Author: desk

  • সুষ্ঠ নির্বাচনের দাবিতে মুন্সীগঞ্জে সংবাদ সম্মেলন

    সুষ্ঠ নির্বাচনের দাবিতে মুন্সীগঞ্জে সংবাদ সম্মেলন

    ‌মোঃ‌লিটন মাহমুদ মুন্সীগঞ্জঃ

    বহিরাগত ও সন্ত্রাসী মুক্ত, সুষ্ঠ নির্বাচনের দাবিতে মুন্সীগঞ্জে সংবাদ সম্মেলন করেন স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকের মোঃ শাহীন মুন্সি। সোমবার সকালে সদর উপজেলার বজ্রযোগেনী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকের শাহীন মুন্সির বাড়ীতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

    সংবাদ সম্মেলনে নৌকা প্রতীকের প্রার্থীর সিরাজুল ইসলামের বিরদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ এনে স্বতন্ত্রী প্রার্থী চশমা প্রতীকের মোঃ শাহীন মুন্সি বলেন, নির্বাচনে প্রচার প্রচারণার শুরু থেকে নানা ভাবে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আমার কর্মি সর্মথকদের মারধর ভয়ভীতি দেখিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী সিরাজুল ইসলাম। এমন অবস্থায় সুষ্ঠ নির্বাচন হবে কিনা সেই আতঙ্কে রয়েছে সাধারণ ভোটারগন।

    তাই বহিরাগত ও সন্ত্রীসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার মাধ্যমে সুষ্ঠ নির্বাচনের পরিবেশ সৃষ্টির দাবী জানান এই স্বতন্ত্র প্রার্থী।

  • বীরগঞ্জের সাবেক প্রথম মেয়র  মাওলানা হানিফ এর মৃত্যু

    বীরগঞ্জের সাবেক প্রথম মেয়র মাওলানা হানিফ এর মৃত্যু

    দিনাজপুর প্রতিনিধি – দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার প্রথম সাবেক মেয়র মাওলানা মোঃ হানিফ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

    বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ২৫ জুলাই সোমবার সকাল সাড়ে ১১টায় বীরগঞ্জ পৌরসভার প্রথম সাবেক মেয়র মাওলানা মোহাম্মদ হানিফ এর প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

    একই দিন দুপরে নিজ গ্রামের বাড়ী উপজেলার সাতোর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়।

    তিনি সাতোর ইউনিয়নের চৌপুকুরিয়া গ্রামের মরহুম আলী আকবর এর পুত্র। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৬৮ বছর। তার ৩ ছেলে ও ১ মেয়ে।

    বীরগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমীর, সাবেক মেয়র ও সাবেক পৌর প্রশাসক মাওলানা মোঃ হানিফ ২৪ জুলাই রবিবার সকাল সাড়ে ১০টায় ঢাকার ইবনে সিনা হাসপাতাল বার্ধক্য জনিত কারনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    তার মৃত্যুতে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, বীরগঞ্জ উপজেলার চেয়ারম্যন, সাবেক এমপি আমিনুল ইসলাম, পৌর মেয়র মোশারফ হোসেন বাবুল, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী অধ্যক্ষ মাওঃ মমতাজ উদ্দিন, দিনাজপুর জেলা সাবেক আমীর চিরিরবন্দর উপজেলার সাবেক চেয়ারম্যন মাওঃ আফতাব উদ্দিন মোল্লা, দিনাজপুর জেলা আমীর (উত্তর) অধ্যক্ষ আনিছুর রহমান, দক্ষিন আমীর আনোয়ারুল ইসলাম, সেক্রেটারী মাওঃ রবিউল ইসলাম, কাহারোল উপজেলার সাবেক চেয়ারম্যন মামুনুর রশিদ উপস্থিত হয়ে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানায়।

    ক্যাপশন- বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ২৫ জুলাই সোমবার সকাল সাড়ে ১১টায় বীরগঞ্জ পৌরসভার প্রথম সাবেক মেয়র মাওলানা মোহাম্মদ হানিফ এর প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

    মোঃ নাজমুল ইসলাম (মিলন)
    দিনাজপুর প্রতিনিধি।

  • মহেশপুরে ভৈরবা গ্রামের আমিনুর রহমান বিশ্বাসের মৃত্যু – বিভিন্ন মহলের শোক

    মহেশপুরে ভৈরবা গ্রামের আমিনুর রহমান বিশ্বাসের মৃত্যু – বিভিন্ন মহলের শোক

    শহিদুল ইসলাম ঝিনাইদহ মহেশপুর থেকেঃ-

    ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের ভৈরবা গ্রামের আমিনুর রহমান বিশ্বাস (৬২) সোমবার সকালে হৃদরোগে আক্রন্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি………. রাজিউন।
    সোমবার বিকালে বাঁশবাড়ীয়া ইউনিয়নের ভৈরবার আলীম মাদ্রাসা মাঠে আমিনুর রহমান বিশ্বাসের জানাযা অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।
    জানাযায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, বাঁশবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নওশের আলী মল্লিক, সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডর, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম কাদের,ইউপি সদস্য শাহাজাহান আলী ,ইন্তাদুল ইসলাম ইন্তাসহ বাঁশবাড়ীয়া ইউনিয়নের স্থানীয় নেতৃবৃন্দ।
    এদিকে আমিনুর রহমান বিশ্বাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ বিবৃতি দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, নাটিমা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মাষ্টার, যাদবপুর ইউনিয়ন আওয়ামীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ডাঃ সালাহ উদ্দীন আহম্মেদ, ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ আতাউর রহমান, সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, জেলা পরিষদের সদস্য এম,এ আসাদ, শেখ হাশেম আলী, পৌর কাউন্সিলর শ্যামাপদ হালদার, উপজেলা যুবলীগ সভাপতি কাজী আতিয়ার রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহেদ মেহবুব রঞ্জু, সাধারণ সম্পাদক আসহাবুল আরাফ শিমুল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল খান প্রমুখ। এসময় উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন শ্রেনী পেশার শত শত লোকজন উপস্থিত ছিলেন।

  • গাজীপুর সদরে মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    গাজীপুর সদরে মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    রাসেল শেখ গাজীপুর ঃ
    ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গাজীপুর সদর উপজেলার হল রুমে প্রান্তিক পর্যায়ে মৎস্য চাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়।সোমবার (২৫ জুলাই) দুপুর ১২টায় উপজেলা মৎস্য দপ্তর এই আয়োজন করে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট রীনা পারভীন, চেয়ারম্যান, গাজীপুর সদর উপজেলা পরিষদ, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সৈয়দ মোরাদ আলী, উপজেলা নির্বাহী অফিসার, গাজীপুর সদর। অনুষ্ঠানে মৎস্যজীবী, মৎস্যচাষি, মৎস্য ব্যবসায়ীসহ মোট ৪০ জন উপস্থিত ছিলেন।

    রাসেল শেখ
    গাজীপুর

  • ফুলবাড়ীয়ায় তিন ব্যাপী কৃষি মেলা উদ্বোধন করেন মোসলেম উদ্দিন এমপি

    ফুলবাড়ীয়ায় তিন ব্যাপী কৃষি মেলা উদ্বোধন করেন মোসলেম উদ্দিন এমপি

    ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়া সোমবার (২৫ জুলাই) সকাল ১১টায় কৃষি মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ ¡ এড. মোসলেম উদ্দিন এমপি।

    উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিমের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার পৃতীষ চন্দ্র পালের স ালনায় উপজেলা পরিষদ মাঠে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার জেসমিন নাহার। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শরাফ উদ্দিন শর, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন সুলতানা, ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া শিমুল তরফদার , কৃষি সম্প্রসারণ অফিসার দেলোয়ার হোসেন, কৃষক বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন প্রমূখ।

    এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দসহ সুধীবৃন্দ ও কিষাণ-কিষাণীগণ উপস্থিত ছিলেন। অতিথিগণ পরবর্তীতে বিভিন্ন স্টল পরিদর্শন শেষে তাদের সন্তুষ্টি বক্তব্য করেন। এ মেলা সোমবার শুরু হয়ে আগামী বুধবার সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।

  • নড়াইলে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস হেনস্থার ৩৬দিন পর কলেজ খুলেছে

    নড়াইলে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস হেনস্থার ৩৬দিন পর কলেজ খুলেছে

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে:

    নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের অধ্যক্ষ হেনস্থার দীর্ঘ ৩৬দিন পর কলেজ খুলেছে। অবশেষে দীর্ঘ ৩৬দিন পর নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজ খুলেছে। তবে কলেজে যাননি অধ্যক্ষ। এমনকি কোনো শিক্ষার্থীও হাজির হয়নি। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ৫-৬জন শিক্ষক গেলেও পরে ১০-১২জন শিক্ষক উপস্থিত হন। এদিকে ৩শিক্ষকের মোটরসাইকেল পোড়ানোর ঘটনায় রিপন নামে আরও এক কলেজ ছাত্রকে পুলিশ গ্রেফতার করেছে। এছাড়া গ্রেফতারকৃত অপর ছাত্র রায়হানের বিরুদ্ধে ৩দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। এদিকে ঘটনার পর অধ্যক্ষ আজও বাড়িতে ফেরেননি।
    কলেজ খোলার প্রথম দিন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী সকাল ১০টার আগে মির্জাপুর কলেজে পৌছান। এ সময় তার সাথে সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সাজেদুল ইসলাম এবং স্থানীয় মির্জাপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সাইফুল। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বলেন, দীর্ঘ বন্ধের পর কলেজ খুলেছে। কলেজ কর্তৃপক্ষকে ছাত্র-ছাত্রীদের ফোনে খবর দিতে বলা হয়েছে। আশা করছি দু’এক দিনের মধ্যেই শিক্ষার্থীরা কলেজে আসবে। প্রথমে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হবে। পরে পর্যায়ক্রমে একাদশ ও ডিগ্রি পর্যায়ের ক্লাস শুরু হবে।
    নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক জানান, রোববার দুপুর ১২টার দিকে আমরা খবর পাই আজ কলেজ খুলছে এবং কলেজে যেতে হবে। তারপর আমরা কলেজে আসি। এদিকে এ ঘটনার পর থেকে এ পর্যন্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস কলেজের পার্শ্ববর্তী গ্রাম বড়কুলায় নিজ বাড়িতে ফেরেননি। নড়াইল শহর অথবা শহরতলিতে কোনো আত্মীয় স্বজনের বাড়িতে রয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, অধ্যক্ষের বাড়িতে তাঁর মা বনলতা বিশ্বাস-বাবা সুমন্ত বিশ্বাস, স্ত্রী ও স্কুল ও কলেজ পড়ুয়া ৩ কন্যা।
    অধ্যক্ষ হেনস্থা মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার ওসি (চলতি দায়িত্বে) মো. মাহামুদুর রহমান জানান, এ ঘটনায় মির্জাপুর গ্রামের আফজাল শেখের পূত্র মির্জাপুর কলেজের একাদশ শ্রেণির ছাত্র রিপন শেখ রিপু শনিবার (২৩জুলাই) রাতে পার্শ্ববর্তী সিঙ্গাড়ি বাজার থেকে গ্রেফতার হয়েছে। ভিডিও ফুটেজ দেখে শিক্ষকদের মোটরসাইকেল পোড়ানোর সাথে তার সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তার বয়স সাড়ে ১৬ বছর হওয়ায় তার রিমান্ড আবেদন করা হয়নি। এছাড়া গ্রেফতার হওয়া মির্জাপুর কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র রায়হানের বিরুদ্ধে ৩দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। সোমবার থেকে বুধবার পর্যন্ত এ রিমান্ড কার্যকর হবে। রোববার (২৪জুলাই) সদর আমলি আদালতে রিমান্ড শুনানী শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমাতুল মোর্শেদা এ রিমান্ড মঞ্জুর করেন। এ পর্যন্ত ৮জন গ্রেফতার হয়েছে। আসামিরা সবাই হাজতে।
    মির্জাপুর কলেজ পরিচালনা পরিষদের সভাপতি আ্যাডঃ অচিন চক্রবর্ত্তী বলেছেন,গত শনিবার রাত ৯টার পরে কলেজ খোলার সিদ্ধান্ত হয়েছে। হটাৎ করে সিদ্ধান্ত হওয়ায় সবাই হয়তো সময়মতো জানতে পারেননি। অধ্যক্ষ কয়েক দিন কয়েকদিন ছুটিতে থাকবেন এবং তারপর কলেজে যাবেন বলে জানান।

  • পাথরঘাটায় ভোক্তা অধিকারের অভিযান  ২১ হাজার টাকা জরিমান আদায়

    পাথরঘাটায় ভোক্তা অধিকারের অভিযান ২১ হাজার টাকা জরিমান আদায়

    পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় ভোক্তা অধিকারের অভিযান। বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে খাদ্যে ভেজাল সহ নানা অনিয়মের কারণে ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

    ২৫ জুলাই সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই অভিযান চলে। বরগুনা জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক বিপুল চন্দ্র বিশ্বাস এই দন্ড দেন। পৌরশহরের হোটেল রেস্টুরেন্ট ও গ্যাসের দোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এঅভিযানে সঙ্গে ছিলেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক পরেশ চন্দ্র হাওলাদার এবং থনা পুলিশ সদস্য গন।

    খাদ্যে ভ্যাজাল সহ ভোক্তাদের স্বার্থবিরোধী তৎপরতাকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যহত থাকবে বলে জানান সহকারী পরিচালক বিপুল চন্দ্র বিশ্বাস।

    অমল তালুকদার।।

  • নেছারাবাদে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা ইউসুফ আলীর বিরুদ্ধে ঘুষ বাণিজ্যর অভিযোগ

    নেছারাবাদে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা ইউসুফ আলীর বিরুদ্ধে ঘুষ বাণিজ্যর অভিযোগ

