Category: দেশজুড়ে

  • নওগাঁয় প্রাইভেট কার পানিতে নিমজ্জিত হয়ে স্বামী স্ত্রী’র মর্মান্তিক মৃত্যু

    নওগাঁয় প্রাইভেট কার পানিতে নিমজ্জিত হয়ে স্বামী স্ত্রী’র মর্মান্তিক মৃত্যু

    রওশন আরা শিলা,নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় সড়ক দূর্ঘটনায় স্বামী স্ত্রী’র মর্মান্তিক মৃত্যু হয়েছে। নওগাঁ-রাজশাহী আ লিক মহা-সড়কে মহাদেবপুর উপজেলার নওহাটা মোড়ের দক্ষিন পার্শ্বে র্খ্দ্দোনারায়নপুর লাটাহার ব্রীজের সন্নিকটে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রন হারিয়ে গভীর খাদে পানিতে তলিয়ে গেলে এই দূর্ঘটনাটি ঘটেছে।
    মহাদেবপুর থানার অফিসার্স ইনচার্জ আযম উদ্দিন মাহমুদ জানিয়েছেন শনিবার বেলা ১২টার দিকে মান্দা উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের কুলিহার গ্রামের ইট ব্যাবসায়ী মোঃ আব্দুল খালেকের পুত্র শিমুল (৩০) তাঁর স্ত্রী জিনিয়া (২৫) কে সাথে নিয়ে নিজস্ব প্রাইভেট ক্াের করে নওগাঁর দিকে আসিছলেন। ঘটনাস্থলে হঠাৎ করে সেখানে নির্মনাধীন সাইলোতে মাটি ভরাটের কাজে নিয়োজিত একটি ট্রাক ঐ কারের সামনে মেইন রাস্তায় উঠে পড়ে।
    ঐ ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে ব্রীজের গার্ডার ভেঙ্গে রাস্তার পূর্ব পার্শ্বের গভীর খাদে পড়ে গড়ে যায়। কারটি পানিতে নিমজ্জিত হয়ে পড়ে। এ সময় শিমুল নিজেই গাড়ি চালাচ্ছিল।
    স্থানীয় লোকজন এবং নওহাটা পুলিশ ফাড়ির সদস্যরা এসে গাড়ির গ্লাস ভেঙ্গে দু’জনের লাশ উদ্ধার করে নওগাঁ হাসপাতালে প্রেরন করেন। পরে পরিবারের ইচ্ছা অনুযায়ী কোন ময়না তদন্ত ছাড়াই পিতার নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।
    মহাদেবপুর থানার অফিসার্স ইনচার্জ জানিয়েছেন পরিবারের পক্ষ থেকে থানায় কোন মামলা বা অভিযোগ করা হয় নি।
    পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে উক্ত শিমুল মাত্র কিছুদিন আগে বিয়ে করেছেন। অতি সম্প্রতি ঐ কারটি ক্রয় করেছেন। তার স্ত্রী জিনিয়া গর্ভবতী ছিলেন।#

    রওশন আরা পারভীন শিলা
    নওগাঁ জেলা প্রতিনিধি।

  • কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আহত ৫

    কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আহত ৫

    কেশবপুর প্রতিনিধিঃ যশোর-চুকনগর সড়কের কেশবপুরের মধ্যকুল এলাকায় সড়ক দুর্ঘটনায় ৫ ব্যক্তি আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৩আগস্ট কেশবপুর উপজেলার মধ্যকুল গুটলেতলা এলাকায় মোটরসাইকেল ও ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে পাশ্ববর্তী মণিরামপুর উপজেলার মুজগুন্নি গ্রামের ভ্যানচালক আব্দুল বারিক (৬০), মোটরসাইকেলে থাকা চার আরোহী সাতক্ষীরার তালা উপজেলার শিরাশনি গ্রামের হামিদুল ইসলাম (৩৫), মহসিন আলী (৪০), আজিজুল ইসলাম (৪৫) ও ইদ্রিস আলী (৪৫) মারাত্মক আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে এলাকাবাসী কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগার পাশাপাশি রক্তাক্ত জখম হয়েছে।
    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার জাহিদুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক আব্দুল বারিকের ডান পায়ের নিচে ভেঙ্গে গেছে এবং ক্ষত রয়েছে। তার ওই পায়ে অপারেশন করা লাগবে।

    মোঃজাকির হোসেন
    কেশবপুর,যশোর

  • পাইকগাছায় ক্ষতিগ্রস্ত বিএনপি নেতার বাড়ি পরিদর্শনে উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ

    পাইকগাছায় ক্ষতিগ্রস্ত বিএনপি নেতার বাড়ি পরিদর্শনে উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    গত বৃহস্পতিবার বিকেলে পাইকগাছার লতা ইউনিয়নের গদারডাঙ্গা এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া আকষ্মিক ঘূর্ণিঝড়ের কবলে একটি কাঁচা বসত-বাড়ি বিধ্বস্ত হয়েছে।এসময় ঘেরের পানি প্রচন্ড গতিতে ঘূর্ণায়মান অবস্থায় এক ঘের থেকে অন্য ঘেরের কয়েক ফুট উপর দিয়ে বয়ে যায়। ঘূর্ণিঝড়টি গদারডাঙ্গা গ্রামের গপ্ফার গাজীর বাড়ি অতিক্রমের সময় তার কাঁচা বসতঘরটি নিমিষেই গুড়িয়ে যায়। অন্যদের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়।আকষ্মিক ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্ত হয়েছেন ৩নং লতা ইউনিয়ন বিএনপি নেতা অহেদ আলী গাজীর ছেলে মোঃ গফফার আলী, জুলফিকার মোল্লার ছেলে জুয়েল মোল্লা, রহিম মোল্লার ছেলে মাসুদ মোল্লা। বুধবার বিকালে এ সকল বিএনপির নেতাদের সার্বিক খোঁজ-খবর নিতে যান পাইকগাছা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় পাইকগাছা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হকের নেতৃত্বে উপস্থিত ছিলেন,সিনিয়র সহ-সভাপতি আসলাম পারভেজ, যুগ্ম-সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, লতা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম বাহার, আবু মুসা, ইব্রাহীম গাজী, লিপটন সরদার, জাহিদুর রহমান লিটন, ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন, সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক শামীম জোয়াদ্দার, বিশ্বজিৎ সাধু, বিল্লাল হোসেন, ওমর ফারুক মিঠু, জিয়াউর রহমান ও আমিনুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

  • পাইকগাছায় ‘সাজাপ্রাপ্ত আসামী  গ্রেফতার

    পাইকগাছায় ‘সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।পাইকগাছা থানাপুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে। শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে এ অভিযান চালানো হয়। গ্রেফতার ওই আসামীকে উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পাইকগাছা থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক গোপাল চন্দ্র শাহা ও মোঃ শরিফুল ইসলাম জানান, শনিবার সাড়ে ১১ টার সময় উপজেলার চাঁদখালী ইউনিয়নের গড়ের আবাদ গ্রামে একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী মজিদ সরদার (৬০)কে গ্রেফতার করা হয়। তার নামে ২০১৭ সালের বন আইনে মামলা হয়। খুলনা সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালত -১ তাকে ৬ মাসের সশ্রম কারাদন্ড সহ ৫ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার টাকা অনাদায়ে আরো ১৫ দিনের কাদন্ডে দন্ডিত করেন। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান, কারাদন্ডপ্রাপ্ত ওই আসামী দীর্ঘদিন পালাতক ছিল। তাকে গ্রেফতার করে শনিবার দুপুরে তাকে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • পাইকগাছার দেলুটি ইউনিয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

    পাইকগাছার দেলুটি ইউনিয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছার দেলুটি কালিনগর মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষা নিয়ে গড়বো দেশ,শেখ হাসিনার বাংলাদেশ এই প্রতিপাদকে সামনে নিয়ে খুলনা জেলার পাইকগাছা উপজেলার ঐতিহ্যবাহী দারুনমল্লিক দেলুটি হরিনখোলা,কালিনগর মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে দারুনমল্লিক ডি,এইচ,কে মাধ্যঃ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন দেলুটি ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক বাবু রিপন কুমার মন্ডল। অত্র বিদ্যালয়ের সভাপতি ও ইউপি সদস্য সুকুমার কবিরাজের সভাপতিত্বে এ সময় আরোও উপস্হিত ছিলেন প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র রায়, প্রাক্তন সভাপতি ও ইউপি সদস্য পলাশ কান্তি রায়,মোঃ বদিয়ার হোসেন,কিংশুক রায়,রিংকু রায়,বিনতা মন্ডল,সাবেক ইউপি সদস্য জহির উদ্দিন শেখ সহ ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ ও সম্মানিত শিক্ষকমন্ডলী উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন।

  • পাইকগাছায় জমির বিরোধে ২৫০টি পেঁপে ও ৫০ টি  কলাগাছ কেঁটে দিয়েছে প্রতিপক্ষরা

    পাইকগাছায় জমির বিরোধে ২৫০টি পেঁপে ও ৫০ টি কলাগাছ কেঁটে দিয়েছে প্রতিপক্ষরা

    পাইকগাছা (খুলনা)প্রতিনিধি।। পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ২৫০ টি পেঁপে গাছ ও ৫০ টি কলাগাছ কেঁটে দিয়েছে প্রতিপক্ষরা। এ ঘটনায থানায় ৪ জনের নাম উল্লেখ করে অভিযোগ হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি উপজেলার কাটিপাড়ায় শুক্রবার সকালে।
    অভিযোগের বাদী সুব্রত ভট্রচার্য্য জানান, আমাদের সাড়ে ৩বিঘা জমিতে কলা ও পেঁপে গাছ রয়েছে। কাটিপাড়া গ্রামের সোবাহান মোড়লের ছেলে আলী আজগর মোড়ল(৩৮), হাসেম মোড়ল(৪০), সিরাজুল ইসলাম(৪২), ও আফসার গাজীর ছেলে খালেক গাজী(৫৫) সাথে বিরোধ চলে আসছে। শুক্রবার সকালে প্রতিপক্ষরা বাগানে ঢুকে পেঁপে বাগান হইতে অনুমান ২৫০ টি পেঁপে ও ৫০টি কলা গাছ কেটে প্রায় ৮০ হাজার টাকার ক্ষতিসাধন করে। আমি সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছ কাটার কারন জানতে চাইলে প্রতিপক্ষরা আমাকে অকথ্য ভাষায় গালাগালি করিতে থাকে। আমি তাদেরকে গালাগালি করিতে নিষেধ করিলে বিবাদীগন আমর উপর ক্ষিপ্ত হয়ে মারপিট করার জন্য উদ্যত হয়। এ সময় প্রতিপক্ষরা আমাকে খুন জখমের হুমকি প্রদান করে চলে যায়। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান বলেন, পেঁপে ও কলা গাছ কেঁটে ক্ষতিসাধন করার ঘটনায় অভিযোগ হয়েছে। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • শিশু সুমাইয়া কি আবার স্কুলে যেতে পারবে ?

    শিশু সুমাইয়া কি আবার স্কুলে যেতে পারবে ?

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    সুমাইয়া খাতুন ১১ বছরের এক ফুটফুটে শিশু কন্যা। প্রচন্ড মেধাবী আর অদম্য ইচ্ছাশক্তি আছে তার মধ্যে। কিন্তু ইচ্ছা থাকলে কি হবে ? এখন তার দিন কাটে বিছানায় শুয়ে বসে। হাটতে না পারায় ইচ্ছা থাকার পরও যেতে পারে না স্কুলে। কারণ সুমাইয়ার বাম পায়ের হাটুতে টিউমারের সঙ্গে হাড়ে বাসা বেঁধেছে মরণব্যাধী ক্যান্সার। মাঝে মাঝে প্রচন্ড ব্যাথায় কুঁকড়ে ওঠে ছোট্ট শিশু সুমাইয়া। কিছুটা সুস্থ থাকার জন্য প্রতিদিন ৬ প্রকারের ওষুধ খেতে হচ্ছে। চিকিৎসক বলেছেন একটি অপারেশ সুমাইয়াকে সুস্থ করে তুলতে পারবে। সুমাইয়া ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের আলামপুর বেলে খাল পাড়ার ভ্যান চালক ফারুক মুন্সির মেয়ে। তথ্য নিয়ে জানা গেছে, সাড়ে চার মাস আগে সুমাইয়া পড়ে গিয়ে হাটুতে আঘাত পায়। তাকে ঝিনাইদহ শহরের ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হলে সুমাইয়াকে ঢাকা মহাখালী হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হয়। সেখানে অনকলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ সিরাজুস সালেহীন পরীক্ষা নিরিক্ষা করে সুমাইয়ার বাম পায়ের হাটুর হাড়ে টিউমারের সঙ্গে ক্যান্সার সনাক্ত করেন। চিকিৎসক তাদেও জানান, তিন মাসের মধ্যে অপারেশ করা গেলে সুমাইয়া সুস্থ হয়ে উঠবে। এতে প্রয়োজন হবে দুই লাখ ৭৫ হাজার টাকা। কিন্তু দিনমজুর পিতার পক্ষে মেয়েকে চিকিৎসা করানোর কোন অর্থ নেই। চিকিৎসকের আশ^স্ত বানীতে সন্তানকে বাঁচাতে দিনমজুর এই পরিবারটির মনে মাঝেমধ্যে আশার আলো ঝলমলিয়ে উঠলেও আর্থিক অসঙ্গতি তাদের গভীর অন্ধকারে নিমজ্জিত করছে। সুমাইয়ার পিতা ফারুক মুন্সি জানান, ঢাকায় নিয়ে মেয়ের পরীক্ষা নিরিক্ষা ও চিকিৎসা ব্যায় করাতে এক মাসে দেড় লাখের বেশি টাকা খরচ করেছেন। এলাকার মানুষের কাছে আর কত হাত পাতা যায় ? চিকিৎসক তিন মাস পর অপারেশনের জন্য যেতে বলেছেন, কিন্তু এতো টাকা আমি কোথায় পাবো ? সুমাইয়ার মা লাভলী বেগম জানান, মেয়ের চিকিৎসা করাতে গিয়ে তিনি নিঃস্ব হয়ে পড়েছেন। ছোট ছোট সন্তানরা পিতার সঙ্গে ভ্যান চালায়, পরের ক্ষেতে কামলা খাটে সুমাইয়ার চিকিৎসার জন্য। সুমাইয়া জানায়, সে গোপীনাথপুর সরকারী প্রাইমারি স্কুলে চতুর্থ শ্রেনীতে পড়তো। এক বছর সে অসুস্থতার কারণে ঝিনাইদহ শহর ছেড়ে পিতা মায়ের সঙ্গে নানা বাড়ি চলে এসেছে। এখন নানা বাড়িতেই স্থায়ীভাবে বসবাস করছে তারা। তীব্র ব্যাথায় কাতর সুমাইয়া শনিবার বিকালে জানায়, “আমাকে ভালো করার জন্য আব্বা ও ছোট ভাইয়া জোন (কামলা) বিক্রি করছে। আর আপনারা একটু সহায়তা করলে আমি এবার সুস্থ হয়ে মাদ্রাসায় ভর্তি হবো”। কিন্তু অবুঝ সুমাইয়া জানেন না জোন বিক্রি করে দুই মাসে প্রায় তিন লাখ টাকা জোগাড় করা সম্ভব না। কেবল সমাজের বিত্তবান ও প্রবাসি রেমিটেন্স যোদ্ধারা এগিয়ে আসলেই কেবল শিশু সুমাইয়াকে বাঁচানো সম্ভব। সুমাইয়ার পরিবারের সঙ্গে যোগাযোগ ০১৯৯৮-৪১০৫৫৮ (নগদ ও রকেট) ও পিতা ফারুক মন্সি ০১৮৫৩-২৪১৮৮৮।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।।

  • আত্রাইয়ে রাধা গোবিন্দের লীলা কীতন অনুষ্ঠিত

    আত্রাইয়ে রাধা গোবিন্দের লীলা কীতন অনুষ্ঠিত

    রওশন আরা শিলা, নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর আত্রাইয়ে শ্রী শ্রী রাধা গোবিন্দের(ডুবাই সাবজনীন শ্রীশ্রী রাধা-গোবিন্দ মন্দির) প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এই লীলা র্কীতন। প্রতি বছরের ন্যায় এ বছরে রাধা গোবিন্দের লীলা কীর্তন এর আয়োজন করা হয় বলে জানান কীতন কমিটির সদস্যগন দেশ মাতৃকার শুভ কামনা ও বিশ্ব শান্তি কল্পে 16 প্রহর ব্যাপী শ্রী শ্রী রাধা গোবিন্দের কীতন 26 বছর ধরে আয়োজন করে চলেছে সনাতন এই ধর্মাবলম্বিগন। দেশের বিভিন্ন স্থানে যখন মন্দির ভাংচুর,মূতি সহ সংখ্যালঘুদের উপর শাররীক,মানসিক অত্যাচার ও ধর্মীয় ভাবে এক প্রকার মানুষ নামের পশুরা অথচ আত্রাই উপজেলার এই মন্দিরে হিন্দু মুসলমান ভেদাভেদ ভুলে সবাই একসাথে আনন্দ ভাগ করে এক নজির বিহীন দৃষ্টান্ত স্থাপন করেছে।(11 আগষ্ট) বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীমদ্ভাগবত গীতাপাঠ অন্তে মঙ্গলঘট স্থাপন ও শুভ অধিবাস কীতন দিয়ে শুরু হয় এবং আগামী (14 আগস্ট)রবিবার শ্রী শ্রীরাধাগোবিন্দের কুঞ্জভঙ্গ ও ভোগ মহোৎসব অন্তে মহাপ্রসাদ বিতরনের মধ্য দিয়ে শেষ হবে। এই লীলা কীতনে মোট চারটি দল পরিবেশনায় অংশ গ্রহন করে। কুমারী বাসনা মোহস্ত নন্দীগ্রাম,বগুড়া,শ্রী সুবোধ চন্দ্র রায়,নব-নিত্যানন্দ সম্প্রদায়,পলাশবাড়ী,গাইবান্ধা, শ্রীমতি শিখা অনুশ্রী(মিনা)শ্রী শ্রী লোকনাথ সম্প্রদায়,পলাশবাড়ী,রাজশাহী, শ্রী নিতাই দেবনাথ শ্রী ম্রী মাধবেন্দ্রকুড়ি সম্প্রদায়,ভান্ডারগ্রাম,রানীনগর,নওগাঁ। লীলা কীতন আয়োজক কমিটির সভাপতি শ্রী অখিল ও সেক্রেটারী শ্রী সনাতন এর সাথে শনিবার (13 আগষ্ট) দুপুরে আমাদের প্রতিনিধি রওশন আরা শিলার একান্ত সাক্ষাৎকারে তারা আক্ষেপের সুরে জানান আমাদের এখানে35 টির মতো হিন্দু পরিবার আছে যাদের অধিকাংশই দিন মজুর বেশি পরিমান চাঁদা দেয়া কোন ভাবেই সম্ভব নয় আমরা যদি সরকারী ভাবে একটু সাহায্য পেতাম তাহলে আমাদের এই ধমীয় অনুষ্ঠান টি আরো ভালোভাবে করতে পাতাম। তার কথায় প্রভূর উৎসব প্রভূই করেন। মানুষ উপলক্ষ মাত্র।“ভক্তিই বল,নামই সম্বল” তাই সেই উপলক্ষে শুরু
    করেছি বাকী টা প্রভূর ইচ্ছা। আয়োজক কমিটির সকল সদস্য সমান ভাবে পরিশ্রম করে যাচ্ছে যেন আমরা সফল ভাবে অনুষ্ঠান শেষ করতে পারি তাতে ধম বর্ণ নিবিশেষে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছেন শ্রী অখিল কুমার। এসময় উপজেলার ডুবাই সাবজনীন শ্রীশ্রী রাধা-গোবিন্দ মন্দির লীলা কীতন অনুষ্ঠান পরিদশন করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, আত্রাই উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী স্বপন কুমার দত্ত, সাধারণ সম্পাদক অমেলেন্দ্র নাথ সাহা রনি, অজিতকুমার হালদার সহ হিন্দু বৌদ্ধ খৃষ্টানঐক্য পরিষদের নেতৃববৃন্দ প্রমূখ।#

