Category: দেশজুড়ে

  • মহেশপুরে জমা-জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ভাই ভাই দন্ধ একে অপরের নামে মামলা, চলছে হত্যার হুমকি

    মহেশপুরে জমা-জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ভাই ভাই দন্ধ একে অপরের নামে মামলা, চলছে হত্যার হুমকি

    শহিদুল্লাহ ইসলাম,
    মহেশপুর প্রতিনিধিঃ-
    ঝিনাইদহের মহেশপুরে পিতার রেখে যাওয়া সম্পত্তি ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে ভাই ভাইদের মধ্যে একে অপরের নামে মামলা সহ চলছে হত্যার হুমকি।
    জানা গেছে উপজেলার ফতেপুর ইউপির কানাইডাঙ্গা গ্রামে মৃত ইউছুপ মন্ডলের রেখে যাওয়া জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তার ৫ ছেলেদের মধ্যে চলছে একে অপরের নামে মামলা ও হত্যার হুমকী।
    এব্যাপারে উপজেলার ফতেপুর ইউপির কানাইডাঙ্গা গ্রামের মৃত ইউছুপ মন্ডলের ৫নং পুত্র আব্দুস সামাদ মন্ডল জানান,পিতার রেখে যাওয়া সম্পত্তি ওয়ারিশ ও ক্রয় সুত্রে প্রাপ্ত হয়ে ভাগ বন্ঠন মোতাবেগ চাষ আবাদ করে আসছি। ইতি মধ্যে আমার ভাইয়েরা নিয়মনিতি না মেনে আমার ভাগের ও মৃত বড় ভাইয়ের ওয়ারিশের নিকট থেকে ক্রয়কৃত সম্পত্তি আমাকে বুঝিয়া না দিয়ে ৪ ভাই মিলে আমার ভাগের ও ক্রয়কৃত জমি জোর পুর্বক দখল করে রেখেছে। জমি দখল করতে গেলেই হত্যার হুমকী দিচ্ছে আমার আপন ভাইয়েরা। বিষয়টি নিস্পত্তির জন্য প্রথমে ইউনিয়ন পরিষদ ও পরে থানায় অভিযোগ করি। সেখানে কোন নিস্পত্তি না হওয়ায় পরবর্তিতে ঝিনাইদহ আদালতে মামলা দায়ের করি। যাহা আদালতে চলমান রয়েছে। এছাড়া আমার ভাই লিটন একজন তালিকা ভুক্ত সন্ত্রাসী সে আমার সহ আমার দুই পুত্রকে দফায় দফায় মেরে ফেলার হুমকী দিয়ে বেড়াচ্ছে। যার একাধিক প্রমান রয়েছে।
    এসক্রান্ত বিষয়ে স্থানীয় গন্যমান্য আত্মীয় স্বজন দ্বারা তাদেরকে কিছু বলতে গেলেই তারা আমাকে জীবন নাশের হুমকী দেওয়া সহ প্রকাশ্যে হত্যার হুমকী দিচ্ছে। এ ঘটনায় পর থেকে আমি আমার পরিবারকে নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। গ্রামবাসি লিটনের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। অপর দিকে সেজো ভাই জামির মন্ডল জানান আমরা তার ভাগের জমি বুঝিয়া দিয়েছি, সে হয়রানী মুলক আমাদের ৪ ভাইয়ের নামে মামলা করছে। এবিষয়ে প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করা যাচ্ছে।

  • ঝিনাইদহে বিদেশী পিস্তল ও গুলিসহ  র‌্যাবের হাতে দুই যুবক আটক

    ঝিনাইদহে বিদেশী পিস্তল ও গুলিসহ র‌্যাবের হাতে দুই যুবক আটক

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের মহেশপুর উপজেলার জাগুশা এলাকা থেকে বিদেশী পিস্তল ও ফেন্সিডিলসহ ২ জনকে আটক করেছে র‌্যাব-৬। শুক্রবার রাতে জাগুশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তদের আটক করা হয়। আটককৃতরা হলো-যশোর কোতয়ালী থানার রামনগর গ্রামের মহাম্মদ আলীর ছেলে ফরহাদ হোসেন (৩৩) ও বাঘারপাড়া উপজেলার বেতলাপাড়া গ্রামের শওকত আলীর ছেলে মিলন হোসেন (৩৮)। র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ শরিফুল আহসান শনিবার জানান, যশোর থেকে মোটর সাইকেল যোগে ঝিনাইদহের মহেশপুরে মাদক পাচার করা হচ্ছে এমন খবরে অভিযান জাগুশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চেকপোস্ট বসায় তারা। সেসময় তল্লাসী করে মিলন হোসেন ও ফরহাদ হোসেন নামের ২ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১ টি বিদেশী পিস্তল ও ৬০ বোতল ফেন্সিডিল। জব্দ করা হয় মোটর সাইকেল ও নগদ টাকা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।।

  • জাতীয় কৃষক পার্টির সভাপতি রুবেল কে দেখতে হাসপাতালে জাপা নেতা মুসা সরকার।।

    জাতীয় কৃষক পার্টির সভাপতি রুবেল কে দেখতে হাসপাতালে জাপা নেতা মুসা সরকার।।

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চি‌কিৎসাধীন জেলা জাতীয় কৃষক পার্টির সভাপতি রুবেল আলী (এসডি রুবেল) এর দ্রুত রোগমু‌ক্তি কামনা ক‌রে‌ছেন দল‌টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারন সম্পাদক আবু মুসা সরকার।

    শনিবার (৩০শে জুলাই ) দুপুরে জাতীয় পার্টির
    জেলা জাতীয় কৃষক পার্টির সভাপতি রুবেল আলী (এসডি রুবেল)কে দেখতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যান। এসময় তিনি জাতীয় পার্টির সভাপতি রুবেল আলীর শারীরিক অবস্থার খোঁজ নেন এবং কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে কথা বলেন।

    এসময় জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও শুভানুধ্যায়ী রুবেল আলীকে দেখতে হাসপাতালে যান।

    রুবেল আলীর সহধর্মিণী জেলা জাতীয় কৃষক পার্টির মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা বেগম তার স্বামীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

  • কাঁঠাল ইউনিয়ন আ’লীগের গুরুত্বপূর্ণ পদে আবুল হোসেনকে দেখতে চায় তৃণমূল নেতাকর্মীরা।

    কাঁঠাল ইউনিয়ন আ’লীগের গুরুত্বপূর্ণ পদে আবুল হোসেনকে দেখতে চায় তৃণমূল নেতাকর্মীরা।

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার ৩নং কাঁঠাল ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি আবুল হোসেন রকি। দলীয় বিভিন্ন কর্মকাণ্ডে তিনি অনেকটা এগিয়ে। তিনি আওয়ামী সরকারের উন্নয়নমুলক কর্মকাণ্ড জনগণের নিকট তুলে ধরার পাশাপাশি দলকে সুসংগঠিত করতে তৃর্ণমুল নেতাকর্মী ও জনগণের সাথে প্রচার প্রচারণা চালাচ্ছেন প্রতিনিয়ত। তাকে নিয়ে ময়মনসিংহ ইউনিয়ন আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদ পাওয়ার সম্ভাবনার জোর গুঞ্জন শোনা যাচ্ছে । পারিবারিক ভাবে তিনি আওয়ামী পরিবারের সন্তান,ব্যক্তিগত ভাবেও তিনি স্বচ্ছল,তবে বিবাহিত পরিবারে তিনি নিঃসন্তান হওয়ায় তার অর্থ সম্পদ ব্যয় করে দলের বিভিন্ন কর্মসুচী পালন ও দলীয় মিটিং সমাবেশ নিয়ে সবসময় ব্যস্ত সময় কাটান। গরীব হত-দরিদ্র অসহায়দের পাশে থাকায় তার রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। উপজেলার সবচেয়ে বৃহৎ বাজার কালির বাজার ব্যবসায়ী সমিতির সভাপতিও ছিলেন তিনি। সমিতির দায়িত্বে থেকে ব্যবসায়ীদের বিপদে -আপদে পাশে থাকা ও বাজারের উন্নয়নে অবদান রয়েছে তার। রাজনৈতিক ভাবেও তৃণমূল নেতাকর্মীদের আস্থাভাজন হওয়ায় তাকে গুরুত্বপূর্ণ পদে দেখতে চায় নেতাকর্মীরা। অবশ্য উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের অত্যন্ত বিশ্বস্ত ও আস্থাভাজন হওয়ায় তিনি কাঁঠাল ইউনিয়নে দলের গুরুত্বপূর্ণ পদে থাকছেন এব্যাপারেও শতভাগ আশাবাদী দলীয় নেতা-কর্মীরা।

    সরেজমিনে এলাকার নেতাকর্মীদের সাথে আলাপ চারিতায় জানা যায়,যারা পদ প্রত্যাশী হয়েছে তন্মধ্যে তৃনমূলের সাধারণ কর্মীদের মাঝে আবুল হোসেন রকি কে নিয়ে বেশ আগ্রহ ও প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তৃনমূলের কর্মীদের সাথে আলোচনায় আবুল হোসেন দীর্ঘ রাজনৈতিক জীবনের সততা নিষ্ঠা ও ত্যাগের দিকগুলো তুলে ধরে তৃনমুল কর্মীরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষন করে জানিয়েছে যে, এসময়ে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা মোতাবেক যদি তৃণমুল মুল্যায়ন হয়, তাহলে আবুল হোসেন রকির মতো স্বচ্ছ পরিচ্ছন্ন নেতারা মুল্যয়নের সঠিক সময়।

    দলের শীর্ষ পর্যায়ের নেতারা জানান, দুর্দিনের কর্মী যারা ত্যাগী এবং পরীক্ষিত, একই সঙ্গে স্বচ্ছ ভাবমূর্তি আছে, এসব বিষয়গুলো দলের নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে মানদণ্ড হিসেবে বিবেচনায় থাকবে।কাঁঠাল ইউনিয়ন আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদ প্রত্যাশী আবুল হোসেন বলেন ” আমার দীর্ঘ দিনের রাজনীতির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ও উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি আবুল কালাম ভাই এবং আমার নেতা জননেতা ইকবাল হোসেন ভাইয়ের পরামর্শ মোতাবেক কাঁঠাল ইউনিয়ন আওয়ামী লীগের রাজনীতিকে আরো সুসংগঠিত করতে চাই। আশা করছি অতীতের আমার রাজনৈতিক ত্যাগ, লড়াই সংগ্রামের ভূমিকাকে দলের নীতি নির্ধারকরা অবশ্যই মূল্যায়ন করবেন।”

    বাংলাদেশ আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী ও সুশৃঙ্খল সংগঠন। বঙ্গবন্ধুর কন্যা বর্তমান সরকারের সফল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এই সংগঠনকে আরো গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীগণ আবুল হোসেন কে ময়মনসিংহ কাঁঠাল ইউনিয়ন আওয়ামীলীগের গুরুত্বপূর্ণ পদে দেখতে চায়।

  • আগৈলঝাড়ায় অশোক হালদার নামে এক ভ্যান ড্রাইভার গাঁজা সহ গ্রেফতার

    আগৈলঝাড়ায় অশোক হালদার নামে এক ভ্যান ড্রাইভার গাঁজা সহ গ্রেফতার

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের আগৈলঝাড়ার কান্দিরপার চেংগুটিয়ার মৃত্যু ধিরেন হালদারের পুত্র অশোক হালদার (৩২) ৩ নং ওয়ার্ডের
    ভ্যান চালক গাঁজা সহ বাশাইল বাজার থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত মাজহারুল ইসলাম মামলার বরাত দিয়ে জানান ২৯ জুলাই শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিটে আগৈলঝাড়া উপজেলার বাশাইল বাজার ৯নং ওয়ার্ড থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অশোক হালদারকে গ্ৰেফতার করে আগৈলঝাড়া থানায় নিয়ে আসে ডিবি পুলিশ। মামলার তদন্ত কারি কর্মকর্তা উপ পুলিশ পরিদর্শক মোঃ মনিরুজ্জামান আরো জানান আসামিকে ডিবি পুলিশ তল্লাশি চালিয়ে ৩৬৫ গ্রাম গাঁজা উদ্ধার করে।গতো কাল শনিবার আগৈলঝাড়া থানা থকে বরিশাল জেল হাজতে প্রেরন করা হয়েছে।

  • নড়াইলে বিলুপ্তপ্রায় বিভিন্ন প্রজাতির দেশি মাছ

    নড়াইলে বিলুপ্তপ্রায় বিভিন্ন প্রজাতির দেশি মাছ

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে:

    নড়াইলে একসময় বিভিন্ন প্রজাতির দেশি মাছে গ্রাম-গঞ্জের হাটবাজারগুলো সয়লাব হয়ে যেত। এখন আর সেসব মাছ খুব বেশি দেখা যায় না। বলা যায়, দেশে গত কয়েক দশকে বেশ কয়েক প্রজাতির পরিচিত দেশীয় মাছ বাজার থেকে ‘প্রায় নেই’ হয়ে গেছে। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, মৎস্য অধিদপ্তরের সূত্র বলছে, হারিয়ে যাওয়া দেশি প্রজাতির মাছের সংখ্যা আড়াইশ’র বেশি। হাটবাজার, পুকুর, খাল, বিল কোথায়ও এখন আর মিঠাপানির বহু সুস্বাদু মাছের দেখা মিলছে না। দেশি মাছের বদলে এখন বাজারে জায়গা দখল করে নিয়েছে চাষের পাঙ্গাস, তেলাপিয়া, ক্রস ও কার্প জাতীয় মাছ। বিলুপ্তপ্রায় দেশি প্রজাতির মাছ বিশেষজ্ঞরা বলছেন, দেশীয় মাছ ক্রমেই হারিয়ে যাওয়ার জন্য মূলত অনেকগুলো কারণই দায়ী। এর মধ্যে জলবায়ুর প্রভাব, প্রাকৃতিক বিপর্যয়, কারেন্ট জালের অবৈধ ব্যবহার, ফসলি জমিতে অপরিকল্পিত কীটনাশক ব্যবহার, জলাশয় দূষণ, নদ-নদীর নব্য হ্রাস, উজানে বাঁধ নির্মাণ, নদী সংশ্লিষ্ট খাল-বিলের গভীরতা কমে যাওয়া, ডোবা ও জলাশয় ভরাট করা, মা মাছের আবাসস্থলের অভাব, ডিম ছাড়ার আগেই মা মাছ ধরে ফেলা, ডোবা-নালা-পুকুর ছেঁকে মাছ ধরা, বিদেশি রাক্ষুসে মাছের চাষ ও মাছের প্রজননে ব্যাঘাত ঘটানো। এছাড়া কৃষি ও চাষাবাদ ব্যবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিলুপ্ত হয়ে যাচ্ছে দেশীয় প্রজাতির মাছ। একই সঙ্গে পোনা আহরণ, নেটজাল ও মশারি জাল ব্যবহার করে খালে-বিলে-সাগরে মাছ ধরার কারণেও দেশীয় প্রজাতির মাছ বিলুপ্ত হচ্ছে। গবেষণা প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, ৫০টি প্রজাতির দেশি মাছ আছে। ২০ থেকে ৩০ বছর আগেও সেগুলো সচারচর নদী-নালা, খাল-বিল ও বাওড়গুলোতে পাওয়া যেত। তবে বিদেশি কার্প প্রজাতির মাছগুলোর চাষ বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জলবায়ু পরিবর্তন ও কিছু মানবসৃষ্ট কারণে এসব দেশি মাছের অস্তিত্ব হুমকির মুখে। এরই মধ্যে বেশ কিছু ছোট দেশি মাছের প্রজাতি স্থানীয়ভাবে বিলুপ্তও হয়েছে। এরকম পরিস্থিতিতেই বাওড়ে দেশি মাছের প্রজাতিকে ফিরিয়ে আনতে ২০১৯ সালে রাবি’তে এই প্রকল্পটি শুরু হয়। তিন বছরের প্রকল্পটির মেয়াদ ছিল ২০২২ সালের জুন পর্যন্ত। গবেষকরা বলছেন, প্রকল্পটির কার্যক্রম শেষ হয়েছে বাওড়ে দেশি মাছের প্রাচুর্য কিছুটা ফিরিয়ে আনা সম্ভব হবে। আশার কথা হচ্ছে, বিলুপ্ত হওয়া প্রায় ৩০ প্রজাতির দেশীয় মাছ এখন বিশেষ পদ্ধতিতে চাষাবাদ করা হচ্ছে। তাছাড়া নদী-হাওর-বিলে দেশীয় মাছের পোনা অবমুক্তকরণ এবং মৎস্য অধিদপ্তর কর্তৃক অভয়াশ্রম প্রতিষ্ঠার মাধ্যমে বিলুপ্তপ্রায় মাছের উৎপাদন বাড়ানোর চেষ্টা চলছে। এক্ষেত্রে মৎস্য হ্যাচারিগুলোও কৃত্রিম প্রজননের মাধ্যমে দেশি মাছের পোনা উৎপাদন করে দেশের বিভিন্ন স্থানে নতুন নতুন মাছ চাষের ক্ষেত্র তৈরি করতে পারে। এ ব্যাপারে উদ্যোক্তাদের পাশাপাশি সরকারকেও উপযুক্ত পরিবেশ তৈরি করার জন্য আন্তরিক হতে হবে। পাশাপাশি দেশীয় মাছের স্বাদ-গন্ধ পুনরুদ্ধার করা যায় কি-না, তারও গবেষণা হওয়া উচিত। উদ্বেগের বিষয়, বর্তমানে চাষ করা বিভিন্ন প্রজাতির মাছে বিরক্তিকর গন্ধের উপস্থিতি ভোক্তাদের ভাবিয়ে তুলেছে। অভিযোগ রয়েছে, সামুদ্রিক পচা মাছ, ট্যানারির বর্জ্যসহ ক্ষতিকর ধাতু মেশানো হয় মাছের খাবারে। বিষাক্ত এই খাবারে বেড়ে ওঠা মাছ খেলে মানবদেহে নানা জটিল রোগ সৃষ্টির আশঙ্কা থাকে। জানা গেছে, বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক পদার্থ মেশানো মাছের খাবারের সঙ্গে মাছ দ্রুত বৃদ্ধির সম্পর্ক রয়েছে। মাছ মানুষের পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই মাছ চাষের সঙ্গে সম্পর্কিত সব বিষয় যথাযথ পর্যবেক্ষণের আওতায় আনা জরুরি হয়ে পড়েছে। বিশেষত মাছের কৃত্রিম খাবার নিয়মিত পরীক্ষা করে দেখতে হবে, সেগুলোতে কোনো ক্ষতিকর পদার্থ আছে কি-না। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সব দেশি মাছের বিলুপ্তি ঠেকাতে ও এর উৎপাদন বাড়াতে কার্যকর ভূমিকা পালন করবে এমনটাই প্রত্যাশা।

  • সুজানগরে জাতীয় মৎস্য সপ্তাহ মূল্যায়ন ও সমাপনী

    সুজানগরে জাতীয় মৎস্য সপ্তাহ মূল্যায়ন ও সমাপনী

    এম এ আলিম রিপনঃ ‘নিরাপদ মাছে ভরব দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে গত রবিবার (২৪ জুলাই) থেকে শুরু হওয়া জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ এর মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে শুক্রবার(২৯ জুলাই)। এদিন উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো.রওশন আলী। স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান। অনুষ্ঠানে শিক্ষা অফিসার আব্দুল জব্বার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলার মৎস্য চাষী ও মৎস্যজীবি সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । অনুষ্ঠানটি স ালনা করেন উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী খোকন বিশ্বাস। উল্লেখ্য ২৩-২৯ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ পালনের কর্মসূচি হিসেবে সুজানগর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে দিনব্যাপী মাইকিং এবং ব্যানার -ফেস্টুন এর মাধ্যমে ব্যাপক প্রচার প্রচারণা এবং সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা, ২৪ জুলাই র‌্যালী, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা, স্থানীয় পর্যায়ে সফল মৎস্য চাষি/ব্যক্তি/উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে মৎস্য পুরস্কার প্রদান, উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগ্রতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামান্যচিত্র প্রদর্শণ, ২৫ জুলাই প্রান্তিক পর্যায়ে মৎস্য চাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময়, ২৬ জুলাই অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট /অভিযান পরিচালনা, ২৭ জুলাই উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় মৎস্য চাষীদের মাছ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান,পুকুরে মাটি ও পানি পরীক্ষা, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগ্রতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামান্যচিত্র প্রদর্শণ, ২৮ জুলাই সুফলভুগীদের প্রশিক্ষণ/বিভিন্ন প্রদর্শনী চাষীদের উপকরণ বিতরণ এবং ২৯ জুলাই সমাপনী দিনে জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে সুজানগরে জাতীয় মৎস্য সপ্তাহ এর উদ্বোধন করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • গৌরনদী টরকী বন্দরের ঘটনা খাজনা  নিয়ে ব্যবসায়ীদের সাথে ইজারাদারদের বিরোধ, সমাধান করলেন পৌর মেয়র

    গৌরনদী টরকী বন্দরের ঘটনা খাজনা নিয়ে ব্যবসায়ীদের সাথে ইজারাদারদের বিরোধ, সমাধান করলেন পৌর মেয়র

    রিপোর্ট!! সুমন তালুকদার গৌরনদী।

    বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী টরকী বন্দর, দুই শত বছরেরও বেশি এই পুরনো বন্দর ব্রিটিশ বন্দর হিসেবেও অনেকের কাছে পরিচিত। আড়িয়াল খাঁ শাখা নদী পালরদী নদীর তীরে এবং ঢাকা-বরিশাল মহাসড়কের পূর্ব পাশে অবস্থিত এই বন্দর।

    নদী তীরে অবস্থিত ট্রলার ঘাট ও বিআইডব্লিউ এ’র ঘাট, দুইটি ঘাটই প্রতিবছর সরকারিভাবে ইজারা দেওয়া হয়, তবে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে অনেকেই এই ঘাট সরকারি রেট এর চেয়ে তিন গুণ চারগুন বেশি রেটে ডেকে আনেন যার বলি হয় বন্দরের ব্যবসায়ীরা।
    ব্যবসায়ীদের কাছ থেকে দাবি করা হয় অতিরিক্ত ঘাট খাজনা,যা চলতি বছর মাত্রা ছাড়িয়ে গেলে বন্দরের ব্যবসায়ীরা অভিযোগ করেন গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমানের কাছে, সেই অভিযোগের ভিত্তিতে তিনি এই অঞ্চলের গণমানুষের নেতা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর নির্দেশে ৩০জুলাই শনিবার দুপুর সাড়ে বারোটায় বন্দরের ট্রলার ঘাটে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেন, এবং বিগত বছরের চেয়ে অতিরিক্ত ঘাট খাজনা আদায় এবং প্রদান করতে নিষেধ করেন

    ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে তার টরকি বন্দরে আগমন এবং ব্যবসায়ীদের সমস্যা সমাধান করায় বন্দরের ব্যবসায়ীরা আলহাজ আবুল হাসানাত আব্দুল্লাহ এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন,

    মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন,টরকি বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি রাজু আহমেদ হারুন হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী, গৌরনদী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর আল আমিন হাওলাদারসহ অন্যান্যরা।

  • মোংলায় স্কুলের নির্মাণাধীন সেফটিক ট্যাংকে পড়ে ২১ মাসের শিশুর মৃত্যু

    মোংলায় স্কুলের নির্মাণাধীন সেফটিক ট্যাংকে পড়ে ২১ মাসের শিশুর মৃত্যু

    মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
    মোংলায় একটি স্কুলের নির্মাণাধীন সেফটিক ট্যাংকের জন্য খনন করা ডোবায় পড়ে ২১ মাসের শিশুর মৃত্যু হয়েছে।
    শনিবার (৩০ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর মামা মানিক খান জানান, পৌর শহরের কবরস্থান এলাকায় বসবাস করেন তার বোন খাদিজা বেগম (৪০)। শনিবার সকাল ৯টার দিকে খাদিজা বেগম তার ছোট শিশু সন্তান ইয়ামিন হোসেন (২১ মাস)কে নিয়ে দিগন্ত কলোনী এলাকায় বাবার বাড়িতে বেড়াতে আসেন। শিশু ইয়ামিন নানা বাড়ি আসার পর সকাল সাড়ে ১০টার দিকে কলোনীর দিগন্ত প্রকল্প সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন সেফটিক ট্যাংকির ডোবায় পড়ে যায়। এরপর খোঁজাখুজির এক পর্যায়ে ডোবার মধ্যে শিশুটির মরদেহ ভাসতে দেখে আত্মীয়স্বজনেরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ইয়ামিনের বাবা বাবুল হোসেন পেশায় একজন টমটম চালক। তার তিন ছেলের মধ্যে ইয়ামিন সবার ছোট। নিহত শিশুর মামা মানিক আরও বলেন, “সংশ্লিষ্ট ঠিকাদার বিদ্যালয়ের সেফটিক ট্যাংকি নির্মাণের জন্য দুই বছর আগে ৭-৮ ফুটের গভীরতার একটি ডোবা করে রাখে। সেই ডোবায় পড়ে তার ভাগিনা মারা গেছে। পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জিএম আল-আমিন বলেন, দিগন্ত স্কুলের তিনতলা বিশিষ্ট টয়লেট নির্মাণের কাজ করছেন ঠিকাদার প্রতিষ্ঠান বিসমিল্লাহ এন্টারপ্রাইজ। তারা দুইতলা পিলার ও ছাদ দিয়ে রেখেছেন এবং সেফটিক ট্যাংকির জন্য বড় ডোবা করে ফেলে রাখেন।
    ঠিকাদারের গাফিলতিতে সেই ডোবায় পড়ে এই শিশুটির মৃত্যু হয়েছে বলে বলে জানান তিনি। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সোহান আহমেদ বলেন, সংশ্লিষ্ট টিকাদারকে বার বার দ্রুত কাজ শেষ করার জন্য বলা হলেও তা করেননি। এই ঠিকাদারের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া যায় সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এনিয়ে আলোচনা করছি। ঠিকাদার প্রতিনিধি তুহিন আহমেদ বলেন, এটা নিছক দুর্ঘটনা, তারপরও শিশুটির পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।
    এ বিষয়ে মোংলা থানার ওসি (তদন্ত) বিকাশ চন্দ্র রায় ঘোষ বলেন, দিগন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টয়লেট নির্মাণের জন্য বড় ডোবা খুড়ে রাখে সংশ্লিষ্ট ঠিকাদার। এ ঘটনায় তদন্ত করে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। নিহতের সুরতহাল রিপোর্ট করার পর দাফনের জন্য তার পরিবারকে অনুমতি দেয়া হয়েছে বলেও জানান ওসি।

  • ন্যায়-নীতি, ধর্মীয় অনুশাসন মেনে চলাই হলো কারবালার শিক্ষা- চেয়ারম্যান এম এ হাশেম

    ন্যায়-নীতি, ধর্মীয় অনুশাসন মেনে চলাই হলো কারবালার শিক্ষা- চেয়ারম্যান এম এ হাশেম

    মহিউদ্দীন চৌধুরীঃ চট্টগ্রামের পটিয়া উপজেলাধীন দক্ষিণ আশিয়া গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদরাসা ময়দানে গতকাল বিকালে ১০ দিনব্যাপী শোহাদায়ে কারবালা ‘ মাহফিল পরিচালনা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবু তালেব মঈনীর সভাপতিত্বে ও সাংগঠনিক সচিব, মুহাম্মদ নুরুল আমিন টিটুর
    সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে
    উদ্বোধক ছিলেন আশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম এ হাশেম, বক্তব্য রাখেন,ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্হাপক, কে এম আবুল হোসেন,মুহাম্মদ জসীম উদ্দীন,কামাল উদ্দিন,নজরুল ইসলাম টিপু,ওমর ফারুক,ওয়ায়েজ ছিলেন শায়খ মুহাম্মদ আব্দুল মোস্তাফা রহিম আযহারী,মুহাম্মদ আরিফ রায়হান কাদেরী,মাওলানা সাইফুদ্দীন খালেদ,নাতে রসূল দঃ পরিবেশন করেন, শায়ের মহিউদ্দিন তানভির। এসময় চেয়ারম্যান এম এ হাশেম বলেন, মুসলিম উম্মাহ’র জন্য এক শোকাবহ দিন। পৃথিবীর ইতিহাসে একটি স্মরণীয় দিন।
    এইদিন মহানবীর দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা.) ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন। রাসুল পরিবারের এই আত্মত্যাগ আজ বিশ্বব্যাপী চিরস্মরণীয়।
    তাঁদের এই ত্যাগ ইসলামকে করেছে আরো সমুন্নত, আরো উজ্জ্বল। ন্যায়-নীতি, ধর্মীয় অনুশাসন মেনে চলাই হলো কারবালার শিক্ষা।