Author: desk

  • লক্ষ্মীপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ প্রস্তুতিস্থলে ছাত্রলীগের হামলা ভাঙ্গচুর

    লক্ষ্মীপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ প্রস্তুতিস্থলে ছাত্রলীগের হামলা ভাঙ্গচুর

    নাজিম উদ্দিন রানাঃলক্ষ্মীপুর
    লক্ষ্মীপুর জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ প্রস্তুতিতে হামলা ভাঙ্গচুর করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার দুপর ১২ টার সময় লক্ষ্মীপুর উত্তর তেমুনীতে জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবুর বাস ভবন প্রাঙ্গনে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে জ্বালানি তৈল, গ্যাস ও বিদ্যুতের লোড শেডিং সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে আয়োজনকৃত বিক্ষোভ সমাবেশের জন্য প্রস্তুত করা মঞ্চের, চেয়ার, টেবিল, ব্যানার পেস্টুন সহ সভাস্থলের সকল কিছু ছাত্রলীগ ভাঙ্গচুর এবং লুটপাট করে নিয়ে গেছে বলে অভিযোগ করে বলেন জেলা বিএনপি।

    জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু বলেন, সভা মঞ্চ প্রস্তুত শেষে আমরা যখন নামজের প্রস্তুতি নিচ্ছি ঠিক তখন নবগঠিত জেলা ছাত্রলীগের নেতার্মীরা হামলা ভাঙ্গচুর লুটপাট চালিয়েছে।
    এসময় তিনি আরো বলেন,অ-ছাত্রদের নিয়ে গঠিত জেলা ছাত্রলীগ কমিটি আজ আমাদের সভাস্থল এবং বিএনপির নেতা কর্মীদের বাড়িতে হামলা করে মূর্খতার পরিচয় দিচ্ছে। নতুন কমিটি পাওয়ার পর বিএনপির নেতাদের বাড়িতে হামলা করতেই হবে এইটা তাদের ঐচ্ছিক ইচ্চা হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। গতরাতেও আমাদের ছাত্রদলের ৩ জন নেতার উপর হামলা করে তদের আহত করেছে।
    আমরা ছাত্রলীগের এমন কর্মকান্ডের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। হামলা ভাঙ্গচুর যা কিছুই করুক যত বাধাই আসুক কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আজ বিকেল ৪.৩০ মিনিটে আমাদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

    এদিকে জেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম রকি হামলার কথা অষ্কিকার করে বলেন, বিএনপির অন্ত কোন্দলে নিজেরাই ভাঙ্গচুর করে ছাত্রলীগ উপর দোষ চাপাচ্ছে। ছাত্রলীগের কোন নেতাকর্মী ওখানে যায়নি ছাত্রলীগ কোন হামলার সাথে জড়িত নয়।

  • জয়পুুরহাটে হেরোইনের মামলায় একজনের মৃত্যুদণ্ড

    জয়পুুরহাটে হেরোইনের মামলায় একজনের মৃত্যুদণ্ড

    রিদয় হোসেন(সদর জয়পুুরহাট) প্রতিনিধিঃ-

    মাত্র ১৩ কার্যদিবসে জয়পুরহাটে একটি মাদক মামলায় রায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে আদালত। গত বুধবার ১০ আগস্ট জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো.গোলাম সারোয়ার এই রায় দেন।

    রায়ে মামলার নাজমুল হোসাইনকে (২৬) ৫৪ গ্রাম হেরোইন রাখায় মৃত্যুদণ্ড ও একইসাথে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়। রায় ঘোষণার সময় নাজমুল আদালতে উপস্থিত ছিলেন। নাজমুল হোসাইন নওগাঁ জেলার বদলগাছী উপজেলার চাঁপাডাল গ্রামের ইউসুফ আলী মন্ডলের ছেলে। জয়পুরহাট আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) এ্যাড.নৃপেন্দ্রনাথ মন্ডল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

    মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ১৯ জানুয়ারি র‌্যাবের জয়পুরহাট ক্যাম্পের একটি দল গোপন সংবাদে জানতে পারে, আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদ এলাকায় এক ব্যক্তি মাদকসহ অবস্থান করছে। সেখানে র‌্যাব সদস্যরা পৌঁছামাত্র নাজমুল দৌঁড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। তার শরীর তল্লাশি করে জাকেটের পকেট থেকে ৫৪ দশমিক ৭০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

