Category: দেশজুড়ে

  • ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ ওয়ার্কাস পাটির সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

    ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ ওয়ার্কাস পাটির সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বাংলাদেশ ওয়ার্কাস পাটি ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে বুধবার দুপুরে পীরগঞ্জ পশ্চিম চৌরাস্তায় দাঁড়িয়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

    উক্ত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ ওয়ার্কাস পাটির কেন্দ্রীয় সদস্য ও ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি অধ্যাপক ইয়াসিন আলী এমপি,বিশেষ বক্তব্য রাখেন জেলা ওয়ার্কাস পাটির সাধারণ সম্পাদক মোঃফয়জুল ইসলাম,সম্পাদক মন্ডলীর সদস্য তাজুল ইসলাম, জেলা ওয়ার্কাস পাটির সদস্য গোলাম সারোয়ার সম্রাট,পীরগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আবু জাহেদ জুয়েল প্রমুখ।

    সমাবেশে বক্তারা বলেন,১৭ই আগষ্ট রাশেদ খান মেনন হত্যা চেষ্টা ৩০ তম বার্ষিকী ও সন্ত্রাস প্রতিরোধ দিবস উপলক্ষে মেনন হত্যা চেষ্টা সহ সকল রাজনৈতিক নেতা হত্যাকারীদের বিচারের দাবী জনান।এবং সার জ্বালানির মূল্য প্রত্যাহার,নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের সহনীয় পর্যায়ে আনতে, বিদ্যুতের লোডশেডিং বন্ধের দাবি উপস্থাপন করেন।

    সে সময় জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।বক্তব্য শেষে বিক্ষোভ মিছিল টি পানি উন্নয়ন বোর্ডে গিয়ে সমাপ্তি হয়।

    গীতি গমন চন্দ্র রায় গীতি
    স্টাফ রিপোর্টার।

  • লালমনিরহাটে ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ও আলোচনা সভা

    লালমনিরহাটে ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ও আলোচনা সভা

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।

    লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় প্রফিট ফাউন্ডেশন এর আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় ০৩ মাসব্যাপী বিনামূল্যে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্স শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    কম্পিউটার প্রশিক্ষণ হাতে নিলে, দেশ-বিদেশে কর্ম মেলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ১৬ আগষ্ট ২০২২ তারিখে কালীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে প্রফিট ফাউন্ডেশন এর আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় প্রান্তিক জনগোষ্ঠীর বেসিক আইটি ট্রেনিং (২য় পর্যায়) প্রকল্পের আওতায় ০৩ মাসব্যাপী বিনামূল্যে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে লালমনিরহাট জেলার কালীগঞ্জ, আদিতমারি ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২০০ জন প্রান্তিক জনগোষ্ঠী পরিবারে শিক্ষিত নারী-পুরুষদের কম্পিউটার প্রশিক্ষণে অংশ গ্রহন করেন।

    কম্পিউটার প্রশিক্ষণের শুভ উদ্বোধন ও আলোচনা সভায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল মান্নান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আলহাজ্ব নুরুজ্জামান আহমেদ এমপি।

    বিশেষ অতিথি ও মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন লালমনিহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর । প্রশিক্ষণ সভায় আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান ছনি, কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ এটিএম গোলাম রসুল, উপজেলা প্রকৌশলী আবু তৈয়ব মোঃ শামসুজ্জামান, ও শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রফিট ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মোঃ নুরুজ্জামান আহমেদ এবং কম্পিউটার প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন তাকিয়া জাহান।অনুষ্ঠানটি পরিচালনা করেন লেলিন বসুনিয়া।

    প্রশিক্ষণ উদ্বোধনী ও আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ,কালীগঞ্জ উপজেলার আইসিটি বিভাগ এর সহকারী প্রোগ্রামার মোস্তফা চৌধুরী, প্রেসক্লাব সভাপতি আমিরুল ইসলাম, কালীগঞ্জ রিপোর্টার্স ক্লাব সভাপতি মোকলেছুর রহমান টুকু,ও সরকারি কর্মকর্তা,ইলেকট্রনিক,প্রিন্ট মিডিয়ার সাংবাদিক,জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, ৩মাস ব্যাপী ফ্রী কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের ছাত্র ছাত্রী বৃন্দ সহ আরো অনেক।

    হাসমত উল্লাহ
    লালমনিরহাট

  • বীর মুক্তিযোদ্ধা জিন্নাত আলী মৃধার রাষ্ট্রীয় মর্যায় দাফন সম্পন্ন

    বীর মুক্তিযোদ্ধা জিন্নাত আলী মৃধার রাষ্ট্রীয় মর্যায় দাফন সম্পন্ন

    বি এম মনির হোসেনঃ-

    বরিশাল জেলার আগৈলঝাড়া থানাধীন বাশাইলের(লখার মাটিয়া)র সন্তান বীর মুক্তিযোদ্ধা জিন্নাত আলী মৃধা(৭৫)অসুস্থ হলে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয় ১৬/০৮/২২ তারিখ মঙ্গলবার রাত ১১:৩০ মিনিটে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ১ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্যা আত্মীয়-স্বজন রেখে গেছেন।
    ১৭/০৮/২২ বুধবার বাদ জোহর বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বাশাইল(লখার মাটিয়া) তার নিজ বাড়িতে
    জানাজার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে রাষ্ট্রীয় মর্যায় দাফন সম্পন্ন করা হয়েছে। তার জানাজার নামাজে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন, আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত মাজহারুল ইসলাম, আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বি এম মনির হোসেন, আগৈলঝাড়া থানার এস আই মোঃ শফিউদ্দিন, রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হোসেন শিকদার, বিশিষ্ট সমাজ সেবক শোভনুর রহমান মনির, আগৈলঝাড়া থানার পুলিশ সদস্য সহ স্থানিয় গন্য মান্য গন।

  • আগৈলঝাড়ায় গৈলা বিজয় গুপ্ত’র মনসা মন্দিরে বার্ষিক পুঁজা অনুষ্ঠিত

    আগৈলঝাড়ায় গৈলা বিজয় গুপ্ত’র মনসা মন্দিরে বার্ষিক পুঁজা অনুষ্ঠিত

    বি এম মনির হোসেনঃ-

    হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীর উপস্থিতিতে বরিশালের আগৈলঝাড়ায় “মনসা মঙ্গল” রচয়িতা কবি বিজয় গুপ্ত’র বিজয় গুপ্ত’র প্রতিষ্ঠিত, ৫শ ২৮ বছরের পুরোনো গৈলা ঐতিহ্যবাহী মনসা মন্দিরে বার্ষিক মনসা পুজা বুধবার অনুষ্ঠিত হয়েছে।
    বুধবার সকাল ৮টা থেকে পুজার্চণা শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত। সকাল ১০টায় এবং দুপুর ২টায় অনুষ্ঠিত হয়েছে ছাগল বলিদান। পুন্য লাভের আশায় দেশ বিদেশের হাজার হাজার ভক্ত তাদের মানত পুজা দিতে দুধ, কলা, ফল, মিষ্টি, ধুপ, ধুনো, ছাগল বলিদান, সম্পন্ন করেন। আগত ভক্তদের মাঝে বিতরণ করা হয় প্রসাদ। আগৈলঝাড়া
    থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম ছরোয়ার হোসেন জানান, দেশের ঐতিহ্যবাহী মনসা মন্দিরের পুজায় আগত ভক্ত ও দর্শনার্থীদের পুলিশ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করায় সুষ্ঠ ও নির্বিঘ্নে পুজা সম্পন্ন হয়েছে।
    কবি বিজয় গুপ্ত’র স্মৃতি রা মনসা মন্দির সংরণ ও উন্নয়ন কমিটির উপদেষ্টা একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা অজয় দাস গুপ্ত জানান, গত দুই বছর করোনার প্রভাবে ভক্তরা কম আসলেও এবছর পুজায় উল্লেখযোগ্য সংখ্যক লোক সমাগম হয়েছে।

  • দেশব্যাপি সিরিজ বোমা হামলা দিবসে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল জামাত বিএনপির মিথ্যাচারের প্রতিবাদে

    দেশব্যাপি সিরিজ বোমা হামলা দিবসে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল জামাত বিএনপির মিথ্যাচারের প্রতিবাদে

    বি এম মনির হোসেনঃ-

    কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল এগারোটায় উপজেলার আওয়ামী লীগ কার্যালয় থেকে নেতা-কর্মীদের সমন্বয়ে বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
    বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত।
    তিনি বলেন, স্বাধীনতা বিরোধীরা বার বার শোকের মাস আগস্টকে তাদের টার্গেট হিসেবে বেছে নেয়। তাই দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে ওই বোমা হামলায় নিহতদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় কামনা করেন।
    প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন
    উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এস এম হেমায়েত উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার মোল্লা, আবুল বাশার হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার,জেলা পরিষদ সদস্য পিয়ারা ফারুক বক্তিয়ার, ইউপি চেয়ারম্যান, ইলিয়াস তালুকদার, বিপুল দাস,
    আমিনুল ইসলাম বাবুল ভাট্টি,
    গোলাম মোস্তফা সরদার,
    শফিকুল হোসেন টিটু, শ্রমিকলীগ সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়া, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ফিরোজ সিকদার, সাধারণ সম্পাদক গোলাম নবি সেরনিয়াবাত,
    যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইকসহ আওয়ামী লীগের পাঁচটি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকগনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।

  • আটোয়ারীতে ফ্রিজ হতে ফেনসিডিল উদ্ধার মামলা দায়ের

    আটোয়ারীতে ফ্রিজ হতে ফেনসিডিল উদ্ধার মামলা দায়ের

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ;
    পঞ্চগড়ের আটোয়ারীতে মাদক ব্যবসায়ীর ঘরের ফ্রিজ হতে ৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে আটোয়ারী থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা’র নেতৃত্বে এস আই রাশেদুজ্জামন রাশেদ, এসআই সম্রাট খাঁন, এসআই শাহীন আল মামুন, এসআই আব্দুর রশিদ সহ পুলিশের একটি দল উপজেলার সুখ্যাতি গ্রামে মাদক বিরোধী এক অভিযান পরিচালনা করেন।

    এসময় মাদক কারবারী দক্ষিণ সুখ্যাতি গ্রামের মোঃ আনারুল হকের পুত্র মোঃ কাবুল হোসেনের শোয়ার ঘরে রক্ষিত ফ্রিজ হতে ৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

    অভিযানকারী পুলিশ দল ওই সময় তারই রান্না ঘরের চুলার মধ্যে আরো ১৫টি ফেনসিডিলের খালি বোতল পাওয়া যায়। প্রত্যক্ষদর্শীদের মন্তব্য, ফেনসিডিলের খালি বোতলগুলো আগুনে জ্বালিয়ে দেয়ার জন্য রান্না ঘরের চুলায় ফেলে রাখা হয়েছে। ওই সময় পুলিশ ৭ বোতল ফেনসিডিল সহ ফ্রিজ জব্দ করেছেন। এব্যাপারে সুখ্যাতি গ্রামের আনারুল হকের পুত্র মোঃ কাবুল হোসেন (২৮) ও মোঃ সাবুল হোসেন (১৯)’ র বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ১৪(খ) ধারায় আটোয়ারী থানায় একটি মামলা রুজু হয়েছে। মামলা নং-১৬, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা ৭ বোতল ফেনসিডিল সহ ফ্রিজ জব্দ এবং মাদক কারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটোয়ারী থানায় মামলা রুজুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারী পালিয়ে গেছে। তবে তাদের গ্রেপ্তারের ব্যাপারে পুলিশ তৎপর রয়েছে। তিনি আরো বলেন, মাদক বিষয়ে পুলিশ কঠোর অবস্থানে।

  • সিরিজ বোমা হামলার ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে সে জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে- ময়মনসিংহে বক্তারা।

    সিরিজ বোমা হামলার ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে সে জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে- ময়মনসিংহে বক্তারা।

    আরিফ রববানী, ময়মনসিংহ।।
    ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ।

    বুধবার (১৭ আগস্ট) বিকাল ৪টায় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে নগরীর টাউনহল প্রাঙ্গন হতে শুরু করে নতুন বাজার, গাঙ্গিনারপাড় এলাা হয়ে প্রধান -প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেলওয়ে ষ্টেশন কৃষ্ণচুড়া চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

    সমাবেশে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট জহিরুল হক খোকা। ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল এর সঞ্চালনায় সমাবেশে দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে বক্তব্য রাখেন-ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি যথাক্রমে অ্যাডভোকেট কবির উদ্দিন ভ্ইূয়া, অ্যাডভোকেট ফরিদ আহমেদ, আলহাজ্ব আমিনুল হক শামীম, মোহাম্মদ মমতাজ উদ্দিন মন্তা, ফারুক আহমেদ খান, অ্যাডভোকেট বদর আহমেদ, অ্যাডভোকেট পিযুষ কান্তি সরকার, অ্যাডভোকেট সাদেক খান মিল্কী টজু, অধ্যাপক ইউসুফ খান পাঠান, যুগ্ম-সাধারণ সম্পাদক এম এ কুদ্দুছ ও শওকত জাহান মুকুল, সাংগঠনিক সম্পাদক আহমেদ আলী আকন্দ, শরীফ হাসান অনু, দপ্তর সম্পাদক অধ্যক্ষ অধ্যক্ষ আবু সাঈদ দীন ইসলাম ফখরুল, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জালাল উদ্দিন খান, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক অধ্যক্ষ ড. একেএম আবদুর রফিক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শিব্বির আহমেদ চৌধুরী মিরন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম রাসেল (ভিপি রাসেল), মহিলা বিষয়ক সম্পাদক মনিরা সুলতানা মনি এমপি, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আইনুল হক, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক অধ্যক্ষ আতিকুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল গফুর খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান মোহাম্মদ আজাদ, যুব ও ক্রীড়া সম্পাদক আলহাজ্ব রেজাউল হাসান বাবু, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অধ্যাপিকা তাসলিমা বেগম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হাজী আব্দুর রফিক, শ্রম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক, সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজুর বাশার ভাসানী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ মমিনুর রহমান জিন্নাহ, উপ-দপ্তর সম্পাদক মিজানুর রহমান ডেভিট, উপ- প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট মোঃ মফিজ উদ্দিন মন্ডল, নির্বাহী সদস্যবৃন্দ যথাক্রমে আনোয়ারুল আবেদীন খান তুহিন এমপি প্রমুখ। এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ফিরোজ আহমেদ, মোঃ গোলাম মোস্তফা, আলহাজ্ব এমদাদুল হক মন্ডল, অ্যাডভোকেট জিয়াউল হক সবুজ, অ্যাডভোকেট ইমদাদুল হক সেলিম, আলহাজ্ব এম এ ওয়াহেদ, লুৎফুন নাহার বেগম লাকী, আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, উপদেষ্টা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, আওয়ামীলীগ নেতা প্রদীপ ভৌমিক, জেলা কৃষকলীগের সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম মিন্টু, সাধারন সম্পাদক গোলাম মোস্তফা বাবুল, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শাহরিয়ার মোহাম্মদ রাহাত খান, শাহ শওকত ওসমান লিটন, জেলা শ্রমিকলীগের আহবায়ক রাকিবুল ইসলাম শাহিন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি এডভোকেট এবিএম নুরুজ্জামান খোকন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাজ্জাদ জাহান চৌধুরী শাহীন, সাবেক সহসভাপতি হুমায়ুন কবীর হিমেল, জেলা মহিলা আওয়ামীলীগের সহসভাপতি নাহিদা ইকবাল, অধ্যাপক দিলরুবা সারমীন, নুরজাহান মিতু, কাউন্সিলর রোকেয়া হোসেন, মহিলা শ্রমিকলীগের কেন্দ্রীয় যুগ্ন সাধারন সম্পাদক সৈয়দা রোকেয়া আফসারী শিখা, জেলা তাঁতীলীগের সভাপতি তাজুল ইসলাম জুয়েল, সাধারন সম্পাদক আমানুল ইসলাম জলিল, মহানগর কৃষকলীগের সহসভাপতি নুর আলী তালুকদার, সদর উপজেলা কৃষকলীগের সভাপতি আলহাজ্ব ইউসুফ আলী, সাধারন সম্পাদক খন্দকার কামরুজ্জামান দিদার, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নাজমুল হক মন্ডল, সাধারন সম্পাদক তানভীর আহমেদ রাজিব, জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নিহারিকা পারভীন ইভা, জেলা যুব মহিলালীগের আহবায়ক অধ্যাপক বিলকিস খানম পাপড়ী, যুগ্ন আহবায়ক স্বপ্না খন্দকার, জেলা যুবলীগ নেতা কাজী মিল্টন, কোতুয়ালী যুবলীগের নেতা রাশেদুজ্জামান রোমান, সদর উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক দিলরুবা আক্তার, যুগ্ন আহবায়ক জেবিন চৌধুরী, জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন, সাধারন সম্পাদক হুমায়ুন কবির সহ জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।

    এ সময় বক্তারা বলেন, বিএনপি জামাত জোট সরকারের শাসনামলে ২০০৫ সালের ১৭ আগষ্ট সারা দেশে একযোগে যে সিরিজ বোমা হামলা হয়েছিল সেটা যেন আর পুনরাবৃত্তি ঘটতে না পারে সেজন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এছাড়া আগামী সংসদ নির্বাচনে বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও জামায়াত বিএনপিকে প্রতিহত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সকলের প্রতি আহবান জানানো হয়।

    অনুষ্ঠানের শুরুতে শোকের মাস ১৫ই আগষ্ট জাতির জনক ও তার পরিবার সহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। জেলার বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের নেতৃত্ব খন্ড খন্ড মিছিলের মাধ্যমে সমাবেশ ও মিছিলে উপস্থিত হওয়ায় মিছিলটি লোকে লোকারণ্য হয়। ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত বিশাল জমায়েত ও বিক্ষোভ মিছিলে জেলার সকল উপজেলা ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে মিছিল সহকারে উপস্থিত হয়ে বিক্ষোভ মিছিল টি সফল করায় সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

  • ২০০৫ সালে সিরিজ বোমা হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে আ.লীগের বিক্ষোভ মিছিল

    ২০০৫ সালে সিরিজ বোমা হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে আ.লীগের বিক্ষোভ মিছিল

    নাজিম উদ্দীন রানাঃলক্ষ্মীপুর
    ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পালন করেছে লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগ ও অঙ্গ- সংগঠন গুলো। বুধবার (১৭ আগস্ট) বিকেলে শহরের বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে লিল্লাহ মসজিদ প্রাঙ্গনে একত্রিত হতে থাকে আওয়ামীলীগ এবং অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা পরে সেখান থেকে জেলা আওয়ামীলীগের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় কালো পতাকা প্রদর্শন করা হয়। পরে শহরের দক্ষিণ তেমুনীতে সংক্ষিপ্ত সমাবেশ করে নেতাকর্মীরা।

    বিক্ষোভ মিছিল ও কালো পতাকা প্রদর্শন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারন সম্পাদক এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও পৌর মেয়র মোজাম্মে হায়দার মাসুম ভুঁইয়া,জেলা আঃলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট রাসেল মাহমুদ মান্না থানা আওয়ামীলীগ সভাপতি কবির পাটোয়ারী, সাধারন সম্পাদক সৈয়দ সাইফুল হাসান পলাশ,পৌর আওয়ামীলীগ সভাপতি সৈয়দ আহম্মদ পাটোয়ারী, সাধারন সম্পাদক এড, জহির উদ্দিন বাবর, সাবেক জেলা যুবলীগের আহব্বায়ক,এ কে এম সালাহ্ উদ্দিন টিপু, ১ম যুগ্ন -আহব্বায়ক শেখ জামাল রিপন,জেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম রকি, সাধারন সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া প্রমূখ।

    বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ জঙ্গিবাদ মুক্ত হয়েছে। বিএনপি-জামায়াত জোট সরকার এ দেশকে জঙ্গিবাদের দেশ বানিয়েছিল। তারা ২০০৫ সালে সারাদেশে একযোগে বোমা হামলা চালিয়ে প্রমাণ করেছে তারা এদেশের ভালো চায় না। ১৯৭৫ সালের ১৫ আগস্ট যারা জাতির পিতা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছিল তাদের দোসর বিএনপি-জামায়াত বাংলাদেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে বারবার মাথা চাড়া দিচ্ছে। তাদের প্রতিহত করতে দেশের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

    উল্লেখ, জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) ২০০৫ সালের ১৭ আগস্ট বেলা ১১টায় সময় ঢাকা সহ দেশের ৩০০টি স্থানে ৫০০ বোমা হামলা করেছিলো। আধ ঘণ্টার ব্যবধানে চালানো এ সিরিজ বোমা হামলায় দু’জন নিহত ও দুই শতাধিক মানুষ আহত হন। ৬৪ জেলার মধ্যে মুন্সীগঞ্জ জেলা বাদে অবশিষ্ট ৬৩টি জেলায় এই হামলা করা হয়।

  • গোদাগাড়ীর ভাইস চেয়ারম্যান আব্দুল মালেকের পিতা  আব্দুর রশিদের ইন্তেকাল

    গোদাগাড়ীর ভাইস চেয়ারম্যান আব্দুল মালেকের পিতা আব্দুর রশিদের ইন্তেকাল

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল মালেকের পিতা আব্দুর রশিদ ইন্তেকাল করেছেন। গত মঙ্গলবার সন্ধ্যা ৭ ঘটিকায় নিজ বাসায় ইন্তেকাল করেন।
    ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। মহান আল্লাহ তাঁকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন।
    বুধবার সকাল ১০ টার সময় উপজেলার ফাজিলপুর গোরস্থানে নামাজের জানাজা শেষে দাফন করা হয়।

    নামাজের জানাজায় অংশ গ্রহন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম,
    উপজেলা নির্বাহী অফিসার মোঃ জানে আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও গোদাগাড়ী পৌরসভার মেয়র আলহাজ্ব অয়েজ উদ্দীন বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ, গোদাগাড়ী মডেল থানার ওসি মোঃ কামরুল ইসলাম, গোদাগাড়ী মহিলা ডিগ্রী কলেজ অধ্যক্ষ মোঃ রোকনুজ্জামান, গোদাগাড়ী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মইনুল ইসলাম, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সিনিয়র সাংবাদিক কলামিষ্ট মোঃ হায়দার আলী প্রমূখ।

    মোঃ হাযদার আলী
    রাজশাহী।

  • শ্যালিকার সঙ্গে পরকীয়ার জের নবজাতককে গলা টিপে হত্যা আটক ৩

    শ্যালিকার সঙ্গে পরকীয়ার জের নবজাতককে গলা টিপে হত্যা আটক ৩

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহ সদর হাসপাতালে সদ্য ভুমিষ্ঠ এক ছেলে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করেছে পুলিশ। আটককৃতা হচ্ছে নবজাতকের মা নুরুন্নাহার, নানি কমলা খাতুন ও মায়ের প্রেমিকা আলিফ আবেদীন গুঞ্জন। পুলিশ ও হাসপাতাল সুত্রে জানা গেছে, সোমবার রাতে ঝিনাইদহ আড়াই’শ বেড জেনারেল হাসপাতালে নুরুন্নাহার নামে এক ডিভোর্সি নারীর ছেলে সন্তান হয়। তার পিতৃ পরিচয় নিয়ে হাসপাতালের স্টাফরা প্রশ্ন তুল্লে গোপনে মা নুরুন্নাহার ও নানি কমলা খাতুন সুস্থ নবজাতককে গলাটিপে হত্যা করে। ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ সৈয়দ রেজাউল ইসলাম খবরের সত্যতা স্বীকার করে জানান, হাসপাতালে নুরুন্নাহার সুস্থ বাচ্চা প্রসব করে। কিন্তু বাচ্চার পিতৃ পরিচয় নিয়ে শোরগোল শুরু হলে ঘটনাস্থলে সাংবাদিক নামে খ্যাত আলিফ আবেদীন গুঞ্জন নামে এক যুবক উপস্থিত হয়। তখন ডিভোর্সি নারি শিশুটির পিতা সাংবাদিক নামে খ্যাত আলীফ আবেদীন গুঞ্জন বলে জানায়। হাসপাতালের তত্বাবধায়কের ভাষ্যমতে শিশুটির মা ও নানি পরিকল্পিত ভাবে নবজাতককে হত্যা করেছে বলে মনে হচ্ছে। এ বিষয়ে হাসপাতাল কতৃপক্ষ ঝিনাইদহ সদর থানায় একটি লিখিত অভিযোগ দিলে পুলিশ নবজাতকের মা হরিণাকুন্ডু উপজেলার হামিরহাটি গ্রামের মৃত আকতার হোসেনের কন্যা নুরুন্নাহার, নানি কমলা খাতুন ও মায়ের প্রেমিকা ব্যাপারীপাড়ার তারেক আবদেীনের ছেলে সাংবাদিক নামে খ্যাত আলিফ আবেদীন গুঞ্জনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। তথ্য নিয়ে জানা গেছে, সাংবাদিক নামে খ্যাত আলীফ আবেদীন গুঞ্জন হামিরহাটী গ্রামের মোজাম মহুরীর কন্যাকে বিয়ে করেন। মোজাম মহুরীর ভায়ের মেয়ে নুরুন্নাহারকে তালাক দিয়ে গুঞ্জন তার সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে নুরুন্নাহার গর্ভবতী হয়ে পড়ে। পিতৃ পরিচয় নিয়ে জটিলতা সৃষ্টি হতে পারে এমন শংকা থেকে গুঞ্জনের সহায়তায় নুরুন্নাহার ও তার মা কমলা খাতুন নবজাতককে হত্যার ছক কষে। বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর থানার ওসি (অপারেশন) হরিদাশ রায় জানান, হাসপাতাল কর্তৃপক্ষের লিখিত অভিযোগের পর পুলিশ তদন্ত শুরু করছে। ঘটনার প্রাথমিক সত্যতাও পাওয়া গেছে। তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। পুলিশ বাদি হয়ে মামলা করার পক্রিয়া চলছে।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।