February 5, 2025, 8:49 am
বি এম মনির হোসেনঃ-
“শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু” এই স্লোগানকে সামনে রেখে বরিশালের গৌরনদীতে জাতীয় শিক্ষক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় গৌরনদী উপজেলা পরিষদ চত্বর থেকে শিক্ষকদের একটি র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয়। র্যালিতে গৌরনদী উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানের প্রায় সহস্রাধিক শিক্ষক অংশ নেয়।
র্যালি শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গৌরনদী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মাহবুবুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী।এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা নিবার্হী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন, গৌরনদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল, সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অলিউল্লাহ, বেগম আখতারুন্নেসা মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান, গাউছিয়া আবেদিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রব, প্রধান শিক্ষক মোঃ কুতুব উদ্দিন সহ অন্যান্যরা। এসময় গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড আর শিক্ষকরা হচ্ছেন জাতি গড়ার কারিগর। শিক্ষকরা আদর্শ মানুষ এবং সমৃদ্ধ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।