    আনোয়ার হোসেন।
    নেছারাবাদ(স্বরূপকাঠি) প্রতিনিধি।।
    উপজেলা শিক্ষা অফিসার ইউসুফ আলীর বিরুদ্ধে সরকারের বিভিন্ন খাতে বরাদ্দ থেকে দূর্নীতির মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ১বছর পূর্বে তার এই দূর্নীতির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান বরাবরে লিখিত অভিযোগ করেছিলেন তারই ক্লাস্টারের ৪০টি স্কুলের প্রধান শিক্ষক গন। তখন কোন কারনে তার বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হয়নি। যে কারনে বহল তবিয়াতের সাথে একই কাজ করে যাচ্ছেন।
    তার এ অভিযোগ বিষয় বিভিন্ন স্কুলে ঘুরে প্রধান শিক্ষকদের সাথে আলাপ কালে ইউসুফ আলী বিরূদ্ধে অঢেল অভিযোগ পাওয়া গেছে উপজেলার নান্দুহার বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বাসেদ, মুক্তাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরা রানী ঢালী, উত্তর আরামকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কৃষ্ণ মিস্ত্রী সহ একাধিক শিক্ষক তার দুর্নীতির কথা স্বীকার করেছেন।
    ১৭০টি সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে স্লিপ এ বরাদ্ধকৃত ৫০ হাজার টাকা থেকে ৩ হাজার টাকা করে ঘুষ নেন।রুটিন মেইনটেন্যান্সে বরাদ্দকৃত ৪০ হাজার টাকা থেকে ২ হাজার টাকা, ২ লাখ টাকার ক্ষুদ্র মেরামত থেকে প্রতি স্কুল বাবদ ১০ হাজার টাকা, এডুকেশন এমারজেন্সি খাতে বরাদ্দকৃত অর্থ থেকে প্রতি স্কুল বাবদ ১০ হাজার টাকা, নীড বেইজড প্লেয়িং বাবদ বরাদ্দকৃত অর্থ থেকে প্রতি স্কুল বাবদ ১০ থেকে ১৫ হাজার টাকা, স্কুল ভবনের রিপেয়ারিং কাজ বিভিন্ন জনকে পাইয়ে দেবার বিনিময়ে অর্থ হাতিয়ে নেওয়া, মুক্তিযুদ্ধ সম্পর্কীয় বই বিতরন করে দেওয়ার নামে পৌরসভা, সদর ইউনিয়ন, বোয়ালদিয়া, সুটিয়াকাঠী, দেহারী ইউনিয়নের বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ করেন।
    এছাড়াও সদর ক্লাস্টারের সহকারী শিক্ষা কর্মকর্তা আরিফ হোসেন চৌধুরীর সাথে বিভিন্ন সময়ে যোগসাজসে কখনো বই বিক্রি, কখনো করোনা সামগ্রী বিক্রি, স্লিপের প্যাকেজ বিক্রি, এছাড়াও স্কুল ভবনের রং করিয়ে দেওয়ার নামে শিক্ষকদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া, সদর ক্লাস্টারের সহকারী শিক্ষা কর্মকর্তা আরিফ হোসেন চৌধুরী বছরের পর বছর একই ক্লাস্টারে থেকে উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ইউসুফ আলীর সাথে আঁতাত করে এসব কাজ করেন। যে কারনে প্রাথমিক শিক্ষার গুনগত মান নিয়ে প্রশ্ন উঠেছে।
    উপজেলা শিক্ষা অফিসার ইউসুফ আলী এটিইও হিসেবে সকল সুযোগ সুবিধা ভোগ করে আবার উপজেলা শিক্ষা অফিসার হিসেবেও সকল সরকারী বরাদ্ধ ও সুযোগ সুবিধা ভোগ করে। ইউসুফ আলী নিজের ক্লাস্টার বালিহারী ক্লাস্টারের বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে থেকেও রয়েছে একই ধরনের অভিযোগ।
    ক্যামেরার সামনে কথা বলতে এবং নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার বিভিন্ন প্রধান শিক্ষক বলেন সরকার শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন উপজেলা অফিসার ও কর্মকর্তাদের অনিয়মের কারনে তা অনেকটা ভেস্তে যাচ্ছে।
    ইউসুফ আলীর নিজের ক্লাস্টার থেকে নাম প্রকাশে অনিচ্ছুক প্রধান শিক্ষকগন বলেন, আমরা কোন কিছু বললেই স্যার বলেন জানেন, “আমি আপনাদের এটিইও আবার টিইও সবকিছুই আমি”উপজেলার অন্যান্য এটিইওদের সাথে তার কোনো সমন্বয় না থাকার কারনে প্রাথমিক শিক্ষার অবস্থা নাজেহাল হয়ে পড়েছে।
    এ বিষয় শিক্ষা অফিসারের সাথে কথা হলে তিনি এসকল অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ৯শত শিক্ষক নিয়ে কাজ করতে গেলে সকলের মন রক্ষা করা যায় না সুতারং যে কোন শিক্ষক অভিযোগ করতেই পারে।এখন আমার প্রমোশন নেয়ার সময় কেউ শত্রুতা করেও আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করতে পারে।আপনারা অফিসে আসেন চা খেয়ে যান।
    উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও নেছারাবাদ উপজেলা চেয়ারম্যান আব্দুল হক বলেন, আমি উপজেলা শিক্ষা কমিটির সভাপতি বটে। কিন্তু কিছুই করতে পারছিনা। আমি তার দুর্নীতির খবর অনেক পাচ্ছি তবে কোন একশনে যেতে পারছিনা। তারা তিন বছরে একটা পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনাই অধ্যবদি কোন সভা ডাকেনি। সম্প্রতি ইউসুফ আলীর বিরুদ্ধে কিছু কথা শুনে তাকে ডেকে কড়া ভাষায় কথা বলেছি। তবে তার কোন ফল হয়নি। তিনি ইচ্ছেমত যা খুশি তা করে যাচ্ছেন।

  • গাইবান্ধায় চিরনিদ্রায় শায়িত হলেন ডিপুটি স্পীকার ফজলে রাব্বী মিয়া

    গাইবান্ধায় চিরনিদ্রায় শায়িত হলেন ডিপুটি স্পীকার ফজলে রাব্বী মিয়া

    মোঃ আনিসুর রহমান আগুন,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
    গাইবান্ধায় লাখো মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে সাঘাটা উপজেলার গটিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে দুই ছেলের কবরের পাশে শায়িত হলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি।
    ২৫ জুলাই সোমবার দলীয় নেতাকর্মী ও অনুসারীরা চোখের জলে বিদায় জানালেন তাদের প্রিয় এই নেতাকে। অন্তিম শয়নের আগে প্রমাণ করে গেলেন গণমানুষের নেতা ছিলেন এ্যাড. ফজলে রাব্বী মিয়া। গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালি উচ্চ বিদ্যালয় মাঠের জানাজায় ছিল শোকার্ত মানুষের ঢল। বুকফাটা কান্না, আর্তনাদ আর আহাজারিতে লাখো মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় চিরবিদায় নিলেন তিনি।

    জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ও গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের টানা ৭ বারের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মো. ফজলে রাব্বি মিয়ার মরদেহ ঢাকা থেকে বিমান বাহিনীর ৪১১ নম্বর হেলিকপ্টারে সোমবার দুপুর ১টা ৪০ মিনিটে গাইবান্ধার সাঘাটার বোনারপাড়ায় পৌঁছায়। এরপর সেখান থেকে সড়ক পথে তার মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হয় ভরতখালী উচ্চ বিদ্যালয় মাঠে। সেখানে সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় সংসদ সদস্যগণসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাঁকে। এরপর ওই মাঠে এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অর্নার দেওয়া হয়। গার্ড অব অর্নার পরিচালনা করেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান ও পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম। পরে ওই মাঠে বিকেল ৩টায় তার দ্বিতীয় জানাজা নামাজ শেষে মরদেহ নিজ বাড়ি গটিয়া গ্রামে নেওয়া হয়। সেখানে বিকেল ৫টায় তৃতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

    পরিচ্ছন্ন, দক্ষ সংগঠক ও কর্মীবান্ধব নেতা হিসেবে তিনি যে জনপ্রিয় ছিলেন তাঁর জানাযায় আসা শোকার্ত মানুষের ঢলই দেখেই বোঝা যায়। জানাযায় দলমত নির্বিশেষে আওয়ামী লীগসহ সকল রাজনৈতিক দলের সর্বস্তরের নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন। দলীয় নীতি আদর্শে অটল থাকলে যে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া যায় তাঁর জানাযায় শোকার্ত মানুষের ঢলই তার প্রমাণ করে। শেষ যাত্রায় জনতার বাঁধ ভাঙ্গা ঢল ও বেদনাবিধুর চিত্তে গাইবান্ধাবাসী তাকে বিদায় জানিয়েছেন। রাজনীতিতে তার নির্লোভ মানসিকতা আর বিচক্ষণতায় নিজেকে স্থানীয় ও জাতীয় রাজনীতিতে অন্য উচ্চতায় নিয়ে যাওয়া এ্যাড. ফজলে রাব্বী মিয়া শেষ যাত্রায় শ্রদ্ধা পেয়েছেন রাজনৈতিক প্রতিপক্ষের কাছ থেকেও। স্বজন- আপনজন ও দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীদের কাঁদিয়ে ও লাখো মানুষের হৃদয় নিংড়ানো ভালবাসায় সিক্ত হয়ে পারিবারিক কবরস্থানেই চিরনিদ্রায় শায়িত হলেন এই বর্ণাঢ্য রাজনীতিক।

    স্থানীয়রা জানান, ফজলে রাব্বী মিয়া ছিলেন স্থানীয় আওয়ামী লীগের ভরসার স্থান। তাঁর মৃত্যুতে রাজনীতিতে নেতৃত্বের শূন্যতা কোনদিন আর পূরণ হওয়ার নয়। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও জনকল্যাণমুলক কাজে তিনি নিজেকে জীবনের পুরোটা সময় নিয়োজিত রেখেছিলেন। তাঁর অবদান এলাকাবাসী গভীর শ্রদ্ধার সাথে আজীবন স্মরণ রাখবে। তিনি বেঁচে থাকবেন তার কর্মে, মানুষের হৃদয়ে সমুজ্জল থাকবেন প্রেরণার বাতিঘর হিসেবে।

    সোমবার সকাল পৌনে ৯টার দিকে যুক্তরাষ্ট্র থেকে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে ফজলে রাব্বি মিয়ার মরদেহ বাংলাদেশে পৌঁছে। তার প্রথম জানাজা সকাল সাড়ে ১০টায় ঢাকা সুপ্রীম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।

    উল্লেখ্য- শুক্রবার দিবাগত রাত ২টার দিকে আমেরিকার মাউন্ট সিনাই হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফজলে রাব্বি মিয়া। বার্ধক্যজনিতসহ ক্যান্সারে আক্রান্ত হয়ে ৯ মাস ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। ১৯৪৬ সালের ১৫ এপ্রিল গাইবান্ধার সাঘাটা উপজেলার গটিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। পেশায় আইনজীবী ফজলে রাব্বি মিয়া গাইবান্ধা-৫ আসনের টানা সাতবারের সংসদ সদস্য ছিলেন। এছাড়া তিনি জাতীয় সংসদের পর পর দুইবারের ডেপুটি স্পীকারের দায়িত্ব পালন করেন।

  • পঞ্চগড় চা কারখানা গুলোকে ধরতে মাঠে নেমেছে প্রশাসন জরিমানা আদায়

    পঞ্চগড় চা কারখানা গুলোকে ধরতে মাঠে নেমেছে প্রশাসন জরিমানা আদায়

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
    পঞ্চগড়ে কাঁচা চা পাতার মূল্য নির্ধারণ কমিটি ধার্যকৃত মূল্যের চেয়ে কম দামে কৃষকদের জিম্মি করে কৃষকদের নিকট কাঁচা চা পাতা ক্রয় করায় ২ কারখানাকে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

    সোমবার ২৫ শে জুলাই বিকেলবেলা মৈত্রী টি ফ্যাক্টরি ও নর্থ বেঙ্গল সেন্ট্রাল টি নামের ওই দুই কারখানায় অভিযান চালিয়ে জরিমানা আদায় করেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা
    ইউ এন ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদুল হক।

    কাঁচা চা পাতার মূল্য নির্ধারণ কর্তৃক সর্বশেষ কাঁচা চা পাতার মূল্য নির্ধারণ করা হয়েছিল ১৮ টাকা অথচ এর চেয়েও কম দামে কারখানা দুটি কৃষকদের নিকট থেকে চা পাতা ক্রয় করেছিল পরবর্তীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০২ অনুযায়ী এ জরিমানা করা হয়। এবং এ অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে বলে জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদুল হক।