভিজিএফ’র চাল আত্মসাতের ঘটনায় মামলা দায়ের করেন। দায়েরকৃত মামলায় লোহাগড়ার কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমানকে প্রধান আসামি, খাদ্যগুদাম কর্মকর্তা কামরান হোসেন ও চাল ব্যবসায়ী শাহাবুর রহমানকে আসামি করা হয়।
    মামলা দায়েরের পর চেয়ারম্যান মতিয়ার রহমান ও চাল ব্যবসায়ী শাহাবুর রহমান উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন নেন। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ২৩ জুলাই জামিনের দিন শেষ হলে আসামিরা নিম্ম আদালতে হাজিরা দেন।
    উল্লেখ্য, গত ২০১৯ সালে ঈদুল আযহা উপলক্ষে অসহায় ও হতদরিদ্রদের মাঝে বিতরণের জন্য ৪১.৫ মে.টন বরাদ্দকৃত চাল থেকে ৩.৬ মে.টন চাল ব্যবসায়ী শাহাবুর রহমানের কাছে বিক্রি করেন কাশিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান। ৯ আগস্ট খাদ্যগুদাম থেকে ওই চাল খালাস করে কালোবাজারে বিক্রির জন্য নড়াইলে নেয়ার পথে নড়াইল-যশোর সড়কের চৌগাছা চায়না প্রজেক্টের সামনে থেকে লোহাগড়া থানা পুলিশ দুই নসিমনে থাকা ১২০ বস্তা চাল জব্দ করেন।

  • বিশ্বসেরা শিক্ষক শাহনাজ পারভীন এর কাব স্কাউট ইউনিট জেলার শ্রেষ্ঠ নির্বাচিত

    বিশ্বসেরা শিক্ষক শাহনাজ পারভীন এর কাব স্কাউট ইউনিট জেলার শ্রেষ্ঠ নির্বাচিত

    মাসুম বিল্লাহ, শেরপুর বগুড়া প্রতিনিধিঃ
    বিশ্বসেরা শিক্ষক শেরপুরের শাহনাজ পারভীন এর কাব স্কাউট ইউনিট বগুড়া জেলার শ্রেষ্ঠ কাব স্কাউট ইউনিটের স্বীকৃতি পেয়েছে। গত ২৮জুন বগুড়া জেলার শ্রেষ্ট তালিকা প্রকাশ করেন বাংলাদেশ স্কাউটস জাতীয় সময় দপ্তর। ২১ জুলাই বাংলাদেশ স্কাউটস বগুড়া জেলার সম্পাদক জনাব মাসুদ রানা পুরস্কারের চেক প্রদান করেন। উপজেলা সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহনাজ পারভীন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক ও আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ব সেরা ৫০ শিক্ষকের এক জন। তার ইউনিট এবার জেলা শ্রেষ্ঠ কাব স্কাউট ইউনিট নির্বাচিত হয়েছে। এই ইউনিট থেকে অধিক সংখ্যক শাপলা প্রাপ্তি, নিয়মিত প্যাক মিটিং বাস্তবায়ন ও স্কাউটিং কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণের জন্য বাংলাদেশ স্কাউটস বগুড়া জেলার শ্রেষ্ঠ কাব স্কাউট ইউনিটের স্বীকৃতি সরুপ বাংলাদেশ স্কাউটসর জাতীয় সদর দপ্তর থেকে ১০ (দশ) হাজার টাকার চেক প্রদান করেছেন।

  • কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন

    কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন

    আগৈলঝাড়া প্রতিনিধি!! দুই কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত বরিশালের আগৈলঝাড়া উপজেলার ছয়গ্রাম মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।
    রবিবার দুপুরে কলেজ হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, রত্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা। কলেজ গভর্নিং বডির সভাপতি রফিকুল ইসলাম রাসেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোঃ নাসির ইকবাল সহ অন্যান্যরা।

  • মোংলায় লোডশেডিংয়ে চরমভাবে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা, বেচাকেনা নেমে গেছে অর্ধেকে

    মোংলায় লোডশেডিংয়ে চরমভাবে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা, বেচাকেনা নেমে গেছে অর্ধেকে

    মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
    মোংলায় প্রতিদিন গড়ে ৩/৪ বারের লোডশেডিংয়ে অতিষ্ঠ ব্যবসায়ীরা। যখন তখন ঘন ঘন বিদ্যুৎ যাওয়ায় কারখানা ও দোকানের মালামাল নষ্টের পাশাপাশাশি কমে গেছে বেচা-কেনাও। আর সন্ধ্যায় লোডশেডিংয়ে পড়াশুনায় চরমভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থীরা। রবিবার দুপুর ১২ টায় বিদ্যুৎ গিয়ে আসে টানা এক ঘন্টা পর দুপুর ১টায়। এভাবেই দুপুর, দুপুরের পর, বিকেলে, সন্ধ্যায়, রাতে ও ভোরে একাধারে চলছে লোডশেডিং। এক ঘন্টা, পৌনে এক ঘন্টা, আধা ঘন্টা করে ৩/৪ বার হচ্ছে লোডশেডিং। এতে চরম ক্ষতি ও ভোগান্তীতে পড়েছেন স্থানীয় কলকারখানা মালিক, ঘোষ ডেয়ারী, হোটেল-মোটেল, মুদি ও খাবারসহ বিভিন্ন দোকানীরা। মালামাল নষ্টসহ বেচা-কেনা কমে গেছে ব্যবসায়ীদের। লোডশেডিংয়ে ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাটে ভূতুরে অবস্থা। তারপরও বিদ্যুৎ না থাকায় লোকজনও আসছেন কেনাকাটা করতে। গরমে দোকানে বসে অসুস্থ হয়ে পড়ছেন দোকানী ও কারখানা সংশ্লিষ্টরা। লোডশেডিংয়ের সময় কেউ কেউ বিকল্প ব্যবস্থায় লাইটের ব্যবস্থাও করলেও তাতে ব্যয়ও বাড়ছে তাদের।
    পৌর শহরের শেখ আঃ হাই সড়কে ভ্যারাইটিস পণ্যের দোকানী মোঃ জালাল হোসেন বলেন, দিনেই তিন চার বার বিদ্যুৎ যাচ্ছে। এতে দোকানের ফ্রিজে থাকা বিভিন্ন পণ্য নষ্ট হচ্ছে। অন্ধকারে দোকানের থাকের মাল নামানো যায়না, আর কাস্টমারেরাও আসেন না। তারওরও গরম রয়েছেই। বেচা কেনা অনেক কমে গেছে। সুতা, ব্যাগ ও খেলনা পণ্যের দোকানী মোঃ বুলবুল বলেন, লোডশেডিং দিলে দোকান অন্ধকার হয়ে যায়। নিজেরাও বসা যায়না, ক্রেতারাও ঢুকেন না। আইপিএস লাগিয়ে আলোর ব্যবস্থা করেছি। বেচা-কেনা করতে গিয়ে খরচ ও কষ্ট বেশি হয়ে যাচ্ছে। বরিশাল বেকারীর মালিক মোঃ সোহেল বলেন, লোডশেডিং নিয়ে বড় বিপদে আছি, কারখানার কাঁচামাল নষ্ট হচ্ছে প্রতিদিন। কারণ ঘোষণা ছাড়া যখন তখন লোডশেডিং দেয়ায় কারখানার ওভেন, ট্রে, সাচে তৈরির বিস্কুট, রুটি ও কেকসহ নানা খাবার নষ্ট হয়ে যাচ্ছে। সার