December 23, 2024, 2:15 am
ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
সমকালীন বাংলা সাহিত্যে বিশেষ অবদান রাখায় বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিণ্টু ও শিক্ষাবিদ, কলামিস্ট ও গবেষক অধ্যাপক বিভুতিভূষণ মণ্ডল কাজী ইমদাদুল হক স্মৃতি পদক- এ মনোনিত হয়েছেন। বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিণ্টু খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়ানের সাবেক সভাপতি ও বিভুতিভূষণ মণ্ডল শহীদ আবুল কাশেম কলেজের (কৈয়াবাজার, হরিণটানা, খুলনা) ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক। সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হক ১৮৮২ সালের ৪ নভেম্বর খুলনা জেলার পাইকগাছার গদাইপুর গ্রামের জন্ম গ্রহণ করেন। ৪ নভেম্বর ২০২২ শুক্রবার কাজী ইমদাদুল হকের ১৪১তম জন্ম বার্ষিকী। পাইকগাছা উপজেলা পরিষদ মিলানয়তনে কাজী ইমদাদুল হকের ১৪১তম জন্ম বার্ষিকী অনুষ্ঠান ৪ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের পক্ষ থেকে মনোনিত ব্যক্তিদের স্মৃতি পদক প্রদান করা হবে বলে কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান জানিয়েছেন। উল্লেখ্য, ২০১৭ সাল থেকে কাজী ইমদাদুল হক স্মৃতি পদক ও কাজী ইমদাদুল হক রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হচ্ছে।