Category: দেশজুড়ে

  • পাইকগাছায় ১৫৪টি পূজা মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে; প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

    পাইকগাছায় ১৫৪টি পূজা মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে; প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

    ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
    পাইকগাছায় এ বছর ১৫৪টি পূজা মন্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। দুর্গা পূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছে কারিগররা। আগামী ১ অক্টোবর সনাতন ধর্মালম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে।এনিয়ে উপজেলার মন্দির ও পূজা মন্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। প্রতিমা তৈরিতে ব্যস্ত রয়েছেন কারিগররা।
    এ বছর উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ১৫৪ টি পূজামন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এদিকে সময় যত ঘনিয়ে আসছে ততই মানুষের মাঝে দেখা দিয়েছে পূজার প্রস্তুতি। এর মধ্যে পৌরসভা ৬, হরিঢালী ১৯, কপিলমুনি ১৯, লতা ১৬, দেলুটি ১৭, সোলাদানা ১১, লস্কর ১৬, গদাইপুর ৫, রাড়ুলী ২১, চাদখালী ১২ ও গড়ুইখালী ইউনিয়ানে ১২টি মণ্ডপে পূজার প্রস্ততি চলছে। পূজার মন্ডপগুলোতে চলছে পরিস্কার-পরিচ্ছন্নের কাজ। মন্ডপে মন্ডপে চলছে প্রতীমা তৈরির মাটির কাজ।তার কয়েক দিন পর শুরু হবে প্রতিমায় রঙের কাজ। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাইকগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস জানান, এ বছর উপজেলার ১৫৪টি মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তার জন্য সব রকম প্রস্তুতি চলছে। উল্লেখ্য, শারদীয় দুর্গাৎসব ১ অক্টোবর মহাষষ্ঠির মাধ্যমে শুরু হয়ে ৫ অক্টোবর মহাদশমীতে নিরজ্ঞনের মধ্য দিয়ে পূজা সমাপ্তি হবে।

    ইমদাদুল হক
    পাইকগাছা,খুলনা।

  • ঝিনাইদহে একই বোতলের বিষপানে স্বামী ও স্ত্রী আত্নহত্যার চেষ্টা

    ঝিনাইদহে একই বোতলের বিষপানে স্বামী ও স্ত্রী আত্নহত্যার চেষ্টা

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের কালীগঞ্জে একই বোতলের বিষপানে স্বামী ও স্ত্রী আত্নহত্যার চেষ্টা চালিয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বানুড়িয়া গ্রামে তাদের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।তারা হলেন, উপজেলার বানুড়িয়া গ্রামের মিন্টু শেখের ছেলে রিপন হোসেন (৩৫) ও তার স্ত্রী রিয়া বেগম (৩০)। এই দম্পতিকে কালীগঞ্জ হাসপাতালে ভর্তির পর স্বামী আশঙ্কামুক্ত হলেও স্ত্রীর অবস্থা সংকটাপন্ন।স্থানীয় ও প্রতিবেশী সাজ্জাত হোসেন জানান, গত ১ বছর আগে প্রেমের সম্পর্ক করে যশোর ফতেপুর গ্রামের রিয়া বেগমের সাথে রিপনের বিয়ে হয়। কিন্তু এখন পর্যন্ত তাদের বিয়ের বিষয়টি কনে পক্ষ মেনে নেয়নি। এ নিয়ে রিপনের পরিবারে মনোমালিন্য চলছিল। এছাড়াও সংসারে অভাবসহ নানা পারিবারিক কলহে বুধবার সকালে নিজ বাড়িতে স্ত্রীর সামনেই রিপন বিষপান করছিল। এ সময় তার স্ত্রী রিয়া ওই বিষের বোতলটি কেড়ে নিয়ে বোতলে থাকা বাকি সব বিষ খেয়ে ফেলে। এরপর স্বামী-স্ত্রীর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানায়, বিষপানে হাসপাতালে ভর্তি স্বামী আশঙ্কামুক্ত হলেও স্ত্রীর অবস্থা সংকটাপন্ন।কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আব্দুর রহিম মোল্ল্যা জানান, এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে আইনি ব্যবস্থা নেয়া হবে।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।

  • ধামইরহাটে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সভা

    ধামইরহাটে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সভা

    আবুল বয়ানধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি- নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসন ও ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (সেলপ) কর্মসূচির উদ্যোগে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

    ০৭ সেপ্টেম্বর সকাল ১০ টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন এক্কা, ধামইরহাট থানা অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী, ধামইরহাট উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, মেডিকেল অফিসার নিয়াজ মোস্তাক চৌধুরী, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (সেলপ) কর্মসূচির জেলা ব্যবস্থাপক মো. আবু সায়েম, ব্র্যাকের আইনি সুরক্ষা অফিসার মোছা. পিয়ারা খাতুন, মোহসিন রেজা, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিহা ইয়াসমিন, বন্ধনের আঞ্চলিক ব্যবস্থাপক মকবুল হোসেন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক ও কাউন্সিলর আমজাদ হোসেন প্রমুখ।

    আবুল বয়ান
    ধামইরহাট, নওগাঁ।

  • নওগাঁর আত্রাইয়ে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

    নওগাঁর আত্রাইয়ে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

    নারায়নগঞ্জে পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা শাওন হত্যা,সারাদেশে বিদ্যুতের নজির বিহীন রোডশেডিং,জ্বালানি তেল, পরিবহন ভাড়াা সহ সকল প্রকার দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, ভোলায় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (সাত সেপ্টেম্বর) সকালে আত্রাই থানা বিএনপি’র আয়োজনে আত্রাই বেইলী ব্রীজের সন্মুখে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদর্ক্ষিণ শেষে বেইলী ব্রীজ সন্মুখে উপজেলার বিএনপি’র আহ্বায়ক আব্দুল জলিল চকলেট এর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় চেয়ারপার্সনের উপদেষ্টা লেঃ কঃ(অবঃ)আব্দুল লতিফ খান। প্রধান বক্তা হিসেবে জেলা বিএনপি’র নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবুক্কর সিদ্দিক নান্নু।বিশেষ বক্তা উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপি’র যুগ্ন- আহ্বায়ক শেখ রেজাউল ইসলাম। নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির’র সদস্য জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপি’র যুগ্ন-আহ্বায়ক আমিনুল ইসলাম বেলাল, সদস্য জেলা বিএনপি ফরিদুজ্জামান ফরিদ, জহুরুল হক খোকন, আত্রাই থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন সাকিদার, আত্রাই থানা বিএনপির যুগ্ন- আহ্বায়ক সরদার আব্দুল মান্নান,আত্রাই থানা বিএনপির নেতা ফারুখ বখত, থানা বিএনপির যুব দলের সভাপতি শেখ একরামূল বারী রঞ্জু,সাধারণ সম্পাদক পারভেজ ইকবাল, যুবদল নেতা আশরাফুল ইসলাম লিটন বিএনপির জিয়া পরিষদের নেতা কামাল, ছাত্র নেতা রায়হান কবির রতন সহ আট ইউনিয়ন বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতা বৃন্দ। অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা সারাদেশে বিএনপি’র নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে যুদদল নেতা শাওন হত্যার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানিয়ে বক্তব্য রাখেন। এ ছাড়া থানা বিএনপির আয়োজিত অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপজেলার আটটি ইউনিয়ন থেকে হাজার হাজার নেতা-কর্মীদের অংশ গ্রহনে প্রতিবাদ সমাবেশটি জনসমাবেশে পরিনিত হয়।#

    রওশন আরা পারভীন শিলা
    নওগাঁ জেলা প্রতিনিধি।

  • মহেশপুর উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল স্থাপিত।

    মহেশপুর উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল স্থাপিত।

    মহেশপুর ঝিনাইদহ সংবাদদাতাঃ-

    দীর্ঘ দিন অপেক্ষার অবসান ঘটিয়ে ঝিনাইদহের মহেশপুর উপজেলা পরিষদ চত্তরে উপজেলা রাজস্ব খাত থেকে ৬.৫ লক্ষ টাকা অর্থ ব্যয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মুরাল নির্মিত করা হয়েছে।

    মুরালের পাদদেশে গ্রানাইট পাথর ব্যবহৃত করা হয়েছে। বঙ্গবন্ধুর মুরাল সৌন্দর্য বর্ধনের বিভিন্ন দিক নির্দেশনা দেন স্থানীয় সংদ সদস্য এ্যাড শফিকুল আজম খাঁন চঞ্চল।

