ময়মনসিংহের ফুলবাড়িয়া বজ্রপাতে শ্বশুর নিহত, জামাই আহত

মোঃ সেলিম মিয়া ময়মনসিংহ (ফুলবাড়িয়া) প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় বৃষ্টিপাত ছাড়াই বজ্রপাতে শ্বশুড় আকবর হোসেনের (৬৫) মৃত্যু হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা মেয়ের জামাতা আল আমিন (৪০) আহত হয়।

পরিবার সূত্রে জানায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার রাধাকানাই ইউনিয়নের পলাশতলী দড়িপাড়া গ্রামের মৃত উসমান আলী মুন্সীর ছেলে আকবর হোসেন ও মেয়ের জামাতা আল আমিন বাড়ীর উত্তর পাশে বেগুন ক্ষেতে আগাছা পরিস্কার করছিলেন। হঠাৎ বৃষ্টিপাত ছাড়াই বজ্রপাতে আকবর হোসেনের উপর পড়ে। এতে ঘটনাস্থলেই আকবর হোসেন মারা যান। আহত হন তার মেয়ে জামাতা আল আমিন। আহত আল আমিন কে ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে কর্মরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

স্থানীয় ইউপি সদস্য আমিনুল এহেসান উজ্জল বলেন: আহত জামাইকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আকবর হোসেন কে নিজ বাড়িতে জুম্মাবাদ পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *