Author: desk

  • পঞ্চগড়ে চোরাই মাল সহ ট্রাক আটক করে হাইওয়ে পুলিশ

    পঞ্চগড়ে চোরাই মাল সহ ট্রাক আটক করে হাইওয়ে পুলিশ

    মো:বাবুল হোসেন পঞ্চগড়;
    পঞ্চগড়ে তেঁতুলিয়া উপজেলার কালানদি গজ দুই টি গোডাউন ঘর থেকে তালা কেটে মালামাল চুরি করে পালানোর সময় মালামালসহ একটি ট্রাক আটক করে ভজনপুর হাইওয়ে থানা পুলিশ।

    বুধবার (২৮) জুলাই গভীর রাতে আনুমানিক ৩ টার সময় পঞ্চগড় – বাংলাবান্ধা মহাসড়কে চুরির মালামাল সহ পঞ্চগড় সদর উপজেলার জগদল এলাকায় থেকে আটক করে ভজনপুর হাইওয়ে থানা পুলিশ।

    ভজনপুর হাইওয়ে থানার সুত্রে জানা যায় বুধবার গভীর রাতে মহাসড়কে ভজনপুর এলাকায় থানার একটি হাইওয়ে পুলিশ টিম দায়িত্ব পালন করছিলেন।

    এসময় একটি ট্রাক দ্রুত গতিতে আসলে তাকে ব্রেক করার জন্য সংকেত দেওয়া হলে। সংকেত না মেনে চালক গাড়ী না থামিয়ে আরও গতি বাড়িয়ে চলে যায়।

    এসময় পুলিশের সন্দেহ হলে (ঢাকা মেট্রো ট ১৫-৬৬১২)এই নাম্বারে গাড়িটিকে ধাওয়া করে
    কিন্তু পুলিশে ধাওয়া খেয়ে ট্রাকটি পালানোর চেষ্টা করে।

    পিছন থেকে ধাওয়া করে প্রায় ২০ কিলোমিটার ধাওয়া করে ধরতে সক্ষম হলেও গাড়ির চালক সহ গাড়িতে থাকা লোকজন পাশের জঙ্গল দিয়ে পালিয়ে যায়।

    গাড়িতে ভুট্টা, সয়াবিন তেল, বিশুদ্ধ পানি, বিস্কুটসহ দোকানের মালামাল ছিলো।

    ট্রাকে থাকা মালামালের মূল্য অনুমানিক প্রায় ৭ থেকে ৮ লক্ষ টাকা।

    এ সময় গাড়ি থেকে উদ্ধার করা হয় একটি বড় কাটার একটি ডিল কাটার মেশিন ২০ গজ কারেন্টের তার ও দুই টি মোবাইল ফোনসহ উদ্ধার করে।

    গাড়িতে ৪১ বস্তা ভুট্টা, ১৫১১ লিটার সয়াবিন তেল,৫ টি বিশুদ্ধ পানির বোতল , ২ বস্তা আটা,পাঁচ টি কোমল পানির বোতল,বিস্কুটসহ দোকানের মালামাল ছিলো।

    ভজনপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম খান চুরির মালামাল সহ ট্রাকটিকে আটক করার বিষয়টি নিশ্চিত করেন।

  • খাগড়াছড়িতে ওয়ালটনকে আর্থিক জরিমানা

    খাগড়াছড়িতে ওয়ালটনকে আর্থিক জরিমানা

    খাগড়াছড়িতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ওয়ালটন শো-রুম আলাদা ট্যাগ বসিয়ে মূল্য কারচুপি করছে। ৩৬৯০ টাকার ফ্যান ৪৩৯০ টাকা বিক্রি করছে। এমতাবস্থায় প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ৪০,০০০ টাকা জরিমানা করলো।

    অন্যদিকে খাগড়াছড়িতে নূরজাহান ইলেকট্রনিকস ও সিঙ্গারকে ৪০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। নির্ধারিত মূল্যের অধিক মূল্যে ইলেকট্রনিকস সামগ্রী বিক্রয় করায় ২৭ জুলাই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, খাগড়াছড়ি জেলা কার্যালয় কর্তৃক এ অভিযান পরিচালনা করা হয়।

    উভয় প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় উক্ত জরিমানা করা হয়। জনস্বার্থে অভিযান চলমান থাকবে।

  • বরগুনার তালতলীতে সন্তান ভূমিষ্ট হওয়ার ২১দিন আগেই সিজার, নবজাতকের মৃত্যু

    বরগুনার তালতলীতে সন্তান ভূমিষ্ট হওয়ার ২১দিন আগেই সিজার, নবজাতকের মৃত্যু

    মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
    বরগুনার তালতলীতে সন্তান ভূমিষ্ট হওয়ার ২১দিন আগে সিজার, ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলার কারণে নবজাতকের মৃত্যু হয়েছে

    ২৬ তারিখ সন্ধ্যায় উপজেলার হাসপাতাল সড়কের দোয়েল ক্লিনিকে এ ঘটনা ঘটে।

    জানা গেছে, উপজেলার ছোটবগী ইউনিয়নের গাববাড়ীয়া এলাকার রাজু মিয়ার স্ত্রী জাকিয়া বেগমের ডাক্তারী পরীক্ষায় আল্ট্রাসনোগ্রামের তথ্যমতে তার দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার ২১ দিন আগে সিজার করেন উপজেলার দোয়েল ক্লিনিকে। সেখানে শনিবার রাতে ওই রুগিকে সিজার করান কর্তব্যরত ডাক্তার প্রশেনজিৎ কুন্ড অনিক। সিজারের ২দিন পরই ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলার কারনে মারা গেল ওই নবজাতক।

    নবজাতকের পিতা রাজু মিয়া বলেন, ওই ক্লিনিক থেকে আল্ট্রাসনোগ্রামের তথ্যে নবজাতক ভূমিষ্ট হওয়ার তারিখ রয়েছে আগামী ১৫ আগষ্ট। ক্লিনিক কর্তৃপক্ষের আমাকে ভূল বুঝাইয়া ও আমাকে ভয়ভীতি দেখাইয়া গত ২৩ জুলাই সিজার করেন।

    তারা আরও বলেন, এই মুহুর্তে সিজার না করলে বড় ধরনের সমস্যা হতে পারে। শিশুটিকে পটুয়াখালী ও বরিশালে নিয়ে যেতে পারেন তবে বরিশাল যে চিকিৎসা দেবে তা আমরাও দিতে পারবো। অথচ ক্লিনিক কর্তৃপক্ষের দারুন অবহেলার কারনে সিজারের ২দিন পরই পুত্র সন্তানটি মারা যায়।আমি হাসপাতাল কর্তৃপক্ষর বিচার চাই।

    কর্তব্যরত ডা. প্রশেনজিত কুন্ড অনিক বলেন, আমি ওটি’র ডাক্তার, শিশু বিশেষজ্ঞ নই। শিশুটি ভূমিষ্ট হওয়ায় জন্মগত ক্রুটি ছিল। ঠান্ডা আবহাওয়ার কারনে শিশুটিকে পটুয়াখালী ও বরিশালের শিশু বিশেষজ্ঞদের কাছে নিয়ে যেতে বলেছি।

    বরগুনার সিভিল সার্জন ডা. মো. ফজলুল হক বলেন, আমি এ ধরনের সংবাদ আগে পাইনি, এখন শুনলাম। তদন্ত সাপেক্ষে ওই ক্লিনিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • বাবুগঞ্জে ভাইয়ের স্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে মুক্তিযোদ্ধার পুত্রকে কুপিয়ে যখম

    বাবুগঞ্জে ভাইয়ের স্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে মুক্তিযোদ্ধার পুত্রকে কুপিয়ে যখম

    মো.নাসির উদ্দিন।
    বাবুগঞ্জ থেকে ফিরে।

    বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের আগরপুর গ্রামের বীরমুক্তিযোদ্ধা হারুন অর রসিদের পুত্র কলেজ ছাত্র হাসান আল কাইয়ুম (পিয়াস) কে(২৫) ২৭ জুলাই বুধবার রাত আনুমানিক ৮ টায় চাচাত ভাই স্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদ করায় একই গ্রামের প্রতিপক্ষ আয়নাল প্যাদার পুত্র আলামিন (৩০) মুর্তাজা প্যাদার পুত্র রায়হান (২৩) সিরাজ উদ্দিন প্যাদার পুত্র আয়নাল (৫৫) ফসু প্যাদার পুত্র অলি (২৪) সালাম প্যাদার পুত্র সবুজ (২৭) মুক্তিযোদ্ধার পুত্র কলেজ পড়ুয়া ছাত্র পিয়াসকে কুপিয়ে রক্তাক্ত যখম করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

    এব্য্যাপারে বাবুগঞ্জ থানায় মামলার প্রস্তুতির কথা জানিয়েছেন আহতের পরিবারের লোকজন। অভিযোগ সুত্রে জানাগেছে আগরপুর স্টান্ডে গতকাল বুধবার পিয়াসকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত যখম করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

    এ ব্যাপারে আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের প্রধান সঞ্জিত চন্দ্র শীল ঘটনার সত্যতা স্বীকার করে দোষিদের বিরুদ্ধে যথাযথ ব্যাবস্থা নেয়ার কথা জানিয়েছেন।

    এ ব্যাপারে ভুক্তভোগী পরিবার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন।

  • কালাইয়ে বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত

    কালাইয়ে বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত

    এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

    জয়পুরহাটের কালাই উপজেলার মোলামগাড়ী এলাকায় বিশ্ব হেপাটাইটিস দিবস পালন করা হয়েছে।

    বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস বাংলাদেশ কালাই সিডিপি’র উদ্যোগে এ দিবসটি পালন করা হয়।

    সংস্থার ম্যানেজার শারমিন নাসরিনের সভাপতিত্বে দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ এমডি জুয়েল হোসেন।

    এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জিন্দারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান ও গুড নেইবারস এর মেডিকেল অফিসার আলমাস জাহিদ খান।
    সংস্থার হেল্থ অফিসার মরিয়ম ইয়াসমিনের সঞ্চালনায় দিবসের আলোচনা সভায় অংশগ্রহণ করেন এলাকার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও ম্যানেজিং কমিটির সদস্যরা।

  • চাটখিলে বিএমএসএফের আহবায়ক কমিটি গঠন

    চাটখিলে বিএমএসএফের আহবায়ক কমিটি গঠন

    সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

    চাটখিল,নোয়াখালী,বৃহস্পতিবার, ২৮ জুলাই,২০২২:
    নোয়াখালীর চাটখিলে স্কাইভিউ চাইনিজ এন্ড রেস্টুরেন্টের হলরুমে বৃহস্পতিবার সন্ধ্যায় “বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম” (বিএমএসএফ) এর উপজেলা আহবায়ক কমিটি গঠিত হয়েছে।
    এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা বিএমএসএফের যুগ্ম-সাধারন সম্পাদক কামরুল কানন।

    সাংবাদিক ও সমাজসেবক রুবেল ভুঁইয়ার সভাপতিত্বে এই অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।
    আলোচনা শেষে দৈনিক আমাদের সময় পত্রিকার চাটখিল প্রতিনিধি মেহেদী হাছানকে (রুবেল ভূঁইয়া) আহবায়ক এবং দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার চাটখিল প্রতিনিধি ইয়াছিন চৌধুরীকে সদস্য সচিব করে ১৩ সদস্যের আহবায়ক কমিটি ঘোষনা করেন প্রধান অতিথি।

    কমিটির সদস্যরা হলেন কামরুল কানন (একাত্তর টিভি), আলাউদ্দিন (সম্পাদক আলোকিত নোয়াখালী)সাইফুল ইসলাম রিয়াদ(নোয়াখালীর বার্তা) , সিরাজুল ইসলাম হাসান(দৈনিক বর্তমান দিন),আনোয়ারুল আজিম(দৈনিক সংবাদ প্রতিদিন),মনির হোসেন সোহেল(দৈনিক গনমানুষের আওয়াজ/ চ্যানেল সিক্স) , ওমর ফারুক (বিডি টাইমস/ প্রিয় নোয়াখালী)ইসমাইল হোসেন সজিব(দৈনিক সকালের সময়),মাহবুবুর রহমান পিংকু (দৈনিক এই আমার দেশ।

    নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বিএমএসএফ ঘোষিত ১৪ দফা বাস্তবায়নে কাজ করার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন।

  • পাইকগাছায় চলাচল অনুপযোগী হয়ে পড়েছে স্যার পিসি রায় সড়ক

    পাইকগাছায় চলাচল অনুপযোগী হয়ে পড়েছে স্যার পিসি রায় সড়ক

    ইমদাদুল হক, পাইকগাছা,খুলনা।।
    খুলনার পাইকগাছার রাড়ুলী ইউনিয়নের স্যার পি সি রায় সড়কের ইট ও খোয়া,উঠে যত্রতত্র খানা-খন্দ হওয়ায় চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। জগদ্বিখ্যাত বিজ্ঞানী স্যার পিসিরায়ের ২ আগষ্ট জন্মবার্ষিকীর আগেই সড়কটি সংস্কারের দাবী জানিয়েছে এলাকাবাসী।
    উপজেলার ঐতিহ্যবাহী ইউনিয়ন রাড়ুলী। যেখানে ২ আগষ্ট ১৮৬১ সালে জন্ম গ্রহণ করেন জগদ্বিখ্যাত বিজ্ঞানী আচার্য স্যার প্রফুল্ল চন্দ্র রায় (পিসিরায়)। তার নামে একমাত্র ইটের সোলিং এর সড়কটি ইট খোয়া উঠে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। এ সড়কের পাশে ১৮৫০ সালে প্রতিষ্ঠিত উপমহাদেশের প্রথম বালিকা বিদ্যালয়। আছে কলেজিয়েট ইন্সটিটিউট, হাট-বাজার ও বিভিন্ন প্রতিষ্ঠান। প্রতিদিন হাজার ছাত্র/ ছাত্রী ও সাধারণ জনগণ এ সড়কে চলাচল করতে যেয়ে চরম দুর্ভোগের শিকার হন। যত্রতত্র খানাখন্দ হওয়ায় ইঞ্জিন চালিত গাড়ী গুলো হেলে দুলে পড়ে। গাড়ীর চাকায় নোংরা পানি ছিচকে পথচারীদের জামা কাপড় নষ্ট করে দেয়। এব্যাপারে ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, দ্রুত যাতে সড়কট সংস্কার করা যায় সে ব্যাপারে খুলনা-৬ সংসদ সদস্যের সাথে কথা বলেছি। রাড়ুলি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আতাউর রহমান জানান আগামী ২ আগষ্ট বিজ্ঞানী স্যার পিসি রায়ের জন্ম দিনের আগে সড়কটি সংস্কার জরুরি।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • পাইকগাছায় সীমানা পিলার উদ্ধারঃ শিক্ষকসহ আটক-৫,প্রাইভেটকার ও মটর সাইকেল জব্দ

    পাইকগাছায় সীমানা পিলার উদ্ধারঃ শিক্ষকসহ আটক-৫,প্রাইভেটকার ও মটর সাইকেল জব্দ

    ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
    খুলনার পাইকগাছায় সীমানা পিলার পিলার,”বিএম ডব্লিউ”প্রাইভেটকার ১৬০ সিসি একটি মটর সাইকেলসহ ৫ জনকে পুলিশ আটক করেছো। আটককৃতরা হলো যশোর তালতলা গ্রামের ইকবাল লোহাগড়ার চর মল্লিকপুর গ্রামের মৃত শেখ আজহারউদ্দীনের ছেলে কলেজ শিক্ষক শরিফুল ইসলাম (৪৭),খুলনার ফুলতলার দামুদার গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম(৩৩), পুরাইকাটি গ্রামের শেখ আফছার উদ্দীনের ছেলে শেখ বাদশা(২৭),ও পাইকগাছার দেবুয়ার গ্রামের বারিক গাজীর ছেলে জুয়েল গাজী(৩৫)। গোপন সংবাদে পুলিশ মঙ্গলবার ভোর রাতে উপজেলার বোয়ালিয়ার মোড় থেকে তাদের আটক করে। তাদের অসংলগ্ন কথায় সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা সীমানা পিলার পাচার চক্রের সদস্য বলে পুলিশকে জানায়। তাদের দেয়া স্বীকার উক্তি মোতাবেক জুয়েল গাজীর বাড়ী থেকে একটি সীমানা পিলার সাদৃশ্য বস্তু উদ্ধার করে। যদিও সেটা নকল বলে ধৃতরা পুলিশকে জানিয়েছে। পিলারের গায়ে ইংরেজিতে ইষ্ট ইন্ডিয়া ১৮১৮ সাল লেখা আছে। পাইকগাছা থানা ওসি জিয়াউর রহমান জানান,ধৃতদের নামে পাইকগাছা থানায় মামলা হয়েছে। আইনে প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

  • সুজানগরে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

    সুজানগরে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

    এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরমাণুবিজ্ঞানী প্রয়াত এম এ ওয়াজেদ মিয়ার ছেলে ডিজিটাল বাংলাদেশের এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিখাতের বিপ্লবের নেপথ্যের নায়ক সজীব ওয়াজেদ জয়ের ৫২তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে সুজানগর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বুধবার এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত। এদিন সকালে মহিষের গাড়ী,ঘোড়ার গাড়ী সহ বিভিন্ন ধরনের যানবাহনের বহর নিয়ে দলীয় নেতাকর্মীরা আনন্দ শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রাটি সুজানগর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এন এ কলেজ চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার পুত্র,প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা,ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, বিশিষ্ট তথ্য-প্রযুক্তিবিদ সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনের আলোচনা সভায় বক্তব্য রাখেন সুজানগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র রেজাউল করিম রেজা, পৌর আ.লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, আ.লীগ নেতা আফছার আলী, শ্রী সুবোধ কুমার নটো, রবিউল হক টুটুল, রাজা হাসান, মাহমুদ্দুজ্জামান মানিক,ইউনুস আলী বাদশা, সরদার আব্দুর রউফ, কুতুব উদ্দিন,উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ, পৌর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম,পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগ ও এন এ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রেদোয়ান নয়ন প্রমুখ। শেষে জন্মদিন উপলক্ষে কেক কাটা ও সজীব ওয়াজেদ জয়ের সু-স্বাস্থ্য কমানা করে দোয়া করা হয়।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি

  • আগৈলঝাড়ায় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে  র‌্যালীওআলোচনা সভা অনুষ্ঠিত

    আগৈলঝাড়ায় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে র‌্যালীওআলোচনা সভা অনুষ্ঠিত

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের আগৈলঝাড়ায় স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কৃষক কুলের নয়নমনি শহীদ আঃ রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে পূস্পমাল্য অর্পণ,জাতীয় ও দলীয় পতাকা উত্তেলন,আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে আজ বুধবার সকাল ১১টায় উপজেলা দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তেলন শেষে দলীয় কার্যালয় থেকে আনন্দ র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে দলীয় কার্যালয় চত্তরে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফিরোজ শিকদারের সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল রইচ সেরিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ সাইদুল সরদার, উপজেলা স্বেচ্ছসেবকলীগের সাধারন সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাত, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাতসহ প্রমুখ। সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামীলীগ নেতা ছত্তার মোল্লা, ইউপি চেয়ারম্যান বিপুল দাস, শফিকুল হোসেন টিটু,
    আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক রমনী কান্ত সরকার,
    শ্রমিকলীগের সভাপতি এ্যাড.কাসেম সরদার, সাধারন সম্পাদক ছরোয়ার দাড়িয়া, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন পাইক, উপজেলা যুবলীগ নেতা সেরনিয়াবাত ফয়জুল, মোঃ রিয়াজ হোসেন, মোঃ শহিদুল ইসলাম পাইক, রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হোসেন শিকদার,রাজিহার ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ জাকির হোসেন তালুকদার, মোঃ শহিদ তালুকদার,মোঃ সুরুজ কাজি,মোঃ ফখরুল ইসলাম মামুনসহ প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া-মিলাদ পরিচালনা করে কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা ফজলুল হক।