Author: desk

  • সিমেন্ট ক্রসিং আহম্মদিয়া হাফেজিয়া সুন্নিয়া মাদ্রাসার  ময়দানে বার্ষিক ওরস অনুষ্ঠিত

    সিমেন্ট ক্রসিং আহম্মদিয়া হাফেজিয়া সুন্নিয়া মাদ্রাসার ময়দানে বার্ষিক ওরস অনুষ্ঠিত

    সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

    গাউসিয়া কমিটি সিমেন্ট ক্রসিং শাখার ব্যবস্থাপনায়, রাহনুমায়ে শরীয়ত ও ত্বরিকত আওলাদে রাসুল (দ.) আল্লামা হাফেজ ক্বারী সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ্ (রহ.) এর বার্ষিক ওরশ শুক্রবার নগরের সিমেন্ট ক্রসিং আহম্মদিয়া হাফেজিয়া সুন্নিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে।

    ওরশ উদযাপন উপলক্ষ্যে শুক্রবার বা’দ ফজর পবিত্র কুরআন খতম, বা’দ আসর পবিত্র খতমে গাউসিয়া, বা’দ মাগরিব আউলিয়ায়ে কেরামের জীবনি আলোচনা এবং বা’দ এশা মিলাদ-ক্বিয়াম, মুনাজাত ও তাবারুক বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা-এ তৈয়্যবিয়া ইসলামিয়া সুন্নিয়া ফাযিল-এর আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ ইউনুস তৈয়্যবী (মা.জি.আ) । প্রধান আলোচক হিসবে বক্তব্য রাখেন চরণদ্বীপ রজভীয়া সুন্নিয়া ফাযিল এর আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ আনিসুর রহমান রিজভী । অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গাউসিয়া কমিটি সিমেন্ট ক্রসিং শাখার দাওয়াতে খায়র সম্পাদক মাওলানা মুহাম্মদ সাইফুর রহমান ও মাওলানা মুহাম্মদ শফিউল আলম আল কাদেরী। আরও উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি সিমেন্ট ক্রসিং শাখার সম্মানিত সভাপতি মুহাম্মদ জামাল উদ্দিন, সহ সভাপতি আক্তার উদ্দিন সওদারগর, বেলাল আহমেদ, জিহাদ,বাপ্পি, শাহিদ, আশিক,হাসান, ওয়াকিল, জামশেদ, নয়ন, কাওসার,সাবিদ প্রমুখ

  • বরগুনার পাথরঘাটায় সাংবাদিকের বাসায় চুরি, নিয়ে যায় ল্যাপটপ ও স্বার্ণালংকার

    বরগুনার পাথরঘাটায় সাংবাদিকের বাসায় চুরি, নিয়ে যায় ল্যাপটপ ও স্বার্ণালংকার

    মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
    বরগুনার পাথরঘাটায় সাংবাদিক, কলামিস্ট ও গবেষক শফিকুল ইসলাম খোকনের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘেেটছে। ২৯ তারিখ শুক্রবার দিবাগত রাত ২ টা থেকে ভোররাত ৫টার মধ্যের কোন এক সময় পাথরঘাটা পৌরশহরের ৮ নম্বর ওয়ার্ডের পাথরঘাটা কলেজের পশ্চিম পাশে এঘটনা ঘটে। এসময় চোরচক্র একটি ল্যাপটপ, হাতের রুলি ১ জোড়া, কানের দুল জোড়া, হাতের অংটি ৪টি এবং নগদ ১০ হাজার টাকা নিয়ে যায়।

    শফিকুল ইসলাম খোকন পাথরঘাটা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পাথরঘাটা কলেজ রোড় এলাকার মো. সিরাজুল ইসলাম মোল্লার ছেলে ও বাংলানিউজ টোয়েন্টিফোর.কম এর পাথরঘাটা উপজেলা প্রতিনিধি এবং দেশের বিভিন্ন পত্রিকার কলাম লেখক।

    শফিকুল ইসলাম খোকন জানান, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে রাত ১২টার দিকে ঘুমিয়ে পরেন। এর পরে সংঘবদ্ধ চোরের দল রাতের কোন এক সময় ঘরের ভেতরের আলমারি, ওয়ারড্রপ, সোকেস থেকে নগদ প্রায় ১০ হাজার টাকা, স্বর্ণালংকার, কাপড়-চোপড়সহ মূল্যবান মালামাল নিয়ে গেছে। তার ধারণা, পূর্ব পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। তিনি আরো জানান, ধারনা করা হচ্ছে সন্ধার সময় দরজা খোলা পেয়ে চোর ঘরের মধ্যে লুকিয়ে ছিল। আমরা সবাই রাতে ঘুমিয়ে পরার পরে চোর চক্র এ কাজ করেছে।

    স্থানীয় কাউন্সিলর ও সাংবাদিক খোকনের বড় ভাই রফিকুল ইসলাম কাকন বলেন, আমার ধারনামতে যারা মাদকের সাথে জরিত তারাই এটা করতে পারে বলে আমার ধারনা তাছারা তার ল্যাপটপে বিভিন্ন রকমের তথ্য থাকে একারনেও তার ল্যাপটপটি নিয়ে যেতে পারে। আমরা আইনি ভাবে আগাবো, আশা করছি পুলিশ তদন্ত করে দোষীদের চিহ্নিত করবেন।

    এঘটনায় পাথরঘাটা থানা উপপরিদর্শক আলী হোসেন, জানান, ঘটনা শোনার পরেই ঘটনাস্থল পরিদর্শ করেছি। এঘটনায় অভিযোগ দিলে আইনি ব্যাবস্থা নেয়া হবে।

  • পুঠিয়ায় ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    পুঠিয়ায় ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    পুঠিয়া (রাজশাহী) উপজেলা সংবাদদাতাঃ পুঠিয়ায় ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে আক্তার হোসেন (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। নিহত বৃদ্ধ আক্তার হোসেন নাটোর জেলার সদর উপজেলার আলাইপুর এলাকার বাসিন্দা। শনিবার দুপুর সাড়ে ১২টার সময় উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের ছোট সেনভাগ নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। প্রতেক্ষদর্শী সুত্রে জানাগেছে, শনিবার দুপুরে নাটোর থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক ও পুঠিয়া থেকে নাটোরগামী যাত্রীবাহি একটি লেগুনা উক্ত স্থানে পৌছানো মাত্রই মুখোমুষি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় লেগুনার যাত্রী আক্তার হোসেন ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়। গুরুতর আহত আক্তার হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এছাড়াও লেগুনার বেশ কয়েকজন যাত্রী আহত হন। আহতদের স্থানীয় ভাবে চিকিৎকসা দেওয়া হয়। এ ব্যপারে পবা হাইওয়ে ফাঁড়ি ইনচার্জ মোফাক্কারুল ইসলাম জানান, নিহত আক্তার হোসেনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের আতিœয় স্বজনেরা আসলে তারা অভিযোগ না করলে লাশ ময়না তদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হবে। এছাড়াও থানায় একটি মামলা দায়ের করা হবে বলে এ কর্মকর্তা জানান।#

    মাজেদুর রহমান (মাজদার)
    পুঠিয়া রাজশাহী।।

  • পানছড়িতে হেলপ পিপলসের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

    পানছড়িতে হেলপ পিপলসের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

    মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি

    খাগড়াছড়ির পানছড়িতে সামাজিক সংগঠন হেলপ পিপলস এর উদ্যোগে বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতার ন্যায় দমদম বায়তুল মামুর শাহী জামে মসজিদে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।

    শনিবার ( ৩০ জুলাই) বিকাল ৫ টার সময় দমদম বায়তুল মামুর শাহী জামে মসজিদে ৬০টি ফলজ ও বনজ চারা রুপন করা হয়।

