Category: দেশজুড়ে

  • গোদাগাড়ী খাদ্য কর্মকর্তাকে তথ্য দিতে কমিশনের নির্দেশ

    গোদাগাড়ী খাদ্য কর্মকর্তাকে তথ্য দিতে কমিশনের নির্দেশ

    হায়দার আলী,
    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শফিকুল ইসলামকে তথ্য অধিকার আইনে আবেদনকরীকে আগামী ২০ দিনের মধ্যে তথ্য দিতে কড়া নির্দেশনা প্রদান করেছেন তথ্য কমিশন।

    জানা যায়, গোদাগাড়ী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বরাবর গত ১৬ মার্চ গোদাগাড়ী পৌর এলাকার আব্দুল বাতেন বিভিন্ন তথ্য চেয়ে আবেদন করেন। তথ্য অধিকার আইন (২০০৯) অনুযায়ী ২০ কার্যদিবসের মধ্যে তথ্য দেওয়ার নিয়ম থাকলেও তথ্য প্রদানকারী কর্মকর্তা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শফিকুল ইসলাম আবেদন কারীকে তথ্য প্রদান করেননি।

    নির্ধারিত সময়ের মধ্যে আবেদনকারী খাদ্য কর্মকর্তার সাথে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জানে আলমের উপস্থিতিতে যোগাযোগ ও তথ্য দেওয়ার বিষয়টি অবগত করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে তথ্য দিতে নির্দেশ দিলেও তা কর্ণপাত করেননি।

    পরে তথ্য অধিকার আইন অনুযায়ী আবেদনকারী রাজশাহী জেলা খাদ্য নিয়ন্ত্রক বরাবর গত ১৭ এপ্রিল তথ্য পাওয়ার জন্য আপিল করেন। জেলা খাদ্য কর্মকর্তা দিলদার মাহমুদ আপিল আবেদন পাওয়ার পর গত ১৮ মে উপজেলা খাদ্য কর্মকর্তাকে ২২ মের মধ্যে তথ্য দিতে চিঠি দেয়। এই চিঠির আদেশ অমান্য করে উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ শফিকুল ইসলাম আবেদন করীকে তথ্য না দিয়ে নানান টালবাহানা শুরু করে।

    পরে আবেদনকারী তথ্য অধিকার আইন অনুসারে প্রধান তথ্য কমিশনার বরাবর গত ৩ জুলাই অভিযোগ দায়ের করেন। তথ্য কমিশন অভিযোগ পাওয়ার পর তা আমলে নিয়ে নিষ্পত্তির জন্য গত ২২ আগস্ট শুনানির দিন ধার্ষ করে সমন জারি করে। এতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শফিকুল ইসলাম ও তার সহয়োগী হিসেবে খাদ্য পরিদর্শক শফিউর রহমান ও অভিযোগকারী আব্দুল বাতেন ভার্চুয়ালী শুনানিতে অংশ গ্রহণ করেন।

    প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদন ও তথ্য কমিশনার সুরাইয়া বেগম উভয়ের বক্তব্য শুনেন। শুনানিতে উপজেলা খদ্য নিয়ন্ত্রক শফিকুল ইসলামকে প্রধান তথ্য কমিশনার আবেদনকরীকে কেনো তথ্য দেওয়া হয়নি তা জানতে চাওয়া হলে প্রথমে তা অস্বীকার করে বলেন তিনি কোন তথ্য চাননি, আমাদের সাথে যোগাযোগ করেননি।

    পরে তথ্য কমিশনারের প্রশ্নের তোপে পড়ে বিষয়টি স্বীকার করেন বলেন আবেদনকরী আমাদের সাথে আর যোগাযোগ করেননি। সেই সময় প্রধান তথ্য কর্মকর্তা পুনরায় প্রশ্ন করেন আবেদনকরীকে তথ্য প্রদানের জন্য ডেকেছেন এমন এমন চিঠি দেখান। এই সময় খাদ্য কর্মকর্তা তা দেখাতে পারেননি। পরে আবেদন কারীকে প্রধান তথ্য কর্মকর্তা এসব বিষয়ে জানতে চাইলে তা ডকুমেন্টস সহ বক্তব্য পেশ করেন।

    তথ্য প্রদানকারী কর্মকর্তা খাদ্য নিয়ন্ত্রক শফিকুল ইসলাম ও খাদ্য পরিদর্শকের শফিউর রহমানের কথার সত্যতা না পেয়ে প্রধান তথ্য কর্মকর্তা মরতুজা আহমেদ আগামী ২০ দিনের মধ্যে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শফিকুল ইসলামকে আবেদনকারী আব্দুল বাতেনকে তথ্য দিতে কড়া নির্দেশনা প্রদান করেন।

    এই বিষয়ে গোদাগাড়ী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শফিকুল ইসলাম তথ্য কমিশনের শুনানিতে অংশগ্রহণ ও আগামী ২০ দিনের মধ্যে প্রধান তথ্য কমিশনারের তথ্য দেওয়ার নির্দেশনা স্বীকার করে বলেন,আবেদনকারীকে তথ্য দেওয়ার জন্য সকল প্রক্রিয়া প্রস্তুত করা হচ্ছে এবং তাকে ডাকা হবে বলে জানান।

    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।

  • পাবনার চাটমোহরে আগস্ট ২০২২মাসের আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    পাবনার চাটমোহরে আগস্ট ২০২২মাসের আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    চাটমোহর (পাবনা)প্রতিনিধিঃ

    চাটমোহর উপজেলা আইন শৃংখলা কমিটি এবং উপজেলা সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ প্রতিরোধ কমিটির আগস্ট ২০২২ মাসের যৌথ সভা আজ ২৪ আগস্ট বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মমতাজ মহল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইসাহক আলী মানিক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন, নিমাইচড়া ইউপি চেয়ারম্যান নুরজাহান বেগম মুক্তি, গুনাইগাছা ইউপি চেয়ারম্যান রজব আলী বাবলু, ছাইকোলা ইউপি চেয়ারম্যান মো. নুরুজ্জামান নুরু, বিলচলন ইউপি চেয়ারম্যান মো. আক্তার হোসেন, মুলগ্রাম ইউপি চেয়ারম্যান মো. রাশেদুল ইসলাম বকুল, মথুরাপুর ইউপি চেয়ারম্যান মো. শাহ আলম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজিত কুমার মুন্সি, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সহকারি জেলারেল ম্যানেজার আলহাজ উদ্দিন শেখ, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর কাউন্সিলর মো. নাজিম উদ্দিন মিয়া, ডিবিগ্রাম বয়েন উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, চাটমোহর প্রেসক্লাবের আহ্বায়ক রকিবুর রহমান টুকুন, সাপ্তাহিক সময় অসময় পত্রিকা প্রকাশক ও সম্পাদক কে. এম. বেলাল হোসেন স্বপন, দৈনিক আমাদের বড়াল পত্রিকা সম্পাদক হেলালুর রহমান জুয়েল, চাটমোহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখ মো. জিয়াউল হক সিন্টু, ব্র্যাক কর্মকর্তা মো. নুরুজ্জামান প্রমূখ।

    আলোচনায় বাল্য বিয়ে প্রতিরোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, উন্মুক্ত জলাশয়ে মৎস্য আহরণে সৃষ্ট সংকট নিরসনে নজরদারি, স্বোতিজাল বন্ধ রাখা, নারী শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ইভটিজারদের নিয়ন্ত্রণ, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের এন্ড্রয়েড ফোন ব্যবহার, পৌর সদরের ময়লা সমস্যার সমাধান, বড়াল নদীকে ময়লার ভাগার থেকে রক্ষা, ট্রেনের টিকিট কালো বাজারী বন্ধ করণ, রেজিষ্ট্রেশন বিহীন মোটর সাইকেল নিয়ন্ত্রণ, সারের অতিরিক্ত মূল্য নিয়ন্ত্রণ, গ্রামপর্যায়ে অতিরিক্ত বিদ্যুৎ বিভ্রাট নিরসনের বিষয় গুলো গুরুত্বের সাথে উঠে আসে।

    সভায় চাটমোহর উপজেলার বিভিন্ন বিভিন্ন ইউপি চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃতৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিগণ সহ উভয় কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

    সংবাদদাতা
    চাটমোহর (পাবনা) প্রতিনিধি।

  • সুজানগরে পুলিশ সদস্য হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার-৫

    সুজানগরে পুলিশ সদস্য হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার-৫

    এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগরে জাহাঙ্গীর আলম (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি আশরাফ আলী সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার হত্যাকান্ড সংঘঠিত হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মামলার পাঁচ আসামিকে গ্রেফতার করে। এদিকে এ ঘটনায় নিহত অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য জাহাঙ্গীর আলমের ছেলে জুবায়ের তাঁর পিতা হত্যায় জড়িত থাকার অভিযোগ এনে ২৪ জনকে আসামি করে মঙ্গলবার সকালে সুজানগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত অন্যরা হলেন উপজেলার তাঁতীবন্দ ইউনিয়নের জিয়ালগাড়ী ভবানীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে আকরাম হোসেন, খলিলুর রহমানের ছেলে আনোয়ার হোসেন, মো.আরশেদ আলীর ছেলে নাজমুল হোসেন ও সাঁথিয়া থানার ভৈরবপুর গ্রামের মোকারম হোসেনের ছেলে মনিরুল ইসলাম। সুজানগর থানার ওসি আব্দুল হাননান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। মামলার অপর আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের পুলিশ রিমান্ডের আবেদনসহ মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য পূর্ব বিরোধের জের ধরে উপজেলার তাঁতীবন্দ ইউনিয়নের জিয়ালগাড়ী ভবানীপুর গ্রামে সোমবার দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় টেঁটাবিদ্ধ হয়ে জাহাঙ্গীর আলম নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত ও উভয়পক্ষে অন্তত ১০জন আহত হন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • নওগাঁর আত্রাইয়ে  মোবাইল ব্যাংকিং নগদ এর মাধ্যমে ভাতার অর্থ পরিশোধ“ সম্ভাবনা” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

    নওগাঁর আত্রাইয়ে মোবাইল ব্যাংকিং নগদ এর মাধ্যমে ভাতার অর্থ পরিশোধ“ সম্ভাবনা” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

    রওশন আরা শিলা,নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর আত্রাইয়ে মোবাইল ব্যাংকিং নগদ এর মাধ্যমে সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক পরিশোধ সকল ভাতার অর্থ পরিশোধ“ সম্ভাবনা” সমস্যা প্রতিকার বিষয়কক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক নুর মোহম্মাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক। সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, আত্রাই উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক কামাল উদ্দিন টগর, উপজেলা মহিলা বিষয়ক কমকর্তা নওজেশ আরা, পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান খবিরুল ইসলাম, আহসানগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ মন্জুরুল আলম মঞ্জু, ভোঁপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ নাজিমুদ্দিন মন্ডল, মনিয়ারী ইউপি চেয়ারম্যান মোঃ সম্রাট হোসেনসহ সকল ইউপি চেয়ারম্যান,বিভিন্ন ব্যাংক কর্মকর্তা বৃন্দ ।#

    রওশন আরা পারভীন শিলা
    নওগাঁ জেলা প্রতিনিধি।

  • পাইকগাছায় হতদরিদ্র দলিত সম্প্রদায়ের মেধাবি শিক্ষার্থীর দায়িত্ব নিলেন এমপি বাবু

    পাইকগাছায় হতদরিদ্র দলিত সম্প্রদায়ের মেধাবি শিক্ষার্থীর দায়িত্ব নিলেন এমপি বাবু

    ইমদাদুল হক,পাইকগাছা(খুলনা)।।
    খুলনার পাইকগাছায় দলতি সম্প্রদায়ের মেধাবি ছেলে কৃষ্ণ রায়ের বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন পুরণ করলেন খুলনা-৬ সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু। কৃষ্ণ পাইকগাছা উপজেলার কাঠিপাড়া গ্রামের হতদরিদ্র শ্রীপদ রায়ের ছেলে। প্রতিবন্ধী মায়ের একমাত্র সন্তান কৃষ্ণের খুব ইচ্ছা বিশ্ববিদ্যালয়ে লেখা শেষে বড় কোন অফিসার হওয়ার। কিন্তু সাধ আছে সাধ্য নেই। তার পরও রাজশাহী বিশ্ববিদ্যালয়,খুলনা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও কুয়েটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। অবশেষে সে খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েটে) ভর্তির সিদ্ধান্ত নিয়েছে বলে সে জানায়। একারণে সে সাহায্যের জন্য দ্বারস্থ হয় খুলনা-৬ সংসদ সদস্যের। মঙ্গলবার সকালে এমপি বাবু কৃষ্ণকে ভর্তির জন্য নগদ ১৫ হাজার টাকা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু,লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস,সাবেক ছাত্রনেতা শেখ ফরহাদুজ্জামান তুষার,যুবনেতা এমএম আজিজুল হাকিম।এব্যাপারে কৃষ্ণ জানায়, মাননীয় এমপি মহোদয়ের আর্থিক সহায়তা পেয়ে গর্বিত। সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বলেন, অর্থ অভাবে কোন মেধাবি শিক্ষার্থীর শিক্ষা জীবন নষ্ট হতে দিতে পারিনা। এজন্য আমার দিক দিয়ে যতটুক সম্ভব সেটুকু করার চেষ্টা করব।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • পাইকগাছায় নিসচা’র উদ্যোগে আইডি কার্ড প্রদান ও দুস্থ মহিলাদের মাঝে শাড়ী বিতরণ

    পাইকগাছায় নিসচা’র উদ্যোগে আইডি কার্ড প্রদান ও দুস্থ মহিলাদের মাঝে শাড়ী বিতরণ

    ইমদাদুল হক,পাইকগাছা,(খুলনা)।।
    নিরাপদ সড়ক চাই (নিসচা) পাইকগাছা উপজেলা শাখার উদ্যোগে সড়ক দুর্ঘটনা রোধ, যানজট নিরসন, নিসচা সদস্যদের আইডি কার্ড প্রদান ও দুস্থ মহিলাদের মাঝে শাড়ী বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে উপজেলার কপিলমুনি বাজার ধান্য চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
    নিসচা উপজেলা শাখার সভাপতি এইচএম শাফিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নিসচা’র প্রধান উপদেষ্টা ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।
    বিশেষ অতিথি ছিলেন, নিসচা উপদেষ্টা ও থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, ফাঁড়ি ইনচার্জ ইমদাদুল হক, অধ্যক্ষ কবির আহমেদ, উপাধ্যক্ষ ত্রিদিব কান্তি মন্ডল, উপজেলা বন কর্মকর্তা প্রেমানন্দ রায়।
    সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু’র স ায়নায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগনেতা নির্মল কান্তি মজুমদার, সাংবাদিক ও মানবাধিকার কর্মী পারভেজ মোহাম্মদ, নিসচা’র সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, ইউপি সদস্য স্মীতা মন্ডল, আলহাজ¦ রফিকুল ইসলাম, মুজিবর রহমান ও দয়াল। অনুষ্ঠানে নিসচা’র উপদেষ্টা সহ সকল সদস্যদের আইডি কার্ড এবং এলাকার দুস্থ নারীদের মাঝে শাড়ী বিতরণ করা হয়।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • পাইকগাছায় সমিল মালিককে জরিমানা

    পাইকগাছায় সমিল মালিককে জরিমানা

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।। পাইকগাছায় লাইসেন্স না থাকায় করাত কল (সমিল) মালিককে জরিমানা করা হয়েছে।
    নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম সোমবার বিকালে উপজেলার আগড়ঘাটা বাজার সংলগ্ন হানিফ গাজীর করাতকলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় লাইসেন্স না থাকায় সমিল মালিক হানিফ গাজীকে ৩ হাজার টাকা জরিমানা করেন।
    এ সময় উপজেলা বন কর্মকর্তা প্রেমানন্দ রায় উপস্থিত ছিলেন।

  • পাইকগাছায় জন্মাষ্টমী উৎসব উপলক্ষে  নৌকা বাইচ অনুষ্ঠিত

    পাইকগাছায় জন্মাষ্টমী উৎসব উপলক্ষে নৌকা বাইচ অনুষ্ঠিত

    ইমদাদুল হক,পাইকগাছা(খুলনা)।।
    পাইকগাছায় মহাবতার শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উৎসব উপলক্ষে নুনিয়াপাড়ায় নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে নুনিয়াপাড়া পুজা উদযাপন পরিষদের আয়োজনে ৪ দিনব্যাপি উৎসবের শেষ দিনে খালিয়া খালে এ প্রতিযোগিয়া হয়।
    নৌকা বাইচ শেষে উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ী লাল,সবুজ ও হলুদ দলের হাতে ফ্রিজ,মনিটার পুরস্কার তুলেদেন।আয়োজক কমিটির সভাপতি রামপ্রসাদ বাছাড়ের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক পবিত্র কুমার মন্ডলের পরিচালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন (পাইকগাছা-কয়রার) ডি সার্কেল মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সোনাদানা ইউপি চেয়ারম্যান আঃ মান্নান গাজী,এসআই মোশারেফ হোসেন,হাফিজ।
    উল্লেখ্য শ্রীকৃষ্ণের জন্ম তিথি জন্মাষ্টমী উৎসব উপলক্ষে বিগত ২৬ বছর ধরে পুজাপার্বন,নামযজ্ঞ, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়ে আসছে।

  • ঝিনাইদহে জ্বলানি তেলেরসহ সকল পন্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে  বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

    ঝিনাইদহে জ্বলানি তেলেরসহ সকল পন্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    জ্বলানি তেল, পরিবহন খাতে ভাড়া ও সকল পন্যের মূল্যবৃদ্ধিসহ ভোলায় পুলিশের গুলিতে নিহতের ঘটনায় ঝিনাইদহে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে শহরের মর্ডান মোড় থেকে পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেসক্লাবের সামনে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. এম এ মজিদ, সাধারন সম্পাদক জাহিদুজ্জামান মনা, এড মুন্সি কামাল আজাদ পান্নু, সাজেদুর রহমান পাপপু, আনোয়ারুল ইসলাম বাদশা, আব্দুল মজিদ বিশ^াস, পৌর বিএনপি’র সাধারন সম্পাদক মাহবুবুর রহমান শেখর, এনামুল কবীর মুকুলসহ অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশে জেলা বিএনপির সভাপতি এ্যড এম এ মজিদ বলেন, ভারতের এই সেবাদাশ সরকার দেশ পরিচালনায় ব্যার্থ। সরকারের মন্ত্রী এমপিরা আউলায়ে গেছে। তাদের লাগামহীন ও দেশ বিরোধী কথায় প্রমান করে দেশের স্বাধীনতা ও সর্বভৌমত্ব ভারতের কাছে ইজারা দিয়েছে। তিনি বলেন, রক্ত দিয়ে দেশ স্বাধীন হয়েছে ভারতের তাবেদারী করার জন্য নয়। মজিদ বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করে হাসিনা সরকার দেশকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিচ্ছে।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।

  • ঝিনাইদহে ৩২টি গাঁজার গাছসহ ১ জনকে গ্রেফতার করেছেন র‍্যাব- ৬

    ঝিনাইদহে ৩২টি গাঁজার গাছসহ ১ জনকে গ্রেফতার করেছেন র‍্যাব- ৬

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে ৩২টি গাঁজার গাছ সহ কালু শেখকে গ্রেফতার করেছেন র‍্যাব- ৬। সোমবার গভীর রাতে উপজেলার তালসার গ্রামের মাঠ থেকে এ গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে।কালু শেখ ওই গ্রামের ভদু মন্ডলের জামাই। সে কোটচাঁদপুর পৌর শহরের আর্দশপাড়ার মৃত দাউদ শেখের ছেলে। কালু তালসার গ্রামের মনিরুল ইসলামের জমি লিজ নিয়ে কলার চাষ করার নাম করে গোপনে গাঁজা চাষ করে আসছিল।র‍্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মেজর মোঃ আহসান জানান, গোপন সংবাদেন ভিত্তিতে তারা জানতে পারেন কোটচাঁদপুরের তালসার গ্রামের পূর্ব পাড়া মাঠে মনিরুল ইসলামের জমিতে গাঁজা চাষ করছে। এ সংবাদে সোমবার রাতে অভিযান পরিচারনা করা হয়। এ সময় ওই জমি থেকে ৩২ টি গাঁজার গাছ সহ কালু শেখ কে গ্রেফতার করে র‍্যাব। এ ব্যাপারে কোটচাঁদপুর থানার উপপরিদর্শক হারুন অর রশিদ জানান, গাঁজা গাছসহ একজনকে থানায় দিয়ে গেছে র‍্যাব। গ্রেফতারকৃত ব্যক্তির নাম কালু শেখ। এ ঘটনায় কোটচাঁদপুর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।