ত্রিশালের চকরামপুর কামিল মাদ্রাসায় কামিল ক্লাসের শুভ সূচনা ও হাফেজদের পা-গড়ী প্রদান

আরিফ রববানী ময়মনসিংহ।।
কামিল (স্নাতকোত্তর) শ্রেণির উদ্বোধন করে শিক্ষা ও ঐতিহ্যের এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার চকরামপুর কামিল মাদ্রাসায়।

বুধবার(১৩ আগস্ট) এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে মাদ্রাসাটিতে প্রথমবারের মতো কামিল (স্নাতকোত্তর) শ্রেণির উদ্বোধন করা হয়েছে। একই সাথে, মাদ্রাসার হেফজ বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের পাগড়ী প্রদান ও বিশেষ দোয়া অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়, যা পুরো এলাকাজুড়ে এক উৎসবের আমেজ তৈরি করে।

চকরামপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. ওসমান গনির সভাপতিত্বে আয়োজিত এই ঐতিহাসিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গীর অধ্যক্ষ ড. মো. হিফজুর রহমান।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোমেনশাহী ডিএস কামিল মাদ্রাসার মুহাদ্দিস ও এডভান্সড ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান ড. মো. হাসানুজ্জামান।

তাদের মূল্যবান উপস্থিতি ও দিকনির্দেশনা অনুষ্ঠানে এক নতুন মাত্রা যোগ করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ত্রিশাল আব্বাসিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. ফজলুল হক,
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের ত্রিশাল উপজেলা সভাপতি অধ্যক্ষ মো. আনিসুজ্জামান,
সম্পাদক অধ্যক্ষ নাজমুল হক,
গফরগাঁও উপজেলা সভাপতি অধ্যক্ষ মো. মোসলেহ উদ্দিন,
খোদাবক্সপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ বদরুল আলম,
নান্দাইল গোসপালা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো : এনামুল হক,
নান্দাইল মাদ্রাসা শিক্ষক পরিষদের সম্পাদক আবু সালেহ,
গোপালনগর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আব্দুস সাত্তার,
দুখুমিয়া বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক ও বাংলাদেশ স্কাউট এর ত্রিশাল উপজেলা সম্পাদক মোঃ হারুনুর রশিদ,
ঝাইয়ারপাড় ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মান্নান,
খাগাটি জামতলী ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মোঃ খবীর উদ্দিন,
আউলিয়ানগর আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মনিরুল হাসান,
নান্দাইল ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ নুরুল আমিন,
রামপুর কাকচর বালিকা মাদ্রাসার সুপার মোঃ নুরুল ইসলাম,
গফাকুড়ি আদর্শ বালিকা দাখিল মাদ্রাসার সুপার হাফেজ ইউনুস,
রামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজমুল সরকার,
আব্দুল কাইয়ুম মেম্বার, কাজি মোস্তাক মেম্বারসহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানের গৌরব বৃদ্ধি করেন।

বক্তারা চকরামপুর কামিল মাদ্রাসার এই যুগান্তকারী পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন এবং এর মাধ্যমে উচ্চ শিক্ষার ক্ষেত্রে এলাকার শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন।

তারা বলেন, কামিল ক্লাস চালুর মাধ্যমে এই মাদ্রাসাটি এখন একটি পূর্ণাঙ্গ ইসলামিক শিক্ষা কেন্দ্রে পরিণত হয়েছে, যা জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নবীন হাফেজদের পাগড়ী পরিয়ে দেওয়ার পর তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া করা হয়।

সবশেষে, অধ্যক্ষ মো. ওসমান গনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে এই সাফল্যকে মাদ্রাসার সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টার ফসল বলে অভিহিত করেন।

এই অনুষ্ঠানটি কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মাইলফলক নয়, বরং এটি পুরো এলাকার জন্য একটি গৌরব ও অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *