পাইকগাছার আগড়ঘাটায় ঝুপড়ি ঘরে মুয়াজ্জিনের মানবেতর জীবন-যাপন

ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা)।।
খুলনার পাইকগাছায় ঝুপড়ি ঘরে মানবেতর অসহায় জীবনযাপন করছেন মুয়াজ্জিন আবুল হাসান। তিনি উপজেলার আগড়ঘাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন।
উপজেলার সিলেমানপুর গ্রামের কান্তা মিস্ত্রির ছেলে আবুল হাসান। পিতা কান্তা মিস্ত্রি পানি উন্নয়ন বোর্ডের গেট খালাসির চাকরি করতেন। পিতার মৃত্যুর পর তার পেনশনের ওয়ারিশ অংশের প্রাপ্ত সামান্য টাকা দিয়ে বসবাস করার জন্য ২ শতক জমি ক্রয় করেন। কিন্তু অর্থাভাবে ঘর নির্মাণ করতে না পেরে সেখানে ছোট একটি ঝুপড়ি ঘর বানিয়ে স্ত্রী, পুত্র, কন্যাকে নিয়ে মানবেতর ও অসহায় জীবনযাপন করছেন।
মাটির দেয়াল, পলিথিন ও সুপারির পাতা দিয়ে তৈরি ওই ঘর। রোদ, বৃষ্টি ও কুয়াশা থেকে রক্ষা পেতে ঘর নির্মাণের জন্য আর্থিক সহায়তা চেয়েছেন স্থানীয় সংসদ সদস্য আক্তার“জ্জামান বাবু, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের কাছে।
মুয়াজ্জিন আবুল হাসান জানান, আমার যে সীমিত আয় তা দিয়ে কোনো মতে লবণ-ভাত খেয়ে দিনাতিপাত করছি।
স্থানীয় মহিলা ইউপি সদস্য রাজিয়া জানান, মুয়াজ্জিন হাসান খুবই অভাব-অনটনের মধ্য দিয়ে সংসার চালান।
এ বিষয়ে পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেন, বিষয়টি আমি শুনেছি তবে জায়গা আছে ঘর নাই- এ ধরনের কোনো অর্থ আসলে বিষয়টি গুর“ত্ব সহকারে দেখা হবে।

ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *