Category: দেশজুড়ে

  • নওগাঁয় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে আলোচনাসভা জাতিরন পিতাকে হত্যার মধ্যে দিয়ে গণতন্ত্রকে হত্যা এবং সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করা হয়েছিল-খাদ্যমন্ত্রী

    নওগাঁয় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে আলোচনাসভা জাতিরন পিতাকে হত্যার মধ্যে দিয়ে গণতন্ত্রকে হত্যা এবং সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করা হয়েছিল-খাদ্যমন্ত্রী

    রওশন আরা শিলা,নওগাঁ প্রতিনিধি : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এবং তাঁরই নির্দেশে ১৯৭১ সালে অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের মুক্তির জন্য এ দেশের আপামর জনগন মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। স্বাধীন সার্বভোম বাংলাদেশ গঠিত হওয়ার পর সেই আলোকে পবিত্র সংবিধানে ধর্মনিরপেক্ষতার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্যে দিয়ে একদিকে যেমন গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল অন্যদিকে দেশ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা হয়েছে। দেশে উগ্রবাদী সন্ত্রাসী শক্তির প্রকাশ ঘটতে শুরু হয়েছে। পরবর্তীতে ২০০৮ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যার নেতৃত্বে পুনরায় বাংলাদেশে সরকার গঠিত হলে দেশ থেকে উগ্রবাদী সন্ত্রাসীদের কঠোর হাতে দমন করা হয়। তারপরও দেশে মাঝে মাঝে উগ্রবাদি শক্তি ম্থাাচারা দিয়ে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দেয়ার প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

    খাদ্যমন্ত্রী শনিবার বিকাল ৫টায় নওগাঁ শহরের কালিতলা এলাকায় শ্রী শ্রী বুড়া কালিমাতা মন্ডপ প্রাঙ্গনে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন।

    হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্ট নওগাঁ জেলা আয়োজিত এ আলোচনাসভায় সভাপতিত্ব করেন সরকারের উপ-সচিব অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায় । অন্যান্যের মধ্যে আলোচনা করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন, পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্টের ট্রাষ্টি তপন কুমার সেন, নওগাঁ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নির্মলকৃষ্ণ সাহা, সাধারন সম্পাদক বিভাষ মজুমদার গোপাল, জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের আহবায়ক পিযুষ কুমার সরকার, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী পরিচালক সাথী মজুমদ্রা, নওগাঁ সেবাশ্রম সংঘের অধ্যক্ষ স্বামী দিগবিজয়ানন্দজী মহারাজ এবং শ্রী শ্রী বুড়া কালিমাতা পূজা মন্ডপ কমিটির সভাপতি নিরোদবরন সাহা চন্দন।

    খাদ্যমন্ত্রী আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বলে এখনও দেশে সকল ধর্মের মানুষ নিরাপদে তাঁদের ধর্মীয় আচার অনুষ্ঠান সুষ্ঠুভাবে পালন করতে পারছেন। তিনি আছেন বলেই এখনও দেশের সর্বত্রই খোলা মাঠে খোলা জায়গায় স্বারম্ভরে সারাদেশে দূর্গা উৎসব উদযাপিত হয়ে আসছে। অথচ এক সময় এমন অবস্থা ছিলনা।

    দেশে চরম উগ্রবাদ, বাংলাভাই জেএমবি’র মত উগ্র সাম্প্রদায়িকতার সৃষ্টি হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ যেমন কংসদের হত্যা করে সমাজে শান্তি প্রতিষ্ঠিত করেছিলেন। ঠিক তেমনই প্রধথানমন্ত্রী শেখ হাসিনা এসব উগ্রবাদ এবং বাংলাভাইদের কঠোরহাতে দমন করে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত করেছেন।

    মন্ত্রী বলেন বর্তমানে একটি মহল সরকারের বিরুদ্ধে নানামুখি গুজব রটিয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে সাধারন মানুষকে বিভ্রান্ত করার প্রয়াস চালাচ্ছে। তিনি সর্বক্ষেত্রে উন্নয়নের কথা তুলে ধরে দেশের মানুষকে ঐসব কুচক্রীমহল থেকে সচেতন থাকার আহবান জানান। #
    রওশন আরা পারভীন শিলা
    নওগাঁ জেলা প্রতিনিধি

  • সুজানগরে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত

    সুজানগরে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত

    সুজানগর(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সুজানগরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা মহিলা দলের উদ্যোগে স্থানীয় মানিকদীরে অনুষ্ঠিত মহিলা দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি পূর্ণিমা ইসলাম। উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি হাজারী লুৎফুন নাহারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মেহেরুন নেছা শাহজাহান। অন্যদের মাঝে বক্তব্য দেন জেলা মহিলা দলের যুগ্ন সাধারণ সম্পাদক নাসরিন পারভিন মুক্তি,সাংগঠনিক সম্পাদক ফারহানা আক্তার নাজ, উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, পৌর যুবদলের সদস্য সচিব ফজলুল হক, জেলা মহিলা দলের সহ সাংগঠনিক সম্পাদক শারমিন আক্তার, সমাজ কল্যাণ সম্পাদক লাভলী আক্তার,সদস্য কোহিনূর হাজারী, সুর্বণা হালিম ,আসমা খাতুন, শিমু ,আয়শা খাতুন, লিপি খাতুন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুজাউদ্দিন সুজা ও সদস্য সচিব বিপুল প্রাং প্রমুখ। সভায় বক্তারা দ্রব্য মূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী জানান। এছাড়া আগামী দিনে সরকার বিরোধী আন্দোলন বেগবান করতে মহিলা দলের নেতাকর্মীদের শক্তিশালী এবং ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান নেতৃবৃন্দ। সভায় উপজেলা,পৌর ও ইউনিয়ন মহিলা দলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • আশুলিয়ায় নুর মোহাম্মদ নামের এই ছেলেটি হারিয়েছে!

    আশুলিয়ায় নুর মোহাম্মদ নামের এই ছেলেটি হারিয়েছে!

    নিজস্ব প্রতিনিধিঃ ঢাকার আশুলিয়ার বলিভদ্র এলাকার মধুপুর ২য় তলা মসজিদের পাশের বাসা থেকে গত ২৭ আগস্ট ২০২২ইং সকাল ১১টার দিকে নুর মোহাম্মদ (০৯) হারিয়েছে। কোনো ব্যক্তি এই ছেলেটির সন্ধান পেলে দয়া করে তার বাবা মোঃ সোহাগ হোসেন ও মা এবং মামার মোবাইল নাম্বারে যোগাযোগ করুন। মামা ০১৭৪৩১৭৬১৯২, বাবা-০১৮৯৩৪৪৯৯৫২, মা-০১৮৭০২৪৯৯৩৪।

  • নড়াইলের নবাগত এসপি সাদিরা খাতুনের  মতবিনিময় সভা। থানা হবে দালাল মুক্ত

    নড়াইলের নবাগত এসপি সাদিরা খাতুনের মতবিনিময় সভা। থানা হবে দালাল মুক্ত

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলে নবাগত পুলিশ সুপার (এসপি) সাদিরা খাতুন বলেছেন, পুলিশ সুপারের কার্যালয় (এসপি অফিস), নড়াইল জেলার চারটি থানা হবে নির্যাতিত মানুষের আস্থার জায়গা, থানা থেকে সেবা না পেয়ে কেউ যেন ফিরে না যায় সেদিকে সকলকে সতর্ক থাকার নির্দেশ দেন। পুলিশ সুপার বলেন, থানা হবে দালাল মুক্ত। পুলিশ তদন্ত কেন্দ্র এবং পুলিশ ফাঁড়ি থাকবে সকলের জন্য উন্মুক্ত। রবিবার (২৮ আগস্ট) দুপুরে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনে নড়াইল জেলার সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। পুলিশ সুপার আরো বলেন, পুলিশ কর্মকর্তা হিসাবে মানুষের জন্য সেবা করার অন্যতম স্থান হলো থানা। কোন কাজের জন্য অপনাদেরও কোন দালের কাছে যাওয়ার দরকার নেই। সমস্যা হলে সরাসরি থানায় চলে আসুন পুলিশ সেবা না দিলে আমাকে জানান। যে কোন বিষয়ে সুনির্দিষ্ট তথ্য থাকলে আমাকে দিন আমি ব্যবস্থা নিবো।
    মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রিয়াজুল ইসলামের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) এস এম কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দোলন মিয়াসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ। মতবিনিময় সভায় জেলার কর্মরত প্রিন্ট ও অনলাইনের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

  • ময়মনসিংহে জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে ভোটারদের আস্থাভাজন প্রার্থী আরজুনা কবীর

    ময়মনসিংহে জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে ভোটারদের আস্থাভাজন প্রার্থী আরজুনা কবীর

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    আগামী ১৭ই অক্টোবর ২০২২ইং তারিখে দেশের ৬১ জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা পরিষদে নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে সকল প্রার্থীরা ইতিমধ্যে শুরু করে দিয়েছে গণসংযোগ।

    ময়মনসিংহ জেলা পরিষদের (সদর,তারাকান্দা, গৌরীপুর ) সদস্য পদে পদপ্রার্থী হিসাবে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটারদের দ্বারেদ্বারে যাচ্ছেন সদস্য বিদায়ী জেলা পরিষদ সদস্য আরজুনা কবীর। তিনি সদস্য থাকাকালিন সময়ে নিজ নির্বাচনী এলাকার মসজিদ, মন্দির, ঈদগাহ, স্কুল-কলেজসহ এলাকাবাসীর উন্নয়নের জন্য অনেক কাজ করেছেন। যে কারণে আসন্ন নির্বাচনে আবারও তাকে নির্বাচিত করতে ঐক্যবদ্ধ ভোটাররা।

    এছাড়াও এর আগে একবার সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে দায়িত্বে থাকাবস্তায় তিনি সর্বদায় মানুষের পাশে থাকায় সমগ্র জেলায় আরজুনা কবীরের রয়েছে ব্যাপক সুনাম। দুস্থ ছাত্র-ছাত্রীদের বিনা মূল্যে বই,গরীব-দুঃখীদের সহযোগীতা হাত বাড়িয়ে দিয়ে সাহায্য-সহযোগিতা পরায়ন মানুষ হিসাবে সুনাম কুড়িয়েছেন আরজুনা কবির। তাছাড়া আরজুনা কবির এর শশুর আব্দুল কাদির (কাদু চেয়ারম্যান) ময়মনসিংহের একজন সনামধন্য ব্যক্তি।যার অনেক গুণাবলি রয়েছে।জেলাব্যাপী সকলেই তাকে চিনেন।যিনি সদর উপজেলার সাবের বয়ড়া ও কেওয়াটখালী ইউনিয়নের তিনবারের নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন। শাশুড়ী রোকসান কাদের ১৩নং বয়ড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক। স্বামী হুমায়ূন কবির ভুট্টো ১৯৯৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত ১৩নং বয়ড়া ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ও সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে এবং ১৯৯৭ থেকে ২০০৩ সাল পর্যন্ত সদর উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সাবেক সদস্য ছিলেন।

    জেলা পরিষদে গত মেয়াদে সদস্য থাকাকালীন সময়ে আরজুনা কবির তার নিজ এলাকায় অনেক উন্নয়ন মুলক কাজ করেছেন। একাধিক ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের কাছে জানতে চাইলে তারা বলেন, আরজুনা কবির একজন সৎ ও পরোপকারী মানুষ। তিনি আমাদের ইউনিয়নের জন্য জেলা পরিষদের পক্ষ হতে অনেক উন্নয়নমুলক কাজ করেছেন। আমরা আবারও তাকে জেলা পরিষদের সদস্য হিসাবে দেখতে চাই।

  • বানারীপাড়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

    বানারীপাড়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    বানারীপাড়ার কৃতি শিক্ষার্থী সাদিয়া আফরিন হারিসার মেডিকেলে পড়ার খরচ দেওয়ার ঘোষনা দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন ও হারিছাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী ভ্যান চালকের কন্যা হারিছার লেখা পড়ার খরচ মেটাতে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা তহবিল থেকে প্রতিমাসে ১০ হাজার টাকা করে দেওয়ার ঘোষনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রোববার সকালে বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ উপলক্ষে বিদ্যালয় কর্তৃপক্ষ ও এলাকাবাসীর পক্ষ থেকে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম। প্রধান শিক্ষক আবু বকার ছিদ্দিকের সভাপতিত্বে বক্তৃতা করেন, বানারীপাড়া পৌর আওয়ামীলীগের সভাপতি সুব্রত লাল কুন্ড, সাংবাদিক কলামিষ্ট সোহেল সানি, বিটিভির সাংবাদিক সুজন হালদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ারুল আজিম, সংবর্ধিত মেডিকেল ছাত্রী সাদিয়া আফরিন হারিছা প্রমুখ।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।

  • শালিখায় প্রাইম ব্যাংকের কৃষি লোনের উপর উঠান বৈঠক অনুষ্ঠিত

    শালিখায় প্রাইম ব্যাংকের কৃষি লোনের উপর উঠান বৈঠক অনুষ্ঠিত

    এইচ,এম রাজিব।

    মাগুরা শালিখা উপজেলার প্রাইম ব্যাংকের আড় পাড়া শাখায় কৃষি লোনের উপর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১০টার সময় আড়পাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর সামনে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। প্রাইম এজেন্ট ব্যাংকিং আড়পাড়া শাখার প্রোপাইটার মোঃ শহীদুজ্জামান শহীদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমরান নাজির প্রাইম এজেন্ট ব্যাংকিং খুলনা বিভাগীয় প্রধান৷ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সেলিম রেজা আড়পাড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক, মোঃ মুস্তাক মুন্সী আড়পাড়া প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিক ম্যানেজার প্রমূখ৷ এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা প্রাইম ব্যাংক শাখার গ্রাহকরা।

    প্রধান অতিথির বক্তব্যে ইমরান নাজির বলেন,এই প্রথম আড়পাড়াতে প্রাইম ব্যাংক নিয়ে এলো সবচেয়ে কম সময়ে সম্পুর্ন ডিজিটাল পদ্ধতির মাধ্যমে কৃষিজীবীদের জন্য এগ্রি লোন- কৃষক। এখন খুব সহজে প্রাইম ব্যাংকের যেকোনো এজেন্ট ব্যাংকিং আউটলেট থেকেই পাওয়া যাবে এই সুবিধা। বিভিন্ন ফসল, শাকসবজি, ফল ইত্যাদি উৎপাদনের লক্ষ্যে জমি চাষ,সার, কীটনাশক,সেচ,বীজ ইত্যাদি খরচ বহন জন্য কৃষক এবং বর্গা চাষীদের জন্য এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে অর্থায়ন। আপনারা আমাদের এজেন্ট ব্যাংকে আসবেন এবং একটা একাউন্ট খুলে লেনদেন করবেন৷ আপনাদের কাছে এটাই আমাদের চাওয়া পাওয়া।

    এজেন্ট ব্যাংকিং এর প্রোপাইটার শহীদুজ্জামান শহীদ বলেন, আমরা কৃষকের দুঃখ কষ্টের পাশে থাকতে চাই। এই এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে কৃষকদের এগ্রি লোন দেওয়া হবে। এই লোন হবে খুবই সীমিত।আপনারা আপনাদের কাগজপত্র নিয়ে আমাদের এজেন্ট ব্যাংকিং শাখায় আসবেন৷ আমরা আপনাদের লোন দিব। এই লোন পাবে যে সকল কৃষক তাদের মধ্যে এই গুণাবলি থাকতে হবে ৷ যেকোনো প্রকৃত কৃষক বয়স ২৫-৬০ বছরের মধ্যে৷ লোনের মেয়াদ শেষ হওয়ার সময় লোন গ্রহীতার বয়স অনুর্ধ ৬০ হতে হবে৷ স্থায়ীভাবে এজেন্ট আউটলেটের এলাকার মধ্যে বসবাসকারী অন্যান্য নিয়ম অনুযায়ী যা প্রযোজ্য। তিনি আরো বলেন,
    ব্যাবসায়ীদের জন্য সবচেয়ে কম সময়ে সম্পুর্ন ডিজিটাল পদ্ধতির মাধ্যমে ব্যবসায়ী উদ্যোক্তাদের জন্য এমএসএমই লোন দেওয়া হবে। এখন খুব সহজে প্রাইম ব্যাংকের যেকোনো এজেন্ট ব্যাংকিং আউটলেট থেকেই পাওয়া যাবে এই লোন সুবিধা।

  • নতুন ভোটার হালনাগাদ শুরু হয়েছে

    নতুন ভোটার হালনাগাদ শুরু হয়েছে

    মিলন মিয়া ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি:
    ক্ষেতলাল উপজেলা বড়তারা ইউনিয়ন পরিষদ নতুন ভোটার হালনাগাদ শুরু হয়েছে।
    প্রথম দিন ১ ২ ৩ নং ওয়ার্ড বাসি নতুন ভোটার হালনাগাদ শুরু হয়েছে।
    দেশের নাগরিক হিসেবে নিজেকে গড়ায় বিভিন্ন গ্ৰাম থেকে ছুটে আসেন, অনেক তরুণ তরুণী।
    তারা বলেন আমরা এই দেশের নাগরিক হিসেবে নিজেকে পরিচয় দিতে পারাই আমার ভীষণ খুশি।
    নির্বাচন কমিশন বলেন আজকের মত আমাদের কাজ শেষ।
    বিগত দুদিন আমরা ৪ ৫ ৬ ৭ ৮ ৯ নং ওয়ার্ড কাজ শেষ করবো।
    অত্র ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন জানান নতুন ভোটার হালনাগাদ সুষ্ঠু শান্তিপূর্ণ ভাবে পরিচালনা করছি।
    তিনি আরো বলেন শৃঙ্খলা বজায় রাখতে অত্র ইউনিয়ন পরিষদে গ্ৰাম পুলিশ ও আনসার সদস্যরা কাজ করছেন।
    প্রথমদিন অনেক বড় লাইনে দাঁড়িয়ে তরুণ তরুণীরা ভোটার হালনাগাদ ও ছবি তোলার জন্য দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
    চেয়ারম্যান বোরহান উদ্দিন বলেন এই তরুণ তরুণীরা আগামী দিনের ভবিষ্যৎ।
    সেখানে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান সহ ৯ ইউনিয়নের পুরুষ ও মহিলা মেম্বাররা।
    তারা দৈনিক নতুনবাজার পত্রিকা প্রতিনিধিকে জানান আমরা এই তিন দিনে , ভোটার হালনাগাদ কাজ শেষ করবো।
    সেখানে গিয়ে দেখা যায়, লম্বা লাইনে দাঁড়িয়ে থাকা তরুণ তরুণীরা বলেন, হয়তো এই গরমের মাঝে দাঁড়িয়ে থাকা একটু কষ্টদায়ক তবু ও আমরা অনেক খুশি,
    বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে পরিচয় দিতে পারাই।

  • কাজে যোগ দিয়েছেন হবিগঞ্জের চা-শ্রমিকেরা

    কাজে যোগ দিয়েছেন হবিগঞ্জের চা-শ্রমিকেরা

    হবিগঞ্জ প্রতিনিধি।।
    ১৯ দিনের ধর্মঘটের পর রোববার (২৮ আগস্ট) থেকে কাজে যোগ দিয়েছেন হবিগঞ্জের চা-শ্রমিকেরা।

    গতকাল শনিবার বিকেলে প্রধানমন্ত্রী দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করে দেওয়ার পর আজ রোববার (২৮ আগস্ট) সকালে কাজে ফেরেন হবিগঞ্জের একটি বাগানের চা-শ্রমিকেরা।

    এদিন সকাল সাড়ে ৯টায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার লস্করপুর চা-বাগানে গিয়ে দেখা যায় শ্রমিকেরা সবাই কাজে যোগ দিয়েছেন। হবিগঞ্জে মোত চা বাগানের সংখ্যা ২৩টি।

    স্থানীয় শ্রমিক নেতা সাধন সাঁওতাল বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা মজুরি বৃদ্ধির আন্দোলন করেছি। শুরু থেকেই প্রধানমন্ত্রীর ঘোষণার জন্য অপেক্ষায় থাকার পর গতকাল শনিবার আমাদের নতুন মজুরি নির্ধারণ করা হয়েছে। তাই আজ থেকে কাজে যোগ দিলাম।’

    বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু-দলই ভ্যালির সভাপতি ধনা বাউরি বলেন, ‘দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত সবাই মেনে নিয়েছে। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সাধারণ চা শ্রমিকেরা আজ রবিবার থেকে কাজে যোগ দিয়েছে। আমাদের ভ্যালির অন্তর্গত ২৩ চা বাগানের পঞ্চায়েত নেতৃবৃন্দকেও শ্রমিকদের কাজে যোগদানের বিষয়টি জানানো হয়েছে।’

  • লালমনিরহাটে মোটরসাইকেল ও গাঁজাসহ গ্রেফতার এক

    লালমনিরহাটে মোটরসাইকেল ও গাঁজাসহ গ্রেফতার এক

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।

    লালমনিরহাটের সদর থানার বিশেষ অভিযান চালিয়ে গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপাড়া মৌজাস্থ তিস্তা টোলপ্লাজা এলাকায় হতে মোটরসাইকেল ও গাঁজাসহ ১জন কে গ্রেফতার করেন লালমনিরহাট সদর থানার পুলিশ।

    লালমনিরহাটের সদর থানার অফিসার ইনচার্জ ওসি এরশাদুল আলম, এর নেতৃত্বে এস আই/মোঃ মশিউর রহমান,ও সঙ্গীয় ফোর্স সহ লালমনিরহাট সদর থানাধীন গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপাড়া মৌজাস্থ তিস্তা টোলপ্লাজা এলাকায় কুড়িগ্রাম হইতে রংপুরগামী মহাসড়কের উপর হইতে মোঃ সরওয়ার জাহান সাগর,এর হেফাজতে থাকা ০২(দুই) কেজি ১০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি ডায়াং রানার মোটর সাইকেল সহ হাতেনাতে গ্রেফতার করেন।

    গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় একটি মামলা হয় -মামলা নং-৪৯ ধারা – ৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়।

    লালমনিরহাটের সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল আলম,জানান গোপন সংবাদের ভিত্তিতে গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপাড়া মৌজাস্থ তিস্তা টোলপ্লাজা এলাকায় হতে মোটরসাইকেল ও গাঁজাসহ ১জন কে গ্রেফতার করেন লালমনিরহাট সদর থানার পুলিশ।

    হাসমত উল্ল্যাহ।।