Author: desk

  • নেছারাবাদে নির্যাতনের অভিযোগে স্বামীর বিরূদ্ধে স্ত্রীর মামলা

    নেছারাবাদে নির্যাতনের অভিযোগে স্বামীর বিরূদ্ধে স্ত্রীর মামলা

    স্বরূপকাঠি উপজেলা প্রতিনিধি //

    পিরোজপুরের স্বরূপকাঠিতে নির্যাতনের করার অভিযোগে, স্বামী জুবায়ের-এর নামে স্ত্রীর মামলা। মোহনা তার স্বামী জুবায়ের নামে নারী শিশু নির্যাতন দমন আইনে ২০০৩ এর ১১(ক)ও(খ)/৩৪ধারায় কোর্টে মামলা করে।

    মামলার এজাহারে মোহনা উল্লেখ করেছেন, জুবায়ের-এর সাথে বিয়ের সময় প্রায় ২লক্ষ টাকার আসবাবপত্র দিয়ে দেয়। তার স্বামী বেকার ছিলো কিছু দিন যেতে না যেতে যৌতুক দাবি করে মারধর করতো। দিনের পর দিন শারীরিক মানসিক নির্যাতন চলতো বলে দাবি স্ত্রী মোহনার।
    ঘটনার দিন যৌতুকের পন হিসাবে ২ লক্ষ টাকা দাবী করে জুবায়ের। এ নিয়ে কথা কাটাকাটি হলে। জুবায়ের লাঠি দিয়ে মাথায় আঘাত করে গুরুতর জখম করে। এবং লাঠি দিয়ে পিটিয়ে হাতে পায়ে জখম করে। আমাকে ধাক্কা দিয়ে ঘরের মেঝেতে ফেলে দিয়ে গলা চেপে ধরে। শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। মারুফ তালুকদার আমার আমার বাবা মাকে ফোনদিলে তারা এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে যাওয়ার সময় আমার রক্ত বমি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশালে নিয়ে যায়। সুস্থ হয়ে নেছারাবাদ থানায় যাই তারা মামলা না নেয়ায় আমি পিরোজপুর কোর্টে গিয়ে জুবায়েরের নামে মামলা করি।
    এছাড়াও মোহনা আরো জানান,আমি ন্যাশনাল সার্ভিস প্রকল্পে দুই বছর চাকরি কারি ঐ সময়ে আমার প্রতি মাসের বেতন এর সমুদয় টাকা এবং মেয়াদ শেষে এককালীন ৫০হাজার টাকা পেয়ছি সেটাও নিয়ে যায়। গত সাত মাস পূর্বে মারপিটের এক পর্যায়ে জুবায়ের আমার মাতার চুল কেটে দেয়।
    এবিষয়ে মোহনার স্বামী জুবায়ের বলেন,আমার স্ত্রী অত্যান্ত খারাপ প্রকৃতির একজন মহিলা বিয়ের পর থেকে আমার আত্মীয় স্বজন ১বেলা ভাত খেয়ে দেখেনাই আমার ঘরে। আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা বরং ঘটনার দিন ও বাবার বাড়ি ছিলো সকাল ৬টার দিকে আমাদের বাড়ি এসে আমার চোখে বালু ছুড়ে মারে এবং আমার চোখে মরিচ লাগিয়ে দিয়ে আমার পুরুষাঙ্গ চেপে ধরে আমি কোন উপায় না পেয়ে হাতের কাছে থাকা প্লাস্টিকের পাইপ দিয়ে ওর মাথায় আঘাত করি ওর মাথা একটু কেটে যায়।আর আমি ওকে তালাক দিয়ে দিয়েছি। আর ও আমার নামে যখন মামলা করেছে তখন আমি ওর সাথে কোর্টে বোঝা পড়া করবো।

  • ঝিনাইদহের মহেশপুর সিমান্তে জাল টাকাসহ দুই ভূয়া সাংবাদিক বিজিবির হাতে আটক।

    ঝিনাইদহের মহেশপুর সিমান্তে জাল টাকাসহ দুই ভূয়া সাংবাদিক বিজিবির হাতে আটক।

    শহিদুল ইসলাম ঝিনাইদহ মহেশপুর থেকেঃ-

    ভারত থেকে জাল টাকা নিয়ে আসার সময় ২২ হাজার ৫শ টাকা ও একটি মটর সাইকেলসহ ভুয়া সাংবাদিক সাইদ খান (২৮) ও সহযোগি মেহেদী হাসানকে (২১) নামের দুই জনকে আটক করে বিজিবি’র সদস্যরা।

