February 5, 2025, 4:40 am
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে নানারকম কর্মসূচি পালন করেছে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগ।
বুধবার দুপুরে পৌরশহরে এক আনন্দ শোভাযাত্রা শেষে উপজেলা পাবলিক হল মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পৌর মেয়র আসাদুল হক ভূঞার পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা এডভোকেট অসিত সরকার সজল, কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক নূর খান মিঠু, সাংগঠনিক সম্পাদক শামছুর রহমান লিটনসহ স্থানীয় উপজেলা আওয়ামীলীগের নেতারা।
হুমায়ুন কবির কেন্দুয়া নেত্রকোনা থেকে।।