Category: দেশজুড়ে

  • রাজশাহীতে সাংবাদিকদের উপর হামলাকারীদের গ্রেপ্তারে আল্টিমেটাম

    রাজশাহীতে সাংবাদিকদের উপর হামলাকারীদের গ্রেপ্তারে আল্টিমেটাম

    হায়দার আলী।
    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীতে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে আবারও ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন গণমাধ্যমকর্মীরা।

    রোববার সকালে রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ থেকে আল্টিমেটাম দিয়ে বক্তারা বলেন, হামলার সঙ্গে জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। আর এই নির্ধারিত সময়ের মধ্যে গ্রেপ্তার না হলে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় ঘেরাওসহ বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতরা যেন উচ্চ আদালত থেকে জামিন না পাই এ জন্য বিচারপ্রতিদের প্রতি অনুরোধ জানান সিনিয়র সাংবাদিকরা।

    রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান শ্যামলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বিএফইউজের ভারপ্রাপ্ত মহাসচিব রাশেদ রিপন, সিনিয়র সাংবাদিক হাসান মিল্লাত, লিয়াকত আলী, আহমেদ শফি উদ্দিন, বিএফইউজের নির্বাহী পরিষদ সদস্য বদরুল হাসান লিটন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তানজিমুল হক, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদসহ রাজশাহীর গণমাধ্যমকর্মীরা।

    উল্লেখ্য, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ কার্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে গত ৫ সেপ্টেম্বর এটিএন নিউজের দুই সাংবাদিক হামলার শিকার হন। এ ঘটনায় সাতজনের নাম উল্লেখসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়। কিন্তু এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।

  • ময়মনসিংহ সদরে জেলা পরিষদ সদস্য পদে আলভীর পক্ষে ঐক্যবদ্ধ ভোটাররা

    ময়মনসিংহ সদরে জেলা পরিষদ সদস্য পদে আলভীর পক্ষে ঐক্যবদ্ধ ভোটাররা

    আরিফ রববানী ময়মনসিংহ।
    ময়মনসিংহে জেলা পরিষদ নির্বাচনে ময়মনসিংহ সদর এলাকার সদস্য পদে প্রার্থী হয়েছেন তরুণ মেধাবী রাজনীতিবিধ,সমাজ সেবক ও যুবনেতা আল আমিন আলভী।

    রবিবার (১৮সেপ্টেম্বর) বাছাই পর্বে জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন পত্র বৈধ বলে গ্রহণ করায় বৈধ প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের তৃর্ণমুল নেতাকর্মী সহ উপজেলার সকল জনপ্রতিনিধিদের মাঝে উৎসাহ উদ্দীপনার দেখা দিয়েছে। বিগত দিনে কোন ক্ষমতায় না থেকেও বিভিন্ন জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীদের সাথে থাকায় প্রার্থী হিসাবে তাকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছেন দলীয় নেতাকর্মী,জনপ্রতিনিধি সহ সকল পেশাশ্রেণীর মানুষ।

    এবিষয়ে আল আমিন আলভী বলেন, আমি জনগণের সেবক হিসেবে থাকতে চাই। মানুষের কল্যাণে জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করতে চাই। নির্বাচনে উপজেলার সবার সহযোগিতা ও দোয়া চাই। আমি নির্বাচিত হলে দল ও মতের উর্ধ্বে থেকে কাজ করবো। আর সরকারের উন্নয়ন কাজগুলো বাস্তবায়নের অংশ হিসেবে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হয়ে সদরবাসীর পাশে থাকতে চাই। সদর উপজেলায় জেলা পরিষদের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে সোচ্চার ভুমিকা পালন করবো।

    তিনি আরও বলেন, আসন্ন জেলা পরিষদের নির্বাচনে সদস্য পদে বিজয়ী হলে এলাকার অবকাঠামো উন্নয়নে ভুমিকা রাখবো। বিভিন্ন সময় দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে না থেকে দল ও গণমানুষের জন্য কাজ করেছি। কিন্তু জনপ্রতিনিধি না হওয়ায় উন্নয়নমুলক কাজে অংশ নিতে পারিনি।

    তিনি বলেন-এলাকার উন্নয়নের স্বার্থেই আমার এই নির্বাচনে অংশ নেয়া। সদরের উন্নয়ন কর্মকাণ্ড কে এগিয়ে নিতে জেলা পরিষদ নির্বাচনে সদর উপজেলার সদস্য পদে সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।

  • চেয়ারম্যানের অপসারণের দাবীতে মোংলায় বিক্ষোভ ভুক্তভোগী গ্রামবাসীর

    চেয়ারম্যানের অপসারণের দাবীতে মোংলায় বিক্ষোভ ভুক্তভোগী গ্রামবাসীর

    মোংলা প্রতিনিধি
    মোংলায় মিঠাখালী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উৎপল কুমার মন্ডলের দুর্নীতি, অনিয়মের বিচার ও অপসারণের দাবীতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন এবং সমাবেশ করেছেন ওই ইউনিয়নেরই সহস্রাধিক নারী-পুরুষ। রবিবার বেলা সোয়া ১১টায় ‘মিঠাখালী ইউনিয়ন বাসী’ ব্যানারে ঠোটারডাঙ্গা এলাকায় এ কর্মসূচী পালন করেন ভুক্তভোগীরা। চেয়ারম্যান উৎপল কুমার মন্ডলের বিরুদ্ধে মিঠাখালী ইউনিয়ন বাসীর আয়োজনে অনুষ্ঠিত এ বিক্ষাভ, মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন মিঠাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ইস্রাফিল হাওলাদার, মিঠাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রীতিষ চন্দ্র হালদার, ইউনিয়নটির ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর শেখ, ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি মেম্বর আরিফ হোসেন, ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি মেম্বর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আশিষ কুমার এবং ভুক্তভোগী নারী অনিতা মিস্ত্রীসহ অন্যান্যরা।
    এ সময় বক্তারা বলেন, এর আগে গত ৮ সেপ্টেম্বর চেয়ারম্যান উৎপল কুমার মন্ডলের নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে উপজেলা পরিষদের সামনে বিক্ষাভ প্রদর্শন ও মানববন্ধন করেন মিঠাখালী ইউনিয়নের ভুক্তভোগী নারী-পুরুষেরা। তখন চেয়ারম্যান উৎপল কুমার মন্ডলের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার। কিন্তু এখনও পর্যন্ত সেই সকল অভিযোগের তদন্ত আলোর মুখ দেখছেনা বলেও অভিযোগ করেন তারা। বক্তারা আরো বলেন, পূর্বের ওএমএস কার্ডধারী অসহায়, দুস্থ পরিবারের নাম কেটে চেয়ারম্যান উৎপল তার পছন্দের লোকজন ও নিজ পরিবারসহ আত্মীয়স্বজনদের সেই কার্ড দিয়েছেন। এছাড়াও চেয়ারম্যান উৎপল ভিজিডির সিদ্ধ চাল উত্তোলন করে তা কালো বাজারে বিক্রি করে আর্থিক সুবিধা নিয়ে কম দামের খাবার অনুপযোগী আতপ চাল দিয়েছেন ইউনিয়নের হতদরিদ্রদের। অপরদিকে সরকারীভাবে বরাদ্দ বিভিন্ন প্রকল্পে ব্যাপক অনিয়ম, দুর্নীতির কথা তুলে ধরেন বক্তারা। বক্তারা আরো বলেন, উৎপল কুমার মন্ডল চেয়ারম্যান হওয়ার পর তার আত্মীয়স্বজনেরা ইউনিয়নের বিভিন্ন এলাকার রাস্তার পাশের সরকারী গাছ কেটে নিয়ে গিয়ে আত্মসাৎ করেছেন। এছাড়া কাবিখা প্রকল্প দিয়ে তার নিজ বাড়ীতে মাটির কাজ করিয়েছেন। এ কাজের তদারকিকারী ট্যাগ অফিসার উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ সোহান আহমেদকেও চেয়ারম্যানের আপন ভাই লাঞ্চিত করেন। চেয়ারম্যান ও তার ভাইর বিরুদ্ধে এসব অনিয়মের অভিযোগের তদন্ত রয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে। অজ্ঞাত কারণে সে তদন্ত আলোর মুখ দেখছেনা বলেও অভিযোগ করেন বক্তারা।

  • কেন্দুয়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

    কেন্দুয়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

    হুমায়ুন কবির কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ

    ঢাকার পল্লবীসহ দেশব্যাপী বিএনপির চলমান কর্মসূচিতে পুলিশের গুলিবর্ষণ ও আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস হামলার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার (১৮ সেপ্টেম্বর) সকালে কেন্দুয়া পৌরশহরের খাদ্য গুদাম সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে এসব কর্মসূচি পালন করা হয়।

    কেন্দুয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সন্জুর রহমান ভুঁইয়ার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, সাবেক পৌর মেয়র, উপজেলা বিএনপির তিনবারের সাবেক সাধারণ সম্পাদক ও নেত্রকোনা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব মো. দেলোয়ার হোসেন ভূইয়া দুলাল।

    এ সময় উপস্থিত ছিলেন মাসকা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, মো. নজরুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো. ফরিদ আহমেদ, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য মো. ফরহাদ হোসেন ভূইয়া, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মো. শাওন খন্দকার জুয়েল, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. আতাউল হক মিন্টু, জেলা ছাত্রদলের সহসভাপতি মো. পায়েল ভূইয়া, উপজেলা ছাত্রদলের যুগ্মআহবায়ক মো. সাফিন আহমেদ ভুঁইয়া প্রিন্স, উপজেলা ছাত্রদলের সদস্য মিজানুর রহমান সাব্বির, সাবেক সদস্য মারুফুল ইসলাম রনি, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবুল হাসনাত আরিফ, চিরাং ইউনিয়ন ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক দীপংকর বাবুসহ দলীয় নেতৃবৃন্দ।

    হুমায়ুন কবির কেন্দুয়া নেত্রকোনা থেকে।

  • আগৈলঝাড়া ভালুকশী গাঁজা সেবনের অপরাধে তিন মাসের কারাদন্ড প্রদান

    আগৈলঝাড়া ভালুকশী গাঁজা সেবনের অপরাধে তিন মাসের কারাদন্ড প্রদান

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের আগৈলঝাড়ায় গাঁজা সেবনের অপরাধে এবং পরিবারের লোকজনকে মারধরের অপরাধে এক যুবকককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন।

    শনিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার রাজিহার ইউনিয়নের ভালুকশী গ্রামের ঘটনাস্থলে পুলিশ নিয়ে উপস্থিত হয়ে গাঁজা সেবনের সময় হাতেনাতে আটক করে বিচারক এই সাজার রায় প্রদান করেন।তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি ভালুকশী গ্রামের কাজী সাইফুল ইসলামের ছেলে কাজী সানোয়ার হোসেন শুভ (২৬)।আদালতের বিচারক মোঃ সাখাওয়াত হোসেন জানান, অভিযুক্ত সানোয়ার নিয়মিত মাদক সেবন করে আসছিলো।
    মাদক সেবনে তার পরিবারের সদস্যরা বাধা দেয়ায় সে পরিবার সদস্যদের প্রায়ই মারধর করত সানোয়ার।
    পরিবার সমস্যদের লিখিত অভিযোগের ভিত্তিতে শনিবার রাত সাড়ে নয়টার দিকে এসআই নুরে আলম সিদ্দিক, এসআই আলীহোসেন, এসআই তারিকুল ইসলাম, এএসআই আবু সালেহসহ সঙ্গিয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে নিজ ঘরে গাঁজা সেবনরত অবস্থায় সানোয়ারকে আটক করে উল্লেখিত রায় প্রদান করেন।
    পুশিশ সাজাপ্রাপ্ত সানোয়ারকে রাতে থানা হাজতে আটক রেখেছে। রবিবার গ্রেফতারকৃতকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরন করা হবে।

  • আগৈলঝাড়ারায় দুই বিচারপতি মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন করেন

    আগৈলঝাড়ারায় দুই বিচারপতি মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন করেন

    আগৈলঝাড়ারা প্রতিনিধিঃ-

    বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল গ্রামে বাশাইল হাফেজিয়া মাদ্রাসার (প্রকাশ বাশাইল দারুল উলুম মাদ্রাসা) নতুন ভবন উদ্বোধন, শিক্ষার্থীদের নতুন ভবনে স্থানান্তর ও মুহতামিম হাফেজ শাহাবুদ্দিন হাওলাদারের বিদায় সম্বর্ধনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এস এম আলী আহমেদ সভাপতি মাদ্রাসা পরিচালনা কমিটি।বাশাইল হাফেজিয়া মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন, শিক্ষার্থীদের নতুন ভবনে স্থানান্তর ও মুহতামিম হাফেজ শাহাবুদ্দিন হাওলাদারের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শহিদুল করিম বিচারপতি সুপ্রিম কোর্ট।
    বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ আমিনুল ইসলাম অতিরিক্ত বিচারপতি সুপ্রিম কোর্ট, ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মাহাবুবুল করিমসহ মাদ্রাসা পরিচালনা কমিটি ও
    এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ
    সভায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম মুফতি মাওলানা আব্দুর রহমান। উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ মাদ্রাসা উন্নয়নের জন্য আশা ব্যক্ত করেন।

  • বাকেরগঞ্জে জমি দখল করতে চন্দ্রবিন্দুর কালামের মার্কেট ভাংচুরের নাটক

    বাকেরগঞ্জে জমি দখল করতে চন্দ্রবিন্দুর কালামের মার্কেট ভাংচুরের নাটক

    বাকেরগঞ্জ প্রতিনিধিঃ

    বরিশালের বাকেরগঞ্জে অন্যের জমি জবর দখল করতে চন্দ্রবিন্দুর স্বত্তাধিকারী আবুল কালামের বিরুদ্ধে নিজের নির্মাণাধীন মার্কেটের ভেঙে বিএনপি নেতা ও তার পরিবারের নামে যন্ত্রমূলক একের পর এক মামলা করার অপচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

    শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের পেয়ারপুর বাজারে রাত সাড়ে ৮ টার সময় এ ঘটনা ঘটানো হয়।

    অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার কবাই ইউনিয়নের আব্দুল কুদ্দুসের সাথে ওই ইউনিয়নের চন্দ্রবিন্দুর স্বত্বাধিকারী আবুল কালামের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। কবাই ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল কুদ্দুস মিয়ার স্ত্রী সাবেক ইউপি মোসা: সাজেদা বেগম জানান, চন্দ্রবিন্দুর আবুল কালাম ও ইঞ্জিনিয়ার আবুল বাশার তাদের বসতবাড়ির কিছু জমি জালজালিয়াতি করে দলিল করেছে। গত কয়েকমাস আগে ভূমি অফিসে সেই জমির রেকর্ড করতে গেলে জাল দলিলের মিলে। জাল দলিলের মাধ্যমে চন্দ্রবিন্দুর কালাম ও ইঞ্জিনিয়ার বাশাররা তাদের বসত বাড়ির জমি জবর দখল করতে উঠে পরে লাগে। তিনি জানান, গত ৭ সেপ্টেম্বর র‍্যাবের সোর্সের মাধ্যমে কালাম ও বাসার পরিকল্পিতভাবে তার বসতঘরে জাল টাকা, অস্ত্র ও মাদক রেখে তার পুত্র মেহেদী হাসান শৈশবকে গ্রেফতার করিয়েছে। এমন কি ওই মামলায় তার স্বামী বিএনপি নেতা আব্দুল কুদ্দুস মিয়াকেও আসামি করা হয়। ওই মামলায় তার স্বামী বর্তমানে পলাতক রয়েছেন। এমনকি তিনি পা ভেঙে অসুস্থ অবস্থায় বাসায় চিকিৎসাধীন রয়েছেন।

    কান্না জড়িত কন্ঠে সাজেদা বেগম জানান, তার স্বামী ও পুত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক তিনটি মামলা করেই ক্ষান্ত হয়নি চন্দ্রবিন্দুর কালাম গংরা। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার সময় পেয়ারপুর বাজারের বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে সেই সুযোগে কালাম ও আবুল বাসার ৮-১০ জন লোক নিয়ে চন্দ্রবিন্দু কমপ্লেক্সের দ্বিতীয় তলায় লাগানো কাঁচের ক্লাস ভেঙ্গে প্রাইভেট কারযোগে চলে যায়। এ ঘটনায় একটি মিথ্যা ও কাল্পনিক ঘটনা সাজিয়ে বাকেরগঞ্জ থানায় তিনিসহ ৫-৭ জনের নামে অভিযোগ দায়ের করেন।

    অসহায় গৃহবধূ সাজেদা বেগম বলেন, তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। চন্দ্রবিন্দুর কালাম ও ইঞ্জিনিয়ার বাসারের মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা থেকে অব্যাহতি পেতে তিনি জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি ও সহায়তা কামনা করেছেন।

  • ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের জীমূত বাহন পুজা অনুষ্ঠিত

    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের জীমূত বাহন পুজা অনুষ্ঠিত

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গত ১৭/১৮ শনিবার/রবিবার রাতে জীমূত বাহন পুজা অনুষ্ঠিত হয়।

    উক্ত পুজা অনুষ্ঠানে গান বাজনা,যেমন খুশি তেমন সাজো,বিভিন্ন সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে রাত্রি জাগরন হয়।সাংস্কৃতিক চর্চা কারীদের কে নারিকেল দিয়ে বিদায় করা হয় আবার কাউকে টাকা পয়সা দিয়ে বিদায় করা হয়।

    উক্ত অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি গীতি গমন চন্দ্র রায় গীতি,৭নং হাজীপুর ইউপির চেয়ারম্যান মোঃজয়নাল আবেদীন,ইউপি সদস্য মোঃকামরূজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন

    গীতি গমন চন্দ্র রায়
    স্টাফ রিপোর্টার।

  • বানারীপাড়ায় পোনা মাছ অবমুক্ত করেন এমপি শাহে আলম

    বানারীপাড়ায় পোনা মাছ অবমুক্ত করেন এমপি শাহে আলম

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:-

    বরিশালের বানারীপাড়ায় মৎস্য দপ্তরের উদ্দ্যোগে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ প্রকল্পের আওতায় পোনা মাছ অবমুক্ত করেন বরিশাল ২ আসনের এমপি মোঃ শাহে আলম। ১৮ সেপ্টেম্বর রবিবার সকাল ১১টায় সলিয়া বাক পুর ইউনিয়নের চৌয়ারিপাড়া ঈদগাহ লেকে মৎস্য দপ্তরের উদ্দ্যোগে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ প্রকল্পের আওতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহার সভাপতিত্বে পোনা মাছ অবমুক্ত করা হয়।
    এ সময় আরো উপস্থিত ছিলেন আ.রব কেন্দ্রীয় ঈদগাহ মাঠ কমিটির সভাপতি ডা.খোরশেদ আলম সেলিম, বানারীপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা, মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, ক্ষেত্র সহকারী বিনয় ভুষন মল্লিক, সলিয়াবাকপুর ইউপি চেয়ারম্যান মাষ্টার সিদ্দিকুর রহমান। এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক সুমম রায় সুমন, উপজেলা যুবলীগ নেতা মহসিন রেজা, মশিউর রহমান সুমন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী, প্রসঞ্জিত বড়াল, দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের মাঠ সহায়ক কর্মী এনামুল কবির, সুমন হাওলাদার।
    “নিরাপদ মাছে ভরব দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ “এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন বিল, প্রাতিষ্ঠানিক পুকুর, বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, স্কুলের পুকুরে পোনা মাছ বিতরন করা হয়।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া বরিশাল প্রতিনিধি।।

  • বানারীপাড়ার প্রবীন শিক্ষক আক্কাস আলীর জানাজা শেষে দাফন সম্পন্ন

    বানারীপাড়ার প্রবীন শিক্ষক আক্কাস আলীর জানাজা শেষে দাফন সম্পন্ন

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    বরিশালের বানারীপাড়া সরকারী ইউনিয়ন ইনষ্টিটিউশন (পাইলট) বিদ্যালয়ের সকলের প্রাণবন্ত সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আক্কাস আলী খান (৮৫) হৃদ স্পন্দন বন্ধ হয়ে ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটের সময় মারা গেছে ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শিক্ষক আক্কাস আলী খানের বড় ছেলে গাভা মাধ্যমিক বিদ্যালয়ের ক্রিড়া শিক্ষক ও বানারীপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি কেএম শফিকুল আলম জুয়েল জানান গত বৃহস্পতিবার রাতে তার বাবা ( আক্কাস স্যার) বুকে ব্যাথা অনুভব করলে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই তাকে বরিশাল শেবাচিমে ভর্তি করা হয়। এর পরে কিছুটা সুস্থতা অনুভব করলে শনিবার সন্ধ্যায় হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বরিশালের কালুশাহ সড়ক এলাকায় তার মেয়ে পুলিশ পরিদর্শক পল্লবীর বাসায় নিয়ে যাওয়া হয়। এর কিছুক্ষন পরে ওই বাড়িতেই তিনি মৃত্যু বরন করেন। মুহূর্তেই বানারীপাড়ার প্রিয় এ ব্যক্তির মৃত্যুর খবর ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শোকের ছায়া নেমে আসে বানারীপাড়ায়। মৃত্যুকালে প্রিয় আক্কাস স্যার দুই ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে মরহুমের জানাযায় উপস্থিত ছিলেন বরিশাল ২ আসনের সাংসদ মোঃ শাহে আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র গোলাম সালেহ মঞ্জু মোল্লা, ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা প্রমূখ।রবিবার সকালে তৃতীয় জানাযার নামাজ শেষে সলিয়া বাকপুর ইউনিয়নের চৌয়ারী পাড়া গ্রামে শিক্ষক আক্কাস আলী খানের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বানারীপাড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঘল সুমন শাফকাত, ফয়েজ আহমেদ, প্রচার সম্পাদক মাইদুল ইসলাম শফিক, সংবাদকর্মী আব্দুল আউয়াল প্রমূখ।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি