Author: desk

  • মুসলিম এইড ইউকের কুরবানী গোস্ত বিতরণ

    মুসলিম এইড ইউকের কুরবানী গোস্ত বিতরণ

    মো.হাসমত উল্লাহ, লালমনিরহাট।।।

    লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার
    দলগ্রাম দাখিল মাদ্রাসায় মাঠ প্রাঙ্গনে মুসলিম এইড ইউকের সহযোগিতা প্রফিট ফাউন্ডেশন এর আয়োজনে দরিদ্র ও অসহায়দের মাঝে ২ কেজি করে প্রতিটি পরিবারের মাঝে গোস্ত বিতরণ করা হয়।

    গোস্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন,পিএফ এর নির্বাহী পরিচালক মোঃ নুরুজ্জামান আহমেদ, পিএফ এর টেকনিক্যাল অফিসার মোঃ স্বাধীন ইসলাম, ভোলান্টিয়ার মোঃ জয়নুল আবেদীন, রেদওয়ান ইসলাম রনি।

    উপকারীভোগি আনসার আলী বলেন, যে আমি খুব অসুস্থ ও অসহায় এই কুরবানীর গোশত পেয়ে খুব খুশি আমি অনেকদিন ধরে গরুর মাংস খাইনি। গোস্ত বিতরণ শেষে অসহায়, দুঃস্থ ও গরিব পরিবারের যাহারা উপস্থিত হতে পারেন নাই তাদের বাড়ি বাড়ি গিয়ে পিএফ এর কর্মকর্তা ও ভোলান্টিয়ারা গোস্ত পৌছিয়ে দেন।

    হাসমত উল্লাহ।।

  • ময়মনসিংহে এরশাদের ৩য় মৃত্যুবার্ষীকি পালন করেছে   ময়মনসিংহ মহানগর জাতীয় যুব সংহতি।।

    ময়মনসিংহে এরশাদের ৩য় মৃত্যুবার্ষীকি পালন করেছে ময়মনসিংহ মহানগর জাতীয় যুব সংহতি।।

    ময়মনসিংহে উপজেলা পদ্ধতির প্রবর্তক ও সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ এর ৩য় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

    বৃহস্পতিবার বিকালে ময়মনসিংহ মহানগর জাতীয় যুব সংহতির আয়োজনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

    ময়মনসিংহ মহানগর জাতীয় যুব সংহতির সভাপতি হারুন অর রশিদ হাজী হারুন এর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ মিলাদ মাহফিলে উপস্থিত থেকে প্রয়াত এরশাদের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে আলোচনা করেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি জননেতা জাহাঙ্গীর আহমেদ, জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি শরিফুল আলম তপন, মহানগর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুল কাইয়ুমসহ জাতীয় পার্টি, যুবসংহতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
    উক্ত দোয়া মাহফিলে এ প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ ও দেশবাসীর সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

  • বিএমএসএফ একটি সংগ্রাম,আন্দোলন আর অধিকারের নাম

    বিএমএসএফ একটি সংগ্রাম,আন্দোলন আর অধিকারের নাম

    প্রেস বিজ্ঞপ্তি
    বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ একটি সংগ্রামের নাম,একটি আন্দোলনের নাম, একটি অধিকারের নাম। এর সাথে আজ সারাদেশের সাংবাদিকদের হৃদয়ের স্পন্দন জড়িয়ে গেছে। এটি আজ হাজারো সাংবাদিকের আশ্রয়স্থল; যা-সাংবাদিকদের প্রাণের সংগঠনে রুপান্তরিত হয়েছে। বিএমএসএফ একটি ঐক্যতার প্রতীক। বিএমএসএফ মানে সাংবাদিকদের অধিকার আদায়ের মাধ্যম। বিএমএসএফ নির্যাতিত সাংবাদিকদের একটি খুঁটি।
    বিএমএসএফ প্রতিষ্ঠার ইতিকথা: ২০১৩ সালের ১৫ জুলাই মফস্বল সাংবাদিকদের স্বার্থরক্ষায বিএমএসএফের আত্মপ্রকাশ ঘটে। সময়ের প্রয়োজনে সংগঠনটি ধীরেধীরে ঢাকার বাইরে গোড়াপত্তন শুরু করে। সময়ের প্রয়োজনে ২০১৮ সালে রাজধানী ঢাকাতেও কমিটি গঠনের কার্যক্রম হাতে নেয়া হয়। পরবর্তীতে বাংলাদেশের বাইরে আমেরিকা,লন্ডন, মালয়েশিয়া,মালদ্বীপ,সৌদি আরব,বাহরাইনে বাংলাদেশী সাংবাদিকরা বিএমএসএফ ঘোষিত ১৪ দফার সাথে ঐক্যমত হয়ে সাংগঠনিক কমিটি গঠনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করে।
    বিএমএসএফের সহযোগি সংগঠনের আত্মপ্রকাশ: সাংবাদিকদের দাবি আদায়ের আন্দোলনকে বেগবান করতে সময়ের প্রয়োজনে ২০২০ সালে গড়ে তোলা হয়েছে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ এবং ২০২১ সালে জার্নালিষ্ট শেল্টার হোম নামে সাংবাদিক বান্ধব দুটি সংস্থা। ২০১৪ সালে রুপকল্প-ফোরটিন নামে আরেকটি সহযোগি সংস্থা গঠন করা হয় সাংবাদিকদের কল্যাণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে।
    বিএমএসএফের সাংগঠনিক পরিস্থিতি: সারাদেশে বিএমএসএফের সাড়ে ৩শ শাখা, ৭টি বৈদেশিক শাখায় প্রায় ১৫ হাজার সদস্য সাংবাদিক রয়েছেন। এ সকল শাখাসমুহ সংগঠনের ১৪ দফা এবং সাংবাদিকদের স্বার্থে সর্বদা ঐক্যবদ্ধ।
    সাংগঠনিক স্তরসমুহ: সংগঠনকে শক্তিশালী এবং নেতৃত্বের বিকাশ ঘটাতে ৬টি স্তরে সাজানো হয়েছে। ১. ট্রাস্টি বোর্ড ২. কার্যনির্বাহী কমিটি ৩. উপদেষ্টা পরিষদ ৪. স্থায়ি পরিষদ ৫. দাতা সদস্য ৬.আজীবন সদস্য, ৭. জেলা /উপজেলা ও বৈদেশিক শাখা।
    আয়ের উৎস: কেন্দ্রীয় , স্থানীয়, বৈদেশিক শাখা সমুহ, দাতা সদস্য, আজীবন সদস্যদের স্বেচ্চা প্রণোদিত অনুদানের মাধ্যমে সংগঠনটি পরিচালিত হচ্ছে।
    প্রশিক্ষণ: সংগঠনের সদস্য ছাড়াও সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের আওতায় আনা হয়ে থাকে। বুনিয়াদী প্রশিক্ষণের পাশাপাশি গতবছর ১ হাজার ১২ জনকে প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে।
    সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি,বাংলাদেশ: এ সংগঠনটি বিএমএসএফের সহযোগি সংগঠন হিসেবে কাজ করছে। ইতিমধ্যে সারাদেশে ৪০ টি শাখা বিদ্যমান আছে।
    জার্নালিষ্ট শেল্টার হোম: ঢাকার বাইরে থেকে প্রতিনিয়ত পেশাগত কাজে ঢাকায় আসা সাংবাদিকদের সাময়িক থাকা-খাবার ব্যবস্থা, নির্যাতন -মামলার শিকার সাংবাদিকদের ঢাকায় রেখে চিকিৎসা ও আইনী সহায়তা প্রদান করতে ২০২১ সালে জার্নালিষ্ট শেল্টার হোম গড়ে তোলা হয়।
    আইনী সহায়তা: এ পর্যন্ত প্রায় ২ শতাধিক সাংবাদিককে প্যানেল আইনজীবির মাধ্যমে ঢাকাসহ ঢাকার বাইরের সাংবাদিককে আইন সহায়তা প্রদান করা হয়েছে।
    চৌদ্দ দফা: আমরা মনেপ্রাণে বিশ্বাস করি বিএমএসএফ ঘোষিত ১৪ দফার মাঝে একজন সাংবাদিকের পেটের ক্ষুধা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা-সুরক্ষা রয়েছে। এক কথায় ‘১৪ দফা একজন সাংবাদিকের রক্ষাকবচ’ বলা যেতে পারে-যদি কোন সাংবাদিক মনেপ্রাণে বিশ্বাস করেন।
    আইনগত বৈধতা: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ইতিমধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন মন্ত্রণালয়ের অধীন নিবন্ধণ অধিদপ্তরের আওতায় ট্রাস্ট আইনে নিবন্ধিত এবং কপিরাইট অধিদপ্তর কর্তৃক সনদপ্রাপ্ত একটি সাংবাদিকদের জাতীয় নেটওয়ার্কিং সংগঠন।
    ১০ম প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচী : দেশে চলমান করেনার চতুর্থ ঢেউয়ের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে ১৫-৩০ জুলাই পর্যন্ত প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা যাবে। যেমন: কেক কাটা, র্যালী,আলোচনা সভা, সাংবাদিক প্রশিক্ষণ, সাংবাদিকদের সম্মাণনা, সংবাদ লেখা প্রতিযোগিতা, সাংবাদিকদের বৃক্ষরোপণ, শিশুদের সাতার শেখানো প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান। এ মাসের শেষ দিকে কেন্দ্রীয় ভাবে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হবে।
    শেষ কথা: বিএমএসএফের ১০ বছরে যেমনি অর্জণ রয়েছে, তেমনি ঐতিহ্য, পাশাপাশি ঘাত-প্রতিঘাত ছিলো সমানে। ঐ সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে বিএমএসএফের পোড়খাওয়া নেতাকর্মীরা ছিল অনড়। আর তাইতো এগিয়ে যাবার দৃপ্ত শপথে আমরা সবসময়ই জেগে থাকি। সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে বিএমএসএফের নেতাকর্মীরা জীবনযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে কালক্ষেপন করেনা, পরাজিত শক্তি দ্বারা কখনোই বিপদগামী হয়না।
    কৃতজ্ঞতা : আজকের এই দিনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম- বিএমএসএফের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা জানাই। যারা আমার মত একজন ক্ষুদ্র মানুষের ডাকে সাড়া দিয়ে ঐক্যবদ্ধ হয়েছিলেন। আপনারা যারা সংগঠনের সাথে শুরু থেকে ছিলেন-আছেন এবং থাকবেন সকলের প্রতি আমার সংগ্রামী সালাম এবং অভিনন্দন জানাই। আসুন; সাংবাদিকদের স্বার্থরক্ষায় আপনিও আমাদের সাথে অংশীভূত হোন। মহান রাব্বুল আলামিনের কাছে আপনাদের সুস্বাস্থ্য, মঙ্গল ও দীর্ঘজীবন কামনা করি।
    আল্লাহ হাফেজ
    জয়বাংলা
    শিবলী সাদিক খান
    সাধারন সম্পাদক
    কেন্দ্রীয় কমিটি
    বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম

  • পাইকগাছায় ঈদ পরবর্তী দলীয় নেতা-কর্মীদের সাথে ইঞ্জিঃ মাহবুবুল আলমের মতবিনিময়

    পাইকগাছায় ঈদ পরবর্তী দলীয় নেতা-কর্মীদের সাথে ইঞ্জিঃ মাহবুবুল আলমের মতবিনিময়

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।। খুলনার পাইকগাছার গড়ইখালী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ঈদ পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে গড়ইখালী বাজার চাঁদনীতে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামিলীগের কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম। সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আ’লীগ সভাপতি রুহুল আমিন বিশ্বাস। ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক এস এম আয়ুব আলীর পরিচালনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গাজী মিজান, আছাদুল সানা,মাইনুল সানা,কেসমত আলী গাইন, জিল্লি রহমান গাজী, আল আমিন ইসলাম, গাজী আশরাফুল ইসলাম রাবু, কামরুল ইসলাম গাইন ও অমরেন্দ্র নাথ মন্ডল।আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম নেতা/কর্মীদের কাছে সরকারের উন্নয়ন মুলক কর্মকান্ডের লিফলেট তুলে দিয়ে তা প্রচার করার আহ্বান জানান।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে ধানের বীজ ও সার বিতরণ

    পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে ধানের বীজ ও সার বিতরণ

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    খুলনার পাইকগাছার লতা ইউনিয়নে কৃষকদের মাঝে ধানের বীজ ও সার বিতারণ করা হয়েছে।বৃহস্পতিবার সকাল ১০টায় লতা ইউনিয়ন পরিষদে মাননীয় প্রধানমন্ত্রী কতৃক প্রান্তিক চাষীদের মাঝে কৃষি প্রনোদনা হিসেবে এসব বিতারণ করেন লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস। ১৫০ কৃষকের প্রত্যেককে ৫ কেজি ধান ও ২০ কেজি সার প্রদান করা হয়। উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা এস এম মফিজুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নির্মল চন্দ্র বৈদ্য, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মঙ্গল চন্দ্র মন্ডল, সহ সভাপতি অমলেন্দু তরফদার, প্রকাশ সরকার, সাংগঠনিক সম্পাদক সোহরাপ হাওলাদার, মহিলা সম্পাদিকা কাকলী রানী বিশ্বাস,আওয়ামীলীগ নেতা দীনেশ তরফদার, শুভংকর রায়, আজিজ সরদার, গনি সরদার, ইউপি সদস্য পুলকেশ রায়, বাবলু সরদার, স্বপন মন্ডল, বিজন হালদার, আজিজুল বিশ্বাস, কুমারেশ মন্ডল, শওকত হাওলাদার, ফেরদৌস ঢালী, মহিলা সদস্য রীনা পারভিন, বিনতা বিশ্বাস, চম্পা বেগম, ইউপি সচিব জাভেদ ইকবাল, সহকারী সচিব বাশিরুল ইসলাম, লতা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি গৌতম রায়, যুবনেতা হীরামন মন্ডল, ইউনুচ শেখ, লতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মিথুন সরকার, ছাত্রনেতা অমৃত লাল সরদার সহ সকল উপকার ভোগী।

  • সুজানগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

    সুজানগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

    এম এ আলিম রিপন ঃ সুজানগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গত দুই দিন ধরে অনশন শুরু করছেন প্রেমিকা। আর প্রেমিকার অনশনের খবর পেয়েই বাড়ি থেকে পালিয়ে গেছেন প্রেমিক । ঘটনাটি ঘটেছে সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের ক্ষেতুপাড়া গ্রামে । গত বুধবার থেকে মেয়েটি অনশন শুরু করেন এবং বৃহস্পতিবার পর্যন্ত তা অব্যাহত রয়েছে। স্থানীয়রা জানান, এ গ্রামের মো.ইসলাম হোসেনের ছেলে সোহেল হোসেন এবং উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের তারাবাড়ীয়া গ্রামের মো.নাসির হোসেনের মেয়ে ও স্থানীয় সাতবাড়ীয়া ডিগ্রি কলেজ থেকে এবারে মানবিক শাখা থেকে এইচএসসি পাশকৃত মোছা.সিমা খাতুনের মধ্যে বেশ কিছুদিন আগে থেকেই প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমিকা সিমা আক্তার জানান, গত প্রায় ১ বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। সম্প্রতি তাদের দুইজনের সম্পর্কের বিষয়টি জানাজানি হলে সোহেলকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন তিনি। কিন্তু তাতে রাজি হননি প্রেমিক। এ পরিস্থিতিতে বাধ্য হয়েই বুধবার থেকে তিনি প্রেমিকের বাড়িতে গিয়ে অনশন শুরু করেছেন । প্রেমিক বিয়ে না করলে আত্মঘাতি হবেন বলেও জানান তিনি। পলাতক থাকায় এ নিয়ে প্রেমিক সোহেলের মন্তব্য পাওয়া যায়নি। তবে তার পরিবারের কোন সদস্য এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি। সুজানগর থানার ওসি(তদন্ত) রাজেশ চক্রবর্তী বৃহস্পতিবার জানান, বিষয়টি তিনি মৌখিকভাবে অবগত হয়েছেন। লিখিত পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে ।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • নড়াইলে রিকশাচালক রাজু হত্যা মামলায় আপন তিন ভাইসহ ৭জনের যাবজ্জীবন

    নড়াইলে রিকশাচালক রাজু হত্যা মামলায় আপন তিন ভাইসহ ৭জনের যাবজ্জীবন

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।

    নড়াইলে রিকশাচালক হত্যা, আপন তিন ভাইসহ সাতজনের যাবজ্জীবন। নড়াইলে পূর্বশত্রুতার জেরে রাজু শেখ নামে এক রিকশা চালকে হত্যার দায়ে আপন তিন ভাই সহ মোট সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেয় আদালত। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. কেরামত আলী এ দণ্ডাদেশ দেন।
    মামলার বিবরণে জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে ২০০৪ সালের ৩০ এপ্রিল নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া গ্রামের মোসলেম শেখ ও তার তিন ছেলে দাউদ শেখ, বুলু শেখ, দুল মিয়া, একই গ্রামের দাউদ শেখের ছেলে শামিম এবং তাদের দলীয় কুটি মিয়া, নাসিম শেখ ও সেকোন শেখ প্রতিবেশী রিকশাচালক রাজু শেখকে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে।
    পরে এ ঘটনায় নিহতের ভাই রফিক শেখ বাদী হয়ে ওই আটজনের বিরুদ্ধে নড়াগাতী থানায় মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ওই বছরের ১০ অক্টোবর সব আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। মামলার বিচারকার্য চলাকালে আসামি মোসলেম শেখ মারা গেলে আদালত তাকে মামলা থেকে অব্যাহতি দেন। এর মাঝে আসামি দুল মিয়া ও শামিম শেখ জামিনে থাকা অবস্থায় পালিয়ে যায়।
    মোট সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে সন্দেহাতিতভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় ঘোষণা করেন।

  • ঝিনাইদহের মহেশপুরে ছেলের লাঠির আঘাতে বৃদ্ধ পিতা নিহত।

    ঝিনাইদহের মহেশপুরে ছেলের লাঠির আঘাতে বৃদ্ধ পিতা নিহত।

    শহিদুল ইসলাম ঝিনাইদহ মহেশপুর থেকেঃ-

    জমিজমা নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে ছেলের হাতে খুন হয়েছেন বৃদ্ধ পিতা। ঘটনাটি ঘটেছে ১৪ই জুলাই বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের আমিন নগর হলদিপাড়া গ্রামে। আব্দুল মান্নানকে বাটাম দিয়ে মাথায় আঘাত করে খুন করে তার ছেলে মফিজুল ইসলাম। পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে জমি ভাগ করা নিয়ে সন্তানের সঙ্গে তর্কবিতর্ক হয় আব্দুল মান্নানের। এক পর্যায়ে ছেলে মফিফুল উঠানে পড়ে থাকা বাটাম দিয়ে পিতার মাথায় আঘাত করে। এতে মাথা ফেটে গুরুতর আহত হন বৃদ্ধ পিতা আব্দুল মান্নান। দ্রুত মহেশপুর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি। আব্দুল মান্নান হলদিপাড়া গ্রামের মৃত আবদেল মন্ডলের ছেলে। মহেশপুর থানার ওসি সেলিম মিয়া জানান, পিতার কাছে চাষাবাদের জন্য জমি দাবী করেন ছেলে মফিজ। এই নিয়ে বাদানুবাদের এক পর্যায়ে ছেলে বৃদ্ধ পিতার মাথায় আঘাত করেন। এতে তিনি নিহত হন। ঘাতক সন্তান এ ঘটনার পরপরই পালিয়ে গেছে। তিনি বলেন, হত্যাকারী সন্তানকে গ্রেফতার করার চেষ্টা করছে পুলিশ। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মহেশপর থানায় এখনো কোন মামলা হয়নি।

