Category: দেশজুড়ে

  • ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

    ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী পালিত হচ্ছে।সোমবার সকালে শহরের বিভিন্ন স্থান বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শোক র‌্যালী বের করা হয়। র‌্যালী গুলো শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়। পরে প্রেরণা একাত্তর চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। প্রথমে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসন, পরে পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা সংসদ শ্রদ্ধা নিবেদন করেন। একে একে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর পক্ষ থেকে পুস্পমাল্য অর্পণ করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা প্রশাসক মনিরা বেগম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানান।অপরদিকে সোমবার সকালে শহরের এইচএসএস সড়কের আহার রেস্টুরেন্টের সামনে আলোচনা সভার আয়োজন করে সদর থানা যুবলীগ ও জেলা জাতীয় শ্রমিক লীগ। এতে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি, পৌর আওয়ামী লীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস, জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আক্কাচ আলী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাজু আহম্মেদ, সদর থানা যুবলীগের আহ্বায়ক শাহ মোহাম্মদ ইব্রাহিম খলিল রাজাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।।

  • নাচোলে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

    নাচোলে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

    মোঃ মনিরুল ইসলাম,নাচোল,
    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ১৫ই আগস্ট জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

    আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা ও পৌর আওয়ামী লীগের আয়োজনে
    উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয়, কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল, র্র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    পতাকা উত্তোলন শেষে কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্র্যালী পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার দলীয় কার্যালয়ে মিলিত হয়ে উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) আবুল হোসেনের সভাপতিত্বে
    প্রধান অতিথির বক্তব্য রাখেন
    পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু।

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক কামাল আহমেদুজ্জোহা পলাশ, সাংগঠনিক সম্পাদক আবদুল হালিম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম (ঝাইটোন) প্রমুখ।

    অপরদিকে উপজেলা প্রশাসনের আয়োজনে
    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী বিভিন্ন কর্মসুচীর মধ্যদিয়ে পালিন করেছেন ।
    উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কাদের।

    এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাইম মুন্নি, নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার(সাবেক) মতিউর রহমান প্রমুখ।

  • র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জের শাহজাদপুরে অপহরণ ও চাঁদাবাজি মামলার ০৫ জন দূধর্ষ আসামী গ্রেফতার; ভিকটিম উদ্ধার।

    র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জের শাহজাদপুরে অপহরণ ও চাঁদাবাজি মামলার ০৫ জন দূধর্ষ আসামী গ্রেফতার; ভিকটিম উদ্ধার।

    প্রেস বিজ্ঞপ্তি।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, ধর্ষণ এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ঘটনাঃ জনৈক মোঃ আব্দুল মান্নান খাঁন(৫৫), পিতা-মৃত কালু খাঁ, সাং-পাথর ঘাটা চক্রপাড়া, থানা-ভাঙ্গুরা, জেলা-পাবনা জানান যে, আমার ছেলে মোঃ ইউনুস আলী মিঠু(২৫) গত ইং ০৯/০৮/২০২২ তারিখ সকাল ০৯.০০ ঘটিকায় সময় তাহার বন্ধু মেহেদী হাসান গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন এলাকায় বিবাহের দাওয়াত খাওয়ার জন্য বাড়ি হইতে বাহির হইয়া যায়। বিবাহের অনুষ্ঠান শেষে আমার ছেলে ১১/০৮/২০২২ ইং তারিখ গোবিন্দগঞ্জ হইতে রাত অনুমান ২১.৩০ ঘটিকায় শাহজাদপুর বাস ষ্ট্যান্ড আসিয়া নামিয়া আমার ছেলে তার ব্যবহৃত ফোন নম্বর-০১৭৫৬-৭৩৮৮৮৮ হইতে আমার ফোন নম্বর-০১৭২১-৬৬৮৫৩৮ তে ফোন দিয়ে জানায় যে আব্বু আমি শাহজাদপুর হইতে একটি সিএনজি যোগে বাঘাবাড়ি হইয়া বাড়ির দিকে আসিতেছি। পরবর্তীতে সময় অনুমান ২২.৫০ ঘটিকায় আমার ছেলের ফোন নম্বর-০১৭৫৬-৭৩৮৮৮৮ হইতে একজন অপরিচিত ব্যাক্তি আমাকে ফোন দিয়ে জানায় আপনার ছেলে আমাদের হেফাজতে আছে, আপনার ছেলেকে যদি জীবিত চান তাহলে আপনার ছেলের মোবাইল নম্বরের দ্রুত নগদ একাউন্টের মাধ্যমে ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা পাঠিয়ে দেন। আমি ছেলের অপহরণের সংবাদ শুনিয়া তাড়াতাড়ি করিয়া ছেলেকে বাঁচানোর জন্য তাহাদের কথামত ছেলের ফোন নম্বরের নগদ একাউন্টে ৬,০০০/-(ছয় হাজার) টাকা পাঠাই। পরবর্তীতে ইং ১২/০৮/২০২২ তারিখ রাত অনুমান ০৪.৩০ ঘটিকার সময় অপহরণকারীরা আমার ছেলেকে মুক্তি না দিয়ে আমার ছেলের ফোন নম্বর হইতে পূণরায় টাকা দাবি করিলে আমি অপহরণকারীর ০১৩০৪-৮৭৭৩৪৩ নম্বরে ১৫,০০০/-(পঁনের হাজার) টাকা বিকাশে পাঠিয়ে দিয়ে আমার ছেলেকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করি। পরবর্তীতে আমি আমার ছেলের ফোন নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করিয়া তার নম্বরটি বন্ধ পাই।

    পরবর্তীতে ভিকটিমের পরিবার অনেক খোজা খুজির পর ১২/০৮/২০২২ ইং তারিখ আনুমানিক সকাল ১০.০০ ঘটিকায় র‌্যাব-১২ এর কাছে অপহরণের অভিযোগ করে এবং ভিকটিমকে উদ্ধারের আকুতি জানায়। উক্ত অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মেজর এম. রিফাত-বিন-আসাদ এর নেতৃত্বে আভিযানিক দল বিভিন্ন গোয়েন্দা তথ্য এবং আধুনিক তথ্য প্রযুক্তির সাহায্যে ১৪/০৮/২০২২ ইং তারিখে পাবনা জেলার সাঁথিয়া ও বেড়া থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ভিকটিম মোঃ ইউনুস আলী মিঠু(২৫) কে উদ্ধার করে এবং অপহরণকারী চক্রের মূল হোতাসহ ০৫ জনকে গ্রেফতার করে। আসামীদের নিকট হইতে অপহরণ কাজে ব্যবহৃত ০১টি সিএনজি অটোরিক্সা ও ০৬টি মোবাইল ফোন ও নগদ ৪,৯৫০/-(চার হাজার নয়শত পঞ্চাশ) টাকা জব্দ করা হয়।

    গ্রেফতারকৃত আসামী ১। মোঃ সুমন হোসেন(২২), পিতা-মোঃ আব্দুল হক, গ্রাম-করমজা, ২। মোঃ রিফাত হোসেন(১৮), পিতা-মৃত ময়েন উদ্দিন, সাং-ধোপাদহ, ৩। মোঃ আব্দুল্লাহ হোসেন(১৮), পিতা-মোঃ আক্কাছ প্রামাণিক, সাং-পানিসাইল সর্ব থানা-সাঁথিয়া ও জেলা-পাবনা ৪। মোঃ শিমুল হোসেন(১৯), পিতা-আনিসুর রহমান, সাং-সানিলা শাহপাড়া, ৫। মোঃ কাওছার খাঁ (কুটি) পিতা-বাচ্চু খাঁ, সাং-বেড়া সি এন্ডবি, সানিলা, উভয় থানা-বেড়া, জেলা-পাবনাদ্বয়কে গ্রেফতার করে।

    গ্রেফতারকৃত আসামীদের ও উদ্ধারকৃত ভিকটিমকে সিরাজগঞ্জের শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

    এ ধরণের অপহরণকারী গ্রেফতার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

    সূত্র ও বিস্তারিত ঃ

    এম. রিফাত-বিন-আসাদ

    মেজর

    মিডিয়া অফিসার

    র‌্যাব-১২

    মোবা-০১৭৭৭-৭১১২৫৮

  • র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জের রায়গঞ্জে ৫১ বোতল ফেন্সিডিলসহ ০২(০১জন মহিলা ) জন মাদক ব্যবসায়ী আটক।

    র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জের রায়গঞ্জে ৫১ বোতল ফেন্সিডিলসহ ০২(০১জন মহিলা ) জন মাদক ব্যবসায়ী আটক।

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    এর ধারাবাহিকতায় ১৫/০৮/২০২২ খ্রিঃ সকাল ০৬.১৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন ৯নং ব্রহ্মগাছা ইউনিয়ন অর্ন্তগত বারইভাগ (নয়াপাড়া) গ্রামে অভিযুক্ত মোঃ আব্দুল মমিন খান এর বসত বাড়ির সামনে নারিকেল গাছের নিচে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫১(একান্ন) বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়াও তাহাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১ টি মোবাইল ফোন জব্দ করা হয়।

    গ্রেফতারকৃত আসামীঃ ১) আব্দুল মমিন খান(২৭), পিতা-আব্দুল সাত্তার খানা,২। মোছাঃ নাসরিন আক্তার(২৩), স্বামী-আব্দুল মমিন খান, উভয় সাং-বারইভাগ (নয়াপাড়া), থানা-রায়গঞ্জ, জেলা সিরাজগঞ্জ।

    গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

    সূত্র ও বিস্তারিত ঃ

    এম. রিফাত-বিন-আসাদ

    মেজর

    মিডিয়া অফিসার

    র‌্যাব-১২

    মোবা-০১৭৭৭-৭১১২৫৮

  • জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ম্যুরালে তেঁতুলিয়া মডেল থানার শ্রদ্ধাঞ্জলি অর্পন

    জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ম্যুরালে তেঁতুলিয়া মডেল থানার শ্রদ্ধাঞ্জলি অর্পন

    মুহম্মদ তরিকুল ইসলাম, তেঁতুলিয়া প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ম্যুরালে তেঁতুলিয়া মডেল থানা শ্রদ্ধাঞ্জলি অর্পন করেছে।
    সোমবার (১৫ আগস্ট) সকালে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষে তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু সাঈদ চৌধুরী উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু ম্যুরালে এই শ্রদ্ধাঞ্জলি জানান।
    এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) সোহাগ চন্দ্র সাহা, উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আবুল কাশেম, তেঁতুলিয়া মডেল থানার তদন্ত অফিসার জাহেরুল ইসলাম প্রমুখ।

  • আগৈলঝাড়ায় প্রশাসন ও আওয়ামী লীগের  উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

    আগৈলঝাড়ায় প্রশাসন ও আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামী লীগ ও প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিস্তারিত কর্মসূচী পালনের মধ্যদিয়ে ১৫আগষ্ট ৪৭তম জাতীয় শোকদিবস সোমবার পালিত হয়েছে।
    এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মাসব্যাপি কোরান খতম শেষে সকাল আটায় উপজেলা দলীয় কর্যালয়ে জাতীয়, কালো পতাকা ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম সূচনা হয়।
    পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা, শহীদ আব্দুর রব সেরনিয়াবাতসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় নীরবতা পালন, জাতির পিতা ও সাবেক মন্ত্রী শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন শেষে কালো ব্যাজ ধারণ ও শোক র‌্যালী অনুষ্ঠিত হয়।
    শোক র‌্যালী শেষে সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত।
    উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সবুজ আকন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি এস এম হেমায়েত উদ্দিন, উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী পিয়ারা ফারুক বক্তিয়ার, আওয়ামী লীগ নেতা ও বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ এনায়েত হোসেন নান্নু মিয়া,
    ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোঃ ইলিয়াস তালুকদার, বিপুল দাস,আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, গৈলা মডেল ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শফিকুল হোসেন টিটু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ সিকদার, যুবলীগ সভাপতি সাইদুল সরদার, যুবলীগ নেতা সেরনিয়াবাত ফয়জুল,ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন পাইক, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম পাইক, মোঃ মুরাদ হোসেন শিকদার।
    আলোচনা সভায় ১৫আগষ্ট ঘাতকের বুলেটে নিহত শকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বাদ যোহর বিশেষ দোয়া মোনাজাত শেষে সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিরে পেশ ইমাম হাফেজ মাওলানা ফজলুল হক।
    অন্যদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে একই দিন সকালে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, চিত্রাংকন প্রতিযোগীতা ও শহীদ সুকান্ত আবদুল্লাহ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম সরোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়,ভাইস চেয়ারম্যান
    রফিকুল ইসলাম তালুকদার। অনুষ্ঠানে সরকারী কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। এছাড়াও
    বাশাইল মাধ্যমিক বিদ্যালয় ও বাশাইল হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ
    উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

  • গৌরনদীতে প্রশাসন ও আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

    গৌরনদীতে প্রশাসন ও আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

    বি এম মনির হোসেনঃ-

    দিনভর অনুষ্ঠিত নানা কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় বরিশালের গৌরনদীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
    এ উপলক্ষে সোমবার সকাল ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
    গৌরনদী উপজেলা প্রশাসনের পক্ষে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে¡ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা প্রথমেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরীর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন ভাইস চেয়ারম্যান ও অন্যান্যরা।
    বেলা ১১টায় গৌরনদী পৌর মেয়র মোঃ হারিছুর রহমানের নেতৃত্বে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা।এরপর জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এস.এম. আল-বেরুনী, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন, গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ বেল্লাল হোসেন পি পি এম,
    গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ হেলাল উদ্দিন, সাংবাদিক সংগঠন এর সদস্যবৃন্দ,মুক্তিযোদ্ধা সংসদ,শুভসংঘ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন।
    বেলা সাড়ে ১১টায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন এর উদ্যোগে শোক র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীটি গৌরনদীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এসেশেষ হয়। শেষে গণভোজের আয়োজন করা হয় ।

  • যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন বাশাইল মাধ্যমিক বিদ্যালয় ও বাশাইল হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

    যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন বাশাইল মাধ্যমিক বিদ্যালয় ও বাশাইল হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

    বি এম মনির হোসেনঃ-

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাশাইল মাধ্যমিক বিদ্যালয় ও বাশাইল হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চিত্রাংকন ও পুরস্কার বিতরণ, দোয়া মাহফিল যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। এবং বনজ,ফলজ ও ঔষধী চারাগাছ রোপণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এনায়েত হোসেন নান্নু মিয়া, বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল হক মিয়া, আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বি এম মনির হোসেন, সহ-সভাপতি শফিকুল ইসলাম, মাধ্যমিক বিদ্যালয়ের কমিটির সদস্য ও সহকারী শিক্ষক গন।
    সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক ও কমিটির সদস্য গন।
    দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ রফিকুল ইসলাম ফারুকী।

  • হবিগঞ্জে জাতির পিতার ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও শোক দিবস পালিত

    হবিগঞ্জে জাতির পিতার ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও শোক দিবস পালিত

    সৈয়দ মশিউর রহমান হবিগঞ্জ।।

    ১৫ আগস্ট সকাল থেকে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতার ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস২০২২। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের উদ্দেশ্যে জেলা প্রশাসন, হবিগঞ্জে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করে।

    দিবসের শুরুতেই জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জাতির পিতার ম্যুরাল এ পুষ্পস্তবক অর্পণ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মো: মাহবুব আলী এমপি, মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো: আবু জাহির, হবিগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব ইশরাত জাহান, সম্মানিত পুলিশ সুপার জনাব এস এম মুরাদ আলি, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক বৃন্দ ও সাধরণ জনগণ।

    এরপর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে শোক র‌্যালি সম্পূর্ণ শহর প্রদক্ষিণ করে এবং জেলা শিল্পকলা একাডেমীতে আয়োজিত আলোচনা সভায় সকলে অংশগ্রহণ করেন।

  • নাগরপুরে ইত্তেহাদুল উলামা ওয়াল হুফ্ফাজ এর পরিচিতিসভা অনুষ্ঠিত হয়েছে

    নাগরপুরে ইত্তেহাদুল উলামা ওয়াল হুফ্ফাজ এর পরিচিতিসভা অনুষ্ঠিত হয়েছে

    মোঃ শহীদুল ইসলাম
    নাগরপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ নাগরপুরে ইত্তেহাদুল উলামা ওয়াল হুফ্ফাজ এর পরিচিতিসভা অনুষ্ঠিত হয়েছে।
    ১৫ আগষ্ট সোমবার বেলা ১০ ঘটিকায় নাগরপুর সরকারি কলেজ জামে মসজিদে এ সভা অনুষ্ঠিত হয়। হাঃ আল হেলালের সঞ্চালনায় মুফতি জহিরুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উলামায়ে কেরাম গণ সকলেই সংগঠন দিন দিন উন্নতি কামনা করেন এবং ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে শাহাদাৎবরণকারিদের জন্যও দোয়া করা হয়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওঃ আলী আকবর দাঃ বাঃ, মাওঃ ইলিয়াস হোসেন দাঃ বাঃ, মুফতি শহীদুল ইসলাম সিরাজী, মুফতি আঃ কাদের, মুফতি আবু তালহা, মুফতি রাশিদুল ইসলাম, মুফতি আবু বকর, মাওঃ আল-আমীন সিরাজী, হাঃ শফিকুল ইসলাম প্রমুখগণ।