Category: দেশজুড়ে

  • লক্ষ্মীপুরে কেন্দ্রীয় বিএনপি নেতা এ্যানি’র বাসায় হামলা, আহত ৪

    লক্ষ্মীপুরে কেন্দ্রীয় বিএনপি নেতা এ্যানি’র বাসায় হামলা, আহত ৪

    নাজিম উদ্দিন রানা,লক্ষ্মীপুরে
    কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির লক্ষ্মীপুরের বাসায় হামলা ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় এ্যানির ভাই ও ছেলেসহ ৪ জন আহত হয়েছে। হামলাকারীরা বাসার জানালার গ্লাস, চেয়ার, টেবিলসহ অনান্য আসবাবপত্র ভাঙচুর করেছে বলে জানা গেছে।
    সোমবার (২২ আগস্ট) সন্ধ্যায় পুরাতন গো হাটা এলাকায় এ্যানির বাড়িতে সদর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটওয়ারীর নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে বলে এমন অভিযোগ করেছেন এ্যানির পরিবার। আহতরা হলেন বিএনপি নেতা এ্যানির ভাই আরিফ চৌধুরী, ছেলে সাহরিয়ান চৌধুরী, কেয়ারটেকার শিবলু ও কাজের লোক মো. মানিক।

    জেলা বিএনপি’র সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু জানান, ঘটনার সময় এ্যানি চৌধুরীর ভাই ও ছেলেসহ আহতরা বাড়িতে উপস্থিত ছিলেন। এ্যানি খিলবাইছা এলাকায় সদর উপজেলা (পশ্চিম) বিএনপি আয়োজিত জনসমাবেশে ছিলেন। তিনি আরও অভিযোগ করেন আওয়ামী লীগ নেতা কবির পাটওয়ারীর নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা এ হামলা চালায়। প্রায় ৪০টি মোটরসাইকেলেযোগে নেতাকর্মীদের নিয়ে এসে এ্যানি চৌধুরীর বাসা ভাঙচুর করা হয়। তার ভাই ও ছেলেসহ ৪ জনকে পিটিয়ে আহত করা হয়। এ সময় জানালার গ্লাস, জানার দরজা, এয়ারকন্ডিশন, টেবিল ও বেশ কয়েকটি প্লাষ্টিকের চেয়ার ভাঙচুর করেছে হামলাকারীরা।

    জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু জানান, বাসা খালি পেয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা এ্যানি চৌধুরীর বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করেছে। বার বার তারা গুপ্ত হামলা চালাচ্ছে। বাসাবাড়িতে এখন আমাদের পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছে। প্রশাসনের কাছে এর প্রতিকার চাই।

    সদর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটওয়ারী বলেন, কে বা কারা এ্যানির বাড়িতে হামলা চালিয়েছে, তা আমি জানি না। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।
    সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মমিনুল হক বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তবে বিস্তারিত জানা নেই। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • পাইকগাছায় ২১আগষ্ট নিহতদের স্বরণে দোয়া অনুষ্ঠান

    পাইকগাছায় ২১আগষ্ট নিহতদের স্বরণে দোয়া অনুষ্ঠান

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় ২১ আগষ্ট গ্রেনেড হামলার ঘটনায় ২৪ জন নিহতদের স্মরণে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সকালে দলীয় কার্যালয় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীরণ সাধুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা এড সোহরাব আলী সানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু। স ালনায় ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস।

  • পাইকগাছায় পাউবোর ২কিলোমিটার বাঁধে গাছ রোপণের উদ্বোধন

    পাইকগাছায় পাউবোর ২কিলোমিটার বাঁধে গাছ রোপণের উদ্বোধন

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।। পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের বাঁধে পাউবোর অর্থায়নে ২ কিলোমিটার রাস্তায় গাছেরর চারা রোপণের উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে পাইকগাছা উপজেলার পাউবোর ১৮/১৯ নং পোল্ডারে লতা ইউনিয়নের কাঠামারী হইতে গদারডাংগা অভিমুখে ২কিঃমিঃ ওয়াপদা রাস্তায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন লতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস।
    উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলার উপ-সহকারী প্রকৌশলী রাজু হাওলাদার, লতা ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি প্রকাশ সরকার টুকু, সাংগঠনিক সম্পাদক সোহরাব হাওলাদার, ইউপি সদস্য পুলকেশ রায়, স্বপন মন্ডল, আজিজুল বিশ্বাস, ফেরদৌস ঢালী, মহিলা সদস্য বিনতা বিশ্বাস, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কার্য সহকারী মোঃ আবু তাহের গাজী, লতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মিথুন সরকার।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • পাইকগাছায় জমি দখল চেষ্টায় বাঁধা- প্রতিপক্ষের হামলায় মহিলা সহ আহত-১২

    পাইকগাছায় জমি দখল চেষ্টায় বাঁধা- প্রতিপক্ষের হামলায় মহিলা সহ আহত-১২

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় জমি দখলে বাঁধা দিলে প্রতিপক্ষের হামলা-মারপিটে গৃহবধূ,শিক্ষার্থী সহ একই সম্প্রদায়ের ১২ ব্যক্তি আহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে লস্কর ইউনিয়নের ঠাকরনবাড়ীর চকে এ ঘটনা ঘটেছে। আহত অনেকের মাথা ফেটেছে,অনেকের হাত-পা, মুখ,ঠোট,হাটু সহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়েছে। এদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। আহতরা হলেন, ঠাকুরনবাড়ীর কুঞ্জু সরদার(৬০) জয়ন্তী সরদার (৫২) মঙ্গল সানা( ৫০) যমুনা সানা(৩৫) দম্পতি, প্রভাষ সানা (৪২) রনজিৎ সরদার( ৫৫) কলেজ ছাত্রী চুম্কি সানা(১৮) লতা সরদার( ১৮) ও রামপ্রসাদ সরদার,শ্যামলী রানী সহ অনেকে। ঘটনার পর পরই আহতদের থানায় আনা হয়। এ সময় ডিউটিরত পুলিশ কর্মকর্তা দ্রুত আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন। হাসপাতালে চিকিৎসাধীন কুঞ্জু সরদার জানান,বসতবাড়ী সংলগ্ন ৩ একর জমি বংশানুক্রমে আমরা কয়েকটি পরিবার ভোগ দখল করে আসছি। তিনি আরোও জানান,সম্প্রতি লক্ষীখোলার মজিদ কাগজী, অজিয়ার কাগজীরা ক্রয়সুত্রে এ সম্পত্তি দাবী করে আসছেন। কুঞ্জু সরদার,মঙ্গল ও যমুনা সানা দম্পতি অভিযোগ করেন রবিবার সকালে আজিয়ার ও মজিদ কাগজীর ইন্ধনে তাদের ছেলে সুমন কাগজী,সোহাগ কাগজী,সহ ভুট্টা কাগজী, আলমতলার মোস্ত,জামাল সহ ৩৫/৪০ ভাড়াটে লোকজন নিয়ে এ জমিতে পৌঁছে বাসা বেধে দখল চেষ্টা করেন। এ সময় বাঁধা দিলে লাঠিসোটা, হাঁতুড়িপেটা করে কুঞ্জু সরদার দম্পত্তি সহ ১২ জন নারী-পুরুষ আহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান,ঘটনার সময় আমন মৌসুমের বীজতলার ধানের পাতা নষ্ট করে দেওয়া হয়েছে।পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান, মারপিটের ঘটনা শুনেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা।

  • নওগাঁয় পিকেএসএফ’র অর্থায়নে  কফি, এ্যাভোকেডর, তাইওয়ানী আম এবং সৌদি খেজুরের সমন্বিত বাগান গড়ে তুলে  বছরে ৩০ লক্ষ টাকা আয়ের প্রত্যাশা করছেন শিক্ষিত বেকার যুবকরা

    নওগাঁয় পিকেএসএফ’র অর্থায়নে কফি, এ্যাভোকেডর, তাইওয়ানী আম এবং সৌদি খেজুরের সমন্বিত বাগান গড়ে তুলে বছরে ৩০ লক্ষ টাকা আয়ের প্রত্যাশা করছেন শিক্ষিত বেকার যুবকরা

