Category: দেশজুড়ে

  • মধুপুরে কন্দাল ফসলের মাঠ দিবস অনুষ্ঠিত

    মধুপুরে কন্দাল ফসলের মাঠ দিবস অনুষ্ঠিত

    আঃ হামিদ মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ

    টাঙ্গাইলের মধুপুরে কন্দাল ফসলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার(০৩ আগস্ট) দুপুরে উপজেলার শোলাকুড়ি দিঘির পাড়ে মধুপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু। এসময় উপস্হিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাকির হোসাইন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, শোলাকুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী, শোলাকুড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকতার হোসেন প্রমুখ। উক্ত মাঠ দিবসে এলাকার কৃষক কৃষাণীগন উপস্হিত ছিলেন। উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাকুরা নাম্মী’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন রাসেল। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষিকর্মকর্তাগন উপস্হিত ছিলেন।

  • মোংলায় মোবাইল কোর্টে ৬ দোকানীকে ১৫ হাজার টাকা অর্থদন্ড

    মোংলায় মোবাইল কোর্টে ৬ দোকানীকে ১৫ হাজার টাকা অর্থদন্ড

    মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
    নোংরা পরিবেশ, মূল্য তালিকা না থাকা ও বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে মোংলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার ভোক্তা অধিকার আইনে বুধবার দুপুরের পর পৌর শহরে আকস্মিক এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় তিনি শহরের শেখ আঃ হাই সড়ক ও কমিশনার সফিউল্লাহ সড়কের আশপাশের দোকানপাটে অভিযান চালান। অভিযানে একটি বেকারী, একটি মুদি দোকান, একটি মিষ্টির দোকান ও তিনটি ওষুধের দোকান মালিককে নগদ ১৫ হাজার টাকার অর্থদন্ড দেন তিনি। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক বাসুদেব কুমার বিশ্বাসসহ পুলিশ ও আনসার সদস্যরা।
    উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক বাসুদেব কুমার বিশ্বাস বলেন, বাজার মনিটরিংকালে যেসব দোকানীদের মধ্যে অনিয়ম পাওয়া যায় তাদেরকে জরিমানা করা হয়েছে। তিনি আরো বলেন, বিশেষ করে বেকারী, মিষ্টি, ওষুধ ও মুদিসহ বিভিন্ন পণ্যের দোকানীদের বার বার ভোক্তা অধিকার আইন মেনে বেচা-কেনা করার জন্য নির্দেশনা দেয়া হলেও তা তারা কোনভাবেই মানছেন না। তাই ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে সকলকে সর্তক করার পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

  • লালমনিরহাটে ফেন্সিডিল উদ্ধার আসামী পলাতক

    লালমনিরহাটে ফেন্সিডিল উদ্ধার আসামী পলাতক

    মো.হাসমত উল্ল্যাহ,লালমনিরহাট।।।

    লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার ৫নং চন্দ্রপুর, ইউনিয়ন উত্তর বালাপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্য ১৪১বোতল ফেন্সিডিল উদ্ধার করেন কালীগঞ্জ থানার পুলিশ।

    লালমনিরহাটের কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)এ টি এম গোলাম গোলাম রসুল, আই জিপি ব্যাজ প্রাপ্ত এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ নুরুজ্জামান, ও সঙ্গীয় ফোর্স সহ কালীগঞ্জ থানাধীন ৫নং চন্দ্রপুর, ইউনিয়নের ইউনিয়নের উত্তর বালাপাড়া মৌজায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া ১৪১বোতল ফেনসিডিল উদ্ধার করেন। আসামীরা পুলিশের উপস্থিতির টের পেয়ে সকলে সুকৌশলে পালিয়ে যায়।

    পলাতক আসামীরা হলে মোঃ রুবেল মিয়া, জোবাউল ইসলাম। পলাতক আসামীর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলা হয়।মামলা নাম্বার নং ০১ ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৩(গ)/৩৮/৪১ রুজু করা হয়।

    কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) এ টি এম গোলাম গোলাম রসুল, আই জিপি ব্যাজ প্রাপ্ত, জানান গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার ৫নং চন্দ্রপুর ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে ১৪১বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করেন কালীগঞ্জ থানার পুলিশ।

    হাসমত উল্ল্যাহ।।

  • জয়পুুরহাটে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত

    জয়পুুরহাটে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত

    রিদয় হোসেন(সদর জয়পুুরহাট) প্রতিনিধিঃ-

    জয়পুরহাটে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ আইয়ুব আলী (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে জয়পুরহাট-হিলি রোড়ের হিচমী বাইপাস সড়কে এ দুর্ঘটনায় ঘটে।

    নিহত যুবক আইয়ুব আলী জেলার কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের পার্বতীপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে বলে জানা গেছে।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, স্ত্রী তালাক দেওয়ার জন্য জয়পুরহাটে আসছিল আইয়ুব আলী। আসার পথে জয়পুরহাট-হিলি রোড়ের হিচমী বাইপাস পার হওয়ার সময়ে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। সে সময়ে ট্রাকের নিচে পড়ে নিহত হন আইয়ুব আলী। পরে নিহিতের লাশটি হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

    জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি)একেএম আলমগীর জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জয়পুরহাট-হিলি রোড়ের হিজমি মোড়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর আইয়ুব আলী ট্রাকের নিচে পড়ে নিহত হয়েছে। পরে তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

  • আক্কেলপুরে সারের দাম বেশি নেওয়ায় পাঁচ  ব্যবসায়ীকে জরিমানা

    আক্কেলপুরে সারের দাম বেশি নেওয়ায় পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

    স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস

    জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় কৃষকদের কাছ থেকে ইউরিয়া সারের দাম বেশি নেওয়ায় পাঁচ
    ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

    বুধবার(০৩ আগস্ট) দুপুরে আক্কেলপুর উপজেলার বিভিন্ন সারের দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

    এ পাঁচ ব্যবসায়ীর কাছ থেকে মোট ৭৭ হাজার টাকা জরিমানা আদায় করেছেন আক্কেলপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম হাবিবুল হাসান।

  • জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমাদের আরো বেশি ঐক্যবদ্ধ হতে হবে: ড. শ্রী বীরেন শিকদার

    জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমাদের আরো বেশি ঐক্যবদ্ধ হতে হবে: ড. শ্রী বীরেন শিকদার

    এইচ,এম রাজীব

    হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদত বার্ষিকী ও ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস পালনের লক্ষে মাগুরার শালিখায় উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি ও এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকাল ৪ টায় উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড শ্যামল কুমার দে এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সাবেক যুব-ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, মাগুরা জেলা আওয়া মীলীগের সাধারণ সম্পাদক ও মাগুরা জেলা পরিষদের প্রশাসক বাবু পংকজ কুমার কুন্ডু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা আওয়ামীলীগের সহসভাপতি বাশুদেব কুন্ডু, শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড কামাল হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার সাবানা, উপজেলা কৃষকলীগের সভাপতি বাবু রামমোহন দে মন্ডল, উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর। এছাড়া উপজেলা আওয়ামীলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, যুবলীগ এবং ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইলিয়াচুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. শ্রী বীরেন শিকদার বলেন, দেশবিরোধী কুচক্রী মহলের ষড়যন্ত্রকে প্রতিহত করতে নবগঠিত শালিখা উপজেলা আওয়ামীলীগের নেতা কর্মীদের অতীতের চেয়ে আরও ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। পাশাপাশি যে কোন ষড়যন্ত্রের মোকাবেলায় সকলকে অগ্রনী ভূমিকা পালনের আহবান জানান তিনি। অনুষ্ঠানে প্রথমেই এ্যাড শ্যামল কুমার দে কে সভাপতি ও ইলিয়াচুর রহমানকে সাধারণ সম্পাদক ঘোষনা করে উপজেলা আওয়ামীলীগের ৭১ সদস্য বিশিষ্ট একটি পূনাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।

  • মাগুরা-২ আসনের সাংসদ এর সঙ্গে শালিখা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

    মাগুরা-২ আসনের সাংসদ এর সঙ্গে শালিখা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

    এইচ,এম রাজিব

    মাগুরা-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও সাবেক যুব- ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এর সঙ্গে গতকাল মঙ্গলবার রাত ৯ টায় তাঁর মাগুরা বাসভবনে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন শালিখা রিপোর্টার্স ইউনিটির নব নির্বাচিত সদস্যবৃন্দ। এ সময় ড. শ্রী বীরেন শিকদার এর হাতে ফুলের তোড়া ও সম্মাননা স্মারক তুলে দেন শালিখা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শহীদুজ্জামান চাঁদ, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সহ সভাপতি সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির যুগ্ম-সাধারণ সম্পাদক এইচ এম রাজিব,সহ-সাংগঠনিক মেহেদী হাসান, দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহিনুর রহমান, প্রচার সম্পাদক আবু হুরায়রাসহ আরো অনেক । জনবান্ধব ও সাংবাদিকবান্ধব একজন নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পেরে শালিখা রিপোর্টার্স ইউনিটির নব নির্বাচিত সদস্য বৃন্দ মহান এই নেতার প্রতি অশেষ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  • শেরপুরে রিক্সা চালকের টাকা ছিনতাইয়ের ঘটনায় তিন ছিনতাইকারী অস্ত্রসহ গ্রেপ্তার

    শেরপুরে রিক্সা চালকের টাকা ছিনতাইয়ের ঘটনায় তিন ছিনতাইকারী অস্ত্রসহ গ্রেপ্তার

    মাসুম বিল্লাহ,শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ
    বগুড়া জেলার শেরপুর থানায় তিনজন ছিনতাইকারীকে ধারালো অস্ত্রসহ গ্রেফতার।
    মাননীয় পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী, বিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় শেরপুর থানাকে অপরাধ মুক্ত করার লক্ষ্যে শেরপুর থানা, বগুড়া অভিযান টিম কর্তৃক শেরপুর থানার মামলা নং-০১, তারিখ-০১/০৮/২০২২, ধারা-৩৯৪ পেনাল কোড সংক্রান্তে অভিযান পরিচালনা করিয়া তিনজন ছিনতাইকারীকে অদ্য ০১/০৮/২০২২ খ্রিঃ দুপুর অনুমান ১৩.৩০ ঘটিকার সময় শেরপুর পৌরসভাধীন শেরপুর ধুনট মোড় এলাকা হইতে ৩টি মোবাইল ফোন, ৩টি ধারালো চাকু ও ৭২০/-টাকা উদ্ধার করতঃ নিম্ন বর্নিত আসামীদের গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
    গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানাঃ
    আসামী ১। মোঃ রাব্বি পোদ্দার (২১), পিতা-মোঃ ফজলু পোদ্দার, গ্রাম-পশ্চিম দত্তপাড়া, ২। মোঃ সাজ্জাদ আহাম্মেদ ওরফে প্লাবন (২১), পিতা-মোঃ রাজু আহাম্মেদ, গ্রাম-শেরুয়া বটতলা, ৩। মোঃ খলিল ইসলাম ওরফে আকাশ (১৭), পিতা-মোঃ নুরু শেখ, গ্রাম-হামছায়াপুর, সকলের থানা-শেরপুর, জেলা-বগুড়া।

  • পটিয়ার রতনপুরে কাল্লোর পোয়া শাহী মসজিদের উন্নয়ন কাজের উদ্বোধন

    পটিয়ার রতনপুরে কাল্লোর পোয়া শাহী মসজিদের উন্নয়ন কাজের উদ্বোধন

    নিজস্ব প্রতিনিধিঃ পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের রতনপুর কাল্লোর পোয়া
    শাহী মসজিদে টাইলস ও উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
    চট্টগ্রাম জেলা প্রশাসকের অর্থায়নে গত ২ আগস্ট (মঙ্গলবার) সকাল ৮টায় এ
    উন্নয়ন কাজের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত প্রধান উপদেষ্টা মোহাম্মদ শাখাওয়াত
    হোসেন। এসময় উপস্থিত ছিলেন-করলডেঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত
    চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল মেম্বার, মসজিদ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রফিক
    সওদাগর, সাধারণ সম্পাদক জাবের হোসেন, অর্থ সম্পাদক মোহাম্মদ মাসুদ,
    মো.রিপতি, মোহাম্মদ রবি, আহমদ নুর, মো. মহিউদ্দিন, মো. পারভেজ, হাশিম,
    জামাল উদ্দিন, লিয়াজত আলী, মো. রাজা মিয়া, মো. সাদ্দাম হোসেন, মো. জাবেদ
    প্রমুখ। চট্টগ্রাম জেলা প্রশাসক কর্তৃপক্ষ টাইলস ও মসজিদ সংস্কারের জন্য
    ২ লাখ টাকা বরাদ্দ দেওয়ায় কৃতজ্ঞ প্রকাশ করেন

  • পটিয়া আশিয়া শোহাদায়ে কারবালা মাহফিল

    পটিয়া আশিয়া শোহাদায়ে কারবালা মাহফিল

    পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
    পটিয়ার আশিয়ায় দশ দিন ব্যাপি শোহাদায়ে কারবালা মাহফিলের চতুর্থ দিনের মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার রাতে দক্ষিণ আশিয়া গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদরাসা মাঠে আল্লামা মুহাম্মদ রফিক উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে ও মাওলানা মুহাম্মদ আবু তালেব মঈনীর পরিচালনায় ওয়ায়েজিন হিসেবে তকরির পেশ করেন মুফতি মাওলানা মুহাম্মদ বদরুজ্জামান রিয়াদ, মাওলানা মুহাম্মদ ছানাউল্লাহ শিবলী নোমানী,মাওলানা মুহাম্মদ শাহজাহান আলকাদেরী।

    বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ছনহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রশিদ দৌলতী, আবদুর রশিদ সিকদার, সেলিম মোস্তফা, এরশাদ উল্লাহ রজায়ী।