    আটক ভুয়া দুই সাংবাদিক বাংলাদেশ প্রতিদিনের সাইদ খান ঝিনাইদহ সদর উপজেলার টিকারী নতুন পাড়ার আবু বক্করের ছেলে ও সহযোগি মেহেদী হাসান মাগুরা জেলার শক্রুজিদপুর গ্রামের ইকরাম মোল্লার ছেলে।

    ২৩ আগষ্ট মঙ্গলবার সকালে মহেশপুরের শ্রীনাথপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকা থেকে ২২ হাজার ৫শ টাকা ও একটি মটর সাইকেলসহ ভুয়া সাংবাদিক সাইদ খান ও সহযোগি মেহেদী হাসানকে আটক করে।

    বিজিবি’র অতিরিক্ত পরিচালক তসলিম মোহাম্মদ তারেক জানান, জাল টাকা ও মটর সাইকেলসহ আটক কৃত ব্যক্তিরা প্রাথমিক পর্যায়ে নিজেদেরকে বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক বলে পরিচয় দেন। তাদের আচারণে সন্দেহ হলে ব্যাপক জিজ্ঞাসাবাদ এবং পরিচয়পত্র প্রদর্শন করতে বলা হলে তারা ভূয়া পরিচয়পত্র প্রদর্শন করেন। পরে তারা বিজিবি কাছে ভূয়া সাংবাদিক পরিচয় প্রদান করেছেন বলে তারা স্বীকারও করেছেন।

    আটককৃতদেরকে মহেশপুর থানায় সোর্পদ্দ করা হয়েছে বলেও জানান বিজিবি’র অতিরিক্ত পরিচালক তসলিম মোহাম্মদ তারেক। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

  • সাগরে দুদিন ধরে ভাসতে থাকা ৩২ জেলেকে উদ্ধার ভারতীয় কোস্টগার্ড’র

    সাগরে দুদিন ধরে ভাসতে থাকা ৩২ জেলেকে উদ্ধার ভারতীয় কোস্টগার্ড’র

    মোংলা(বাগেরহাট) প্রতিনিধি।
    ঝড়ের কবলে পড়ে ইন্জিনের ক্রুটির কারণে ভাসতে ভাসতে তিনটি ট্রলার বঙ্গোপসাগরের ভারতীয় জলসীমায় চলে যাওয়া ৩২ জেলেকে ভারতীয় কোস্ট গার্ড উদ্ধার করে বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করেছেন। মঙ্গলবার সকালে বাংলাদেশ-ভারত সমুদ্র নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় কোস্ট গার্ড বাংলাদেশ কোস্ট গার্ডের জাহাজ সিজিএস তাজউদ্দিনের কাছে এসকল জেলেদের হস্তান্তর করেন। উদ্ধার হওয়া এ জেলেদেরকে মঙ্গলবার রাতে মোংলায় কোস্ট গার্ড পশ্চিম জোন’র সদর আনার পর তাদের ট্রলার মালিক মহাজনদের কাছে হস্তান্তর করেছেন কোস্ট গার্ড। অসুস্থ এসকল জেলেদেরকে চিকিৎসা ও খাবারসহ পোশাক সহায়তা দেয়া হয়েছে কোস্ট গার্ডের পক্ষ থেকে। কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, বৈরী আবহাওয়ায় ইঞ্জিনের ত্রুটিজনিত কারণে ফিশিং ট্রলার এফ,বি জান্নাতুল ফেরদৌস, এফ,বি আব্দুল্লাহ-০১ ও এফ,বি মায়ের দোয়া ভাসতে ভাসতে বাংলাদেশ সমুদ্রসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় চলে যায়। ওই দেশীয় সমুদ্রে টহলরত ভারতীয় কোস্ট গার্ড শনিবার সকাল সাড়ে ৭টার দিকে প্রথম দফায় ১০ জেলেকে উদ্ধার করেন। এরপর দুইদিন ধরে পর্যায়ক্রমে আরো ২২ জেলেকে উদ্ধার করেন ভারতীয় কোস্ট গার্ড। তারপর দুই দেশের কোস্ট গার্ডের সমঝোতার মাধ্যমে উদ্ধার হওয়া ৩২ জেলেকে মঙ্গলবার সকাল ১০টার দিকে বাংলাদেশ-ভারত সমুদ্র নিয়ন্ত্রণ রেখায় বাংলাদেশ কোস্ট গার্ড’র জাহাজ সিজিএস তাজউদ্দিনের কাছে হস্তান্তর করে ভারতীয় কোস্ট গার্ড। এরপর সমুদ্রে বাংলাদেশ কোস্ট গার্ড’র জাহাজ অপরাজেয় বাংলায় ওই জেলেদেরকে স্থানান্তর করে মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরে আনা হয়েছে। মঙ্গলবার রাতে মোংলায় আনার পর তাদেরকে তাদের ট্রলার মালিক ও মহাজনদের কাছে হস্তান্তর করেছেন কোস্ট গার্ড। এ সকল জেলেদের বাড়ী পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী ও ভোলার বিভিন্ন এলাকায় বলে জানায় উদ্ধার হওয়া জেলেরা।

  • তারাকান্দায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

    তারাকান্দায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহের তারাকান্দা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

    মংগলবার ২৩ আগস্ট সকাল ১১টায় তারাকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

    সভায় মাদক ও জুয়া বন্ধের জন্য বক্তারা জোর দাবি জানিয়েছেন। উপজেলার বাসস্ট্যান্ড,মহা সড়কে অবৈধ সিএনজি স্ট্যান্ড বন্ধ করা,বিদ্যুতের লোডশেডিং এর নির্ধারিত শিডিউল করার জন্য ও দাবি জানানো হয়েছে।

    যানবাহনে অপ্রাপ্ত বয়স্ক চালকদের কে আইনি কাঠামোতে নিয়ে আসার জন্য আলোচনা করা হয়।

    তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এর সভাপতিত্বে সভায় উপদেষ্টা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এড ফজলুল হক। সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি জিন্নাত শহীদ পিংকী,উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু প্রদীপ চক্রবর্তী রনু ঠাকুর ও সাধারণ সম্পাদক আলহাজ্ব বাবুল মিয়া সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন,মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার খাতুন,তারাকান্দা থানা অফিসার ইন চার্জ আবুল খায়ের, সমাজসেবা অফিসার রুবেল মন্ডল সহ স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা। সভায় সাধারণ মানুষের কল্যাণে শান্তিপ্রিয় উপজেলা উপহারে মাদক,চাঁদাবাজ,নারী ও নির্যাতন প্রতিরোধ,বাল্যবিবাহ নির্মূল সহ প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত মনিটরিং জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

  • ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে যৈদ্দপীর গোরস্তানে লাশ দাফনে বাধা-কবর ভাংচুর

    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে যৈদ্দপীর গোরস্তানে লাশ দাফনে বাধা-কবর ভাংচুর

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বুধবার বিকালে মৃত ব্যক্তিকে যৈদ্দপুর গোরস্থানে দাফন করতে গেলে দাফন কাজে বাধা দেয় পীরগঞ্জ উপজেলার ভেলাতৈর প্রাইমারি স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক শান্তিবাগের বাসিন্দা শরীফ মাস্টার।

    জানা যায় পীরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের চাকুরীজীবি লতিফুর ইসলাম আকন্দের লাশ তার ছেলে মুয়াজ্জিন হোসেন তার আত্মীয় স্বজন পরিবার পরিজন নিয়ে যৈদ্দপীর গোরস্থানে লাশ দাফন করিতে গেলে বাধা প্রদান ও খোরানো কবর ভাংচুর করে শরীফ মাস্টার নামে এক ব্যাক্তি তার ছেলে ও সহযোগীদের নিয়ে।সে সময় দাফন কারীদের সাথে ঠেলা হাপচা ও কথা-কাটাকাটি হয়।

    খবর পেয়ে ঘটনা স্থলে উপস্থিত হন পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার,এসিল্যান্ড,উপজেলা চেয়ারম্যান,পীরগঞ্জ থানা পুলিশ।পরে প্রশাসনের নির্দেশক্রমে পাশেই নতুন করে কবর খোরে দাফনের কার্য সম্পন্ন করা হয়।

    এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বলেন কাজটা মোটেই ঠিক করেন। তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।

  • পুঠিয়ায় ন্যাশনাল ট্রাভেলস ও তুহিন পরিবহনের মুখোমুখি সংঘর্ষে ৮ জন গুরুতর আহত

    পুঠিয়ায় ন্যাশনাল ট্রাভেলস ও তুহিন পরিবহনের মুখোমুখি সংঘর্ষে ৮ জন গুরুতর আহত

     

    পুঠিয়া  (রাজশাহী) প্রতিনিধি ঃ পুঠিয়ায় ন্যাশনাশ ট্রাভেলস ও তুহিন পরিবহনের মুখোমুখি সংঘর্ষে ৮জন গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার সকাল পৌনে আটটায় ঢাকা-রাজশাহী মহসড়কের ঝলমলিয়া ঘোষপাড়া নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

    গুরুতর আহতরা হলেন, রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গার সুজন (২৫), ষষ্টিতলার হাফিজুর রশিদ (২৭), চন্ডিপুর এলাকার মোরসালিন (১৯), বসির উদ্দিন (৩০), বিন্তি (১৫), ও মিমি (২৫)। এছাড়াও চারঘাট উপজেলার আলিম (৩৫) এবং মোহনপুর উপজেলার রাশেদ (৩০)।

    এলাকাবাসী সূত্রে জানাগেছে, ঢাকা থেকে ছেড়ে আশা ল্যাশনাল ট্রাভেলস ও রাজশাহী থেকে নাটোরগামী তুহিন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস উপজেলার ঝলমলিয়া ঘোষপাড়া নামক স্থানে মুখোমুখি সংর্ষে উভয় বাসে থাকা যাত্রী ও ড্রাইভার গুরুতর আহত হন।

    এসময় পুঠিয়া ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে গুরুতর আহতদের পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহতদের রামেক হাসপাতালে প্রেরণ করেন।

    এব্যাপারে পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোফাক্কারুল ইসলাম জানান, দুর্ঘটনায় কবলিত দুইটি বাসকে আটক করা হয়েছে। এছাড়াও থানা একটি মামলা দায়ের করা হয়েছে বলে এ কর্মকর্তা জানান।

    মাজেদুর  রহমান (মাজদার) 
    পুঠিয়া রাজশাহী।।

  • তেঁতুলিয়ায় ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, হাতুড়ে চিকিৎসকের জরিমানা

    তেঁতুলিয়ায় ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, হাতুড়ে চিকিৎসকের জরিমানা

    মুুহম্মদ তরিকুল ইসলাম, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভুল চিকিৎসায় কৃষক পরিবারের একটি গরুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে কথিত প্রাথমিক পল্লী পশুচিকিৎসকের বিরুদ্ধে। সোমবার (২২ আগস্ট ২০২২) সকালে উপজেলার ৫নং বুড়াবুড়ি ইউনিয়নের কালদাসপাড়া গ্রামের মৃত করিমুলের ছেলে তরিকুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। হাতুড়ে ওই পশুচিকিৎসকের নাম রুবেল হোসেন। তিনি একই ইউনিয়নের বুড়াবুড়ি গ্রামের মৃত জহিরুল ইসলামের ছেলে।
    এ নিয়ে মৃত গরুটির মালিক তরিকুল ইসলাম বলেন, তিনি রোববার (২১ আগস্ট) রাতে কথিত ওই পশুচিকিৎসকে চিকিৎসার জন্য নিয়ে আসেন। পরে কথিত ওই পশুচিকিৎসক গরুর আঁচিল রোগ ভালো হওয়ার জন্য ৫টি ইনজেকশন পুশ করেন। গরুটি সুস্থ্য না হয়ে রোগের পরিস্থিতি বেশি হওয়ায় পরের দিন সকালে গরুটি মারা যায়। ভুল চিকিৎসায় গরুটি মারা গিয়েছে কিনা, তরিকুল ওই কথিত পশু চিকিৎসকসহ স্থানীয় ইউপি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় অন্যান্য প্রাথমিক পল্লী পশু চিকিৎসকদের ডেকে নিয়ে আসেন।
    জানা যায়- ইউপি সদস্যা ফাতেমা বেগমের স্বামী মুকুল হোসেন, স্থানীয় অন্যান্য প্রাথমিক পশু চিকিৎসকদের মধ্যে দেলোয়ার, মোয়াজ্জেম, হারুন অর রশিদ, হারুনের কম্পাউন্ডার বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী, সাবেক ইউপি সচিব সেরাজুল হক, তহিদুল ইসলাম প্রমূখের উপস্থিতিতে সালিশী বৈঠকের মাধ্যমে কথিত ওই পশুচিকিৎসক রুবেল তার ভুল স্বীকারোক্তিতে ২০ হাজার টাকা জরিমানা দিতে চেয়েছেন।
    এদিকে কথিত প্রাথমিক পল্লী পশুচিকিৎসক রুবেল হোসেন ভুল চিকিৎসার কথা অস্বীকার করে বলেন, তিনি এলার্জিসহ ৫টি ইনজেকশন পুশ করেছেন। তিনি আরোও বলেন, আঁচিলের জন্য যে চিকিৎসা দিতে হয়, তিনি সেই চিকিৎসায় দিয়েছেন। সঠিক চিকিৎসা দেয়া হইলে গরুটি মারা গেল কেন? প্রশ্নোত্তরে বলেন, ভাই (সাংবাদিক) মৃত্যু বলে আসেনা। তাহলে উপস্থিত অন্যান্য প্রাথমিক পল্লী পশু চিকিৎসকগণ বলছেন এটি ভুল চিকিৎসা হওয়ার কারণে মারা গেছেন, এতে আপনি কি বলবেন? তিনি বলেন, আপনি তো ভাই বুঝেন কেউ কারো ভালো দেখতে চাইনা।
    স্থানীয় প্রাথমিক পল্লী পশু চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা নামের সামনে ডাক্তার কথা লিখতে পারবেন না। তাদেরই মধ্যে কতিপয় প্রাথমিক পল্লী পশু চিকিৎসকগণ তাদের ভিজিটিং কার্ডে ‘প্রাণী চিকিৎসক’, ‘ডাক্তার অমুক’ কথার লেখা ব্যবহার করে মূল ধারার প্রাথমিক পল্লী পশু চিকিৎসকদের বিভ্রান্তি করছেন জানিয়েছেন।
    সরে জমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কথিত ওই প্রাথমিক পল্লী পশুচিকিৎসক রুবেল হোসেন স্বেচ্ছায় মানুষের বাসায় গিয়ে পশু চিকিৎসার কথা বলেন এবং মানুষের ইচ্ছার বিরুদ্ধে চিকিৎসা দেন। শুধু তাই নয়, তিনি তার ভিজিটিং কার্ডে ‘প্রাণি চিকিৎসক’ কথা ব্যবহার করে আসছেন এবং মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে দেয়ালে কিংবা বাঁশের খুঁটিতে কিংবা বারান্দার সড়ে প্রাণি চিকিৎসক রুবেল হোসেন ও তার নাম্বার লিখে দিয়ে বেড়াচ্ছেন। এছাড়া ওই গ্রামে তার চিকিৎসায় ছাগল মারা যাওয়ার কথাও উঠেছে জানতে পারা যায়।
    এ ব্যাপারে ইউপি সদস্যা ফাতেমা বেগমের স্বামী মুকুল হোসেন বলেন, তিনি সালিশী বৈঠকটি করেন এবং ওই চিকিৎসককে ২০ হাজার টাকা জরিমানা করেন। তিনি বলেন, টাকা পরিশোধের জন্য কয়েকদিন সময় চেয়ে নিয়েছেন। সেই টাকা না দিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

