Category: দেশজুড়ে

  • বাংলাবান্ধা স্থলবন্দরে বন্ধ আমদানি-রপ্তানি

    বাংলাবান্ধা স্থলবন্দরে বন্ধ আমদানি-রপ্তানি

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড়:
    জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে চারদেশীয় স্থলবন্দর (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

    রোববার (১৪ আগস্ট) দিনগত রাতে এ তথ্য জানিয়েছেন বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন।

    তিনি বলেন, সোমবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল থেকে পুনরায় কার্যক্রম চালু হবে।

  • শাখারীয়া যুব হিলফুল ফুজুল সংগঠনের উদ্দোগে ৯ জনকে কোরআন টুপি, হেজাব ,মগ ,১০০টাকা  উপহার দেন

    শাখারীয়া যুব হিলফুল ফুজুল সংগঠনের উদ্দোগে ৯ জনকে কোরআন টুপি, হেজাব ,মগ ,১০০টাকা উপহার দেন

    আল আমিন মোল্লা
    স্টাফ রিপোর্টার।

    জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন শাখারীয়া যুব হিলফুল ফুজুল সংগঠনের উদ্দোগে ৯ জনকে কোরআন টুপি হেজাব মগ ১০০ টাকা উপহার দেন ।

    শেখানোর জন্যে ছোট্ট শিশুদের শাখারীয়া গ্রামের দুই মসজিদে পড়ানোর ব্যাবস্থা করেছে শাখারীয়া যুব হিলফুল ফুজুল সংগঠনের শাখারীয়া গ্রামের ৯জন কোরআন শরীফ পড়তে শেখাই তাদের ৯ জনকে ১ টি করে কোরআন শরীফ,একটি করে টুপি, শাখারীয়া যুব হিলফুল ফুজুল সংগঠনের লোগো ডিজাইন সহ একটি মগ , এছাড়াও ছোট মামুনিদের জন্য হিজাব ও, ১০০ টাকা পুরস্কার হিসাবে তুলে দেন ।

    শাখারীয়া যুব হিলফুল ফুজুল সংগঠনেরএই পুরস্কৃত বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাখারীয়া গ্রামের দুই মসজিদের ইমাম সংগঠন অনেক সদস্য সহ সংগঠনের সভাপতি মোঃ ইফাজুল ইসলাম এবং কোরআন পড়ানোর মাওলানা মোঃ ইব্রাহিম ও হাচান।

  • নানা আয়োজনে  বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে লক্ষ্মীপুরে পালিত জাতীয় শোক দিবস

    নানা আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে লক্ষ্মীপুরে পালিত জাতীয় শোক দিবস

    নাজিম উদ্দিন রানাঃলক্ষ্মীপুরে
    সর্ব কালের সর্ব শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে লক্ষ্মীপুর জেলা প্রশাসনের উদ্দগে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,আলোচনা সভা ও চিত্র অংকনসহ বিভিন্ন কর্মসূচি মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়েছে।

    দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক
    অপর্ণ করে বিনম্রশ্রদ্ধা জানানো হয়। সকাল সাড়ে ৯টায় জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গনে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামীলীগ,পৌর মেয়র, মুক্তিযোদ্ধা কমান্ডসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে অতিরিক্ত জেলা প্রশাসক নুরেই আলমের সভাপতিতেত্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ,পুলিশ সুপার ড.এএইচএম কামরুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক মো. শাহজাহান, জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাউদ্দিন টিপু, সদর উপজেলা নির্বাহী অফিসার
    মো. এমরান হোসেন,পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দর মাসুম ভূইয়া ও জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট নুরুল হুদা পাটওয়ারী প্রমুখ।

    এদিকে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পৌরবাসীর জন্য গনভোজের আয়োজন করেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোজাম্মে হায়দার মাসুম ভুঁইয়া ।

    এছাড়া, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাতবার্ষিকী ও ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খাঁন নিখিলের নির্দেশে দোয়া ও অসহায়-দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী যুবলীগ এর সাবেক ১ম যুগ্ম-আহ্বায়ক এড. শেখ জামান রিপন। উপস্থিত ছিলেন কবির হোসেন রিপন, ঝন্টু দেবনাথ, আব্দুল কাইয়ুম রুবেল, আব্দুর রহমান, এড. আদনান, এড. আজবর হোসেন, এড. জাবেদ মনোয়ার, এড. আব্দুস সামাদ আজাদ, এড. নিগার, এড. নেপসন সহ প্রমুখ এসময় দোয়া পরিচালনা করেছেন মাওলানা মোহাম্মদ উল্লাহ।

    ১৫ আগস্ট সোমবার দুপুরে পৌরসভার ৬ নং ওয়ার্ডে পৌর মেয়রের নিজ বাসভবনে সম্মুখে লক্ষ্মীপুর জেলা ও পৌর সভার ১৫ টি ওয়ার্ডের বিভিন্ন ইউনিটের প্রায় ১০ হাজার নেতা-কর্মী ও দুস্থ পরিবারের জন্য এই গনভোজের আয়োজন করেন।
    এর আগে সকালে পৌর মেয়রের উদ্দগে প্রবিত্র কোরআন খতম এবং সেচ্ছায় রক্তদান আলোচনা সভা সহ দিনব্যাপী নানান কর্মসূচী মধ্যদিয়ে দিবসটি পালিত হয়েছে। মেয়র নিজে রক্তদান করে সেচ্ছায় রক্তদান কর্মসূচীর উদ্ধোধন করেন।

    এ ব্যাপারে জানতে চাইলে পৌর মেয়র মাসুম ভৃঁইয়া জানান, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে পৌরসভার সহ জেলার নেতাকর্মী ও সাধারণ দুস্থ মানুষের মাঝে এই খাবার আয়োজন করা হয়েছে। আমি সকল সুখে দু:খে পৌরসভার মানুষের পাশে আছি এবং থাকবো।
    আলোচনা সভা শেষে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

  • বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সব নদ নদীর পানি বৃদ্ধি বানারীপাড়া উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত

    বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সব নদ নদীর পানি বৃদ্ধি বানারীপাড়া উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বানারীপাড়া উপজেলার সব নদনদীর পানি বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে তিন উপজেলার কঁচা, সন্ধ্যা আর কালি গঙ্গা নদীর পানিবৃদ্ধি পাওয়ায় ওই তিন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে ফসলের জমিসহ বাড়ীঘর।খবর নিয়ে জানা যায় স্বরূপকাঠি-পিরোজপুর সড়কে স্বরূপকাঠি ও কাউখালীর বিভিন্ন স্থানেও পানি উঠে গেছে। অভ্যন্তরীন অনেকগুলো সড়ক পানিতে তলিয়ে গেছে। উপজেলার নিম্নাঞ্চলের সবগুলো সড়কসহ অসংখ্য বাড়ী ঘরে পানিতে প্লাবিত হয়েছে। সন্ধ্যা নদীর ফেরিঘাটের দুই পাড়ে গ্যাং ওয়ে পানিতে ডুবে গেছে। বিঘ্নিত হচ্ছে ফেরি চলাচল। অপর দিকে শনিবার রাত থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত থেমে থেমে মুসলধারে বৃষ্টির কারনে জনজীবন অতীষ্ট হয়ে পড়েছে। পানি বেড়ে যাওয়ার কারণে বানারীপাড়া উপজেলার বিলাঞ্চলসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছেঅনেক সড়কে ও বাড়ীর আঙ্গিনা পানিতে ডুবে গেছে। উপজেলার অভ্যন্তরীন সব রাস্তার ওপর হাটু পানি। নিম্নাঞ্চলের অনেক বাড়ী ঘরে পানি ওঠে পড়েছে। সলিয়া বাকপুর ইউনিয়নের খেজুর বাড়ি এলাকার সহকারী শিক্ষক সাবিনা জানান পৌরসভার রাস্তা হয়ে খেজুরবারি সড়কের বিদ্যালয় থেকে ধাড়ালিয়া পর্যন্ত সন্ধ্যা নদীর পানি বৃদ্ধির কারণে প্রায় সব রাস্তা গুলি পানিতে প্লাবিত হয়েছে। বানারীপাড়া ফেরিকেটের স্ট্যান্ডারড ওয়ার্কশপের প্রোপাইটার খোকন আহমেদ বলেন ফেরিঘাট থেকে শুরু করে থানার মোড় বানারীপাড়া সদর রোডে প্রধান প্রধান কয়েকটি সড়ক অলিগালি এবং হাই স্কুলের মাঠ পানিতে তলিয়ে গেছে।
    বানারীপাড়া উপজেলার বিলাঞ্চল বিশারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত জানান তার ইউনিয়নের জাইকা সড়ক বাদে সব রাস্তা পানিতে তলিয়ে গেছে। সৈয়দকাঠি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মৃধা জানান ওই ইউনিয়নের শতকরা ৭৫ ভাগ এলাকা প্লাবিত হয়েছে। মাছের ঘের নিয়ে চাষীরা পড়েছে মহা সমস্যায়। পানি বৃদ্ধির যা গতি তা অব্যহত থাকলে বেশির ভাগ ঘের পানিতে ডুবে যাবে। সলিয়াবাকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মজিবর রহমান জানান, মহিষাপোতা স্কুলের মাঠ ও সড়কসহ ইউনিয়নের সবগুলো সড়ক এখন পানির নিচে।এ সম্পর্কে বানারীপাড়া উপজেলার নির্বাহি অফিসার রিপন কুমার সাহা বলেন, বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সন্ধ্যা নদীর পানি জোয়ারে বেড়ে যাওয়ায় বিভিন্ন ইউনিয়ন পানি প্লাবিত হয়েছে। ইতোমধ্যে আমি কয়েকটি স্থান পরিদর্শন করেছি।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।।