    এই সময় উপস্থিত ছিলেন দমদম বায়তুল মামুর শাহী জামে মসজিদ কমিটির সভাপতি আবদুল মোমিন ও সাধারণ সম্পাদক আলী আহমেদ,হেলপ পিপলস এর উপদেষ্টা খোরশেদ আলম,সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক অমল চন্দ্র রায়,হেলপ পিপলস পানছড়ি উপজেলা শাখার সদস্য বৃন্দসহ মসজিদ কমিটির মুসল্লী বৃন্দ।

  • রংপুরে জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাবের উদ্যোগে আত্মহত্যা  বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

    রংপুরে জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাবের উদ্যোগে আত্মহত্যা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

    রংপুর থেকে বিভাগীয় প্রতিনিধি আবু নাসের সিদ্দিক তুহিন। —

    আত্মহত্যা আর নয়, করবো মোরা আত্মজয় এই স্লোগানকে সামনে রেখে জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাব রংপুর বিভাগীয় কমিটির আয়োজনে গতকাল শনিবার সকাল থেকে রংপুর মডেল কলেজ মিলনায়তনে দিনব্যাপী আত্মহত্যা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
    রংপুর মডেল কলেজের অধ্যক্ষ মোখলেসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
    প্রধান আকর্ষণ হিসেবে বক্তব্য রাখেন জাগ্রত ব্যবসায়ী ও জনতা বাংলাদেশের চেয়ারম্যান জাগ্রত মহানায়ক শিহাব রিফাত আলম।প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট শিক্ষাবীদ ও সমাজসেবক সৈয়দা রোকসানা জামান শানু।
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাগ্রত সাহিত্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট কথা সাহিত্যিক নাসরিন ইসলাম, আর সি পি আই এন্ড এমএস ম্যাটসের উপাধ্যক্ষ একেএম শাহাদাৎ হোসেন, জাগ্রত পথশিশু অব বাংলাদেশের সহসভাপতি নাজনীন সুলতানা লুনা, কণ্ঠশিল্পী অন্তর রহমান, সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি জয়িতা নাসরিন নাজ,
    বক্তব্য রাখেন হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর পাবলিক রিলেশন অফিসার বিশিষ্ট সাংবাদিক ও লেখক আবু নাসের সিদ্দিক তুহিন, জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাব রংপুর বিভাগের সভাপতি শান্তনা আকতার নুরী, জাগ্রত হিরো মাঈন উদ্দিন,জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাব রংপুর বিভাগীয় কমিটির উপদেষ্টা কবি মনিরা সিরাজ সাথী, রংপুর বিভাগের সহ-সভাপতি সানু তাছমিন, কবি ধ্রবক রাজ, কবি রাজেন দাস, দিবস রায়,পূর্ণিমা রাজ,মীরা রায় কবি রাশেদুজ্জামান, শাওন ইসলাম,কবি তমঃ বিভাবরী প্রমুখ ।
    উপস্থাপনা করেন আহসান হাবীব মানিক ও ইফফাত জামান রুপা।
    উক্ত কর্মশালায় পাঁচ শত ছাত্র ছাত্রী শিক্ষক অভিভাবক সাহিত্য সংস্কৃতি কর্মি অংশ গ্রহন করেন।

  • পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ

    পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ

    মো,: বাবুল হোসেন পঞ্চগড়
    লোডশেডিং, চাল, ডাল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে

    , তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
    পঞ্চগড় পৌর যুবদলের নুর ইসলাম দিপুর নেতৃত্বে বিকেলে এক বিশাল বিক্ষোভ মিছিল শহরের মুল সড়ক প্রদক্ষিণ শেষে পঞ্চগড় জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ের মুল ফটকের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ করে শেষ হয়। ৯টি ওয়ার্ডের নেতা কর্মীরা ছাড়াও পৌর যুবদলের আহবায়ক কমিটির নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।

    এসময় নুর হোসের দিপু বক্তব্যে বলেন দেশে যে হাড়ে দ্রব্যমূল্যর দাম বাড়ছে যার কারণে মধ্যবৃত্ত,ও সাধারণ নিম্নবৃও পরিবার গুলো বাজারে ঢুকলেই তারা হিমশম খাচ্ছে। পরিবারের চাহিদা গুলো পুরণ করতে পারছেন না তারা।

    তিনি আরোও বলেন আমাদের নেতৃবৃন্দদের কোন প্রকার অভিমান না করে আগামী দিনে আন্দোলনের ডাক পেলেই সবাই কে সবকিছু ভুলে গিয়ে আন্দোলনে ঝাপিঁয়ে পড়ার জন্য সবাইকে আহ্বান করেন, নুর নবী চৌধুরী, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ফজলে রাব্বী, কামাল হোসেন, রোকনুজ্জামান (জাপান) প্রমুখ বক্তব্য রাখেন।

  • পাঁচবিবি পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি/সম্পাদক কাউন্সিলর নির্বাচিত

    পাঁচবিবি পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি/সম্পাদক কাউন্সিলর নির্বাচিত

    স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস

    জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ পাঁচবিবি পৌর কমিটির সভাপতি/সম্পাদক কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

    পাঁচবিবি পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি বর্তমানে জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ রাব্বানী ইস্তি ৩নং ওয়ার্ড থেকে উটপাখি মার্কায় ৮ শত ২২ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দী তিন বারের সাবেক কাউন্সিলর আব্দুল হান্নান রনি ডালিম মার্কায় ভোট পায় ৬ শত ১১।

    অপরদিকে সাধারন সম্পাদক উদীয়মান তরুণ নেতা মোসাইদ আল-আমিন সাদ ৯ নং ওয়ার্ড থেকে ডালিম মার্কায় ৭ শত ২০ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দী জাহিদ হাসান আকন্দ বাবু ব্রীজ মার্কায় ৩ শত ৯১ ভোট পায়। গত ২৭ জুলাই পাঁচবিবি পৌরসভা নির্বাচনে ৯’জন পুরুষ কাউন্সিলরের মধ্যে পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি-ইস্তি ও সম্পাদক সাদ কনিষ্ঠ। এছাড়া পরাজিত কাউন্সিলর প্রার্থীদের চেয়ে তারা দু’জনেই বিশাল ভোটের ব্যবধানে জয়লাভ করেন।

    উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, ৩ নং ওয়ার্ডে উটপাখি মার্কায় ৮ শত ২২ ভোটে আরিফ রাব্বানী ইস্তি ও ৯ নং ওয়ার্ডে ডালিম মার্কায় মোসাইদ আল-আমিন সাদ ৭ শত ২০ ভোট পেয়ে বে-সরকারি ভাবে কাউন্সিলর নির্বাচিত হয়েছে। অনেক প্রবীন প্রার্থীদের জামান বাজেয়াপ্ত হয়েছে বলেও তিনি জানান।

  • প্রধানমন্ত্রী  শেখ হাসিনাকে রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ-এর অশালীন বক্তব্যের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ-এর অশালীন বক্তব্যের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত।

    নিজস্ব প্রতিবেদক রাজশাহী।। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনাকে রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ-এর অশালীন বক্তব্যের প্রতিবাদ ও অবিলম্বে তাকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শনিবার বিকাল ৫টায় সাহেব বাজার জিরো পয়েন্টে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
    রাজশাহী মহানগর আওয়ামী লীগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ওমর ফারুক চৌধুরী এমপি, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকার, রাজশাহী জেলার সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা ও রাজশাহী জেলার যুগ্ম সম্পাদক আয়েন উদ্দিন এমপি।

    সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। সঞ্চালনা করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম। সমাবেশ শেষে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়।

