August 16, 2025, 7:27 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
ময়মনসিংহ সদর এলাকাকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তুল-তে চাই- কামরুল আহসান এমরুল ফুলবাড়িয়ায় প্রায় লা-খ টাকার কারেন্ট জাল পো-ড়াল প্রশাসন মোরেলগঞ্জে বিএনপির দ্বি-বার্ষিক স-ম্মেলন সভাপতি শহিদুল হক বাবুল সম্পাদক মেহেদী হাসান ময়মনসিংহে এক কেজি গাঁ-জাসহ মাদ-ক ব্যব-সায়ী গ্রে-প্তার বরগুনার তালতলীতে বিএনপির সদস্য ফরম বিত-রণ ও নবায়-ন কর্মসূচির উদ্বোধন গোপালগঞ্জে ট্রেইনি রিক্রু-ট কনস্টেবল পদে নিয়োগ-২০২৫ সংক্রান্তে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ওসি আব্দুল হান্নান আশুলিয়া থানায় যোগদানের পর এক মাসের অভি-যানে শতাধিক অ-পরাধীকে গ্রে-ফতার সুজানগর পৌর বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে সুজানগর উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল সুজানগরে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা
ত্রিশালের চকরামপুর কামিল মাদ্রাসায় কামিল ক্লাসের শুভ সূচনা ও হাফেজদের পা-গড়ী প্রদান

ত্রিশালের চকরামপুর কামিল মাদ্রাসায় কামিল ক্লাসের শুভ সূচনা ও হাফেজদের পা-গড়ী প্রদান

আরিফ রববানী ময়মনসিংহ।।
কামিল (স্নাতকোত্তর) শ্রেণির উদ্বোধন করে শিক্ষা ও ঐতিহ্যের এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার চকরামপুর কামিল মাদ্রাসায়।

বুধবার(১৩ আগস্ট) এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে মাদ্রাসাটিতে প্রথমবারের মতো কামিল (স্নাতকোত্তর) শ্রেণির উদ্বোধন করা হয়েছে। একই সাথে, মাদ্রাসার হেফজ বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের পাগড়ী প্রদান ও বিশেষ দোয়া অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়, যা পুরো এলাকাজুড়ে এক উৎসবের আমেজ তৈরি করে।

চকরামপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. ওসমান গনির সভাপতিত্বে আয়োজিত এই ঐতিহাসিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গীর অধ্যক্ষ ড. মো. হিফজুর রহমান।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোমেনশাহী ডিএস কামিল মাদ্রাসার মুহাদ্দিস ও এডভান্সড ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান ড. মো. হাসানুজ্জামান।

তাদের মূল্যবান উপস্থিতি ও দিকনির্দেশনা অনুষ্ঠানে এক নতুন মাত্রা যোগ করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ত্রিশাল আব্বাসিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. ফজলুল হক,
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের ত্রিশাল উপজেলা সভাপতি অধ্যক্ষ মো. আনিসুজ্জামান,
সম্পাদক অধ্যক্ষ নাজমুল হক,
গফরগাঁও উপজেলা সভাপতি অধ্যক্ষ মো. মোসলেহ উদ্দিন,
খোদাবক্সপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ বদরুল আলম,
নান্দাইল গোসপালা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো : এনামুল হক,
নান্দাইল মাদ্রাসা শিক্ষক পরিষদের সম্পাদক আবু সালেহ,
গোপালনগর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আব্দুস সাত্তার,
দুখুমিয়া বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক ও বাংলাদেশ স্কাউট এর ত্রিশাল উপজেলা সম্পাদক মোঃ হারুনুর রশিদ,
ঝাইয়ারপাড় ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মান্নান,
খাগাটি জামতলী ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মোঃ খবীর উদ্দিন,
আউলিয়ানগর আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মনিরুল হাসান,
নান্দাইল ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ নুরুল আমিন,
রামপুর কাকচর বালিকা মাদ্রাসার সুপার মোঃ নুরুল ইসলাম,
গফাকুড়ি আদর্শ বালিকা দাখিল মাদ্রাসার সুপার হাফেজ ইউনুস,
রামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজমুল সরকার,
আব্দুল কাইয়ুম মেম্বার, কাজি মোস্তাক মেম্বারসহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানের গৌরব বৃদ্ধি করেন।

বক্তারা চকরামপুর কামিল মাদ্রাসার এই যুগান্তকারী পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন এবং এর মাধ্যমে উচ্চ শিক্ষার ক্ষেত্রে এলাকার শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন।

তারা বলেন, কামিল ক্লাস চালুর মাধ্যমে এই মাদ্রাসাটি এখন একটি পূর্ণাঙ্গ ইসলামিক শিক্ষা কেন্দ্রে পরিণত হয়েছে, যা জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নবীন হাফেজদের পাগড়ী পরিয়ে দেওয়ার পর তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া করা হয়।

সবশেষে, অধ্যক্ষ মো. ওসমান গনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে এই সাফল্যকে মাদ্রাসার সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টার ফসল বলে অভিহিত করেন।

এই অনুষ্ঠানটি কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মাইলফলক নয়, বরং এটি পুরো এলাকার জন্য একটি গৌরব ও অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD