Category: দেশজুড়ে

  • হাজার বছর খুঁজলেও বঙ্গবন্ধু’র মত নেতাকে খুজে পাওয়া সম্ভব না-এমপি বাবু

    হাজার বছর খুঁজলেও বঙ্গবন্ধু’র মত নেতাকে খুজে পাওয়া সম্ভব না-এমপি বাবু

    ইমদাদুল হক,পাইকগাছা(খুলনা)।। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যার জন্ম না হলে আমরা পেতাম না স্বাধীন ভূখন্ড। লাল সবুজের পতাকা। তাঁর রক্তের ঋণ কোন কিছুর বিনিময়ে শোধ করা যাবে না।এমন নেতাকে হারিয়ে জাতি শোকাহত। হাজার বছর খুঁজলেও সেই নেতাকে খুজে পাওয়া সম্ভব না। সেই নেতার সকল কর্ম আর ইতিহাস বাঙ্গালীদের অন্তরে লালন করতে হবে। বুধবার(২৪আগস্ট’২২) বিকালে পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা যুবমহিলা লীগের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এমপি আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু এসব কথা বলেন। এমপি বাবু আরো বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা করে বাংলাদেশকে পিছিয়ে দেয়ার চেষ্টা করা হয়েছিল। জাতির জনকের স্বপ্ন যাতে বাস্তবায়িত না হয় সেটাই ছিল তাদের মূল উদ্দেশ্যে। তাদের সেই চিন্তা-চেতনাকে ভেঙ্গে দিয়ে বঙ্গবন্ধুর সেই স্বপ্নকে বাস্তবে রুপদান করে চলেছেন তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।যে উদ্দেশ্যে নিয়ে বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছেন সেই উদ্দেশ্যে বাস্তবায়ন করা সকলের নৈতিক দায়িত্ব। উপজেলা যুবমহিলা লীগের সাধারন সম্পাদক ফাতিমা তুজ জোহরা (রুপা)’র সভাপতিত্বে অনুষ্টিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু,ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক কাজল কান্তি বিশ্বাস,খুলনা জেলা যুবমহিলা লীগের যুগ্ম-আহবায়ক সুমাইয়া ইয়াসমিন লতা,উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দীন ফিরোজ বুলু,আরকেবিকে হরিশ্চন্দ্র কলেজিয়েটের প্রভাষক নিবেদিতা মন্ডল,পৌরসভা মহিলা আ’লীগের সভাপতি শেখ জুলি, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু,উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক সদস্য এম এম আজিজুল হাকিম,মোঃআকরামুল ইসলাম,গৌতম রায়,প্রভাষক বাবলুর রহমান সহ ছাত্রলীগের রায়হান পারভেজ রনি,মাহবুবুর রহমান নয়ন,এমরানুল কবির নাসিম সহ উপজেলা ও পৌরসভা যুবমহিলা লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • নড়াইলে মোটর সাইকেল কিনে না দেয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

    নড়াইলে মোটর সাইকেল কিনে না দেয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলে মোটর সাইকেল কিনে না দেয়ায় অভিমান ও ক্ষোভে নড়াইল শহরের মহিষখোলা এলাকায় ইলাফি আহমেদ শুদ্ধ (১৬) নামে একজন এসএসসি পরীক্ষার্থী কীটনাশক পানে আত্মহত্যা করেছে। শুদ্ধ এবছর নড়াইল সরকারী বালক উচ্চ বিদ্যালয় হতে বাণিজ্য শাখা হতে এসএসসি পরীক্ষা দেয়ার কথা ছিলো। স্থানীয়রা জানান, নড়াইল পৌরসভার মহিষখোলা সিটি কলেজের পূর্বপাশের বাসিন্দা বালু ব্যবসায়ী ফারুক আহম্মেদের ছেলে শুদ্ধ বেশ কিছুদিন ধরে তার বাবা মায়ের কাছে মোটর সাইকেল কিনে দেয়ার বায়না করে আসছিলো। কিন্তু বাবা মা মোটর সাইকেল কিনে না দেয়ায় মনের কষ্টে গত ২৩ আগষ্ট দুপুরে কীটনাশক (বন মারা ওষুধ) পান করে। স্থানীয়রা তাকে প্রথমে নড়াইল সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেন। অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ৯টার দিকে মারা যায়।
    নড়াইল পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলল কাজী জহিরুল ইসলাম বলেন, শুদ্ধ’র মৃত্যুর ঘটনা খুবই দু:খজনক। অল্প বয়স হওয়ায় দুর্ঘটনার ভয়ে তার বাবা মা মোটর সাইকেল কিনে দেয়নি। কিন্তু অনাকাঙ্খিত ঘটনায় তার বিদায়ে পরিবারের সদস্যরা মানসিকভাবে ভীষণ ভেঙ্গে পড়েছে। বুধবার (২৪) রাত পৌনে ৯টার দিকে মহিষখোলা বালুর মাঠে জানাযা শেষে নড়াইল পৌর কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

  • নড়াইলে মোটরসাইকেল ও এ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ এসএসসি পরীক্ষার্থী নিহত

    নড়াইলে মোটরসাইকেল ও এ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ এসএসসি পরীক্ষার্থী নিহত

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    এ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক এসএসসি পরিক্ষর্থী নিহত হয়েছেন। নড়াইলের লোহাগড়ায়
    বুধবার (২৪ আগস্ট) সকালে লোহাগড়া উপজেলার মধুমতি আর্মি ক্যাম্পের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত তামিম মোল্যা হৃদয় (১৬) উপজেলার চর বকজুরি গ্রামের রহমান মোল্যার ছেলে এবং স্থানীয় এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয় থেকে মানবিক বিভাগের এসএসসি ২০২২ ছাত্র ছিলেন।
    নিহত তামিমের বন্ধু বলেন, প্রাইভেট পড়ে তিনবন্ধু ফেরার পথে মোটর সাইকেলের তেল শেষ হয়ে যায়। তেল আনতে লোহাগড়া চৌরাস্তায় যাওয়ার সময় কালনা থেকে লোহাগড়া যেতে মেইন রাস্তায় মধুমতি অর্মি ক্যাম্পের সামনে একটি ভ্যানকে পার করার সময় অপরদিক হতে দ্রুত গতিতে আসা এ্যাম্বুলেন্স দেখে তামিম মোটরসাইকেলে কড়া ব্রেক করে,এরপর মোটরসাইকেলের পেছনের চাকা ঘুরে তামিম সহ আমরা তিন বন্ধু ছিটকে পড়ি। আমাদের দুইজন সামন্য আঘাত প্রাপ্ত হলেও তামিম রাস্তার মাঝে পড়ে থাকে। পরে আমরা উঠে তামিমকে লোহাগড়া হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক বলেন,অবস্থা খারাপ তাড়াতাড়ি যশোর মেডিকেলে নিয়ে যান, এরপর যশোর যাওয়ার পথে তামিম মারা যায়।
    এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপংকর সাহা বলেন, আমরা মর্মাহত এভাবে তরতাজা একটা প্রান চোখের সামনে ঝরে গেল অকালে।
    এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
    তামিম এর এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • নড়াইলের কালনা সেতু প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দিনক্ষণ ঘোষণার অপেক্ষায় দক্ষিণ পশ্চিমাঞ্চলবাসী

    নড়াইলের কালনা সেতু প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দিনক্ষণ ঘোষণার অপেক্ষায় দক্ষিণ পশ্চিমাঞ্চলবাসী

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দিনক্ষণ ঘোষণার অপেক্ষায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলবাসী
    ৩০ আগস্টের মধ্যে যানবাহন চলাচলের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত করা হচ্ছে সেতুটি নড়াইলের
    কালনা সেতু চালু হলে ভারতের সঙ্গে ঢাকার সরাসারি সড়ক যোগাযোগ চালু হবে ঢাকার সঙ্গে দুরত্ব কমবে ১০০ থেকে ২০০ কিলোমিটার
    দীর্ঘ দিন পর আরেকটি অপেক্ষার অবসান হচ্ছে। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়, জানান, স্বপ্নের ‘পদ্মা সেতু’র পর ‘কালনা সেতু’র দ্বারও উন্মোচন হতে যাচ্ছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলবাসীর আরেকটি স্বপ্নপূরণ হচ্ছে। এখন উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম ছয় লেনের কালনা সেতু। সেতুর মূল কাজ শেষ হওয়ার পর এখন ছোটখাটো কিছু কাজ চলছে। লাইটিংসহ চলছে দৃষ্টিনন্দন কাজ। আগামি ৩০ আগস্টের মধ্যে যানবাহন চলাচলের জন্য সেতু সম্পূর্ণরূপে প্রস্তুত করা হচ্ছে। তবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তারিখ ঘোষণা হলেই চূড়ান্ত হবে উদ্বোধনের দিনক্ষণ। সেই অপেক্ষায় আছেন সেতু কর্তৃপক্ষসহ গোপালগঞ্জ, ফরিদপুর, নড়াইল, যশোর, বেনাপোল, সাতক্ষীরাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলার কোটি কোটি মানুষ। মুখিয়ে আছেন যাত্রীবাহী বাসসহ অন্যান্য যানবাহন সংশ্লিষ্টরা। সড়ক ও জনপথ অধিদপ্তরের ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইম্প্রুভমেন্ট প্রজেক্টের আওতায় জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে কালনা সেতু নির্মিত হয়েছে।

    এদিকে কালনা সেতু চালু না হওয়ায় নড়াইল, যশোর, বেনাপোল, নোয়াপাড়া শিল্পনগর, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরসহ আশেপাশের কয়েকটি জেলার লোকজন পদ্মা সেতুর সরাসরি সুফলও পাচ্ছেন না। কারণ, কালনাঘাটে এসে ফেরি পারাপারের বিড়ম্বনায় পড়তে হচ্ছে সব ধরণের যানবাহনকে। তাই এ অঞ্চলের সবাই তাকিয়ে আছেন কালনা সেতু উদ্বোধনের অপেক্ষায়।

    সেতু কর্তৃপক্ষসহ স্থানীয়রা জানান, এপারে নড়াইলের কালনাঘাট। ওপারে গোপালগঞ্জের শংকরপাশা। মাঝ দিয়ে প্রবাহিত মধুমতি নদী। এ নদীর ওপরই নির্মিত হয়েছে দেশের প্রথম ছয় লেনের কালনা সেতু। প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মতি পেলে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে যানবাহন চালাচলের জন্য উন্মুক্ত হবে কালনা সেতু।

    কালনা সেতুর প্রকল্প ব্যবস্থাপক এবং সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) নড়াইলের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান বলেন, কালনা দেশের প্রথম ছয় লেনের সেতু। নেলসন লোস আর্চ টাইপের (ধনুকের মতো বাঁকা) সেতু এটি। সেতুটির দৈর্ঘ্য ৬৯০ মিটার এবং প্রস্থ ২৭ দশমিক ১ মিটার। উভয় পাশে ছয় লেনের সংযোগ সড়ক প্রায় সাড়ে ৪ কিলোমিটার। সেতু নির্মাণে মোট ব্যয় প্রায় ৯৬০ কোটি টাকা। এশিয়ান হাইওয়ের ওপর অবস্থিত এটি। সড়ক যোগাযোগের ক্ষেত্রে সিলেটের তামাবিল হয়ে ঢাকা, ভাঙ্গা, নড়াইল, যশোর, বেনাপোল, কোলকাতা পর্যন্ত সরাসরি ভূমিকা রাখবে। তবে এতোদিন কালনা পয়েন্টে মধুমতি নদী ধারা বিছিন্ন ছিল। সেতু নির্মাণের ফলে সেই বিছিন্নতা আর রইল না। কালনা সেতু চালু হলে শুধু জাতীয় ক্ষেত্রেই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রে ভূমিকা রাখবে। ভারত, কোলকাতা, আসামসহ দেশের মধ্যে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর, বেনাপোল ও নোয়াপাড়া নদীবন্দরের মধ্যে যোগাযোগের মাইলফলক রচিত হবে। নড়াইলের লোহাগড়ায় ইপিজেড (রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) চালুসহ ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে।

    কালনাঘাটে স্থাপিত নামফলক থেকে জানা যায়, ২০১৫ সালের ২৪ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘কালনা সেতু’র ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কালনাঘাট থেকে ঢাকার দুরত্ব মাত্র ১০৮ কিলোমিটার। ফলে ঢাকার সঙ্গে নড়াইল, বেনাপোল, যশোর, খুলনাসহ আশেপাশের সড়ক যোগাযোগ কোথাও ১০০ কিলোমিটার, কোথাও আবার ২০০ কিলোমিটার কমে যাবে। তবে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ‘এক্সপ্রেস ওয়ে’ নির্মাণ করা হলেও ভাঙ্গা থেকে বেনাপোল পর্যন্ত এ ধরণের সড়ক নির্মিত হয়নি। ফলে ‘এক্সপ্রেস ওয়ে’র সুফল পাচ্ছে না দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বড় একটি অংশ। ভাঙ্গা থেকে নড়াইল-যশোর-বেনাপোল পর্যন্ত বর্তমানে দুই লেন সড়ক চালু আছে। এই অংশে ‘এক্সপ্রেস ওয়ে’ সড়ক নির্মাণের বিষয়টি প্রকল্পাধীন বলে জানিয়েছেন কালনা সেতুর প্রকল্প ব্যবস্থাপক আশরাফুজ্জামান। তিনি বলেন, কালনা সেতু চালু হলে যানবাহনের চাপ বেড়ে যাবে। তাই আপাতত যশোরের মনিহার সিনেমা হল চত্বর থেকে নড়াইলের কালনাঘাট পর্যন্ত ৫২ কিলোমিটার সড়ক প্রশস্ত করার উদ্যোগ নেয়া হয়েছে। বর্তমানে সড়কটি ১৮ফুট প্রশস্ত থাকলেও তা বাড়িয়ে ২৪ ফুট করা হবে। দরপত্রের কাজ শেষ পর্যায়ে রয়েছে। দরপত্র অনুমোদন হলে দুই সপ্তাহের মধ্যে ওয়ার্কঅডার দিব। নড়াইল অংশে প্রায় ৪৭ কোটি এবং যশোর অংশে ৩২ কোটি টাকা ব্যয়ে সড়ক প্রশস্তকরণ করা হবে। এক বছরের মধ্যে কাজ শেষ করা হবে। এ লক্ষ্যে সড়কের দুই পাশে গাছকাটার কাজ শুরু হয়েছে।
    বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী লোহাগড়ার সন্তান অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ বলেন, পদ্মা সেতুর সঙ্গে কালনা সেতুর অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। এ দু’টি সেতু (পদ্মা ও কালনা) রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগের ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। ফেরিঘাটের অপেক্ষা আর যন্ত্রণা সহ্য করতে হবে না। যাত্রীসাধারণের পাশাপাশি কৃষিপণ্য বেচাকেনার ক্ষেত্রেও সহজ হবে। পাশাপাশি পদ্মা ও কালনাঘাট এলাকায় শিল্প-কলকারখানা গড়ে উঠবে। ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে।

    বাসসহ অন্যান্য যানবাহন চালকেরা জানান, ফেরিঘাট মানেই ভোগান্তি। তাদের আশা কালনা সেতু চালু হলে সেই কষ্ট আর থাকবে না।
    ‘নড়াইল জেলার অতীত ও বর্তমান’ গ্রন্থের লেখক সিনিয়র সাংবাদিক আকরামুজ্জামান মিলু বলেন, কালনা সেতুর জন্য নড়াইল, লোহাগড়া, গোপালগঞ্জের কাশিয়ানী, যশোর ও বেনাপোলের সড়ক যোগাযোগ, কৃষিপণ্য, শিল্পকলকারখানার ব্যাপক গুরুত্ব বেড়ে গেছে। অনেক উদ্যোক্তা এখনই কালনাঘাট এলাকায় শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার চিন্তা-ভাবনা শুরু করেছেন। এ লক্ষ্যে অনেকে জমিও কিনেছেন।
    লোহাগড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সিকদার আব্দুল হান্নান রুনু বলেন, সরকারের উন্নয়ন ধারাবাহিকতার বড় সাফল্য পদ্মা সেতু। সেই সঙ্গে কালনা সেতুও। সড়ক পথে যোগাযোগের ক্ষেত্রে এ অঞ্চলের মানুষের নদ-নদীর আর কোনো প্রতিবন্ধকতা রইল না। ফলে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখবে কালনা সেতু। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। কালনা সেতু উদ্বোধনের ক্ষণগণনার অপেক্ষায় আছি আমরা।

    যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটির যুগ্মসাধারণ সম্পাদক সেলিম রেজা মিঠু বলেন, কালনা সেতু চালু হলে যশোর, বেনাপোল, সাতক্ষীরা, মেহেরপুর, মাগুরাসহ পাশের জেলাগুলোর সড়ক যোগাযোগ ব্যবস্থা বদলে যাবে। খুব সহজেই রাজধানী ঢাকার সঙ্গে যাতায়াত করা যাবে। আমরা কালনা সেতু উদ্বোধনের অপেক্ষায় আছি।

  • নড়াইলের প্রথম নারী এসপি সাদিরা খাতুন

    নড়াইলের প্রথম নারী এসপি সাদিরা খাতুন

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    দায়িত্ব গ্রহণ করেছেন নড়াইল জেলায় প্রথম নারী পুলিশ সুপার (এসপি) হিসেবে
    সাদিরা খাতুন। বুধবার (২৪ আগস্ট) বিকালে আনুষ্ঠানিকভাবে বিদায়ী পুলিশ
    সুপার প্রবীর কুমার রায় (অতিরিক্ত ডিআইজি) নবাগত পুলিশ সুপারের কাছে
    দায়িত্ব হস্তান্তর করেন।
    সাদিরা খাতুন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদর দপ্তরে পুলিশ সুপার
    (ইন্টেলিজেন্স) হিসেবে কর্মরত ছিলেন।
    গত ৩ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয়
    কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সাদিরা খাতুনকে নড়াইলের পুলিশ সুপার
    হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
    সাদিরা খাতুন ১৯৮০ সালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ
    করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অনুষদ থেকে স্নাতক
    (সম্মান) ও ফিশারিজ বায়োলজি এবং জেনেটিকস বিভাগ থেকে স্নাতকোত্তর পাস
    করেন। ২৫তম বিসিএসে (পুলিশ) সম্মিলিত মেধা তালিকায় তৃতীয় স্থান অর্জন
    করেন। ২০০৭ সালে সারদা পুলিশ একাডেমির প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে
    নাটোরে সহকারী পুলিশ সুপার হিসেবে চাকরি জীবন শুরু করেন।
    নড়াইল জেলায় প্রথম নারী পুলিশ সুপার সাদিরা খাতুনের প্রতি নড়াইলবাসীর আশা
    আকাংখা অনেক।

  • র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জের সলঙ্গায় ৯০০(নয়শত) গ্রাম হেরোইনসহ ০১ জন শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

    র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জের সলঙ্গায় ৯০০(নয়শত) গ্রাম হেরোইনসহ ০১ জন শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

    প্রেস বিজ্ঞপ্তি।।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    এর ধারাবাহিকতায় ২৩/০৮/২০২২ ইং তারিখ বিকেল ১৫:১০ ঘটিকার গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন রামারচর সাকিনস্থ নেছারিয়া হোটেল এ্যান্ড রেস্টুরেন্ট এর সামনে পাঁকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৯০০(নয়শত) গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়াও তাহার নিকট হইতে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০২ টি মোবাইল ও নগদ ৪,৫৪৪/- (চার হাজার পাঁচশত চুয়াল্লিশ) টাকা জব্দ করা হয়।

    গ্রেফতারকৃত আসামীঃ মোঃ রফিকুল ইসলাম (৪৩), পিতা-মৃত সৈয়দ আলী, সাং- আমনুরা লক্ষীপুর, থানা- নাচোল, জেলা- চাঁপাইনবাবগঞ্জ ।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

    গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

    স্বাক্ষরিত

    মোঃ মোস্তাফিজুর রহমান

    সহকারী পুলিশ সুপার

    মিডিয়া অফিসার

    র‌্যাব-১২

    মোবা-০১৭৭৭-৭১১২০৩

  • পীরগঞ্জে চুরি করতে এসে মোটরসাইকেল রেখে পালালো চোর

    পীরগঞ্জে চুরি করতে এসে মোটরসাইকেল রেখে পালালো চোর

    আবু জাহেদ, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বাড়িতে চুরি করতে এসে মোটরসাইকেল রেখে চোর পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল দিবাগত রাতে উপজেলার পৌর শহরের গোয়াগাঁও এলাকায় বিশিষ্ট্য ব্যাবসায়ী নাসির উদ্দীনের বাড়িতে এ ঘটনাটি ঘটে।
    ব্যাবসায়ী নাসির উদ্দীন জানান তিনি দীর্ঘ দিন ধরে উপজেলা শহরে এলপিজি গ্যাস সিলিন্ডারের ব্যাবসা করেন। তিনার মাধ্যমে উপজেলার পৌর শহরসহ ১০ টি ইউনিয়নের মধ্যে গ্যাস সিলিন্ডার সরবাহ করতেন । তিনার ধারনা চোর তার বাড়ি সংগ্লন সিলিন্ডারের গোডাউন থেকে এলপিজি গ্যাস সিলিন্ডার চুরির করার উদেশ্যে এসেছিলেন।
    রাতে হঠাৎ করে গাড়ীর শব্দ হলে ব্যাবসায়ী নাসির উদ্দীন ঘর থেকে বাহিরে বের হলে চোর মোটরসাইকেল রেখে চোর দৌড়িয়ে পালিয়ে যায়। তবে ব্যাবসায়ী নাসির চোরকে চিনতে পারেন নি। এর আগেও তার বাসা থেকে চুরির ঘটনা ঘটেছিল।
    পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান এ বিষয়ে কোন মামলা হয়নি। ঘটনা স্থল থেকে পুলিশ মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।

    আবু জাহেদ
    পীরগঞ্জ, ঠাকুরগাঁও

  • পীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন

    পীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন

    আবু জাহেদ, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের ব্লাক বেঙ্গল ছাগল ও ভেড়া পালন বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এবং স্থানীয় সরকার বিভাগ ও জাপন ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা)’র সহযোগীতায় উপজেলা প্রাণিসম্পদ বিভাগের প্রশিক্ষন কক্ষে আনুষ্টানিক ভাবে ২ দিন ব্যাপি প্রশিক্ষনের উদ্বোধন করা হয়।
    প্রশিক্ষনে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ.সভাপতি আলহাজ্ব আখতারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সুকুমার রায়, জাইকার প্রতিনিধি জসিম উদ্দিন, কোর্স সমন্বয়কারী উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ডা. সোহেল রানা ও উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির প্রমুখ।
    উদ্বোধন শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে ব্লাক বেঙ্গল গোট ও ভেড়া পালন বিষয়ে দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ন শেষন পরিচালনা করেন, জেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা.মো. আবুল কালাম আজাদ, ভেটেরিনারী সার্জন ডা.মো. সোহেল রানা, উপসহকারী প্রানিসম্পদ কর্মকর্তা আহসান হাবীব সহ অন্যান্য প্রশিক্ষক গণ।

  • ইসলামাবাদে ছাত্রী ধর্ষণ চৌফলদন্ডী হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ – ধামাচাপা দেওয়ার চেষ্টা

    ইসলামাবাদে ছাত্রী ধর্ষণ চৌফলদন্ডী হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ – ধামাচাপা দেওয়ার চেষ্টা

    মোঃ কাউছার ঊদ্দীন শরীফ, ঈদগাঁওঃ

    কক্সবাজার সদরের চৌফলদন্ডী হাই স্কুলের শিক্ষক মিটন কান্তি দের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে।ধর্ষিতা ছাত্রীর বাবা প্রদ্বীপ কান্তি দে বাদী হয়ে ঈদগাঁও থানায় এজাহার দায়ের করেন।
    বুধবার (২৪ আগষ্ট) মামলা রেকর্ড করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানা অফিসার ইনচার্জ।

    এজাহারে জানা যায়, চৌফলদণ্ডী হাই স্কুলের সহকারী শিক্ষক মিটন কান্তি দে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের হিন্দু পাড়া এলাকার সমির কান্তি দের ছেলে। সে দীর্ঘদিন ধরে নিজ বাড়ীতে বিভিন্ন ছাত্র ছাত্রীদের সন্ধ্যা থেকে রাত ১১ টা পর্যন্ত প্রাইভেট পড়াত। অন্যান্যদের সাথে পড়ত একই এলাকার প্রদীপ কান্তি দের এসএসসি পরীক্ষার্থী মেয়ে ( চদ্ম নাম)সপ্না। ছাত্রী সপ্নাকে সে বিভিন্ন সময় কারাপ প্রস্তাব দিয়ে আসছে। ১৬/০৭/২২ইং তার অন্যান্য ছাত্র ছাত্রীদের কৌশলে বিদায় করে সপ্নাকে প্রেমের প্রস্তাব দেয়। রাজী না হলে এক পর্যায়ে জোর পূর্বক ধর্ষণ করে লম্পট এ শিক্ষক। এ ঘটনায় ছাত্রী আত্মহত্যার চেষ্টা করে একধিক বার। একটি চক্র এ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য আপোষ মিমাংসার কথা বলে কাল ক্ষেপন করে। পরে ছাত্রীর পিতা বাদী হয়ে ঈদগাঁও থানায় এজাহার দায়ের করেন। এ ব্যপারে বাদী প্রদ্বীপ কান্তি দে এজাহার দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, একটি চক্র আপোষ মিমাংসার চেষ্টা করে স্টাম্প নিয়ে ছিল। সে ঘটনার সত্যতা স্বীকার করে এবং পরে পালিয়ে যায়।
    এ ব্যাপারে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিমের সাথে কথা হলে জানান এ শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলা রেকর্ড করা হয়েছে।
    এ ব্যাপারে অভিযোগ উঠা শিক্ষক মিটন কান্তি দে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আপোষ মিমাংসার কথা চলছে। আপোষ হয়ে গেলে মামলা প্রত্যাহার করে নেয়া হবে।
    অন্যদিকে একটি চক্র এই ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা এবং সাংবাদিকদের কথা বলে লম্পট শিক্ষকের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ ও প্রচার হয়েছে।এলাকাবাসী এই লম্পট শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

  • রামপালে ফারুক হত্যা মামলায় নেই কোন অগ্রগতি ,  আসামীদের মামলা তুলে নিতে হুমকি

    রামপালে ফারুক হত্যা মামলায় নেই কোন অগ্রগতি , আসামীদের মামলা তুলে নিতে হুমকি

    এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি || বাগেরহাটের রামপালে গত চার মাস পূর্বের একটি হত্যা মামলার কোন অগ্রগতি হয়নি। এ মামলার এজাহারভুক্ত দুই আসামীর মধ্যে একজন আদালতে আত্মসমর্পণ করেন অপরজন উচ আদালত থেকে আগাম জামিন নিয়ে ঘুরে বেড়াচ্ছে । পলাতক আসামীরা বাদী পক্ষকে মামলা তুলে মিমাংশার জন্য মানসিকভাবে চাপ দিচ্ছে।

    জানাগেছে মামলার বাদী উপজেলার উজলকুড় গ্রামের আশিকুল ইসলাম (২৪) এর বাড়ির কাছে একটি ধান ক্ষেতে গত ইং ০৬-০৪-২০২২ তারিখ সকাল ১০টায় হাঁস ধানের জমিতে যাওয়াকে কেন্দ্র করে তার মা খুরশিদা বেগম ও ভাই এনামুলের সাথে একই এলাকার মামলার ৪নং আসামী সিদ্দিক শেখের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা হাতাহাতির পর্যায়ে গড়ায়। বাদী আশিকুল ইসলামের ভাই মিজানুর রহমান ওই দিন বিষয়টি ইফতারির পর উভয় পক্ষকে ডেকে মিমাংশার উদ্যােগ নেন। তার ওই উদ্যোগ অগ্রায্য করে সিদ্দিক আলী তার ছেলে-মেয়ে ও আত্মীয় স্বজনদের খবর দিয়ে বাড়িতে ডেকে এনে জড়ো করেন। পরে তারা বিকাল সাড়ে ৫ টার সময় আশিকুল ইসলামের বাড়িতে হামলা চালায়।
    এসময় আশিকুলের ভাই এনামুল অন্যদের সহায়তা চেয়ে চিৎকার করলে দৌড়ে পালানোর চেষ্টা করে। তার চিৎকার শুনে স্থানীয় বাইতুল আমান জামে মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়া মাত্র আশিকুলের ভাই ওমর ফারুক ওরফে আজাবুলকে প্রতিপক্ষের লোকজন ঘিরে ফেলে ধরালো দা দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে ফেলে চলে যায়। এতে তার প্রচুর রক্তক্ষরন হয়। ঠোকাতে গেলে তার ভাই মিজানুর রহমানকেও কুপিয়ে জখম করা হয়। পরে তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে ফয়লাহাট সুন্দরবন প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। এখান ওমর ফারুকর অবস্থার অবনতি হওয়ায় তাকে রাতেই খুলনা মেডিকল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। ওই রাতে সোনাডাঙ্গা থানায় একটি সাধারন ডায়রি করা হয়। ডায়নির নং ৫২৯।
    খবর পেয়ে রামপাল থানা পুলিশ নিহত ওমর ফারুকের ভাই এ মামলার বাদী আশিকুল ইসলামক ডেকে থানায় নিয়ে একটি সাদা কাগজে স্বাক্ষর রাখেন। তাকে বলা হয় একদিন পর থানায় মামলা নেয়া হবে। বাদী আশিকুল ইসলাম জানান ৮-৪-২০২২ তারিখ ওমর ফারুকের লাশ দাফন করে পরদিন ইং ৯-৪-২০২২ তারিখ থানায় মামলা করতে গিয়ে দেখেন তার কাছ থেকে পুর্ব স্বাক্ষর নেয়া সাদা কাগজে প্রকৃত দোষীদের বাদ দিয়ে ৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। যার নং ৬। ওই মামলায় আসামী করা হয় আলী শেখ (২৮), কামাল শেখ (৩৫), জামাল শেখ (৩২), সিদ্দিক শেখ (৬০) ও তার মেয়ে নাছিমা খাতুন (৩২)কে।

    বাদী পক্ষের অভিযোগ এ হত্যার ঘটনার সাথে পরোক্ষ ও প্রত্যক্ষ ভাবে জড়িত ছিল শামীম শেখ (২৪), মোহাম্মাদ শেখ (২২), ফারুক শেখ (৪৮), লিটন শেখ (৪০), কুলসুম বেগম (৩০) ও আবুল কাশম (৫৫)। পুলিশ এ ৬ অপরাধির নাম আসামীর তালিকায় অন্তর্ভূক্ত করেনি। এ নিয়ে আপত্তি জানানো হলেও কোন কাজ হয়নি। পরবর্তীতে আদালতে ১১ জনের নাম উল্লেখ করে আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং জিআর ৫৭/২০২২। মামলার ১নং আসামী আলী আদালতে আত্মসমর্পন করে জেল হাজতে আছে। অপর আসামী নাছিমা খাতুন উচ্চ আদালত থেকে জামিন নিয়ে এসে অন্য আসামীদের জামিনের জন্য জোর তদবীর চালাচ্ছে বলে বাদী অভিযোগ করেছেন।

    বাদী আশিকুল ইসলাম বলেন পলাতক আসামীদের ধরিয়ে দিতে র‌্যাব-৬ নগদ অর্থ পুরস্কার ঘোষনা করেছে। রামপাল থানা পুলিশ তড়িঘড়ি করে গোপনে মূল অভিযুক্তদের বাদ দিয়ে আদালতে চার্জসীট দেয়ার জন্য তোড়জোড় চালাচ্ছে বলে অভিযোগ করছেন তারা। একটি মহল পুলিশকে ম্যানেজ করতে মোটা অংকের টাকার থলে মাথায় নিয়ে মাঠে নেমেছে। এতে তিনি ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়ার আশংকা করছেন। এ ব্যাপার রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামছুদ্দিন এর কাছে জানতে চাইলে তিনি বলেন চার্জসীট এর বিষয়টি প্রক্রিয়াধীন আছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।#

    এ এইচ নান্টু
    রামপাল, বাগেরহাট