পঞ্চগড়ে শেখ রাসেল দিবস পালিত

মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ;
পঞ্চগড়ে শেখ রাসেল দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে কালক্টরেট চত্তরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের প্রতিকৃতিত্বে পুষ্পস্তবক অর্পণ করেন, জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুনসহ জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে একইস্থানে এসে শেষ হয়। র‍্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শেখ রাসেলের নির্মম হত্যাকান্ড, ন্যায় বিচার, শান্তি ও প্রগতির পথে কালো অধ্যায় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *