July 18, 2025, 1:32 am
আল আমিন মোল্লা
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি।
চুয়াডাঙ্গার জীবননগর থানার পুলিশ কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে সাজা প্রাপ্ত ১ জনসহ মোট ৫ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।
চুয়াডাঙ্গা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মামুন হোসেন বিশ্বাসের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশগ্রহণ করেন এএসআই (নিঃ) মোঃ জসিম উদ্দিন, এএসআই (নিঃ) এসএম রাসেল, এএসআই (নিঃ) মোঃ হেমায়েত উদ্দিন হিমু, এএসআই (নিঃ) মোঃ হুমায়ুন কবীর এবং এএসআই (নিঃ) মোঃ রেজা হাসমত সহ সঙ্গীয় ফোর্স।
অভিযানকালে যেসব আসামিদের গ্রেফতার করা হয়: ১। সাজাপ্রাপ্ত আসামি মোঃ ইন্তাজুল হক (সিআর-২১৬/২২, এসসি-১৫১৫/২২), পিতা-মোঃ আঃ ছাত্তার, সাং-পাকা।
২। মোঃ ইব্রাহিম খলিল (৪৫), কোট সিআর-৪৪১/২৪ এর পরোয়ানাভুক্ত, পিতা-মশিয়ার রহমান, সাং-তরফদার মেডিসিন হাউজ।
৩। মোঃ উসমান আলী, মহেশ সিআর-২৪/২৫ এর পরোয়ানাভুক্ত, পিতা-মোঃ মতিয়ার রহমান, সাং-মনোহরপুর।
৪। মোঃ ইমামুল মল্লিক (৪৫), জিআর-২৭/২৫ এর পরোয়ানাভুক্ত, পিতা-মোঃ মুংলা মল্লিক, সাং-মুক্তারপুর।
৫। মোছাঃ রুবিয়া খাতুন, সিআর-৬২০/২৩ এর পরোয়ানাভুক্ত, স্বামী-মোঃ কামাল হোসেন, সাং-সদরপাড়া (দক্ষিণপাড়া)।
উল্লেখ্য, সকল আসামিকেই যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
জীবননগর থানা পুলিশের এই বিশেষ অভিযানকে এলাকার জনগণ সাধুবাদ জানিয়েছেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।