    রওশন আরা পারভীন শিলা
    নওগাঁ জেলা প্রতিনিধি।।

  • মহেশপুরে অসুস্থ ছোট ভাইয়ের দোকানে তালা লাগিয়ে ব্যবসা বন্ধ করে দিয়েছে বড় ভাই। মানবতার জীবন যাপন। মামলা পাল্টা মামলা।

    মহেশপুরে অসুস্থ ছোট ভাইয়ের দোকানে তালা লাগিয়ে ব্যবসা বন্ধ করে দিয়েছে বড় ভাই। মানবতার জীবন যাপন। মামলা পাল্টা মামলা।

    শহিদুল ইসলাম ঝিনাইদহ মহেশপুর থেকেঃ-

    ঝিনাইদহের মহেশপুরে অসুস্থ ছোট ভাইয়ের দোকান ঘরে তালা লাগিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানটি বন্ধ করে দিয়েছে তারই মায়ের পেটের আপন বড় ভাই দেবেনন্দ্রনাথ প্রারামানিক। পিতার রেখে যাওয়া বাস্ত ভিটা বাড়িতে চলছে ৩ ভাইয়ের মধ্যে ঐহিয্যের লড়াই, অসুস্থ ছোট ভাইয়ের অসহায় মানবতার জীবন যাপন। মামলা পাল্টা মামলা।

    স্বরজমিনে গিয়ে জানা গেছে ঝিনাইদহের মহেশপুর পৌরসভার হামিদপুর পাড়ার মৃত কৃষ্ণপদ প্রারামানিকের নিজ নামে রেকর্ডিও ১০৮ নং মৌজার আর,এস ৬৭৭ নং খতিয়ানভুক্ত ২৩৬ নং দাগে ১৩ শতক জমির মধ্যে ৩ ছেলের হারাহারি অংশ মতে ৪.৩৩ জমিতে মৃত কৃষ্ণপদ পরামানিকের জীবতদশায় ৩ ছেলে দ্বীতল ভবন পাকা ঘর নির্মান করে একত্রিত হয়ে শান্তিপুর্ণ ভাবে বসবাস করে আসছিলো। মৃত্যুর আগে বাবা ৩ ছেলে দেবেনন্দ্রনাথ,ভীম ও অর্জুন এর নামে জমি রেজিস্ট্রি বা সিবারেশন করে দিতে পারেননি।
    পেটে টিউমার রোগে আক্রান্ত অসুস্থ ছোট ছেলে ভীম প্রারামানিক তাহার বাবা জীবিত থাকা কালিন থেকেই দ্বীতল ভবনের নিচে দুই শার্টারের ১টি ঘরে লক্ষাধিক টাকার মুদিখানার মালামাল তুলে ব্যবসা করে আসছিল। বড় ভাই বাবা বেঁচে থাকা কালিন ঐ দোকান ঘরের উপরে দোতালা ঘর নির্মান করে স্ত্রী সন্তানদের নিয়ে উপরে দোতালায় বসবাস করে আসছে। উপরের ঘর নিজে তৈরি করে নেওয়ায় সে ছোট ভাইকে নিচ তলা থেকে উচ্ছেদ করার জন্য মরিয়া হয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে একের পর এক মামলা করা সহ গত ৮ আগষ্ট তার মুদিখানার ব্যবসা প্রতিষ্ঠানে তালা লাগিয়ে ব্যবসাটি বন্ধ করে দিয়েছে। অপর দিকে ছোট ভাই ভীম প্রামামানিক তাহার ক্ষতিপুরণের দাবি জানিয়ে বড় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। বিষয়টি নিয়ে উভয়ের মাঝে দন্ধ চরমে। এঘটনায় তাদের পরিবার সহ আশে পাশের লোকজনের মধ্যেও সর্বদা চাপা উক্তেজনা বিরাজ করছে।

    এদিকে দোকানের উপর নির্ভরশীল অসুস্থ ভীম নাথ প্রারামানিক তাহার দোকান ঘরটি বন্ধ থাকায় ও দোকানের মালামাল নষ্ট হওয়ার আশংখা নিয়ে পরিবারেরে একমাত্র উপার্জন কারি তাহার পরিবার পরিজনকে নিয়ে অসহায় ভাবে মানবতার জীবন যাপন করছে।
    পেটে টিউমার রোগে আক্রান্ত হয়ে অসুস্থ ভীমনাথ প্রারামানিক কান্না জড়িত কন্ঠে জানান, আমাদের মাঝে তৃতীয় পক্ষ ঢুকে ভাই ভাইতে মামলা ঢুকিয়ে দিয়ে একের পর এক হয়রানি করছে। এব্যাপারে ভীমের মা মীলন বালা জানান, আমার বড় ছেলে দেবেনন্দ্রনাথ আমাকে গর্ভধারিনী মা বলে অস্বীকার করা সহ বিভিন্ন ভাষায় গালাগালি করে। আমি এ বিচার কার কাছে বিচার চাইবো। এব্যাপারে দেবেনন্দ্রনাথ প্রারামানিকের সাথে দেখা না হওয়ায় তাহার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

  • আওয়ামী লীগের চেয়ে বড় আন্দোলনকারী দল আর নেই: শাহজাহান খান এমপি

    আওয়ামী লীগের চেয়ে বড় আন্দোলনকারী দল আর নেই: শাহজাহান খান এমপি

    সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ): ঢাকার আশুলিয়ায় শ্রমিক সংগঠনের আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য শাহজাহান খান এমপি তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগের চেয়ে বড় আন্দোলনকারী দল আর নেই, ভবিষ্যতেও আর হবে না।
    শুক্রবার (১২ আগস্ট ২০২২ইং) সন্ধ্যায় আশুলিয়া প্রেসক্লাব চত্বরে শ্রমিক সংগঠনের আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা সভা উদ্বোধন করেন প্রধান বক্তা হিসেবে এই মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এমপি শাহজাহান খান। এসময় তিনি আরও বলেন, “মহানবী (সঃ) বলেছিলেন, আগুনের ¯্রষ্টা ছাড়া আর কেউ কোনো প্রাণী আগুনে পুড়ে হত্যা করতে পারে না” কিন্তু বিএনপি’র নেতা কর্মীরা মানুষ হত্যা করেছে পেট্রোল বোমা দিয়ে। তিনি আরও বলেন, ‘এখন সংবিধান অনুযায়ী তত্বাবধায়ক সরকারের আর কোনো সুযোগ নেই’। নির্বাচন হবে ২০২৪ সালের জানুয়ারি মাসে। এই নির্বাচন শেখ হাসিনা পরিচালনা করবেন না, এ নির্বাচন পরিচালনা করবেন নির্বাচন কমিশন।
    এসময় গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের সাভার-আশুলিয়া- ধামরাই শিল্পা ল কমিটির আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম সুজনের সভাপতিত্বে ও যুগ্ম সদস্য সচিব রাকিবুল ইসলাম সোহাগের স ালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ এনামুর রহমান এমপি ঢাকা-১৯। তিনি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে পদ্মা সেতুসহ দেশে অনেক উন্নয়নমূলক কাজ করা হয়েছে যা অন্য কোনো সরকার বা দল করতে পারেনি। তিনি নৌকা মার্কায় ভোট চেয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং সবার কল্যাণে দোয়া কামনা করেন।
    উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন, আশুলিয়া থানা আওয়ামী লীগের অন্যতম সদস্য আব্দুল কাদের দেওয়ান, আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক মোঃ কবির হোসেন সরকার, জাতীয় শ্রমিক লীগের আশুলিয়া আ লিক কমিটির যুগ্ম-আহ্বায়ক সানাউল্ল্যাহ ভুঁইয়া সানি, জাতীয় শ্রমিক লীগের আশুলিয়া আ লিক কমিটির সিনিয়র সহ-সভাপতি সেলিম মন্ডল, ইদ্রিস আলী, নাজমুল হক ইমু, খলিলুর রহমান ও আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, জাতীয় শ্রমিকলীগ ও শ্রমিক সংগঠনসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী এবং কয়েক হাজার শ্রমিক এসময় উপস্থিত ছিলেন, যা জনতার ঢল বলা যায়।