    ২০১৬ ইং সালে মুরালটি নির্মানের দিক নির্দেশনা থাকলেও তা বাস্তবায়ন হয়েছে চলতি বছরে ১৫ আগষ্ট । মুরালটি নির্মান সম্পন্ন হওয়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের সর্বস্তরের জনগণ নব-নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।

    মহেশপুর উপজেলা প্রকৌশলী জনাব সৈয়দ আকাশ শাহারিয়ার জানান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল স্থাপনের মধ্যদিয়ে মহেশপুর এক নতুন যুগের সুচনা হয়েছে। সর্বস্তরের জনগন এলজিইডির উন্নয়নমুলক কার্যক্রমের সুফল ভোগ করছেন। এছাড়া আগামীতে বর্তমান সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড মাননীয় সংসদ সদস্যের পরামর্শক্রমে স্বচ্ছতার সাথে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন।

  • মহালছড়িতে শ্রমিক লীগের দ্বি-বার্ষিক সম্মেলনে পুর্বের কমিটি বহাল

    মহালছড়িতে শ্রমিক লীগের দ্বি-বার্ষিক সম্মেলনে পুর্বের কমিটি বহাল

    (রিপন ওঝা,মহালছড়ি)

    খাগড়াছড়ি জেলার মহালছড়িতে আজ ৭সেপ্টেম্বর-২২ রোজ বুধবার জাতীয় শ্রমিক লীগের দ্বি-বার্ষিক সম্মেলন উক্ত সম্মেলনে উপজেলা আওয়ামী লীগ পরিবারের সকল নেতৃবৃন্দের সম্মতিতে পুনরায় সভাপতি মোঃ সাত্তার মিয়া ও সাধারণ সম্পাদক হিসেবে আশু বিশ্বাস হিসেবে বহাল রাখা হয়েছে।

    উক্ত এ কর্মসূচীতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় শ্রমিক খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক মোঃ জানু শিকদার এবং খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ কামাল উদ্দিন পাটোয়ারী, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ নূর হোসেন চৌধুরী।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রতন কুমার শীল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন।

    উক্ত কর্মসূচীতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি চিন্তাহরণ শর্মা, সাংঠনিক সম্পাদক দীপন ধর, সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ লাল মিয়া, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক রিপন ওঝা, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ জিয়াউর রহমান, উপজেলা সৈনিকলীগ সভাপতি বাবলু চৌধুরী ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ গণমাধ্যম মিডিয়া উপস্থিত ছিলেন।
    উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ সাত্তার মিয়া সভাপতিত্ব করেন।

    সঞ্চালনায় ছিলেন যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক মাসুদ।

    এসময়ে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহপ্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ রোকন মিয়া, খাগড়াছড়ি জেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক অরুণ দে, রিকন চাকমা, সদর পৌর শ্রমিক লীগের সভাপতি মোঃ দীন ইসলাম বাকের, পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সমির বড়ুয়া, মুবাছড়ি ইউনিয়ন হতে নৌকা মার্কা নিয়ে নির্বাচন করা আওয়ামী লীগ সমর্থক কংজরি মারমা, মহালছড়ি উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মনিশংকর চৌধুরী,সদর ইউনিয়ন ছাত্রলীগ আহ্বায়ক অনিক বিশ্বাস, মহালছড়ি সরকারি কলেজ সভাপতি মোঃ হামিদুল ইসলাম, ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ জাহিদুল ইসলাম।

  • ধামইরহাটে বাল্য বিবাহ প্রতিরোধে  ফুটবল প্রতিযোগিতার আয়োজন

    ধামইরহাটে বাল্য বিবাহ প্রতিরোধে ফুটবল প্রতিযোগিতার আয়োজন

    আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
    নওগাঁর ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি’র উদ্যোগে বাল্য বিবাহ প্রতিরোধ প্রচারাভিযান উপলক্ষে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

    আজ ৭ সেপ্টেম্বর বিকেল ৫ টায় ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলার উদ্বোধন করেন ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক কাজী। খেলায় অংশগ্রহণকারী সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের ১টি গোলের বিপরীতে বালিকা উচ্চ বিদ্যালয় ৫টি গোল দিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে এপি ম্যানেজার বিমল কুমার রুরামের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বাল্য বিবাহ সম্পর্কে আলোচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ওসি মোজাম্মেল হক কাজী। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন প্রধান শিক্ষক আব্দুর রহমান সাবু, প্রধান শিক্ষক ছাবিহা ইয়াছমিন, ম্যানেজিং কমিটির সভাপতি ছানাউল ইসলাম, প্রধান শিক্ষক তরিকুল ইসলাম, মাওলানা আবু ইউসুফ, ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তা নাথন বাবু, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন প্রমুখ। পরে বিজয়ী ও বিজিত দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন প্রধান অতিথি। বাল্য বিবাহ ও কু-সংস্কার থেকে বাঁচতে নিয়মিত এইরূপ ক্রীড়া প্রতিযোগিতা চালু থাকবে বলে ওয়ার্ল্ড ভিশন ম্যানেজার বিমল কুমার জানান।

    আবুল বয়ান
    ধামইরহাট, নওগাঁ।

  • ডায়াবেটিস  সেবা দিবস উপলক্ষে টেষ্ট ও পরামর্শ ক্যাম্পাইন অনুষ্ঠিত

    ডায়াবেটিস সেবা দিবস উপলক্ষে টেষ্ট ও পরামর্শ ক্যাম্পাইন অনুষ্ঠিত

    মোঃ শহিদুল ইসলাম
    সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

    নগরীর ইপিজেড থানার সামনে চট্রগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল ইপিজেড শাখার উদ্যোগে জাতীয় অধ্যাপক ডা, মোঃ ইব্রাহিম এর ৩৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ডায়াবেটিক সেবা দিবসে বিনামূল্যে টেষ্ট ও পরামর্শ ক্যাম্পাইন আজ মঙ্গলবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।
    ক্যাম্পাইনে প্রায় ৩০০জন রোগীকে প্রাথমিক স্বাস্থ্যসেবা,ডায়াবেটিক টেষ্ট ও পরামর্শ এবং ব্যবস্থাপত্র প্রদান করা হয়।
    এসময় প্রতিষ্ঠানের জুনিয়র এসেষ্টন‌ অফিসার মোঃ আহসান উল্লাহ, স্বাস্থ্য সহকারী মিসেস রুমা নন্দী,মিষ্টার রাজু দে সহ স্থানীয় স্ংগঠকরা উপস্থিত ছিলেন।

  • নির্বাচনী এলাকাকে বঙ্গবন্ধুর আদর্শের পথ ধ‌রে এ‌গি‌য়ে নি‌য়ে যেতে চান সদস্য প্রার্থী আরজুনা

    নির্বাচনী এলাকাকে বঙ্গবন্ধুর আদর্শের পথ ধ‌রে এ‌গি‌য়ে নি‌য়ে যেতে চান সদস্য প্রার্থী আরজুনা

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়ম‌নিসং‌হে জেলা পরিষদ নির্বাচনে মহিলা সদস্য পদে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন তরুণ নারী নেত্রী, সদ্য বিদায়ী জেলা পরিষদ সদস্য ও সাবেক ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জাতীয় পরিষদের সদস্য আরজুনা কবির। আওয়ামী লীগের রাজনীতির সাথেও যুক্ত থেকে দীর্ঘ দিন সর্বস্তরের জনগণের পাশে থেকে সেবায় নিয়োজিত থেকেছেন তিনি। সততা, মেধা, দলের জন্যে সার্বক্ষণিক পরিশ্রম ও সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার সক্রিয়তাই তাকে জনপ্রিয় করে তুলেছেন। ইতোমধ্যে তিনি সমাজের সকল মতাদর্শের মানুষের কাছে একজন দক্ষ, পরিশ্রমী, মেধাবী ও উদীয়মান নেত্রী হিসাবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন।

    ময়মনসিংহের সাবেক বয়ড়া ইউনিয়ন পরিষদের সাবেক জনবান্ধব ও জনপ্রিয় চেয়ারম্যান মরহুম আব্দুল কাদির (কাদু) সাহেবের পুত্রবধু আরজুনা কবির। তার স্বামী হুমায়ুন কবির ভূট্রো বয়ড়া ও দিগারকান্দা এলাকার একজন জনবান্ধব রাজনিতিবিধ। তার পিতা আশরাফ আলী প্রধান ছিলেন একজন শিক্ষক। স্কুল জীবন থে‌কেই আওয়ামী ছাত্র রাজনী‌তি‌তে জ‌ড়িত হ‌য়ে প‌রেন আরজুনা কবির। বর্তমা‌নে তি‌নি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির জাতীয় পরিষদের সদস্য হি‌সে‌বে দা‌য়িত্ব পালন কর‌ছেন।