    রওশন আরা শিলা,নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলায় বরেন্দ্রভুমি অধ্যুষিত সাপাহার উপজেলায় অপ্রচলিত ফসলের সমন্বিত অধিক মূল্যবান বাগান গড়ে তুলেছেন কয়েকজন শিক্ষিত বেকার। এখান থেকে তাঁরা আর্থিকভাবে স্বাবলম্বি হওয়ার অপার সম্ভাবনার দ্বারপান্তে উপনীত হয়েছেন।

    পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা দাবী মৌলিক উন্নয়ন সংস্থা’র সাথে অংশিদারিত্বের ভিত্ত্বিতে স্থানীয় আরও ৫ জন উচ্চ শিক্ষিত বেকার যুবক এই প্রকল্পটি গড়ে তুলেছেন। ”উচ্চ মূল্যের ফল ও ফসলের জাত ও প্রযুক্তি সম্প্রসারন” প্রকল্পের আওতায় উপজেলার কুচকুড়ুলিয়া গ্রামে ৯ বিঘা জমি ১৫ বছরের জন্য লীজ গ্রহণ করে এই প্রকল্প গড়ে তুলেছেন। প্রাথমিক পর্যায়ে পিকেএসএফ প্রকল্প গড়ে তোলার জন্য সাড়ে ৭ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছে। প্রকল্পের আওতায় ঐ জমিতে ৯০০টি কফিগাছ, ৮০টি এ্যাভোকেডর, ১২০টি তাইওয়ানের গ্রীন আম ও ১২৫টি সৌদি খেজুর গাছ রোপন করা হয়েছে। এরই মধ্যে কফি, এ্যাভোকেডর ও তাইওয়ানের আম উৎপাদন শুরু হয়েছে। আর কিছুদিনের মধ্যে সৌদি খেজুর উৎপাদন শুরু হবে বলে প্রত্যাশা উদ্যোক্তাদের। এই বাগানে পূর্নাঙ্গভাবে উৎপাদন শুরু হলে প্রতি বছর সব খরচ বাদ দিয়ে ৩০ লক্ষ টাকা আয় সম্ভব হবে বলে জানিয়েছেন উদ্যোক্তা যুবক মোঃ হাসান আলী।

    বরেন্দ্র অধ্যুষিত এই এলাকায় মুলত প্রধান শষ্য হিসেবে দীর্ঘদিন ধরে ধান উৎপাদিত হয়ে অেঅসছিল। বর্তমানে ধানের পরেই আম প্রধান অর্থকরী ফসল হিসেবে উৎপাদন শুরু হয়েছে। এর পাশাপাশি উচ্চ মূল্যের এসব ফসল উৎপাদনের অপার সম্ভবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে এলাকার শিক্ষিত বেকার যুবকদের সংগঠিত করে এই উদ্যোগ নেয়া হয়েছে।

    স্থানীয় বেসরকারী উন্নয়ন সংগঠন দাবীর নির্বাহী পরিচালক আশরাফুননেছা সীমা জানিয়েছেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ-এর অর্থায়নে পাইলটিং প্রকল্প হিসেবে এলাকার ৫ জন যুবকের সাথে অংশিদারিত্বের মাধ্যমে এই প্রকল্প হাতে নেয়া হয়েছে।

    উদ্যোক্তারা জানিয়েছেন পাইলটিং আকারে গৃহিত এই প্রকল্পটি সফল হলে জেলায় একই কর্মসূচীর আওতায় আরও বিপুলসংখ্যক বেকার যুবকদের সমন্বয়ে ব্যপকভাবে এ ধরনের প্রকল্প হাতে নেয়া সম্ভব হবে বলে জানিয়েছেন সংস্থাটির কর্ত্তৃপক্ষ।#

    রওশন আরা পারভীন শিলা
    নওগাঁ জেলা প্রতিনিধি।

  • নওগাঁর আত্রাইয়ে আওয়ামী লীগের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

    নওগাঁর আত্রাইয়ে আওয়ামী লীগের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

    রওশন আরা পারভীন শিলা, নওগাঁ প্রতিনিধিঃ-দেশব্যাপী একযোগে সিরিজ বোমা হামলাকারীদের বিচারের দাবীতে নওগাঁর আত্রাই উপজেলা আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। একুশ আগষ্ট সকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদর্ক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমের সামনে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়। গৃহীত কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল। প্রতিবাদ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলে রাব্বী জুয়েল এর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী। উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, সহ- সভাপতি গহের আলী, আহসানগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ শহিদুল ইসলাম সহীদ, ভোঁপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, আওয়ামী লীগ নেতা শ্রী তরুন কুমার দত্ত, পাঁচুপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম ফৌজদার, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ ছাইফুল ইসলাম,উপজেলা মহিলা লীগ সাধারন সম্পাদিকা জাহেদা বেগম, সাবেক ছাত্র লীগ সভাপতি ও যুব লীগ নেতা আব্দুল কুদ্দুস, উপজেলা ছাত্র লীগ সভাপতি মসনদ মেহেদী স্বরুপ, সাধারণ সম্পাদক হুমায়ূন কবির সোহাগ প্রমূখ। বক্তারা নাক্কার জনক ও বোমা হামলার সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করেন। উল্লেখ্য দুই হাজার পাঁচ সালের সতের আগষ্ট সকাল এগারো টা ত্রিশ মিঃ মধ্যে নিষিদ্ধ জঙ্গী সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ জেএমবি দেশের চৌষট্টি জেলার মধ্যে তেষট্টি জেলায় একযোগে সিরিজ বোমা হামলা চালায় প্রেসক্লাব,গুরুত্ব পূণ স্থাপনা ও ঢাকায় চৌত্রিশটি সহ সাড়ে চার শত স্পটে প্রায় পাঁচ শত বোমার বিষ্ফোরন ঘটিয়ে জঙ্গীরা দেশে অরাজগতা তৈরির চেষ্টা করেছিল।#

    রওশন আরা পারভীন শিলা
    নওগাঁ জেলা প্রতিনিধি।

    ,

  • গ্রেনেড হামলার প্রতিবাদে সুজানগরে বিক্ষোভ মিছিল

    গ্রেনেড হামলার প্রতিবাদে সুজানগরে বিক্ষোভ মিছিল

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে পাবনার সুজানগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল পাঁচটায় বাংলাদেশ ছাত্রলীগ সুজানগর উপজেলা শাখার উদ্যোগে বের হওয়া বিক্ষোভ মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় আওয়ামীলীগ দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে বাংলাদেশ ছাত্রলীগ সুজানগর উপজেলা শাখার সভাপতি জাহিদুল ইসলাম তমালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ তুষারের স ালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ সুজানগর উপজেলা শাখার সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল ওহাব, বাংলাদেশ আওয়ামীলীগ সুজানগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, আব্দুল মতিন মৃধা,সাবেক দপ্তর সম্পাদক আজিজুর রহমান, সাবেক প্রচার সম্পাদক রবিউল হক টুটুল,সাবেক কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুর রউফ, পৌর আ.লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, সাধারণ সম্পাদক শেখ মিলন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ সুজানগর উপজেলা শাখার সভাপতি সরদার রাজু আহমেদ ,সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহ্বায়ক ফজলুল হক চাঁদু,উপজেলা ছাত্রলীগ নেতা সাব্বির হাসান শাওন, রবিন হাসান স¤্রাট, রাকিবুল হাসান, পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগ, এন এ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রেদোয়ান নয়ন ও সাধারণ সম্পাদক মতিউর রহমান প্রমুখ।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • চুরি যাওয়ার ৮ ঘন্টার মধ্যে ভোলায় আসামি গ্রেফতার; চোরাইকৃত মোবাইল ফোন,ঘড়ি ও নগদ তিন লাখ টাকা উদ্ধার

    চুরি যাওয়ার ৮ ঘন্টার মধ্যে ভোলায় আসামি গ্রেফতার; চোরাইকৃত মোবাইল ফোন,ঘড়ি ও নগদ তিন লাখ টাকা উদ্ধার

    বি এম মনির হোসেনঃ-

    অফিসার ইনচার্জ ভোলা সদর মডেল থানা, ভোলার তত্ত্বাবধানে এস.আই গোপাল কুন্ডু এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম ভোলা সদর থানাধীন পৌরসভা ৬নং ওয়ার্ডস্থ ওয়েষ্টার্নপাড়া মোসলেহ উদ্দিন স্টোর নামক মুদি দোকানের ভিতর থেকে জনৈক ক্রেতার ব্যাগ ভর্তি নগদ ৩,১৫,২০০/-(তিন লক্ষ পনের হাজার দুইশত) টাকা, একটি এন্ড্রোয়েড মোবাইল ফোন ও একটি হাত ঘড়ি চুরি যাওয়ার ৮ ঘন্টার মধ্যে বাপ্তা ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ আসামি শহিদ (৫২) এর নিজ বসতবাড়ি হতে চোরাইমাল উদ্ধার পূর্বক গ্রেফতার করে।

    ভুক্তভোগী জনৈক খোকন (৫৩) একজন দোকান ব্যবসায়ি। গত ২০/০৮/২০২২ তারিখ রাত্র অনুমান ১১.১৫ ঘটিকার দিকে ভুক্তভোগী তার দোকান বন্ধ করে দোকানের বিক্রয়কৃত নগদ ৩,১৫,২০০/-(তিন লক্ষ পনের হাজার দুইশত) টাকা, একটি এন্ড্রোয়েড মোবাইল ফোন ও একটি টাইটান হাত ঘড়ি একটি নীল কাপড়ের ব্যাগে নিয়ে বাসার উদ্দেশ্যে রওয়ানা হয়।পথিমধ্যে রাত অনুমান ১১.৩০ ঘটিকার সময় ভুক্তভোগী ওয়েষ্টার্নপাড়ার মোসলেহ উদ্দিন স্টোর নামক মুদি দোকানে টাকার ব্যাগটি পাশে রেখে কেনাকাটা করার সময় অজ্ঞাতনামা ব্যক্তি সিগারেট ক্রয়ের জন্য দোকানে প্রবেশ করে। ২১/০৮/২০২২ তারিখ রবিবার রাত অনুমান ০০.১০ ঘটিকার সময় অজ্ঞাতনামা ব্যক্তি ভুক্তভোগীর টাকার ব্যাগ ও ব্যাগের ভিতরে থাকা মোবাইল ফোন এবং হাত ঘড়িটি নিয়ে কৌশলে পালিয়ে যায়। এ সময় আশেপাশে অনেক খোজাখুজির পরেও টাকা ভর্তি কাপড়ের ব্যাগটি পাওয়া যায়নি।

    পরবর্তিতে ভুক্তভোগী ৯৯৯ এর মাধ্যমে পুলিশের সরণাপন্ন হলে ভোলা সদর থানার একটি চৌকস টিম তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছায় এবং সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে চোর সনাক্ত পূর্বক অনুসন্ধান শুরু করে।অদ্য ২১ আগস্ট সকাল ০৮.৩০ ঘটিকায় অভিযুক্ত পেশাদার চোর শহিদ (৫২) কে বাপ্তা ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ নিজ বসতবাড়ি হতে চোরাইমাল উদ্ধার পূর্বক গ্রেফতার করা হয়।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত জানায় যে, আসামি একজন পেশাদার চোর।পূর্ব পরিকল্পনা অনুযায়ী আসামি শহিদ ভুক্তভোগী খোকনকে অনুসরণ করে দোকানে প্রবেশ করে এবং কৌশলে টাকা ভর্তি ব্যাগটি নিয়ে পালিয়ে যায়।পরে মোবাইল ও হাতঘড়িটি পুকুরে ফেলে দেয়।তার দেওয়া তথ্য মতে চোরাইকৃত মোবাইল ফোন, ঘড়ি ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

    ভোলা জেলার পুলিশ সুপার ব্যবসায়িদের সকল ব্যবসায় প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপনের আহ্বান জানান।এতে করে অপরাধ সংঘটিত হলে তাৎক্ষণিক তা পুলিশের নজরদারিতে আসবে এবং অপরাধীকে আইনের আওতায় আনা যাবে। এর ফলে অপরাধ প্রবণতা কমবে এবং অপরাধীরা অপরাধমূলক কর্মকান্ড করতে নিরুৎসাহিত হবে।

  • নড়াইলের রামসিদ্ধি গ্রামে বিশাল নৌকার হাট

    নড়াইলের রামসিদ্ধি গ্রামে বিশাল নৌকার হাট

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে:
    নড়াইলের ভদ্রবিলা ইউনিয়নের রামসিদ্ধি ও ডহর রামসিদ্ধি পাশাপশি দু’টি গ্রাম। জেলার শুধুমাত্র এ এলাকাতেই তৈরি হয় কাঠের নৌকা।বিক্রিও হয় ওই এলাকাতেই। প্রতি বুধবার বসে নৌকার হাট। সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত চলে বেচাকেনা। প্রতি হাটে গড়ে ৮০ থেকে ১০০টি নৌকা বিক্রি হয়। প্রতিটি নৌকার দাম সাড়ে চার হাজার থেকে ছয় হাজার টাকা।
    সম্প্রতি ভোরে হাটে গিয়ে দেখা যায়, ১৩৭ নং ডহর রামসিদ্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে রাস্তার পাশে প্রায় শ’খানেক নৌকা রাখা আছে বিক্রির জন্য। জেলার বিভিন্ন স্থান থেকে ক্রেতারা এসেছেন নৌকা কিনতে। এছাড়া রয়েছেন নৌকা ব্যবসায়ীরা। এখান থেকে সস্তায় নৌকা কিনে নিয়ে আশপাশের জেলার বিভিন্ন উপজেলায় বেশি বিক্রি করে থাকেন তারা।
    সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, এ এলাকায় এখন মোট ১৬টি পরিবার নৌকা তৈরির কাজ করে। প্রতিটি কারখানায় তিন থেকে পাঁচজন কারিগর কাজ করেন। শনি থেকে মঙ্গলবার এ পাঁচদিনে একেকটি কারখানায় সাধারণ মানের ৪/৫টি নৌকা তৈরি হয়। এখানে তৈরি হয় টালাই, আলকাটা পানসি, পইদেল জেলে ডিঙ্গি ইত্যাদি।
    অনেক সময় ক্রেতা সরাসরি অর্ডার দিয়ে তাদের চাহিদা মতো নৌকা তৈরি করিয়ে নেন। সে ক্ষেত্রে নৌকার সাইজ ও কাঠের ধরনের ওপর নির্ভর করে একটি নৌকা বানাতে ৮/১০ দিন সময় লেগে যায়। দাম পড়ে ১৫ হাজার থেকে শুরু করে ৬০ হাজার টাকা পর্যন্ত।
    নড়াইলের ভদ্রবিলা ইউনিয়নের রামসিদ্ধি ও ডহর রামসিদ্ধি পাশাপশি দু’টি গ্রাম। জেলার শুধুমাত্র এ এলাকাতেই তৈরি হয় কাঠের নৌকা।বিক্রিও হয় ওই এলাকাতেই। প্রতি বুধবার বসে নৌকার হাট। সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত চলে বেচাকেনা। প্রতি হাটে গড়ে ৮০ থেকে ১০০টি নৌকা বিক্রি হয়। প্রতিটি নৌকার দাম সাড়ে চার হাজার থেকে ছয় হাজার টাকা।
    সম্প্রতি ভোরে হাটে গিয়ে দেখা যায়, ১৩৭ নং ডহর রামসিদ্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে রাস্তার পাশে প্রায় শ’খানেক নৌকা রাখা আছে বিক্রির জন্য। জেলার বিভিন্ন স্থান থেকে ক্রেতারা এসেছেন নৌকা কিনতে। এছাড়া রয়েছেন নৌকা ব্যবসায়ীরা। এখান থেকে সস্তায় নৌকা কিনে নিয়ে আশপাশের জেলার বিভিন্ন উপজেলায় বেশি বিক্রি করে থাকেন তারা।
    সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, এ এলাকায় এখন মোট ১৬টি পরিবার নৌকা তৈরির কাজ করে। প্রতিটি কারখানায় তিন থেকে পাঁচজন কারিগর কাজ করেন। শনি থেকে মঙ্গলবার এ পাঁচদিনে একেকটি কারখানায় সাধারণ মানের ৪/৫টি নৌকা তৈরি হয়। এখানে তৈরি হয় টালাই, আলকাটা পানসি, পইদেল জেলে ডিঙ্গি ইত্যাদি।
    অনেক সময় ক্রেতা সরাসরি অর্ডার দিয়ে তাদের চাহিদা মতো নৌকা তৈরি করিয়ে নেন। সে ক্ষেত্রে নৌকার সাইজ ও কাঠের ধরনের ওপর নির্ভর করে একটি নৌকা বানাতে ৮/১০ দিন সময় লেগে যায়। দাম পড়ে ১৫ হাজার থেকে শুরু করে ৬০ হাজার টাকা পর্যন্ত।
    নড়াইলের ভদ্রবিলা ইউনিয়নের রামসিদ্ধি ও ডহর রামসিদ্ধি পাশাপশি দু’টি গ্রাম। জেলার শুধুমাত্র এ এলাকাতেই তৈরি হয় কাঠের নৌকা।বিক্রিও হয় ওই এলাকাতেই। প্রতি বুধবার বসে নৌকার হাট। সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত চলে বেচাকেনা। প্রতি হাটে গড়ে ৮০ থেকে ১০০টি নৌকা বিক্রি হয়। প্রতিটি নৌকার দাম সাড়ে চার হাজার থেকে ছয় হাজার টাকা।
    সম্প্রতি ভোরে হাটে গিয়ে দেখা যায়, ১৩৭ নং ডহর রামসিদ্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে রাস্তার পাশে প্রায় শ’খানেক নৌকা রাখা আছে বিক্রির জন্য। জেলার বিভিন্ন স্থান থেকে ক্রেতারা এসেছেন নৌকা কিনতে। এছাড়া রয়েছেন নৌকা ব্যবসায়ীরা। এখান থেকে সস্তায় নৌকা কিনে নিয়ে আশপাশের জেলার বিভিন্ন উপজেলায় বেশি বিক্রি করে থাকেন তারা।
    সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, এ এলাকায় এখন মোট ১৬টি পরিবার নৌকা তৈরির কাজ করে। প্রতিটি কারখানায় তিন থেকে পাঁচজন কারিগর কাজ করেন। শনি থেকে মঙ্গলবার এ পাঁচদিনে একেকটি কারখানায় সাধারণ মানের ৪/৫টি নৌকা তৈরি হয়। এখানে তৈরি হয় টালাই, আলকাটা পানসি, পইদেল জেলে ডিঙ্গি ইত্যাদি।
    অনেক সময় ক্রেতা সরাসরি অর্ডার দিয়ে তাদের চাহিদা মতো নৌকা তৈরি করিয়ে নেন। সে ক্ষেত্রে নৌকার সাইজ ও কাঠের ধরনের ওপর নির্ভর করে একটি নৌকা বানাতে ৮/১০ দিন সময় লেগে যায়। দাম পড়ে ১৫ হাজার থেকে শুরু করে ৬০ হাজার টাকা পর্যন্ত।
    বর্ষাকালের দুই মাস আগে থেকে শুরু করে ভাদ্র-আশ্বিন মাস পর্যন্ত চলে নৌকা তৈরির কাজ। তবে এবার বর্ষা মৌসুমে বৃষ্টি কম হওয়ায় বিলে পর্যাপ্ত পানি নেই। সে কারণে নৌকার চাহিদা অন্য বছরের তুলনায় অনেক কম বলে জানিয়েছেন তারা।
    অবসরপ্রাপ্ত শিক্ষক রবিন্দ্রনাথ বিশ্বাস বলেন, কমপক্ষে দেড়শ’ বছর আগে থেকে আমাদের পরিবার নৌকা বানিয়ে আসছে। ঠাকুরদা মৃত অভয় চরণ বিশ্বাস শিখেছিলেন তার বাবার কাছ থেকে। এরপর ঠাকুরদার কাছ থেকে শিখে বাবা মৃত রাজেন্দ্র নাথ বিশ্বাসও একই কাজ করতেন। তাদের থেকে আমিও শিখেছি নৌকা তৈরি। ছাত্রাবস্থায় এ কাজ করতাম। বর্তমানে আমার ভাই এ ব্যবসা দেখাশোনা করছেন।
    নৌকা তৈরির কারখানার মালিক ডহর রামসিদ্ধি গ্রামের হরেন বিশ্বাস বলেন, তিনি গত বছরও প্রতি হাটে ৭/৮ টি নৌকা বিক্রি করতেন। কিন্তু এবার বিলে বেশি পানি না থাকায় ৪/৫ বেশি বিক্রি করতে পারছেন না। এছাড়া কাঠের দাম বৃদ্ধি ও এ কাজে ব্যবহৃত লোহার পাতামের (নৌকা তৈরিতে প্রয়োজনীয় উপকরণ) দাম বাড়ায় নৌকা বিক্রি করে তেমন লাভও হচ্ছে না।
    যশোর জেলার অভয়নগর থানার চন্দ্রপুর গ্রামের নৌকা ব্যবসায়ী জাবেদ বলেন, আমি এখান থেকে প্রতি হাটে ছয়টি করে নৌকা কিনি। এলাকায় নিয়ে বিক্রি করে আমার নৌকা প্রতি ৫০০ থেকে ৭০০ টাকা লাভ হয়।
    কালিয়া উপজেলার ফুলদাহ গ্রামের ক্রেতা রুকু ফকির বলেন, তিনি পাঁচ হাজার টাকা করে একটি টালাই ও একটি পইদেল নৌকা কিনেছেন। গতবারের তুলনায় এবার দাম বেশি। এসব মানের নৌকা গতবছর তিন থেকে সাড়ে তিন হাজার টাকায় পাওয়া যেত।
    নৌকা বিক্রেতা ডহর রামসিদ্ধি গ্রামের শুশিয়ান মল্লিক বলেন, তিনি পাঁচটি নৌকা এনেছিলেন হাটে,চারটি বিক্রি করেছেন। একটি বিক্রি না হওয়ায় এখানে রেখে যাবেন। পানি কম হওয়ায় ভরা মৌসুমেও এবার নৌকার চাহিদা কম।
    কারিগর শ্রীকান্ত বিশ্বাস বলেন, একটি টালাই বা পইদেল নৌকা বানাতে সাত থেকে আট সিএফটি কাঠ লাগে। তিনজন মিলে কাজ করলে একটি নৌকা বানাতে একদিন সময় লাগে।

  • কেশবপুর প্রেসক্লাব নির্বাচনে ২৫ প্রার্থীর মনোনয়নপত্র ক্রয়

    কেশবপুর প্রেসক্লাব নির্বাচনে ২৫ প্রার্থীর মনোনয়নপত্র ক্রয়

    কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ
    কেশবপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে ২১শে আগস্ট প্রধান নির্বাচন কমিশনের কাছ থেকে বিভিন্ন পদে ২৫ জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেছেন।
    নির্বাচন কমিশন জানায়, কেশবপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে ২ জন, সহসভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, যুগ্ম সম্পাদক পদে ৩ জন, কোষাধ্যক্ষ পদে ২ জন, দপ্তর সম্পাদক পদে ২ জন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ২ জন, গ্রন্থাগার সম্পাদক পদে ১ জন ও নির্বাহী সদস্য পদে ৮ জন প্রার্থী রয়েছেন।
    তারা হলেন- সভাপতি পদে আশরাফ-উজ-জামান খান ও আজিজুর রহমান, সহ-সভাপতি পদে মোতাহার হোসাইন, আব্দুল হাই সিদ্দিকী ও রুহুল কুদ্দুস, সাধারণ সম্পাদক পদে জয়দেব চক্রবর্ত্তী ও ওয়াজেদ খান, যুগ্ম সম্পাদক পদে উৎপল দে, সিদ্দিকুর রহমান ও আব্দুল্যাহ আল ফুয়াদ, কোষাধ্যক্ষ পদে শামসুর রহমান ও রুহুল আমিন, দপ্তর সম্পাদক পদে মশিয়ার রহমান ও সোহেল পারভেজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে শেখ শাহীন ও সুশান্ত কুমার মল্লিক এবং গ্রন্থাগার সম্পাদক পদে মতিয়ার রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া নির্বাহী সদস্য পদে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন।
    তফসিল অনুযায়ী, মনোনয়ন পত্র জমাদান ২৪ আগস্ট, মনোনয়ন পত্র বাছাই ২৫ আগস্ট ও মনোনয়ন পত্র প্রত্যাহার ২৬ আগস্ট। চুড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ ২৭ আগস্ট। নির্বাচনের তারিখ ১১ সেপ্টেম্বর। মোট ভোটার ৫৮ জন। কেশবপুর প্রেসক্লাবে দুই বছর পর পর ভোটের মাধ্যমে ১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।