Category: দেশজুড়ে

  • চরতারাপুরের বিভিন্ন ইপিআই টিকাদান কেন্দ্রে চেয়ার-টেবিল বিতরণ

    চরতারাপুরের বিভিন্ন ইপিআই টিকাদান কেন্দ্রে চেয়ার-টেবিল বিতরণ

    নিজস্ব প্রতিবেদক, সুজানগরঃ পাবনার চরতারাপুর ইউনিয়নের বিভিন্ন ইপিআই টিকাদান কেন্দ্রের মাঝে চেয়ার-টেবিল বিতরণ করা হয়েছে। চরতারাপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ও এলজিএসপি-৩ এর আওতায় ওই সকল চেয়ার ও টেবিল বিতরণ করা হয়। গতকাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চরতারাপুর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান খান। এ সময় ইউপি সচিব আসাদুজ্জামান ,ইউপি সদস্য রুহুল আমিন, মোস্তাফিজুর রহমান বাবু, রনি আহমেদ ও স্থানীয় আ.লীগ নেতা রবিউল ইসলাম রবি প্রমুখ উপস্থিত ছিলেন। চরতারাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় সূত্রে জানাযায়, পর্যায়ক্রমে ইউনিয়নের ২৪টি ইপিআই টিকাদান কেন্দ্রেই চেয়ার-টেবিল বিতরণ করা হবে।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • নওগাঁয় সমাজসেবা অধিদপ্তরের ভিক্ষুকমুক্ত কর্মসূচীর তহবিল থেকে ভেড়া ও খাদ্যসামগ্রী বিতরন

    নওগাঁয় সমাজসেবা অধিদপ্তরের ভিক্ষুকমুক্ত কর্মসূচীর তহবিল থেকে ভেড়া ও খাদ্যসামগ্রী বিতরন

    রওশন আরা শিলা, নওগাঁ প্রতিনিধি ঃ নওগাঁয় ভিক্ষাবৃত্তি থেকে মুক্ত করতে ৫ জন ভিক্ষুককে বিকল্প কর্মসংস্থান হিসেবে ভেড়া ও খাদ্যসামগ্রী বিতরন করা হয়েছে। বুধবার দুপুরে সমাজসেবা অধিদপ্তরের ভিক্ষুকমুক্ত কর্মসূচীর তহবিল থেকে প্রত্যেককে ৩টি করে ভেড়া ও ১ মাসের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরন করা হয়েছে।

    জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ উপলক্ষ্যে সরকারী শিশু পরিবার চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ।

    অনুষ্ঠানে জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মোহতাসিমবিল্লাহ, সহকারী পরিচালক গওসল আযম এবং বেসরকারী উন্নয়ন সংস্থা রানি’র প্রধান নির্বাহী ফজলুল হক খান বক্তব্য রাখেন।

    অনুষ্ঠানে সদর উপজেলার দরিয়াপুর গ্রামের মৃত মজিবর রহমানের স্ত্রী সকিনা বেওয়া, মৃত ওসমান সরকারের স্ত্রী সবিরা বেওয়া, মৃত হুজুর আলীর স্ত্রী গেদি বেওয়া, মৃত সমশের সরদারের স্ত্রী হাফিজান বেওয়া এবং মৃত গুনি প্রামানিকের স্ত্রী হালিমা বেওয়াকে ৩টি করে ভেড়া দেয়া হয়। এ ছাড়াও আগামী এক মাসের খাদ্য সহায়তা বাবদ ২৫ কেজি চাল, ২ কেজি আটা, ৩ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবন, ১ কেজি ডাল ও নগদ ১ হাজার টাকা করে দেয়া হয়। সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক জানান তাদের প্রত্যেককে আগামী ৬ মাস অর্থৎ ভেড়াগুলো উৎপাদনে যাওয়া পর্যন্ত খাদ্য সহায়তা বাবদ নগদ ৩ হাজার টাকা করে দেয়া হবে। #

    রওশন আরা পারভীন শিলা
    নওগাঁ জেলা প্রতিনিধি।

  • সুজানগরে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায়  চিকিৎসাধীন আরো একজনের মৃত্যু

    সুজানগরে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন আরো একজনের মৃত্যু

    এম এ আলিম রিপন, সুজানগর ঃ পাবনার সুজানগরে পূর্ব শত্রুতার জের ধরে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো.মতিউর রহমান(মধু খন্দকার) নামে আরো একজনের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাত ১০টার দিকে তিনি মারা যান। এর আগে গত ২২ আগস্ট সোমবার সুজানগর উপজেলার তাঁতীবন্দ ইউনিয়নের জিয়ালগাড়ী ভবানীপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনায় মো.মতিউর রহমান(মধু খন্দকার) এর আপন ভাই মো. জাহাঙ্গীর আলম (৬৫) টেটা বৃদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় ওইদিন উভয়পক্ষের আরও অন্তত ১০জন আহত হন।স্থানীয়রা জানান, মো.জাহাঙ্গীর আলম খন্দকার ও একই গ্রামের আশরাফ আলীর পরিবারের মধ্যে র্দীঘদিন ধরেই বিরোধ চলছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধলে একজন নিহত ও উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন । এ ঘটনায় নিহত অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য জাহাঙ্গীর আলমের ছেলে জুবায়ের তাঁর পিতা হত্যায় জড়িত থাকার অভিযোগ এনে ২৪ জনকে আসামি করে ২৩ আগস্ট মঙ্গলবার সুজানগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপরপরই অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি আশরাফ আলী সহ উপজেলার তাঁতীবন্দ ইউনিয়নের জিয়ালগাড়ী ভবানীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে আকরাম হোসেন, খলিলুর রহমানের ছেলে আনোয়ার হোসেন, মো.আরশেদ আলীর ছেলে নাজমুল হোসেন ও সাঁথিয়া থানার ভৈরবপুর গ্রামের মোকারম হোসেনের ছেলে মনিরুল ইসলামকে আটক করে আদালতে সোপর্দ করে । সুজানগর থানার ওসি আব্দুল হাননান জানান, মামলার অপর আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে, ওসি আরো জানান,বিগত ২০১৯ সালে তাদের মধ্যে নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত একটি মামলা হয়েছিল। সেই শত্রুতার জের ধরেই স্থানীয় একটি চায়ের দোকানে তাদের মধ্যে কথাকাটাকাটি এবং পরবর্তীতে সংঘর্ষের ঘটনা ঘটে। মঙ্গলবার

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • পঞ্চগড় খাদ্যবান্ধব কর্মসূচির উদ্বোধন প্রেস ব্রিফিং

    পঞ্চগড় খাদ্যবান্ধব কর্মসূচির উদ্বোধন প্রেস ব্রিফিং

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ঃ
    পঞ্চগড় জেলার পাঁচ উপজেলা ও তিনটি পৌরসভাসহ ৪৩টি ইউনিয়নের ১ লাখ ২৬ হাজার নিম্ন আয়ের মানুষকে স্বল্পমূলে খাদ্য সামগ্রী প্রদান করা হবে। জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল-আমার দেশের প্রতিটি মানুষ খাদ্য পাবে। তারঁই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উদ্যোগ। আগামী ১সেপ্টেম্বর থেকে ওএমএস, টিসিবি ও খাদ্যবান্ধব কর্মসূচির উদ্বোধন উপলক্ষে বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম এ কথা বলেন।

    জেলা প্রশাসক বলেন, বুধবার (১সেপ্টেম্বর) থেকেই সরকারি ছুটির দিন ব্যাতীত পাঁচ উপজেলা ও তিনটি পৌরসভায় ১৮ জন ডিলারের মাধ্যমে ৩০ মেট্রিক টন চাল বিতরণ করা হবে। প্রত্যেকে ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল কিনতে পারবেন। এতে প্রতিদিন ৬ হাজার মানুষ এই সুবিধা পাবে। এছাড়া চতুর্থ ধাপে ওএমএসের ডিলারদের মাধ্যমে টিসিবির পণ্য হিসেবে প্রতি কেজি চিনি ৫৫ টাকা, প্রতি লিটার সোয়াবিন তেল ১১০ টাকা, প্রতি কেজি মশুর ডাল ৬৫ টাকা দরে কিনতে পারবে। টিসিবির কার্ডধারীরা অগ্রাধিকার ভিত্তিতে দুই দফায় ১০ কেজি চাল কিনতে পারবে। খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় নিবন্ধকৃত ৫১ হাজার ৩ জন নিম্ন আয়ের মানুষ জেলার ৮৮ জন ডিলারের মাধ্যমে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল কিনতে পারবে।

    জেলা প্রশাসক জানান, জেলায় পর্যাপ্ত চাল মজুদ রয়েছে। প্রত্যেক ডিলারের দোকানে পুলিশ ও আনসার এবং উপজেলা পর্যায়ের একজন কর্মকর্তা মনিটরিংয়ের দায়িত্বে থাকবে। এসব কর্মসূচি ৩০ নভেম্বর পর্যন্ত চলবে।

    প্রেস বিফ্রিংয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান, জেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল হক খন্দকারসহ উপস্থিত ছিলেন।

  • নড়াইলে অন্য রকম সাজা ভোগ করে আদালত থেকে খালাস পেলেন

    নড়াইলে অন্য রকম সাজা ভোগ করে আদালত থেকে খালাস পেলেন

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলে ৭ শর্তে খালাস পেলেন বৃক্ষরোপণ, মা বাবার সেবা করা ও বঙ্গবন্ধুর ভাষণ মুখস্ত। নড়াইল জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত। জেলে না দিয়ে বাড়ীতে থেকে বৃক্ষরোপণ, মা বাবার সেবা করা ও বঙ্গবন্ধুর ভাষণ মুখস্ত করার মধ্যে দিয়ে অন্য রকম সাজা ভোগ করে মামলা হতে খালাস দিয়েছেন জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট
    আদালত। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, বুধবার (৩১ আগষ্ট) দুপুরে নড়াইল জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক আমাতুল মোর্শেদা মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনসহ অন্য একটি মামলায় এ দন্ডাদেশ দেন। এ ভাবে সাজা ভোগ করে দদণ্ডপ্রাপ্তরা মামলা হতে খালাস পেয়ে খুশি হয়েছেন।
    মামলার বিবরণে জানাগেছে, লোহাগড়া উপজেলার কুন্দশী গ্রামের নজরুল হক মৃধার ছেলে ইকরামুল হক মৃধা (৩৫) ও গোপীনাথপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে সুজন শেখ (৩০) কে ২০১৮ সালের মাদ্রক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ৩১ জানুয়ারী ২০২২দোষী সাব্যস্ত করে ১বছরের কারাদন্ড ও তিন হাজার টাকা জরিমানা করা হয়। ঐ একই দিনে নড়াইলের নড়াগাতি থানার বাঐসোনা গ্রামের মৃত আলাউদ্দিন মোল্যার ছেলে মোঃ ফোরকান মোল্যা (৪০), সোহরাব মোল্য (৩৫) ও মিরাজ মোল্যা (৩০) কে দন্ড বিধি ১৪৩ ধারায় তিন মাসের কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা করে রায় প্রদান করা হয়।
    আসামীদের আইনজীবিদের আবেদনের কারনে তাদের জেলখানার পরিবর্তে সাতটি শর্তে প্রবেশনে দেওয়া হয়। আসামীগন বাড়ীতে তাদের মাতা পিতার সেবা যত্ন করা, বিভিন্ন এলাকায় বৃক্ষরোপন করা, বঙ্গবন্ধুর ভাষণ মুখস্ত করা সহ বিভিন্ন প্রকার সমাজ সামাজিকতা করায় প্রবেশন অফিসারের সন্তোষ জনক প্রতিবেদনের কারনে ৩১ আগস্ট দুপুরে দুইটি মামলার মোট ৫ জন আসামীকে স্ব স্ব মামলা হতে তাদের খালাস প্রদান করে।

  • পঞ্চগডে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী দেলোয়ার গ্রেফতার

    পঞ্চগডে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী দেলোয়ার গ্রেফতার

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড়
    ৩১/০৮/২০২২ খ্রিঃ পুলিশ সুপার পঞ্চগড় নির্দেশ ক্রমে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নির্দেশনায় অফিসার ইনচার্জ পঞ্চগড় সদর থানার তত্ত্বাবাধনে মাদকবিরোধী অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে হাড়িভাসা ইউনিয়নের ফুটকিপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী দেলোয়ার হোসেন তার গরুর আড়তে মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় করতেছে।

    পঞ্চগড় সদর থানার একটি চৌকস টিম মাদক ব্যবসায়ী দেলোয়ার হোসেনের গরুর আড়তে এক সাড়াশি অভিযান করে আসামী দেলোয়ার হোসেনকে গ্রেফতার করে। দেহ তল্লাশি করে তার পরিহিত শার্টের বুক পকেট থেকে ১০০ পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করেন। পঞ্চগড় সদর থানায় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

  • ময়মনসিংহে জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে জনপ্রিয়তায় এগিয়ে আরজুনা কবির

    ময়মনসিংহে জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে জনপ্রিয়তায় এগিয়ে আরজুনা কবির

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    বাবা শিক্ষক ছিলেন তাই ছাত্রজীবন থেকেই ভ্রদ্র আচার-আচরণ ও মিষ্টভাষী। শান্তিপ্রিয় পরিবারের সন্তান আবার বিয়ে হয়েছে রাজনৈতিক পরিবারে তাই মানুষের সেবা আর এলাকার উন্নয়নে সক্রিয় ভাবে রাজনীতি করে ১বার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান,১জেলা পরিষদের সদস্য হিসাবে দায়িত্ব পালনের পাশাপাশি রাজনীতিতে সক্রিয় হয়ে তৃণমূল নেতাদের অগাধ ভালবাসায় জেলা স্বেচ্ছাসেবকলীগের প্রথমে সদস্য, পরে মহিলা বিষয়ক সম্পাদক এবং বর্তমানে জাতীয় কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন আরজুনা কবির।

    শিক্ষক বাবা, শশুর বয়ড়া ও কেওয়াটখালী ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান আব্দুল কাদির (কাদু) সাহেবের আদর্শকে ধরে রেখে মানুষ হয়ে মানুষের সাথে মিলে গত ২০০৯ সালের উপজেলা পরিষদের নির্বাচনে প্রথম বারেই বিপুল ভোটে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হয়েছিলেন। তৃণমূলে গ্রহণ যোগ্যতা আছে বলেই সেই গ্রাম থেকে তুলে নিয়ে এসে সদরের মানুষ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত করে এলাকার উন্নয়নের জন্য কাজ করার সুযোগ করে দিয়েছিলো আরজুনা কবির কে। উপজেলায় তার সততা কে কাজে লাগাতে ২০১৬ সালে অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে তাকে বিপুল ভোটে সদস্য নির্বাচিত করেন সদর,গৌরীপুর ও তারাকান্দা উপজেলার জনপ্রতিনিধিরা।

    আরজুনা কবির আবারও জেলা পরিষদ সদস্য পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।সে লক্ষে তিনি তফসিল ঘোষণার পর থেকে সকাল-সন্ধ্যা গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে তিনি সদর উপজেলার ঘাগড়া ইউনিয়ন দাপুনিয়া ইউনিয়ন, খাগডহর ইউনিয়ন, অষ্টধার ইউনিয়ন , কুষ্টিয়া,ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকা,তারাকান্দা উপজেলার কামারিয়া ইউনিয়ন, বিসকা ইউনিয়ন, বালিখা ইউনিয়ন ও গৌরীপুর উপজেলার গৌরীপুর পৌরসভা,গৌরীপুর ইউনিয়ন, মাওহা ইউনিয়ন, রামগোপালপুর ইউনিয়ন, ডেওহাখোলা ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নে ভোটারদের বাড়ী-বাড়ী গিয়ে
    গণসংযোগ করে ভোটারদের মনে জায়গা করে নিয়েছেন।

    এ বিষয়ে আরজুনা কবির বলেন- প্রধানমন্ত্রীর দৃঢ় প্রচেষ্টায় সমগ্র দেশ উন্নয়নের জোয়ারে ভাসছে। সে-ধারাবাহিকতায় আমিও উন্নয়নের ধারাবাহিকতায় পাশাপাশি এলাকার বেকার যুবকদেও কর্মসংস্থানের লক্ষে কাজ করবো তাদের নিজস্ব কর্মসংস্থান সৃষ্টির জন্য প্রেরণা দিবো। এলাকাকে এক নতুনরুপে সাজিয়ে তুলবো। পরিশেষে বলতে চাই শৃংঙ্গলার মধ্যে দল ও নির্বাচনী এলাকাকে এগিয়ে নিতে চাই।সেই লক্ষে জেলা পরিষদ নির্বাচনে আবারও প্রার্থী হিসাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছি। আমার বিশ্বাস ভোটাররা আমাকে চলমান উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে আবারও বিজয়ী করবে ইনশাআল্লাহ।

  • সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে ২৫ লক্ষ টাকার মালামাল জব্দ করেছে বিজিবি

    সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে ২৫ লক্ষ টাকার মালামাল জব্দ করেছে বিজিবি

    বাগানবাড়ী বিওপির টহল দল ৩০ আগস্ট দোয়ারাবাজার উপজেলাধীন ৮নং বোগলাবাজার ইউনিয়নের বাগানবাড়ী নামক স্থান হতে ৭০ কেজি ভারতীয় চিনি আটক করে, যার আনুমানিক মূল্য ৫, হাজার ৬০০ টাকা।

    বালিয়াঘাটা বিওপির টহল দল একই দিন তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের লাকমা নামক স্থান হতে ৮০০ কেজি ভারতীয় কয়লা এবং ০১ টি বারকী নৌকা আটক করে, যার আনুমানিক মূল্য ২০, হাজার ৪শ টাকা।

    লাউরগড় বিওপির টহল দল ৩১ আগস্ট তাহিরপুর উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নের শাহআরেফিন নামক স্থান হতে ১৬ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ২৪, হাজার টাকা।

    চারাগাঁও বিওপির টহল দল ৩১ ঐদিনই তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের লালঘাট নামক স্থান হতে ২,০০০ কেজি ভারতীয় কয়লা, ০১টি কাঠবডি নৌকা এবং ০১টি ইঞ্জিন আটক করে, যার আনুমানিক মূল্য ৯৬, হাজার- টাকা।

    পেকপাড়া বিওপির টহল দল একই তারিখে সীমান্ত পিলার ১২২৮/৮-এস এর নিকট শূন্য রেখা বরাবর ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার সময় দোয়ারাবাজার উপজেলাধীন ১নং বাংলাবাজার ইউনিয়নের উত্তর পেকপাড়া নামক স্থান হতে ০২টি ভারতীয় গরু আটক করে, যার আনুমানিক মূল্য ৮০, হাজার- টাকা।

    বনগাঁও বিওপির টহল দল একই দিন সীমান্ত মেইন পিলার ১২১৬ এর নিকট হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুনামগঞ্জ সদর উপজেলাধীন ২নং রংগারচর ইউনিয়নের চিনাউড়া নামক স্থান হতে ৭৫৬ পিস ভারতীয় শাড়ী এবং ২৪৩ পিস সাবান আটক করে, যার আনুমানিক মূল্য ২২ লক্ষ,৯৪ হাজার,৫৩৫ টাকা।

    আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয় এবং ভারতীয় চিনি, কয়লা, গরু, শাড়ী, সাবান, ইঞ্জিন, বারকী নৌকা এবং কাঠবডি নৌকা শুল্ক কার্যালয়, সুনামগঞ্জ এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জানিয়েছেন সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মাহবুবুর রহমান।

  • শার্শার রুদ্রপুর সীমান্ত থেকে ৯টি স্বর্ণের সহ পাচারকারী আটক

    শার্শার রুদ্রপুর সীমান্ত থেকে ৯টি স্বর্ণের সহ পাচারকারী আটক

    আজিজুল ইসলাম: যশোরের শার্শার রুদ্রপুর সীমান্ত এলাকা থেকে ২ কেজি ৩৩৩ গ্রাম ওজনের ৯টি স্বর্ণেরবার সহ শুকুর আলী নামে এক পাচারকারীকে মোটরসাইকেলসহ আটক করেছে বিজিবি। সে রুদ্রপুর গ্রামের মিয়ারাজ আলীর ছেলে।
    খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল তানভির রহমান পিএসসি জানান, গোপন সুত্রে খবর পেয়ে রুদ্রপুর সীমান্তে অভিযান চালায় একদল বিজিবি। কৃষকের ছদ্দবেশে দীর্ঘদিন ধরে স্বর্ন পাচার করে আসছিল তিনি। সীমান্ত পথে ভারতে পাচারকালে তাকে স্বর্ণসহ আটক করা হয়। যার মুল্য আনুমানিক ১ কোটি ৭০ লাখ টাকা। এ সময় জব্দ করা হয় পাচার কাজে ব্যাবহৃত মটরসাইকেল। স্বর্নসহ পাচারকারীকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। স্বর্ণ পাচার রোধকল্পে সীমান্ত এলাকায় টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এই নিয়ে খুলনা ২১ বিজিবি গত ছয় মাসে ৭ জন আসামী সহ প্রায় সাড়ে ১৩ কেজি স্বর্ণ আটক করেছে।

  • উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সাথে  থাকতে  হবে। গোদাগাড়ীতে ওমর ফারুক চৌধুরী এমপি

    উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সাথে থাকতে হবে। গোদাগাড়ীতে ওমর ফারুক চৌধুরী এমপি

    রাজশাহী থেকে মোঃ হায়দার আলী।। রাজশাহীর গোদাগাড়ীর কাঁকনহাট পৌরসভায় জাতীয় শোক দিবস জাতির ১৫ই আগস্টে শাহাদত বরণকারী শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
    বুধবার বিকালে কাঁকনহাট পৌরসভার অডিটারিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
    কাঁকনহাট পৌরসভার আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল মজিদ মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ১ আসনের সংসদ, সাবেক শিল্প প্রতিমন্ত্রী উন্নয়নের আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ীতে যুবলীগের সভাপতি ও উপজেলার চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম।

    উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের
    সভাপতি ও গোদাগাড়ী পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ অয়েজ উদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ, দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল প্রমূখ।

    প্রধান অতিথির বক্তব্যে, এমপি ওমর ফারুক চৌধিরী বলেন, দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিতে হবে। বিএনপি জামায়াতের মিস্টি কথায় না ভুলে আওয়ামীলীগের সাথে থাকুন, শেখ হাসিনার সাথে থাকুন, ভাল কাজের সাথে থাকুন, উন্নয়নের সাথে থাকুন।

    বিশ্বের সব জায়গাতেই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি। পৃথিবীতো আজকে গ্লোবাল ভিলেজ। আজকে আমরা একে অন্যের ওপর নির্ভরশীল। বিশ্বব্যাপী যেখানে পণ্যের দাম বেড়ে যাচ্ছে, আমরা তো এগুলোর বাইরে যেতে পারি না। সেই ধাক্কা আমাদের উপর এসে লাগছে। সবাইকে এব্যপারে সহযোগিতা করতে হবে।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।