ও কীটনাশক দোকানী মোঃ আবুল হোসেন খান বলেন, লোডশেডিংয়ে ৩/৪ ঘন্টা বিদ্যুৎ থাকছে। এমনিতেই প্রচন্ড তাপমাত্রা গরমে আরো অসুস্থ হয়ে পড়ছি। দোকানের বেচা কেনা অর্ধেকে নেমে গেছে। কারণ বিদ্যুৎ না থাকলে অন্ধকার ও গরমে লোকজন আসেনা, আবার ৮টায় দোকান বন্ধ করে দিতে হয়। ভীষণ সমস্যায় আছি যা বলে শেষ করা যাবেনা। সাতক্ষীরা ঘোষ ডেয়ারী মালিক উত্তম কুমার বলেন, লোডশেডিংয়ে ফ্রিজ ও ফ্যান চালাতে না পারায় গরমে মিষ্টিসহ বিভিন্ন খাবার নষ্ট হচ্ছে। কোন কাস্টমার লোডশেডিং চলাকালে দোকানে আসেনা। বিভিন্ন কাঁচামালও নষ্ট হচ্ছে। এছাড়া সন্ধ্যায় বিদ্যুৎ যাওয়ায় শিক্ষার্থীদের পড়াশুনারও মারাত্মক ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন অভিভাবকেরা। এছাড়া বাড়ীঘরে রান্নাবান্নাসহ নানা ধরণের সমস্যা হচ্ছে প্রতিনিয়তই। শেহলাবুনিয়ার দীনেশ সাহা, নিলিমা বিশ্বাস ও মাদ্রাসা রোডের তরুন চন্দ বলেন, সন্ধ্যায় লোডশেডিং হওয়ায় ছেলে-মেয়েদের পড়াশুনার ভিশন ক্ষতি হচ্ছে। সামনে স্কুলে পরীক্ষা, এভাবে চলতে থাকলে লেখাপড়ার বড় ধরণের ক্ষতি হয়ে যাবে।
    কলেজ মোড়ের বাসিন্দা এমরান হোসেন বলেন, লোডশেডিংয়ে শুধু বাড়ীতে পড়াশুনার ক্ষতি হচ্ছেনা। স্কুলেও গরম ক্লাস করতে পারছেনা শিশু-কিশোরেরা। এতে তারা আরো অসুস্থ হয়ে পড়ছেন। অসুস্থ হয়ে পড়লে ভালভাবে লেখাপড়া করবে কিভাবে। এ দিকে পূর্ব থেকে কোন ধরণের ঘোষণা ছাড়াই যখন তখন লোডশেডিং না দেয়া ও সন্ধ্যা ৮ টায় দোকান বন্ধের সময় আরো বাড়ানোর দাবী জানিয়েছেন ব্যবসায়ীরা। এদিকে স্থানীয় পিডিবি কর্তৃপক্ষ প্রতিদিন দুই ঘন্টার লোডশেডিং দেয়ার ঘোষণা দিলেও মুলত তা মানা হচ্ছেনা বলেও অভিযোগ স্থানীয়দের। পিডিবির মোংলার আবাসিক প্রকৌশলী মোঃ ফরহাদ হোসেন বলেন, এখানে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎতের চাহিদার বিপরতীতে সরবরাহ রয়েছে ৩০ মেগাওয়াট, ঘাঠতি থাকছে ১৫ মেগাওয়াট। তারপরও সরকারের নির্দেশনা মোতাবেক দিনে-রাতে দুইবার লোডশেডিং দেয়া হচ্ছে। তবে স্থানীয়দের অভিযোগ ৩/৪ বার বিদ্যুৎ যাচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, লোডশেডিং দুইবার আর বাকী সময় বৈদ্যুতিক ত্রুটির কারণে হচ্ছে।

  • গোদাগাড়ীতে এক চেয়ারম্যান  বিরুদ্ধে কাজ না করে প্রকল্পের টাকা আত্মসাৎ এর অভিযোগ।

    গোদাগাড়ীতে এক চেয়ারম্যান বিরুদ্ধে কাজ না করে প্রকল্পের টাকা আত্মসাৎ এর অভিযোগ।

    হায়দার আলী।।
    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নে কাজ না করেই অর্থ খরচ দেখানো অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে দুই ইউপি সদস্য জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেছেন। অভিযোগ করার পর কাজ শুরু হলেও তাতে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ইট।

    জেলা প্রশাসকের কাছে করা অভিযোগ থেকে জানা যায়, ২০২১-২২ অর্থবছরে সরকারের উন্নয়ন প্রকল্পের আওতায় মাটিকাটা ইউনিয়নে বেশকিছু প্রকল্প বাস্তবায়নের জন্য সরকার অর্থ বরাদ্দ দেয়। কিন্তু সেই অর্থের কোনো কাজ ইউনিয়নের কোনো এলাকায় হয়নি। চেয়ারম্যান সোহেল রানা, সচিব সাব্বির হোসেন ও তার কয়েকজন ঘনিষ্ঠ ইউপি সদস্যকে নিয়ে ভুয়া প্রকল্প দাখিল করে সমুদয় অর্থ আত্মসাৎ করেছেন। ইউনিয়ন পরিষদের রেজ্যুলেশনে মাটিকাটা ইউনিয়নের আইনাপুকুর গাফ্ফারের বাড়ি থেকে উজিরের বাড়ি হয়ে বেলডাঙ্গা জামে মসজিদ পর্যন্ত রাস্তায় মাটি ভরাট বাবদ ৬ লাখ ৯০ হাজার, কাদিপুর ঈদগাহ মাঠে বালু মাটি ভরাট করে সংস্কার বাবদ ৬ লাখ ৭০ হাজার টাকা, মাটিকাটার বিভিন্ন ক্লাব ও স্কুলে খেলার সামগ্রী বিতরণ বাবদ ২ লাখ ৮০ হাজার টাকা, মাটিকাটা ইউনিয়ন পরিষদের বাথরুম নির্মাণ ও অফিস সংস্কার বাবদ ৫ লাখ ৭৫ হাজার টাকার প্রকল্প দেখানো হয়েছে।

    প্রকৃতপক্ষে ওই এলাকায় কোনো কাজই করা হয়নি। জেলা প্রশাসক আবদুল জলিল জানান, কাজ না করেই প্রকল্পের অর্থ তুলে নেওয়ার ঘটনাটি তদন্তে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইউপি সদস্য সেতাবুর রহমান ও মো. নুরুজ্জামান জানান, কোনো প্রকল্প গ্রহণ করার আগে সভা করার নিয়ম থাকলেও সেটি করা হয় না।

    প্রকল্প কমিটি গঠন করে শুধু তাদের স্বাক্ষর নেওয়া হয়। ইউপি সদস্যরা কোনো বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান ও সচিব খারাপ আচরণ করেন। যেসব প্রকল্প দেখানো হয়েছে, তার একটিতেও কাজ করা হয়নি। তারা জেলা প্রশাসকের কাছে অভিযোগ করার পর শুক্রবার (২২ জুলাই) একটি রাস্তার কাজ শুরু করেন চেয়ারম্যান। কিন্তু সেখানেও নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে।

    ইউপি সদস্য মো. নুরুজ্জামান জানান, শুক্রবার নিম্নমানের ইট দিয়ে কাজ শুরুর খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। এ সময় চেয়ারম্যান সোহেল রানার স্বজনরা তাকে লাঞ্ছিত করেন। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ করেছেন।

    মাটিকাটা ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা জানান, কাজ শুরু করতে কিছুটা দেরি হয়েছে। তবে কাজ হচ্ছে। জেলা প্রশাসক তদন্ত করতে দিয়েছেন। তারা তদন্ত করছেন। কিন্তু দুই ইউপি সদস্য এলাকায় চেয়ারম্যান সম্পর্কে খারাপ প্রচারণা চালাচ্ছেন।

    এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জানে আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তদন্তের কাগজ পত্র হাতে আসলে তদন্ত শুরু করা হবে।

    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।

  • জাতীয় মৎস্য সপ্তাহতে র‍্যালী ও আলোচনা সভা

    জাতীয় মৎস্য সপ্তাহতে র‍্যালী ও আলোচনা সভা

    (রিপন ওঝা,মহালছড়ি)

    মহালছড়িতে “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন করা হয়েছে।

    মহালছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন ও কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্র ও মহালছড়ি উপকেন্দ্রের কর্মকর্তা নাসরুল্লাহ আহমেদ, উপজেলা কৃষকলীগ সভাপতি মোঃ ফরিদ মিঞা ও প্রেসক্লাব সভাপতি দীপক সেন ও গণমাধ্যমকর্মীসহ মৎস্যব্যবসায়ী ও পুকুর মালিকগণ।

