Author: desk

  • ইয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আহমেদ ভুঁইয়া’র রোগমুক্তি’র জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত

    ইয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আহমেদ ভুঁইয়া’র রোগমুক্তি’র জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদ ও আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইয়ারপুর ইউনিয়ন পরিষদের স্বর্ণপদকপ্রাপ্ত পর পর ৩বার নির্বাচিত চেয়ারম্যান সৈয়দ আহমেদ ভুঁইয়া (মাষ্টার) এর রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
    মঙ্গলবার (২৬ জুলাই ২০২২ইং) দুপুর ২টায় আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদ মাঠে ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সৈয়দ আহমেদ ভুঁইয়া মাষ্টারের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। এ সময় ইয়ারপুর ইউপি’র সংশ্লিষ্ট সবাই উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মেম্বার, আওয়ামী লীগের নেতাকর্মী ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সবাই দোয়া করেন চেয়ারম্যান সৈয়দ আহমেদ ভুঁইয়ার রোগমুক্তি কামনায়। উক্ত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন “আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাব” এর সভাপতি ও আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা’র ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ)।
    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও আশুলিয়া থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সফল সভাপতি মোঃ ফারুক হাসান তুহিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উপদেষ্টা ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাজী জমত আলী দেওয়ান, আওয়ামী লীগ নেতা মেহেদী মাসুদ মঞ্জু, আব্দুল কাদের দেওয়ান, ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বশির আহমেদ ভুঁইয়া, সাধারণ সম্পাদক মোল্লা মোশারফ হোসেন মুসা, আশুলিয়া থানা যুবলীগের সভাপতি প্রার্থী রাজু দেওয়ান, জাতীয় শ্রমিক লীগের আশুলিয়া থানা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক প্রার্থী সানাউল্লাহ সানি ভুঁইয়া ও ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক মীর, সাধারণ সম্পাদক ছাফর শেখসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, জাতীয় শ্রমিক লীগসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
    প্রধান আলোচক আশুলিয়া থানা যুবলীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ও আশুলিয়া থানা আওয়ামী লীগের অন্যতম সদস্য সুমন আহমেদ ভুঁইয়া তার বাবা জনাব সৈয়দ আহমেদ ভুঁইয়া মাষ্টার সাহেবের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, আশুলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভি’র স্টাফ রিপোর্টার মোঃ জহিরুল ইসলাম খাঁন (লিটন), সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান মিঠু, শ্রীপুরের আশুলিয়া রিপোর্টাস ক্লাবের সভাপতি হান্নান চৌধুরী, আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ ফরিদ আহমেদ চিশতী, সহ-সভাপতি মোঃ কলিম উদ্দিন প্রামানিক, সাধারণ সম্পাদক মোঃ কহিরুল ইসলাম খাইরুল, যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল হক ইমু, সাংগঠনিক সম্পাদক শেখ শহিদুল ইসলাম, দেশের বার্তা ২৪. কম এর প্রকাশক ও সম্পাদক রাকিবুল ইসলাম সোহাগ, দৈনিক নতুন বাংলাদেশ পত্রিকা’র বার্তা সম্পাদক পলাশ সরকার, কে এম রিজভী, দাউদুল ইসলাম নয়ন, নাজমুল ইসলাম, পলাশ হওলাদার, ইমন হোসেন, মোকাম্মেল মোল্লা সাগরসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।
    এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের (মেম্বার) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান, ১নং ওয়ার্ডের মেম্বার হাজী হালিম মৃধা, মোস্তাক আহম্মেদ, মোঃ ইউনুছ আলী, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ জলিল উদ্দিন ভুঁইয়া (রাজন), আবুল হোসেন, মোঃ ফারুক মিয়া, মহিলা মেম্বার লুৎফা বেগম, ইউপি সচিব আফজাল হোসেন, সজীব হোসাইনসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
    উক্ত অনুষ্ঠানের প্রধান আলোচক আশুলিয়া থানা যুবলীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ও আশুলিয়া থানা আওয়ামী লীগের অন্যতম সদস্য সুমন আহমেদ ভুঁইয়া বলেন, আমার বাবা ইয়ারপুর ইউনিয়ন পরিষদের ৩বার নির্বাচিত ও স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ আহমেদ ভুঁইয়া, তিনি অসুস্থতার কারণে ৪ মাসের ছুঁটি নিয়েছেন। হাফিজুর রহমান মেম্বারকে ৪ মাসের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে, আমি আমার বাবার রোগমুক্তি কামনায় সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার বাবাকে দ্রুত সুস্থতা দান করেন।
    অনুষ্ঠানের সভাপতি সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ) বলেন, সৈয়দ আহমেদ ভুঁইয়া চেয়ারম্যান আমার বাবার মতো, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা ও আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের পক্ষ থেকে চেয়ারম্যান সাহেবের রোগমুক্তি কামনায় সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন চেয়ারম্যান সাহেবকে দ্রুত সুস্থতা দান করেন, আমিন। সবশেষে প্রধান অতিথি’র বক্তব্যে আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন বলেন, সৈয়দ আহমেদ ভুঁইয়া চেয়ারম্যান সাহেবের জন্য সবার কাছে দোয়া কামনা রইলো, আগামী শুক্রবার এলাকার সকল মসজিদে মসজিদে চেয়ারম্যান সাহেবের রোগমুক্তি কামনায় দোয়া করা হবে। তিনি আরও বলেন, ইয়ারপুর ইউনিয়ন পরিষদ ও আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে চেয়ারম্যান সাহেবের রোগমুক্তি কামনায় যে, দোয়ার আয়োজন করা হয়েছে, এই অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান ফারুক হাসান তুহিন। উক্ত অনুষ্ঠানে দোয়া করেন স্থানীয় বাইতুল ফালাহ জামে মসজিদের খতীব মুফতী জুনাইদ আহমেদ। এরপর প্রায় ৬ শতাধিক মানুষের মাঝে বিশেষ খাবার বিতরণ করা হয়।

  • সুজানগরের গাজনার বিল থেকে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ।

    সুজানগরের গাজনার বিল থেকে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ।

    এম এ আলিম রিপনঃ নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার সুজানগরে পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২। গত ২৩ জুলাই থেকে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ চলবে ২৯ জুলাই পর্যন্ত। সপ্তাহ ব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে মঙ্গলবার জাতীয় মৎস্য সপ্তাহের চতুর্থ দিনে উপজেলার গাজনার বিলে নিষিদ্ধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানকালে গাজনার বিল থেকে নিষিদ্ধ ২০টি চায়না দুয়ারী জাল(৪২৭ মিটার) জব্দ করে পরবর্তীতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ ব্যাপারে সুজানগর উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান জানান, উপজেলা নির্বাহী অফিসার মো. রওশন আলী স্যারের কঠোর নির্দেশনায় ও থানা পুলিশ সদস্যদের সহযোগিতায় অবৈধ জালের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিনি আরো বলেন, শুধু মৎস্য সপ্তাহ উপলক্ষেই নয় আমাদের এই অভিযান সবসময় অব্যাহত থাকবে।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • পুঠিয়ায় মেডিকেলে চান্স পাওয়া রুহানাকে শিক্ষা উপকরণ দিলেন উপজেলা চেয়ারম্যান

    পুঠিয়ায় মেডিকেলে চান্স পাওয়া রুহানাকে শিক্ষা উপকরণ দিলেন উপজেলা চেয়ারম্যান

    পুঠিয়া (রাজশাহী)প্রতিনিধি ঃপুঠিয়ায় মেডিকেলে চান্স পাওয়া রুহানাকে শিক্ষা সহায়ক উপকরণ দিলেন উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু।

    মঙ্গলবার (২৬ জুলাই) সকালে উপজেলা চেয়াম্যানের কার্যালয়ে এক অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে রুহানার পড়াশোনার সহায়ক এসব উপকারণ ছাড়াও তার হাতে নগদ অর্থে চেক তুলে দেওয়া হয়।

    এসময় উপজেলা চেয়রম্যান জিএম হিরা বাচ্চু ছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুঠিয়া মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম ফারুক, রুহানার মামা আশরাফুল আলম তোতা ও আশরাফুল ইসলাম।

    গত ৪ এপ্রিল এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষার ফলাফলে রুহানা আক্তার রিংকি যশোহর মেডিকেল কলেজে চান্স পায়।

    অদম্য মেধাবী রুহানা আক্তার রিংকি উপজেলার ভালুকগাছি ইউনিয়নের তেলিপাড়া গ্রামের কৃষক রফিকুল ইসলামের মেয়ে।

    ছোট বেলা থেকেই মেধাবী রুহানা আক্তার রিংকির স্বপ্ন ডাক্তার হওয়ার। ডাক্তার হয়ে সে গরিব-দুঃখী মানুষের সেবা করাই তার একমাত্র লক্ষ্য।

    এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু বলেন, অদম্য মেধাবী রুহানা আক্তার রিকিং আমাদের উপজেলার গর্ব। আমি বিভিন্ন মাধ্যমে তার মেডিকেলে চান্স পাওয়ার বিষয়টি জানতে পেরে তাকে কিছু শিক্ষা সহায়ক উপকারণ ও নগদ অর্থ দিয়েছি।

    আগামীতেও রুহানার মত মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য আমার দরজা উন্মুক্ত থাকবে। টাকা পয়সার অভাবে কোন মেধাবীর জীবন যেন ঝরে না পরে সেজন্য সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার অনুরোধ জানান এ চেয়ারম্যন।#

    মাজেদুর রহমান (মাজদার)
    পুঠিয়া রাজশাহী।।

  • বানারীপাড়ীয় উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বানারীপাড়ীয় উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বিশেষ প্রতিবেদক।। সোমবার সন্ধ্যায় রুপালী লাইফ ইনন্সিওরেন্সের বানারীপাড়া সার্ভিস সেলের মিলনায়তনে উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএমডি উন্নয়ন ও প্রশাসন মোঃ মোজাম্মেল হোসেন। সভায় সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় অফিসের জিএম শাহীন মোহাম্মদ মাসুম। আলোচনায় অংশ নেন বিশেষ অতিথি বানারীপাড়া সার্ভিস সেলের ডিজিএম (উন্নয়ন) এস মিজানুল ইসলাম, এজিএম সৈয়দ নুরুজ্জামান পলাশ, মাহিনুর বেগম, হিসাব রক্ষক আ: মন্নান প্রমূখ।#

  • দিনাজপুরের বীরগঞ্জে দীর্ঘ ১০আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

    দিনাজপুরের বীরগঞ্জে দীর্ঘ ১০আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

    দিনাজপুর প্রতিনিধি – দিনাজপুরে দীর্ঘ ১০ বছর পর বাংলাদেশ আওয়ামী লীগ বীরগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বীরগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার। প্রধান বক্তা ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
    বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ২৬ জুলাই মঙ্গলবার সকাল ১১ টায় জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী এবং বেলা ৩ টায় সম্মেলনের ২য় পর্বে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত শুরু হয়।
    বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকার সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফুজ্জামান মিতা, যুগ্ম সম্পাদক মির্জা আশফাক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, ধর্ম বিষয়ক সম্পাদক তরিকুল আলম প্রমুখ।
    বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সার্বিক তত্বাবধানে ছিলেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক অধ্যক্ষ মো. খয়রুল ইসলাম চৌধুরী। সঞ্চালনায় ছিলেন বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর।
    সম্মেলনে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বজলুল হক, আলাউদ্দিনসহ এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।
    প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান ফিজার এমপি তার বক্তব্যে বলেন, নাম ত্রি-বার্ষিক, কিন্তু দীর্ঘ প্রায় ১২ বছর পর হচ্ছে বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। সম্মেলনের মাধ্যমে যেই নেতৃত্বে আসুক না কেন, তার কারণে যেন দল প্রশ্নবিদ্য না হয়। বর্তমানে চালাক কর্মী দিয়ে দল ভরে গেছে। যে যার মত চালাকি করছে। তিনি বলেন, যে দলটির কারণে দেশ স্বাধীন হয়েছে। সমাজের এমন কেউ নাই যাদের নিয়ে ভাবেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেশ কয়েকটি পর্যায়ে ভাতা দিয়ে মানুষের জীবন মানের উন্নয়ন করছেন তিনি। বাংলাদেশকে অনেক ভালো জায়গায় নিয়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিয়েছেন তিনি। আওয়ামী লীগ এত কিছু করার পরেও মির্জা ফখরুলরা বলেন, তত্বাবধায়ক সরকারে ভোট দেন। তারা বলেন, দেশ শ্রীলঙ্কার মত হবে। অমার মনে হয়, দেশ শ্রীলঙ্কার মত হলে বিএনপি খুশি হবে। কিন্তু তারা যানে না শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন দেশ কখনও শ্রীলঙ্কার মত হবে না। কারণ শেখ হাসিনার হৃদয় দেশ প্রেমে ভরা।
    সম্মেলনের প্রধান বক্তা মনোরঞ্জন শীল গোপাল এমপি তার বক্তব্যে বলেন, অনেক সম্ভাবনার দেশ বাংলাদেশ। যার উদাহারণ আমার নির্বাচনী এলাকা। আগের তুলনায় বীরগঞ্জ-কাহারোল উপজেলা অনেক এগিয়ে গেছে। আর এটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। তিনি বলেন, বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগকে এমন শক্তিশালী হতে হবে যাতে কোন অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠতে না পারে।

    দিনাজপুরে তুলা বীজ খামারের সীমানা প্রাচীর
    নির্মান নিয়ে সংবাদ সম্মেলন
    দিনাজপুর প্রতিনিধি ঃ দিনাজপুরের সদরপুর গ্রামবাসীর চলাচলের জন্য ২ শত মিটার রাস্তা উন্মুক্ত রেখে কয়েক হাজার গ্রামবাসীর চলাচলের একমাত্র সড়ক রক্ষার দাবীতে ২৬ জুলাই মঙ্গল দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে সদর উপজেলার সদরপুর গ্রামের অসহায় মানুষের সংবাদ সম্মেলন। আয়োজিত সম্মেলনে গ্রামবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মো. সেলিম আখতার।
    লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা দিনাজপুর সদর উপজেলাধীন ২নং সুন্দরবন ইউনিয়নের সদরপুর গ্রামের অধিবাসী। সদরপুর গ্রামে বসবাসরত প্রায় দুই শত পরিবারের পক্ষে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছি। আমরা সদরপুরের যে জায়গায় বসবাস করছি তা সদরপুরের তুলা বীজ বর্ধন খামারের উত্তর দিকে অবস্থিত। ১৯৮৪ সালে ভূমি হুকুম দখলের মাধ্যমে এই খামারের কার্যক্রম শুরু করা হয়। ভূমি হুকুম দখলের সময় ৭০-৮০ বছরের বেশি সময় হতে ব্যবহৃত প্রায় ২০০ মিটার লম্বা রাস্তাটিও হুকুম দখল করা হয় এবং স্থানীয় অনেক বাসিন্দার বাড়ি-ঘর উচ্ছেদ করা হয়। উচ্ছেদকৃত পরিবারগুলো ক্ষতিপুরণ না পেয়ে বর্তমানে অতি মানবেতর জীবন যাপন করছে।
    যে ২০০ মিটার রাস্তার কথা বলছি তা বাংলাদেশ স্বাধীন হওয়ার ২৫-৩০ বছর আগের থেকে রাস্তা হিসেবেই ব্যবহার হয়ে আসছে। সদরপুর গ্রামের বসবাসকারি দেড় হাজার লোকসহ আশেপাশের প্রায় তিন হাজার মানুষ দশমাইল হতে সৈয়দপুরগামী মূল সড়কে আসা-যাওয়ার জন্য ঐ রাস্তা ব্যবহার করে থাকেন। মাত্র ২০০ মিটার রাস্তার কোথাও কোন বাঁক নাই। সর্বশেষ ভূমি জরিপকালেও রাস্তাটিকে রাস্তা হিসেবেই উল্লেখ করা হয়েছে।
    বর্তমানে তুলাফার্ম কর্তৃপক্ষ তাদের হুকুম দখলকৃত এরিয়ায় প্রাচীর নির্মানের জন্য প্রস্তুতি গ্রহন করেছেন। ইট, বালুসহ নির্মান সামগ্রী জমা করেছেন। আমরা জেনেছি যে, তারা রাস্তাটিও প্রাচীর দ্বারা ঘিরে নিবেন এবং একটি বিকল্প রাস্তা ছাড়বেন। কিন্তু তারা যেভাবে বিকল্প রাস্তা দিতে চান, সেটা মোটেও গ্রহনযোগ্য নয়। আমরা এখন যেখানে মাত্র ২০০ মিটার পাড়ি দিয়ে মূল সড়কে আসা-যাওয়া করতে পারছি, সেখানে বিকল্প রাস্তায় এক থেকে দেড় কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে হবে। মাত্র ২০০ মিটারের পরিবর্তে এক- দেড় কিলোমিটার ঘুরিয়ে দেয়া যুক্তিহীন। তদুপরি বিকল্প রাস্তা খুব বেশি