Category: দেশজুড়ে

  • ত্রিশালের বইলরে সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত

    ত্রিশালের বইলরে সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে-থাকবো মোরা এক আবেশে’’ এই প্রতিপাদ্যে সর্বস্তরের অংশগ্রহনে এক সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১১সেপ্টেম্বর দুপুরে ত্রিশাল উপজেলার বইলর ইউনিয়ন পরিষদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

    এ উপলক্ষে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি সচিব জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায়, ইউপি চেয়ারম্যান খন্দকার মশিহুর রহমান শাহানশাহ এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বৈলর ইউনিয়ন আওয়ামীলীগ এর সিনিয়র নেতৃবৃ্ন্দ, ইউপি সকল সদস্যবৃন্দ, মহিলা সদস্যবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা, বৈলর ইউনিয়ন ছাত্রলীগ, গীর্জা/মন্দিরের প্রতিনিধি, সমাজের গন্যমান্য ব্যক্তবর্গ, নারী প্রতিনিধি, মসজিদের ইমাম, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ও কমিটির সকল সদস্যবৃন্দ।

    এসময় বক্তারা বলেন, পরিকল্পিত ভাবে দেশের উন্নয়নের ধারাকে নষ্ট করতে এবং ইউনিয়নের সুনাম বিনষ্ট করতে কাউকেই সুযোগ দেয়া হবে না। এদেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান একে অপরের পরিপূরক। কিন্তু একটি মহল এই সম্প্রীতিকে নষ্ট করতে মরিয়া হয়ে উঠেছে। এলাকায় সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার মাধ্যমে ওইসকল জনগনকে প্রতিহত করতে সকলকে এক হয়ে কাজ করার আহবান জানানোসহ কমিটির সকল সদস্যবৃন্দ ইউনিয়ন পর্যায়ে সামাজিক- সম্প্রীতি সমাবেশ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

  • ময়মনসিংহে পাঁচ দফা দাবিতে পিআইও’ মনিরুল হক ফারুক রেজার কর্মবিরতি

    ময়মনসিংহে পাঁচ দফা দাবিতে পিআইও’ মনিরুল হক ফারুক রেজার কর্মবিরতি

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সারাদেশের ন্যায় জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে সোমবার (১২ সেপ্টেম্বর) থেকে চার দিনব্যাপী অর্ধদিবস কর্মবিরতি শুরু করেছেন ময়মনসিংহের সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও মনিরুল হক ফারুক রেজা সহ কর্মরত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তারাধীন সংযুক্ত কর্মকর্তা-কর্মচারি কল্যাণ পরিষদের ডাকে এ কর্মবিরতি পালন করে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

    খোঁজ নিয়ে জানা যায়, দাবি আদায়ের লক্ষ্যে ময়মনসিংহে জেলা সদর সহ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার (ডিআরআরও) কার্যালয় ও সকল উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারিরা কর্মসূচির প্রথম দিন সোমবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করে।

    ১২সেপ্টেম্বর সকাল ১০টার দিকে ময়মনসিংহ জেলার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ভবনের সামনে দাবি সংবলিত ব্যানার টাঙিয়ে তার পাশে উপজেলা পিআইও ও তাঁর কার্যালয়ের কয়েকজন কর্মচারী বসে কর্মবিতরিতে অবস্থান নিয়েছেন।

    উপজেলা প্রকল্পবাস্তবায়ন কার্যালয়ে অবস্থান নিয়ে সদর উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুল হক ফারুক রেজা বলেন, তাঁর অফিসে অন্তত ১১ জন জনবল প্রয়োজন। কিন্তু তাঁরা সেখানে বর্তমানে মাত্র দুই থেকে তিনজন দিয়ে কাজ চালাচ্ছে। প্রায় একই অবস্থা জেলার অন্য প্রায় সবকটি উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে। জনবল সংকট সমস্যার সমাধান ছাড়াও তাঁদের অন্যতম দাবি হচ্ছে, দুযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তরে বিভিন্ন দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের পদ ও বেতন গ্রেড উন্নীতকরণ করা। চার দিনব্যাপী অর্ধদিবস কর্মবিরতি কর্মসূচি আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে।

    পাঁচ দফা দাবিতে উল্লেখ করা হয়, দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২-এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার (ডিআরআরও) পদ আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ের মতো দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারিদের পদনাম পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূন্যপদ পদোন্নতি/চলতি দ্বায়িত্ব/নিয়োগের মাধ্যমে পূরণ।

    আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানিয়ে সদর উপজেলার পিআইও মনিরুল হক ফারুক রেজা জানান বৃহস্পতিবার অর্ধদিবস কর্মবিরতি শেষে দাবী আদায়ের লক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসক মহোদয় এর মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।

  • রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জনসহ ৬২ জনের মনোনয়ন পত্র সংগ্রহ

    রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জনসহ ৬২ জনের মনোনয়ন পত্র সংগ্রহ

    মোঃ হায়দার আলী রাজশাহী থেকে : সারাদেশের মত রাজশাহীতে বিএনপিসহ অন্য রাজনৈতিক দলগুলো মাঠে না থাকা, দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ গ্রহন না করায় আওয়ামী লীগের দলীয় মনোনয়নের আশায় রীতিমতো মুখিয়ে ছিলেন প্রার্থীরা। ফাঁকা মাঠে গোল দিতেই প্রার্থীর এতটা ছড়াছড়ি। এছাড়া এই নির্বাচনে যারা ভোটার, স্থানীয় সরকারের সেই জনপ্রতিনিধিদের বেশির ভাগই আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক। ফলে ‘দলীয় সমর্থন পেলেই বিজয় নিশ্চিত’ এমনটা ধরেই প্রস্তুতি নিচ্ছেন মনোনয়ন প্রত্যাশীরা। সব মিলিয়ে দলীয় প্রতীকে নির্বাচন না হলেও দলের সমর্থনই মুখ্য হয়ে উঠেছে। কেউ কাউকে ছাড় দিতে চাই না, একজন অন্য জনকে সাইজ করতে মরিয়া হয়ে উঠেছে। নেতা কর্মী সমর্থকদের নিয়ে প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন।

    রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজনসহ ৬২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে নয়টি সাধারণ সদস্য পদে ৪০ জন ও তিনটি সংরক্ষিত নারী সদস্য পদে ১৯ জন। সোমবার পর্যন্ত জেলা নির্বাচন কার্যালয় থেকে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
    চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও আওয়ামী লীগের মনোনিত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, জেলা পরিষদের বর্তমান প্রশাসক ও আওয়ামী লীগের প্রবীন নেতা মোহাম্মদ আলী সরকার এবং পবা উপজেলার বড়গাছি এলাকার আফজাল হোসেন।

    এদের মধ্যে মোহাম্মদ আলী সরকার দলীয় সিদ্ধান্ত অমান্য করে মনোনয়ন তুলেছেন। বিদ্রোহী প্রার্থী হিসেবে তিনি নির্বাচন করবেন। গত বারও দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন। তিনি ভোট পেয়েছিলেন ৭৪২ এবং আওয়ামী লীগ মনোনিত তার একমাত্র প্রতিদ্বন্দ্বি প্রার্থী মরহুম মাহবুব জামান ভুলু ভোট পেয়েছিলেন ৪১৫।

    রাজশাহীর বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী সরকার বর্তমানে জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করছেন। তিনি নগরীর ১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের আগের কমিটির সদস্য ছিলেন তিনি।
    গত শনিবার জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ঘোষণা করা হয়। এতে রাজশাহীতে দলীয় মনোনয়ন পান প্রবীন আওয়ামী লীগ নেতা ও মহানগরের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। তিনিসহ এবার ১০ জন আওয়ামী লীগ নেতা দলীয় মনোনয়নের জন্য আবেদন করেছিলেন।

    মীর ইকবাল নিজেও বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সন্তান। দলের জাতীয় পরিষদের এই সদস্য ১৬ বছর রাজশাহী নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও ২০০৪ সাল থেকে তিনি সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
    জেলা পরিষদ নির্বাচনের সহকারি রিটানিং অফিসার শহিদুল ইসলাম জানান, সোমবার বিকেল ৩টা পর্যন্ত চেয়ারম্যান পদে তিনজন, নয়টি সাধারণ সদস্য পদে ৪০ জন এবং তিনটি সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর বিকেল ৩টার মধ্যে তাদের মনোনয়নপত্র দাখিল করতে হবে।

    তিনি জানান, মনোনয়নপত্র সংগ্রহকারিদের মধ্যে সংরক্ষিত নারী সদস্যের ১ নং ওয়ার্ডে (গোদাগাড়ী, তানোর, পবা, সিটি করপোরেশন) চারজন, ২ নং ওয়ার্ডে (মোহনপুর, বাগমারা, দুর্গাপুর) সাতজন এবং ৩ নং ওয়ার্ডে (পুঠিয়া, চারঘাট, বাঘা) আটজন।
    অপরদিকে, সাধারণ সদস্যের ১নং ওয়ার্ডে (গোদাগাড়ী) তিনজন, ২নং ওয়ার্ডে (তানোর) তিনজন, ৩নং ওয়ার্ডে (পবা-সিটি) পাঁচজন, ৪নং ওয়ার্ডে (মোহনপুর) তিনজন, ৫নং ওয়ার্ড (দুর্গাপুর) আটজন, ৬নং ওয়ার্ড (বাগমারা) পাঁচজন, ৭নং ওয়ার্ড (পুঠিয়া) পাঁচজন, ৮নং ওয়ার্ড (চারঘাট) দুইজন ও ৯নং ওয়ার্ড (বাঘা) ছয়জন।

    শহিদুল ইসলাম জানান, রাজশাহী জেলা পরিষদ নির্বাচনের ভোটার সংখ্যা ১১৮৫ জন। উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্য, পৌরসভার মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর এবং সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলররা জেলা পরিষদ নির্বাচনের ভোটার। তাদের ভোটে রাজশাহীতে একজন চেয়ারম্যান ও ১২ জন সদস্য নির্বাচিত হবেন। এর মধ্যে তিনজন সংরক্ষিত মহিলা সদস্য।
    গত ২৩ আগস্ট নির্বাচন কমিশন রাজশাহীসহ ৬১ জেলা পরিষদ ভোটের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। ১৮ সেপ্টেম্বর বাছাইয়ের পর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর।

    মোঃ হায়দার আলী,
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।

  • ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী কালাম গ্রেফতার

    ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী কালাম গ্রেফতার

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।

    লালমনিরহাটের হাতীবান্ধা থানার বিশেষ অভিযান চালিয়ে গড্ডিমারী ইউপির ছয়আনী পিত্তিফাটা মৌজাস্থ হতে ইয়াবা ট্যাবলেটসহ একজন কে গ্রেফতার করেন হাতীবান্ধা থানার পুলিশ।

    লালমনিরহাটের হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ ওসি শাহা আলম, এর নেতৃত্বে হাতীবান্ধা থানা দোয়ানী পুলিশ ক্যাম্প,ইনচার্জ এসআই (নিঃ) মিঃ আলী,ও সঙ্গীয় ফোর্স সহ গড্ডিমারী ইউপির ছয়আনী পিত্তিফাটা মৌজাস্থ সাধুর বাজার উপর হইতে ৫০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ আবুল কালাম (৩২),নামের একজন কে গ্রেফতার করেন।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে হাতীবান্ধা থানায় একটি মামলা হয় -মামলা নং- ১৩, ধারা-৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ রুজু করা হয়।

    লালমনিরহাটের হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ ওসি শাহা আলম,জানান গোপন সংবাদের ভিত্তিতে গড্ডিমারী ইউপির ছয়আনী পিত্তিফাটা মৌজাস্থ হতে ৫০পিচ ইয়াবা ট্যাবলেটসহ একজন কে গ্রেফতার করেন হাতীবান্ধা থানার পুলিশ।

    হাসমত উল্ল্যাহ।

  • ফুলবাড়ীয়া দুই স্কুলের নতুন ভবন উদ্বোধন করলেন এমপি মোসলেম উদ্দিন

    ফুলবাড়ীয়া দুই স্কুলের নতুন ভবন উদ্বোধন করলেন এমপি মোসলেম উদ্দিন

    মোঃ সেলিম মিয়া (ফুলবাড়ীয়া) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার নয়নমনি হাই স্কুল চারতল ও রঘুনাথপুর হাই স্কুলের তিনতল নবনির্মিত একাডেমী ভবনের উদ্বোধন করা হয়েছে। গত সোমবার (১২ সেপ্টেম্বর) আলাদা আলাদা অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য ও সরকারি প্রতিশ্রæতি সম্পর্কিত কমিটির সভাপতি আলহাজ্ব এডভোকেট মোসলেম উদ্দিন এ ভবনগুলোর উদ্বোধন করেন। এতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও ফুলবাড়িয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক ফারজানা শারমিন বিউটি, জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী ও বালিয়ান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এড. মফিজ উদ্দিন মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বেলায়েত হোসেন, বালিয়ান ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান পলাশ প্রমূখ বক্তৃতা করেন।
    অপরদিকে রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ে ভবন উদ্বোধন অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও ফুলবাড়িয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক ফারজানা শারমিন বিউটি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বেলায়েত হোসেন, রাধাকানাই ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া শিমুল তরফদার, রাধাকানাই ইউনিয়নের সাবেক আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আইয়ুব আলী মাস্টার প্রমুখ।

  • আগৈলঝাড়ার বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা ভবনের উদ্বোধন

    আগৈলঝাড়ার বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা ভবনের উদ্বোধন

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের আগৈলঝাড়ায় সরকারের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ২ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়ের কারিগরি শাখার নবনির্মিত চারতলার একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে।
    সোমবার সকালে নতুন ভবন উদ্বোধন পূর্ব বিদ্যালয় প্রাঙ্গনে ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক কাজী রিয়াজ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও ওই বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সুনীল কুমার বাড়ৈ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, রত্নপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ তালুকদার, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পরিমল বাড়ৈ, আওয়ামীলীগ নেতা আওলাদ কাজী, মীর আশ্রাফ আলী। এসময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিদ্যালয়ের অভিভাবকগন ও শিক্ষার্থীরা উপস্থিত ছিল। পরে দোয়া-মিলাদ শেষে অতিথিরা নব নির্মিত চার তলা ভবনের উদ্বোধন করেন।

  • আগৈলঝাড়ায় সন্ধ্যা নদী অবৈধ দখল মুক্ত করতে ভ্রাম্যমান আদালতের অভিযান শুরু

    আগৈলঝাড়ায় সন্ধ্যা নদী অবৈধ দখল মুক্ত করতে ভ্রাম্যমান আদালতের অভিযান শুরু

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের আগৈলঝাড়ায় সন্ধ্যা নদীর দু’পারে স্থানীয় প্রভাবশালীদের দখলকরা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেনের নির্দেশে দিনভর উচ্ছেদ অভিযানের নেতৃত্বে দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নেহের নিগার তনু। সোমবার সকাল থেকে আগৈলঝাড়ার থানা অফিসার ইনচার্জ মোঃ গোলাম ছরোয়ারের নেতৃত্বে এসআই মিল্টন মন্ডল, এসআই শফি উদ্দিন সঙ্গিয় ফার্স নিয়ে উচ্ছেদ অভিযানে সহায়তা প্রদান করেছেন।
    এর আগে ৪ সেপ্টেম্বর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা অভিযানে গিয়ে অবৈধ দখলদারদের এক সপ্তাহের সময় দিয়ে তাদের অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছিলেন। নির্ধারিত সময়ের মধ্যে কোন অবৈধ স্থাপনা অপসারণ না করায় সোমবার থেকে তাদের উচ্ছেদ অভিযান শুরু করেছে ভ্রাম্যমান আদালত।
    অভিযানের প্রথম দিনে বাগধা এলাকায় অবৈধভাবে নদী দখল করে ইট, বালু, খোয়াসহ ঠিকাদারী মালামাল ব্যবসায়ী মধ্য চাঁদত্রিশিরা গ্রামের কাশেম বাহাদুরের ছেলে সান্টু বাহাদুরের অবৈধ দখল করা নদীর পাড় অবমুক্ত করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন জানান, দখলদারদের বিরুদ্ধে শুরু হওয়া অভিযান অব্যাহত থাকবে।
    প্রশাসনের একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, উচ্ছেদ অভিযানের খরচ বরাদ্দ পর্যাপ্ত না থাকায় অনেক সময় অভিযান থমকে দাড়ায়। এজন্য জেলা প্রশাসকের সু-দৃষ্টি কামনা করেছেন স্থানীয় জনগনসহ প্রশাসনিক কর্মকর্তারা।
    স্থানীয়রা জানান, উপজেলার একমাত্র প্রবহমান এই সন্ধ্যা নদী এক সময় খরস্রোতা থাকলেও স্থানীয় প্রভাবশালীরা নদীর দু’পারে অবৈধভাবে পাইলিং করে বালু দিয়ে ভরাট করে স্থাপনা নির্মাণ, দোকানপাট নির্মাণ, ইট-বালুর ব্যবসাসহ বহুতল ভবন নির্মাণ করে। স্রোত কমে নদী মরে যাওয়ায় ঢাকা পয়সারহাট লঞ্চ চলাচল বন্ধ হয়েছে অন্তত দেড় যুগ আগে। শুধু নদীর দুপারেই নয় পয়সা বন্দরের মধ্যে নদীর অংশ ও সরকারী জায়গা দখল করে নির্মান করা হয়েছে বহুতল ভবনসহ দোকানপাট। সেসব দোকানপাট ভাড়া দিয়ে ব্যবসা করে আসছেন প্রভাবশালীরা। এর আগে নদী কমিশন অবৈধ দখলদারদের তালিকা প্রনয়ন করে সংশ্লিষ্ঠ প্রশাসনকে প্রদান করে ওই তালিকানুযায়ি উচ্ছেদের অনুরোধ করেন।

  • আক্কেলপুর সেনা সদস্যের মা ও বাবাকে হাত পা বেঁধে মধ্যযুগীয় কায়দা নির্যাতন থানায় মামলা

    আক্কেলপুর সেনা সদস্যের মা ও বাবাকে হাত পা বেঁধে মধ্যযুগীয় কায়দা নির্যাতন থানায় মামলা

    এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

    আক্কেলপুরে বাংলাদেশ সেনা বাহিনীর সদস্য সবুজ হোসেন এর বাবা ও মাকে হাত পা বেঁধে মারপিট এর অভিযোগ পাওয়া গেছে ওই সেনা সদস্যের চাচাতো ভাই ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে। গত ৬ (সেপ্টেম্বর) মঙ্গলবার উপজেলার আওয়ালগাড়ী শেখ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

    এই ঘটনায় সেনা সদস্যের বাবা ভুক্তভোগী আতাউর রহমান (৬০) বাদী হয়ে ৮ জনের বিরুদ্ধে আক্কেলপুর থানায় একটি মামলা করেন। অভিযুক্তরা হলেন, বাদীর আপন ভাই সিরাজুল ইসলাম এর ছেলে আসামী ১.ইমাম হোসেন বাবু (৩৫), ২. শাহানুর (২৫), ৩. মেয়ে রুমা (৩০), ৪. স্ত্রী রেহেনা (৫৫), ৫. ইমাম হোসের এর স্ত্রী রুমি খাতুন (৩২), ৬. এনামুলের স্ত্রী নাদিরা (৩৫), ৭. মৃত ওহাব এর ছেলে সুলতান (৪০), ৮. আব্দুল হামিদ এর ছেলে আজুহান (৪০)।

    এ বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু বকরসিদ্দিকী বলেন। ১৮৬০ পেনাল কোডেঃ বেআইনী জনতায় দলবদ্ধ হইয়া অনাধিকার প্রবেশ করিয়া হত্যার উদ্দেশ্যে মারপিট করতঃ শ্লীলতাহানি ও ভয়ভীতি প্রদর্শনের অপরাধে মামলা হয়েছে এবং তদন্ত চলছে। আসামীদের গ্রেফতার জন্য অভিযান চলছে খুব দ্রুততম সময়ে আসামীদের গ্রেফতার করা হবে।

  • গাঁজা মোটরসাইকেল ও অটোসহ গ্রেফতার দুই

    গাঁজা মোটরসাইকেল ও অটোসহ গ্রেফতার দুই

    মো.হাসমত উল্ল্যাহ,লালমনিরহাট।।

    লালমনিরহাট জেলার কালীগঞ্জ ও আদিতমারী থানায় পৃথক পৃথক ভাবে ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্য গাঁজা অটো ও মোটরসাইকেল উদ্ধার সহ দুই জনকে গ্রেফতার করেন লালমনিরহাট ডিবি পুলিশ পুলিশ।

    লালমনিরহাটের ডিবি অফিসার ইনচার্জ (ওসি)আমিরুল ইসলাম, এর নেতৃত্বে এসআই/মোঃ ইব্রাহীম খলিল,এসআই/ ফেরদৌস, এসআই/ নিজাম উদ দৌলা,এএসআই /মোফাজ্জল হোসেন,এএসআই/ আমিনুর ইসলাম, ও সঙ্গীয় ফোর্সসহ কালীগঞ্জ ও আদিতমারী থানাধীন পৃথক অভিযান চালিয়ে আদিতমারী থানার তালুক পলাশী মৌজাস্থ লালমনিরহাট টু পাটগ্রাম গামী পাকা রাস্তার উত্তর পার্শ্বে ব্রিজ এর উপর হইতে মোঃ আল আমিন(২৪),এর চালিত অটো ইজি বাইকের চালকের আসনের নিচে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ৩ কেজি ৫০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ আল আমিন(২৪),কে গ্রেফতার করেন। এবং কালীগঞ্জ থানার রুদ্রেশ্বর মৌজাস্থ কাকিনা বাজার হইতে রংপুর গামী পাকা রাস্তার উত্তর পার্শ্ব হইতে আল আমিন(২৫),এর চালিত মোটর সাইকেল এর সিটের নিচে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ১ কেজি ১০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ আল আমিনকে(২৫),কে গ্রেফতার করেন ডিবি লালমনিরহাট পুলিশ।

    গ্রেফতারকৃত আসামীরা হলেন আল আমিন (২৪), পিতা আব্দুল মালেক, গ্রাম পুর্ব কাশিপুর থানা ফুলবাড়ি জেলা কুড়িগ্রাম। আল আমিন(২৫), পিতা অজ্ঞাত গ্রাম পুরুষা ফেরুষা থানা ফুলবাড়ি জেলা কুড়িগ্রাম। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পৃথক পৃথক দুই থানায় দুইটি মামলা হয়।আল আমিন (২৪), এর নামে আদিতমারী থানায় একটি মামলা হয়।ও আল আমিন(২৫), এর নামে কালীগঞ্জ থানায় একটি মামলা হয়।

    লালমনিরহাট গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ(ওসি) আমিরুল ইসলাম, জানান গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক অভিযান চালিয়ে আদিতমারী থানার তালুক পলাশী মৌজাস্থ হতে ৩কেজি ৫০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ একজন ও কালীগঞ্জ থানার রুদ্রেশ্বর মৌজাস্থ হতে ১কেজি ১০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ একজন মোট দুইজন কে গ্রেফতার করেন লালমনিরহাট ডিবি পুলিশ।

    হাসমত উল্ল্যাহ।

  • শ্রীনগরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

    শ্রীনগরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

    লিটন মাহমুদ।
    মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

    মুন্সীগঞ্জের শ্রীনগরে স্যার জগদীশচন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজের সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ওই শিক্ষককে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

    রোববার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার রাঢ়িখালে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

    শিক্ষার্থীদের অভিযোগ, সহকারী প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেন সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানির চেষ্টা করেন। এছাড়াও বিভিন্ন সময়ে ছাত্রীদের সাথে অসদাচরণ করেন তিনি। এ ব্যাপারে তারা বেশ কয়েকবার অধ্যক্ষর কাছে অভিযোগ করেও প্রতিকার পাননি বলেও দাবি করেন শিক্ষার্থীরা।

    পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশ্রফী ওই শিক্ষকের বিচারের আশ্বাস দিলে কর্মসূচি থেকে শ্রেণীকক্ষে ফিরে যান শিক্ষার্থীরা।

    এ প্রসঙ্গে যোগাযোগ করা হলে সহকারী প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেন তার বিরুদ্ধে আনা অভিযোগ অসত্য বলে দাবি করেন।

    স্যার জগদীশচন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজের অধ্যক্ষ মো. ফরহাদ আজিজ জানান, তিনি শিক্ষার্থীদের অভিযোগ পেয়েছেন। বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।