    অনুষ্ঠান পরবর্তী সেরা মৎস্যচাষীদের মাঝে পুরস্কার ও উপজেলা প্রশাসন সংলগ্ন পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়।

    উক্ত মৎস্য সপ্তাহ পালন অনুষ্ঠানে র‍্যালী উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে উপজেলা টাউনহলে গিয়ে আলোচনাসভা শুরু হয়।

    কর্মসূচির মধ্যে রয়েছে উপজেলায় বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও মাইকিং এর মাধ্যমে ব্যাপক প্রচারণা, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ, বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, গুরত্বপূর্ণ এলাকার মৎস্যচাষীদের মাছ চাষ বিষয়ক পরামর্শ প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষাসহ মৎস্য জীবিদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

    মৎস্য সপ্তাহ ২৩ জুলাই থেকে আগামী ২৯ জুলাই পর্যন্ত ৭ দিন যাবত সারাদেশের ন্যায় মহালছড়িতেও শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ সমাপ্ত হবে।

    দিবসটি উপলক্ষে ২৪ জুলাই রবিবার সকালে মহালছড়ি উপজেলা টাউনহলে মৎস্য কর্মকর্তা প্রবীণ কুমার চাকমার সঞ্চালনায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

  • সুন্দরগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানি ও বাড়িঘর ভাংচুরের অভিযোগ

    সুন্দরগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানি ও বাড়িঘর ভাংচুরের অভিযোগ

    আনিসুর রহমান আগুন।

    গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানি,জমি জবরদখল ও বাড়ি ভাংচুর করাসহ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

    অভিযোগ সূত্র ও ঘটনা স্থলে গিয়ে জানা গেছে, উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে আব্দুস ছামাদের সাথে একই গ্রামের মৃত আব্দুল গনির ছেলে ও ধুবনী ঝাকুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হকের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই এক পর্যায়ে আব্দুস ছামাদের জমিতে থাকা টিনের চালাঘর, খাট, বাউন্ডারির টিন খুলে নিয়ে যায় মোজাম্মেল মাস্টার ও তার লোকজন। পাশাপাশি সামাদের পুরাতন বাড়িতে হামলা চালিয়ে বাড়ি-ঘর ভাংচুর করাসহ নগদ টাকা সোনাদানা গহনাগাঁটি লুট করে নিয়ে যায় মোজাম্মেল মাস্টার। এতে আব্দুস ছামাদ ও তার স্ত্রী সন্তান বাঁধা দিতে গেলে মোজাম্মেল মাস্টার ও তার লোকজন দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে তাদেরকে এলোপাতাড়ি ভাবে মারধর করে । এসময় স্কুল শিক্ষক মোজাম্মেল হক সামাদের স্ত্রী আসমা বেগমের পরনের কাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানি ঘটায়। পরে স্থানীয় লোকজন ছুটে এসে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। ভুক্তভোগী সামাদ জানান নগদ টাকা ও গহনাগাঁটিসহ মোজাম্মেল মাস্টারের লোকজন তার ৪ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। প্রত্যক্ষদর্শী মিলন মিয়া বলেন, মোজাম্মেল মাস্টার ও তার ভাড়াটে লোকজন চোখের পলকে সবকিছু ভেঙ্গে চুরে লুটপাট করে নিয়ে যায়। সেই সাথে সামাদের ১৪ শতক জমি জবরদখল করে।
    এনিয়ে প্রধান শিক্ষক মোজাম্মেল হকের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা নতুন বাড়ি ভাংচুর করছি, পুরাতন বাড়ি ভাংচুর করিনি। শ্লীলতাহানির বিষয়টি তিনি এড়িয়ে যান। এব্যাপারে থানা অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেমের সাথে কথা হলে তিনি জানান, এবিষয়ে এখনও কোন অভিযোগ হয়নি।