ময়মনসিংহ জেলা প্রশাসনের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসলিমা মোস্তারী ও তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমীতে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।
রবিবার (২অক্টোবর) দুপুর থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন পূজা মণ্ডপে যান তারা। তারাকান্দা মধ্যবাজার কালিমন্দির পূজামন্ডপ ও শান্তিনগর পূজামন্ডপসহ উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শনের সময় বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসলিমা মোস্তারী মন্ডপগুলোতে গিয়ে মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করে কোন সমস্যা আছে কি না এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির খোঁজ খবর নেন।
এ সময় এলাকার হিন্দু ধর্মাবলম্বী নেতা ও আগত ভক্তবৃন্দেরও সার্বিক খোঁজ-খবর নেন এবং তাদের সাথে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
বিভিন্ন মন্ডপে বক্তৃতাদানকালে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসলিমা মোস্তারী বলেন, ‘শারদীয় দূর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে আজ আপনাদের মাঝে এসেছি। সরকারি নির্দেশনা মেনে চলবেন এবং কোনো রকম বিশৃঙ্খলার সৃষ্টি হলে তাৎক্ষণিক আমাদের জানাবেন আমরা তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নিবো,যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক পাশে আছে।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত, উপজেলা আওয়ামীলীগের সভাপতি, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি, পূজামন্ডপ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply