Category: দেশজুড়ে

  • বজ্রপাতে ১ যুবক নিহত  আহত চারজন

    বজ্রপাতে ১ যুবক নিহত আহত চারজন

    পুঠিয়া (রাজশাহী) উপজেলা সংবাদদাতাঃ বজ্রপাতে আশিক সরকার (২২) নামের এক যুবক নিহত হয়েছে।

    নিহত যুবক আশিক নাটোর উপজেলার বাঘাতিপাড়া ইউনিয়নের করমদসি গ্রামের সিহাব সরকারের ছেলে।

    এসময় নিহত আশিকের বাবা সিহাব সরকার (৫০), করমদসি গ্রামের আঃ মোমিন (৬৫), জমসেদ আলী (৫০) ও হফিজুর রহমান (৪২) আহত হয়েছেন।

    সোমবার (০১ আগোস্ট) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। বিষটি নিশ্চিত করেছেন জামনগর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য দিলরুবা বেগম।

    তিনি বলেন, সকালে করমদসি গ্রামের আক্তারের মোড় নামক একটি চা স্টলে তারা চা পান করতে যায়।

    এসময় সেখানে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত ঘটে। এতে আশিক ঘটনাস্থলে মারা যায়।

    বজ্রপাতে আঘাতে আশিকের বাবাসহ আঃ মোমিন, জমসেদ আলী ও হাফিজুর রহমান আহত হন। এলাকাবাসী আহতদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

    মাজেদুর রহমান (মাজদার)
    পুঠিয়া রাজশাহী।।

  • মধুপুর রক্তিপাড়ায় যাতায়াতের রাস্তা খুটি গেড়ে বন্ধ করে দিয়েছে কতিপয় লোকজন

    মধুপুর রক্তিপাড়ায় যাতায়াতের রাস্তা খুটি গেড়ে বন্ধ করে দিয়েছে কতিপয় লোকজন

    মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ

    টাঙ্গাইলের মধুপুর উপজেলার রক্তিপাড়া বাসস্ট্যান্ড হতে ৩০০ গজ পূর্বে চাপড়ী রোডের ঘোনাপাড়া এলাকার মৃত মতিয়ার রহমানের বাড়ি সহ ৬/৭টি পরিবারের লোকজন তাদের যাতায়াতের বহু পুরনো রাস্তা খরের পালা এবং গাছের খুটি গেড়ে বন্ধ করে দিয়েছে পার্শ্ববর্তী বাড়ির একাব্বর আলী গং।
    এতে করে যাতায়াত সহ আসবাবপত্র, ধানচাল এবং মুমূর্ষু রোগীর চিকিৎসার জন্য কোন ভ্যান রিক্সা আনানেওয়া করা যাচ্ছে না যার ফলে মানবেতর জীবনযাপন করছে বলে জানিয়েছেন ভুক্তভুগী পরিবার।
    এলাকাবাসি জানান, দীর্ঘদিনের এই পুরনো রাস্তাটি বিভিন্ন জনে বাড়ি করে দুপাশে সংকুচিত করে ফেলেছে। অনেকেই রাস্তার মধ্যে খরেরপালা করেছে আবার অনেকে টয়লেটের মল বের করার ড্রেন করে পরিবেশ বিঘ্নিত করছে। এমতাবস্থায় ভুক্তভোগীগন তাদের যাতায়াতের পুরনো রাস্তাটি ব্যবহার এবং ৭/৮ টি পরিবারকে বন্ধিদশা থেকে অবমুক্ত করার জন্য উর্ধতন কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানিয়েছেন।

  • পঞ্চগড়ে নদীতে ডুবে পাথর শ্রমিকের মৃত্যু

    পঞ্চগড়ে নদীতে ডুবে পাথর শ্রমিকের মৃত্যু

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড়
    পঞ্চগড়ে নদীতে পাথর তুলতে গিয়ে নদীর পানিতে ডুবে নজরুল (৬০) নামে এক পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় নজরুল সোমবার সকালে পাথর তুলতে যায় নদীতে।

    সোমবার (১ আগস্ট) সকাল ১০টায় পঞ্চগড় সদরের ব্যারিস্টার বাজার মিলনর্মাকেট এলাকায় চাওয়ায় নদীতে এ ঘটনাটি ঘটে।

    পরে বেলা ১২টার সময় নদীর দেড় কিলোমিটার দূর থেকে মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা। মৃত পাথর শ্রমিক নজরুল কাজিপাড়া এলাকার সাকোয়াত আলীর ছেলে।

    একসময় নদীর অপর প্রান্তে থাকা তার সহকর্মী শ্রমিকদের কাছে নদী পার হয়ে যাওয়ার চেষ্টা করেন। হঠাৎ নদীর গভিরে গেলে পানিতে তলিয়ে যান তিনি।

    এদিকে অন্যান্য শ্রমিকেরা তাকে ডুবে যেতে দেখে উদ্ধারের চেষ্টা চালায়। এক পর্যায়ে স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘন্টা পর চাওয়ায় নদীর দেড় কিলোমিটার দূরে নদীর কিনারে নজরুল ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে।

    এদিকে ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা নদীর পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

  • জয়পুরহাটের বর্ষীয়ান নেতা সাবেক সাংসদ আব্বাস আলী মন্ডলের স্বরণ সভায়-হুইপ স্বপন

    জয়পুরহাটের বর্ষীয়ান নেতা সাবেক সাংসদ আব্বাস আলী মন্ডলের স্বরণ সভায়-হুইপ স্বপন

    স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস

    জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা আ”লীগের সভাপতি আরিফুর রহমান রকেট এর পিতা জয়পুুরহাটের বর্ষীয়ান আ”লীগ নেতা, সাবেক সাংসদ আব্বাস আলী মন্ডল এর স্বরণ ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (১ আগস্ট) বিকেলে জয়পুুরহাট জেলা আ”লীগের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এ শোক সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ,কেন্দ্রীয় আ”লীগের সাংগঠনিক সম্পাদক ও জয়পুুরহাট-২ আসনের সাংসদ আবু সাঈদ আল মাহমুদ স্বপন-এমপি।

    এসময় উপস্থিত ছিলেন, জয়পুরহাট-১ আসনের সাংসদ এ্যাডঃ সামছুল আলম দুদু-এমপি,জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা আ”লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডলসহ জেলা আ”লীগের সকল সহযোগী ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

    অনুষ্ঠিত স্বরণ সভায় ৭৫ পরবর্তীতে জয়পুরহাট জেলায় আ”লীগকে সুসংঘটিত করতে মরহুম সাবেক সংসদ আব্বাস আলী মন্ডলের অবদান ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তার ভূমিকাসহ তার বিভিন্ন অবদান তুলেধরে আলোচনা করার পাশাপাশি তাকে গভীর শ্রদ্ধার সাথে স্বরণ করা হয়।

  • ধর্মীয় সংস্কৃতির যত বেশি চর্চা থাকবে তত বেশি অপসংস্কৃতি কমবে- ইমরান উদ্দীন বশির

    ধর্মীয় সংস্কৃতির যত বেশি চর্চা থাকবে তত বেশি অপসংস্কৃতি কমবে- ইমরান উদ্দীন বশির

    মহিউদ্দীন চৌধুরীঃ চট্টগ্রামের পটিয়া উপজেলাধীন দক্ষিণ আশিয়া গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদরাসা ময়দানে গতকাল বিকালে ১০ দিনব্যাপী শোহাদায়ে কারবালা ‘ মাহফিল এর দ্বিতীয় দিবসে মাহফিল
    পরিচালনা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবু তালেব মঈনীর সভাপতিত্বে ও সাংগঠনিক সচিব, মুহাম্মদ নুরুল আমিন টিটুর
    সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
    এতে অতিথি ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক তরুণ সমাজসেবক আলহাজ্ব মুহাম্মদ ইমরান উদ্দীন বশির, রাজনীতিবিদ জসিম উদ্দিন, ইউপি সদস্য আরিফ উদ্দীন বাবু,
    শফিউল আজম, আবদুর রহিম সহ আরো অনেকেই। মাহফিলে ওয়ায়েজ ছিলেন শায়খ মুহাম্মদ সৈয়দ হাসান আযহারী, মাওলানা সাইফুল্লাহ খালেদ আলকাদেরী,মাওলানা ওসমান গনি আলকাদেরী। এসময় পটিয়া উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব ইমরান উদ্দিন বশির বলেন,এটি একটি তাৎপর্যপূর্ণ মাস। ইসলামের ইতিহাসে এ মাসে স্মরণীয় নানা ঘটনা রয়েছে। এ মাসে কিছু মহিমান্বিত রজনী রয়েছে। এ মাসের ইবাদতের তাৎপর্যও অনেক বেশি। মনে রাখতে হবে ধর্মীয় সংস্কৃতির যত বেশি চর্চা থাকবে তত বেশি অপসংস্কৃতি কমবে। বর্তমান যুব সমাজকে নানাভাবে অনৈতিক-অবক্ষয় থেকে দূরে রাখতে ধর্মীয় অনুশাসন ও সংস্কৃতিচর্চা খুবই গুরুত্বপূর্ণ।

  • সুজানগরে প্রায় ৬ কোটি টাকার পানি প্রকল্পে দুর্নীতির অভিযোগের তদন্ত করলেন যুগ্নসচিব ও পাবনার সাবেক জেলা প্রশাসক জসিম উদ্দিন

    সুজানগরে প্রায় ৬ কোটি টাকার পানি প্রকল্পে দুর্নীতির অভিযোগের তদন্ত করলেন যুগ্নসচিব ও পাবনার সাবেক জেলা প্রশাসক জসিম উদ্দিন

    এম এ আলিম রিপন,সুজানগরঃ সুজানগর পৌরসভার আর্সেনিকমুক্ত সুপেয় পানি সরবরাহ ও পানি নিষ্কাশনের জন্য ২০১০-১১ অর্থ বছরে পাইপ ওয়াটার সাপ্লাই এন্ড এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রকল্পে পাবনার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তৎকালীন নির্বাহী প্রকৌশলী এবং বর্তমানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর,খুলনা সার্কেল খুলনার তত্ত্বাবধায়ক প্রকৌশলী জামানুর রহমানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও ব্যাপক অনিময়ের দুর্নীতির অভিযোগের তদন্ত করলেন স্থানীয় সরকার বিভাগের যুগ্নসচিব(পাস অধিশাখা) ও পাবনার সাবেক জেলা প্রশাসক মো.জসিম উদ্দিনের নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি। রবিবার(৩১ জুলাই) দিনব্যাপী সুজানগর পৌরসভার বিভিন্ন স্থানে এই প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির সরেজমিন তদন্ত করার পাশাপাশি এ বিষয়ে ভূক্তভোগী স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের সাথে কথা বলেন। তদন্তকালে পাবনা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোখলেছুর রহমান,পাবনার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তৎকালীন নির্বাহী প্রকৌশলী এবং বর্তমানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর,খুলনা সার্কেল খুলনার তত্ত্বাবধায়ক প্রকৌশলী জামানুর রহমান, সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন,পৌর মেয়র রেজাউল করিম রেজা, সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল ওহাব, সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন তোফা, পাবনা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আতিকুল ইসলাম, পৌরসভার নির্বাহী কর্মকর্তা গোলাম নবী, সুজানগর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম, সাবেক উপ সহকারী প্রকৌশলী মামুনর রশীদ, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন,আনন্দ টিভির জেলা প্রতিনিধি সেলিম মোর্শেদ রানা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় সুজানগর পৌরসভার আর্সেনিকমুক্ত সুপেয় পানি সরবরাহ ও পানি নিষ্কাশন প্রকল্পে রবিবার সরেজমিন প্রাথমিক তদন্তে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির তথ্য পায় তদন্ত কমিটি। উল্লেখ্য পাবনার সুজানগর পৌরসভায় আসেনিকমুক্ত সুপেয় পানি ও নিস্কাশন ব্যবস্থায় ৫ কোটি ৬৭ লাখ টাকা ব্যয় হলেও বিগত ৬ বছরে এর কোন সুফল পাচ্ছে না সুজানগর পৌরবাসী। ব্যাপক দুর্নীতি ও অর্থ আত্মসাতের কারণে মুখ থুবড়ে পড়ে প্রকল্পটি। এ নিয়ে ক্ষুব্ধ ও হতাশ ভুক্তভোগীরা। সংশ্লিষ্ট সুত্র জানায়,সরকার সুজানগর পৌরসভার আর্সেনিকমুক্ত সুপেয় পানি সরবরাহ ও পানি নিষ্কাশনের জন্য ২০১০-১১ অর্থ বছরে পাইপ ওয়াটার সাপ্লাই এন্ড এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রকল্প হাতে নেয়।এর জন্য বরাদ্দ দেয়া হয় ৫ কোটি ৬৭ লাখ টাকা। এই প্রকল্পের আওতায় সুজানগর পৌর এলাকায় ২০০মিঃমিঃ ব্যাসের ১.১০ কিঃমিঃ, ১৫০ মিঃমিঃ ব্যাসের ৪.৪২ কিঃমিঃ, ১০০ মিঃমিঃ ২৩.৯৮ কিলোমিটার পাইপ লাইন স্থাপন, উৎপাদক নলকূপ ০৫টি, পাম্প ঘর ৫টি, পাম্প ও মোটর ক্রয় ৫টি, সারফেস ড্রেন ৫ কিলোমিটার, ডাস্টবিন ১২টি, পাবলিক টয়লেট ০৪টি, তারা নলকূপ স্থাপন ৩০টি, অটো ভোল্টেজ রেগুলেটর ক্রয় ০৫টি,২টি কম্পিউটার ও ১৪২৫টি বাড়িতে পানির মিটার সংযোগ দেয়ার সিদ্ধান্তÍ হয়। পাবনার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তৎকালীন নির্বাহী প্রকৌশলী এবং বর্তমানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর,খুলনা সার্কেল খুলনার তত্ত্বাবধায়ক প্রকৌশলী জামানুর রহমান এই প্রকল্পের প্রকল্প পরিচালক হন। এ প্রকল্পের পিডি নিজেই টেন্ডার আহ্বানকারী ও বিল পরিশোধকারী হওয়ায় তিনি তৎকালীন সুজানগর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ও পছন্দের পাবনার ঠিকাদারকে দিয়ে যেনতেনভাবে ৫ কোটি ৬৭ লাখ টাকা খরচ দেখান এবং তিনি তার স্বেচ্ছাচারিতা ও ব্যাপক অনিময়ের দুর্নীতির মাধ্যমে যেনতেনভাবে প্রকল্পের কাজ সমাপ্ত করেন বলে অভিযোগ প্রকল্প সংশ্লিষ্টদের। নি¤œমানের পাইপ দিয়ে পানির লাইন বসানোর কারণে পানি ছাড়ার সাথে সাথে তা ফেটে চৌচির হওয়ায় নির্মাণের পর থেকে পৌর এলাকায় পানি সরবারাহ বন্ধ রয়েছে। ডিপ টিউবয়েল গুলো বসানোর পর থেকে অকেজো হয়ে আছে। এমনকি পাম্প ঘর নির্মাণের পর থেকে এখন পর্যন্ত চরভবানীপুর এলাকার পাম্প ঘর সহ ২টি পাম্প ঘরে বিদ্যুৎ সংযোগ না থাকলেও পাম্প ঘরে বিদ্যুৎতের মাধ্যমে পাম্প ও মোটর সচল দেখিয়ে এবং প্রকল্পের অন্যান্য কাজ সঠিকভাবে সম্পন্ন করা হয়েছে উল্লেখ করে ২০১৫ সালের জুন মাসের ২৯ তারিখের মধ্যেই ৫ কোটি ৬৭ লাখ টাকা উত্তোলন করে নেওয়া হয় অভিযোগ রয়েছে,এ প্রকল্প থেকে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করা হয়েছে। বর্তমানে প্রকল্পটি পৌরবাসীর কোন উপকারেই আসছেনা।এ বিষয়ে সুজানগর পৌরসভার পক্ষ থেকে ২০১৮ সালের এপ্রিল মাসের ৫ তারিখে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে লিখিত অভিযোগ করা হয়। অভিযোগে প্রকল্পটিতে ব্যবহার করা সকল পাইপ লাইনে নি¤œমানের পাইপ ব্যবহার করার কারণে নলকুপ ও পাম্প হাউজ অকেজো হয়ে পড়ে আছে বলে উল্লেখ করা হয়। তদন্তে এর সত্যতা মেলায় ২০১৯ সালের মার্চ মাসের ১৪ তারিখে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আবু নাছের সংশ্লিষ্ট দপ্তরকে পৌরসভায় আসেনিকমুক্ত সুপেয় পানি ও নিস্কাশন ব্যবস্থা সচল করতে লিখিতভাবে নির্দেশনা প্রদান করেন। সেই নির্দেশনা ৩ বছর পার হলেও তা খাতা কলমেই রয়ে গেছে। এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি।পৌরসভা সুত্রে জানাযায় এই প্রকল্পের মাধ্যমে পৌরবাসীর আসেনিকমুক্ত সুপেয় পানির কোন ব্যবস্থা এখন পর্যন্ত করা হয়নি। অথচ ৫জন পাম্প চালক ও ১জন মেকানিক্স এর বেতন,বিদ্যুৎ বিল সহ অন্যান্য খরচ বাবদ ২০ লক্ষাধিক টাকা পৌরসভা থেকে প্রদান করতে হচ্ছে প্রতিবছর। পাম্প চালকেরা জানান, পাম্প চালু করার সাথে সাথেই পাইপ ফেটে চৌচির হয়ে যায়।তাই বন্ধ করে রাখা হয়েছে। এ প্রকল্পের আওতায় পানির পাইপ লাইন বসানো হলেও জনসাধারণের পানি সরবরাহ কাজে ব্যবহার করা যাচ্ছেনা। এদিকে এ বিষয়ে গত বছরের ৯ মে রোববার সর্বপ্রথম দৈনিক যুগান্তরে সুজানগরে ভেস্তে গেছে সুপেয় পানি প্রকল্প শীর্ষক শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয় এবং পরবর্তীতে ১১জুন একটি বেসরকারী টিভি চ্যানেলে বিষয়টির উপর একটি প্রতিবেদন প্রচারিত হলে বিষয়টি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। পরবর্তীতে পাবনার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তৎকালীন নির্বাহী প্রকৌশলী এবং বর্তমানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর,খুলনা সার্কেল খুলনার তত্ত্বাবধায়ক প্রকৌশলী জামানুর রহমানের বিরুদ্ধে প্রকল্পের কাজ সমাপ্ত না করেই সমস্ত টাকা উত্তোলনসহ ব্যাপক অনিয়ম,দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়। এবছরের গত ১৯ জুলাই ৪৬.০০.০০০০.০৮৩.২৭.০০৫.২২-৩৭৩ নং স্মারকে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ পাস-১ শাখার উপ সচিব পঙ্কজ ঘোষ স্বাক্ষরিত পত্রের মাধ্যমে জানা যায়, স্থানীয় সরকার বিভাগের যুগ্নসচিব(পাস অধিশাখা) মো.জসিম উদ্দিনকে আহবায়ক,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(প্রধান প্রকৌশলী,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক মনোনীত একজনকে সদস্য এবং স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব(পাস-২) এ.কে এম সাইফুল আলমকে সদস্য সচিব করে ওই কমিটি গঠন করা হয়। ৩১ জুলাই রবিবার ওই তিন সদস্য বিশিষ্ট কমিটি পাবনার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তৎকালীন নির্বাহী প্রকৌশলী এবং বর্তমানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর,খুলনা সার্কেল খুলনার তত্ত্বাবধায়ক প্রকৌশলী জামানুর রহমানের বিরুদ্ধে অভিযোগের সরেজমিন তদন্তে সুজানগর পৌরসভায় আসেন এবং প্রাথমিক তদন্তে এর সত্যতা পান। এদিকে সুপেয় পানি বি ত সুজানগর পৌর এলাকার বাসিন্দারা এ প্রকল্পের টাকা আত্মসাৎকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • সুজানগরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

    সুজানগরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

    এম এ আলিম রিপন ঃ সুজানগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট বালক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ বালিকা জাতীয় ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে রবিবার এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্তার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। উপজেলা নির্বাহী অফিসার মো. রওশন আলীর সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আখতারুজ্জামান জর্জ এর স ালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন থানা অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল হাননান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার। অনুষ্ঠানে থানার ওসি(তদন্ত) রাজেশ চক্রবর্তী, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আজিজুর রহমান,বিধান চন্দ্র ঘোষ, কৃষœ চন্দ্র সরকার, শওকত আলী, মুশতাক আহমেদ,বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, উপজেলা আওয়ামীলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, উপজেলা আওয়ামীলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা, সুজানগর পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, সুজানগর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রকিবুল হক, চরভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) ফেরদৌসী সুলতানা লিজা, নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান,সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন আলী তার বক্তব্যে বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরীদের ক্রীড়া চর্চায় উদ্বুদ্ধকরণ ও শারীরিক,মানসিক ও নান্দনিক বিকাশ,প্রতিযোগীতার মাধ্যমে মনোবল বৃদ্ধি এবং মাদকাশক্তি,জঙ্গিবাদসহ সকল ধরণের অসামাজিক কার্যকলাপ থেকে বিরত রাখার লক্ষ্যেই এ আয়োজন করেছে সরকার। বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ বালিকা জাতীয় ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ে ফাইনাল খেলায় উপজেলার চরভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে টাইব্রেকারে ১-০ গোলে পরাজিত করে উপজেলার নারায়ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে । এবং দিনের অপর খেলা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট বালক প্রতিযোগিতায় প্রতিপক্ষ দল মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহন না করায় বিনা প্রতিদ্বন্দিতায় চরভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট বালক জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহন না করার বিষয়ে জানতে চাইলে মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন এ প্রতিনিধিকে জানান আমরা বিদ্যালয়ের খেলোয়ারদের নিয়ে সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে নিরাপত্তার বিঘœ ঘটার আশঙ্কার কথা উল্লেখ করে এ বিষয়ে গত কয়েকদিন পূর্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবার খেলার মাঠ পরিবর্তন করার জন্য আবেদন জানাই। কিন্তু মাঠ পরিবর্তন না করায় বিদ্যালয় পরিচালনা কমিটি ও অভিভাবকদের পরামর্শক্রমে খেলায় অংশগ্রহন করা থেকে বিরত থাকি। এ বিষয়ে সুজানগর উপজেলা শিক্ষা অফিসার মো.আব্দুল জব্বার জানান, ওই বিদ্যালয় থেকে নিরাপত্তার বিষয় উল্লেখ করে একটি আবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আমাকে দেওয়া হয়েছিল । এবং সেই আলোকে ওই মাঠটি থানার ৫০ গজের মধ্যে হওয়া সত্ত্বেও উপজেলা প্রশাসন তাদের আবেদনের প্রেক্ষিতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তারপরও বিদ্যালয়টি খেলায় অংশগ্রহন করে নাই। খেলায় অংশগ্রহন না করার পিছনে বিদ্যালয়ের অসৎ কোন উদ্দেশ্য থাকতে পারে। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো.রওশন আলী জানান,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের মতো একটি জাতীয় পর্যায়ের খেলায় অংশগ্রহন না করাটা অত্যন্ত দুঃখজনক। খেলায় অংশগ্রহন না করায় বিষয়টি তদন্তপূর্বক ওই বিদ্যালয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা শিক্ষা অফিসারকে ইতিমধ্যে নির্দেশনা প্রদান করা হয়েছে।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • ঝিনাইদহের শৈলকুপায় একজনকে কুপিয়ে হত্যা

    ঝিনাইদহের শৈলকুপায় একজনকে কুপিয়ে হত্যা

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    শৈলকুপার সারুটিয়া ইউনিয়নের পুরাতন বাখরবা গ্রামে প্রতিপক্ষের হামলায় জানিক হোসেন (৪৮) নামে একজন খুন হয়েছেন। তিনি ওই গ্রামের ইবাদত হোসেনের ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানায় শনিবার রাতে প্রতিপক্ষরা উপর্যুপরি কুপিয়ে তাকে মৃত ভেবে ফেলে রেখে যায়। মুমূর্ষ অবস্থায় প্রথম তাকে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত দুইটা ৩০ মিনিটের দিকে মারা যায়। নিহত জানিক জুলফিকার কাইসার টিপুর সমর্থক ও একটি হত্যা মামলার আসামি। শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম জানিয়েছেন আওয়ামী লীগের দুই গ্রুপের আধিপত্য বিস্তার ও দলাদলি ঘটনার জের ধরে এই হত্যাকান্ড সংগঠিত হতে পারে। তথ্য নিয়ে জানা গেছে নিহত জানিক হোসেন কিছুদিন আগে হত্যা মামলায় জামিন পেয়ে বাড়ি আসেন।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।।

  • শেখ ফাহাদ স্মৃতি কালার টিভি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ

    শেখ ফাহাদ স্মৃতি কালার টিভি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ

    নিজস্ব প্রতিনিধি ঃ পাবনার সুজানগর উপজেলা ও আমিনপুর থানার অর্ন্তগত আহম্মদপুর ইউনিয়নের বিরাহিমপুরে শেখ ফাহাদ স্মৃতি কালার টিভি ফুটবল টুর্নামেন্টের ফাইনলা খেলা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সন্টু স্পোটিং ক্লাবের আয়োজনে বিরাহিমপুর কমিউনিটি মাঠে রবিবার এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সফল সহ-সম্পাদক ও বর্তমানে বাংলাদেশ আওয়ামীলীগ তথ্য ও গবেষনা উপ কমিটির সদস্য কামরুজ্জামান উজ্জল। ইঞ্জিনিয়ার শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ সুজানগর উপজেলা শাখার সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল ওহাব, বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আমিনপুর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বাবু, আমিনপুর থানা অফিসার ইনচার্জ(ওসি) রওশন আলী,আহম্মদপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন মিয়া ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ সুজানগর উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জল হোসেন তোফা। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন দুলাই ইউপি চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগ সুজানগর উপজেলা শাখার সাবেক সিনিয়র সহ সভাপতি সিরাজুল ইসলাম শাহজাহান, সাগরকান্দি ইউপি চেয়ারম্যান ও আমিনপুর থানা আওয়ামীলীগের সহ সভাপতি শাহীন চৌধুরী, তাঁতীবন্দ ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি আব্দুল মতিন মৃধা, আহম্মদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামছুর রহমান ও রাণীনগর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জিএম তৌফিকুল আলম পিযুষ। অন্যান্যদের মাঝে বক্তব্য দেন রুপপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হাশেম উজ্জল, ঢালারচর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন , সুজানগর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ মিলন, সুজানগর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল ও সাধারণ সম্পাদক শেখ তুষার প্রমুখ। ফাইনাল খেলায় সাঁথিয়া উপজেলার গোপালপুর ফুটবল একাদশকে টাইব্রেকাওে ১-০ গোলে পরাজিত করে বেড়া উপজেলার নয়াবাড়ী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সফল সহ-সম্পাদক ও বর্তমানে বাংলাদেশ আওয়ামীলীগ তথ্য ও গবেষনা উপ কমিটির সদস্য কামরুজ্জামান উজ্জল সহ অন্যান্য অতিথিবৃন্দ।

    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • সুজানগর উপজেলা আ.লীগের সভাপতি আব্দুল ওহাবকে সংবর্ধনা প্রদান

    সুজানগর উপজেলা আ.লীগের সভাপতি আব্দুল ওহাবকে সংবর্ধনা প্রদান

    নিজস্ব প্রতিনিধি ঃ বাংলাদেশ আওয়ামীলীগ সুজানগর উপজেলা শাখার আলহাজ্ব আব্দুল ওহাব পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলার মানিকহাট ইউনিয়নের পাঁচ ও ছয় নং ওয়ার্ড আওয়ামীলীগের পক্ষ থেকে তাকে এ গণসংবর্ধনা প্রদান করা হয়। স্থানীয় আওয়ামীলীগ নেতা হেদায়েতুল ইসলাম সিকদারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সফল সহ-সম্পাদক ও বর্তমানে বাংলাদেশ আওয়ামীলীগ তথ্য ও গবেষনা উপ কমিটির সদস্য কামরুজ্জামান উজ্জল, সংবর্ধিত বাংলাদেশ আওয়ামীলীগ সুজানগর উপজেলা শাখার সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল ওহাব, মানিকহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শফিউল ইসলাম,আহম্মদপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন মিয়া, দুলাই ইউপি চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগ সুজানগর উপজেলা শাখার সাবেক সিনিয়র সহ সভাপতি সিরাজুল ইসলাম শাহজাহান, সাগরকান্দি ইউপি চেয়ারম্যান ও আমিনপুর থানা আওয়ামীলীগের সহ সভাপতি শাহীন চৌধুরী, তাঁতীবন্দ ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি আব্দুল মতিন মৃধা, বাংলাদেশ আওয়ামী যুবলীগ সুজানগর উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জল হোসেন তোফা ,রাণীনগর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জিএম তৌফিকুল আলম পিযুষ, ভাঁয়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমিন উদ্দিন, সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন,মানিকহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডাঃ মজিবর রহমান, রুপপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হাশেম উজ্জল, ঢালারচর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন,সুজানগর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ মিলন, স্থানীয় আ,লীগ নেতা পিন্টু, সাইদ, সুজানগর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল ও সাধারণ সম্পাদক শেখ তুষার প্রমুখ।

    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।