    তরুণ নারী নেত্রী আরজুনা কবির তার নেতৃ‌ত্বে জেলার প্রতিটি উপ‌জেলার প্রতি‌টি ইউ‌নিয়‌নে ইউ‌নিয়‌নে তরুণ নেতৃ‌ত্বের ঘা‌টি তৈ‌রি ক‌রে‌ছেন। তরুণ ও মেধাবীদের ‌নি‌য়ে স্বেচ্ছাসেবক লীগের রাজনী‌তিকে এ‌গিয়ে নেওয়ার পাশাপাশি জনপ্রতিনিধি হিসাবে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন কর্মকাণ্ড কে এগিয়ে নিচ্ছেন। উন্নয়ন কর্মকাণ্ড কে অব্যাহত রাখতে আবারও তিনি জেলা পরিষদ সদস্য পদে প্রার্থী হিসাবে তার নির্বাচনী এলাকায় দিনরাত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এর আগে প্রতিটি দুর্যোগ আর যে কোন বিপদে মানুষের পাশে থাকায় আসন্ন নির্বাচনে ভোটারদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছেন তিনি।

    নির্বাচনী এলাকার গৌরীপুর ও তারাকান্দা উপজেলার কয়েকজন চেয়ারম্যান ও ইউপি সদস্য ব‌লেন, যে কোন শ্রেণি পেশার মানুষ খুব সহজেই আরজুনা কবির এর সঙ্গে সুখ দুঃখ ভাগাভাগিসহ মনের ব্যাথা বেদনার কথা বলতে পারেন। অসাধারণ কর্মদক্ষতা তাকে তৃনমুলের ভোটারদের কাছে অসম্ভব জনপ্রিয় করে তুলেছেন। তাকে আবারও জেলা পরিষদ সদস্য প‌দে আশা কর‌ছে মানুষ।

    আরজুনা কবির এ প্রতি‌বেদককে জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে আদর্শ রেখে গেছেন সেই পথ ধরেই এগিয়ে যেতে চাই। প্রধানমন্ত্রী জন‌নেত্রী শেখ হা‌সিনা এ দে‌শের মানু‌ষের উন্নয়‌নে কাজ ক‌রে যা‌চ্ছেন। উন্নয়ন শহর কেন্দ্রীক নয়, একেবারে তৃণমূল থেকেই উন্নয়ন করে আসছেন তি‌নি। দেশের মানুষের যে অবস্থা তা একযুগ আগেও এমন ছিলনা, এটা হলো বাস্তবতা। কিন্তু সে পরিবর্তন আনতে পেরেছেন প্রধানমন্ত্রী জন‌নেত্রী শেখ হা‌সিনা, এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া।আমি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের চাকা সচল রেখে উন্নয়ন কর্মকাণ্ড কে এগিয়ে নিতে আবারও সুযোগ চাই। আশা করছি ভোটারদের সমর্থন আমাকে আবারও সদস্য পদে বিজয়ী করে দায়িত্ব পালনে সহায়তা করবে। যদি
    দা‌য়িত্ব ভার পাই তাহ‌লে বঙ্গবন্ধু আদর্শের পথ ধ‌রে সামনের দিকে এগিয়ে যা‌বো ইনশাআল্লাহ।

  • গাজীপুরের পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানান আইউব আলী ফাহিম

    গাজীপুরের পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানান আইউব আলী ফাহিম

    গাজীপুর প্রতিনিধি।।

    মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) গাজীপুর মহানগরীর পূবাইলের বিশিষ্ট শিল্পপতি লতা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান জনাব,আইউব আলী ফাহিম, সদ্য যোগদানকৃত জিএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোল্যা নজরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানান।

    এসময় আইউব আলী ফাহিম পুলিশ কমিশনার মহোদয়ের নেতৃত্বের প্রশংসা করেন এবং তার নেতৃত্বে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

    এ সময় জিএমপির অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।