মুন্সীগঞ্জে আনমনা প্রাঙ্গণের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

মোঃলিটন মাহমুদ
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

৬ষ্ঠ বর্ষ পদার্পন উপলক্ষে মুন্সীগঞ্জে
আনমনা প্রাঙ্গণের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জ শহীদ মিনার চত্বরে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়।
এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিচারক হিসেবে ছিলেন চিত্রশিল্পী আবুল খায়ের।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিল্পী তাহের মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জাহাঙ্গীর আলম ঢালী, সাধারণ সম্পাদক আরিফ মোড়ল, সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন ফরিদ, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুল আলম স্বপন খোকা, নাট্যকর্মী মো. দুলাল, আনমনা প্রাঙ্গণের সহসভাপতি মো. জুনায়েদ, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান, প্রজন্ম থিয়েটারের প্রতিষ্ঠাতা নাট্য ও সংগীতশিল্পী সুদিপ দাস দ্বীপ, অবয়ব সাংস্কৃতিক কেন্দ্র সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. মাহবুব, সংস্কৃতি কর্মী শাহনাজ বেগম হীরা, শহর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আল আমিন, হিরণ কিরণ থিয়েটারের সাবেক সাধারণ সম্পাদক শেখ মো. শামীম প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *