Category: দেশজুড়ে

  • ধর্মীয় সংস্কৃতি বিনির্মানে সম্মিলিত উদ্যোগ চালিয়ে যেতে হবে – মোংলায় বক্তারা

    ধর্মীয় সংস্কৃতি বিনির্মানে সম্মিলিত উদ্যোগ চালিয়ে যেতে হবে – মোংলায় বক্তারা

    মোংলা (বাগেরহাট) প্রতিনিধিঃ
    গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে ধর্মীয় এবং সামাজিক সম্প্রীতি ও শান্তি নিশ্চিত করতে হবে। মুক্তিযুদ্ধের আকাংখা ছিলো অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশে ধর্ম হবে যার যার, রাস্ট্র হবে সবার। কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল মুক্তিযুদ্ধের চেতনার উপর আঘাত হানতেই বারবার সাম্প্রয়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা চালিয়ে যাচ্ছে। একটি উদার, অসাম্প্রদায়িক বহুত্ববাদী সহনশীল, মুক্ত এবং মানবিক সমাজ ও ইতিবাচক রাজনৈতিক এবং ধর্মীয় সংস্কৃতি বিনির্মানে সম্মিলিত উদ্যোগ চালিয়ে যেতে হবে। (৮ আগস্ট) সোমবার বিকেলে মোংলার কানাইনগর মোড়ে সম্প্রীতি সমাবেশে বক্তারা একথা বলেন। কানাইনগর কালীমন্দির ভাঙচুরের প্রেক্ষাপটে মোংলা উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটি, সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ পিএফজি ও দি হাঙ্গার প্রোজেক্ট বাংলাদেশ’র ব্রেভ প্রকল্পের আয়োজনে এ সম্প্রীতি সমাবেশে অনুষ্ঠিত হয়।
    সোমবার বিকেল ৪ টায় সম্প্রীতি সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, সহকারি পুলিশ সুপার ( মোংলা সার্কেল ) মো. আসিফ ইকবাল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন, পিএফজি মোংলার সমন্বয়কারী সুজন সম্পাদক মো. নূর আলম শেখ, মোংলা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কুবের চন্দ্র মন্ডল, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাগেরহাট জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ রুহুল আমীন, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মো. তারিকুল ইসলাম, সিপিবি নেতা কমরেড নাজমুল হক, জাতীয় পার্টি নেতা এরশাদুজ্জামান সেলিম, ইউপি সদস্য মো. সুলতান হোসেন, সাবেক ইউপি সদস্য মো. সেলিম, স্থানীয় বিএনপি নেতা আব্দুর রশিদ হাওলাদার, নারীনেত্রী কমলা সরকার, দি হাঙ্গার প্রোজেক্ট’র এসপিএল ইয়ুথ প্রকল্পের মো. মুসতাহিদ হোসেন, ব্রেভ প্রকল্পের মো. মিজানুর রহমান প্রমূখ।
    আলোচনা সভায় বক্তারা কানাইনগর কালীমন্দির ভাঙচুরের নিন্দা জানিয়ে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। বক্তারা আরো বলেন জন্ম থেকেই মানুষ অন্যকে ঘৃণা করতে শেখে না। মানুষকে ঘৃণা করতে শেখানো হয়। যদি ঘৃণা করতে শেখানো যায়, তবে ভালোবাসতেও শেখানো যাবে।

  • বরগুনার তালতলীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।।

    বরগুনার তালতলীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।।

    মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
    বরগুনার তালতলীতে ০৮ আগস্ট সোমবার সকাল ১০টায় নামিসে পাড়া রাখাইন ভাষা শিক্ষা কেন্দ্রটিতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। বরিশাল কেথলিক ডায়সিসের প্রজেক্ট মারিয়া সিক সেল্টার এর আয়োজনে রাখাইন সমাজ উন্নয়ন সাংস্থার সহযোগিতায়।

    মি: মংচিন থান এর সভাপতিত্বে মেডিকেল ক্যাম্প উদ্ধোধন করেন, নামিসে পাড়া বৌদ্ধ বিহারের বিহারা দক্ষ ভদন্ত চান্দবাচা মহাথের উপস্থিত ছিলেন সিস্টার রোজিনা থামি, সিস্টার এলিজাবেথ, মি.মিল্টন ও তালতলী কারিতাস আই সিডিপি মিসেস,চান্দাওয়েন প্রমুখ।

    মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সহায়তা প্রদান করেন ডা:মংম‍্যা, এসময় তারা ১০০শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ প্রদান করেন ।

  • খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ এস আই নির্বাচিত হয়েছেন কেশবপুর থানার এস আই আজ্জি

    খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ এস আই নির্বাচিত হয়েছেন কেশবপুর থানার এস আই আজ্জি

    কেশবপুর প্রতিনিধিঃ
    ৭ আগস্ট খুলনা রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় গত জুলাই মাসের তদন্ত এবং অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনায় প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরুপ খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হওয়ায় পুলিশ উপ-পরিদর্শক আজিজুর রহমান এর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন খুলনা রেঞ্জের ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন, বিপিএম (বার) মহোদয়।

  • কেশবপুরে বঙ্গমাতার জন্মদিন পালিত

    কেশবপুরে বঙ্গমাতার জন্মদিন পালিত

    কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে স্মৃতিচারণমূলক আলোচনা,দোয়া অনুষ্ঠান,সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের মাঝে বই ও খেলার সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
    ৮আগস্ট সকালে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান, কেশবপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দিন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ঋতুরাজ সরকার, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ -উজ-জামান প্রমূক।

    একই দিন,কেশবপুর উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে ৭আগস্ট দুপুরে দলীয় কার্যালয়ে বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক বি এম শহিদুজ্জামান শহিদের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ লাভলুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, উপজেলা আওয়ামিলীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র প্রমূখ।

  • শালিখায় বঙ্গমাতার জন্মদিনে  সেলাই মেশিন ও নগদ অর্থ  বিতরণ

    শালিখায় বঙ্গমাতার জন্মদিনে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ

    এইচ,এম রাজিব

    শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা এই প্রতিপাদ্যে মহিয়ষী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণা এই স্লেগানকে সামনে রেখে মাগুরার শালিখায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯২ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সোলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ সোমবার ( ৮ আগষ্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ উদ্দোগ্যে উপজেলা মিলনায়তন কক্ষে এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: কামাল হোসেন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভূমি উম্মে তাহমিনা মিতু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড শ্যামল কুমার দে, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইলিয়াচুর রহমান, শালিখা থানা অফিসার ইনচার্জ বিশারুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর। এছাড়াও শালিখা প্রেসক্লাবের সভাপতি দীপক চক্রবর্তী, শালিখা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শহিদুজ্জামান চাঁদ, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা তাদের বক্তবের মাধ্যমে মহিয়সী এই নারীর প্রতি বিনম্র শ্রদ্ধা ও অশেষ ভালোবাসা জ্ঞাপন করেন। পাশাপাশি বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর আদর্শ অনুসরণ করে প্রতিটা মহিলা জীবন যাপন করলে বাংলাদেশ একটি সোনার দেশে পরিনত হবে বলেও জানান তারা। অনুষ্ঠান শেষে দশ জন অসচ্ছল-হত দরিদ্র মহিলাদের মাঝে ৪ টি সেলাই মেশিন ও নগদ ১২ হাজার টাকা বিতরণ করা হয়।

  • বঙ্গমাতার জন্মদিনে সেলাই মেশিন পেলেন তারাকান্দা দুস্থ-অসহায়রা।

    বঙ্গমাতার জন্মদিনে সেলাই মেশিন পেলেন তারাকান্দা দুস্থ-অসহায়রা।

    ষ্টাফ রিপোর্টারঃ
    তারাকান্দায় মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ ও স্মৃতিচারণ করা হয়েছে।

    “মহীয়সী বঙ্গমাতার চেতন অদম্য বাংলাদেশের প্রেরণা” শ্লোগান নিয়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে (৮আগষ্ট)সোমবার সকালে বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন শেষে তারাকান্দা উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বঙ্গমাতার ওপরে নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.ফজলুল হক,সহকারী কমিশনার ভূমি জিন্নাত শহীদ পিংকী,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন,মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার খাতুন সহ স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

    বক্তারা বাঙালির দীর্ঘ মুক্তি সংগ্রাম, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনে বঙ্গমাতার অবদান তুলে ধরেন। আলোচনা সভা শেষে দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

    পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছাসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

  • পবিত্র আশুরা উপলক্ষ্যে বিরোধীদলীয় নেতার বাণী

    পবিত্র আশুরা উপলক্ষ্যে বিরোধীদলীয় নেতার বাণী

    প্রেস বিজ্ঞপ্তিঃ
    জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি বলেন, সমগ্র মুসলিম উম্মাহর জন্য এক তাৎপর্যময়,শোকাবহ এবং মহমান্বিত একটি দিন পবিত্র আশুরা। যার ইতিহাস অত্যন্ত করুণ এবং বর্বরতার বিরুদ্ধে ঐক্যের আহ্বান। হযরত মুহাম্মদ (সা.) এর প্রাণপ্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেইন (রা.) এবং তাঁর পরিবারের সদস্যবৃন্দ ও অনুসারীরা এদিনে ইয়াজিদ বাহিনীর হাতে কারবালা প্রান্তরে শহীদ হন।

    সোমবার (৮আগষ্ট)বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মামুন হাসান প্রেরিত এক বিবৃতিতে বিরোধীদলীয় নেতা আরও বলেন, ইসলামের সুমহান আদর্শকে সমুন্নত রাখার জন্য তাঁদের এই আত্মত্যাগ মুসলিম উম্মাহর জন্য এক উজ্জ্বল ও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে আছে।কারবালার শোকাবহ ঘটনার স্মৃতিতে ভাস্বর পবিত্র আশুরার শাশ্বত বাণী আমাদেরকে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে উদ্বুদ্ধ করে এবং প্রেরণা যোগায় সত্য ও সুন্দরের পথে চলার।পবিত্র আশুরার মহান শিক্ষা সকলের জীবনে প্রতিফলিত হোক এমনই প্রত্যাশা করেন বিরোধীদলীয় নেতা।

  • কেশবপুরের হাসানপুর বাজারে সরকারী জমির উপর যাতায়াতের  রাস্তা বন্ধ করে পাকা ঘর নির্মানের অভিযোগ

    কেশবপুরের হাসানপুর বাজারে সরকারী জমির উপর যাতায়াতের রাস্তা বন্ধ করে পাকা ঘর নির্মানের অভিযোগ

    কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুর উপজেলার হাসানপুর বাজারে সরকারী খাসজমির উপর যাতায়াতের রাস্তা বন্ধ করে জোরপূর্বক পাকা ঘর নির্মানের ঘটনায় এলাকাবাসীর মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। উক্ত বাজারের হাসানপুর মৌজার ১৪২ নং খতিয়ানের ৬৯৩ দাগের ১২ শতক জমির মধ্যে ১০ শতক জমি হাসানপুর গ্রামের বাসিন্দা আবুল হোসেন ক্রয় করে সেখানে বাসাবাড়ি করে বসবাস করছেন।তার পার্শ্বের জমির মালিক হারুনর রশিদ বুলবুল ,মতিয়ার রহমান তারা দোকান করে ব্যবসা করছেন। তাদের ভাড়াটিয়া প্রবেশ দাস এই তিনজন মিলে আবুল হোসেনের দীর্ঘদিন চলার রাস্তা বন্ধকরে সেখানে ব্যবসা প্রতিষ্ঠান নির্মান করছেন।সরকারী জমির উপর রাস্তা যেখান দিয়ে এলাকার অসংখ্য মানুষ চলাচল করে থাকে। সেই রাস্তার উপর ঘর নির্মান করার ঘটনায় থানায় অভিযোগ করার পরও দখল দাররা পাকাঘর নির্মান বন্ধ করেনি। সরকারী জমির উপর রাস্তা দখল করে এলাকাবাসীর চলাচলের পথ বন্ধ করার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় সংঘাতের আশংকা করছেন বাজারের সচেতন মহল।এদিকে রাস্তা দখল করে পাকা ঘর নির্মানের প্রতিবাদ করতে গেলে আবুল হোসেনের স্ত্রী সুফিয়া বেগম(৫৫),ওপুত্রবধুু জাহিদা খাতুন(৩০)কে দখলদাররা মারপিট করে আহত করে বলে অভিযোগ করেন তারা। এদিকে জানতে চাইলে অভিযোগ প্রাপ্ত কেশবপুর থানার এস আই বিদ্যুস কর্মকার জানান আমার কাছে ৫আগষ্ট অভিযোগ করেছিলো কিন্ত কাজের চাপে ঘটনাস্থলে যেতে পারিনি।আগামী কাল আশারাখি যাবো বলে জানান।
    মোঃজাকির হোসেন
    কেশবপুর,যশোর

  • শিক্ষকতা পেশায় থেকে সাংবাদিকতা মন্ত্রনালয়ের নিদের্শে তালিকা হচ্ছে

    শিক্ষকতা পেশায় থেকে সাংবাদিকতা মন্ত্রনালয়ের নিদের্শে তালিকা হচ্ছে

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহসহ সারা দেশে শিক্ষকতা পেশায় থেকে যারা সাংবাদিকতা করছেন তাদের তালিকা তৈরী হচ্ছে। এ সংক্রান্ত একটি আদেশ প্রতিটি জেলায় জেলায় পৌছে গেছে। জেলা প্রশাসকরা প্রতিটি উপজেলায় চিঠি পাঠিয়ে শিক্ষককাম সাংবাদিকদের তালিকা তৈরীর নির্দেশ দিয়েছেন। ঝিনাইদহের জেলা প্রশাসক মনিরা বেগম খবর নিশ্চিত করে জানিয়েছেন এ বিষয়ে আমরা ঝিনাইদহের সাংবাদিক সংগঠনগুলোর কাছে তালিকা চেয়েছি। তথ্য নিয়ে জানা গেছে, ২০২২ সালের ১৪ মে ঝিনাইদহের শৈলকুপা থেকে প্রকাশিত ‘সাপ্তহীক ডাকুয়া’ পত্রিকার সম্পাদক শামিম বিন সাত্তার শিক্ষা মন্ত্রনালয় ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে চিঠি পাঠান। চিঠিতে উল্লেখ করা হয় বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২১ সালে প্রণীত ১১.১৭ অনুচ্ছেদে এমপিও ভুক্ত কোন শিক্ষক বা কর্মচারী একই সঙ্গে একাধিক লাভজনক পদে নিয়োজিত থাকতে পারবে না। এটি তদন্তে প্রমানিত হলে সরকার তার এমপিও বাতিল করে বিধিমোতাবেক শাস্তিমুলক ব্যবস্থা গ্রহন করতে পারবে। চিঠিতে বলা হয় শিক্ষকরা সাংবাদিকতা করতে গিয়ে তাদের মুল পেশা শিক্ষকতায় সঠিক ভাবে দায়িত্ব পালন করতে পারছেন না। অনেক সময় তারা কলেজ বা স্কুল ফাঁকি দিয়ে জেলা, উপজেলা ও বিভাগীয় শহরের অফিস আদালতে কর্মকর্তাদের হুমকী ধমকি দিচ্ছেন। ফলে প্রশাসন ও প্রকৃত সাংবাদিকদের মধ্যে দুরত্ব সৃষ্টি হচ্ছে। সাংবাদিকদের ভাবমুর্তি রক্ষা করতে শিক্ষকতা পেশায় থেকে যারা সাংবাদিকতা করছেন তাদের তালিকা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী জানানো হয়। এদিকে ‘সাপ্তহীক ডাকুয়া’ পত্রিকার সম্পাদক শামিম বিন সাত্তারের চিঠির আলোকে ২০২২ সালের ৫ জুন খুলনা বিভাগীয় কমিশনারের নির্দেশক্রমে সহকারী বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ হোসেন ঝিনাইদহসহ দক্ষিনাঞ্চলের ১০ জেলার জেলা প্রশাসকদের কাছে চিঠি দেন। চিঠিতে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক যারা একাধিক পেশায় নিয়োজিত আছেন দ্রæত তাদের তালিকা করার নির্দেশ দেন। নির্দেশ পেয়ে ঝিনাইদহ জেলা প্রশাসন দপ্তরের সহকারী কমিশনার (শিক্ষা) লায়লা ইয়াসমিন গত ৭ জুন ১৪৭(৬) স্মারকে ঝিনাইদহের ৬ উপজেলা নির্বাহী অফিসারদের তালিকা তৈরী করে জেলা প্রশাসক দপ্তরে পাঠানোর নির্দেশনা জারি করেন। দুই মাস অতিবাহিত হলেও সাংবাদিক পেশায় থাকা শিক্ষকদের পুর্নাঙ্গ তালিকা তৈরী হয়নি বলে জানা গেছে। শিক্ষা মন্ত্রনালয়ের এক উর্ধ্বতন কর্মকর্তা জানান, সরকারী চাকরী বিধি মোতাবেক বেসরকারী স্কুল কলেজের শিক্ষকদের সাংবাদিকতা করার সুযোগ নেই। কারণ সরকার তাদের বেতনের শতভাগ প্রদান করছে। তাছাড়া সাংবাদিকতা এখন একটি লাভজনক পেশা। সরকারী দপ্তরের বিজ্ঞাপন থেকে তারা পার্সেন্টেজ পাচ্ছেন। ওই কর্মকতা জানান, শিক্ষিত যুবকের পাশাপাশি অনেক মেধাহীন ভবঘুরে যুবকরা এই পেশায় এসে অপকর্ম করে বেড়াচ্ছে। সারাদেশের চিত্র খুবই নাজুক। এ ব্যাপারে ‘সাপ্তহীক ডাকুয়া’ পত্রিকার সম্পাদক শামিম বিন সাত্তার ক্ষোভ প্রকাশ করে জানান, দুই মাস অতিবাহিত হলেও উপজেলা নির্বাহী অফিসাররা এখনো তালিকা জমা দেয়নি। এটা দুঃখজনক। তিনি বলেন বিষয়টি তিনি মন্ত্রনালয় ও বিভাগীয় কমিশনারকে অবিহিত করবেন। বিষয়টি নিয়ে ঝিনাইদহ জেলা প্রশাসক মনিরা বেগম জানান, আমরা এ ধরণের একটি চিঠি পেয়ে তালিকা তৈরীর করার জন্য উপজেলা নির্বাহী অফিসারদের চিঠি দিয়েছি। এছাড়া ঝিনাইদহের সাংবাদিক সংগঠনগুলোর কাছে সহায়তা চাওয়া হয়েছে। তাদের কাছেও শিক্ষকতা পেশায় থেকে যারা সাংবাদিকতা করছেন তাদের তালিকা চাওয়া হয়েছে।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান

  • নওগাঁয় সমাজকর্ম শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব সম্পর্কিত র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে

    নওগাঁয় সমাজকর্ম শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব সম্পর্কিত র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে

    রওশন আরা শিলা,নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় সমাজকর্ম ও শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব শীর্ষক শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপÍর যৌথভাবে এই কর্মসূচীর আয়োজন করে।
    রবিবার সকাল ১০টায় সার্কিট হাউস থেকে এ উপলক্ষ্যে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসে শেষ হয়। পরে সেখানে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন সমাজ সেবা অধিদপ্তর নওগাঁ’র উপ-পরিচালক নূর মোহাম্মদ। জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
    সমাজকর্ম এবং শিশুদের সুরক্ষায় সমাজকর্মী এবং নাগরিক সমাজের ভুমিকার গুরুত্ব তুলে ধরে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা হুমায়ন কবীর, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহাকরী পরিচালক গওছল আযম ও মুহতাছিম বিল্লাহ এবং জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সভাপতি পারভীন আক্তার।
    কর্মসূচীতে বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংগঠনের কর্মকর্তা, সমাজসেবা বিভাগের বিভিন্ন উপকারভোগি এবং শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।#

    রওশন আরা পারভীন শিলা
    নওগাঁ জেলা প্রতিনিধি।।