প্রশ্স্ত হবে না এবং রাস্তাটিতে ৮-১০টি বাঁক থাকবে। এই সমস্ত অসুবিধা নিয়ে সদরপুরের মানুষ অবরুদ্ধ হয়ে স্বাভাবিক জীবন যাত্রা দূর্বিসহ হয়ে পড়বে। তাই আমাদের দাবী তুলা ফার্ম কর্তৃপক্ষ মাত্র ২০০ মিটারের রাস্তাটি ছেড়ে দিয়েই যেন প্রাচীর নির্মান করেন। পাশাপাশি হাজিপাড়া গ্রামের উত্তর-পূর্বে ও পূর্ব-পশ্চিমে প্রাচীর তোলার সময় প্রাচীর বরাবর ১০ ফুট রাস্তা ছেড়ে তা উক্ত ২০০ মিটারের রাস্তা সাথে সংযুক্ত করার জন্যও আমরা আবেদন জানাচ্ছি।
    আমরা এই দাবী জানিয়ে একাধিকবার দিনাজপুরে ও ঢাকায় তুলা বোর্ড কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছি। লিখিত পত্রেও আহ্বান জানিয়েছি যে, বাপ-দাদার আমল হতে ব্যবহার হওয়া রাস্তা বাদ দিয়েই যেন প্রাচীর নির্মান করা হয়। আমরা বলেছি, পাকিস্তান সৃষ্টির সময় হতে এই রাস্তা ব্যবহার হয়ে আসছে এবং রাস্তা বন্ধ করা অমানবিক ও নিষ্ঠুর আচরনের সমতুল্য হবে। আইনের দিক থেকেও কখনো কোন রাস্তা বন্ধ করা যায় না। এমন যুক্তি দেয়ার পরেও কর্তৃপক্ষ আমাদের কথায় সাড়া দেয় নাই এবং আমাদের লিখিত স্মারক পত্র রিসিভ করে নাই। ২০২১ সালের ১৫ মার্চ তারিখে আমরা তুলা ফার্মকে লিখিত পত্র দিয়েছিলাম, যে পত্রে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদর উপজেলা চেয়ারম্যানের সুপারিশ ছিল। তারা সেটি নিলেও কোন রিসিপ্ট সাক্ষর দেয় নাই। মূলত তারা গ্রামবাসীর কোন কথাই শুনছেন না। এই কারনে আমরা সদর ইউএনও বরাবর গত ৯ জুন ২০২২ ও ১৮ জুলাই ২০২২ তারিখে লিখিত স্মারকলিপি দিয়েছি। রাস্তাটি খোলা রাখার দাবী জানিয়ে মাননীয় জেলা প্রশাসক বরাবরেও গত ২০ জুলাই ২০২২ তারিখে স্মারকলিপি দিয়েছি।
    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা বলেন, তুলা বর্ধন খামার ভাল ভাবে চলুক, বড় প্রতিষ্ঠান হয়ে উঠুক এতে আমাদের কোনো আপত্তি নাই। আমাদের দাবী হলো একটাই, বাপ-দাদার সময়কাল হতে তথা পাকিস্তান আমল হতে যে ২০০ মিটার রাস্তা সদরপুর গ্রামবাসী ব্যবহার করছেন তা যেন প্রাচীরের বাইরে রাখা হয়। রাস্তা বাদ দিয়ে খামারের বাকি জায়গা প্রাচীর দ্বারা ঘিরে নিলে আমাদের কোন আপত্তি থাকবে না। আমরা এ বিষয়ে মাননীয় হুইপ মহোদয়েরও মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগীতায় রাস্তাটি সদরপুর গ্রামবাসীর চলাচলের জন্য উন্মুক্ত রাখার দাবী জানাচ্ছি। এসময় গ্রামবাসীর পক্ষে আরো উপস্থিত ছিলেন,মো: হোসেন আলী, মো: মজিবর রহমান ও মো: বাবু সরকার প্রমুখ।

    মোঃ নাজমুল ইসলাম (মিলন)
    দিনাজপুর প্রতিনিধি।

  • সিংড়ায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের আত্মহত্যা

    সিংড়ায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের আত্মহত্যা

    সিংড়া (নাটোর) প্রতিনিধি
    নাটোরের সিংড়ায় মো. মামুন সরকার (৬০) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২৬ জুলাই) সকাল সোয়া ৮টার দিকে নিজ বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি। মামুন সরকার উপজেলার বৃকয়া গ্রামের মৃত মছির সরকারের ছেলে।

    স্থানীয়রা জানান, কয়েকবছর যাবৎ মানসিক ভারসাম্যহীন ছিলেন মো. মামুন সরকার। বেশিরভাগ সময় পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসাধীন থাকতেন তিনি। মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে হঠাৎ নাতির দোলনার দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি। মো. মামুন সরকার বৃকয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বৃকয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।

    সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামুন সরকার মানসিক ভারসাম্যহীন হওয়ায় পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

  • ৯৯৯ এ কল, চোরাই মেশিনসহ আটক-৪

    ৯৯৯ এ কল, চোরাই মেশিনসহ আটক-৪

    সিংড়া (নাটোর) প্রতিনিধি
    নাটোরের সিংড়ায় ৯৯৯ এ কল পেয়ে চোরাই শ্যালো মেশিনসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ জুলাই) ভোররাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

    মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক আড়াইটায় ৯৯৯ এর মাধ্যমে সিংড়া থানা পুলিশ জানতে পারে চলনবিলের প্রত্যন্ত এলাকা বিয়াশ চারমাথায় চোরাই শ্যালো মেশিন ভুটভুটিতে করে নিয়ে যাওয়া হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৪ জনকে আটক করে। এসময় তাঁদের কাছ থেকে ৩টি শ্যালো মেশিন ও একটি ভুটভুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। আটককৃতরা হলেন, উপজেলার ডাহিয়া ইউনিয়নের বেড়াবাড়ি গ্রামের মো. জয়নাল আবেদীনের ছেলে মো. কামাল হোসেন (৩০), মো. আকবর মোল্লা’র ছেলে আঃ হামিদ ওরফে জাম্বু (৩৮), একই গ্রামের মুন্টু মোল্লা’র ছেলে মো. শুভ মোল্লা (২৫) ও পাশ্ববর্তী তাড়াশ উপজেলার নামোসিলেট গ্রামের মৃত মওলা বক্সের ছেলে মোজাহার আলী (৩০)। মঙ্গলবার দুপুরে পুলিশ আটক ৪ জনসহ ৫ জনকে আসামী করে মামলা দায়ের করে। পরে তাঁদেরকে আদালতে পাঠানো হয়।

    সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, চোরাই মেশিনসহ আটককৃতদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। তাঁদেরকে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাঁরা কোনো চক্রের সদস্য কিনা তা তদন্ত চলছে।

    মো. এমরান আলী রানা
    সিংড়া (নাটোর) প্রতিনিধি।।

  • গাজীপুরে কারেন্ট জাল উদ্ধার-আটক ১

    গাজীপুরে কারেন্ট জাল উদ্ধার-আটক ১

    রাসেল শেখ গাজীপুর ঃ
    দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও অবাধ বিচরণে অন্যতম বাধা কারেন্ট জাল ও ম্যাজিক চায়না দুয়ারী জাল নির্মূলের লক্ষ্যে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় গাজীপুর সদর উপজেলার বেলাই বিল এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

    মঙ্গলবার (২৬ জুলাই) সকালে এ মোবাইল কোর্ট পরিচালনা হয়।

    এ সময় কারেন্ট জালসহ এক জনকে আটক করা হয় এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ লংঘনের অপরাধে ৩,০০০ টাকা জরিমানা করা হয়।

    আটককৃত কারেন্ট জালের পরিমাণ আনুমানিক ১ হাজার মিটার ও জব্দকৃত জালের মূল্য প্রায় ২.৫ লক্ষ টাকা।

    মোবাইল কোর্ট পরিচালনা করেন রাফে মোহাম্মদ ছড়া, সহকারি ভূমি কমিশনার গাজীপুর সদর।

    এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জান্নাতুন শাহীন।সহকারী মশিউর রহমান, পরে সাংবাদিক দের জানান দেশীয় মাছ সংরক্ষণের এ ধরনের অভিযান সবসময় অব্যাহত থাকবে। এসময় সহায়তায় ছিল আনসার ব্যাটালিয়ন সদস্যরা।

  • নড়াইলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

    নড়াইলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ

    নড়াইল সদর উপজেলার তুলারামপুল ইউনিয়নের তুলারামপুর কাজলা গ্রামের হোসেন শেখ এর মেয়ে তুলারামপুর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেনিতে পড়ূয়া শিক্ষর্থী শারমিন আকতার (১৬) কে একই ইউনিয়নের দক্ষিন চাচড়া গ্রামের গণেষ বিশ্বাসের বখাটে ছেলে অন্তর বিশ্বাস (১৯) যোঁরপূর্বক ধর্ষণ করে এবং ধর্ষণের ঘটনা কাউকে বল্লে মেরে ফেলার হুমকি দেয় ধর্ষণকারী অন্তর বিশ্বাস। ধর্ষণের শিকার শারমিন আকতার এর মা-রুপালী বেগম সাংবাদিক মো:রফিকুল ইসলামকে জানান,স্কুল বন্ধ থাকায় গত (১৬ জুলাই) শনিবার বিকালে আমার মেয়ে বাইসাইকেল চালিয়ে দর্জিবাড়ি যাওয়ার পথিমধ্যে মোটরসাইকেলে করে এসে অন্তর বিশ্বাসসহ ৩জন একত্রে যোঁরপূর্বক পাট খেতে নিয়ে আমার মেয়েকে ধর্ষণ করে,অন্তর বিশ্বাস এবং এ বিষয়ে কাউকে কিছু বল্লে আমার মেয়েকে মেরে ফেলার হুমকি দেয়। এই ভয়ে আমার মেয়ে বাড়িতে এসে আমাদের কিছুই বলেনি কিন্তু আমার মেয়ের মন খুব খারাপ থাকে,পরে স্কুল খুললে স্কুলে যেয়ে স্কুলের শিক্ষিকা শিউলি ম্যাডাম কে ঘটনার বিষয়ে প্রথমে বলে এবং শিক্ষিকা শিউলি ম্যাডাম,আমাকে একই দিন সন্ধার সময় ফোন করে জানান,শারমিন কে কিছুই বইলেন না,আপনার মেয়ে শারমিনের সাথে অন্তর বিশ্বাস নামের এক হিন্দু ছেলে খারাপ কাজ করেছে বলে জানান। স্কুলের শিক্ষিকা শিউলি ম্যাডাম এ প্রতিবেদককে জানান,কাউকে কিছু না জানানোর সর্তে আমার শিক্ষর্থী শারমিন আমাকে বলে ম্যাডাম আমার সাথে অন্তর বিশ্বাস নামের এক বখাটে ছেলে খারাপ কাজ করেছে,কি খারাপ কাজ করেছে জানতে চাইলে,আমাকে শারমিন সব কিছু খুলে বলে এবং আমি যদি এ ঘটনার বিষয়ে কিছু বলি তাহলে শারমিন আত্মহত্যা করতে পারে,এই ভয়ে আমি তাৎখনিক কাউকে কিছু না জানিয়ে,পরে ভেবে দেখলাম,আমি যদি শারমিনেরবিশ্বাসকে বাবা-মা কে ঘটনাটা না জানায়,তাহলে নিজে অপরাধী হয়ে যাব,বলে একই দিন সন্ধার সময়,আমি ফোন করে শারমিনের মা-কে ঘটনার বুঝিয়ে বলি যে এটার জন্য শারমিন তো কোন দোষ করে নাই,শারমিনকে কিছুই বইলেন না বলেও জানান। ঘটনা শোনার পরে শারমিনের মা-তুলারামপুর ইউনিয়নের চেয়ারম্যান টিপু সুলতান কে ঘটনার বিষয়ে জানালে গত (২৩ জুলাই) রাত ১১টা ৩০ মিনিটের সময় ধর্ষণকারী অন্তর বিশ্বাসকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। পরে সকালে ধর্ষণের শিকার শারমিন আকতারকে পুলিশ নড়াইল সদর হাসপাতালে মেডিকেলের জন্য নিয়ে যান। তুলারামপুর ইউনিয়নের চেয়ারম্যান টিপু সুলতান, ঘটনার সত্যতা শিকার করে বলেন,আমাকে ধর্ষণের শিকার মেয়েটির মা-বিষয়টি জানালে,আমি সাথে সাথেখ প্রশাসনকে জানায় এবং ধর্ষণকারী অন্তর বিশ্বাসকে গত রাতে আটক করে থানায় নিয়ে যায়। অন্তর বিশ্বাস অপরাধী হলে তদন্তপূর্বক আমি তার সঠিক বিচার চাই। কেনো একজন হিন্দু সম্পদায়ের ছেলে হয়ে মুসলিম সম্পদায়ের মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করলো,এত বড় সাহস কোথায় পেল এবং এর সঠিক বিচার না হলে এ ধরনের অপরাধখ নড়াইলে হতেই থাকবে বলেও জানান। চাচড়া দক্ষিনপাড়া গ্রামের স্থানীয় একাধীক ব্যক্তি অভিযোগ করে বলেন, অন্তর বিশ্বাস এর আগেও অনেক মেয়েকে তার নিজ বাড়িতে নিয়ে এসে রাত্রীযাঁপন করেছে এবং পরে মেয়ের গার্জিয়ান’রা এসে গ্রামবাসিকে জানালে,স্থানীয় ভাবে মিমাংসা করে ফেলে বলেও জানা যায়। তুলারামপুর ইউনিয়নের বিট পুলিশের এস আই শিশির ঘোষ জানান, সদর থানার ওসি স্যার আমাকে ইনফরমেশন দিলে তাৎখনিক আমি অন্তর বিশ্বাস কে (২৩ জুলাই) শনিবার রাত ১১টা ৩০ মিনিটের সময় তার নিজ বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে যায়। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত ওসি মো:মাহামুদুর রহমান ঘটনার সত্যতা শিকার করে জানান, ভুক্তোভোগী মেয়ের মা একটি মামলা দায়ের করেন,যার মামলা নং ১৮। পুলিশ অন্তর বিশ্বাসকে আটক করে এবং অন্তর বিশ্বাসকে কোর্টে প্রেরণ করা হয়েছে বলেও জানান।

  • বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

    বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

    পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:
    বরগুনার পাথরঘাটায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন ।

    লাল সবুজের বর্ণিল রঙে রাঙিয়ে পুরো ফুটবল মাঠের চারপাশ দৃষ্টিনন্দন করেছেন আয়োজক শিক্ষা অফিসার শাহ আলম এবং তার সহযোগীরা। রয়েছে দৃষ্টিনন্দন বঙ্গবন্ধু ও বঙ্গমাতার অসংখ্য ফেস্টুন ব্যানার ও প্লাকার্ড। মাঠের চারপাশ জুড়ে ব্যান্ড পার্টির সানাইয়ের সুরে ব্যাপক আনন্দমুখর পরিবেশে চলছে ফুটবল টুর্নামেন্টটি।

    ২৬ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার টিএম শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উদ্ভধনী বক্তব্য এবং টুর্নামেন্টের শুভ উদ্ভোধন করেন পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির। এসময় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা ও জেলা পরিষদের সদস্য এম এ খালেক, স্বাগত বক্তব্য রাখেন টিএম শাহ আলম,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট জাবির হোসেন, উপস্থিত ছিলেন পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল তালুকদার, সাংবাদিক এ এস এম জসিম, প্রাইমারি ইন্সটক্টর প্রকাশ মন্ডল ও সহকারী শিক্ষা অফিসার গন সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দ।

    দু’দিন ব্যপী এই ক্রিড়ানুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে অংশ নেয়া ৮টি ফুটবল টিম পরস্পর পরস্পরের সঙ্গে মোকাবেলা করবে।

    অমল তালুকদার