  • বানারীপাড়ার আঃ মালেক মিয়ার ২৫ তম মৃত্যুবার্ষিকী আজ

    বানারীপাড়ার আঃ মালেক মিয়ার ২৫ তম মৃত্যুবার্ষিকী আজ

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    আজ ২৪ আগস্ট বুধবার সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট সোহেল সানি,বরিশালের বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন ও এক্সিম ব্যাংকের বরিশালের শাখা ব্যবস্থাপক নাসির আহম্মেদ রুবেলের পিতা বন্দর বাজারের সাবেক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল মালেক মিয়ার ২৫তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনায় শুক্রবার বাদ জুমা বানারীপাড়া পৌরসভার ২নং ওয়ার্ডের বাড়িতে দোয়া-মাহফিলের আয়োজন করা হয়েছে। প্রসঙ্গত ১৯৯৭ সালের ২৪ আগষ্ট বানারীপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী আঃ মালেক মিয়া ঘাতকব্যধি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।

  • লালমনিরহাটে ১০কেজি গাঁজাসহ ৩জন গ্রেফতার

    লালমনিরহাটে ১০কেজি গাঁজাসহ ৩জন গ্রেফতার

    মো.হাসমত উল্ল্যাহ,লালমনিরহাট।।

    লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার দক্ষিন পারুলিয়া মৌজায় বিশেষ অভিযান চালিয়ে ১০ (দশ) কেজি মাদকদ্রব্য গাঁজা সহ তিনজন কে গ্রেফতার করেন হাতীবান্ধা থানার পুলিশ।

    লালমনিরহাটের হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি)শাহা আলম, এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আবু বক্কর সিদ্দিক, ও সঙ্গীয় ফোর্স সহ হাতীবান্ধা থানাধীন দক্ষিন পারুলিয়া মৌজাস্থ কেতকীবাড়ী টু দক্ষিন পারুলিয়া বটতলা গামী কাঁচা রাস্তার উপর হইতে রাত্রি কালীন বিশেষ অভিযানে চালিয়ে সিরাজুল ইসলাম, সুমন মিয়া, শাহাদুল ইসলাম, কে ১০ (দশ) কেজি মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেফতার করেন।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে হাতীবান্ধা থানার মামলা হয়। মামলা নং ২৯ ধারা – ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ রুজু করা হয়।

    হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ(ওসি) শাহা আলম, জানান গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধা থানার দক্ষিন পারুলিয়া মৌজায় বিশেষ অভিযান চালিয়ে ১০ (দশ) কেজি মাদকদ্রব্য গাঁজা সহ তিনজন কে গ্রেফতার করেন হাতীবান্ধা থানার পুলিশ।

    হাসমত উল্ল্যাহ।

  • বানারীপাড়ায় টেলিমেডিসিন স্বাস্থ্য সেবা প্রকল্পের উদ্বোধন

    বানারীপাড়ায় টেলিমেডিসিন স্বাস্থ্য সেবা প্রকল্পের উদ্বোধন

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    বরিশালের বানারীপাড়ায় মঙ্গলবার ২৩ আগস্ট বানারীপাড়া উপজেলা মিলনায়তনে লাভ দাই নেইবার( Love Thy Neighbour) এলটিএন এর উদ্যোগে হিউম্যান হেলথ হেল্পলাইন এর স্বাস্থ্য সেবা
    প্রকল্পের উদ্বোধন করেন প্রধান অতিথি প্রকল্পের ম্যানেজিং ডাইরেক্টর অধ্যক্ষ এম আর করীম। সভাপতিত্ব করেন এলটিএনের নির্বাহী পরিচালক মাহমুদা বেগম। বক্তৃতা করেন বিশেষ অতিথি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আমানউল্লাহ আল মামুন, উপ মহা ব্যবস্থাপক (মার্কেটিং) মোঃ সেলিম রেজা, সিনিয়র সাংবাদিক এস মিজানুল ইসলাম, এলটিএন এর ভাইস চেয়ারম্যান অধ্যাপক আবু জাহের, এস আই ওসমান গনি প্রমূখ। এ প্রকল্পের মাধ্যমে গ্রামীণ স্বাস্থ্য সেবা প্রদান করা হবে। এজন্য মাঠ পর্যায়ের অপারেটরদের তিন দিনের দিনের প্রশিক্ষণ দেয়া হবে।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি: