August 15, 2025, 5:34 am
বি এম মনির হোসেনঃ-
শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর’ এই স্লোগানকে প্রতিপাদ্য করে বরিশালের আগৈলঝাড়ায় পালিত হয়েছে শিক্ষক দিবস। দিবসটি উদযাপনে বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শুরুরস্থলে এসে শেষ হয়।
এ সময় শিক্ষকদের মর্যাদা, দিবসটির তাৎপর্যসহ বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সুনিল কুমার বাড়ৈ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।