  • ২২ বছরেও সংস্কার হয়নি বানারীপাড়ার সঃপ্রাঃবিদ্যালয়ের রাস্তা

    ২২ বছরেও সংস্কার হয়নি বানারীপাড়ার সঃপ্রাঃবিদ্যালয়ের রাস্তা

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়া বাকপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ৪৮নং মহিষা পোতার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তাটির ২২ বছরেও সংস্কারের মুখ দেখেনি জনসাধারণ।এই রাস্তাটি সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমানের বাড়ি হয়ে অধ্যক্ষ জাকির হোসেনের বাড়ির সম্মুখ থেকে বর্তমান উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম সালে্হ মঞ্জু মোল্লার বাড়ির প্রধান সড়কের পৌরসভার লিংকে মিলিত হয়েছে। একটু বর্ষা হলেই প্রতিনিয়ত এরকম চিত্র দেখা যায় তাই অতি জরুরী এই রাস্তাটি সংস্কার করা প্রয়োজন বলে জানান বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, মসজিদের মুসল্লীগণ ও স্থানীয় জনসাধারণ। তৎকালীন পূর্বে ২০০০ সালে মুজিবুর রহমান চেয়ারম্যান থাকাকালীন তার তত্ত্বাবধানে প্রায় এক কিলোমিটারের মত পাকা পিচ ঢালাইয়ের কাজ সম্পূর্ণ করেছিলেন।এই জনপথে রয়েছে অসংখ্য নেতাকর্মী ও সুশীল সমাজের ব্যক্তিবর্গের বসবাস।তাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের, স্থানীয় জনসাধারণের একটিই দাবি রাস্তাটির জন্য বিশেষ বরাদ্দ হোক বা যেভাবেই হোক অতি দ্রুত সংস্কার আমরা দেখতে চাই। এছাড়াও এ রাস্তা থেকে প্রতিনিয়ত যাতায়াত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের, মসজিদের মুসল্লীদের ও সাধারণ জনগণের।এ বিষয়ে সাবেক চেয়ারম্যান ও বর্তমান উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুজিবুর রহমান বলেন, আমি চেয়ারম্যান থাকা কালীন সময়ে ২০০০ সালে সম্পূর্ণরূপে রাস্তাটির মেরামত করেছিলাম। এরপর থেকে রাস্তাটির মেরামত কাজে কেউ এগিয়ে আসেনি।তবে সুযোগ পেলে জনপ্রতিনিধি দ্বারা রাস্তার মেরামত করার জন্য আমার চেষ্টা অব্যাহত থাকবে।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।।

  • বানারীপাড়ায় সাংবাদিক রুবেলের পিতার ৩য় তম মৃত্যুবার্ষিকী

    বানারীপাড়ায় সাংবাদিক রুবেলের পিতার ৩য় তম মৃত্যুবার্ষিকী

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    বরিশালের বানারীপাড়া প্রেসক্লাবের শিক্ষাণবিশ সদস্য.রুবেল বেপারী পিতা মাষ্টার মো: হুমায়ুন কবীরের ৩য় তম মৃত্যু বার্ষিকী আজ।
    তিনি উপজেলার দিদিহার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি ২০১৯ সালের ১৪ আগস্ট পৌরসভার ৪ নং ওয়ার্ডের নিজ বাসায় ইন্তেকাল করেন। তার পরিবারের পক্ষ থেকে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

  • পাইকগাছায় প্রবল জোয়ারের চাপে ঝুঁকিপূর্ণ  ভেড়িবাঁধ ভেঙ্গে বিস্তৃর্ণ এলাকা প্লাবিত

    পাইকগাছায় প্রবল জোয়ারের চাপে ঝুঁকিপূর্ণ ভেড়িবাঁধ ভেঙ্গে বিস্তৃর্ণ এলাকা প্লাবিত

    ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
    পাইকগাছায় ভেড়িবাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।রবিবার দুপুরে প্রবল জোয়ারে উপজেলার সোলাদানা ইউনিয়নের পানি উন্নয়ন বোর্ডের ২৩নং পোল্ডারের বয়ারঝাঁপা এলাকায় ভাঙ্গাহাড়িয়া নামক স্থানে ওয়াপদার প্রায় ৩০ ফুট ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে।ফলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে কয়েক শত ছোট বড় মৎস্য ঘের তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।ভেসে গেছে কয়েকশত ছোটবড় মৎস্য ঘের। অনেক বাড়ির উঠানে পানি ঢুকে পড়েছে। বঙ্গোপসাগরে লঘুচাপ এর প্রভাবে পাইকগাছায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। অতিরিক্ত জোয়ারের পানিতে উপকূল সংলগ্ন বেশ কিছু এলাকা তলিয়ে গেছে। গত কয়েকদিনের জোয়ারের পানির চাইতে শনিবারের ও রবিবারের জোয়ারের পানির উচ্চতা ছিল অনেক বেশি।
    সোলাদানা ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য আব্দুল্লাহ আল মামুন বলেন, দুপুরে জোয়ারে শিবসা নদীর পানি স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পেয়ে বাধঁ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করছে। পানিতে ভেসে গেছে কয়েকশত ছোটবড় মৎস্য ঘের। আমরা এলাকাবাসী বাঁধের পাশে অপেক্ষা করছি, ভাঁটার সময়ে বাঁধ নির্মানের কাজে নেমে পড়বো। তিনি আরো বলেন, বাঁধ নির্মাণ সম্ভব না হলে রাতের জোয়ারে এ ইউনিয়নের প্রায় ৫ গ্রাম পানিতে তলিয়ে যাওয়ার আশংকা রয়েছে। ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী জানান, আমার ইউনিয়নের শিবসা নদীর তীরবর্তী বয়ারঝাঁপা এলাকায় ভাঙ্গাহাড়িয়া নামক স্থানে ওয়াপদার ভেড়িবাধটি ভেঙে গিয়ে প্লাবিত হয়েছে। আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে প্লাবিত এলাকা পরিদর্শন করেছি।ভাটার সময় উপজেলা প্রশাসনের তত্বাবধায়নে আমি সহ স্হানীয় এলাকাবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্ত ভেড়িবাধটির মেরামতে নেমে পড়বো বলে আশা করছি। অপরদিকে কপোতাক্ষের জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে উপজেলার মাহমুদকাটি,রাড়ুলী জেলেপাড়া, কাটিপাড়া জেলে পল্লী,বোয়ালিয়া জেলেপাড়া,সোলাদানা,বাইশারাবাদ গুচ্ছগ্রাম।তাছাড়া পাইকগাছা শহর রক্ষা বাধ উফছে পানিতে প্লাবিত হয়েছে পৌর বাজার। কপোতাক্ষ নদের তীরবর্তী গ্রামগুলি ভাঙনের মুখে পড়েছে। ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য শংকর বিশ্বাস জানান, রবিবার জোয়ারের পানিতে মাহমুদ কাটির জেলে পল্লী সহ রামনাথপুর এলাকার ঘরবাড়ি তলিয়ে যাওয়ার অবস্থা। বসতবাড়ির উঠানে হাটু পানি। স্বাভাবিকের চেয়ে অন্তত তিন ফুটের বেশি পানি বাড়েছে,বেড়ীবাধ উপছে পানি ঢুকে ডুকছে। তলিয়ে গেছে বসতবাড়ি, রাস্তাঘাট, মাছের ঘের, পুকুর, ফসলি জমি। ফলে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন ভুক্তভোগীরা। আর নদীতে তীব্র ঢেউয়ের ধাক্কায় বেড়ীবাধে ভাঙন দেখা দিয়েছে।
    পাইকগাছাপানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোঃ রাজু হাওলাদার জানান,বাঁধ ভেঙ্গে যাওয়ার খবর পেয়ে আমি সহ পাওবো’র প্রতিনিধিরা প্লাবিত এলাকায় যাই এবং উপজেলা প্রশাসনের তত্বাবধায়নে এলাকাবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সরবরাহকৃত প্রয়োজনীয় সরঞ্জামাদির মাধ্যমে কাজ করে ক্ষতিগ্রস্থ বাঁধটি প্রাথমিকভাবে মেরামত করলেও আবার জোয়ারে বাধ ভেঙ্গে গেছে।রাতে বাশ,বস্তা, চাটাইসহ প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করে সকালে বাধ বাধার কাজ করা হবে। , প্রতি অমাবস্যা এবং পূর্ণিমার জোয়ারে নদীতে স্বাভাবিকের চেয়ে দুই থেকে আড়াই ফুট পানি বৃদ্ধি পায়। এখন পূর্ণিমা এবং বঙ্গোপসাগরে নিম্নচাপ থাকায় জোয়ারের অতিরিক্ত পানি উপকূলে উঠে পড়েছে। পাইকগাছায় প্রায় ৩০ কি:মি: বেড়ীবাধ ঝুকিপুর্ণ রয়েছে। পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেন, প্রবাল জোয়ারে পানি উন্নয়ন বোর্ডের ঝুঁকিপূর্ণ ওয়াপদার ভেড়িবাঁধ ভেঙ্গে পানি প্রবেশ করেছে, ভাঁটার সময় বাঁধের কাজ শুরু করা হবে। বাঁধ নির্মাণের জন্য প্রয়োজনীয় জিনিস পাঠানো হয়েছে।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা

  • আশুলিয়ায় চাচাতো ভাইয়ের হাতে এক বৃদ্ধ খুন

    আশুলিয়ায় চাচাতো ভাইয়ের হাতে এক বৃদ্ধ খুন

    হেলাল শেখ।।
    বিশেষ প্রতিনিধিঃ ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের নিশ্চিন্তপুরে সরকারি রাস্তা ও জমি সংক্রান্ত বিরোধ নিয়ে চাচাতো ভাইয়ের হাতে এক বৃদ্ধকে খুনের অভিযোগ।
    স্থানীয়রা জানায়, রবিবার (১৪ আগস্ট ২০২২ইং) সকাল ৯ টার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নিশ্চিন্তপুরের মৃত ওয়াজ উদ্দিনের ছেলে মোঃ দিলু হোসেন মন্ডলের সাথে তার চাচাতো ভাই হাজী জমত আলী মন্ডল (৬৫) এর সাথে সরকারি রাস্তা ও এক ফিট জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে হাতাহাতি হলে এসময় দিলু হোসেন জমত আলীকে কিলঘুসি মারেন এবং ইট দিয়ে নাকে ও বুকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, নিহতের ছোট ভাই জয়নাল ও দিলু হোসেনের ছোট ভাই নজরুল ইসলাম মন্ডলের সাথে সরকারি রাস্তা ও জমি নিয়ে বিরোধ চলছিলো, এর এক পর্যায়ে তাদের এই বিরোধের জের ধরেই এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।
    আশুলিয়া থানার (ওসি-ইন্টেলিজেন্স) মোঃ জামাল সিকদার উক্ত ঘটনাস্থল পরিদর্শন করেছেন, পুলিশ কর্তৃক লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানায়। এ বিষয়ে পুলিশ ও র‌্যাব জানায়, এই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

  • ঝিনাইদহে  নিজের মেয়েকে পাশবিক নির্যাতন জুতার মালা পরিয়ে পিতাকে পুলিশে সোপর্দ

    ঝিনাইদহে নিজের মেয়েকে পাশবিক নির্যাতন জুতার মালা পরিয়ে পিতাকে পুলিশে সোপর্দ

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ফুফুর বাড়িতে বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে নিজের পিতা দুই বছর ধরে কিশোরী মেয়ে (১৩) কে পাশবিক নির্যাতন চালিয়ে আসছে। এক পর্যায়ে মেয়েটি গর্ভবতী হয়ে পড়লে ঝিনাইদহ সদর হাসপাতালের এক সাবেক নার্স দিয়ে গর্ভপাত ঘটানো হয়। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ পৌর এলাকার পবহাটী গ্রামে। এ ঘটনায় লম্পট পিতা রাশেদকে জুতার মালা গলায় দিয়ে রোববার বিকালে পুলিশে সোপর্দ করেছে জনতা। পেশায় দর্জি লম্পট রাশেদ পবহাটী গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি (তদন্ত) এমদাদুল হক জানান, রাশেদ শহরের উপ-শহরপাড়ায় বিয়ে করে। তার একাধিক স্ত্রী রয়েছে। কিশোরী মেয়েটি ঝিনাইদহ শহরের উপ-শহর পাড়ার রাকিব উদ্দীন হাইস্কুলের সপ্তম শ্রেনীর ছাত্রী। মেয়েটির ভাষ্যমতে, পঞ্চম শ্রেনীতে পড়ার অবস্থায় তার পিতা তাকে যৌন নিপীড়ন চালিয়ে আসছে। বিভিন্ন সময় ফুফুর বাড়িতে বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে ঘুমের ওষুধ সেবন করিয়ে নিজের কিশোরী মেয়েকে মাসের পর মাস পাশবিক নির্যাতন করে আসছিল রাশেদ। এক পর্যায়ে মেয়ে গর্ভবতী হয়ে পড়লে ঝিনাইদহ সদর হাসপাতালের এক সাবেক নার্স দিয়ে গর্ভপাত ঘটানো হয়। ঘটনাটি জানাজানি হয়ে পড়লে রোববার বিকালে পবহাটী ও উপশহরপাড়ার বাসিন্দরা ফুসে ওঠে। তারা রাশেদকে ধরে গলায় জুতার মালা পরিয়ে ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করে। সদর থানার ওসি (তদন্ত) এমদাদুল হক জানান, এ ঘটনায় মামলার পক্রিয়া চলছে। লম্পট রাশেদ পুলিশ হেফাজতে রয়েছে।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।

  • জাতির জনক বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতির স্বপ্নের রূপকার- রওশন এরশাদ এমপি

    জাতির জনক বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতির স্বপ্নের রূপকার- রওশন এরশাদ এমপি

    প্রেস বিজ্ঞপ্তিঃ
    জাতীয় শোক দিবস এবং বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকীতে এবং ১৫ আগস্টে শহীদ সদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এমপি।

    জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আজ এক শোক বাণীতে তিনি এই শ্রদ্ধা জানান।

    শনবার (১৪আগষ্ট)বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব, মো:মামুন হাসান প্রেরিত এক শোক বাণীতে বিরোধীদলীয় নেতা বলেন,বাঙালির করুণার্দ্র শোকগাথার দুঃসহ মাসের নাম আগস্ট।বাংলাদেশ ও বাঙালির বিভিন্ন ঐতিহাসিক দিবসের প্রায় সবই অর্জনের, গৌরবের; কিন্তু জাতীয় শোক দিবস হারানোর দিন, কলঙ্কের দিন।এই দিনে ইতিহাসের বর্বরোচিত ও মর্মান্তিক হত্যাযজ্ঞ চালিয়ে স্বপরিবারে হত্যা করা হয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীন বাংলাদেশের স্হপতি বঙ্গবন্ধুকে।

    তিনি আরও বলেন, আমাদের জাতীয় ইতিহাসে বঙ্গবন্ধুর অবদান অপরিসীম।তিনি ছিলেন জাতীয় ঐক্য, প্রেরণা ও স্বাধীনতার মূর্ত প্রতীক, বাঙালি জাতির স্বপ্নের রূপকার। তাঁর ইস্পাত কঠিন নেতৃত্ব বাঙালি জাতিকে দিয়েছে অধিকার আদায়ের প্রেরণা। তাঁরই নেতৃত্বে সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে স্বাধীন হয়েছে আমাদের প্রিয় মাতৃভূমি। এ স্বাধীনতা অর্জনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের অবদান আমরা চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবো।

    শোকাবহ এদিনে একটি সুখী-সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয়ে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

    পরম করুনাময় আল্লাহর দরবারে বঙ্গবন্ধুসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন বিরোধীদলীয় নেতা ।