  • তানোরে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

    তানোরে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরে দীর্ঘ প্রায় ১০ বছর পর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। অন্যদিকে ১৪ জুলাই বৃহস্পতিবার স্থানীয় সাংসদ আলহাজ্ব আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী গোল্লাপাড়া ফুটবল মাঠে মঞ্চ ও প্যান্ডেল তৈরীর কাজ পরিদর্শন এবং নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি শরিফ খান, উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, তানোর পৌর আওয়ামী লীগের সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার ও আবুল বাসার সুজন প্রমুখ। এদিকে ইতমধ্যে সম্মেলন ঘিরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক প্রাণচাঞ্চল্যর সৃষ্টি হয়েছে, বিরাজ করছে উৎসবের আমেজ।জানা গেছে, ১৫ জুলাই শুক্রবার গোল্লাপাড়া ফুটবল মাঠে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
    এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানী ও সম্পাদক আব্দুল্লাহ্ আল-মামুন নিজেদের আঁখের গোছাতে গিয়ে পৃথক বলয় সৃষ্টির নামে দলীয়কোন্দল সৃষ্টির মাধ্যমে দলের সাংগঠনিক কর্মকান্ড একেবারে নাজুক ও ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে খন্ড খন্ড করেছে। রাজনীতির ইতিহাসে তানোর উপজেলা আওয়ামী লীগের এমন দুর্দশা আগে কেউ কখানো দেখেনি। তারা দলের এতোটাই ক্ষতি করেছেন, যে দেশস্বাধীনের পর কামারগাঁ ইউপির কচুয়া ভোটকেন্দ্রে কখানো কোনো নির্বাচনে নৌকার পরাজয় ঘটেনি। অথচ এবার উপজেলা নির্বাচনে দুর্বল হাতুড়ি প্রতিকের কাছে নৌকার পরাজয় ঘটেছে। এসব কারণে
    রাব্বানী-মামুনের নেতৃত্বে আর ঐক্যবদ্ধ আওয়ামী লীগ পাওয়া যাবে না। তারা দলের সঙ্গে বেইমানি করে অপুরনীয় ক্ষতি করেছেন। এই ক্ষতি পুরুণ করতে পারেন কেবলমাত্র এমপি ফারুক চৌধুরীর মতো হেভিওয়েট নেতৃত্ব। স্থানীয় নেতাকর্মীরা এই দুরাবস্থা থেকে দলকে উদ্ধার, পুনঃরায় ঐক্যবদ্ধ ও সবধারার নেতাকর্মীদের এক কাতারে নিয়ে এসে পুর্বের মতো শক্তিশালী সংগঠন ফিরে পেতে এমপির হস্তক্ষেপ কামনা করে তাকে দলের সভাপতির পদ নেয়ার জন্য অনুরোধ করেছেন। তৃণমুলের অভিমত, তানোর উপজেলা আওয়ামী লীগকে বাঁচাতে ও রাজনীতিতে প্রাণ ফেরাতে এমপি ফারুক চৌধুরীর কোনো বিকল্প নাই, তাই তারা সভাপতি পদে ফারুক চৌধুরী চাই। ইতমধ্যে তারা দলের নীতিনির্ধারক মহলকে বিষয়টি জানিয়েছেন। রাজশাহী জেলা আওয়ামী লীগের একটি সুত্র জানায়, ইতমধ্যে যারা সরকার দলীয় এমপিদের বিরুদ্ধে বিষাদাগার, তৃণমূলে দলীয়কোন্দল সৃষ্টি, এমপিদের চাপে রেখে অনৈতিক সুবিধা আদায় করতে আওয়ামী লীগ বিরোধীদের সঙ্গে গোপণ আঁতাত করে দলের তৃণমূলে কোন্দলের বিষবাষ্প ছড়িয়েছে। আবার অবৈধ সুবিধা আদায়ের জন্য আওয়ামী লীগের রাজনৈতিক দর্শন, আদর্শ, নীতি-নৈতিকতা, দল, নেতা ও নেতৃত্বের প্রতি আনুগত্য ভূলে গিয়ে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে দলীয় স্বার্থকে জঞ্জালি দিয়ে আদর্শিক পরিচয়ে আদর্শহীন কর্মকান্ড করেছে এমন নেতাদের তালিক তৈরী ও তাদের চিহ্নিত করে ছুড়ে ফেলার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
    কেন্দ্রীয় আওয়ামী লীগের একটি সুত্র জানায়,দেশব্যাপী এবারের সম্মেলনে নৌকাবিরোধীদের নেতৃত্বে আশার কোনো সুযোগ নাই। হোক সে যতো বড় বা প্রভাবশালী নেতা তাদের ছুড়ে ফেলা হবে। এসব বিবেচনায় এবার রাব্বানী-মামুনের নেতৃত্বে আশার কোনো সুযোগ নাই তারা পদবঞ্চিত হচ্ছেন এটা প্রায় নিশ্চিত। এবিষয়ে জানতে চাইলে সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী বলেন, তৃণমুল নেতাকর্মীরা এটা চাচ্ছেন চাইতেই পারেন এটা দোষের কিছু নয়, তবে এখানো তিনি এবিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি। তিনি বলেন, বিষয়টি ভেবে দেখবেন।

  • নড়াইলে ডিবি পুলিশের অভিযান বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার ১

    নড়াইলে ডিবি পুলিশের অভিযান বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার ১

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে:
    নড়াইলে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা ডিবি পুলিশ। বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে নড়াইল সদর থানার মালিবাগ সুলতান ব্রিজ এলাকা থেকে মো. হাসান শেখ (৩৩) নামে ওই যুবক কে ইয়াবাসহ আটক করে পুলিশ। গ্রেফতার কৃত হাসান জেলার লোহাগড়া উপজেলার কুচিয়াবাড়ি গ্রামের রুস্তম শেখের ছেলে।
    গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদ পেয়ে বৃহস্পতিবার সকালে গোয়েন্দা পুলিশের উপ-পরির্দশক (এসআই) মো. আলী হোসেন এর নেতৃত্বে একদল পুলিশ নড়াইল সদর থানার মালিবাগ সুলতান ব্রিজের মধ্যবর্তী স্থানে অভিযান চালায়। এসময় মহাসড়কের উপর থেকে মো. হাসান শেখকে (১২৩৬) পিস ইয়াবা সহ আটক করেন।
    নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরির্দশক (এসআই) মো. আলী হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদ পেয়ে ইয়াবাসহ একজন কে আটক করেছি। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।