    এ ঘটনায় নাজমুলের বিরুদ্ধে আক্কেলপুর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেন জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) শাহীনুর রহমান। ওই দিন তাকে থানায় হস্তান্তর করা হয়। পরে নাজমুল আদালত থেকে জামিন নিয়ে পলাতক ছিলেন। চলতি বছরের ২৪ জুলাই আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ বাজার থেকে জেলা গোয়েন্দা শাখার পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।

    প্রসঙ্গত, মাত্র ১৩ কার্যদিবসে মামলাটি নিষ্পত্তি হয়েছে। জয়পুরহাট জেলা প্রতিষ্ঠার পর আগে কখনো এতো অল্প সময়ে আর কোনো মাদক মামলা নিষ্পত্তি হয়নি বলে বিচারক রায় পড়ার সময় বলেন।

  • ফেন্সিডিলসহ দুই ভারতীয় নাগরিক আটক

    ফেন্সিডিলসহ দুই ভারতীয় নাগরিক আটক

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট ।।।

    লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ১০০ বোতল ফেন্সিডিল ও এক লিটার লিকুইড ফেন্সিডিলসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে হাতীবান্ধা থানার পুলিশ।

    বৃহস্পতিবার ১১ আগস্ট ২০২২ইং রাতে হাতীবান্ধা উপজেলা উত্তর গোতামারী ১ নং ওয়ার্ড (সাবেক ছিটমহল) সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।আটক হাছেন আলী মিয়া (২৩) ভারতের কোচবিহার জেলার শীতলকুচি থানার পাঠানটুলি এলাকার এনামুল মিয়ার ছেলে এবং জাহাঙ্গীর আলম (২২) ওই থানার লালার পাড় এলাকার ইবনেছার আলীর ছেলে।এদের মধ্যে একজন ভারতীয় রেডএলার্ট জারিকৃত আসামী বলে জানা গেছে।

    পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধা থানার ওসি শাহ আলমের নেতৃত্বে একদল পুলিশ উত্তর গোতামারী ১ নং ওয়ার্ড (সাবেক ছিটমহল) সীমান্ত এলাকা থেকে হাছেন আলী মিয়া ও জাহাঙ্গীর আলম নামে দুইজন ভারতীয় নাগরিককে আটক করে। এসময় তাদের নিকট থেকে ১০০ বোতল ফেন্সিডিল ও এক লিটার লিকুইড (বোতলজাত) ফেন্সিডিল উদ্ধার করা হয়।

    হাতীবান্ধা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শাহ আলম জানান, আটক দুই ভারতীয় যুবকের নামে মামলা দায়েরের পর শুক্রবার সকালে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

    হাসমত উল্লাহ।।

  • মহাসড়কের আউশকান্দিতে  ডাকাতি প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্র সহ আন্তঃজেলা ডাকাতদলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ৷

    মহাসড়কের আউশকান্দিতে ডাকাতি প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্র সহ আন্তঃজেলা ডাকাতদলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ৷

    নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি।। ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি শহীদ কিবরিয়া চত্ত্বরে গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে আউশকান্দি সিএনজি স্ট্যান্ডের পেছনে ডাকাতির প্রস্তুতিকালে ১টি পাইপগান, ৩টি রামদা ও ডাকাতি কাজে ব্যবহৃত অস্ত্রসহ ৫ আন্তঃজেলা ডাকাত দলের সদস্যকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। এ সময় আরো কয়েক ডাকাত পালিয়ে যায়। এ ঘটনায় নবীগঞ্জে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের সহযোগীদের গ্রেফতার করতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। গ্রেফতারকৃতরা হচ্ছে নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের ছোট সাকোয়া গ্রামের মৃত আব্দুল গনির পুত্র জাহাঙ্গীর মিয়া (২৫), কালিয়ারভাঙ্গা ইউনিয়নের চরগাও গ্রামের আব্দুল গনির পুত্র সহিবুর রহমান (২৮), সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার করিমপুর গ্রামের মখলিছ খানের পুত্র ময়না মিয়া ওরপে রুজেল খান (২৪), উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বাজার ছড়ার হাজী তাহির উল্লাহর পুত্র জাহাঙ্গীর আলম জাহান (২২), বাউশা ইউনিয়নে হরিধরপুর গ্রামের ফটিক মিয়ার পুত্র রুবেল মিয়া (২৯)।
    জানাগেছে, গত বৃহস্পতিবার গভীর রাতে গ্রেফতারকৃত ডাকাতদল – ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি কিবরিয়া চত্ত্বরের সিএনজি স্ট্যান্ডের পেছনে ডাকাতি করার প্রস্তুতি নেয়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার ওসি মোঃ ডালিম আহমদ, ওসি তদন্ত মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ডাকাত দলকে ঘেরাও করে ফেলেন, এ সময় অস্ত্রসহ হাতেনাতে আন্তঃজেলা ডাকাতদলের ৫ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় থানা পুলিশ । পুলিশের অভিযানকালে আরো কয়েক ডাকাত পালিয়ে যায়। গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্বে নবীগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, মাদকদ্রব্যের মামলা রয়েছে। ডাকাতদের কাছ থেকে ১টি পিকআপ গাড়ি ১টি পাইপগান, ৩টি রামদা ও ডাকাতি কাজে ব্যবহৃত অস্ত্র উদ্বার করা হয়। এ ঘটনায় নবীগঞ্জ থানার এস আই জাহাঙ্গীর আলম বাদী হয়ে ৯ ডাকাতের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪/৫ জনের নামে একটি মামলা দায়ের করেন। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি মোঃ ডালিম আহমদ জানান, আমরা গোপন সংবাদ পেয়ে ডাকাতদের পিছু নেই। পরবর্তীতে আউশকান্দি সিএনজি স্ট্যান্ডের পেছনে ডাকাতির প্রস্তুতি নেয়। এ সময় আমরা ডাকাতদের হাতেনাতে ১টি পাইপগান, ৩টি রামদা,আরো দেশীয় অস্ত্রসহ তাদের আটক করতে সক্ষম হই। এঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে৷

  • পটিয়ায় মৌলভী সৈয়দের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালিত

    পটিয়ায় মৌলভী সৈয়দের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালিত

    পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

    মৌলভী সৈয়দ মানে ইতিহাসের এক জলন্ত অধ্যায়। সারাদিন বক্তব্যে বললেও তার এই দীর্ঘ ইতিহাস শেষ করা যাবে না।

    শুক্রবার সন্ধ্যায় পটিয়ার একটি কমিউনিটি সেন্টারে বীর মুক্তিযোদ্ধা শহীদ মৌলভী সৈয়দ আহমেদের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পটিয়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত মিলাদ দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম এসব কথা বলেন।

    তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে চট্টগ্রামে গেরিলা বাহিনী গঠন অসংখ্য সফল অপারেশনের অগ্রসৈনিক। ১৯৭৫ সালে সপরিবারে বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ করতে গিয়ে ১৯৭৭ সালে সামরিক জান্তার কারাগারে নির্যাতনে শহিদ মৌলভী ছৈয়দ আহমদের অবদান ভুলবার নয়।

    তিনি একাধারে চট্টগ্রাম পূর্বাঞ্চলীয় গেরিলা বাহিনীর প্রধান, চট্টগ্রাম নেভাল অপারেশন জ্যাকপট এর প্রধান বেজ কমান্ডার, চট্টগ্রাম আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, চট্টগ্রাম শহর ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। ব্যক্তিগত জীবনে বঙ্গবন্ধুর আদর্শকে লালন করেন তিনি। স্বাধীনতা সংগ্রামে অকুতোভয় বীরের ভূমিকা রাখেন তিনি। বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদকারী বাঙ্গালী বাঁশখালীর এ কৃতিসন্তান মৌলভী ছৈয়দ আহমদ। মহান স্বাধিনতায় তাঁর অবদানের জন্য প্রজন্ম থেকে প্রজন্ম তাকে স্মরণে রাখবে।

    আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম লেদুর সভাপতিত্বে ও সাইফুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্যে রাখেন সাবেক যুবলীগ নেতা ডি এম জমির উদ্দিন, শাহজাহান চৌধুরী, সাইফুল ইসলাম, জসিম উদ্দিন, আরমান মাহমুদ, যুবলীগ নেতা হাসান শরিফ, তৌহিদুল আলম জুয়েল, নুরুল ইসলাম, সাইফুদ্দিন ভোলা, আলম ফরির, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন ফরহাদ, সাজ্জাদ হোসেন, আবদুল আল মনি,বাদশা মিয়া, মোঃ আনিস প্রমুখ।

  • আগস্ট মাস আসলেই বিএনপি জামায়াত হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হয়- আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম

    আগস্ট মাস আসলেই বিএনপি জামায়াত হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হয়- আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম

    রিপোর্ট মোঃ মিজানুর রহমান,কাল‌কি‌নি ও ডাসার প্র‌তি‌নি‌ধি/
    কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম বলেছেন ‘আগস্ট মাস আসলেই বিএনপি জামায়াত হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হয়। আগস্ট মাসে জিয়াউর রহমান মোস্তাক গংরা জাতির পিতা ও তার পরিবারের লোকজনদের যে ভাবে নির্মম ও নিষ্ঠুর ভাবে হত্যা করেছে পৃথিবীতে এমন নৃশংসতা হয়েছে কিনা জানিনা। বিএনপি জামায়াত হল খুনির দল।’
    আজ(শুক্রবার) সকালে কালকিনির নিজ বাস ভবনে উপস্থিত স্থানীয় দলীয় নেতা কর্মী ও সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি একথা বলেন। তিনি বিএনপি জামায়াতকে অপশক্তি আখ্যায়িত করে আরো বলেন ‘ এই অপশক্তিরা আন্দোলন সংগ্রামের নামে নানা ভাবে অপপ্রচার মিথ্যাচার করে দেশের মানুষদের বিভ্রান্ত করতে চায়। কিন্তু বাংলাদেশের মানুষ এখন যেহেতু বিএনপি জামায়াতের অপপ্রচার ও মিথ্যাচারে সায় দেয়না এবং তাদের সমর্থন করেনা বিধায় তারা আন্দোলনের ডাক দিলে জনগন জনস্বার্থেই তাদের প্রত্যাখ্যান করছে।
    এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন, মাদারীপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খায়রুল আলম খোকন বেপারী, ডাসার উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক সৈয়দ সাখাওয়াত হোসেন, কালকিনি পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এনায়েত হোসেন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মশিউর রহমান সবুজ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ ফরিদ সরদার, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব মোঃ ইকবাল হোসেন, উপজেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক মোঃ কবির হোসেন বেপারী, উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান বাকামিন খান, পৌর ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম খলিল সহ স্থানীয় নেতৃবৃন্দ।

  • বাবার মৃত লাশ নিয়ে প্রতারকের বাড়িতে

    বাবার মৃত লাশ নিয়ে প্রতারকের বাড়িতে

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ;
    বাবার মৃত লাশ নিয়ে প্রতারকের বাতে অবস্থান
    দবিরুল ইসলাম প্রধান (৫৫) ছেলের চাকরির জন্য ১২ লাখ টাকা দিয়ে প্রতারিত হন, টাকা ফেরৎ চাইতে গিয়ে হন লাঞ্ছিতের শিকার। অপমান সইতে না পেরে স্ট্রোক করেন তিনি। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে ক্ষুব্ধ হন এলাকাবাসী। লাশ নিয়ে প্রতারকের বাড়িতে অনশন শুরু করেন তারা।

    ঘটনাটি পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের প্রধানপাড়া এলাকার। মৃত দবিরুল ইসলাম ওই এলাকার মৃত তজমল ইসলামের ছেলে।

    বৃহস্পতিবার সন্ধা থেকে ওই এলাকার জুলফিকার আলম প্রধান নামের ওই প্রতারকের বাড়িতে মৃত দবিরুলের লাশ নিয়ে অনশন করছেন এলাকাবাসী। এঘটনায় বাড়ি ছেড়ে পালিয়েছেন অভিযুক্ত জুলফিকার।

    এর আগে, দুপুরে রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দবিরুল।

    স্থানীয়রা জানান, স্থানীয় প্রধানপাড়া দাখিল মাদ্রাসায় লাইব্রেরীয়ান পদে ছেলে জাকিরুল ইসলামের চাকরির জন্য দুই বছর আগে মাদ্রাসার তৎকালীন সভাপতি জুলফিকার আলম প্রধানকে চাহিদা অনুযায়ী ১২ লাখ টাকা দেন দবিরুল ইসলাম। দীর্ঘদিন আশ্বাসে রাখলেও গত দুই মাস আগে জানানো হয় চাকরি দেয়া হবেনা। টাকা ফেরত দিতেও করেন টালবাহানা। মাসখানেক আগে টাকা চাইতে গেলে দবিরুলকে লাঞ্ছিত করে বাড়ি থেকে বের করে দেয় জুলফিকার। বাড়ি এসেই স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন দবিরুল। চিকিৎসা নিয়ে স্বাভাবিক হলেও গত ৭ আগষ্ট ফের স্ট্রোক করেন তিনি। পরে উন্নত চিকিৎসারক৭ জন্য রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় হয় তাকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে মারা যান তিনি।
    স্বজনদের দাবি- টাকার চিন্তায় স্ট্রোক করেছেন দবিরুল। যতক্ষণ পর্যন্ত বিষয়টি সুরাহা হবেনা ততক্ষণ পর্যন্ত লাশ নিয়ে অনশন চালিয়ে যাওয়ার হুমকিও দেন তারা।

    মৃত দবিরুলের ভাই বদিরুল ইসলাম বলেন, আমার ভাতিজাকে চাকরি দেয়ার আশ্বাস দিয়ে ১২ লাখ টাকা দাবি করে জুলফিকার। আমার বড় ভাই জমি এবং গরু বিক্রি করে তাকে ১২ লাখ টাকা দেয়। কিন্তু জুলফিকার চাকরি না দিয়ে প্রতারণা করেছে। টাকা ফেরৎ চাওয়ায় আমার বড় ভাইকে লাঞ্ছিতও করা হয়।

    তিনি আরও বলেন, প্রথমবার স্ট্রোক করার পর চিকিৎসার জন্য মাত্র ৫ হাজার টাকা চাইতে গেলে জুলফিকার এবং তার পরিবারের লোকজন ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় আমার বড় ভাইকে। এই অপমান সইতে না পেরে আমার ভাই আবারও স্ট্রোক করেন এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যান। টাকা ফেরৎ না পাওয়া পর্যন্ত লাশ দাফন হবেনা বলেও জানান তিনি।

    এ বিষয়ে অভিযুক্ত জুলফিকার আলম প্রধানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তার বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি।

    সাতমেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বলেন, এমন একটি ঘটনা লোকমুখে শুনেছি। আমি ঘটনাস্থলে যাচ্ছিপহ স্থানীয়দের সঙ্গে কথা বললে বিস্তারিত জানা যাবে।

  • সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মোংলার মেয়র শেখ আঃ রহমান

    সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মোংলার মেয়র শেখ আঃ রহমান

    মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
    সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা পাঠিয়েছেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান। এ ত্রাণ সামগ্রী শুক্রবার বিকেলে সুনামগঞ্জ জেলার দিরাই পৌর এলাকার অধিক ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হয়েছে। সেখানে মোংলা পোর্ট পৌরসভার পক্ষ থেকে ত্রাণ সামগ্রী ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেন পৌর কাউন্সিলর মোঃ কবির হোসেন শেখ ও মোঃ মজনু গাজীসহ অন্যান্য পৌর কর্মকর্তা ও কর্মচারীরা। এ সময় ৫শ দুর্গত প্রত্যেক পরিবারকে দেয়া হয়েছে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ২ কেজি আলু, ২ কেজি আটা, ১ কেজি লবণ ও ১টি সাবান।
    পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান বলেন, পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী ও কাউন্সিলদের বেতন-সম্মানীর টাকা থেকেই সুনামগঞ্জের বন্যা দুর্গত ৫শ পরিবারকে মোংলা পোর্ট পৌরসভার পক্ষ থেকে এ ত্রাণ সহায়তা দেয়া হয়েছে।

  • তিন ফুটের অধিক উচ্চতার জ্বলোচ্ছাসে প্লাবিত মোংলা

    তিন ফুটের অধিক উচ্চতার জ্বলোচ্ছাসে প্লাবিত মোংলা

    মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
    লঘুচাপের প্রভাবে সুন্দরবন তিন ফুটের অধিক উচ্চতার জ্বলোচ্ছাসে প্লাবিত হয়েছে। শুক্রবারের দুপুরে অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয় পূর্ব সুন্দরবন বিভাগের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রসহ বিভিন্ন স্পটসহ পুরো বনাঞ্চল। করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির বলেন, গত বুধ ও বৃহস্পতিবার দুই থেকে আড়াই ফুট উচ্চতার জ্বলোচ্ছাসে সুন্দরবন প্লাবিত হলেও শুক্রবার তিন ফুটের অধিক জোয়ারের পানিতে তলিয়ে পুরো সুন্দরবন। এতে করমজলের রাস্তাঘাটসহ বনাঞ্চলে পানি থৈথৈ করছে। তবে এখন পর্যন্ত প্রজনন কেন্দ্রের তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তিনি। এদিকে মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী বলেন, শুক্রবার মোংলা বম্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। ফলে শুক্রবারও স্বাভাবিক জোয়ারের তুলনায় অধিক উচ্চতার জ্বলোচ্ছাসে প্লাবিত হবে মোংলার নিম্নাঞ্চলসহ সুন্দরবন উপকূল। তিনি আরো বলেন, স্থল নিম্নচাপটি ভারতের মধ্যদেশে গুরুত্বহীন হয়ে পড়েছে। ফলে শনিবার থেকে স্বাভাবিক আবহাওয়া বিরাজ করবে।
    শুক্রবার ভোর ও সকালে মোংলায় বৃষ্টি হলেও দুপুরের পর থেকে রৌদ্রজ্বল আবহাওয়া বিরাজ করছে।

    বায়জিদ হোসেন, মোংলা, বাগেরহাট।।

  • রংপুর সাহিত্য – সংস্কৃতি পরিষদের ১০৫৩- তম সাহিত্য বৈঠক অনুষ্ঠিত

    রংপুর সাহিত্য – সংস্কৃতি পরিষদের ১০৫৩- তম সাহিত্য বৈঠক অনুষ্ঠিত

    রংপুর থেকে বিভাগীয় প্রতিনিধি আবু নাসের সিদ্দিক তুহিন। —

    গতকাল ১২ অগাস্ট শুক্রবার বিকেলে রংপুর সাহিত্য – সংস্কৃতি পরিষদের ১০৫৩- তম সাহিত্য বৈঠক পরিষদের টাউন চত্বরস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়!বৈঠকে সভাপতিত্ব করেন পরিষদের সহ সভাপতি সুনীল সরকার।
    সাহিত্যে সমালোচনার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন বিশিষ্ট সাহিত্যিক, শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ শাহ আলম। সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা, সাবেক অতিরিক্ত সচিব সুশান্ত চন্দ্র খাঁ।
    স্বরচিত কবিতা পাঠে অংশ নেন কবি আফজাল হোসেন, লুৎফর রহমান সাজু, শামীম হোসেন, এ এস এম হাবিবুর রহমান, মেসবাউর রহমান, মাহমুদ ইলাহী মন্ডল, আবু নাসের সিদ্দিক তুহিন, দেলোয়ার হোসেন রংপুরী, খন্দকার মাহফুজার রহমান ও জয়িতা নাসরিন নাজ।
    কবিতা আবৃত্তি করেন মেহেদী মাসুদ, আফরোজা বেগম, মাহমুদা চৌধুরী।
    সঙ্গীত পরিবেশন করেন অধ্যক্ষ নজরুল ইসলাম চাঁদ, পুষ্পজিৎ রায় ও নীল রতন সরকার। জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ” রংপুর সাহিত্য পত্র ” প্রকাশের অগ্রগতি সম্পর্কে জানান সাহিত্য সম্পাদক মারুফ হোসেন মাহবুব।
    বৈঠকে পঠিত লেখাগুলো নিয়ে বিশ্লেষণধর্মী আলোচনা করেন এড.মাসুম হাসান।
    পুরো সাহিত্য বৈঠকটির সঞ্চালনা করেন পরিষদের সাংগঠনিক সম্পাদক কবি মামুন উর রশিদ।

    শেষে জানানো হয়, জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের নিমিত্তে রংপুর সাহিত্য – সংস্কৃতি পরিষদ ১৫ অগাস্ট সকাল ১০.১৫ মি বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পণ,সকাল ১০.৩০ টায় শোক রেলিতে অংশগ্রহণ, সকাল ১১ টায় পরিষদ কার্যালয়ে বঙ্গবন্ধুকে নিবেদিত সাহিত্য বৈঠকের কর্মসূচি গ্রহণ করেছে। উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করবার জন্যে সকলকে অনুরোধ করা যাচ্ছে।