Category: দেশজুড়ে

  • আগৈলঝাড়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে গীতা পাঠ প্রতিযোগিতা ও আলোচনা  সভা অনুষ্ঠিত

    আগৈলঝাড়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে গীতা পাঠ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

    আগৈলঝাড়া প্রতিনিধি:-

    বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার পাকুরিতা শ্রী রাধা গোবিন্দ মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে গীতা পাঠ প্রতিযোগিতা ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পাকুরিতা হিন্দু ছাত্র সংসদ এর উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী রাধা গোবিন্দ মন্দিরের সভাপতি বাবুনির্মল বিশ্বাস, সাধারণ সম্পাদক বাবু সন্তেষ কুমার বাড়ৈ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসকন প্রচারক অমূল্য গৌরচরণ দাস, মনোজ বড়াল, আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম মাসুম, তথ্য বিষয়ক সম্পাদক আলামিন বেপারী, আইটি সম্পাদক আশীষ কির্তুনিয়া, দপ্তর সম্পাদক বিকাশ রায় প্রতিষ্ঠাতা সদস্য পান্না, হিন্দু ছাত্র সংসদ এর কমিটির আরো উপস্থিত বাবু সজল হালদার, মিলন হালদার( এস, আই) শ্রীমতি তৃপ্তি রানী সরকার, হৃদয় হালদার, শিশির মন্ডল, লিমন বিশ্বাস। উক্ত অনুষ্ঠানটি উপস্থাপন করেন শ্রীমতি তৃপ্তি রানী সরকার। অনুষ্ঠান শেষে গীতা পাঠ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

  • জন্মষ্টমী উপলক্ষে স্বরূপকাঠিতে আলোচনাসভা ও শোভাযাত্রা

    জন্মষ্টমী উপলক্ষে স্বরূপকাঠিতে আলোচনাসভা ও শোভাযাত্রা

    স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি//

    জন্মষ্টমী উপলক্ষে স্বরূপকাঠিতে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে জগৎপট্টিস্থ রাধাগবিন্দ সেবাশ্রমে উপজেলা পূজাপরিষদের ওই
    অলোচনা সভায় ভার্চুয়ালী যোগ দিয়ে বক্তৃতা করেন মৎস্য ও প্রানী সম্পদ
    মন্ত্রী শম রেজাউল করিম। পূজা পরিষদের সভাপতি শশাংক রঞ্জন সমদ্দারের সভাপতিত্বে আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, পৌরসভার মেয়র মো. গোলাম কবির, সহকারী কমিশনার (ভূমি) তাপস পাল, ওসি আবীর মোহাম্মদ হোসেন, উপজেলা
    আওয়ামীলীগের সম্পাদক এসএম মুইদুল ইসলাম,সহসভাপতি কাজী সাইফুদ্দিন তৈমুর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী সাখাওয়াত হোসেন, পিরোজপুর জেলা পুজা উদযাপন পরিষদ সাংগঠনিক সদস্য মিঠুন হালদার,
    স্বরূপকাঠি পূজাপরিষদ নেতা অসীম কুমার কর্মকার প্রমুখ। সঞ্চালনা করেন পূজা পরিষদের সম্পাদক তাপস মন্ডল।##

  • পটিয়ায় রেমিট্যান্স যোদ্ধাকে বাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা, উত্তেজনা

    পটিয়ায় রেমিট্যান্স যোদ্ধাকে বাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা, উত্তেজনা

    মহিউদ্দিন চৌধুরী।
    নিজস্ব প্রতিনিধি,পটিয়া॥ পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের পূর্ব রতনপুর
    এলাকার রেমিট্যান্স যোদ্ধা মো. আনোয়ার হোসেনকে বাড়ি থেকে উচ্ছেদ করার
    পায়তারা করছে তার ভাইয়েরা। রেমিট্যান্স যোদ্ধার আপন ৪ ভাই নানাভাবে
    ষড়যন্ত্র করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। পিতার মৃত্যুর পর
    ২০০২ সালে ওই প্রবাসী রতনপুর মৌজায় ১৮ শতক জায়গা খরিদ করেন। এর মধ্যে
    জেঠা ভাই আবদুল খালেক থেকে ১০ শতক ও বড় জেঠা আবদুল ছত্তার নামের আরেক
    ওয়ারিশ থেকে ৮ শতক জায়গা খরিদ করে। খরিদকৃত ওই জায়গায় প্রবাসীর অর্থে
    একটি পাকা ঘর নির্মাণ করেন। কিন্তু পরিবারের সকল সদস্যদের নিয়ে তিনি
    দুবাই শহরে থাকার কারণে প্রবাসীর মেঝ ভাই মো. হাসেমকে দেখাশুনা দায়িত্ব
    দেন। রেমিট্যান্স যোদ্ধা সম্প্রতি দেশে ফিরলে তার আপন ভাই জাবের হোসেন
    প্রবাসীর নির্মিত বাড়িটি দখল করতে পায়তারা শুরু করেন। প্রবাসীর বাড়ি
    দখলকে কেন্দ্র করে বর্তমানে উত্তেজনা বিরাজ করছে। ফলে যে কোন মুহুর্তে
    উভয়ের মধ্যে সংঘর্ষের আশংকা রয়েছে। গত ১৫ আগস্ট প্রবাসীর বড় ভাই মো.
    নাছেরের পুত্র মো. রনি, মো. রবি, জাবের ও শওকতের বিরুদ্ধে পটিয়া থানায়
    একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
    জানা গেছে, উপজেলার কেলিশহর ইউনিয়নের পূর্ব রতন এলাকার মরহুম আবদুল
    মোনাফের দুই সংসারে ৮ পুত্র ও ৪ কন্যা সন্তান রয়েছে। তাদের মধ্যে ১৯৯১
    সাল থেকে আনোয়ার হোসেন দুবাই শহরে থেকে জীবনযাপন করছেন। ১৯৯৯ সালের ৭
    অক্টোবর পিতা আবদুল মোনাফ ইন্তেকাল করার পর পরিবারের হাল ধরেন প্রবাসী
    আনোয়ার হোসেন। ভাইদের মানুষ করতে তিনি বিভিন্নভাবে কাজ করেন। কিন্তু
    বর্তমানে ভাই জাবের হোসেন, এনাম, নাছের ও শওকত রেমিট্যান্স যোদ্ধাকে
    উচ্ছেদ করতে ষড়যন্ত্র শুরু করেন। সম্প্রতি প্রবাসীর পরিবারকে উচ্ছেদ করতে
    ১৪৫ ধারায় ম্যাজিষ্ট্রেট আদালতে ভাই জাবের হোসেন বাদী হয়ে একটি মামলা
    করেন। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রন রাখতে পটিয়া থানার ওসি ও দখল প্রতিবেদন
    দেওয়ার জন্য সহকারী কমিশনারকে (ভুমি) নির্র্দেশ দেন। প্রবাসীর অভিযোগ,
    পটিয়া ভুমি অফিসের সার্ভেয়ারকে ম্যানেজ প্রতিবেদন তাদের পক্ষে নেওয়ার
    জন্য চেষ্টা করছে।
    রেমিট্যান্স যোদ্ধা মো. আনোয়ার হোসেন জানিয়েছেন, তিনি দীর্ঘ ৩১ বছর ধরে
    দুবাই শহরে বসবাস করে আসচ্ছেন। পরবর্তীতে তিনি স্ত্রী, পুত্রকে দুবাই
    শহরে নিয়ে যান। ছেলে মো. ফরহাদ হোসেন দুবাই শহরের একটি ইউনিভার্সিতে আইটি
    ইঞ্জিনিয়ারিং এ লেখাপড়া করতেছে। কিন্তু ভাই মো. জাবের হোসেন ১২ জুলাই
    মিথ্যা একটি ঘটনা সাজিয়ে ১৪৫ ধারায় আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায়
    আমার ছেলেকেও জড়ানো হয়। ঘটনার যে তারিখ ও সময় দেখানো হয়েছে ওই সময়ে আমার
    ছেলে দুবাই শহরে ছিল। আমি আগে থেকে আমার নির্মিত ঘরে ছিলাম এবং গত ১৪
    জুলাই আমার ছেলে দেশে ফিরলে সেও ঘরে আসেন। কিন্তু হয়লানিমূলক একটি ঘটনা
    সাজিয়ে আমি ও আমার পরিবারের উচ্ছেদের চেষ্টা করছে। এমনকি আমাকে প্রাণ
    নাশের হুমকিও দেওয়া হয়। আমি প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

  • লৌহজং প্রেসক্লাবের কমিটি গঠন  সভাপতি মিজানুর রহমান ঝিলু, সম্পাদক মো. শওকত হোসেন

    লৌহজং প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মিজানুর রহমান ঝিলু, সম্পাদক মো. শওকত হোসেন

    মুন্সীগঞ্জ প্রতিনিধি ঃ
    মুন্সীগঞ্জের লৌহজং প্রেসক্লাবের ২০২২-২০২৪ সালের ১৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে । শুক্রবার উপজেলার ঘোড়দৌড় বাজারের দৌলত খান কমপ্লেক্সে অবস্থিত প্রেসক্লাব কার্যালয়ে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় কমিটি গঠন করা হয়।
    এতে মিজানুর রহমান ঝিলু (সমকাল) সভাপতি ও মো. শওকত হোসেন (ইনকিলাব) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।
    নির্বাচনে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি তাজুল ইসলাম রাকিব (দৈনিক ভোরের কাগজ ও দৈনিক মুন্সীগঞ্জের খবর),সহ সাধারণ সম্পাদক মো. রমজান হোসাইন খাঁন রকি (দৈনিক আমার সংবাদ), সাংগঠনিক সম্পাদক ফৌজি হাসান খান রিকু (দৈনিক রুপবানী ও দৈনিক মুন্সীগঞ্জের খবর), কোষাধ্যক্ষ মো. মোশারফ হোসেন বাবু (দৈনিক ডেসটিনি), দপ্তর সম্পাদক মো. তরিকুল ইসলাম সাঈম (দৈনিক নয়া শতাব্দী), প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাদুজ্জামান নবীন
    (দৈনিক আমার বার্তা), কার্যকরী সদস্য মো. মানিক মিয়া, (দৈনিক দেশ রূপান্তর), আ.স.ম.আবু তালেব (দৈনিক বাংলাদেশ সমাচার), মো. ওয়াসিম ফারুক (দৈনিক নয়া দিগন্ত), পিংকি রহমান (দৈনিক স্বাধীন বাংলা), ফাহিম হোসেন মুন্না (দেশের কথা), মো. জাহিদ হোসেন (সাপ্তাহিক আমার গৌরব),এস.এম. ওয়াসিম আহমেদ (দৈনিক সভ্যতার আলো)।#

  • মহালছড়িতে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমীতে  শোভাযাত্রা

    মহালছড়িতে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমীতে শোভাযাত্রা

    (রিপন ওঝা,মহালছড়ি)

    খাগড়াছড়ি জেলার মহালছড়িতে সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে আজ ১৯আগস্ট পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রাসহ নানা আয়োজনে পালিত হচ্ছে।

    মহালছড়ি দক্ষিণা কালী মন্দির পরিচালনা কমিটির নির্দেশ ক্রমে ও শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উদযাপন পরিষদ সভাপতি সাগর চৌধুরী ও সাধারণ সম্পাদক বাবলু চৌধুরী পরামর্শে গঠিত সমন্বয়ক রনজিত দাশ ও সহ সমন্বয়ক অনিক বিশ্বাস’র নেতৃত্বে বিভিন্ন উপকমিটির সদস্য ও পাড়া মহল্লাবাসীর অংশগ্রহনের মাধ্যমে আজ বৃহস্পতিবার সনাতন ধর্মের প্রবক্তা ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন, শুভ জন্মাষ্টমীর কার্যক্রম ২দিন ব্যাপী পালনের মহৎ উদ্যোগ হাতে নেয়া হয়েছে।

    উক্ত মঙ্গল শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা ও বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দক্ষিণা কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি রতন কুমার শীল উপস্থিত ছিলেন।

    এসময়ে আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক লিটন দাশগুপ্ত, মহালছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সুনীল দাশ, সাবেক ইউপি ২নং ওয়ার্ড সদস্য অপু কুমার দাশ, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক দীপন ধর, দপ্তর সম্পাদক অলক সেন, সাংস্কৃতিক সম্পাদক লিটন আচার্য্য, লাইনম্যান হারাধন বণিক ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক মিল্টন চাকমা ও গণমাধ্যম।

    অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা শেষে কবুতর ও বেলুন উড়িয়ে জন্মাষ্টমী উদযাপন অনুষ্ঠান উদ্বোধন করা হয়। মন্দির প্রাঙ্গন শোভাযাত্রাটি শুরু হয়ে উপজেলা সদর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে এসে পূনরায় মন্দির প্রাঙ্গনে এসে শেষ হয়।

    উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চিন্তা হরণ শর্মা। বক্তারা ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী দিনে সকল সম্প্রদায়ের সাথে সম্প্রীতি বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

    সংক্ষিপ্ত আলোচনায় মহালছড়ি উপজেলার সকল পাড়া মহল্লার সনাতন ধর্মাবলম্বী জনগোষ্ঠী উপস্থিতিতে পুণ্যতীর্থে ভক্তগণের ও পুণ্যার্থীসহ ধুমনিঘাট এলাকার ত্রিপুরা ছাত্র আবাল বৃদ্ধ বণিতা স্বতঃফূর্ত মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

    দৃক নির্দেশন পঞ্জিকা অনুযায়ী ১৮আগস্ট রাত ৯টা ৪০ মিনিটে অষ্টমী তিথি শুরু হবে এবং আগামীকাল ১৯আগস্ট শুক্রবার রাত ১১টা ২৯ মিনিটে অষ্টমী তিথি শেষ হবে।

    শ্রীকৃষ্ণের জন্ম রোহিণী নক্ষত্রে৷ তবে এ বার অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্র থাকছে না ৷ রোহিণী নক্ষত্র থাকছে শনিবার রাত ১টা ৫৩ মিনিট থেকে রবিবার ভোর ৪ টা ৪০ মিনিট পর্যন্ত৷

    হিন্দু ধর্মাবলম্বীদের মতে, প্রায় সাড়ে ৫ হাজার বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মহাবতার শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হন। অত্যাচারী ও দুর্জনের বিরুদ্ধে শান্তির অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কংসের কারাগারে জন্ম নেন তিনি। শিষ্টের পালন ও দুষ্টের দমনে তিনি ব্রতী ছিলেন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে শ্রীকৃষ্ণ তাই ভগবানের আসনে অধিষ্ঠিত।

    সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুসারে দ্বাপর যুগের শেষভাগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মথুরায় মামা কংসের কারাগারে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়। শ্রীকৃষ্ণের এই জন্মতিথিকে ঘিরে উৎসবের আয়োজন করা হয়।

    হিন্দু পঞ্জিকা অনুযায়ী ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হয়ে শ্রীকৃষ্ণ এই দিন জন্ম নিয়েছিলেন মাতা দেবকীর গর্ভে। ছোটবেলায় তাঁকে সবাই আদর করে “গোপাল”বলে ডাকত।

    তাই হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে ঘরে এই দিন শ্রীকৃষ্ণ বা গোপাল পূজার আয়োজন করা হয়। তিনি গোবর্ধন পর্বতকে এক আঙুলে তুলেছিলেন বলে তাঁর আরেক নাম গোবর্ধন। কৃষ্ণ জন্মাষ্টমীকে কৃষ্ণষ্টমী, গোকুলাষ্টমী, অষ্টমী রোহিণী, শ্রীকৃষ্ণ জয়ন্তী এবং শ্রী জয়ন্তীও বলা হয়।

    মহালছড়ি দক্ষিণা কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি রতন কুমার শীল ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে জাতি, ধর্ম, বর্ণ গোত্র নির্বিশেষে সকলকে জানান আন্তরিক কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা ও আন্তরিক মৈত্রীময় অভিনন্দন।

  • নাগেশ্বরীতে বানুরখামার বিদ্যালয় এমপিওভুক্ত হওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ

    নাগেশ্বরীতে বানুরখামার বিদ্যালয় এমপিওভুক্ত হওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ

    এম এস সাগর,
    কুড়িগ্রাম প্রতিনিধি

    নাগেশ্বরী উপজেলার পৌর সদরের বানূরখামার নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় দীর্ঘ ১৯বছর অনেক ত্যাগ উপেক্ষা করে এমপিওভুক্তি হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও অভিভাবক, এলাকাবাসীরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদসহ কৃতজ্ঞা জানিয়েছেন।

    সরেজমিনে গিয়ে জানা যায়, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার পৌর সদরের বানুরখামার নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ২০০৩সালে শিক্ষানুরাগী মো. জহুরুল হক নেতিয়েপড়া ও ঝড়েপড়া মেয়েদের শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠা করেন এবং সৃষ্টিলগ্ন থেকে কর্মরত শিক্ষকরা বিনা বেতনে থেকেও যথাবিথি বিধিমালা মেনে মফস্বল অঞ্চলের মেয়েদের শিক্ষার মান উন্নয়ন ও বিকাশ প্রসারে পাঠদান করাসহ বিভিন্ন প্রকার সহযোগিতা অব্যাহত রেখেছেন। শিক্ষার্থীরা আধুনিক পাঠদানে লেখাপড়ায় মেধাবী চৌকস ও সৃজনশীল হয়ে ওঠার পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রে হয়ে উঠেছে পারদর্শী। সৃষ্টিলগ্ন থেকে সাফল্য ও মেধা তালিকায় বানুরখামার নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি।

    প্রধান শিক্ষক ও শিক্ষানুরাগী মো. জহুরুল হক এবং ম্যানেজিং কমিটির সভাপতি নাগেশ্বরী পৌর মেয়র মোহাম্মদ হোসেন ফাকু এর প্রচেস্টায় প্রতিষ্ঠানটি পাঠদানের অনুমতি পান ২০০৪সালে, এমাডেমিক শিকৃতীপান ২০১১সালে। প্রতিষ্ঠানে শিক্ষক ও কর্মচারী ১৯জন দীর্ঘ ১৯বছর বেতন ভাতা না পেয়েও শিক্ষার্থীদের যথারিতি পাঠদান ও ফলাফলে সফলতা অর্জন করেছেন। প্রতিষ্ঠানে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণীর শিক্ষার্থী ২শত জন। ২০২২সালে জেএসসি পরীক্ষার্থী ৪১জন। ৬জুলাই সারাদেশের ন্যায় বানুরখামার নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় এমপিওভুক্ত হয়। একটি কুচক্রীমহল নিজের স্বার্থ হাছিলে মিডিয়া কর্মীদের মিথ্যা ও ভুল তথ্য দিয়ে বানুরখামার নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নামে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচার করে।

    শিক্ষার্থীরা জানায় আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তি হওয়ায় আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।

    সহকারী শিক্ষক আনছার আলী, আসাদুল্লাহ, রফিকুল ইসলাম বলেন, আমাদের প্রতিষ্ঠানটি দীর্ঘ ১৯বছর পর এমপিওভুক্তি হওয়ায় আমরা অভিশপ্ত জীবন থেকে মুক্ত পেলাম। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সহ কৃতজ্ঞা জানাই।

    শিক্ষানুরাগী জহুরুল হক জানান, মফস্বল অঞ্চলের নেতিয়েপড়া মেয়েদের শিক্ষার গুনগত মান উন্নয়নে প্রতিষ্ঠানটি স্থাপন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ড. দিপুমনি কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নেও সার্বিক সহায়তা চেয়েছেন।

    প্রতিষ্ঠানের সভাপতি ও নাগেশ্বরী পৌর মেয়র মোহাম্মদ হোসেন ফাকু জানান, প্রতিষ্ঠানের শিক্ষকদের অনেক ত্যাগ স্বীকার করে বিনা বেতনে দীর্ঘদিন ধরে পাঠদান করে আসছেন। তারই ফল হিসেবে এমপিওভুক্ত।

    উপজেলা শিক্ষা অফিসার কামরুল ইসলাম বলেন, বানূরখামার নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বেড়েছে শিক্ষার গুণগত মান ও ফলাফল সন্তোষজনক।

  • শার্শার রুদ্রপুর সীমান্তে দুই কোটি টাকার সোনার বারসহ পাচারকারী আটক

    শার্শার রুদ্রপুর সীমান্তে দুই কোটি টাকার সোনার বারসহ পাচারকারী আটক

    আজিজুল ইসলামঃ যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থেকে শুক্রবার সকাল ন’টায় দিকে দু’কোটি টাকা মূল্যের ১৭ পিচ সোনার বার সহ মোনতাজ হোসেন (৪৫) নামে এক পাচারকারীকে আটক করেছে স্থানীয় বিজিবি। উদ্ধার করা সোনার ওজন ১ কেজি ৯৮৫ গ্রাম। আটক মোনতাজ বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের দ্বীন মোহাম্মদের ছেলে।

    ২১বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে: কর্নেল তানভীর রহমান পিএসসি জানান, ভারতে সোনা পাচারের গোপন খবরের ভিত্তিতে রুদ্রপুর বিজিবি ক্যাম্পের বিওপি কমান্ডার নায়েব সুবেদার ইসমাইল হোসেনের নেতৃত্বে বিজিবি জোয়ানরা অভিযান চালিয়ে মোনতাজ হোসেন নামে এক ব্যাক্তিকে আটক করে। পরে তার শরীর তল্লাশি করে ১৭ পিচ সোনারবার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা। আটক মোনতাজকে৷ সোনার বারসহ শার্শা থানায় সোপার্দ করা হবে বলে জানান বিজিবি।

    উল্লেখ্য, এর আগে গত ১৭ আগষ্ট বুধবার সকালে উপজেলার গোগা সীমান্ত এলাকা থেকে ১৬ পিচ সোনার বার সহ জনি হোসেন নামে এক সোনা পাচারকারীকে আটক করে বিজিবি।

  • ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রতিপক্ষের হামলায় গর্ভবতী মা সহ ২ জন আহত

    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রতিপক্ষের হামলায় গর্ভবতী মা সহ ২ জন আহত

    গীতি গমন।
    স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জগথা গরুস্থান পাড়া এলাকায় বৃহস্পতিবার আনুমানিক দূপুর ১২ টায় মোঃবিশালের গর্ভবতী স্ত্রী মোছাঃনারগিস আক্তার(২০)কে ও মোঃআসাদকে দলবদ্ধ ভাবে মারপিটে জখম করে একই গ্রামের প্রতিপক্ষ মমিনুল ইসলাম,মামুন,মোঃমারুফ,শিখা আক্তার,মহুবা বেগম।

    এ বিষয়ে আহত গর্ভবতী মা নারগিস ও আসাদ চিকিৎসার জন্য পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।বর্তামানে নারগিস ও আসাদ হাসপাতালে ব্যাথার সাথে কাতরাচ্ছেন।

    এ বিষয়ে নারগিসের সাথে কথা হলে তিনি সাংবাদিক বলেন আমি কোন দোষ করিনি, আমি একজন গর্ভবতী মা তবুও আমাকে মারপিট করে জখম করে। এবং এ বিষয়ে আসাদের কাছে জানতে চাওয়া হলে তিনি সাংবাদিক বলেন আমি কোন কিছুই করিনি প্রতিপক্ষ মমিনুল সহ তার লোকজন আমার উপর অতর্কিত ভাবে হামলা চালিয়ে মারপিটে জখম করে আমি তাদের উপযুক্ত বিচার চাই।

  • শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বানারীপাড়ায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

    শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বানারীপাড়ায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    বরিশালের বানারীপাড়ায় ১৯ আগস্ট শুক্রবার সকাল১০ টায় বন্দর বাজার কেন্দ্রীয় হরিসভা মন্দিরের উদ্দোগে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমীতে বানারীপাড়ার প্রধান প্রধান সড়ক বিভিন্ন অলিগলিতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও রেলির মাধ্যমে জন্মাষ্টমী উদযাপন করা হয়। শুভ জন্মাষ্টমীর শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল ২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম। এছাড়াও উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলার নির্বাহী অফিসার জনাব রিপন কুমার সাহা , উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা, পৌর আওয়ামীলীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবাশীষ দাস, সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর গৌতম সমাদ্দার, বানারীপাড়া কেন্দ্রীয় হরিসভা মন্দিরের সভাপতি বিবেকানন্দ কুন্ডু, সম্পাদক বাবুল দাস, বানারীপাড়া লোক নাথ মন্দিরের সাধারণ সম্পাদক সজল সাহা,যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম সাহা, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সুমম রায় সুমন, পৌর আওয়ামীলীগের ক্রীড়া সম্পাদক রিপন বণিক, বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুমন দেবনাথ, শিমুল সাহা,সন্জয় হালদার,অমিত কুন্ডু প্রমুখ।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।

  • প্রতারক চক্র সক্রিয়-আশুলিয়ায় ‘বাংলার বন্ধু মাল্টিপারপাসের ২ প্রতারককে গ্রেফতার

    প্রতারক চক্র সক্রিয়-আশুলিয়ায় ‘বাংলার বন্ধু মাল্টিপারপাসের ২ প্রতারককে গ্রেফতার

    হেলাল শেখঃ বর্তমানে প্রতারক চক্র সক্রিয়-ঢাকার আশুলিয়ায় প্রতারক চক্র কর্তৃক জাল জালিয়াতি করে চাকরি দেয়া ও কিস্তির মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। বাংলার বন্ধু উন্নয়ন সংস্থা’র সন্ধ্যান, র‌্যাব-৪ অভিযান চালিয়ে ২ প্রতারককে গ্রেফতার করেছেন।
    ঢাকার আশুলিয়ায় “বাংলার বন্ধু উন্নয়ন সংস্থা” নামের একটি রেজিস্ট্রেশনবিহীন আর্থিক সংস্থা এমএলএম ব্যবসার আড়ালে বিভিন্ন ব্যক্তিকে জিম্মি করে প্রতারক চক্র-তাদের কোম্পানিতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে, এরই ধারাবাহিকতায় ১৭ আগস্ট ২০২২ইং তারিখ বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন জিরাবো বাগানবাড়ি এলাকার মোঃ শহিদুল ইসলাম ওরফে মুরগি শহিদের বাড়ির ৩য় তলায় অভিযান পরিচালনা করে “বাংলার বন্ধু উন্নয়ন সংস্থা’র ২৫টি ফরম, বিভিন্ন রেজিস্টার, ৬টি নিয়োগপত্র, ৫৩টি মানি রিসিভ, আইডি কার্ড ও বিভিন্ন কাগজপত্রসহ উক্ত ভুয়া প্রতিষ্ঠানের সভাপতি মোঃ শরিফ মিয়া (৩৬) ও সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক (৪০) কে গ্রেফতার করেছেন।
    র‌্যাব-৪ জানিয়েছেন, গ্রেফতারকৃতরা তাদের প্রতারণার কথা স্বীকার করে এবং বিভিন্ন সাধারণ ও নিরীহ লোকজনের নিকট হতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমানের নগদ অর্থ প্রতারণামূলক ভাবে আত্মসাৎ করে আসছিলো। তাদের প্রতারণার কৌশলঃ আশুলিয়া থানাধীন জিরাবো বাগানবাড়ি এলাকায় “বাংলার বন্ধু উন্নয়ন সংস্থা” একটি রেজিস্ট্রেশনবিহীন আর্থিক প্রতিষ্ঠান। তারা দীর্ঘদিন ধরে সংস্থাটি প্রতারণামূলক ভাবে উত্তরা লের গাইবান্ধা জ্বীনের বাদশা এলাকায় এবং আশুলিয়াসহ বিভিন্ন জেলায় তাদের এই অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিলো। র‌্যাব জানায়, উক্ত ভুয়া প্রতিষ্ঠানটি এ্যাডমিন অফিসার ও বিভিন্ন লোভনীয় পদে চাকুরি দেয়ার কথা বলে প্রত্যেকের কাছ থেকে ৮০-৯০ হাজার টাকা হাতিয়ে নিতেন এবং কৌশল হিসেবে প্রতিষ্ঠানে চাকরি দেওয়া হলেও তাদের বেতনের টাকা কখনো দেয়া হতো না। এ প্রতারক চক্রের গাইবান্ধা এলাকায় অবাি ত ঘোষণার পর ঢাকা জেলার জনবহুল এলাকা আশুলিয়ায় শহিদুল ইসলামের নিকট তারা আশ্রয় নেয়।
    আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ ইউনুছ আলী বলেন, র‌্যাব-৪ অভিযান চালিয়ে দুইজনকে আটক করে আশুলিয়া থানায় সোপর্দ করেছেন। এ বিষয়ে তদন্ত চলছে, উক্ত প্রতারক চক্রের সাথে যদি আরও কেউ জড়িত থাকে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।
    স্থানীয়রা জানান, আশুলিয়ায় ১০-১২ জনের একটি প্রতারক চক্র সক্রিয় হওয়ায় বাড়ছে প্রতারণা। সেই সাথে বাড়ছে চুরি, ডাকাতি, ছিনতাই অপহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড। আশুলিয়ায় এই প্রতারক চক্রের ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে এর আগে ১০জনকে গ্রেফতার করে র‌্যাব-৪। অনেকেই আদালত থেকে জামিনে এসে আবারও সেই অপরাধমূলক কর্মকান্ড করছে বলে সূত্র জানায়। আশুলিয়ার দক্ষিণ গাজীরচট এলাকার মজিবুর রহমানের বাড়ীর ভাড়াটিয়া মোঃ রেজাউল করিম (৪০) গণমাধ্যমকে বলেন, বগুড়ার সাড়িয়াকান্দির রৌহদহ এলাকার মৃত ইজ্জত আলীর ছেলে মোঃ জাহাঙ্গীর আলমসহ ১০-১২ জনের একটি প্রতারক চক্র আশুলিয়া এলাকায় থেকে বিভিন্ন কৌশলে আমার কাছ থেকে ৮ লাখ ৭৪ হাজার টাকা হাতিয়ে নিয়েছে এবং ষ্ট্যাম্পে জোরপূর্বক ভাবে সহি স্বাক্ষর নিয়েছে। আমি এ বিষয়ে মামলা করার জন্য আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করিয়েছি। তিনি বলেন, এই চক্রের সাথে আরও ১০-১২ জন প্রতারক আছে, যারা জাহাঙ্গীর আলমের সাথে থেকে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে থাকে, তার অনেক প্রমান আছে বলে এই ভুক্তভোগী জানান। এ বিষয়ে জানতে জাহাঙ্গীর আলমের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
    আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মাদ গণমাধ্যমকে বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত চলছে। তিনি আরও বলেন, আশুলিয়ায় নারী ও পুরুষসহ প্রতারক চক্র বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করছে, র‌্যাব কর্তৃক প্রায়ই দুই চারজন গ্রেফতার হচ্ছে, আমরা চেষ্টা করছি অপরাধ দমন করার জন্য। তিনি আরও বলেন, এ ব্যাপারে দ্রুত আমরা অভিযান পরিচালনা করে এই চক্রের সাথে জড়িতদের আটক করে আইনগত ব্যববস্থা নিবো। র‌্যাব-১ এর একজন গোয়েন্দা অফিসার জানায়, আশুলিয়ায় অপরাধমূলক কর্মকান্ড দমন করতে আমরা কাজ করছি, আমাদের এ ব্যাপারে অভিযান অব্যাহত থাকবে।
    র‌্যাব-৪ এর বিশেষ একটি দল এর আগে আশুলিয়া ও কালিয়াকৈর এলাকায় অভিযান চালিয়ে ১০জন প্রতারক ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করে। ঘটনার দিন রবিবার বিকেলে সাভারের নবীনগর সিপিসি-২, র‌্যাব-৪ এর কার্যালয়ে ১০জন ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন কোম্পানি কমান্ডার রাকিব মাহমুদ খাঁন। এরপর তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। র‌্যাব-৪ এর কোম্পানী কমান্ডার রাকিব মাহমুদ খাঁন জানান, আশুলিয়া ও গাজীপুরের কালিয়াকৈর এলাকায় এই চক্রটি ভুয়া ডিবি পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন বাসা বাড়ি ও প্রতিষ্ঠানসহ গাড়িতে ডাকাতি ও ছিনতাই করে আসছিলো। র‌্যাব-জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার দিন রবিবার ভোর রাতে ডাকাতির প্রস্তুতিকালে আশুলিয়া ও কালিয়াকৈর পৃথক অভিযান চালিয়ে ১০জনকে আটক করা হয়। এসময় ডাকাতি কাজে ব্যবহত ১টি প্রাইভেটকার, একটি অটোরিক্সা, তিনটি ওয়াকিটকি, এক জোড়া হ্যান্ডকাফ, একটি বেতের লাঠি, ১২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
    আটককৃতরা হলেন, বগুড়ার আশরাফুল (৩২), শেরপুরের রুবেল (৩০), কিশোরগঞ্জের আরিফুজ্জামান শরিফ (৩৮), নেত্রকোণার রফিকুল ইসলাম (৩০), নড়াইল জেলার রুবেল মুন্সী (৩২), শেরপুর জেলার সাকিব (১৯), জামালপুরের ইউসুফ (২৫), কুষ্টিয়ার আবু তাহের (৩৮), টাঙ্গাইলের সুমন মিয়া (২৩)। জানা গেছে, সাভার, আশুলিয়া, ধামরাই, মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, উত্তরা, মিরপুরসহ বিভিন্ন এলাকায় ৭-৮টি গ্রুপ রয়েছে এই প্রতারক চক্রের। তারা কখনো ভুয়া ডিবি পুলিশ, কখনো ভুয়া সাংবাদিক, কখনো ভুয়া উকিল, কখনো ভুয়া মানবাধিকার কর্মকর্তা সেজে ফিটিংবাজি, চাঁদাবাজি, অপহরণ, ছিনতাই, ডাকাতি, প্রতারণাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
    র‌্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রতারণা, চুরি, ছিনতাই, ডাকাতিসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। অদূর ভবিষ্যতে এরূপ ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী ও প্রতারক চক্রের বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোড়ালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।