January 15, 2025, 2:34 pm
ময়মনসিংহ প্রতিনিধিঃ
আসন্ন ময়মনসিংহ জেলা পরিষদের নির্বাচনে দ্বিতীয়বারের মত সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রার্থী
হয়েছেন ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান,জেলা পরিষদের সদ্য বিদায়ী সদস্য, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সদস্য ও সাবেক মহিলা বিষয়ক সম্পাদক এবং জাতীয় কমিটির বর্তমান সদস্য, ময়মনসিংহের সুনাম অর্জনকারী সাবেক কাদু চেয়ারম্যানের পুত্র, তরুণ রাজনীতিবিধ আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির ভুট্টোর সহধর্মীনি, জনপ্রিয় নারী নেত্রী ও ক্লিন ইমেজের অধিকারী আরজুনা কবির।
জানা যায়, জেলা পরিষদ নির্বাচনের নিয়ম অনুযায়ী জেলার সদর,গৌরীপুর ও তারাকান্দা উপজেলা নিয়ে নিয়ে গঠিত সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে নির্বাচনে দ্বিতীয়বারের মত নির্বাচন করবেন তিনি। ইতিমধ্যে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আরজুনা কবির। দিনরাত গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।
যেকোন মানুষের ডাকে সাড়া দেওয়া আর ময়মনসিংহের একজন সনামধন্য সাবেক চেয়ারম্যান এর পুত্র বধু হিসাবে নির্বাচনী এলাকাজুড়ে আলোচনার কেন্দ্র বিন্দুতে আছেন আরজুনা। আলোচনা চলছে- এই নির্বাচনী এলাকায় যারা প্রার্থী হিসাবে মাঠে রয়েছেন তাদের মাঝে আরজুনা কবিরের গ্রহণযোগ্যতা সকলের শীর্ষে। কেননা ময়মনসিংহের দিঘার কান্দা কাদুর বাড়ী এলাকার নাম জানে না এমন ব্যক্তি নাই। বড় থেকে ছোট সবাই চিনে কাদুর বাড়ী। নাম শুনেছেন জেলার প্রত্যন্ত এলাকার প্রতিটি ব্যক্তি। কাদু চেয়ারম্যান একজন জনবান্ধব ও জনপ্রিয় ব্যক্তি ছিলেন। তাছাড়া আরজুনা কবির এর আচার-আচরণ সকলের কাছে প্রশংসিত।যোগ্য কাউকে জেলা পরিষদের সদস্য পদে নির্বাচিত করতে হলে আরজুনা কবির এর বিকল্প নেই বলেও আলোচনা চলছে প্রতিটি মহলে।
আরজুনা কবির বলেন- জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত সদস্য পদে গত নির্বাচনেও বিজয়ী হওয়ার পর থেকে এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে ও জনকল্যাণে সময় দিয়েছি। সদর,গৌরীপুর, তারাকান্দা উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,ইউপি সদস্যদের আশ্বাস পেয়ে আবারও প্রার্থী হয়েছি। সবার সহযোগিতায় নারী সদস্য পদে ফের নির্বাচিত হলে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সৎ ও নিষ্ঠার সাথে দলমত নির্বিশেষে নির্বাচনী এলাকার অবহেলিত জনপদ ও নারী সমাজের উন্নয়নে কাজ করে যাবো। সে লক্ষে তিনি সকল নির্বাচিত চেয়ারম্যান,ইউপি সদস্যসহ সকল শ্রেণী পেশার নেতৃবৃন্দের সহযোগিতা ও দোয়া চেয়েছেন।
আরজুনা কবির একজন উচ্চ শিক্ষিত ও ভদ্র ফ্যামিলির মেয়ে।তিনি ময়মনিসিংহ জেলা নাগরিক আন্দোলন কমিটির সদস্য,জেলা ক্রীড়া সংস্থা ও ময়মনসিংহ বিভাগ বাস্তবায়ন পরিষদের সদস্য। শিক্ষা ক্ষেত্রে তিনি আদর্শ বিদ্যাপীঠ কিন্ডার গার্ডেন দিঘারকান্দার সভাপতি ও মরহুম আব্দুল কাদের (কাদু মিয়া) স্মৃতি কল্যাণ ট্রাস্টের সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালনসহ বিভিন্ন সেবা মূলক সংগঠনের সাথে জড়িত থেকে উন্নয়ন মূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন।
উল্লেখ্য,নির্বাচন কমিশনের তথ্য অনযায়ী জানা যায়, আগামী ১৭ই অক্টোবর দেশের ৬৪টি জেলায় জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে এই তালিকায় ময়মনসিংহ জেলা রয়েছে। নির্বাচন কমিশনের ঘোষনার পর থেকে চেয়ারম্যান,সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদের সম্ভাব্য প্রার্থীরা প্রচার চালিয়ে যাচ্ছেন।