Category: দেশজুড়ে

  • শ্রমিক নেতা লাঞ্চিত, সড়ক অবরোধ; ক্ষমা চাইলেন আইনজীবী

    শ্রমিক নেতা লাঞ্চিত, সড়ক অবরোধ; ক্ষমা চাইলেন আইনজীবী

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ,
    পঞ্চগড়ে আইনজীবী কর্তৃক শ্রমিক নেতাকে লাঞ্ছিতের ঘটনায় সড়ক অবরোধ করে শ্রমিক ।রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে আদালত চত্তরে লাঞ্ছিত ঘটনায় দুপুর একটায় সড়ক অবরোধ ও আইনজীবী সমিতি ঘেরা করে।এতে বন্ধ হয়ে গেছে পঞ্চগড় থেকে সব র“টের বাস চলাচল। চরম দূর্ভোগে পড়েন পথচারীরা।

    জানা যায়,কয়েকজন আটক শ্রমিকের জামিনের জন্য আদালতে এ্যাডভোকেট আবুল কালাম আজাদ লিটনের কাছে মটর পরিবহণ শ্রমিক ইউনিয়ন ২৬৪ এর সাধারণ সম্পাদক আকবর আলী যায়।এক পর্যায়ে তাদের মাঝে বাক বিতন্ডা শুর“ হয়।এতে আইনজীবি আবুল কালাম আজাদ লিটন শ্রমিক নেতা আকবর আলীকে লাঞ্ছিত করে।পরে তাৎক্ষনিকভাবে বিষয়টি শ্রমিকদের মাঝে ছড়িয়ে পড়লে আদালতের মূল ফটক ও পঞ্চগড় জেলা শহরে প্রবেশের সড়কগুলো বন্ধ করে শ্রমিকসহ সংগঠনের নেতাকর্মীরা।

    এসময় শ্রমিকরা উত্তেজিত হয়ে আদালত চত্তরের আইনজীবীর সমিতি ও সেরেস্তা লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে।পরে আইনজীবী সমিতি ও শ্রমিক সংগঠনের যৌথ আলোচনায় প্রায় তিন ঘন্টা পর বিকাল ৪ টায় অবরোধ প্রত্যাহার করে।

    অভিযুক্ত আইনজীবী আবুল কালাম আজাদ লিটন জানান, গতকাল রাতে জুয়া খেলার অপরাধে ট্রাক টার্মিনাল এলাকা থেকে সাতজনকে আটক করে পুলিশ।সেখানে আমার একজন আত্মীয় ছিল। আমি তার জন্য আদালতে জামিনের আবেদন করি কিন্তু শ্রমিক নেতা আমাকে জামিন করতে দিবেনা। এনিয়ে দুপক্ষের হাতাহাতি হয়।

    পঞ্চগড়ে আসা তেঁতুলিয়া উপজেলার কয়েকজন যাত্রী সাথে কথা হলে তারা বলেন,শ্রমিক-আইনজীবীর দ্বন্দে আমরা সাধারণ মানুষ হয়রানিতে পড়েছি।দুই তিন ঘন্টা ধরে অপেক্ষা করেছি বাস চলাচল বন্ধ। শ্রমিক সংগঠনের সহ-সভাপতি নুরুজ্জামান জানান,আইনজীবীর সাথে শ্রমিক নেতা লাঞ্চিতের ঘটনায়, ওই আইনজীবী ক্ষমা চেয়েছেন।পরে আমরা অবরোধ প্রত্যাহার করে নেই।

    পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা আব্দুল লতিফ মিঞা জানান,দুই পক্ষে বসে বিষয়টিকে সমাধান করে।পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
    পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম জানান, আইনজীবি সমিতিকোর্টের পিপি, শ্রমিক নেতারাসহ আলোচনা করে বিষয়টি সমাধান করা হয়।

  • ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারক চক্রের একজন আটক দুজন পলাতক

    ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারক চক্রের একজন আটক দুজন পলাতক

    মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড় :
    তেঁতুলিয়া উপজেলার ২ নং তিরন‌ইহাট ইউপির হাকিমপুর গ্রামের মোঃ শহিদুল ইসলাম,পিতা মৃত আহাম্মদ আলী এর বসতবাড়ীর সামনে পুলিশ পরিচয়ে প্রতারণা ও জনৈক শহিদুল ইসলাম বসতবাড়ী তল্লাশি করার প্রস্তুতি নেওয়ার সময় স্থানীয় লোকজনদের সন্দেহ হলে স্থানীয় লোকজন তাদের আটক করে । এ সময় দুইজন আসামি দৌড়ে পালিয়ে যায় এবং একজনকে আটক করে স্থানীয় লোকজন পরে তেঁতুলিয়া মডেল থানার জানানো হলো তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আবু সাঈদ চৌধুরী নির্দেশে এস‌আই মোঃ মাহফুজ আলম সঙ্গীয় ফোর্স গিয়ে আসামীদের থানায় নিয়ে আসেন আসামীরা হলো( ১) মোঃ লালচাঁন( ৩২)পালক পিতা মোঃ ওমর আলী কান্ত মিয়া সাং‌ সোনাপোতা নতুনবন্দর সরকারপাড়া থানা দেবীগঞ্জ জেলা পঞ্চগড় , সাক্ষীগণের সম্মুখে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আসামিরা পলাতক আসামিদের নাম প্রকাশ করেন
    পলাতক আসামীরা হলেন (২) মোঃ আজিজুর রহমান (৩৫)পিতা_ অজ্ঞাত সাং তিরন‌ই (৩) মোঃ আঃ রহমান ( ৩০)পিতা_অজ্ঞাত সাং বাংলাবান্ধা উভয়ের থানা- তেঁতুলিয়া জেলা পঞ্চগড় ,
    এই বিষয়ে জানতে চাইলে তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আবু সাঈদ চৌধুরী জানান আসামীরা পুলিশের সদস্য না হওয়া সত্বেও পুলিশের নাম ভাঙ্গিয়ে প্রতারণার দায়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • দেশের যে কোন পরিস্থিতি সামলাতে সক্রিয়াভাবে কাজ করে আনসার ও ভিডিপি”-বললেন রংপুর রেঞ্জ পরিচালক আব্দুস সামাদ

    দেশের যে কোন পরিস্থিতি সামলাতে সক্রিয়াভাবে কাজ করে আনসার ও ভিডিপি”-বললেন রংপুর রেঞ্জ পরিচালক আব্দুস সামাদ

    জি এম রাঙ্গা।।

    ১৯ মার্চ সোমবার দুপুর ১২টায় আনসার ও ভিডিপি রংপুর রেঞ্জের পরিচালক মোঃ আব্দুস সামাদ, পিভিএমএস কর্তৃক কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীর সাথে মতবিনিময় করেন। এসময় তিনি উপস্থিত কর্মকর্তা, কর্মচারী, ইউনিয়ন দলনেতা-দলনেত্রী, আনসার কমান্ডার, অঙ্গীভূত পিসি-এপিসি ও আনসার-ভিডিপি সদস্য-সদস্যাদের উদ্দেশ্যে বলেন, “ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশের স্বাধীনতা যুদ্ধে এবং স্বাধীনতা উত্তর দেশের যে কোন ক্লান্তি কালে আনসার ও ভিডিপি সক্রিয়ভাবে কাজ করে উক্ত পরিস্থিতি অত্যান্ত সুচারুরুপে সামাল দিতে সক্ষম হয়েছে। যার ফলে সরকার এই বাহিনীকে অধিক কার্যকর আস্থাভাজন বাহিনী হিসেবে গ্রহণ করেছে। আগামী দিনগুলোতেও আমাদের এই গুরুদায়িত্ব সুচারু রুপে পালন করতে হবে। তিনি কেপিআই সংস্থায় কর্মরত অঙ্গীভূত পিসি-এপিসি ও আনসারদের উদ্দেশ্যে বলেন, “সংস্থাসমূহের উন্নয়ন বান্ধব পরিবেশ তৈরি করতে নিয়োজিত সংস্থায় নিরাপত্তা কাজে নিজেদেরকে নিবেদিত প্রাণ হিসেবে কাজ করতে হবে। তিনি সকলের উদ্দেশ্যে বলেন আসন্ন দুর্গাপুজায় যে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয় সেভাবে দায়িত্ব পালন করতে হবে।

    এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট চলতি দায়িত্ব মোঃ ইবনুল হক, নাগশ্বরীর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রাজেন চন্দ্র সরকার, উলিপুরের উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ সোলায়মান হোসেন, কুড়িগ্রাম সদরের উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন, ফুলবাড়ীর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ ফরহাদ আলম চৌধুরী, রাজিবপুরের উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রাশেদুল ইসলাম, ভুরুঙ্গমারীর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আনিছুর রহমান, রাজারহাটের উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জেসমনি নাহার, জেলা দপ্তরের হিসাবরক্ষক গোলাম মোস্তফা রাঙ্গাসহ উপজেলা প্রশিক্ষক-উপজেলা প্রশিক্ষিকা, ব্যাটালিয়ন আনসার, ইউনিয়ন ভিডিপি দলনেতা-দলত্রেী এবং আনসার কমান্ডারগণ।

    মতবিনিময় সভা শেষে ইউনিয়ন ভিডিপি দলনেতা এবং আনসার কমান্ডারদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। সবশেষে তিনি নবনির্মিত প্রশিক্ষণার্থীদের ডাইনিং রুম, গাড়ীর গ্যারেজ ও রান্নাঘর উদ্বোধন করেন।

  • রাজশাহীর তানোরে সার ব্যবসায়ীকে অবশেষে ১৫ হাজার টাকা জরিমানা

    রাজশাহীর তানোরে সার ব্যবসায়ীকে অবশেষে ১৫ হাজার টাকা জরিমানা

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর তানোর উপজেলায় চোরাই পথে বালাইনাশকের দোকানে এক ট্রাক ডিএপি সার নামিয়েছেন জসিম উদ্দিন। এ ঘটনায় কৃষি অফিসারের নানা নাটকীয়তা ও তদবিরের পর অবশেষে মাত্র ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত । এ যেন গুরুতর অপরাধে লঘুদন্ড। বিষয়টি তানোরের টক অফ দ্যা টাউনে পরিনত হয়েছে।

    ১৯ সেপ্টেম্বর সোমবার দুপুরের পরে তানোর পৌর এলাকার ধানতৈড় মোড়ে জসিম উদ্দিনের দোকানে জরিমানা করা হয়।ঘতবে একট্রাক ডিএপি সারের কাগজপত্র যাচাই বাছাই করা হচ্ছে বলে নিশ্চিত করেন নির্বাহী মেজিষ্ট্রেট পংকজ চন্দ্র দেবনাথ। ফলে এমন জরিমানার ঘটনার খবর ছড়িয়ে পড়লে কৃষকদের মাঝে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কারন জসিম পটাশ সংকটের সময় তার বাড়িতে কয়েক হাজার বস্তা রেখে রাতের আধারে পাচার করেন এলাকাবাসি জানিয়েছেন।

    জানা গেছে, চলতি মাসের ১৮ সেপ্টেম্বর রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তানোর চাপড়া রাস্তার ধানতৈড় মোড়ে একট্রাক ডিএপি সার নামান বালাইনাশক ব্যবসায়ী জসিম উদ্দিন।
    রোববার গিয়ে দেখা যায়, পৌর এলাকার ধানতৈড় মোড়ে রয়েছে জসিম উদ্দিনে বালাইনাশক ও ওয়ার্ড সাব ডিলারের দোকান। ট্রাক থামিয়ে সরাসরি সার নামাচ্ছেন কর্মচারীরা। সেখানেই ছিলেন উপস্থিত ছিলেন ব্যবসায়ী জসিম, তার কাছে জানতে চাওয়া হয় কার সার এবং ট্রাকে করে নামানো যায় কিনা তিনি জানান, আমি নোয়াপাড়া মোল্লা ট্রেডার্স থেকে কিনেছি। সেখানে টাকা থাকলে সারের ওভাব নেই। আপনি এভাবে সার আনতে পারেন কিনা জানতে চাইলে তিনি দম্ভক্তি করেই বলেন আমি তো চুরি করছিনা। টাকা দিয়েই আনছি। বিসিআইসির সার ডিলাররা চাহিদামত সার দিতে পারেনা।

    এ ব্যপারে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা পংকজ চন্দ্র দেবনাথকে অবহিত করা হলে তিনি জানতে চান সারগুলো কার কিংবা কোথায় থেকে এসেছে, ইউএনওকে জানানো হয় নোয়াপাড়া মোল্লা ট্রেডার্স থেকে। ইউএনও একটু পর জানান মোল্লা ট্রেডার্সের সার না, আমি কথা বলেছি, আর এখন রাজশাহীতে মিটিংয়ে আছি সোমবারে ব্যবস্থা নেওয়া হবে।
    সোমবার দুপুরের আগে নির্বাহী কর্মকর্তার কাছে সারের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, আমি পরিক্ষা কেন্দ্র পরিদর্শনে আছি। কৃষি অফিসারকে জানানো হয়েছে ।

    কৃষি অফিসার সাইফুল্লাহকে একাধিক বার ফোন দেওয়া হলে তিনি রিসিভ না করায় ডিডিকে মোবাইলে জানানো হয় বালাইনাশকে এক ট্রাক ডিএপি সার নামাতে পারে কিনা এবং ব্যবস্থা নেওয়া হবে কিনা ও পাচন্দর ইউনিয়নের বিসিআইসির ডিলার প্রনব সাহার সমস্যা হবে একথা বলছে কৃষি অফিসার বলতে পারে কিনা তিনি জানান কৃষি অফিসারের একথা বলার কোন অধিকার নেই, আমি কথা বলে ব্যবস্থা নিতে বলছি। একটু পরেই কৃষি অফিসার সাইফুল্লাহ সরকারী গাড়ী নিয়ে জসিমের দোকানে এসে ভটভটিতে করে সার পাচার ধরে ফেললেও দোকানে ঘন্টাব্যাপী চলে রফাদফা। ছিলেন বিসিআইসির ডিলার প্রনব সাহা, তিনি জানান এসব আমার সার, আপনি এখানে কিভাবে নামালেন জানতে চাইলে তিনি জানান, এক ট্রাক নামিয়েছি সেটা কৃষি অফিসার জানে, তাহলে জরিমানা হল কেন প্রশ্ন করা হলে এসব অভ্যান্তরীন ব্যাপার বলে এড়িয়ে যান।

    এরআগে আপনার কয়েক হাজার বস্তা পটাশ সার জসিম পাচার করেছে জানতে চাইলে অকপটে স্বীকার করেন তিনি। নির্বাহী কর্মকর্তা পংকজ চন্দ্র দেবনাথ জানান, ১৫ হাজার টাকা জরিমান করা হয়েছে, সারের কাগজপত্র যাচাই বাছাই চলছে। খোজ নিয়ে জানা গেছে, সম্প্রতি উপজেলায় সার ও বালাইনাশক ব্যবসায়ীদের নিয়ে সভা করে নীতিমালা অনুযায়ী এবং যার যেখানে ডিলার পয়েন্ট সেখানে সার নামাতে কঠোর নির্দেশ দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

    মোঃ হায়দার আলী,
    রাজশাহী,

  • মসজিদে নামাজের সিজদায় কুপিয়ে হত্যার চেষ্টা, প্রধান আসামী গ্রেফতার

    মসজিদে নামাজের সিজদায় কুপিয়ে হত্যার চেষ্টা, প্রধান আসামী গ্রেফতার

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।

    লালমনিরহাটের সদর উপজেলার মোস্তফী আল আজিজিয়া জামে মসজিদে ভিতরে ফজরের ফরজ নামাজ আদায় করার সময় দ্বিতীয় রাকায়াত অবস্থায় কুপিয়ে হত্যা চেষ্টা করেন ছোট্ট ভাই।

