আশুলিয়ায় দুই ছিন-তাইকারীকে গ্রেফ-তার ও দেশীয় অ-স্ত্র উদ্ধার!

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় রিকশা থামিয়ে ধারালো অস্ত্রে মুখে জিম্মি করে এক নারী যাত্রীর কাছ থেকে মোবাইল ও টাকা ছিনতাইয়ের অভিযোগে মিন্টু প্রামানিক (৪৫) ও ইউসুফ আলী (৪২) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে লুন্ঠিত মোবাইল উদ্ধারসহ ছিনতাই কাজে ব্যবহৃত ধারালো চাকু ও লাঠি জব্দ করা হয়।

শুক্রবার (২০ জুন ২০২৫ইং) বিকালে আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির।

এর আগে, বৃহস্পতিবার (১৯ জুন) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুর জেলায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশের একটি চৌকস টিম।

পুলিশ জানায়, চলতি মাসের ১৬ জুন সোমবার দিবাগত রাত দেড়টার দিকে আশুলিয়ার বাইশমাইল এলাকার ঘোড়াপীর মাজার সড়কে রিকশা থামিয়ে ছন্দা আক্তার নামের এক নারী যাত্রীকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে অজ্ঞাত চার দুর্বৃত্ত। এসময় ওই নারীর কাছ থেকে নগদ ১৫০০ টাকাসহ একটি অ্যান্ড্রয়েড মোবাইল ও একটি বাটন মোবাইল লুট করে নিয়ে পালিয়ে যায় তারা। পরে এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা রুজু হলে পুলিশ তথ্যপ্রযুক্তির ব্যবহার করে ছিনতাইয়ের সঙ্গে জড়িত দুই জনকে গ্রেপ্তার করতে সক্ষম হোন।

গ্রেফতারকৃত মিন্টু প্রামানিকের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি ও দস্যুতার ৮টি এবং ইউসুফ আলীর বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়। তাদের বাড়ি নাটোর জেলার সিংড়া উপজেলায়।

ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির জানান, ধারালো অস্ত্রে মুখে জিম্মি করে এক নারীর কাছ থেকে মোবাইল ও টাকা ছিনতাইয়ের সঙ্গে জড়িত ৪ জনের মধ্যে দুই জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এর আগে আশুলিয়ার জামগড়া মোল্লা বাড়ি রোডে সোহেল এর বিকাশের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে, তার প্রায় লক্ষাধিক টাকা চুরি হয়েছে বলে তিনি জানান। এরপর গত বৃহস্পতিবার দিনে দুপুরে তালা খুলে একই ভাবে জামগড়া হেয়ন গার্মেন্টস রোডে হাসান ভুঁইয়ার মুদিখানা দোকানে তালা খুলে প্রায় লক্ষাধিক টাকা চুরি করে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *