Category: দেশজুড়ে

  • বাহুবলে প্রাইভেট কার চাপায় বৃদ্ধা নিহত

    বাহুবলে প্রাইভেট কার চাপায় বৃদ্ধা নিহত

    হবিগঞ্জ প্রতিনিধি।। হবিগঞ্জের বাহুবলে প্রাইভেট কার চাপায় নেছা খাতুন নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। বুধবার ১১ আগস্ট দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার মিরপুর-শ্রীমঙ্গল সড়কের বিহারীপুর ফার্ম গেইট নামক স্থানে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয় লোকজন ধাওয়া করে প্রাইভেট কারটি আটক করলেও চালক পালিয়ে যায়।

    জানা যায়, বাহুবল উপজেলার বিহারীপুর গ্রামের মৃত আজগর আলীর স্ত্রী নেছা খাতুন মিরপুরে ডাক্তারের কাছে যেতে ফার্ম গেইট নামক স্থানে রাস্তার পাশে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এসময় হঠাৎ শ্রীমঙ্গল থেকে নরসিংদীগামী (ঢাকামেট্রো-গ-৩১-৪৬৮১) একটি প্রাইভেট কার ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং চাকার সাথে করে অন্তত পক্ষে তিনশ মিটার পর্যন্ত নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়।

    এ সময় লোকজন ধাওয়া করে প্রাইভেট কারটি মিরপুরে আটক করতে সক্ষম হয়। তবে চালক পালিয়ে যায়। এছাড়া কিছু সময় সড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়।

    খবর পেয়ে কামাইছড়া পুলিশ ও লসনা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। লসনা হাইওয়ে থানার এএসআই রাকিব বিষয়টি নিশ্চিত করেছেন।

  • সুন্দরগঞ্জে সরকারি দলের বাঁধারমুখে জাতীয় পার্টির বিক্ষোভ পন্ড

    সুন্দরগঞ্জে সরকারি দলের বাঁধারমুখে জাতীয় পার্টির বিক্ষোভ পন্ড

    গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
    জ্বালানি তেল ও সারসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতির প্রতিবাদে গাইবান্ধার সুন্দরগঞ্জে ছাত্রলীগ ও যুবলীগ বাঁধা দেওয়ায় জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল পন্ড হয়েছে।
    বুধবার সকালে জাপা ও তার অঙ্গ সংগঠনের আয়োজনে উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ের সামন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হওয়ার প্রস্তুতি নেয়। এসময় রাস্তায় পা রাখা মাত্রই সরকারি দলের ছাত্রলীগ ও যুবলীগ যৌথভাবে বাঁধা দিলে বিক্ষোভ মিছিলটি সেখানেই পণ্ড হয়ে যায়। পরে এনিয়ে হাতাহাতি শুরু হলে পুলিশ এসে উভয়পক্ষকে ছাড়িয়ে দেয়।
    এব্যাপারে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক রতন মিয়া বলেন,সারা বিশ্বের দ্রব‍্যমূল‍্যের উর্দ্ধগতি বাংলাদেশও এর বাইরে নয়,জাতীয় পার্টি বিক্ষোভ সমাবেশের আগেই প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে এবং সুন্দরগঞ্জের সাধারণ মানুষের মনে যেন বিভ্রান্তির সৃষ্টি না হয় সেজন্য তাদের বিক্ষোভে বাঁধা দেওয়া হয়।

    এঘটনায় জাপার দহবন্দ ইউনিয়ন সভাপতি মুন্সী আমিনুল ইসলাম সাজু বলেন, আমরা পার্টি অফিসে আলোচনা সভা করে প্রথমে ফটোসেশনের জন্য রাস্তায় দাঁড়ানোর সাথে সাথে আওয়ামী লীগের ছেলেরা এসে বাঁধা দেয়। একারণে আমরা আর বিক্ষোভ করিনি। পৌর জাতীয় পার্টির সভাপতি ও পৌর মেয়র আব্দুর রশিদ সরকার ডাবলু বলেন, ওনারা কিছু করে যদি মজা পায় পাউক। তবে তেমন কিছু ঘটেনি।
    এবিষয়ে সুন্দরগঞ্জ থানার তদন্ত ওসি এমএ আজিজ জানান,জাতীয় পার্টির বিক্ষোভ সমাবেশে ছাত্রলীগের কর্মীদের মধ্যে একটা গন্ডগোলের সম্ভবনা ছিল এরকম উদ্ভট পরিস্থিতিতে পুলিশ দু’পক্ষকে সরিয়ে দেয়। তবে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

  • পানছড়িতে মহাশ্মশান কমিটির উদ্যোগে জমজমাট মনসা পুঁতির আসর

    পানছড়িতে মহাশ্মশান কমিটির উদ্যোগে জমজমাট মনসা পুঁতির আসর

    মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি

    খাগড়াছড়ির পানছড়িতে মনসাপূজা উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে এসে বাড়ির উঠানে দলবেঁধে বসে মনসার পুঁথি পাঠ করছেন নারীরা।এই সময় বিভিন্ন গানের সুরের সঙ্গে একজন নারী পুঁথির কলি পাঠ করছেন এবং অন্য নারীরা তাতে ঠোঁট মিলিয়ে গেয়ে যাচ্ছেন।

    ১০ আগষ্ট (বুধবার) বেলা ৪টার সময় পানছড়ির মহাশ্মশান শিব মন্দির কমিটির উদ্যোগে শিব মন্দিরের উঠানে গ্রামীন নারীদের আবারও পুঁতি পাঠের এই আসরের দৃশ্য দেখা যায়।

    জাতি-বর্ণ নির্বিশেষে হিন্দু সম্প্রদায় দেবী মনসার পূজা আষাঢ়-শ্রাবণ মাসে পালন করে। বর্ষার প্রকোপে এ সময় সাপের বিচরণ বেড়ে যায়, তাই সাপ থেকে রক্ষা পাওয়ার জন্য ভক্তকূল দেবীর আশ্রয় প্রার্থনা করে। এছাড়া ধন-সম্পদ, সন্তান-সন্তুতির জন্য সর্পদেবীর ভক্ত তার দ্বারস্থ হয়। মনসা একজন লৌকিক দেবী। তবুও তার অসাধারণ জনপ্রিয়তার কারণে হিন্দু সমাজের সকল সম্প্রদায় তাকে দেবী হিসেবে মর্যাদা দেয়। মনসার পূজা উপলক্ষে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার গ্রামীণ নারীরা শ্রাবণ মাসের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত বাড়ি বাড়ি ঘুরে মনসার পুঁথি পাঠ করেন। পুঁথিপাঠের আসরের এ আয়োজন চলে আসছে কয়েক যুগ ধরে। সংসারের কাজকর্ম সেরে বেলা তিনটা থেকে পুঁথিপাঠে অংশ নেন নারীরা।

    গীতা কর্মকার (৫০) বলেন,আমরা অনেক বছর যাবত মনসার পূজা উপলক্ষে পুঁথি পাঠ করি। আমি ছোট বয়স থেকে মা মাসিদের সঙ্গে পুঁথিপাঠের আসরে যেতাম। এখন গ্রামের বউ–ঝিদের সঙ্গে পালা করে গ্রামের বাড়ি বাড়ি গিয়ে পুঁথি পাঠ করি।’

    পানছড়ি মহাশ্মশান কমিটির সভাপতি পূর্ণ আশ্চর্য ও সাধারণ সম্পাদক প্রহ্লাদ সাহা বলেন, মনসার পুঁথিপাঠের বিষয়টি শুধুই ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি একই সঙ্গে সংস্কৃতির অংশ। মনসার কাহিনি নিয়ে কালজয়ী সাহিত্য রচিত হয়েছে। তবে অঞ্চলভেদে পুঁথি ও তার পঠনরীতি আলাদা। শ্রাবণ মাসের প্রথম দিন থেকে এই পুঁথিপাঠ আরম্ভ হয়, চলে মাসব্যাপী।

    পালাগান, কবিগান ও পুঁথিপাঠের আসর মানুষের মাঝে দারুণ প্রভাব ফেলে। অসাম্প্রদায়িক চেতনার বিকাশে গ্রামীণ ও লোকজ সংস্কৃতির এ ধরনের অনুষ্ঠানে নানা বর্ণের মানুষের ভিড় থাকত চোখে পড়ার মতো। একসময় গ্রামেগঞ্জে প্রতিনিয়ত এসব অনুষ্ঠান হলেও কালের বিবর্তনে তা হারিয়ে যাচ্ছে।

  • কেশবপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে   মুক্তিযোদ্ধাদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    কেশবপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    কেশবপুর প্রতিনিধিঃ
    কেশবপুরে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
    ১০আগস্ট সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এস এম তৌহিদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন সরদার, বীর মুক্তিযোদ্ধা অসিত কুমার ভদ্র, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান খান, বীর মুক্তিযোদ্ধা আবদুস ছাত্তার দফাদার, বীর মুক্তিযোদ্ধা শামসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আমির আলী খাঁ, বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমান ঢালী, বীর মুক্তিযোদ্ধা শৈলেন্দ্রনাথ রায়, বীর মুক্তিযোদ্ধা নিমাই দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা আদিত্য কুমার দত্ত, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ বিশ্বাস, মুক্তিযেদ্ধার সন্তান এস এম রবিউল হক রয়েল প্রমুখ।

  • লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই- সভাপতি রায়হান আলম

    লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই- সভাপতি রায়হান আলম

    এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

    ১০ আগস্ট বুধবার বিকেলে ক্ষেতলাল কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে আন্তঃশ্রেণী ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

    ক্ষেতলাল কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের সভাপতি রায়হান আলম বলেছেন, সু-নাগরিক হতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তুলে। খেলাধুলা সমাজের অপরাধ মূলক কর্মকান্ড থেকে সমাজকে দূরে রাখে। তাই সুস্থভাবে জীবন-যাপন করতে খেলাধুলার বিকল্প নেই। তাই ভালবাভে লেখা পড়া করতে হলে শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার সুন্দও পরিবেশ রাখতে হবে। তিনি আরো বলেন, শিক্ষার্থীরা যদি লেখা পড়ার সাথে খেলাধুলায় মগ্ন থাকে তাহলে অনৈতিক কর্মকান্ড, সন্ত্রাস, মাদক তাদেরকে স্পর্শ করতে পারবে না। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তুলে। খেলাধুলা সমাজের অপরাধ মূলক কর্মকান্ড থেকে সমাজকে দূরে রাখে। তাই সুস্থভাবে জীবন-যাপন করতে শিক্ষার্থীরা লেখাপড়ার পাশিপাশি খেলাধুলা চালিয়ে যাবে।
    আজ বুধবার বিকেলে ক্ষেতলাল কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণী ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন সভাপতি রায়হান আলম।
    স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা নাছিমা আক্তারের সভাপতিত্বে ও ক্রিয়া শিক্ষক আব্দুল হান্নানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সহকারী শিক্ষক সাজ্জাদুর রহমান, শংকর চন্দ্র, ফরহাদ হোসেন, আওয়াল হোসেন, যুবলীগ নেতা হেলাল উদ্দিন প্রমুখ।

  • নোয়াখালীতে ১৭ বোতল বিদেশি মদসহ  গ্রেফতার ২

    নোয়াখালীতে ১৭ বোতল বিদেশি মদসহ গ্রেফতার ২

    রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)

    নোয়াখালীর সোনাইমুড়ীতে ১৭ বোতল বিদেশি মদসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৯ আগষ্ট) সন্ধ্যা ৬টার দিকে সোনাইমুড়ী থানার এসআই জাফর আলমের নেতৃত্বে এএসআই নাজিম উদ্দিনসহ সঙ্গীয় ফোর্সের অভিযানে উপজেলার জয়াগ কলেজ গেইট সংলগ্ন দক্ষিণ পার্শ্বে সোনাইমুড়ী-রামগঞ্জ সড়কের উপর থেকে তাদের গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃতরা হলো চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার নিজ মেহার বর্ধন বাড়ীর মৃত পরেশ চন্দ্র পালের ছেলে উত্তম কুমার পাল (৫২) এবং মুন্সিগঞ্জ জেলার টুঙ্গিবাড়ী উপজেলার হাসাইল রায় বাড়ির বলরাম চন্দ্র রায়ের ছেলে অজয় রায় (৩৩)।এ সময় পুলিশ তাদের কাছ থেকে ১৪ বোতল বিদেশি হুইসকি ও ৩বোতল ভোটকা উদ্ধার করে।
    সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

  • কুমিল্লার রাজগঞ্জ বাজারে প্রতি মুরগ বিক্রিতে  তিনশ গ্রাম ওজনে চুরি

    কুমিল্লার রাজগঞ্জ বাজারে প্রতি মুরগ বিক্রিতে তিনশ গ্রাম ওজনে চুরি

    মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,

    কুমিল্লা নগরীর রাজগঞ্জ বাজারে মোরগ বিক্রি কালে পাল্লাতে দেয়ার পর পরই কৌশলে বাটনে ক্লিক করে ফেলেন বিক্রেতা আর এতেই ওজন বেড়ে যায় প্রতি মোরগে তিনশ গ্রাম।গতকাল ১০ ই আগষ্ট রাত দশটার দিকে এক ব্যাবসায়ী ও সংবাদ কর্মী রাজগঞ্জে মোরগ কিনতে গেলে বিক্রয়তা ফয়সালের দোকানে এ ঘটনা ঘটে।এতে সংবাদ কর্মীর
    সন্দেহ হয়। দোকানটি থেকে সে চারটি মুরগ ক্রয় করার জন্য চারটি মোরগ ওজন শেষে ১১৬০ টাকা হয়।সংবাদ কর্মী জানায় ওজন দেয়ার সময় ফয়সাল নামের লম্বা কালো ছেলেটি হুট করে ডিজিটাল পাল্লার বাটনে চাপ দেয়ার পর আমার সন্দেহ হয়। ড্রেসিং করার পর মুরগির সাইজ ও ওজনের বিষয়টি নিয়ে সন্দেহ আরো তীব্র হয়। পরে আমি বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য আরো তিনটি রাতা মুরগ দিতে বলি। তখন তিনটি মুরগ পাল্লায় দেয়ার সাথে সাথে ফয়সাল আবারো বাটনে ক্লিক করে ফেলে। ওজন হয় সাড়ে তিন কেজির বেশি। তখন আমি চ্যালেঞ্জ করে জবাই করার আগে জিরো করে পুনরায় মাপ দেয়ার কথা বলি, তখন ওজন দাড়ায় দুই কেজি নয়শ গ্রাম। আর আগের চারটি মুরগের ওজন ছিল সাড়ে চার কেজি। ড্রেসিং করে পাই মাত্র আড়াই কেজি। বিষয়টি নিয়ে আমি প্রতিবাদ করে দোকান মালিক ব্যবসায়ী সমিতির নেতাদের ডাকতে অন্য ব্যবসায়ীদের অনুরোধ করি। তখন শুরুতে বাজার কমিটির সহ-সভাপতি এসে পাল্লায় মুরগ থাকা অবস্থায় মাপে কারচুপির বিষয়টি নিশ্চিত হন। পরে সভাপতি-সাধারণ সম্পাদক, সহ সভাপতি দ্বয়, যুগ্ম সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ সভাপতির দোকানে বিচারে বসেন। মালিকের নাম চর্থার রাসেল মিয়া।তার বাবার নাম মোস্তফা। ফয়সাল ও নিরব তাদের মালিকের নির্দেশেই এমন চুরি করে থাকেন বলে শেষ মুহুর্তে স্বীকার করেন। এভাবে তারা প্রতিনিয়ত ক্রেতাদের সাথে জুলুম করে আসছিলেন। বিচারে দুই কর্মচারীকে হালকা পিটিয়ে, আমার পা ধরে ক্ষমা চাওয়ানো হয় এবং দোকানটি ১৫দিন বন্ধ রাখার রায় দেয়া হয় পাশাপাশি দুই কর্মচারী রাজগঞ্জ বাজারে আর কোন দোকানে চাকরি করতে পারবেনা বলে রায় ঘোষণা করেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। প্রকৃত মালিক কে খোজে পাওয়া যায় নি,
    তবে মালিকের বাপ উপস্থিত ছিলেন।
    আমাকে যে পরিমান কম দেয়া হয়েছিল সেটির জন্য নতুন করে আরেকটি মুরগি দেওয়া হয়। আমি কোতোয়ালি থানার ওসি সাহেবকে বিষয়টি অবগত করে বিচার মেনে বাসায় চলে যাই।
    দোকানের নাম মেহেরাজ ব্রয়লার হাউজ, আলু পট্টি, রাজগঞ্জ।

    সংবাদ কর্মী আরো জানান সকলের সচেতনতার জন্যই বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করা হয়।এবিষয়ে বাজার কমিটির নেতৃবৃন্দ দুঃখ প্রকাশ করে বলেন আমরা যথাসময়ে বিচার করে দিয়েছি এবং ঐ সংবাদ কর্মীকে সসম্মানের তার প্রাপ্য মোরগ আদায় করে দিয়েছি।দোকান টি ও বন্ধ রাখার নির্দেশ দিয়েছি।

  • নিম্নচাপের প্রভাবে মোংলাসহ উপকূলে ঝড়-বৃষ্টি বাড়বে, ৩-৪ ফুট জোয়ারে প্লাবিত হয়েছে উপকূলের নিম্নাঞ্চল

    নিম্নচাপের প্রভাবে মোংলাসহ উপকূলে ঝড়-বৃষ্টি বাড়বে, ৩-৪ ফুট জোয়ারে প্লাবিত হয়েছে উপকূলের নিম্নাঞ্চল

    মোংলা প্রতিনিধিঃ
    উড়িষ্যা উপকূলের লঘুচাপটি স্থল নিম্নচাপে রুপ নিয়ে ভারতের ছত্তিসগড় এলাকায় অবস্থান করছে। এটি সেখানে ক্রমেই দুর্বল হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে জানিয়েছেন মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী। বুধবার (১০ আগস্ট) তিনি এ তথ্য জানান।
    তিনি বলেন, নিম্নচাপের প্রভাবে মোংলাসহ উপকূলে ঝড়-বৃষ্টি বাড়বে। এ প্রভাবে স্বাভাবিক জোয়ারের তুলনায় অতিরিক্ত ২ থেকে ৪ ফুট পানিতে উপকূলীয় বিভিন্ন এলাকা প্লাবিত হবে। তবে সংকেত বাড়ার আশঙ্কা নেই বলে জানান তিনি।
    এদিকে নিম্নচাপের কারণে ভোর থেকেই মোংলা সমুদ্র বন্দরসহ সাগর ও সুন্দরবন উপকূল জুড়ে ঝড়ো বাতাস ও বৃষ্টিপাত হচ্ছে। স্থল নিম্নচাপের প্রভাবে সাগর প্রচণ্ড উত্তাল রয়েছে। এছাড়া সাগর পাড়ের দুবলার চরে ঝড় ও বৃষ্টি বইছে। বৈরি আবহাওয়ার কারণে দুবলার চরের আশপাশের নদী-খালে প্রায় পাঁচ শতাধিক জেলে আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছেন পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন ও দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা দীলিপ। তারা বলেন, সাগর ভয়াবহ উত্তাল হয়ে উঠেছে। এতে স্বাভাবিক জোয়ারের চেয়ে আড়াই-তিন ফুট পানি বৃদ্ধি পেয়েছে দুবলার চর এলাকায়। সাগরে মাছ ধরতে যাওয়া জেলেদের বেশিরভাগ বনের অভ্যন্তরের বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছেন। আবার অনেকেই তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি হওয়ার পরপরই জানমালের রক্ষায় নিজ নিজ এলাকার ঘাটে চলে গেছেন। নিরাপদ আশ্রয়ে ফিরেছে সাগরে যাওয়া জেলে নৌকা নিরাপদ আশ্রয়ে ফিরেছে সাগরে যাওয়া জেলে নৌকা এদিকে পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির বলেন, গতকালের তুলনায় আজ জোয়ারের পানি বেড়েছে সুন্দরবনে। দুই থেকে আড়াই ফুট পানিতে প্লাবিত হয়েছে বনের বিভিন্ন এলাকা। করমজলের বনের ভেতর অংশ স্বাভাবিকের তুলনায় দুই ফুটের বেশি জোয়ারের পানিতে তলিয়ে গেছে। এদিকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি থাকলেও বন্দরের ফেয়ারওয়েবয়া, হিরণপয়েন্ট, হাড়বাড়ীয়া ও জেটিতে পণ্য বোঝাই-খালাস ও পরিবহনের কাজ স্বাভাবিক গতিতেই চলছে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) আব্দুল ওয়াদুদ তরফদার। আবহাওয়া পরিস্থিতি বুঝে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

  • ক্ষেতলালে জুয়া খেলার অপরাধের আটক তিন

    ক্ষেতলালে জুয়া খেলার অপরাধের আটক তিন

    মিলন মিয়া ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি:

    জনাব মোঃ রওশন ইয়াজদানী অফিসার ইনচার্জ, ক্ষেতলাল থানা, জয়পুরহাটের দিক নিদের্শনায় ক্ষেতলাল থানায় কর্মরত এস আই(নিঃ) মোঃ হাবিবুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া ১০ আগস্ট, ২০২২,তারিখ ১৩.৪০ ঘটিকার সময় ক্ষেতলাল থানাধীন আলমপুর ইউনিয়নের পৌলুঞ্জ গ্রামস্থ্য জনৈক মোঃ লুৎফর রহমান (৬০), মোঃ আক্কেস আলী (৫৫), মোঃ বাদেশ আলী (৪৫) উভয়ের পিতা- মৃত রিয়াজ উদ্দিন এর ইউক্যালিপটাস বাগানের মধ্যে হইতে আসামী ১। মোঃ নজিরুদ্দিন আকন্দ ভুট্টু (৫০), পিতা- মৃত কছির উদ্দিন আকন্দ সাং -পৌলুঞ্জ পশ্চিমপাড়া ২। মোঃ মতিউর রহমান (৫১), পিতা- মৃত আবুল কাশেম সাং-পৌলুঞ্জ দক্ষিণপাড়া ৩। মোঃ শহিদুল ইসলাম (৫২) পিতা-মোঃ মনতাজ আলী সাং-পৌলুঞ্জ উত্তর পাড়া সর্ব থানা- ক্ষেতলাল, জেলা: জয়পুরহাটদের গ্রেফতার করা হয় এবং আসামী ৪। মোঃ আলম (৫০), পিতা- মৃত ময়েন উদ্দীন, সাং-পাঁচুইল, ৫। মোঃ মোত্তালেব (৪০), পিতা- মৃত কাশেম মন্ডল, সাং- পৌলঞ্জ দক্ষিণপাড়া, উভয়ের থানা-ক্ষেতলাল, জেলা-জয়পুরহাটদ্বয় পালাইয়া যায়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে জুয়া খেলার বোর্ড হইতে সর্বমোট ৭৬০/= (সাত শত ষাট ) টাকা যাহার মধ্যে ২। প্লাষ্টিকের বস্তার চট-০১ টি, ৩। ডন তাস সেট ০১ টি উদ্ধার করেন। আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।ক্ষেতলাল থানা পুলিশ কর্তৃক জুয়া খেলার অপরাধে ০৩ জন গ্রেফতার ও জুয়ার বোর্ড হইতে নগদ সর্বমোট ৭৬০/= (সাত শত ষাট ) টাকা যাহার মধ্যে ২। প্লাষ্টিকের বস্তার চট-০১ টি, ৩। ডন তাস সেট ০১ টি উদ্ধার।

  • বাংলাদেশ পল্লী ফেডারেশনের উদ্যোগে বিনামূল্যে অসহায় পরিবারের মাঝে হাঁস মুরগী বিতরণ

    বাংলাদেশ পল্লী ফেডারেশনের উদ্যোগে বিনামূল্যে অসহায় পরিবারের মাঝে হাঁস মুরগী বিতরণ

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১০ই আগষ্ট বুধবার সকালে বাংলাদেশ পল্লী ফেডারেশনের উদ্যোগে বিনামূল্যে অসহায় পরিবারের মাঝে হাঁস মুরগী বিতরণ করা হয়।

    উক্ত হাঁস মুরগী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন পল্লী ফেডারেশনের চেয়ারম্যান মোঃআরাফান,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃরহমান সাংবাদিক প্রমুখ।

    সে সময় অসহায় দূস্থ পরিবারের ৫০ জনের মধ্যে প্রতি জনকে ১জোড়া হাঁস অথবা মুরগী বিতরণ করেন।

    সে সময় পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি গীতি গমন চন্দ্র রায় গীতি,সাংবাদিক নুরনবী রানা,সাংবাদিক আইয়ুব আনসারী,সাংবাদিক আবু তারেক বাধন,প্রমুখ উপস্থিত ছিলেন।