    ভিকটিম মোঃ আব্দুল খালেক (৬৫) এবং আসামী মোঃ আবুল হোসেন(৫০)দ্বয় আপন ভাই। তাদের মধ্যে পৈতৃক সম্পত্তির বন্টন ও পারিবারিক বিষয়দী নিয়ে বিরোধ চলে আসছে। ফলে আসামী মোঃ আবুল হোসেন(৫০), ও তার স্ত্রী মোছাঃ মাসুদা বেগম(৪২),সহ পরস্পর যোজসাজসে ভিকটিম আব্দুল খালেককে খুন জখম করার হুমকি প্রদান করা সহ ক্ষতি করার বিভিন্ন অপচেষ্টায় লিপ্ত থাকে। এরই ধারাবাহিকতায় গত ১৪ ই সেপ্টেম্বর ২০২২ইং ভোর অনুমান ০৫.৩০ ঘটিকার সময় ভিকটিম মোঃ আব্দুল খালেক (৬৫),স্থানীয় মোস্তফী আল আজিজিয়া জামে মসজিদে ফজরের নামাজ পড়ার জন্য যায়।

    মোঃ আব্দুল খালেক (৬৫),ফজরের ফরজ নামাজ আদায় করার সময় দ্বিতীয় রাকায়াতে সিজদায় যাওয়ার পর আসামী মাসুদা বেগমের প্ররোচনায় আসামী আবুল হোসেন(৫০), ধারালো ছোড়া দিয়ে হত্যার উদ্দেশ্যে ভিকটিম আব্দুল খালেকের ঘাড়ে স্ব-জোরে কোপ মেরে গুরুত্বর কাটা রক্তাক্ত জখম করে। অতঃপর হত্যা নিশ্চিত করার জন্য পুনরায় ঘাড়ে উক্ত ছোরা দিয়া কোপ মারার জন্য উদ্যত হলে নামাজ পরারত অবস্থায় থাকা সাক্ষীগণ আসামী আবুল হোসেনকে ধাক্কা মেরে সরিয়ে দেওয়ায় ভিকটিম আব্দুল মালেক, প্রাণে বেঁচে যায়। সাক্ষীগণ এগিয়ে এলে আসামী আবুল হোসেন তাদেরকেও কোপ মেরে আহত করে। একপর্যায়ে নামাজ শেষ হলে, মুসল্লিগণ ক্ষিপ্ত হয়ে আসামী আবুল হোসেনকে আটক করার চেষ্টা করলে, আসামী আবুল হোসেন তার হাতে থাকা ধারালো ছোড়া উপরে তুলে ভয়ভীতি দেখিয়ে মসজিদ হইতে দৌড়ে পালিয়ে যায়। অতঃপর মুসল্লীগন গুরত্বর আহত অবস্থায় ভিকটিম আব্দুল খালেককে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের স্ত্রী পরিনা বেগমের,আনীত অভিযোগের ভিত্তিতে গত ১৫ই সেপ্টেম্বর ২০২২ইং লালমনিরহাট থানায় একটি মামলা হয়।মামলা নং-২৭,ধারা-৩২৪/৩২৬/৩০৭/৫০৬/৩৪ পেনাল কোড-১৮৬০ আনয়ন করা হয়।

    লালমনিরহাট জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মাদ সাইফুল ইসলাম,এর দিক-নির্দেশনায় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এরশাদুল আলম, এবং ইন্সপেক্টর তদন্ত মোঃ মোজাম্মেল হকের, নেতৃত্বে তদন্তকারী কর্মকর্তা এসআই জনাব মোঃ মিজানুর রহমান, সহ মামলাটি গুরত্বসহকারে তদন্ত করে।বিশেষ অভিযান পরিচালিয়ে ঘটনার ৭২ ঘন্টার মধ্যেই অদ্য ১৮ই সেপ্টেম্বর ২০২২ইং সকাল ১০.৩০ ঘটিকার সময় আদিতমারী থানাধীন পলাশি এলাকা থেকে মামালার এজাহার নামীয় আসামী মোঃ আবুল হোসেন(৫০), কে গ্রেফতার করেন। পিতা-মৃত হানিফ উদ্দিন , ঠিকানা: গ্রাম- মোস্তাফী (বাস স্ট্যান্ড) , উপজেলা/থানা- লালমনিরহাট সদর, জেলা –লালমনিরহাট।

    এ ব্যাপারে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল আলম বলেন, মসজিদে হামলাকারী আসামী আবুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামীকে সোপর্দ করা হয়েছে।

    হাসমত উল্লাহ।

  • পাথরঘাটায় পূর্ব শত্রুতার জেরে ধর্ষণ মামলা দিয়ে শায়েস্তা, প্রতিবাদে এলাকাবাসির  মানববন্ধন

    পাথরঘাটায় পূর্ব শত্রুতার জেরে ধর্ষণ মামলা দিয়ে শায়েস্তা, প্রতিবাদে এলাকাবাসির মানববন্ধন

    পাথরঘাটা বরগুনা প্রতিনিধি.

    বরগুনার পাথরঘাটার নাচনাপাড়া ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে মো. মোস্তফা খানের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো ধর্ষণের অভিযোগে মামলা করছে প্রতিপক্ষ নীরব জোমাদ্দারের স্ত্রী নিপু আক্তার। এমন মিথ্যা মামলা থেকে মুক্তির দাবিতে সোমবার সকালে মানববন্ধন করেছে নাচনাপাড়া এলাকাবাসী। এতে ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার সহ প্রায় দুই’শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করে। এর আগে গত ১৩ সেপ্টেম্বর পাথরঘাটা থানার ছয় বছরের শিশু ধর্ষনের বিচার চেয়ে মামলা দায়ের করেন শিশুর মা মোসাঃ নিপু আক্তার ।

    মানববন্ধনে নাচনাপাড়া ইউনিয়ন মুক্তযোদ্ধা কমান্ডার আবদুস সাত্তার ফকির বলেন, মো. মোস্তফা খান আমার প্রতিবেশী। অত্যন্ত ভালো ও একজন চরিত্র বান মানুষ। পূর্ব শত্রুতার জের ধরে সাজানো মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে জেল হাজতে পাঠিয়েছে। আমি উক্ত মিথ্যা মামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ বিষয়ে থানা পুলিশকে তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তিনি।

    স্থানীয় মমতাজ বেগম বলেন, মোস্তফা খান মতো ভালো মানুষ আমাদের এলাকায় খুব কম আছে। আমি নারী হয়ে বলতে পারি তিনি একজন সৎ চরিত্র বান মানুষ। তার সাথে জমি-জমা নিয়ে একই এলাকার মোহাম্মদ নীরব জমাদ্দারের সাথে দীর্ঘদিন যাবত দন্দ্ব চলে আসছে। হয়তো সেই জেরে তার শিশু মেয়েকে দিয়ে এই ঘটনা সাজিয়ে মামলা করেছে । একই অভিযোগ তুলেন স্থানীয় নজরুল ইসলাম, সালাম,সীমা বেগম, হাওয়া বেগমসহ দুই শতাধিক গ্রামবাসী।

    স্থানীয় ইউপি সদস্য মীর নাসির উদ্দিন জানান, অভিযুক্ত মোস্তফা খান অত্যন্ত ভালো মানুষ আমার ওয়ার্ডে দীর্ঘদিন বসবাস করছে। তার সাথে নীরব জোমাদ্দারের সাথে জমি-জমা নিয়ে দ্বন্দ্ব চলছে সেজন্য তাকে মিথ্যা সাজানো ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছে।

    এ বিষয়ে মামলার বাদী নীরব জোমাদ্দারের স্ত্রী নিপু জানান, আমার শিশু সন্তানকে মোস্তফা ধর্ষণ করেছে। আমি তার বিচার চাই।

    পাথরঘাটা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবুল বাশার জানন, তার বিরুদ্ধে অভিযোগ থাকায় প্রাথমিক সত্যতা পেয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

  • পাথরঘাটায় সড়কে প্রাণ গেল বৃদ্ধা নারীর

    পাথরঘাটায় সড়কে প্রাণ গেল বৃদ্ধা নারীর

    পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:
    বরগুনার পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় আছিয়া বেগম (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের ছোটপাথরঘাটা সাইক্লোন সেন্টারের সামনে পাথরঘাটা-কাকচিড়া সড়কে এ ঘটনা ঘটে।

    আছিয়া বেগম একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লাকুরতলা এলাকার ইয়াকুব আলীর স্ত্রী।

    স্থানীয় সূত্রে জানা গেছে, আছিয়া বেগম সকালে তাদের নিজের বাড়ি থেকে বের হয়ে বড় ছেলে হারুন এর বাসায় যাওয়ার সময় সাইক্লোন সেন্টারের সামনে থেকে সড়ক পাড় হয়ে রিক্সায় ওঠার সময় উত্তর দিক থেকে আসা অন্য একটি ভিভাটেক গাড়ি ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে আছিয়া বেগম লুটিয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই বৃদ্ধার মৃত্যু ঘোষণা করেন।

    পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার জানান, এবিষয়ে কারো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছারাই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। তারপরেও যদি কেউ অভিযোগ করে তবে তা খতিয়ে দেখা হবে।

    অমল তালুকদার
    পাথরঘাটা, বরগুনা।

  • মধুপুরে কবর স্হানের জায়গা দখল করে ঘর তোলার প্রতিবাদ করায়  আহত -২ থানায় মামলা

    মধুপুরে কবর স্হানের জায়গা দখল করে ঘর তোলার প্রতিবাদ করায় আহত -২ থানায় মামলা

    আব্দুল হামিদ।
    মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

    টাঙ্গাইলের মধুপুরের মির্জাবাড়ী ইউনিয়নের ভবানিটেকী গ্রামে পারিবারিক কবর স্হানের জায়গা বেদখল দিয়ে ঘর তোলার প্রতিবাদ করায় দুই জনকে কুপিয়ে গুরুতর আহত করেছে বলে মামলা ও এলাকা বাসী সূত্রে জানা যায়। এব্যাপারে মধুপুর থানায় একটি মামলা হয়েছে যার নং ১৫/২২। মামলা সূত্রে জানা যায় ভাবানিটেকী এলাকায় বাদী শামছুল আলম পিতা হাজী শহিদুল ইসলামদের সাহিত পারিবারিক কবর স্হানের সম্পত্তি নিয়ে একই এলাকার রমিহ মন্ডলের ছেলে ছানোয়ারদের সহিত দীর্ঘ দিন যাব্য বিরোধ চলে আসছে। এর জের ধরে গত ১১ সেপ্টেম্বর দুপুরে উল্লেখিত মামলার বিবাদীগন দেশীয় অস্ত্র সস্র নিয়ে কবর স্হানে নামে রাখা বাদী পক্ষের সম্পত্তিতে জোর পূর্বক ঘর উঠানোর চেষ্ঠা করলে বাদীর ছোট ভাই শরিফ( ৩৪) ঘর তুলতে নিষেধ করায় বিবাদী রহিম মন্ডলের ছেলে ছানোয়ার(৫৫) ছানোয়ারের ছেলে সোহাগ, কেরামত আলী, সোহাগের স্তী শীলা বেগম,মেয়ে চৈতী খাতুন অজ্ঞাত নামা কয়েক জন মিলে মামলার বাদীর ভাই শরিফকে দা দিয়ে মাথায় কোপ দিয়ে রক্তাক্ত গুরুতর জখম করে এবং বাশের লাঠি দিয়ে বাইরাইয়া শরীরের বিভিন্ন স্হানে গুরুতর জখম করে। ভাইকে মারতে দেখে বাদী সামছুল আলম ফিরাইতে গেলে তাকেও বিবাদীগন এলোপাথারী ভাবে লাঠি দিয়ে বাইরাইয়া গুরুতর জখম করে। এসময় তার নিকট থাকা একটি সাওমী মোবাইল ফোন নিয়ে যায়। বাদী পক্ষের ডাকচিৎকার শুনে আশে পাশের লোকজন আগাইয়া আসলে বিবাদীগন নানা প্রকার হুমকী দিয়ে পালিয়ে যায়। লোকজন বাদীর ছোট ভাই শরিফ মামলার বাদী সামছুলল আলমকে রক্তাক্ত অবস্হায় উদ্ধার করে চিকিৎসার জন্য মধুপুর সরকারী হাসপাতালে নিয়ে যায়। আহত শরিফের অবস্হা আশংকাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে শরিফ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পান্জা লড়ছেন বলে জানান পরিবারের লোকজন। এ নির্মম ঘটনার তীব্র নিন্দা ও সঠিক বিচার প্রার্থনা করেন এলাকাবাসী ।

  • বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বাবু বিকাশ দাশ গুপ্তের মা অসুস্থ,দেশবাসীর কাছে দোয়া কামনা

    বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বাবু বিকাশ দাশ গুপ্তের মা অসুস্থ,দেশবাসীর কাছে দোয়া কামনা

    নিজস্ব প্রতিনিধি; রাউজান পৌরসভা ৬নং ওয়ার্ডের ছেমরী সওদাগরের বাড়ির স্বর্গীয় সতিন্দ্র লাল দাশরে স্ত্রী
    ও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বাবু বিকাশ দাশ গুপ্তের মা শারীরিক
    অসুস্থ অনুভব হওয়ায় চিকিৎসার জন্য গতকাল চট্টগ্রাম বিমান বন্দর থেকে রওনা হন ঢাকার উদ্যোশ্যে। আজ ঢাকায় একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।
    তার ছেলে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বাবু বিকাশ দাশ গুপ্ত দেশবাসীর কাছে তার মায়ের আশু রোগমুক্তি কামনায় সকলের নিকট দোয়া ও আর্শীবাদ কামনা করেছেন।

  • গজরিয়ায় ভাটের চর হাইস্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সাখাওয়াত

    গজরিয়ায় ভাটের চর হাইস্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সাখাওয়াত

    মোঃ‌লিটন মাহমুদ ,মুন্সীগঞ্জঃ

    মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় কঠোর নিরাপত্তা বেষ্টনীতে ভাটেরচর দে এ মান্নান পাইলট উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ সাখাওয়াত হোসেন ।
    সোমবার দুপুরে বিদ্যালয় সভা কক্ষে গজারিয়া থানা পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দুই প্রার্থীর উপস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় ।
    নির্বাচনী ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো:জাকির হোসেন জানান শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচনী বিধিমালা মেনে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদপ্রার্থী ২ প্রার্থীর মধ্যে মোঃ সাখাওয়াত হোসেন কে ৬ জন ভোটার প্রকাশ্যে সমর্থন করে । অংশগ্রহণকারী মোঃ মাহবুব শিকদার ও মোঃ শখাওয়াত হোসেনের মধ্যে সভাপতি নির্বাচিত হলেন মোঃ শখাওয়াত হোসেন । পরাজিত প্রার্থী মোঃ মাহবুব সিকদার নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ করেন। নির্বাচনী ফলাফল ঘোষণার আগে নির্বাচন ভোটকেন্দ্র প্রাঙ্গনে নির্বাচন বর্জন করেছেন বলে সাংবাদিকদের কে জানান।

    গজারিয়া থানা অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী জানান থানা পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শান্তিপূর্ণ উপায়ে সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।