May 13, 2025, 2:41 pm
রফিকুল ইসলাম, রাঙ্গাবালী পটুয়াখালী
১৯৭০ সালের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের স্বরণে ভয়াল ১২ই নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবীতে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রাঙ্গাবালী প্রেসক্লাব ও রাঙ্গাবালী ইউথ সোসাইটির আয়োজনে শনিবার দুপুরে রাঙ্গাবালী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে সাংবাদিক, সমাজকর্মী, সেচ্ছাসেবী ও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি সিকদার জোবায়ের হোসেন, সহ সভাপতি সিকদার জাবির হোসেন, সাধারণ সম্পাদক কামরুল হাসান রুবেল, ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক দিলীপ দাস, রাঙ্গাবালী ইউথ সোসাইটির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম স্বরণ প্রমুখ।
মনববন্ধনে বক্তারা বলেন, ১৯৭০ সালের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে উপকূলের লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে। গাবাদী পশু সহ জান মালের ক্ষতি হয়েছে অগনিত। এত বড় ঘূর্ণিঝড় আর কখনো দেখেনি উপকূলের মানুষ। প্রলয়ঙ্কারী এই ঘূর্ণিঝড়ে নিহতদের স্বরণে প্রতিবছর উপকূলের মানুষ এই দিনটিতে উপকূল দিসব পালন করে। উপকূল দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী জানান বক্তারা।
রফিকুল ইসলাম
রাঙ্গাবালী পটুয়াখালী সংবাদদাতা।