ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহব্যাপী কৃত্তিম সার সংকটের মধ্যে অভিযান শুরু করেছে স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার অবৈধ ভাবে সার মজুদ রাখার দায়ে দুই ব্যবসায়ীকে এক লাখ কুড়ি হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ১২’শ বস্তা সার জব্দ করা হয়েছে। দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুরে অভিযান চালিয়ে এ দন্ডাদেশ প্রদাণ করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমীন আক্তার সুমী। ঝিনাইদহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম জানান, কিছু সাধু ব্যবসায়ী রাসায়নিক সারের অবৈধ মজুদ করে কৃত্তিম সংকট সৃষ্টির চেষ্টা করছে। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার হাটগোপালপুরে অভিযান চালানো হয়। এ সময় সার ব্যবসায়ী রফিকুল ইসলামের গোডাউন থেকে ৮’শ বস্তা ও অন্য একটি দোকান থেকে ৪’শ বস্তা ডিএপি, টিএসপি ও ইউরিয়া সার জব্দ করা হয়। এ অপরাধে ব্যবসায়ী কৃষ্ণ গোপাল দত্তকে ১ লাখ ও কামরুল জোয়ার্দ্দারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত সার সদর উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের কাছে বিক্রির জন্য ডিলার ও সাব-ডিলারদের মাঝে সরবরাহ করা হয়। কৃষকরা জানিয়েছেন, ঘরে সার থাকতেও কতিপয় ডিলার সার দিচ্ছে না। আবার বেশি দাম দিলে সার দিচ্ছে। এখন সারের ভরা মৌসুম। জমিতে সার দিতে না পারলে ধানের ক্ষতি হবে। জেলার শৈলকুপা, হরিণাকুন্ডু, মহেশপুর ও কোটচাঁদপুরের সাব ডিলাররা সার নিয়ে কারসাজি করছে বলে অভিযোগ উঠেছে। আবার অনেক সার ডিলার গ্রামের বাজার ঘাটে ব্যবসা না করে শহরে বসে সার বিক্রি করছেন। শৈলকুপায় এমন অভিযোগ সবচে বেশি। ঝিনাইদহ সার ডিলার মালিক সমিতির সভাপতি হাজী জাঙ্গরীর বলেন, সারা জেলায় মোট ডিলার আছে ৭৩ জন। এসব ডিলারের আবার সাব ডিলার আছে ৬৫৭ জন। সাব ডিলাররা মুলত কৃত্তিম সার সংকট সৃষ্টির জন্য কৃষকদের মাঝে পেনিক সৃষ্টি করছে। তাছাড়া জেলায় কোন সারের সংকট নেই। হাজী জাহাঙ্গীর আরো জানান, জেলার ৬ উপজেলায় কথিত সার সংকট সৃষ্টির বিরুদ্ধে প্রশাসনের সহায়তায় অভিযান চালানো হচ্ছে।
Category: দেশজুড়ে
-
ঝিনাইদহে সারের অবৈধ মজুদ ১২’শ বস্তা সার জব্দ জরিমানা আদায়
-
নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
নড়াইলের পুলিশ সুপারের নির্দেশনায় নড়াইল জেলা পুলিশের বিশেষ অভিযান চলাকালে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ এর তত্ত্বাবধানে পৃথক দুটি অভিযানে এক মাদক ব্যবসায়ী এবং সাজাপ্রাপ্ত এক পলাতক আসামি গ্রেফতার হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানার এএসআই দুরান্ত আনিস, মাহফুজ ও রহমান সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান চালিয়ে নড়াইল সদর থানাধীন কালিনগর গ্রামের জনৈক রাজ্জাক ফারাবীর ছেলে মাদক ব্যবসায়ী মোঃ সাজ্জাদ ফরাজি রাজিব (২২)কে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে। আসামির বিরুদ্ধে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
অপর এক অভিযানে সদর থানার এএসআই আনিস, মাহফুজ ও রহমান সঙ্গীয় ফোর্সসহ নড়াইল সদর থানাধীন দুর্গাপুর গ্রামের জনৈক দরবেশ শরীফ এর ছেলে পাঃ জাঃ ০৯/১৭ এর সাজা পরোয়ানাভুক্ত আসামি মোঃ সাদ্দাম হোসেন শরিফকে গ্রেফতার করে। আসামীদ্বয়কে থানা হাজতে প্রেরণ করা হয়েছে। -
নড়াইল সদর থানার পুলিশের হাতে ভূয়া ডিজিএফআই গ্রেফতার
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইল সদর থানার পুলিশের হাতে ভূয়া ডিজিএফআই গ্রেফতার। নড়াইলে ভূয়া ডিজিএফআই ও সেনাবাহিনী’র সদস্য পরিচয়দানকারী সোহেল রানা (২৪),নামের এক প্রতারককে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান,
বুধবার (৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল থেকে তাকে গ্রেফতার করা হয়। এদিকে, একই দিন রাত ৯টার সময় নড়াইল পৌর-সভার মহিষখোলা গ্রামের মোহাম্মদ রাব্বি শেখ (২২) নামের এক যুবক বাদী হয়ে থানায় সোহেল রানার নামে মামলা দায়ের করেন,পরে একই দিন রাত ১১টার সময় তাকে গ্রেফতার করা হয়। সোহেল রানা নড়াইল সদর থানার শংকরপুর গ্রামের অহিদুর মোল্লার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,সোহেল রানা নিজেকে সেনাবাহিনীর সদস্য ও ডিজিএফআই সদস্য হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন এলাকার লোকজনকে ওই বাহিনীতে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে টাকা আত্মসাৎ করেছে। এছাড়া সেনাবাহিনীর সদস্য পরিচয়ে জেলার কালিয়া থানার জামরিল ডাঙ্গা গ্রামের মফিজার গাজীর মেয়ে ঝর্ণা আক্তারকে বিয়ে করে। বিয়ের পর সদর উপজেলার মহিষখোলা এলাকায় একটি ভাড়া বাসায় তারা বসবাস করতেন। প্রতরাণার বিষয়টি জানাজানি হলে সম্প্রতি তাদের ডিভোর্স হয়ে যায়। পরে আবারও ভূয়া পরিচয়ে আরেকটি বিয়ে করতে গেলে ধরা পড়েন সোহেল রানা। আটক সোহেল রানা বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন পরিচয় দিয়ে মেয়েদের সঙ্গে প্রতারণা করতো বলেও অভিযোগ রয়েছে তার নামে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাহমুদুর রহমান সাংবাদিকদের বলেন,সোহের রানা যেভাবে প্রতারণা করে,তা কারোরই বোঝার কোনো উপায় নেই,তদন্ত করে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান। -
ধামইরহাটে ৪৯তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
নওগাঁর ধামইরহাটে ৪৯তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ের সমাপনী, সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ ৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩ টায় বাংলাদেশ জাতীয় স্কুল, মাদারাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে উপজেলার সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ইউএনও আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা এক্কা, ওসি মোজাম্মেল হক কাজী, সরকারী এম এম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কবি এস এম আব্দুর রউফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ, একাডেমিক সুপারভাইরজার কাজল কুমার সরকার, প্রধান শিক্ষক এস এম খেলাল রব্বানী, আব্দুর রহমান সাবু, মুকুল হোসেন, সাবিহা ইয়াসমিন প্রমুখ। পরে ফুটবল প্রতিযোগিতায় উপজেলা চ্যাম্পিয়ন ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের দলনেতার হাতে ট্রফি ও সনদ তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। ১০টি ইভেন্টে ফুটবল, কাবাডি, সাতার, হ্যান্ডবল দাবা প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীগণ অংশ গ্রহণ করেন।
আবুল বয়ান
ধামইরহাট,নওগাঁ। -
রাঙ্গাবালীর চরমোন্তাজে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
রফিকুল ইসলাম, রাঙ্গাবালী (পটুয়াখালী)
পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের ৪নং বিটে, বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১১টায় রাঙ্গাবালী থানার চরমোন্তাজ ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
চরমোন্তাজ ইউনিয়ন পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এস আই) সজল কুমার দাশ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম মজুমদার ।
এ সময় ওসি বলেন,মাদকমুক্ত সমাজ গড়তে হলে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে আপনারা পুলিশকে তথ্য দিবেন সেবা নিবেন রাঙ্গাবালী উপজেলার প্রতিটি ইউনিয়নে আমাদের বিট আছে তাদেরকে তথ্যদিন, কেউ অপরাধ করলে আমাদের কে ফোন দিবেন আমরা আপনাদের পরিচয় গোপন রাখবো ।
এসময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ এর উপ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক ওয়াহিদ খান রাজ, চরমোন্তাজ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রাসেল খান, চরমোন্তাজ পুলিশ তদান্তকেন্দ্র ইনচার্জসহ অনেকে ।
রফিকুল ইসলাম
রাঙ্গাবালী পটুয়াখালী সংবাদদাতা। -
বানারীপাড়ায় স্মরণিকা “প্রগতি” প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠান
আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:বরিশালের বানারীপাড়ায় বুধবার ৭ সেপ্টেম্বর বিকেল ৫ টায় বাংলাদেশ প্রগতি লেখক সংঘ বানারীপাড়া শাখার উদ্যোগে স্মরনিকা “প্রগতি” প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়। বানারীপাড়ার সংস্কৃতি সংগঠন নতুনমুখ মিলনায়তনে প্রগতি লেখক সংঘের সভাপতি মোয়াজ্জেম হোসেন মানিকের সভাপতিত্বে মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘ বরিশাল জেলা শাখার সভাপতি বিশিষ্ট কবি ও ছড়াকার অপূর্ব গৌতম। বাংলাদেশ প্রগতি লেখক সংঘ বানারীপাড়া শাখার সাধারণ সম্পাদক এবং প্রগতি প্রকাশনার সম্পাদক এস মিজানুল ইসলামের সঞ্চালনায় আলোচনা করেন প্রধান অতিথি বানারীপাড়া পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা খেলাঘর আসরের সভাপতি মোশাররফ হোসেন, কবি ও লেখক শিক্ষক আব্দুল আউয়াল মিলন, শিক্ষক মোঃ আতিকুর রহমান। উপস্থিত ছিলেন নতুনমুখের সম্পাদক মোঃ শাজাহান, লেখক অনুপ কুমার গুহ, সাবেক শিক্ষক হরে কৃষ্ণ বিশ্বাস, প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক মোঃ জাহিদ হোসেন, শিক্ষক বিমল ঘরামী, খেলঘর সম্পাদক মোঃ খাইরুল ইসলাম, শিক্ষক মোঃ হাসান আহমেদ প্রমূখ।
আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি: -
নড়াইলের মহাজন-বড়দিয়া ঘাট এক বছর আগে ফেরি এলেও চালু হয়নি
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের কালিয়া উপজেলার নবগঙ্গা নদীর মহাজন-বড়দিয়া ঘাটে প্রায় এক বছর আগে দুটি ফেরি আনা হয়েছে। এখনো ওই ঘাটে ফেরি চলাচল শুরু হয়নি।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উদাসীনতা ও অবহেলার কারণে ফেরি চালু হচ্ছে না। তবে সওজের কর্মকর্তারা বলছেন, দুই মাস আগে ঘাটের সংযোগ সড়কের কাজ শেষ হয়েছে। জনবলসংকটের কারণে ফেরি চালানো যাচ্ছে না।
ওই ঘাটের পশ্চিম পারে মহাজন বাজার, এ পারে লোহাগড়া উপজেলা ও নড়াইল জেলা সদর এবং পূর্ব পারে বড়দিয়া বাজার, এ পারে নড়াগাতী থানা ও কালিয়া উপজেলা সদর। এটি এক সময় নৌবন্দর ছিল। এখনো আছে নৌ পুলিশ ফাঁড়ি। জেলার মধ্যে টিন বিক্রির সবচেয়ে বড় মোকাম এখানে অবস্থিত। বড়দিয়া ও মহাজন বাজার দুটি অন্তত ১৫ কিলোমিটারের মধ্যে সবচেয়ে বড় বাজার। এ বাজারে কয়েকটি ব্যাংক, এনজিওর কার্যালয় ও বড় খাদ্যগুদাম রয়েছে। এর আশপাশে রয়েছে মুন্সি মানিক মিয়া ডিগ্রি কলেজ, বড়দিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়, ফজিলাতুন্নেছা মুজিব মাধ্যমিক বিদ্যালয়, টুনা ইসলামিয়া মাদ্রাসা ও মহাজন মাধ্যমিক বিদ্যালয়সহ অন্তত ২০টি শিক্ষাপ্রতিষ্ঠান। স্থানীয় মাউলি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রোজী হক বলেন, ‘নবগঙ্গা ও মধুমতী নদী পরিবেষ্টিত এলাকাটি পুরোনো ঐতিহ্যবাহী জনপদ। নদীবন্দরের কারণে একসময় আশপাশের জেলা থেকে এখানে বড় বড় ব্যবসায়ীরা মোকাম করতে আসতেন। সে ঐতিহ্য এখনো বিলীন হয়নি। অনেক আগেই এখানে সেতু হওয়া উচিত ছিল। সেতু হয়নি, সওজ ফেরি চালু করতে প্রায় এক বছর আগে দুটি ফেরি আনে, তা–ও চালু হলো না।
এই ঘাটে নৌকায় পারাপারের ব্যবস্থা। কোনো গাড়ি পারাপার করা যায় না। গাড়ি পার করতে হলে ৩০ থেকে ৪০ কিলোমিটার ঘুরে গোপালগঞ্জের চাপাইল সেতু বা কালিয়ার বারইপাড়া ফেরিঘাট দিয়ে আসতে হয়। দ্রুত অসুস্থ রোগী অ্যাম্বুলেন্সে নিতে হলে এভাবে ঘুরে গোপালগঞ্জ, খুলনা, নড়াইল ও ঢাকায় নিতে হয়। মহাজন ঘাট পর্যন্ত যাত্রীবাহী বাস আসে। ফেরি চালু হলে নড়াগাতী ও কালিয়ায় বাস চলাচল করতে পারবে। প্রাইভেট কার, মাইক্রোবাসসহ ছোট পরিবহন চলতে পারবে।
বড়দিয়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জগদীশ চন্দ্র সরকার বলেন, বড়দিয়া ও মহাজন ঐতিহ্যবাহী পুরোনো বড় বাজার। ফেরি চালু না হওয়ায় পণ্য পরিবহনের জন্য কাভার্ড ভ্যান, ট্রাক, পিকআপ, ট্রলি, ভ্যান, নছিমন চলতে পারে না। এ জন্য ওই ঘাটে এসে কুলি দিয়ে পণ্য নামিয়ে নৌকায় ওঠাতে হয়। এতে ভোগান্তির পাশাপাশি খরচও বাড়ে। এ ছাড়া উভয় পারেই নৌকার ঘাট সমতল নয়, খাঁড়া। তাই ওঠানামাও বিপজ্জনক।
সরেজমিন দেখা যায়, মহাজন খেয়াঘাটের ১০০ ফুট উত্তরে উভয় পাড়ে পন্টুন ও সংযোগ সড়ক প্রস্তুত আছে। মহাজন পাড়ে পন্টুনের সঙ্গে দুটি ফেরি বাঁধা রয়েছে।
কালিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, ‘ফেরি চালু না হওয়ায় জনগণের ভোগান্তি হচ্ছে। বিষয়টি নিয়ে সওজ বিভাগের সঙ্গে এর আগে কথা বলেছি। আবারও বলব। জেলা প্রশাসনকেও জানাব।
সওজের নড়াইল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুজ্জামান বলেন, ‘এক বছর আগে এ ঘাটে ফেরি আনা হয়েছে, তবে পন্টুন ও সংযোগ সড়ক প্রস্তুত ছিল না। দুই মাস আগে তা প্রস্তুত করা হয়েছে। কিন্তু লোকবলসংকটে ফেরি চালু করা যাচ্ছে না। কালনা সেতু চালু হলে সেখানকার লোকবল দিয়ে এ দুটি ফেরি চালু করার চেষ্টা চালাব।
এটি এক সময় নৌবন্দর ছিল। এখনো আছে নৌ পুলিশ ফাঁড়ি। জেলার মধ্যে টিন বিক্রির সবচেয়ে বড় মোকাম
স্থানীয়দের অভিযোগ, সওজের অবহেলার কারণে ফেরি চালু হচ্ছে না।
সওজের কর্মকর্তারা বলছেন, জনবলসংকটের কারণে ফেরি চালানো যাচ্ছে না। -
বানারীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
আব্দুল আউয়াল বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:
বানারীপাড়ায় মন্দিরে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থী সৌরভ হালদারের (১৫) মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে বানারীপাড়া সদর ইউনিয়নের আলতা গ্রামের সুরেশ হালদারের ছেলে এবং সরকারি বানারীপাড়া মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) হাইস্কুল থেকে এ বছর এসএসসি পরীক্ষার্থী। জানা গেছে, বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে সৌরভ আলতা সৎ সঙ্ঘ মন্দিরে ধর্মীয় অনুষ্ঠানে স্বেচ্ছাশ্রমে কাজ করছিলো। দুপুর ২টার দিকে রান্নার কাজে পানির জন্য মটরের সূইচ অন করলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে মন্দিরের লোকজন অচেতন অবস্থায় সৌরভকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ১৫ সেপ্টেম্বর অনুষ্টিতব্য এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের মাত্র এক সপ্তাহ আগে সৌরভকে হারিয়ে মা-বাবা পাগলপ্রায়। সৌরভ হালদারের অকাল মৃত্যুতে তার আত্মীয়-স্বজন, শিক্ষক-শিক্ষিকা ও সহপাঠিসহ সকলের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।
আব্দুল আউয়াল
বানারীপাড়া, বরিশাল প্রতিনিধি। -
র্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জের রায়গঞ্জে ১৪ (চৌদ্দ) কেজি গাঁজাসহ ০১ জন শীর্ষ মাদক ব্যবসায়ী আটক
প্রেস বিজ্ঞপ্তি।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
এর ধারাবাহিকতায় ০৭/০৯/২০২২ ইং তারিখ বিকেল ০৩:২০ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন ০৫ নং চান্দাইকোনা ইউপিস্থ পিংকি পেট্রোল পাম্পের সামনে ঢাকা হতে নঁওগাগামী একটি যাত্রিবাহী বাসে তল্লাশী চালিয়ে ১৪ (চৌদ্দ) কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়াও তাহার নিকট হইতে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১ টি মোবাইল এবং ০১ টি বাসের টিকিট জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীঃ ১। মোঃ ইমাম হোসেন (২৭), পিতা-মোঃ ছফিউল্যা, সাং-করইশ, থানা-কচুয়া, জেলা-চাঁদপুর।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২ বদ্ধপরিকর।
র্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
স্বাক্ষরিত
মোঃ মোস্তাফিজুর রহমান
সহকারী পুলিশ সুপার
মিডিয়া অফিসার
র্যাব-১২
মোবা-০১৭৭৭-৭১১২০৩
-
মানিকছড়িতে ক্যান্সারে আক্রান্ত শানুকে বাঁচাতে পরিবারের আকুতি
মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি।
মাত্র ১৪ বছরের কিশোরী শানু আক্তারের শরীরে বাসা বেঁধেছে ঘাতক ব্যাধি ব্লাড ক্যান্সার। গত মাসের শুরুর দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের নিকট নেয়া হয় শানুকে। পরে সকল পরীক্ষা নিরীক্ষা করার পর তার ব্লাড ক্যান্সার ধরা পড়ে।
সদ্য কিশোরী শানু নিজেও জানেনা কতটা জটিল ও ব্যয়বহুল ব্যাধিতে আক্রান্ত সে। শুধু মলিন মুখখানা নিয়ে বাবা-মার কাছে জানতে চায় সুস্থ হবে কবে। হত-দরিদ্র দিনমজুর বাবা নিজের অশ্রুসিক্ত চোখ দুটি মুছে মেয়েকে শুধুই আশ্বাস দিতে থাকে। আর এ দিকে ব্যয়বহুল এই রোগের পরীক্ষা নিরিক্ষ ও চিকিৎসা করাতে তার বাবা ইতোমধ্যে খরচ করেছেন লক্ষাধিক টাকা। ঋণ করে চিকিৎসা চালিয়ে নিলেও এখন চোখে মুখে অন্ধকার দেখছেন তিনি।
শানু আক্তার খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তুলাবিল গ্রামের হত-দরিদ্র দিনমজুর মো. আবুল খায়েরের বড় মেয়ে।
শানুর কেমোথেরাপি, ব্লাড ও আনুষঙ্গিক খরচসহ চিকিৎসায় প্রায় ১০-১৫ লাখ টাকার প্রয়োজন। চিকিৎসকরা শানুর বাবাকে জানিয়েছেন নিয়মিত মেয়ের চিকিৎসা চালিয়ে যেতে হবে। এ অবস্থায় তার বাবা মেয়ের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও প্রবাসী ভাই ও বোনদের কাছে সহযোগিতা কামনা করেছেন। এছাড়াও যেকেউ চাইলে শানুকে B+ গ্রুপের রক্ত প্রদান করে সহায়তা করতে পারেন। যেকোন প্রকার সহায়তা পাঠানোর জন্য যোগাযোগ করুন: মো. আবুল খায়ের 01836-715508 (বিকাশ পার্সোনাল),