    সমাবেশে বক্তারা বলেন, বিএনপি রাজপথের রাজনীতিতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছে। জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে উন্নত ও সমৃদ্ধির দিকে ঠিক তখনই বিএনপি এহেন অপরাজনীতিতে লিপ্ত হয়েছে। বিএনপি’র কেন্দ্রীয় নেতা সাবেক মেয়র মিজানুর রহমান মিনু জনসমাবেশে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকি দিয়েছিলো। রাজশাহীবাসীর তীব্র প্রতিবাদে সে নিঃশর্ত ক্ষমা চাই, আমরা তাকে ক্ষমা করে দিই। কিন্তু তাকে ক্ষমা করাই ভুল হয়েছিলো। তাই এখন আরেক বিএনপি’র নেতা চাঁদ বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে অশালীন মন্তব্য করেছে। তাকে রাজশাহী নগরীতে অবাঞ্চিত করা হলো ও তাকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।

  • নিজের খেয়াল খুশি মতো খোলা হয় বৈদ্যনাথপুর প্রাথমিক বিদ্যালয়

    নিজের খেয়াল খুশি মতো খোলা হয় বৈদ্যনাথপুর প্রাথমিক বিদ্যালয়

    খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধি

    রংপুরের তারাগঞ্জ উপজেলার বৈদ্যনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে ইচ্ছে মতো বিদ্যালয় খোলা ও পাঠদান করানোর অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে নিজেদের খেয়াল খুশি মতো চলায় সঠিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা।

    অভিযোগ উঠেছে, ওই বিদ্যালয়ের দায়িত্বে থাকা শিক্ষক-শিক্ষিকা তাদের ইচ্ছে মতো বিদ্যালয়ে আসা-যাওয়া করেন। এতে শিশুদের সুশিক্ষা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন এলাকার সচেতন অভিভাবকেরা। অনেকে আশানুরূপ ফলাফল না পাওয়ায় শিশুদের ভর্তি করাচ্ছেন অন্য বিদ্যালয়ে।

    বিদ্যালয় মাঠে কথা হয় ১ম ও ২য় শ্রেণির কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে। শিক্ষকেরা কখন বিদ্যালয়ে আসেন জানতে চাইলে বলেন, ‘হামরা স্কুল আসি সকাল ৯টায়। স্যারেরা আইসে ১০টায়। এখন গেটোত ব্যাগ ঝুলি থুইয়া মাঠোত খেলা খেলায়ছি। স্যারেরা আসলে তালা খুলবে তারপর ক্লাস করব।’

    শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার একপর্যায়ে ১০টা ২৪মিনিটে বিদ্যালয়ে আসেন সহকারী শিক্ষক রুমি পারভিন। তিনি বিদ্যালয়ের প্রধান ফটক খুলে শিক্ষার্থীদের ভেতরে প্রবেশ করান। দেরিতে আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘বাড়িতে একটু কাজ ছিল। তাই আজ আসতে দেরি হয়েছে। অন্য শিক্ষকেরা কোথায় জানতে চাইলে তিনি জানান, তাঁরা আসতেছে।’
    রুমি পারভিন সঙ্গে কথা বলার একপর্যায়ে ১০টা ৩৪মিনিটে বিদ্যালয়ে আসেন আরেক সহকারী শিক্ষক আবু জাফর। দেরিতে আসার কারণ হিসেবে তিনি বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২২এর ফাইনাল খেলার অনুষ্ঠানে ছিলেন বলে জানান। সেখানে তিনি কোনো দায়িত্বে আছেন কিনা জানতে চাইলে বলেন, ভুল বলেছি। আসলে আমি রংপুরে ছিলাম। তাই আসতে দেরি হয়েছে।’
    বিদ্যালয় মাঠে কথা হয় বৈদ্যনাথপুর গ্রামের কৃষক নুরনবীর সঙ্গে। তিনি বলেন, ‘স্কুলোত ছাওয়ারা আইসে ৯টার সময় আর স্যারেরা আইসে ১০টায়- সাড়ে ১০টায়। এটে লেখাপড়া নাই জন্যে মোর ছাওয়াক তারাগঞ্জের স্কুলোত ভর্তি করি দিছুং। ’
    বৈদ্যনাথপুর গ্রামের অনিক ইসলাম বলেন, ‘ভাই এই স্কুলোত লেখাপড়া নাই। সারাদিন ছাওয়াগুলো মাঠোত খেলা খেলায়। মাস্টারেরা কখন আইসে, কখন যায় তাক আল্লায় জানে। তোমরা স্কুলটাক বাঁচান। ছাওয়াগুলা যেনো ভালো করি লেখাপড়া করির পায়।’

    বিদ্যালয়ের এমন পরিস্থিতি নিয়ে জানতে চাইলে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ মুঠোফোনে বলেন, বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২২এর ফাইনাল খেলার দায়িত্বে মাঠে আছি। সকাল ৯টায় বিদ্যালয় খোলার কথা, এখনও খোলেনি। বিষয়টি দেখতেছি বলে মুঠোফোন কেটে দেন।

    এ বিষয়ে কথা হলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বলেন, বঙ্গবন্ধু গোল্ড কাপ নিয়ে এখন ব্যস্ত আছি। প্রতিটি বিদ্যালয়ের শিক্ষকে বলেছি আজও বলব সঠিক সময়ে পাঠদান করানোর জন্য। এরপরও যারা বিদ্যালয় সঠিক সময়ে খুলবেন না তাদের তালিকা সাংবাদিকের কাছে চান এ শিক্ষা কর্মকর্তা। তবেই প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

  • মাগুরা জেলা দাবা সমিতির ২১ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন

    মাগুরা জেলা দাবা সমিতির ২১ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন

    রক্সী খান মাগুরা প্রতিনিধিঃ মাগুরা জেলা দাবা সমিতির ২০২২-২০২৪ ইং কার্যকারী সংসদ গঠন উপলক্ষে ২৯ জুলাই মাগুরাস্থ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির কার্যালয়ে এক সভা উনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মাকুল খান, সভায় বিশেষ ব্যক্তিত্ব হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় চ্যাম্পিয়ন দাবাড়ু সৈয়দ মাহফুজুর রহমান ইমন।

    সভার শুরুতে সদ্য প্রয়াত মাগুরা জেলা দাবা সমিতির পৃষ্ঠপোষক জেলা দাবা সমিতির সাবেক সাধারণ সম্পাদক মরহুম আমির হোসেন খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার আত্বার প্রতি শান্তি কামনা করা হয়।

    সৈয়দ নাজমুল হাসান নদুর সঞ্চলনায় যথাক্রমে বক্তব্য রাখেন সৈয়দ জুলফিকার আলী মিলু, মো: ফছিয়ার রহমান এ.ও, জাতীয় চ্যাম্পিয়ন দাবাড়ু মাহফুজুর রহমান ইমন, মো: মশিউর রহমান মিঠু, মো: গোলজার হোসেন, উদীয়মান দাবাড়ু মো: সুমন হোসেন। সভায় সর্ব সম্মতিক্রমে ২১ সদস্য বিশিষ্ঠ মাগুরা জেলা দাবা সমিতি গঠন করা হয়।
    সভাপতি খান গোলাম মোস্তফা মাকুল, সহসভাপতি ১- সৈয়দ জুরফিকার মিলু, সহসভাপতি- মো: ফছিয়ার রহমান-এ.ও সাধারণ সম্পাদক- সৈয়দ নাজমুস সাদাত নদু, যুগ্ম সম্পা: মো মসিউর রহমান মিঠু, যুগ্ম সম্পা: মো আবুল বাশার, কোষাধ্যক্ষ: মো এনামুল বাহার, ক্রীড়া সম্পাদক: খান একরামুল হাসান হারুন, দফতর সম্পাদক: শরীফ আবু জাহিদ সাবু সহ অন্যনরা।

    রক্সী খান,মাগুরা।।